এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১৪ (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১৪ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. এরশাদের পতন হয় কিসের মধ্য দিয়ে?
Ο ক) রাজনৈতিক দলের গণ-অভ্যুত্থানের
Ο খ) ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের
Ο গ) সেনাবাহিনীর গণ-অভ্যুত্থানের
Ο ঘ) সাংবাদিকদের গণ-অভ্যুত্থানের
 সঠিক উত্তর: (খ)

 ৫২. খালেদ মোশারফ কত দিন রাষ্ট্রক্ষমতায় ছিলেন?
Ο ক) ২ দিন
Ο খ) ৪ দিন
Ο গ) ৬ দিন
Ο ঘ) ৮ দিন
 সঠিক উত্তর: (খ)

 ৫৩. জিয়াউর রহমানের সময়ে খান খনন কর্মসূচি চালু হয় কত সালে?
Ο ক) ১৯৭৭
Ο খ) ১৯৭৮
Ο গ) ১৯৭৯
Ο ঘ) ১৯৮০
 সঠিক উত্তর: (গ)

 ৫৪. জিয়াউর রহমানের হত্যাকান্ডের পর কত তারিখে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়?
Ο ক) ২০ সেপ্টেম্বর ১৯৮১
Ο খ) ২১ সেপ্টেম্বর ১৯৮১
Ο গ) ২২ সেপ্টেম্বর ১৯৮১
Ο ঘ) ২৪ সেপ্টেম্বর ১৯৮১
 সঠিক উত্তর: (খ)

 ৫৫. ক্ষমতা সুসংহতকরণে জেনারেল জিয়াউর রহমানের বিশেষ কৌশলের মধ্যে ছিল-
i. সামরিক বাজেট বৃদ্ধি করা
ii. অভ্যন্তরীণ রাজনৈতিক কর্মকান্ডের সূচনা করা
iii. ‘সার্ক’ গঠনের উদ্যেগ গ্রহণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৬. জিয়াউর রহমান সরকার ‘রাজনৈতিক দলবিধি’ জারি করেন কেন?
Ο ক) রাজনৈতিক অসন্তোষ হ্রাসের জন্য
Ο খ) অর্থনৈতিক অসন্তোষ হ্রাসের জন্য
Ο গ) সামাজিক অসন্তোষ হ্রাসের জন্য
Ο ঘ) আন্তজার্তিক অসন্তোষ হ্রাসের জন্য
 সঠিক উত্তর: (ক)

 ৫৭. সার্কের প্রতিষ্ঠাতা কে?
Ο ক) শেখ মুজিবুর রহমান
Ο খ) জিয়াউর রহমান
Ο গ) জেনারেল এরশাদ
Ο ঘ) খন্দকার মোশতাক
 সঠিক উত্তর: (খ)

 ৫৮. জেনারেল এরশাদ কী নামে নতুন দল গঠন করেন?
Ο ক) জাতীয় পার্টি
Ο খ) জনদল
Ο গ) চিত্রবাংলা সমাজবাদী দল
Ο ঘ) বাংলাদেশ মুসলিম লীগ
 সঠিক উত্তর: (খ)

 ৫৯. গণশিক্ষা কার্যক্রম সম্পূর্ণভাবে সফল হয়নি । কারণ-
i. যথাযথ পরিকল্পনার অভাবে
ii. যথাযথ সমন্বয়ের অভাবে
iii. আর্থিক সমস্যার কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৬০. ১৯৮৩ সালের ১৮ দফা কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল-
i. অন্ন
ii. বস্ত্র
iii. কর্মসংস্থান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬১. জিয়াউর রহমান সরকারের সময়ে সরকারিভাবে যেসব উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয় তাহল-
i. খান খনন
ii. গ্রাম সরকার
iii. গণশিক্ষা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬২. জিয়াউর রহমানের ক্ষমতার উৎস হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) সেনাবাহিনী
Ο খ) নৌবাহিনী
Ο গ) বিমানবাহিনী
Ο ঘ) গোয়েন্দাবাহিনী
 সঠিক উত্তর: (ক)

