এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৭ (৫)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৭ (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
২০১. ১৭৬৫ সালে ‘y’ গ্রুপ একটি ক্ষমতা বলে নিশাপুরের সর্বেসর্বা হয়ে ওঠে। ‘y’ গ্রুপ কোন ধরনের ক্ষমতা লাভ করেছিল?
Ο ক) নায়েব
Ο খ) সুবেদার
Ο গ) দেওয়ানি
Ο ঘ) রাজ্য অধিকার
 সঠিক উত্তর: (গ)

 ২০২. দেওয়ানি লাভের পর প্রকৃতপক্ষে ইংরেজরাই বাংলার শাসকে পরিণত হয়-
i. অবাধ বাণিজ্যের সুবিধা লাভ করে
ii. সম্রাট ও নবাব উভয়েই ক্ষমতাহীন শাসকে পরিণত হয়
iii. কোম্পানির ক্ষমতা একচেটিয়া বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৩. বাংলার প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসনের পথ সুগম করে?
i. রবার্ট ক্লাইভের মৃত্যু
ii. সিরাজউদ্দৌলার পরাজয়
iii. সিরাজউদ্দৌলার মৃত্যু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২০৪. মি. ‘ক’ তাঞ্জোর জেলায় তার বাণিজ্যকুঠির স্থাপন করে। এখানে মি. ‘ক’ কোন কোম্পানির প্রতিনিধিত্ব করছে?
Ο ক) ডাচ
Ο খ) দিনেমার
Ο গ) ইংরেজ
Ο ঘ) ফরাসি
 সঠিক উত্তর: (খ)

 ২০৫. জনাব ‘চ’ তার চাচার নিকট থেকে কয়েকটি জমি ক্রয় করে নতুন নগরের পত্তন ঘটান। এই নতুন নগরের সাথে পরিচিত। জনাব ‘জ’ এর সাথে সাদৃশ্য রয়েছে-
i. সম্রাট আওরঙ্গজেব
ii. সম্রাট জাহাঙ্গীর
iii. সম্রাট ফররুখ শিয়ার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২০৬. কলকাতা নগরী কোন নদীর তীরে অবস্থিত?
Ο ক) করতোয়া
Ο খ) নাফ
Ο গ) গঙ্গা
Ο ঘ) ভাগীরথী
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৭. পলাশীর যুদ্ধের প্রধান কারণ কী?
Ο ক) নবাবের অদূরদর্শিতা
Ο খ) নবাবের অযোগ্যতা
Ο গ) নবাবের হঠকারিতা
Ο ঘ) পারিবারিক ও বাহ্যিক ষড়ষন্ত্র
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৮. চিরস্থায়ী বন্দোবস্তের অন্যতম কুফল হচ্ছে-
i. বড় বড় জমিদারি ধ্বংস হওয়া
ii. কৃষকদের প্রতি জমিদারের অত্যাচার বৃদ্ধি
iii. প্রজাস্বত্ব আইনের অনুপস্থিতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৯. লর্ড ক্লাইভের সময় বাংলা কত সালে দুর্ভিক্ষ হয়?
Ο ক) ১১৭০ সালে
Ο খ) ১১৭৬ সালে
Ο গ) ১৭৭০ সালে
Ο ঘ) ১৭৭৬ সালে
 সঠিক উত্তর: (খ)

 ২১০. দিনেমাররা ভারতবর্ষ ত্যাগ করে কত খ্রিস্টাব্দে?
Ο ক) ১৮৪৪
Ο খ) ১৮৪৫
Ο গ) ১৮৪৬
Ο ঘ) ১৮৪৭
 সঠিক উত্তর: (খ)

 ২১১. ইউরোপের সপ্তবর্ষব্যাপী যুদ্ধের স্থায়িত্বকাল কত?
Ο ক) ১৭৫৬-১৭৬৩
Ο খ) ১৭৫৭-১৭৬৪
Ο গ) ১৭৫৮-১৭৬৫
Ο ঘ) ১৭৫৯-১৭৬৬
 সঠিক উত্তর: (ক)

