এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৭ (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৭ (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১০১. পলাশীর যুদ্ধে নবাবের পক্ষে প্রাণপণ যুদ্ধ করেন?
i. মীর জাফর
ii. মীর মদন
iii. মোহন লাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১০২. বিদারার যুদ্ধের অন্যতম ফলাফল কোনটি?
Ο ক) ইংরেজদের অর্থনেতিক বিপর্যয়
Ο খ) ওলন্দাজদের ভারতবর্ষ ত্যাগ
Ο গ) ওলন্দাজদের প্রাধান্য বিস্তার
Ο ঘ) ইংরেজদের পতন
 সঠিক উত্তর: (খ)

 ১০৩. বক্সারের যুদ্ধ জয়ের মাধ্যমে ইংরেজগণ ক্ষমতা ও শক্তিতে অসম হয়ে ওঠে। এর যথার্থ কারণ হলো-
i. সম্রাট ও নবাবের দুর্বলতা প্রকাশ পায়
ii. বাংলার নবাবী আমলের পরিসমাপ্তি ঘটে
iii. বাংলা ইংরেজদের অধীনস্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৪. বিদারার যুদ্ধ কখন সংঘটিত হয়?
Ο ক) ১৭৫৬ খ্রিস্টাব্দে
Ο খ) ১৭৫৭ খ্রিস্টাব্দে
Ο গ) ১৭৫৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৭৫৯ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৫. রিজিনা ম্যাডাম ক্লাসে বলেন, এই নবাব ছিলেন আলীবর্দী খানের মতো স্বাধীনচেতা। রিজিনা ম্যাডামের বর্ণনার সাথে নিচের কোন নবাবের সাদৃশ্য বিদ্যমান?
Ο ক) মীরজাফর
Ο খ) মীর কাশিম
Ο গ) মীর মদন
Ο ঘ) মীর মিরন
 সঠিক উত্তর: (খ)

 ১০৬. আশিক চন্দননগরে প্রতিষ্ঠিত ১৬৯০ সালের একটি বণিকগোষ্ঠীর একটি কুঠির কথা বলেন। পরে এটি শক্তিশালী সুরক্ষিত বাণিজ্য কুঠিতে পরিণত হয়। এখানে কোন বণিকগোষ্ঠীর কথা বলা হয়েছে?
Ο ক) ইংরেজ
Ο খ) ফরাসি
Ο গ) পর্তুগিজ
Ο ঘ) ওলন্দাজ
 সঠিক উত্তর: (খ)

 ১০৭. ওলন্দাজরা ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হয় কেন?
Ο ক) ইংরেজ কোম্পানি বাধ্য করেছিল
Ο খ) শায়েস্তা খানের নির্দেশ ছিল
Ο গ) বিদারার যুদ্ধে পরাজিত হয়েছিল বলে
Ο ঘ) অর্থনৈতিক বিপর্যয়ের জন্য
 সঠিক উত্তর: (গ)

 ১০৮. ওলন্দাজ কত খ্রিস্টাব্দে ভারতবর্ষ থেকে তাদের বাণিজ্য গুটিয়ে নেয়?
Ο ক) ১৮০৪
Ο খ) ১৮০৫
Ο গ) ১৮০৬
Ο ঘ) ১৮০৭
 সঠিক উত্তর: (খ)

 ১০৯. কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ১৫০০
Ο খ) ১৬০০
Ο গ) ১৭০০
Ο ঘ) ১৮০০
 সঠিক উত্তর: (খ)

 ১১০. মীর কাশিম সিংহাসনে বসেন?
Ο ক) ১৭৬০ খ্রিস্টাব্দে
Ο খ) ১৭৬১ খ্রিস্টাব্দে
Ο গ) ১৭৬২ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৭৬৩ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (ক)

 ১১১. ‘খ’ কর্তৃক গৃহীত ‘গ’ নামক ব্যবস্থার ফলে দেশে অরাজকতা সৃষ্টি হয়। ‘গ’ এর সাথে সাদৃশ্য রয়েছে-
i. দ্বৈত শাসন
ii. পাঁচসালা বন্দোবস্ত
iii. চিরস্থায়ী বন্দোবস্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১১২. ইঙ্গ-ফরাসি যুদ্ধের ফলাফল ছিল-
i. ফরাসিদের পতন
ii. ইংরেজদের প্রাধান্য
iii. ওলন্দাজদের প্রাধান্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১১৩. পর্তুগিজদের মধ্যে কে প্রথম সমুদ্রপথে এদেশে আসেন?
Ο ক) ভাস্কো-দা-গামা
Ο খ) বখতিয়ার খলজী
Ο গ) ইব্রাহিম লোদী
Ο ঘ) আহমেদ শাহ
 সঠিক উত্তর: (ক)