 ৬৩. ১৫ আগস্ট ও ৩ নভেম্বর হত্যাকান্ডের মূল উদ্দেশ্য ছিল-
i. দেশকে নেতৃত্বশূণ্য
ii. পাকিস্তানি ভাবাদর্শ প্রতিষ্ঠা
iii. বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ও স্বাধীনতা ধ্বংস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৪. জেনারেল এরশাদের বিরুদ্ধে কারা আন্দোলন করেছিল?
Ο ক) ছাত্ররা
Ο খ) শিক্ষরা
Ο গ) কৃষক ও সাংস্কৃতিক কর্মীরা
Ο ঘ) সর্বস্তরের মানুষ
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৫. এরশাদ ক্ষমতা দখল করে?
i. জাতীয় সংসদ ভেঙে দেন
ii. সংবিধান স্থগিত করেন
iii. সামরিক আইন জারি করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৬. খন্দকার মোশতাকের নির্দেশে ২৩ আগস্ট কত জনকে গ্রেফতার করা হয়?
Ο ক) ১৮
Ο খ) ২০
Ο গ) ২২
Ο ঘ) ২৪
 সঠিক উত্তর: (খ)

 ৬৭. জিয়াউর রহমানের সময়ে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হয়ে পড়ে-
i. শীতল
ii. বৈরী
iii. তিক্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৮. জিয়াউর রহমানের গণভোট কী নামে পরিচিত?
Ο ক) হ্যাঁ/না
Ο খ) বিলম্বের নীতি
Ο গ) প্রহসন
Ο ঘ) হাস্যকর কর্মসূচি
 সঠিক উত্তর: (ক)

 ৬৯. বাংলাদেশের নাগরিকদের পরিচয় বাঙালির স্থলে বাংলাদেশি হয় কত সালে?
Ο ক) ১৯৭৫
Ο খ) ১৯৭৬
Ο গ) ১৯৭৭
Ο ঘ) ১৯৮৭
 সঠিক উত্তর: (গ)

 ৭০. ১৯৭৮ সালের ৩ জুন রাষ্ট্রপতি নির্বাচনে জেনারেল ওসমানী প্রদত্ত ভোটের শতকরা কত ভাগ ভোট পান?
Ο ক) ২০.৭০
Ο খ) ২১.৭০
Ο গ) ২২.৭০
Ο ঘ) ২৩.৭০
 সঠিক উত্তর: (খ)

 ৭১. রাষ্ট্রীয় ক্ষমতা চালানো সাত্তারের জন্য কঠিন হয়। কারণ-
i. অর্থনৈতিক সংকটের কারণে
ii. আইন-শৃঙ্খলার অবনতির কারণে
iii. অবৈধভাবে ক্ষমতা গ্রহণের ফলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৭২. চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
Ο ক) ১৯৮৭ সালের ১৬ ডিসেম্বর
Ο খ) ১৯৮৮ সালের ৩ মার্চ
Ο গ) ১৯৮৮ সালের ১ জানুয়ারি
Ο ঘ) ১৯৮৮ সালের ১২ আগস্ট
 সঠিক উত্তর: (খ)

 ৭৩. সংবিধানের ৮ম সংশোধনী আনার যথার্থ কারণ নিচের কোনটি?
Ο ক) আল্লাহর সন্তুষ্টি অর্জন
Ο খ) ব্যক্তিস্বার্থ হাসিল
Ο গ) দেশের উন্নয়ন
Ο ঘ) রাজনৈতিক উদ্দেশ্য সাধন
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৪. এরশাদ সোভিয়েত কূটনীতিকে বহিস্কার করেন কেন?
Ο ক) অযোগ্য ছিলেন
Ο খ) মার্কিন সরকারকে সন্তুষ্ট করতে
Ο গ) ইসলামপন্থী ছিলেন
Ο ঘ) ভারতকে সন্তুষ্ট করতে
 সঠিক উত্তর: (খ)

 ৭৫. সামরিক বাহিনীর বর্বরতাকে তিনি কী বলে অভিহিত করেন?
Ο ক) সামরিক উত্থান
Ο খ) সম্ভাবনার স্বর্ণদ্বার
Ο গ) রাজনৈতিক স্বর্ণযুগ
Ο ঘ) সম্ভাবনার স্বর্ণযুগ
 সঠিক উত্তর: (খ)