 ২১২. পতুর্গিজরা উপমহাদেশে থেকে বিতাড়িত হয়-
i. দস্যুতার কারণে
ii. বিভিন্ন অপকর্মের জন্য
iii. ইংরেজদের কাছে পরাজিত হওয়ার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৩. ঘষেটি বেগম কেন সিরাজের বিরুদ্ধে ষড়ষন্ত্র করেন?
Ο ক) নিজ স্বামীর মনোনয়নের আশা করেছিলেন
Ο খ) নিজ পুত্রের মনোনয়নের আশা করেছিলেন
Ο গ) নিজ জামাতার মনোনয়নের প্রত্যাশা করেছিলেন
Ο ঘ) নিজ ভ্রাতৃষ্পুত্রের মনোয়নয়নের প্রত্যাশা করেছিলেন
 সঠিক উত্তর: (খ)

 ২১৪. ইংরেজদের কাছে ফরাসিদের পরাজিত হওয়ার কারণ-
i. ইংরেজদের ষড়যন্ত্র
ii. উন্নত রণকৌশলের অভাব
iii. ফরাসিদের বাংলার নবাবের পক্ষ অবলম্বন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৫. বাংলার নবাব কেন দুর্ভিক্ষ এড়াতে ব্যর্থ হয়েছিল?
Ο ক) কোম্পানির লুণ্ঠনবৃত্তির জন্য
Ο খ) কোম্পানির সম্পদের অভাবে
Ο গ) নবাবের সেনাবাহিনীর বিশৃঙ্খলায়
Ο ঘ) নবাবের অভ্যন্তরীণ দুর্বলতার কারণ
 সঠিক উত্তর: (ক)

 ২১৬. জমির সাহেব তার ভ্রাতুষ্পুত্রকে খুব ভালোবাসতেন বিধায় তার নামে সকল সম্পত্তি উইল করে দেন। জমির সাহেব কোন চরিত্রের প্রতিনিধিত্ব করছে?
Ο ক) মুর্শিদকুলী খান
Ο খ) সিরাজউদ্দৌলাহ
Ο গ) আলীবর্দী খান
Ο ঘ) শায়েস্তা খান
 সঠিক উত্তর: (গ)

 ২১৭. রবার্ট ক্লাইভের ক্ষেত্রে প্রযোজ্য-
i. তিনি ছিলেন দূরদর্শী
ii. তিনি ছিলেন অজ্ঞ
iii. তিনি ছিলেন কূটবুদ্ধিসম্পন্ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২১৮. দিনেমাররা উপমহাদেশে থেকে তাদের ব্যবসা-বাণিজ্য গুটিয়ে নেয়-
i. ব্যবসায়ে ক্ষতি হওয়ায়
ii. সামরিক শক্তির অভাবে
iii. বাণিজ্যিক ব্যর্থতার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২১৯. ‘ক’ এর সময় থেকে দিল্লিতে রাজস্ব পাঠানো একবারেই বন্ধ হয়ে যায়। ‘ক’ সমর্থন করছে নিচের কোন চরিত্রকে?
Ο ক) মুর্শিদ কুলি খান
Ο খ) আলীবর্দী খান
Ο গ) সিরাজউদ্দৌলাহ
Ο ঘ) মীরজাফর
 সঠিক উত্তর: (খ)

 ২২০. ১৬০৮ সালে এবং ১৬১৫ সালে জনাব ‘ড’ এর দূতরা ‘ণ’ এর সাথে বাণিজ্যিক সুবিধা আদায়ের লক্ষ্যে সাক্ষাৎ করে। ‘ড’ এর দূতের সাথে সাদৃশ্য রয়েছে-
i. ক্যাপ্টেন হকিন্স
ii. টমাসরো
iii. জেমস
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২২১. মীর জাফর কখন মৃত্যুবরণ করেন?
Ο ক) ১৭৬২ খ্রিস্টাব্দে
Ο খ) ১৭৬৩ খ্রিস্টাব্দে
Ο গ) ১৭৬৪ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৭৬৫ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (ঘ)

