এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১৪ (৫)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১৪ (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
২০১. গ্রাম সরকার প্রতিষ্ঠা করা হয় কারণ-
i. স্থানীয় সমস্যা সমাধানের জন্য
ii. আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য
iii. গণশিক্ষাসহ গ্রামীণ উন্নয়নে সহায়তার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২০২. খালেদ মোশাররফ ক্ষমতাচ্যুত হন। কারণ-
i. আবু তাহেররে পাল্টা অভ্যুত্থানে
ii. সামরিক অভ্যুত্থানে ব্যর্থ নেতৃত্বের জন্য
iii. পাকিস্তানি ভাবাদর্শের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২০৩. বাংলাদেশের সেনাবাহিনীর একজন কর্নেল যাকে অভ্যুত্থানের অপরাধে ফাঁসি দেয়া হয়। তিনি কে?
Ο ক) কর্নেল কাদির
Ο খ) কর্নেল আবু তাহের
Ο গ) কর্নেল ওসমানী
Ο ঘ) র্কর্নেল সায়েম
 সঠিক উত্তর: (খ)

 ২০৪. জিয়া সংবিধান থেকে কি বিলুপ্ত করলেন?
Ο ক) ধর্মনিরপেক্ষতা
Ο খ) সমাজতন্ত্র
Ο গ) মুক্তিকামী
Ο ঘ) স্বাধীনতা যুদ্ধ
 সঠিক উত্তর: (ক)

 ২০৫. কেন জেনারেল এরশাদ বিভাগীয় শহরে নিম্নআদালত স্থানান্তর করেন?
Ο ক) বিচারকার্যে সুবিধার জন্য
Ο খ) বিচারকার্যে দ্রুত শেষ করার উদ্দেশ্যে
Ο গ) প্রশাসন বিকেন্দ্রিককরণের জন্য
Ο ঘ) সবার জন্য দ্রুত বিচার নিশ্চিত করতে
 সঠিক উত্তর: (গ)

 ২০৬. মোশতাকের পক্ষে কী মোকাবেলা করা সম্ভব ছিল না?
Ο ক) নৈরাজ্যকর পরিস্থিতি
Ο খ) জনসমর্থন
Ο গ) সেনাবাহিনীকে
Ο ঘ) খুনি চক্রকে
 সঠিক উত্তর: (ক)

 ২০৭. নব্বইয়ে অভ্যুত্থানের সময়ে কত তারিখে শেখ হাসিনা ও খালেদা জিয়া গ্রেফতার হন?
Ο ক) ১১ নভেম্বর ১৯৮৭
Ο খ) ১২ নভেম্বর ১৯৮৭
Ο গ) ১২ নভেম্বর ১৯৮৮
Ο ঘ) ১৪ নভেম্বর ১৯৮৭
 সঠিক উত্তর: (খ)

 ২০৮. কোন মাসে ৩য় সংসদ ভেঙে দেওয়া হয়?
Ο ক) মে ১৯৮৭
Ο খ) জুন ১৯৮৭
Ο গ) অক্টোবর ১৯৮৭
Ο ঘ) ডিসেম্বর ১৯৮৭
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৯. জিয়া স্বাধীনতাবিরোধীদের রাজনীতি করার সুযোগ করে দেন-
i. ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠনের অন্তরায় দূর করে
ii. দালাল আইন বাতিল করে
iii. বামপন্থী রাজনীতির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২১০. ১৯৭৮ সালের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্ধির ক্ষেত্রে যে নামটি অধিক যুক্তিযুক্ত-
i. বঙ্গবন্ধু
ii. জেনারেল জিয়া
iii. জেনারেল ওসমানী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২১১. ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কতটি আসন লাভ করে?
Ο ক) ২০৬
Ο খ) ২০৭
Ο গ) ২০৮
Ο ঘ) ২০৯
 সঠিক উত্তর: (খ)

 ২১২. জিয়া তার ক্ষমতাকে স্থায়ী করতে চেয়েছেন-
i. মুক্তিযু্দ্ধ চেতনার বিপরীত পাকিস্তানি চেতনা ফিরিয়ে এনে
ii. সেনা সদস্যদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে
iii. রাজনৈতিকভাবে জনপ্রিয়তা লাভ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২১৩. কার সাথে বাংলাদেশের সম্পর্ক বৈরী ও তিক্ত হয়ে পড়ে?
Ο ক) পাকিস্তানের সাথে
Ο খ) ভারতের সাথে
Ο গ) চীনের সাথে
Ο ঘ) সৌদি আরবের সাথে
 সঠিক উত্তর: (খ)