 ৭৬. মোশতাক কত দিন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন?
Ο ক) এক মাস
Ο খ) তিন মাস
Ο গ) পাঁচ মাস
Ο ঘ) এক বছর
 সঠিক উত্তর: (খ)

 ৭৭. মোশতাক সরকারকে স্বীকৃতি দানকারী প্রথম রাষ্ট্র কোনটি?
Ο ক) ভারত
Ο খ) নেপাল
Ο গ) পাকিস্তান
Ο ঘ) ভুটান
 সঠিক উত্তর: (গ)

 ৭৮. জাতীয় চার নেতাকে হত্যা করা হয় কখন?
Ο ক) ১ নভেম্বর
Ο খ) ২ নভেম্বর
Ο গ) ৩ নভেম্বর
Ο ঘ) ৪ নভেম্বর
 সঠিক উত্তর: (গ)

 ৭৯. মোশতাকের পক্ষে পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব ছিল না। কারণ-
i. দেশে রাজনৈতিক শূন্যতা ছিল তাই
ii. সেনাবাহিনীতে নৈরাজ্যকর অবস্থা ছিল তাই
iii. মোশতাকের রাজনৈতিক ক্ষমতা কম ছিল তাই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৮০. খালেদ মোশাররফ কয়দিন ক্ষমতায় ছিলেন?
Ο ক) তিনদিন
Ο খ) চারদিন
Ο গ) পাঁচদিন
Ο ঘ) ছয়দিন
 সঠিক উত্তর: (খ)

 ৮১. সব সামরিক সরকার পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ করে। কারণ-
i. ক্ষমতা দখলকে বৈধতা দেওয়ার জন্য
ii. স্বাধীনভাবে দায়িত্ব পালনের জন্য
iii. দেশের সত্যিকার উন্নয়নের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৮২. এরশাদের সময়ে মিডিয়া পরিচালিত হয় কীভাবে?
Ο ক) সরকারি নিয়ন্ত্রণে
Ο খ) ব্যক্তি নিয়ন্ত্রণে
Ο গ) বেসরকারি নিয়ন্ত্রে
Ο ঘ) স্বাধীনভাবে
 সঠিক উত্তর: (ক)

 ৮৩. জেনারেল জিয়া ফারাক্কা বাঁধের বিষয় উত্থাপন করেন কোথায়?
Ο ক) সার্কে
Ο খ) জাতিসংঘে
Ο গ) আন্তজার্তিক আদালতে
Ο ঘ) সাউথ এশিয়ান এসোসিয়েশনে
 সঠিক উত্তর: (খ)

 ৮৪. এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেন কততম সংশোধনীর মাধ্যমে?
Ο ক) ৩য়
Ο খ) ৫ম
Ο গ) ৭ম
Ο ঘ) ৮ম
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৫. জিয়ার উপদ্রেষ্টার একটি বড় অংশ কার ঘনিষ্ঠ সহযোগী ছিল?
Ο ক) আইয়ুব-ইয়াহিয়ার
Ο খ) সমাজতান্ত্রিক দলের
Ο গ) ভুট্টোর
Ο ঘ) বঙ্গবন্ধুর
 সঠিক উত্তর: (ক)

 ৮৬. গ্রাম সরকারের কাজ হলো-
i. স্থানীয় সমস্যার অর্থনীতি
ii. আমদানি নির্ভর অর্থনীতি
iii. বিদেশী সাহায্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৮৭. জেনারেল জিয়া শুরু থেকেই রুশ-ভারত বিরোধী অবস্থান গ্রহণ করেন কেন?
Ο ক) মুসলিম দেশসমূহের সাথে সম্পর্কোন্নয়নে
Ο খ) পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নে
Ο গ) অমুসলিমদের সাথে সম্পর্ক অবনতির জন্য
Ο ঘ) বাণিজ্য চুক্তির জন্য
 সঠিক উত্তর: (ক)