 ১১৪. কোম্পানি দেওয়ানি লাভের ফলে বাংলার অর্থনৈতিক মেরুদ্ণ্ড ভেঙে পড়ে-
i. প্রচুর অর্থম্পদ ইংল্যান্ডে পাচার হয়
ii. দেশীয় বণিকদের শুল্ক বৃদ্ধি পায়
iii. কোম্পানির অর্থনৈতিক শোষণ তীব্র মাত্রায় বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৫. কোম্পানির শাসনের পথ সুগম হয়-
i. বক্সারের যুদ্ধজয়ের ফলে
ii. দেওয়ানী লাভ করে
iii. সিরাজউদ্দৌলার নবাবির কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৬. কার্তিক বলেন, একজন নবাবের স্বাধীনচেতা মনোভাবের কারণে বক্সারের যুদ্ধ হয়েছিল। কার্তিক কোন নবাবের প্রতি ইঙ্গিত করেছেন?
Ο ক) মীর কাশিম
Ο খ) মীরজাফর
Ο গ) মীর মিরন
Ο ঘ) মীর মদন
 সঠিক উত্তর: (ক)

 ১১৭. আবিদ বলেন, ১৭৬০ খ্রিস্টাব্দে একজন লোক বাংলার নবাবিতে আরোহণ করেন। আবিদের বর্ণনায় কোন নবাবের কথা উল্লেখ করা হয়েছে?
Ο ক) মীরজাফর
Ο খ) মীরকাশিম
Ο গ) মীর মীরন
Ο ঘ) মীর মদন
 সঠিক উত্তর: (খ)

 ১১৮. আশিক একটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, এই ঘটনা সম্রাটকে একজন পেনশনভোগী ব্যক্তিকে পরিণত করে, আশিক কোন ঘটনার প্রতি ইঙ্গিত করেছেন?
Ο ক) দ্বৈত্তশাসন
Ο খ) দেওয়ানী লাভ
Ο গ) পলাশীর যুদ্ধ
Ο ঘ) উদয়নালার যুদ্ধ
 সঠিক উত্তর: (খ)

 ১১৯. ভারতবর্ষ ইংরেজ শাসনব্যবস্থার বৈশিষ্ট্য ছিল-
i. ঔপনিবেশিক শাসন
ii. রাজনৈতিক স্থাপত্য
iii. ব্যবসা-বাণিজ্য সমৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১২০. নবাব নাজিমউদ্দৌল্লার সাথে ইংরেজদের কী ধরণের শর্ত হয়?
Ο ক) কোম্পানি নবাবকে বাৎসরিক ৫৩ লক্ষ টাকা দেবে
Ο খ) এলাহবাদ ক্ষতিপূরণ বাবদ কোম্পানি ৫০ লক্ষ টাকা আদায় করবে
Ο গ) সব ক্ষমতা কোম্পানির হাতে থাকবে
Ο ঘ) কোম্পানি নিজ যোগ্যতাবলে বাংলা, ব্হিার, উড়িষ্যার দেওয়ানি লাভ করবে
 সঠিক উত্তর: (ক)

 ১২১. মি. ‘ক’ বাণিজ্যিক সুবিধা লাভের জন্য সিল্করোড আবিস্কার করেন। মি. ‘ক’ কেন চরিত্রটিকে সমর্থন করছে?
Ο ক) লিওনার্দ্যে দ্যা ভিঞ্চি
Ο খ) ভাস্কো-ডা-গামা
Ο গ) ক্যাপ্টেন হকিন্স
Ο ঘ) জেমস
 সঠিক উত্তর: (খ)

