এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১৪ (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১৪ (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১০১. এরশাদের শাসনকালের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) ১৯৮২-১৯৯০ খ্রিস্টাব্দে
Ο খ) ১৯৮৩-১৯৯০ খ্রিস্টাব্দে
Ο গ) ১৯৮৪-১৯৯০ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৯৮৫-১৯৯০ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (ক)

 ১০২. বাংলাদেশ জিন্দাবাদ ‘শ্লোগানটি চালু করেন’ কে?
Ο ক) এম. মনসুর আলী
Ο খ) তাজউদ্দিন আহমেদ
Ο গ) শেখ মুজিবুর রহমান
Ο ঘ) খোন্দকার মোশতাক
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৩. জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত করেন কাকে?
Ο ক) সাত্তারকে
Ο খ) শাহ আজিজকে
Ο গ) গোলাম আযমকে
Ο ঘ) খালেদা জিয়াকে
 সঠিক উত্তর: (খ)

 ১০৪. এরশাদের সময় হতাশাজনকভাবে কী বৃদ্ধি পেয়েছে?
Ο ক) সামরিক খাতে ব্যয়
Ο খ) শিল্প খাতে
Ο গ) প্রশাসনিক খাতে ব্যয়
Ο ঘ) উন্নয়ন খাতে
 সঠিক উত্তর: (ক)

 ১০৫. ক্ষমতা দখলের পর জিয়ার চিন্তা কী ছিল?
Ο ক) রাজনৈতিক দল গঠন
Ο খ) জনগণের আস্থা অর্জন
Ο গ) সামরিক শাসন
Ο ঘ) রাষ্ট্রীয় উন্নতি
 সঠিক উত্তর: (ক)

 ১০৬. বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা জিয়াউর রহমানকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে কত বছর?
Ο ক) প্রায় সাড়ে চার
Ο খ) প্রায় সাড়ে পাঁচ
Ο গ) প্রায় সাড়ে ছয়
Ο ঘ) প্রায় সাড়ে সাত
 সঠিক উত্তর: (খ)

 ১০৭. নব্বইয়ের অভ্যুত্থানে নুর হোসেন কোথায় নিহত হয়?
Ο ক) জিপিও এর নিকট
Ο খ) টিএসসিতে
Ο গ) ঢাকা জিপিও এর নিকট জিরো পয়েন্টে
Ο ঘ) গণভবনের সামনে
 সঠিক উত্তর: (ক)

 ১০৮. প্রধান বিরোধী দলগুলো রাষ্ট্রপতি নির্বাচন ব্য়কট করে কেন?
Ο ক) ঘোষিত কর্মসূচি পালন করায়
Ο খ) প্রহসনমূলকভাবে এরশাদকে রাষ্ট্রপতি করায়
Ο গ) বিজয়ী না হওয়ায়
Ο ঘ) নির্বাচন পদ্ধতি পছন্দ না হওয়ায়
 সঠিক উত্তর: (খ)

 ১০৯. ১৯৮১ সালের রাষ্ট্রপতি নির্বাচনে বিচারপতি সাত্তার প্রদত্ত ভোটের শতকরা কত ভাগ ভোট লাভ করে জয়ী হন?
Ο ক) ৬৪.৮০
Ο খ) ৬৫.৮০
Ο গ) ৬৬.৮০
Ο ঘ) ৬৭.৮০
 সঠিক উত্তর: (খ)

 ১১০. তুমি কীভাবে আল্লাহ তায়ালার পরিচয় সম্পর্কে জানতে পারবে?
Ο ক) সূরা বাকারা পড়ে
Ο খ) সূরা হাদিদ পড়ে
Ο গ) সূরা ফাতিহা পড়ে
Ο ঘ) সূরা ইখলাস পড়ে
 সঠিক উত্তর: (ঘ)

 ১১১. সাত্তারকে প্রতিদান দিতে জিয়া কার্পণ্য করেননি । কারণ-
i. জিয়াকে ইন্ধন যুগিয়েছেন ক্ষমতা দখলে তাই
ii. নির্বাচন আয়োজনে আগ্রহী ছিলেন না তাই
iii. পাকিস্তানি ভাবাদর্শের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১১২. এরশাদ কত তারিখে ক্ষমতা হস্তান্তর করেন?
Ο ক) ৬ ডিসেম্বর ১৯৯০
Ο খ) ২৭ নভেম্বর ১৯৯০
Ο গ) ২৮ নভেম্বর ১৯৯০
Ο ঘ) ২৯ নভেম্বর ১৯৯০
 সঠিক উত্তর: (ক)