 ২১৪. আবদুস সাত্তার মাত্র সাড়ে তিন মাসের মন্ত্রিসভা বাতিল করেন কেন?
Ο ক) সীমাহীন দূর্নীতির কারণে
Ο খ) সেনা অভ্যুত্থানের কারণে
Ο গ) বিদেশি শক্তির হস্তক্ষেপের কারণে
Ο ঘ) বেসামরিক লোকজনের হস্তক্ষেপের কারণে
 সঠিক উত্তর: (ক)

 ২১৫. এরশাদ কার নিকট ক্ষমতা হস্তান্তর করেন?
Ο ক) বিচারপতি শাহাবুদ্দিন আহম্মদ
Ο খ) বিচারপতি আবুদস সাত্তার
Ο গ) বিচারপতি আহসান উদ্দিন
Ο ঘ) বিচারপতি এমএম রুহুল আমিন
 সঠিক উত্তর: (ক)

 ২১৬. বাংলাদেশের সংবিধানের পঞ্চম সংশোধনীতে বৈধতা দেওয়া হয়-
i. সামরিক আইন
ii. সামরিক অধ্যাদেশ
iii. সামরিক প্রতিধান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৭. জেনারেল এরশাদের প্রশাসনিক সংস্কার কোনটি-
i. থানা প্রশাসনকে উপজেলা ব্যবস্থা প্রবর্তন করা হয়
ii. মহকুমাকে জেলায় উন্নীত করা হয়
iii. বিচার ব্যবস্থার সংস্কার করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২১৮. নির্বাচন জিয়ার প্রতিদ্বন্ধী ছিলেন কে?
Ο ক) এরশাদ
Ο খ) ওসমানী
Ο গ) সাত্তার
Ο ঘ) তাহের
 সঠিক উত্তর: (খ)

 ২১৯. ১৯৭৮ এর নির্বাচন প্রধান প্রতিদ্বন্ধী ছিলেন কয়জন?
Ο ক) ২ জন
Ο খ) ৩ জন
Ο গ) ৪ জন
Ο ঘ) ৫ জন
 সঠিক উত্তর: (ক)

 ২২০. পরপর তিনটি সামরিক অভ্যুত্থানে সেনাবাহিনীর চেইন অব কমান্ড ভেঙ্গে পড়ে। এর পরিপ্রেক্ষিতে বলা যায়-
i. সেনাবাহিনীতে শৃঙ্খলা বলে কিছু ছিল না
ii. সেনাবাহিনীতে দীর্ঘদিন যাবৎ অসন্তোষ ছিল
iii. সেনাবাহিনীতে মান-মর্যাদা ছিল না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২২১. জিয়াউর রহমানের ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কখন?
Ο ক) ১৬ ফেব্রুয়ারি ১৯৭৮
Ο খ) ১৭ ফেব্রুয়ারি ১৯৭৮
Ο গ) ১৮ ফেব্রুয়ারি ১৯৭৮
Ο ঘ) ১৯ ফেব্রুয়ারি ১৯৭৮
 সঠিক উত্তর: (গ)

 ২২২. আল্লাহ তায়ালার গুণবাচক নামের মধ্যে ‘বাসির’ শব্দের অর্থ কী?
Ο ক) সর্বদ্রষ্টা
Ο খ) সর্বশ্রোতা
Ο গ) মহান
Ο ঘ) প্রবল
 সঠিক উত্তর: (ক)

 ২২৩. জিয়াউর রহমানকে ‘বীর উত্তম’ উপাধি প্রদান করা হয় কেন?
Ο ক) মুক্তিযুদ্ধে অবদানের জন্য
Ο খ) গণঅভ্যুত্থানের জন্য
Ο গ) বীরদর্পে রাষ্ট্রপরিচালনার জন্য
Ο ঘ) স্বাধীনতা ঘোষণার জন্য
 সঠিক উত্তর: (ক)

 ২২৪. কখন থেকে এরশাদবিরোধী গণআন্দোলন শুরু হয়?
Ο ক) ২য় জাতীয় নির্বাচনের পর থেকে
Ο খ) ৩য় জাতীয় নির্বাচনের পর থেকে
Ο গ) ৪র্থ জাতীয় নির্বাচনের পর থেকে
Ο ঘ) ৫ম জাতীয় নির্বাচনের পর থেকে
 সঠিক উত্তর: (খ)

 ২২৫. তৃতীয় সংসদ নির্বাচনে কয়টি দল অংশগ্রহণ করেছিল?
Ο ক) ২০টি
Ο খ) ২৮টি
Ο গ) ৩০টি
Ο ঘ) ৩১টি
 সঠিক উত্তর: (খ)

 ২২৬. জিয়াউর রহমান কোথায় মৃত্যুবরণ করেন?
Ο ক) গণভবনে
Ο খ) প্রেসিডেন্ট হাউসে
Ο গ) সেনানিবাসে
Ο ঘ) চট্টগ্রামে সার্কিট হাউসে
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৭. ১৯৭৯ সালের সংসদে বিরোধী দলের দায়িত্ব পালন করে কোন দল?
Ο ক) সমাজতান্ত্রিক দল
Ο খ) আওয়ামী লীগ
Ο গ) জামায়াতে ইসলামী
Ο ঘ) মুসলীম লীগ
 সঠিক উত্তর: (খ)

 ২২৮. কার শাসনামলে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের যাত্রা শুরু হয়?
Ο ক) জেনারেল এরশাদ
Ο খ) জিয়াউর রহমান
Ο গ) বেগম খালেদা জিয়ার ১ম পর্যায়ে
Ο ঘ) শেখ হাসিনার শাসনামলে
 সঠিক উত্তর: (ক)

 ২২৯. সকল সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী কেন?
Ο ক) রিযিকের জন্য
Ο খ) রিসালাতের জন্য
Ο গ) ধর্মের জন্য
Ο ঘ) খেলাফতের জন্য
 সঠিক উত্তর: (ক)

 ২৩০. বাংলাদেশ সংবিধান পঞ্চম সংশোধনী আইন জাতীয় সংসদে গৃহীত হয় কখন?
Ο ক) ৫ এপ্রিল ১৯৭৯
Ο খ) ৬ এপ্রিল ১৯৭৯
Ο গ) ৭ এপ্রিল ১৯৭৯
Ο ঘ) ৮ এপ্রিল ১৯৭৯
 সঠিক উত্তর: (ক)

 ২৩১. ১৯৭৫ সালে সেনাবাহিনীতে চেইন অব কমান্ড ভেঙে পড়ে কেন?
Ο ক) খুনিচক্র রাষ্ট্র ক্ষমতায় আধিপত্যের কারণে
Ο খ) নির্বাচিত সরকারের হস্তক্ষেপের কারণে
Ο গ) বিচার বিভাগের পরাধীনতার কারণে
Ο ঘ) একনায়কতন্ত্র চালু হওয়ার কারণে
 সঠিক উত্তর: (ক)

 ২৩২. কর্নেল আবু তাহেরের বিচারকার্য পরিচালনার জন্য গঠিত ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন কে?
Ο ক) বিচারপতি সায়েম
Ο খ) কর্নেল নেওয়াজী
Ο গ) বিচারপতি সাদাত
Ο ঘ) কর্নেল ইউসুফ হয়দার
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৩. অভ্যুত্থানের রক্তপাতের ফলে বিশেষভাবে কার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে?
Ο ক) অফিসারদের মধ্যে
Ο খ) ব্রিগেডিয়ারদের মধ্যে
Ο গ) জওয়ানদের মধ্যে
Ο ঘ) মেজরদের মধ্যে
 সঠিক উত্তর: (ক)

 ২৩৪. ট্রাইব্যুনালে তাহেরকে কী শাস্তি দেওয়া হয়?
Ο ক) যাবজ্জীবন
Ο খ) মুক্তি
Ο গ) মৃত্যুদন্ডাদেশ
Ο ঘ) ৫ বছরের কারাদন্ড
 সঠিক উত্তর: (গ)

 ২৩৫. জিয়াউর রহমানকে সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ নিয়োগ দেওয়া হয় কখন?
Ο ক) ১৯৭১ সালের জুন মাসে
Ο খ) ১৯৭২ সালের জুন মাসে
Ο গ) ১৯৭৩ সালের জুন মাসে
Ο ঘ) ১৯৭৪ সালের জুন মাসে
 সঠিক উত্তর: (খ)

 ২৩৬. এরশাদের আমলে গণভোট কখন অনুষ্ঠিত হয়?
Ο ক) ২০ মার্চ ১৯৮৫
Ο খ) ২১ মার্চ ১৯৮৫
Ο গ) ২২ মার্চ ১৯৮৫
Ο ঘ) ২৩ মার্চ ১৯৮৫
 সঠিক উত্তর: (খ)

 ২৩৭. জিয়াউর রহমান কত বছর বয়সে রাষ্ট্রক্ষমতায় আসীন হন?
Ο ক) ৩৫
Ο খ) ৪০
Ο গ) ৪৫
Ο ঘ) ৫০
 সঠিক উত্তর: (খ)