 ১২২. মীর জাফরের পুত্রের নাম কী ছিল?
Ο ক) সুজাউদ্দৌলা
Ο খ) মীর কাশিম
Ο গ) শাহ আলম
Ο ঘ) নাজিমউদ্দৌলা
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৩. সৌমিক তার বিরোধী দলের সাথে জয়ী হওয়ার জন্য ‘ক’ এর সাহায্য প্রার্থনা করে। ‘ক’ নিচের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করছে?
i. মুঘল সম্রাট শাহ আলম
ii. অযোধ্যার নবাব সুজাউদ্দৌল্লাহ
iii. সেনাপতি মীরমদন
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১২৪. ঘষেটি বেগম সিরাজউদ্দৌলার কী ছিলেন?
Ο ক) পুত্র
Ο খ) ভাই
Ο গ) ভাতিজা
Ο ঘ) খালা
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৫. ‘Y’ নামক বণিক গোষ্ঠী দ্বিতীয় বিদেশি বণিক হিসেবে উপমহাদেশে আসে। ‘Y’ এর সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) পর্তুগিজ
Ο খ) ডাচ
Ο গ) দিনেমার
Ο ঘ) ফরাসি
 সঠিক উত্তর: (খ)

 ১২৬. তিথি তার গ্রামের বাড়িতে দেখে যে সেখানে কৃষকরা ঘুম থেকে উঠে নির্দিষ্ট দিনে চেয়ারম্যানকে খাজনা দেয়। তিথির গ্রামের বাড়ির প্রচলিত প্রথার সাথে মিল রয়েছে-
i. চিরস্থায়ী বন্দোবস্ত
ii. সূর্যাস্ত আইন
iii. একশালা বন্দোবস্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১২৭. কত খ্রিস্টাব্দে বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়?
Ο ক) ১৭৭০
Ο খ) ১৭৭১
Ο গ) ১৭৭২
Ο ঘ) ১৭৭৩
 সঠিক উত্তর: (ক)

 ১২৮. শওকত জং ও সিরাজউদ্দৌলাহর সম্পর্ক কী?
Ο ক) খালাতো ভাই
Ο খ) চাচাতো ভাই
Ο গ) মামা-ভাগ্নে
Ο ঘ) চাচা-ভ্রাতুষ্পুত্র
 সঠিক উত্তর: (ক)

 ১২৯. চিরস্থায়ী ব্যবস্থার প্রবর্তন করেন কে?
Ο ক) লর্ড ক্লাইভ
Ο খ) লর্ড মিন্টন
Ο গ) লর্ড কার্জন
Ο ঘ) লর্ড কর্নওয়ালিস
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩০. কোম্পানির দেওয়ানী লাভের পরোক্ষ ফলাফল কোনটি?
Ο ক) শিল্পবিপ্লব
Ο খ) ফেব্রুয়ারি বিপ্লব
Ο গ) জুলাই বিপ্লব
Ο ঘ) কমলা বিপ্লব
 সঠিক উত্তর: (ক)

 ১৩১. ১৫৩৮ সালে পর্তুগিজরা শুল্কঘাঁটি নির্মাণের অনুমতি লাভ করে-
i. চট্টগ্রাম
ii. ঢাকা
iii. সাতগাঁও
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৩২. পলাশীর যুদ্ধের অন্যতম কারণ ছিল-
i. ইংরেজদের উচ্চাকাঙ্ক্ষা
ii. ইংরেজদের চুক্তিভঙ্গ
iii. ইংরেজদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৩. চুঁচুড়া ও বাকুঁড়ায় বাণিজ্যকুঠি স্থাপন করে কারা?
Ο ক) পর্তুগিজ
Ο খ) ইংরেজ
Ο গ) ওলন্দাজ
Ο ঘ) দিনেমার
 সঠিক উত্তর: (গ)

 ১৩৪. রবাট ক্লাইভ যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে অযোধ্যার নবাব থেকে কত টাকা আদায় করেন?
Ο ক) ৫০,০০,০০০
Ο খ) ৬০,০০,০০০
Ο গ) ৭০,০০,০০০
Ο ঘ) ৮০,০০,০০০
 সঠিক উত্তর: (ক)

 ১৩৫. নবাবের সেনাপতির নাম কী?
Ο ক) রবার্ট ক্লাইভ
Ο খ) কৃষ্ণদাস
Ο গ) মীর আলী
Ο ঘ) মীর জাফর
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৬. পতুর্গিজ নাবিক ভাস্কো-ডা-গামার সমুদ্রপথ আবিস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন?
i. পতুগিজদের ব্যবসাবাণিজ্যের পথ প্রসার হয়
ii. যোগাযোগ ক্ষেত্রে নতুন যুগের সূচনা হয়
iii. প্রাচ্য ও প্রতীচ্যের মাঝে পুনঃ বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৭. মুঘল সম্রাট ফররুখশিয়ার কত খ্রিস্টাব্দে ফরমান জারি করেন?
Ο ক) ১৭১৬
Ο খ) ১৭১৭
Ο গ) ১৭১৮
Ο ঘ) ১৭১৯
 সঠিক উত্তর: (খ)

 ১৩৮. চিরস্থায়ী ব্যবস্থায় জমিদারের প্রভাব বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে-
i. ভূমির স্থায়ী মালিকানা
ii. সূর্যাস্ত আইনের কঠোরতা
iii. ইচ্ছামত রাজস্ব আদায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৩৯. ১৬১২ সালে কোথায় বাণিজ্যকুঠি স্থাপিত হয়?
Ο ক) সুরাট
Ο খ) সুতানটি
Ο গ) গোবিন্দপুর
Ο ঘ) মালদহ
 সঠিক উত্তর: (ক)

 ১৪০. কোন পর্তুগিজ নাবিক প্রথম সমুদ্র পথে ভারতীয় উপমহাদেশে আসেন?
Ο ক) ভাস্কো-দা-গামা
Ο খ) ক্যাপ্টেন হকিন্স
Ο গ) স্যার টমাসরো
Ο ঘ) জব চার্নক
 সঠিক উত্তর: (ক)

 ১৪১. মাহফুজ বাংলায় দ্বৈত্তশাসন প্রবর্তন একজন ইংরেজ ব্যক্তিত্বের কথা বলেন। মাহফুজের বর্ণিত ব্যক্তির সাথে কার মিল বিদ্যমান?
Ο ক) রবার্ট ভ্যান্সি টার্টের
Ο খ) রবার্ট হেস্টিংসের
Ο গ) রবার্ট ক্লাইভের
Ο ঘ) রবার্ট পারমিলটনের
 সঠিক উত্তর: (গ)

 ১৪২. জব চার্ণক ১২০০ টাকার বিনিময়ে জমিদারিস্বত্ব লাভ করেন?
i. কোলকাতার
ii. সুতানটির
iii. গোবিন্দপুরের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৩. ১৭৮৬ খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিসকে কোম্পানি শাসন দুর্নীতিমুক্ত ও সুসংগঠিত করতে ভারতে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়-
i. গভর্নর জেনারেল
ii. সেনা প্রধান
iii. মুখ্যমন্ত্রী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৪৪. একসালা বন্দোবস্ত উপকার হয়নি- i. সরকারের ii. জমিদারদের iii. প্রজাদের নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৫. নবাব সিরাজ আলীনগর সন্ধি করতে বাধ্য হন কেন?
Ο ক) ইংরেজ আচরণে ভীত হয়ে
Ο খ) নিজের দুর্বলতার কারণে
Ο গ) পারিবারিক স্বার্থে
Ο ঘ) চারিদিকে ষড়ষন্ত্র ও শত্রু পরিবেষ্টিত টের পেয়ে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৬. সিরাজউদ্দৌলা আলীবর্দী খানের কী ছিলেন?
Ο ক) পুত্র
Ο খ) ভাই
Ο গ) ভাতিজা
Ο ঘ) দৌহিত্র
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৭. রাজা রাজবল্লভের পুত্রের নাম কী?
Ο ক) সিরাজউদ্দৌলা
Ο খ) মীর জাফর
Ο গ) কৃষ্ণদাস
Ο ঘ) বিপুল দাস
 সঠিক উত্তর: (গ)

 ১৪৮. ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসনের অবসান ঘটান। এটি প্রমাণ করে-
i. দ্বৈত শাসন কোম্পানির লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছিল
ii. দ্বৈত শাসনের কুফল হিসেবে ভয়াবহ দুর্ভিক্ষ হয়
iii. দ্বৈত শাসনের সুফলের চেয়ে কুফল বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৪৯. চিরস্থায়ী বন্দোবস্তের ফলে-
i. জমিদারদের স্বার্থ সুরক্ষিত হয়
ii. প্রজাদের স্বার্থ সুরক্ষিত হয়
iii. প্রজাদের পুরোনো স্বত্ব বিলুপ্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৫০. চিরস্থায়ী বন্দোবস্তের অন্যতম বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) রাজস্বের পরিমাণ সুনির্দিষ্ট হয়
Ο খ) কৃষকের সংখ্যা নির্ধারিত হয়
Ο গ) ভূমির সুষ্ঠু জরিপ হয়
Ο ঘ) কৃষকের সম্মান বৃদ্ধি পায়
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post