এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১৩ (৬)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১৩ (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
২৫১. স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কখন?
Ο ক) জাতীয় সংসদ
Ο খ) আইন পরিষদ
Ο গ) শিক্ষা পরিষদ
Ο ঘ) গণপরিষদ
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫২. গণপরিষদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন কে?
Ο ক) শাহ আব্দুল হামিদ
Ο খ) মোহাম্মদ উল্লাহ
Ο গ) আবু সাঈদ চৌধুরী
Ο ঘ) আতাউর রহমান
 সঠিক উত্তর: (খ)

 ২৫৩. ১৯৭২ সালের ১০ জানুয়ারি পূর্বে বাংলাদেশ যে রাষ্ট্রের স্বীকৃতি পায়-
i. ভারত
ii. ইরাক
iii. ভুটান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫৪. যুদ্ধপরবর্তী সময়ে নৌবন্দরগুলো ব্যবহার করা সম্ভব হয়নি কেন?
i. মাইন পুঁতে রাখার কারণে
ii. গচ্ছিত স্বর্ণ লুট করার জন্য
iii. রেল ও সড়ক সেতু ধ্বংসপ্রাপ্ত হওয়ার কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৫৫. বঙ্গবন্ধুর শাসনকালে বাংলাদেশকে স্বীকৃতিদান থেকে বিরত থেকেছে-
i. রাশিয়া
ii. চীন
iii. সৌদি আরব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৫৬. বