এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৭ (৪)

Web School BD
0
ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৭ (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১৫১. আলীবর্দী খানের কনিষ্ঠ কন্যার নাম কী?
Ο ক) আমেনা বেগম
Ο খ) আম্বিয়া বেগম
Ο গ) আছিয়া বেগম
Ο ঘ) আয়েশা বেগম
 সঠিক উত্তর: (ক)

 ১৫২. রবার্ট ক্লাইভ কীভাবে একচেটিয়া ক্ষমতা লাভ করে?
Ο ক) দেওয়ানির নামে বাংলার সম্পদ লুণ্ঠন করে
Ο খ) রাজস্ব আহরণের মাধ্যমে
Ο গ) অর্থনৈতিক শোষণের মাধ্যমে
Ο ঘ) রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করে
 সঠিক উত্তর: (ক)

 ১৫৩. শায়েস্তা খান জলদস্যুদের বিতাড়িত করেন কেন?
Ο ক) তাদের সাথে যুদ্ধ হয়েছিল বলে
Ο খ) তারা জনজীবনের জন্য হুমকিস্বরুপ ছিল বলে
Ο গ) তারা শায়েস্তা খানকে বিতাড়িত করতে চেয়েছিল বলে
Ο ঘ) তাদের সাথে ইংরেজদের বিরোধ ছিল বলে
 সঠিক উত্তর: (খ)

 ১৫৪. নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণ করে বিপদের সম্মুখীন হয়েছিল কেন?
Ο ক) অর্থের অভাবে
Ο খ) নিরাপত্তার অভাবে
Ο গ) পারিবারিক ষড়যন্ত্রের কারণে
Ο ঘ) সেনাবাহিনীর অভাবে
 সঠিক উত্তর: (গ)

 ১৫৫. নবাবের সকল পদক্ষেপ ছিল-
i. দেশ ও জনগণের বিরুদ্ধে
ii. দেশ ও জনগণের স্বার্থে
iii. ইংরেজদের স্বার্থ বিরোধী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৬. আলীবর্দী খান মৃত্যুবরণ করেন কখন?
Ο ক) ১৭৫৪ খ্রিস্টাব্দে
Ο খ) ১৭৫৫ খ্রিস্টাব্দে
Ο গ) ১৭৫৬ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৭৫৭ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (গ)

 ১৫৭. ইংরেজ ও ফরাসিদের মধ্যে সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। এর যৌক্তিক কারণ কোনটি?
Ο ক) ফরাসিরা বাণিজ্যিক সুবিধা লাভে আগ্রহী ছিল
Ο খ) ইংরেজদের ন্যায় ফরাসিরা এ দেশে সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখেছিল
Ο গ) মুঘল সরকারের উস্কানী
Ο ঘ) নিজেদের মধ্যকার পূর্ব দ্বন্ধ
 সঠিক উত্তর: (খ)

 ১৫৮. নবাব সিরাজউদ্দৌলা আলীগড় সন্ধিতে স্বাক্ষর করার কারণ-
i. তার চারপাশে শত্রু ছিল
ii. নিরুপায় ছিলেন
iii. তার বিরুদ্ধে ষড়যন্ত্র সম্পর্কে অবগত ছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৯. চিরস্থায়ী বন্দোবস্ত বড় বড় জমিদাররা নিঃস্ব হয়ে যায় কেন?
Ο ক) রাজস্ব প্রদানে অনাগ্রহের কারণে
Ο খ) সূর্যাস্ত আইনের কবলে পড়ে
Ο গ) রাজস্ব বেশি আদায়ের ফলে
Ο ঘ) কৃষকদের ফসল বেশি হওয়ায়
 সঠিক উত্তর: (খ)

 ১৬০. ‘ক’ ব্যবস্থার মাধ্যমে জমিদাররা জমির মালিকে পরিণত হয়। ‘ক’ কোনটিকে নির্দেশ করছে?
Ο ক) একসালা বন্দোবস্তা
Ο খ) পাঁচসালা বন্দোবস্ত
Ο গ) ইজারা প্রথা
Ο ঘ) চিরস্থায়ী বন্দোবস্ত
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬১. ১৪৫৩ সালে প্রাচ্যের সাথে পাশ্চাত্যের বাণিজ্য বন্ধ হয়ে যায়। এর যথার্থ কারণ হলো-
Ο ক) ১৪৫৩ সালে প্রাচ্যের সাথে পাশ্চাত্যের বাণিজ্য বন্ধ হয়ে যায়। এর যথার্থ কারণ হলো-
Ο খ) অটোম্যান তুর্কিরা কনস্টান্টিনোপল দখল করেছিল
Ο গ) জলপথে নাব্যতা সৃষ্টি হয়েছিল
Ο ঘ) রাজনৈতিক দ্বদ্ধ ছিল
 সঠিক উত্তর: (খ)

 ১৬২. দশসালা বন্দোবস্ত কেন প্রবর্তন করা হয়?
Ο ক) কৃষকের ভূমিকর মুক্ত করার জন্য
Ο খ) সঠিকভাবে রাজস্ব আদায় করার জন্য
Ο গ) জমিদারের প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি করার জন্য
Ο ঘ) কৃষককে ভূমিহীন করার জন্য
 সঠিক উত্তর: (খ)

 ১৬৩. ইংরেজ ও ফরাসিদের মধ্যে সংঘর্ষ অনিবার্য ছিল। কথাটির যৌক্তিক কারণ হলো-
i. রাজনৈতিক দ্বন্ধ
ii. পূর্ববিরোধের জের
iii. এ দেশে সাম্রাজ্য স্থাপনের প্রতিযোগিতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৪. দ্বৈতশাসন ব্যবস্থার কখন অবসান ঘটে?
Ο ক) ১৭৭০ সালে
Ο খ) ১৭৭১ সালে
Ο গ) ১৭৭২ সালে
Ο ঘ) ১৭৭৩ সালে
 সঠিক উত্তর: (গ)

 ১৬৫. মীর কাশিম কখন মৃত্যুবরণ করেন?
Ο ক) ১৭৭৬ খ্রিস্টাব্দে
Ο খ) ১৭৭৭ খ্রিস্টাব্দে
Ο গ) ১৭৭৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৭৭৯ খ্রিস্টাব্দ
 সঠিক উত্তর: (খ)

 ১৬৬. শওকত জঙ্গ কোথাকার শাসনকর্তা ছিলেন?
Ο ক) মুর্শিদাবাদ
Ο খ) কলকাতা
Ο গ) পূর্ণিয়া
Ο ঘ) ঢাকা
 সঠিক উত্তর: (গ)

 ১৬৭. ওলন্দাজদের সাথে ইংরেজদের বিরোধ ঘটে কোন কারণে?
Ο ক) ব্যবসা-বাণিজ্য নিয়ে
Ο খ) সিংহাসন নিয়ে
Ο গ) শাসনতন্ত্র নিয়ে
Ο ঘ) ধর্মীয় কারণে
 সঠিক উত্তর: (ক)

 ১৬৮. মীর কাশিম নিরাপত্তার জন্য করেছিলেন-
i. দুর্গ নির্মাণ
ii. সেনাবাহিনী গঠন
iii. রাজধানীর চারদিকে পরিখা খনন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৬৯. পতুগির্জরা কত খ্রিস্টাব্দে হুগলিতে উপনিবেশ গড়ে তোলে?
Ο ক) ১৫৭৯
Ο খ) ১৫৮০
Ο গ) ১৫৮১
Ο ঘ) ১৫৮২
 সঠিক উত্তর: (ক)

 ১৭০. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কখন?
Ο ক) ১৭৯১ খ্রিস্টাব্দে
Ο খ) ১৭৯২ খ্রিস্টাব্দে
Ο গ) ১৭৯৩ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৭৯৪ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (গ)

 ১৭১. চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কাদের স্বার্থ সুরক্ষিত হয়?
Ο ক) কৃষকের
Ο খ) শ্রমিকের
Ο গ) ব্যবসায়ির
Ο ঘ) জমিদারের
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭২. ইঙ্গ-ফরাসি সংঘর্ষের ফলাফল কী হয়েছিল?
Ο ক) ইংরেজদের একক প্রাধ্যন্য
Ο খ) ইংরেজদের দুর্গ নির্মাণ
Ο গ) ইংরেজদের ধর্মীয় প্রচার
Ο ঘ) ইংরেজদের বাংলা ত্যাগ
 সঠিক উত্তর: (ক)

 ১৭৩. নবাব আলীবর্দী খানের অন্যতম কৃতিত্ব হচ্ছে-
i. মারাঠা দমন
ii. ইংরেজ বণিকদের নিয়ন্ত্রণ
iii. ইংরেজদের বিতাড়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৭৪. ১৬০২ সালে ‘X’ নামক দল ‘Y’ অঞ্চলের বিভিন্ন স্থানে কুঠি নির্মাণ করে। ‘X’এর সাথে সাদৃশ্য রয়েছে-
i. ওলন্দাজ
ii. ডাচ
iii. দিনেমার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৭৫. অধ্যক্ষ এলিস কত খ্রিস্টাব্দে পাটনা কুঠির আক্রমণ করেন?
Ο ক) ১৭৬২
Ο খ) ১৭৬৩
Ο গ) ১৭৬৪
Ο ঘ) ১৭৬৫
 সঠিক উত্তর: (খ)

 ১৭৬. দিনেমাররা ইংরেজদের কাছে বাণিজ্যকুঠি বিক্রি করে কেন?
Ο ক) লাভজনক ব্যবসা করতে ব্যর্থ হয়েছিল
Ο খ) ইংরেজদের সাথে চুক্তির শর্তপূরণের জন্য
Ο গ) রাজনৈতিক কারণে
Ο ঘ) বোর্ড অব ডিরেক্টরের অনুমতি ক্রমে
 সঠিক উত্তর: (খ)

 ১৭৭. ফররুখ শিয়ারের ফরমান ছিল ইস্টইন্ডিয়া কোম্পানির মহাসনদ। কথাটির তাৎপর্য কী?
Ο ক) এর মাধ্যমে কোম্পানি বাণিজ্যিক কুঠি নির্মাণের অনুমোদন পায়
Ο খ) এর মাধ্যমে কোম্পানির বাণিজ্যিক ও রাজনৈতিক স্বার্থে বৃদ্ধি পায়
Ο গ) এর মাধ্যমে কোম্পানি মুঘল সম্রাটের মিত্রে পরিণত হয়
Ο ঘ) এর মাধ্যমে কোম্পানি বাংলার সর্বেসর্বা হয়ে ওঠে
 সঠিক উত্তর: (খ)

 ১৭৮. ইংল্যান্ডের পার্লামেন্ট নতুন ব্যবস্থা উদ্ভাবনের প্রয়োজনীতা অনুভব করে কেন?
Ο ক) কোম্পানির ভিশন পরিবর্তনের জন্য
Ο খ) এদেশীয় কৃষকদের কষ্ট লাঘবের জন্য
Ο গ) পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরির জন্য
Ο ঘ) বাংলা, বিহার, উড়িষ্যার সমস্যা সমাধানের জন্য
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৯. ওলন্দাজদের ভারতভর্ষ ত্যাগের সময়কাল হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) ১৮০২ খ্রিস্টাব্দে
Ο খ) ১৮০৩ খ্রিস্টাব্দে
Ο গ) ১৮০৪ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৮০৫ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮০. কলকাতায় প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণের অন্যতম ফলাফল কোনটি?
Ο ক) অর্থ-সম্পদ নিরাপদ রাখা
Ο খ) রাজনৈতিক স্বার্থ বিস্তার
Ο গ) সেনাবাহিনীর নিরাপত্তা বিধান
Ο ঘ) গভর্নরের নিরাপত্তা বিধান
 সঠিক উত্তর: (খ)