 ২২২. আলীবর্দী খানের সাথে সিরাজউদ্দৌলার কি ধরনের সম্পর্ক ছিল?
Ο ক) ভ্রাতুষ্পুত্র
Ο খ) দৌহিত্র
Ο গ) পুত্র
Ο ঘ) ভ্রাতা
 সঠিক উত্তর: (খ)

 ২২৩. দেওয়ানী লাভের ফলে কোম্পানির শাসনের কোন দিক ফুটে উঠে?
Ο ক) আইনানুগ শাসন
Ο খ) অবৈধ শাসন
Ο গ) জোরপূর্বক শাসন
Ο ঘ) অন্যায়ের শাসন
 সঠিক উত্তর: (ক)

 ২২৪. ১৭৭০ সালে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়-
i. কোম্পানি সম্পদ লুণ্ঠনের ফলে
ii. ভয়াবহ খরার কারণে
iii. খাদ্যের অভাবের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৫. ফররুখ শিয়ারের ফরমানকে ব্রিটিশ কোম্পানির মহাসনদ বলা হয় কেন?
Ο ক) এর মাধ্যমে কোম্পানি জমিদার স্বত্ত লাভ করে
Ο খ) এর দ্বারা অবাধ বাণিজ্যের অনুমতি লাভ করে
Ο গ) রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি পায়
Ο ঘ) এর মাধ্যমে কলকাতা শহরের অধিপতি হয়
 সঠিক উত্তর: (খ)

 ২২৬. কোন যুদ্ধের ফলে মীর কাশিমের স্বাধীনতা রক্ষার চেষ্টা ব্যর্থ হয়?
Ο ক) পলাশীর যুদ্ধের
Ο খ) পানি পথের যুদ্ধের
Ο গ) প্রথম বিশ্বযুদ্ধের
Ο ঘ) বক্সার যুদ্ধের
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৭. সম্রাট ফরুখশিয়ারের ফরমানকে কেন ম্যাগনাকার্টার সাথে তুলনা করা হয়েছে?
Ο ক) ইংরেজদের অবাধ সুযোগ-সুবিধা লাভের জন্য
Ο খ) ইংরেজদের অর্থের ক্ষতি হয়েছিল বলে
Ο গ) ইংরেজদের প্রতি ন্যায়বিচার করার জন্য
Ο ঘ) ইংরেজদের প্রতি দরদ প্রদর্শনের জন্য
 সঠিক উত্তর: (ক)

 ২২৮. শায়েস্তা খান পর্তুগিজদের বাংলা থেকে বিতাড়িত করেন কেন?
Ο ক) অধিক পুরিমাণে কুঠি স্থাপন করেছিল তারা
Ο খ) তাদের বিভিন্ন অপকর্ম ও দস্যুতার জন্য
Ο গ) প্রতিহিংসাবশত তাদের বিতাড়িত করা হয়
Ο ঘ) রাজনৈতিক কারণে
 সঠিক উত্তর: (খ)

 ২২৯. এ উপমহাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
Ο ক) পলাশীর যুদ্ধ
Ο খ) পানি পথের যুদ্ধ
Ο গ) প্রথম বিশ্বযুদ্ধ
Ο ঘ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
 সঠিক উত্তর: (ক)

 ২৩০. গিরিয়া, কাটোয়া ও উদয়ানালার যুদ্ধে ইংরেজ সেনাপতির নাম কী ছিল?
Ο ক) ওয়াটনস
Ο খ) এডামস
Ο গ) এ্যাণ্ডারসন
Ο ঘ) এলিচ
 সঠিক উত্তর: (খ)