 ১১৩. ১৫ আগস্ট হত্যাকান্ডের খুনিচক্র পরিবার পরিজনসহ ব্যাংককের উদ্দেশ্য ঢাকা ছেড়ে যায় কার পরামর্শে?
Ο ক) জিয়াউর রহমান
Ο খ) জেনারেল এ কে খন্দকার
Ο গ) খালেদ মোশারফ
Ο ঘ) জেনারেল ওসমানী
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৪. পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় কীভাবে?
Ο ক) বাণিজ্যিক যুক্তির মাধ্যমে
Ο খ) বৈদেশিক চুক্তির মাধ্যমে
Ο গ) রাষ্ট্রদূত বিনিময়ের মাধ্যমে
Ο ঘ) ঋণদানের মাধ্যমে
 সঠিক উত্তর: (গ)

 ১১৫. সায়েম সাহেব তার গ্রামের চেয়ারম্যানকে পরিবারসহ হত্যা করে ক্ষমতা দখল করে নেন। সায়েম সাহেবের সাথে মিল রয়েছে ইতিহাসের কোন ব্যাক্তির?
Ο ক) জিয়াউর রহমান
Ο খ) জেনারেল এরশাদ
Ο গ) আবু তাহের
Ο ঘ) খন্দকার মোশতাক
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৬. সামরিক অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কে?
Ο ক) জেনারেল এরশাদ
Ο খ) কর্নেল সাফায়াত জামিল
Ο গ) জিয়াউর রহমান
Ο ঘ) খালেদ মোশারফ
 সঠিক উত্তর: (খ)

 ১১৭. সেনাবাহিনীতে শৃঙ্খলা প্রতিষ্ঠা জিয়ার প্রধান দায়িত্ব কেন?
Ο ক) বিশৃঙ্খলার জন্য
Ο খ) ক্ষমতার প্রধান উৎস তাই
Ο গ) অসন্তোষের কারণে
Ο ঘ) সামরিক ব্যয় বৃদ্ধির করার জন্য
 সঠিক উত্তর: (ক)

 ১১৮. ডা. মিলন কোথায় নিহত হয়?
Ο ক) রাজশাহীতে
Ο খ) খুলনায়
Ο গ) টিএসসির পাশে
Ο ঘ) বঙ্গভবনের সামনে
 সঠিক উত্তর: (গ)

 ১১৯. সমাজে বহুগুণে ধনী-দরিদ্রের ব্যবধান বৃদ্ধি পায় কার আমলে?
Ο ক) বঙ্গবন্ধুর আমলে
Ο খ) জিয়ার আমলে
Ο গ) সায়েমের আমলে
Ο ঘ) এরশাদের আমলে
 সঠিক উত্তর: (খ)

 ১২০. কখন থেকে খালকাটা কর্মসূচি শুরু হয়?
Ο ক) ১ ডিসেম্বর ১৯৭৯
Ο খ) ২ ডিসেম্বর ১৯৭৯
Ο গ) ৩ ডিসেম্বর ১৯৭৯
Ο ঘ) ৪ ডিসেম্বর ১৯৭৯
 সঠিক উত্তর: (ক)

 ১২১. কর্নেল আবু তাহেরকে ফাঁসি দেওয়া হয় কেন?
Ο ক) ৩ নভেম্বরের অভ্যুত্থানের অপরাধে
Ο খ) ৫ নভেম্বরের অভ্যুত্থানের অপরাধে
Ο গ) ৭ নভেম্বরের অভ্যুত্থানের অপরাধে
Ο ঘ) ৯ নভেম্বরের অভ্যুত্থানের অপরাধে
 সঠিক উত্তর: (গ)

 ১২২. মোশতাকের শাসননামলে কী পুনঃপ্রতিষ্ঠা শুরু হয়?
Ο ক) পাকিস্তানি ভাবধারা
Ο খ) মৌলবাদী ভাবধারা
Ο গ) ইসলামী ভাবধারা
Ο ঘ) বামপন্থী ভাবধারা
 সঠিক উত্তর: (ক)