 ১৮১. ইংরেজ ও ফরাসিদের মধ্যে সংঘর্ষ অনিবার্য হয়ে উঠে, কারণ-
i. ইংরেজদের ন্যায় ফরাসিরাও এ দেশে সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখে
ii. ইংরেজদের ষড়ষন্ত্রের জন্য
iii. ফরাসি গোষ্ঠীর দুর্বলতার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৮২. করিম ইংল্যান্ডের ইতিহাস পড়তে গিয়ে দেখে যে, ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস বিয়ের যৌতুক হিসেবে একটি শহর লাভ করেন। তিনি কোন শহর যৌতুক হিসেবে লাভ করেন?
Ο ক) কলকাতা
Ο খ) সিডনি
Ο গ) বোম্বাই
Ο ঘ) দিল্লি
 সঠিক উত্তর: (গ)

 ১৮৩. মীর কাশিমের ক্ষেত্রে অধিক উপযোগী-
i. তিনি ছিলেন সুদক্ষ শাসক
ii. তিনি ছিলেন দূরদর্শী রাজনীতিবিদ
iii. তিনি ছিলেন পরাধীন মানুষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৮৪. ওয়ারেন হেস্টিংস-এর পাঁচসালা বন্দোবস্ত ব্যর্থ হওয়ার কারণ-
i. কৃষকদের প্রতি জমিদারের নির্যাতন
ii. উচ্চহারে রাজস্ব নির্ধারণ
iii. কৃষকের সচেতনতা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৮৫. কালিকটবন্দর কোথায় অবস্থিত?
Ο ক) ভারত
Ο খ) বাংলা
Ο গ) ইন্দোনেশিয়া
Ο ঘ) মালয়েশিয়া
 সঠিক উত্তর: (ক)

 ১৮৬. মীর কাশিম কখন মৃত্যুবরণ করেন?
Ο ক) ১৭৭৬ সালে
Ο খ) ১৭৭৭ সালে
Ο গ) ১৭৭৮ সালে
Ο ঘ) ১৭৭৯ সালে
 সঠিক উত্তর: (খ)

 ১৮৭. নিচের কোনটির সাথে কর্ণওয়ালিসের সাদৃশ্য রয়েছে?
Ο ক) ব্যবসায়ি
Ο খ) ফকির
Ο গ) কৃষক
Ο ঘ) জমিদার
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৮. মীর কাশিম মুঙ্গেরকে সুসংগঠিত করেন-
i. প্রাচীন নির্মাণের দ্বারা
ii. অস্ত্র কারখানা নির্মাণের দ্বারা
iii. মসজিদ নির্মাণে দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৮৯. জনাব কাশিম মিয়া তার জমির কিছু অংশ বিক্রি করে খাজনা পরিশোধ করে। এটি নিম্নের কোন ব্যবস্থার অনুরূপ?
Ο ক) একসালা বন্দোবস্ত
Ο খ) আটসালা বন্দোবস্ত
Ο গ) চিরস্থায়ী বন্দোবস্ত
Ο ঘ) দশসালা বন্দোবস্ত
 সঠিক উত্তর: (গ)

 ১৯০. মি. ‘ক’ বন্দীদশা থেকে মুক্তি পেয়ে মি. ‘খ’ এর বিরুদ্ধে মিথ্যা কাহিনী প্রচার শুরু করে। মি. ‘ক’ এর সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) হলওয়েল
Ο খ) ওয়াটসন
Ο গ) ক্লাইভ
Ο ঘ) কার্জন
 সঠিক উত্তর: (ক)