 ২৩১. লর্ড কর্নওয়ালিশের চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কারণ-
i. দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের জন্য
ii. জমির মালিকানা নির্ধারণের জন্য
iii. দীর্ঘমেয়াদি রাজস্ব ব্যবস্থা চালুর জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৩২. চিরস্থায়ী বন্দোবস্ত কৃষকের ভাগ্য জমিদারের উপর নির্ভর করত কীভাবে?
Ο ক) কৃষকরা শারীরিকভাবে দুর্বল ছিল বলে
Ο খ) প্রজাস্বত্ত আইনের অনুপস্থিতির কারণে
Ο গ) জমিদাররা সম্পদের মালিক হওয়ায়
Ο ঘ) কৃষকরা সন্তানহীন হওয়ায়
 সঠিক উত্তর: (খ)

 ২৩৩. বিহারের শাসনকর্তা কে ছিলেন?
Ο ক) মীর জাফর
Ο খ) রর্বাট ক্লাইভ
Ο গ) রামনারায়ণ
Ο ঘ) মীর কাশিম
 সঠিক উত্তর: (গ)

 ২৩৪. পলাশীর যুদ্ধের সুদুরপ্রসারী পরিণতি ছিল কোনটি?
Ο ক) মীরজাফরের শাসন প্রতিষ্ঠা
Ο খ) মীরজাফরের স্বাধীন ক্ষমতালাভ
Ο গ) মীর কাসিমের ক্ষমতালাভ
Ο ঘ) ঘসেটি বেগমের ক্ষমতালাভ
 সঠিক উত্তর: (ক)

 ২৩৫. ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ হয় কখন?
Ο ক) ১৭০০ খ্রিস্টাব্দে
Ο খ) ১৭০১ খ্রিস্টাব্দে
Ο গ) ১৭০২ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৭০৩ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (ক)

 ২৩৬. দেওয়ানি লাভের মাধ্যমেই ইংরেজরা বাংলার অধিকর্তায় পরিণত হয়। এ কথাটি দ্বারা কী প্রকাশ পেয়েছে?
Ο ক) এটি কোম্পানির রাজনৈতিক বিজয়
Ο খ) এর মাধ্যমে কোম্পানি একচেটিয়া বাণিজ্যিক ক্ষমতা লাভ করে
Ο গ) উপমহাদেশে আধিপত্য বিস্তারের সুযোগ লাভ করে
Ο ঘ) এর মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক বিজয় লাভ করে
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৭. জনাব স্বপন রাজনৈতিক কারণে ‘ম’ দেশের এর রাজকন্যাকে বিবাহ করেন। ‘ম’ প্রতিনিধিত্ব করছে?
i. পর্তুগিজ
ii. ওলন্দাজ
iii. ডেনমার্ক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৩৮. ১৬২০ সালে ‘G’ নামক বণিকগোষ্ঠী ভারতের তাঞ্জোরে বাণিজ্যকুঠি স্থাপন করেন। ‘G’ বণিকগোষ্ঠীর সাথে সাদৃশ্য রয়েছে-
i. দিনেমার
ii. ফরাসি
iii. পর্তুগিজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৩৯. হেস্টিংস এর পাঁচসালা বন্দোবস্ত ব্যর্থ হওয়ার কারণ-
i. চাহিদা অনুপাতে রাজস্ব আদায়ে ব্যর্থ হয়
ii. কৃষক তথা জমির উন্নয়ন ব্যর্থ হয়
iii. বোর্ড অব ডিরেক্টরের নিষেধাজ্ঞা ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৪০. দশসালা বন্দোবস্ত চালু হয় কখন?
Ο ক) ১৭৮৬ খ্রিস্টাব্দে
Ο খ) ১৭৮৭ খ্রিস্টাব্দে
Ο গ) ১৭৮৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৭৮৯ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪১. প্রাচ্যের সাথে পাশ্চাত্যের ব্যবসা-বাণিজ্যের জন্য ভিন্ন জলপথ খুঁজতে হয়। কারণ-
i. ১৪৫৩ সালে তুর্কিদের আক্রমণ
ii. কনস্টান্টিপোলের পতন
iii. ফরাসি বিপ্লবের সূচনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৪২. রর্বাট ক্লাইভ কিসের নামে বাংলার সম্পদ লুণ্ঠনের একচেটিয়া ক্ষমতা লাভ করে?
Ο ক) ফৌজদারি সনদের নামে
Ο খ) দেওয়ানি সনদের নামে
Ο গ) শিক্ষা সনদের নামে
Ο ঘ) নাগরিকত্ব সনদের নামে
 সঠিক উত্তর: (খ)