 ৮৮. বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি হয়। কারণ-
i. অবিশ্বাস আর আস্থাহীনতার কারণে
ii. পারস্পরিক সন্দেহের কারণে
iii. বাণিজ্য চুক্তির কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৮৯. জিয়াউর রহমান কোন ধরনের ছিলেন?
Ο ক) স্বল্পবিলাষী
Ο খ) উচ্চভিলাষী
Ο গ) অভিলাষী
Ο ঘ) সুচতুর
 সঠিক উত্তর: (খ)

 ৯০. জিয়ার আমলে পৃষ্ঠপোষকতা লাভ করে-
i. রপ্তানি নির্ভর অর্থনীতি
ii. আমদানি নির্ভর অর্থনীতি
iii. বিদেশী সাহায্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৯১. জিয়া সেনাবাহিনীকে নানা সুযোগ-সুবিধা নিয়ে তুষ্ট করার চেষ্টা করছিলেন। কারণ-
i. নিজস্ব স্বার্থে
ii. ক্ষমতা স্থায়ী করার জন্য
iii. সেনাবাহিনীর স্বার্থে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৯২. দেশে সব ধরনের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করা হয় কীভাবে?
Ο ক) সামরিক আইন জারির মাধ্যমে
Ο খ) সেনাবাহিনীর মাধ্যমে
Ο গ) মিডিয়ার মাধ্যমে
Ο ঘ) শারীরিক নির্যাতনের মাধ্যমে
 সঠিক উত্তর: (ক)

 ৯৩. জাতীয় সংসদে জাতীয় পার্টি কতটি আসন পেয়েছিল?
Ο ক) ১৫০টি
Ο খ) ১৫৩টি
Ο গ) ১৯০টি
Ο ঘ) ২১৫টি
 সঠিক উত্তর: (খ)

 ৯৪. জাতীয় চার নেতা হত্যার যথার্থ কারণ হলো-
i. মোশতাকের নেতৃত্ব মানতে নারাজি
ii. মোশতাকের দেওয়া মন্ত্রিপদ গ্রহণ না করা
iii. রাষ্ট্রদ্রোহিতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৯৫. ঘাতকদল কার অনুমতি নিয়ে জাতীয় চার নেতাকে হত্যা করে?
Ο ক) আবু তাহেরের
Ο খ) মোশতাকের
Ο গ) জিয়ার
Ο ঘ) মোশাররফের
 সঠিক উত্তর: (খ)

 ৯৬. সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ বাড়ে কেন?
Ο ক) জিয়ার নিষ্ক্রিয়তার জন্য
Ο খ) সেনা অভ্যুত্থানের জন্য
Ο গ) যোগ্য সেনাকর্মকর্তার অভাবে
Ο ঘ) সেনা সুযোগ সুবিধার অভাবে
 সঠিক উত্তর: (ক)

 ৯৭. প্রেসিডেন্ট জেনারেল জিয়ার হত্যাকান্ডের পর সংবিধান অনুযায়ী কে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন?
Ο ক) আবদুস সাত্তার
Ο খ) জেনারেল এরশাদ
Ο গ) আবু তাহের
Ο ঘ) খন্দকার মোশতাক
 সঠিক উত্তর: (গ)

 ৯৮. এরশাদ কত সালে ক্ষমতা ত্যাগে বাধ্য হন?
Ο ক) ১০ নভেম্বর, ১৯৮৮
Ο খ) ১১ ডিসেম্বর, ১৯৮৯
Ο গ) ৬ ডিসেম্বর, ১৯৯০
Ο ঘ) ৭ ডিসেম্বর, ১৯৯২
 সঠিক উত্তর: (গ)

 ৯৯. ১৯৭৯ সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কার ঘোষণায়?
Ο ক) বঙ্গবন্ধুর
Ο খ) জিয়ার
Ο গ) ওসমানীর
Ο ঘ) সাত্তারের
 সঠিক উত্তর: (খ)

 ১০০. সকল থানাকে এরশাদ সরকার কীসে রূপান্তর করে?
Ο ক) মহাকুমায়
Ο খ) উপজেলায়
Ο গ) জেলায়
Ο ঘ) কোনো পরিবর্তন করে নি
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post