 ১৯১. ইংরেজরা হুগলিতে কখন বাণিজ্যে কুঠি স্থাপন করেন?
Ο ক) ১৬৫৬ খ্রিস্টাব্দে
Ο খ) ১৬৫৭ খ্রিস্টাব্দে
Ο গ) ১৬৫৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৬৫৯ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (গ)

 ১৯২. নবাবের পতনের কারণ হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
Ο ক) মীর মদনের অসহযোগিতা
Ο খ) মোহনলালের বিশ্বাসঘাতকতা
Ο গ) মীর জাফরের বিশ্বাসঘাতকতা
Ο ঘ) সিনকের অসহযোগিতা
 সঠিক উত্তর: (গ)

 ১৯৩. আফতাব বাংলার ইতিহাস পড়তে গিয়ে ১৭৬৫ সালের ঘটনা পড়ল। আফতাবের পঠিত ঘটনার সাথে কোন ঘটনার সাদৃশ্যতা রয়েছে?
Ο ক) কোম্পানির দেওয়ানী লাভ
Ο খ) পলাশীর যুদ্ধ
Ο গ) বক্সারের যুদ্ধ
Ο ঘ) পানিপথের যুদ্ধ
 সঠিক উত্তর: (ক)

 ১৯৪. নবাব সিরাজউদ্দৌলা কলকাতা দখল করেন কোন মাসে?
Ο ক) এপ্রিল
Ο খ) মে
Ο গ) জুন
Ο ঘ) জুলাই
 সঠিক উত্তর: (গ)

 ১৯৫. মীর কাশিম রাজধানীর চারদিকে পরিখা খনন করেন কেন?
Ο ক) পানি সংরক্ষণের জন্য
Ο খ) মাছ চাষের জন্য
Ο গ) প্রকৃতি উপভোগের জন্য
Ο ঘ) নিরাপত্তার জন্য
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৬. হলওয়েলের বর্ণনায় অন্ধকূপে কতজন ইংরেজ মারা যায়?
Ο ক) ১২১
Ο খ) ১২৩
Ο গ) ১২৫
Ο ঘ) ১২৭
 সঠিক উত্তর: (খ)

 ১৯৭. নবাব সিরাজউদ্দৌলা ক্ষমতালাভের পর প্রাথমিক সমস্যা ছিল-
i. ঘসেটি বেগমের ষড়যন্ত্র
ii. মীরজাফরের ঔদ্ধত্য
iii. শওকত জঙ্গ এর ষড়যন্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৯৮. নবাব সিরাজউদ্দৌলা পলাশীর প্রান্তরে ইংরেজদের বিরুদ্ধে অস্ত্রধারণ করতে বাধ্য হয়েছিলেন, কারণ-
i. নবাবের নিষেধাজ্ঞা অমান্য করে ইংরেজরা কলকাতায় দুর্গ নির্মাণ অব্যাহত রাখে
ii. চুক্তি ভঙ্গ করে ইংরেজরা নবাবকে কর দিতে অস্বীকৃতি জ্ঞাপন কের
iii. নবাব ইংরেজদের সম্পদ দখল করতে আগ্রহ প্রকাশ করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৯৯. দিনেমাররা কোন দেশের অধিবাসী?
Ο ক) সুইডেনের
Ο খ) ফিনল্যান্ডের
Ο গ) ডেনমার্কের
Ο ঘ) আয়ারল্যান্ডের
 সঠিক উত্তর: (গ)

 ২০০. কেন বাংলা থেকে প্রচুর অর্থ সম্পদ ইংল্যান্ডে পাচার হতে থাকে?
Ο ক) বক্সারের যুদ্ধের ফলে
Ο খ) পলাশী যুদ্ধের ফলে
Ο গ) ফৌজদারি লাভের ফলে
Ο ঘ) দেওয়ানি লাভের ফলে
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Tags:

Post a Comment

0Comments

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Post a Comment (0)