 ২৪৩. লর্ড কর্নওয়ালিস জমিদারদের সাথে দশসালা বন্দোবস্ত করেন। এর যথার্থ কারণ হলো-
Ο ক) জমিদারদের জমির মালিকে পরিণত করা
Ο খ) জমির উন্নয়ন সাধন করা
Ο গ) রাজস্ব সমস্যা সমাধান
Ο ঘ) কৃষকদের জমি চাষে উৎসাহ দান
 সঠিক উত্তর: (গ)

 ২৪৪. নবাব ‘চ’ এর বিরুদ্ধে পরিবারে সকলে ষড়যন্ত্র করলে ‘জ’ গোষ্ঠী আমৃত্যু তাকে সহায়তা করেছেন ‘জ’ কোন চরিত্রটিকে সমর্থন করছে?
i. মীরমদন
ii. মোহন লাল
iii. রাজবল্লভ
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৪৫. ফরাসি কোম্পানি এ দেশ ত্যাগে বাধ্য হয় কেন?
Ο ক) ইংরেজদের কাছে পরাজিত হয়ে
Ο খ) মুঘলদের অসহযোগিতার কারণে
Ο গ) বাণিজ্যিক স্বার্থে
Ο ঘ) রাজনৈতিক স্বার্থে
 সঠিক উত্তর: (ক)

 ২৪৬. বাংলায় ফরাসিদের একটি শক্তিশালী সুরক্ষিত বাণিজ্যিক কুঠি কোথায় ছিল?
Ο ক) সুতানটিতে
Ο খ) কলকাতায়
Ο গ) চন্দননগরে
Ο ঘ) হুগলিতে
 সঠিক উত্তর: (গ)

 ২৪৭. উপমহাদেশে সাম্রাজ্যে স্থাপনে ইংরেজদের প্রধান বাধা ছিল ফরাসিরা। এর যথার্থ কারণ-
i. ফরাসিরা শক্তিশালী বণিক ছিল
ii. মুঘলদের সাথে ফরাসিদের সখ্য ছিল
iii. ইংরেজরা ফরাসিদের তুলনায় দুর্বল ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৪৮. হল্যান্ডের অধিবাসী ওলন্দাজ বা ডাচরা বাণিজ্যিক উদ্দেশ্যে কত খ্রি. এ উপমহাদেশে আসে?
Ο ক) ১৬০০ খ্রি.
Ο খ) ১৬০২ খ্রি.
Ο গ) ১৭০০ খ্রি.
Ο ঘ) ১৭০৩ খ্রি.
 সঠিক উত্তর: (খ)

 ২৪৯. পিটের ইন্ডিয়া এ্যাক্ট পার্লামেন্ট কখন গৃহীত হয়?
Ο ক) ১৭৮১ খ্রিস্টাব্দে
Ο খ) ১৭৮২ খ্রিস্টাব্দে
Ο গ) ১৭৮৩ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৭৮৪ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫০. আফতাব বলেন, পলাশীর যুদ্ধের পর একটি বিদেশি জাতি একচেটিয়া ব্যবসায়ের সুযোগ লাভ করে। আফতাব কোন জাতির কথা বলেছেন?
Ο ক) ইংরেজ
Ο খ) ডাচ
Ο গ) ফরাসি
Ο ঘ) দিনেমার
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post