 ২৩৮. সার্ক প্রতিষ্ঠিতি হয় কত সালে?
Ο ক) ১৯৮২
Ο খ) ১৯৮৩
Ο গ) ১৯৮৪
Ο ঘ) ১৯৮৫
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৯. ‘আল্লাহ পরম করুণামায়’- তাঁর এই গুণটি কোন নামে অভিহিত করে?
Ο ক) আল্লাহ হাফিয
Ο খ) আল্লাহ রাহিম
Ο গ) আল্লা কাবীর
Ο ঘ) আল্লাহ কাদীর
 সঠিক উত্তর: (খ)

 ২৪০. কার পাল্টা অভ্যুত্থানে খালেদ মোশাররফ ক্ষমতাচ্যুত হন?
Ο ক) জিয়ার
Ο খ) এরশাদের
Ο গ) আবু তাহেরের
Ο ঘ) সায়েমের
 সঠিক উত্তর: (গ) 

২৪১. জেনারেল জিয়াউর রহমান কত তারিখে গণভোটের আয়োজন করেন?
Ο ক) ২৭ মে ১৯৭৭
Ο খ) ২৮ মে ১৯৭৭
Ο গ) ২৯ মে ১৯৭৭
Ο ঘ) ৩০ মে ১৯৭৭
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪২. জিয়াউর রহমান গৃহবন্দী থাকা অবস্থায় তাকে মুক্ত করার জন্য কাকে অনুরোধ করেন?
Ο ক) বিচারপতি সায়েমকে
Ο খ) খন্দকার মোশতাককে
Ο গ) সাত্তারকে
Ο ঘ) কর্নেল তাহেরকে
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৩. মোশতাক কাকে নিয়ে মন্ত্রিসভা গঠন করেন?
Ο ক) সামরিক বাহিনীকে নিয়ে
Ο খ) জাতীয় দলকে নিয়ে
Ο গ) আওয়ামী লীগকে নিয়ে
Ο ঘ) ইসলামী দল নিয়ে
 সঠিক উত্তর: (গ)

 ২৪৪. জিয়াউর রহমানের হত্যাকান্ডের পর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কে?
Ο ক) মোশতাক আহমেদ
Ο খ) আবদুস সাত্তার
Ο গ) জেনারেল এরশাদ
Ο ঘ) সাহাবুদ্দীন
 সঠিক উত্তর: (খ)

 ২৪৫. অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান সেনাবাহিনীতে কী জন্ম দেয়?
Ο ক) ভয়ের
Ο খ) সংশয়ের
Ο গ) আস্থাহীনতার
Ο ঘ) সাহসের
 সঠিক উত্তর: (গ)

 ২৪৬. এরশাদ ব্যাপকভাবে সামরিক বাহিনীর সুযোগসুবিধা বৃদ্ধি করেছিলেন কেন?
Ο ক) ক্ষমতার ভিত শক্তিশালী করতে
Ο খ) অসন্তোষ দূর করার জন্য
Ο গ) সামরিক শক্তি বৃদ্ধির জন্য
Ο ঘ) দেশরক্ষার জন্য
 সঠিক উত্তর: (ক)

 ২৪৭. ১৯৮১ সালের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটের শতকরা কত ভাগ ভোট প্রদান করা হয়?
Ο ক) ৫৪.৫৭
Ο খ) ৫৫.৪৭
Ο গ) ৫৬.৪৭
Ο ঘ) ৫৭.৪৭
 সঠিক উত্তর: (খ)

 ২৪৮. খোন্দকার মোশতাক ইতিহাসে কী জন্ম দিয়েছেন?
Ο ক) স্বাধীনতার
Ο খ) কলঙ্কিত অধ্যায়ের
Ο গ) রাজনৈতিক আস্থার
Ο ঘ) বিশ্বাসঘাতকতার
 সঠিক উত্তর: (খ)

 ২৪৯. বাংলাদেশ-চীন সম্পর্ক উন্নয়ন প্রক্রিয়া শুরু হয়েছিলো কবে?
Ο ক) বঙ্গবন্ধুর আমলে
Ο খ) সাত্তারের আমলে
Ο গ) জিয়ার আমলে
Ο ঘ) মোশতাকের আমলে
 সঠিক উত্তর: (ক)

 ২৫০. খালেদ মোশারফের সাথে ক্ষমতার দখল নিয়ে দেন দরবার চলতে থাকে কার?
Ο ক) জিয়াউর রহমানের
Ο খ) খন্দকার মোশতাক
Ο গ) জেনারেল এরশাদ
Ο ঘ) আবু সাদাত
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post