 ১২৩. জিয়াউর রহমানের ক্ষেত্রে প্রযোজ্য-
i. তিনি উচ্চভিলাষী ছিলেন
ii. তিনি মুক্তিযোদ্ধা ছিলেন
iii. বঙ্গবন্ধু তাকে বীর উত্তম উপাধি দেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৪. কত সালে বিরোধী দলগুলো একযোগে সংসদ থেকে পদত্যাগ করে?
Ο ক) ১৯৮৩
Ο খ) ১৯৮৪
Ο গ) ১৯৮৭
Ο ঘ) ১৯৮৬
 সঠিক উত্তর: (গ)

 ১২৫. ইনডেমনিটির অর্থ কী?
Ο ক) কাউকে নিরাপদ করা
Ο খ) সামরিক শাসন
Ο গ) রাষ্ট্রীয় ক্ষমতা পালন
Ο ঘ) সামরিক সরকার
 সঠিক উত্তর: (ক)

 ১২৬. কত তারিখে নূর হোসেন মারা যায়?
Ο ক) ৯ অক্টোবর, ১৯৮৭
Ο খ) ৭ নভেম্বর, ১৯৮৭
Ο গ) ১০ নভেম্বর, ১৯৮৭
Ο ঘ) ১৫ নভেম্বর, ১৯৮৭
 সঠিক উত্তর: (গ)

 ১২৭. হুসেইন মুহম্মদ এরশাদ সেনাবাহিনীর কোন পদে কর্মরত ছিলেন?
Ο ক) মেজর জেনারেল
Ο খ) কর্নেল
Ο গ) চিফ অব স্টাফ
Ο ঘ) লেফটেন্যান্ট জেনারেল
 সঠিক উত্তর: (গ)

 ১২৮. জনদল গঠিত হয়-
i. সুবিধাবাদী দলগুলো নিয়ে
ii. দলছুট শক্তির কারণে
iii. জনসমর্থনহীনতার কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১২৯. মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি উপাধি হিসেবে কোনটি জিয়াউর রহমানের জন্য অধিক যুক্তিযুক্ত?
Ο ক) বীরশ্রেষ্ঠ
Ο খ) বীর উত্তম
Ο গ) বীর বিক্রম
Ο ঘ) বীর প্রতীক
 সঠিক উত্তর: (খ)

 ১৩০. খালেদ মোশাররফ মুক্তিযুদ্ধে কোন ফোর্সের কমান্ডার ছিলেন?
Ο ক) এম ফোর্সের
Ο খ) জেড ফোর্সের
Ο গ) কে ফোর্সের
Ο ঘ) এল ফোর্সের
 সঠিক উত্তর: (গ)

 ১৩১. জিয়া এদেশের নাগরিকদের নতুন পরিচয় কী দিলেন?
Ο ক) বাঙালি
Ο খ) সংগ্রামী
Ο গ) মুক্তিকামী
Ο ঘ) বাংলাদেশি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩২. পাকিস্তানের সাথে বাংলাদেশের সর্ব প্রথম কত সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়?
Ο ক) ১৯৭৫
Ο খ) ১৯৭৬
Ο গ) ১৯৭৭
Ο ঘ) ১৯৭৮
 সঠিক উত্তর: (খ)

 ১৩৩. আবদুস সাত্তারকে সরানো হয়-
i. অস্থিতিশীলতার অজুহাতে
ii. অস্থিরতার অজুহাতে
iii. সেনাবিদ্রোহের অজুহাতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৩৪. সেনাবিদ্রোহ ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কত তারিখে কর্ণেল আবু তাহেরকে গ্রেফতার করা হয়?
Ο ক) ২০ নভেম্বর ১৯৭৫
Ο খ) ২২ নভেম্বর ১৯৭৫
Ο গ) ২৪ নভেম্বর ১৯৭৫
Ο ঘ) ২৬ নভেম্বর ১৯৭৫
 সঠিক উত্তর: (গ)

 ১৩৫. গণশিক্ষার প্রয়োজনীতা নিয়ে কোনো বির্তক নেই। এর সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন-
i. দেশপ্রেম
ii. দমন পীড়ন
iii. ভয়ভীতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৩৬. খালেদ মোশাররফ জেলহত্যার কথা জানেন কবে?
Ο ক) ১ নভেম্বর
Ο খ) ৪ নভেম্বর
Ο গ) ৬ নভেম্বর
Ο ঘ) ৮ নভেম্বর
 সঠিক উত্তর: (খ)

 ১৩৭. গণভোটে এরশাদ বিপুল ভোট পান কীভাবে?
Ο ক) সামরিক আমলাদের কারসাজিতে
Ο খ) জনগণের সমর্থনে
Ο গ) বলপূর্বক ভোট গ্রহণে
Ο ঘ) জনপ্রিয়তার কারণে
 সঠিক উত্তর: (ক)

 ১৩৮. এইচ এম এরশাদ তার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সমর্থ হন?
i. সামাজিক শাসনের ফলে
ii. স্বৈরাচারী শাসনের ফলে
iii. ক্ষমতায় দীর্ঘস্থায়ী হওয়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৯. এইচ এম এরশাদ কতদিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
Ο ক) নয় বছর
Ο খ) দশ বছর
Ο গ) ছয় বছর
Ο ঘ) সাত বছর
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪০. মোশতাকের সবচেয়ে জঘন্য কাজ কোনটি?
Ο ক) জয় বাংলা বাতিল
Ο খ) রেডিও বাংলাদেশ চালু
Ο গ) বাংলাদেশে জিন্দাবাদ স্লোগান চালু
Ο ঘ) বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪১. ১৯৮১ সালের রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন কে?
Ο ক) আবুদস সাত্তার
Ο খ) জেনারেল এরশাদ
Ο গ) ড. কামাল হোসেন
Ο ঘ) তোফায়েল আহম্মেদ
 সঠিক উত্তর: (গ)

 ১৪২. সামরিক বাহিনীর মধ্যে জিয়াউর রহমানকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্য কতবার অভ্যুত্থান হয়?
Ο ক) প্রায় ১৫
Ο খ) প্রায় ১৬
Ο গ) প্রায় ১৭
Ο ঘ) প্রায় ১৮
 সঠিক উত্তর: (গ)

 ১৪৩. তাহেরে বিচারকার্যে গঠিত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ছিলেন কে?
Ο ক) কর্নেল ওসমানী
Ο খ) এটিএম শামসুল হুদা
Ο গ) কর্নেল ইউসুফ হায়দার
Ο ঘ) এটিএম আফজাল
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৪. কত বছর বয়সে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসীন হন?
Ο ক) ৩০ বছর বয়সে
Ο খ) ৩৫ বছর বয়সে
Ο গ) ৪০ বছর বয়সে
Ο ঘ) ৪৫ বছর বয়সে
 সঠিক উত্তর: (গ)

 ১৪৫. ১৯৭৮ সালে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেন-
i. জেনারেল নেওয়াজী
ii. জেনারেল জিয়া
iii. জেনারেল ওসমানী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৪৬. মোশতাক বঙ্গবন্ধুর হত্যাকান্ডকে কী আখ্যায়িত করেন?
Ο ক) সামরিক প্রয়োজন
Ο খ) ঐতিহাসিক প্রয়োজন
Ο গ) রাজনৈতিক কারণ
Ο ঘ) রাষ্টীয় প্রয়োজন
 সঠিক উত্তর: (খ)

 ১৪৭. ১৯৭৭ সালে বাহাত্তরের সংবিধানের যে আমূল পরিবর্তন করেন তার অন্তর্ভুক্ত-
i. বাঙালির পরিবর্তে বাংলাদেশি
ii. মুক্তি সংগ্রামের স্থলে স্বাধীনতা যুদ্ধ
iii. সমাজতন্ত্রের স্থলে অর্থনৈতিক ও সামাজিক সুবিচার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৮. বাংলাদেশের কোথায় সর্বপ্রথম গ্রাম সরকার প্রতিষ্ঠা করা হয় ?
Ο ক) সাভারে
Ο খ) দিনাজপুরে
Ο গ) মুন্সিগঞ্জে
Ο ঘ) রংপুরে
 সঠিক উত্তর: (ক)

 ১৪৯. বঙ্গবন্ধুর নির্মম হত্যাকান্ডে আনন্দের সীমা ছিল না কার?
Ο ক) খোন্দকার মোশতাকের
Ο খ) জিয়াউর রহমানের
Ο গ) এইচ.এম. এরশাদের
Ο ঘ) জুলফিকার আলী ভুট্টোর
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫০. ১৫ আগস্ট ও ৩ নভেম্বর হত্যাকান্ড সংঘটিত করে কারা?
Ο ক) মুক্তিযুদ্ধে পরাজিত গোষ্ঠী
Ο খ) বাংলাদেশ সেনাবাহিনী
Ο গ) ইসলামী সংগঠন
Ο ঘ) পাকিস্তান সেনাবাহিনী
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post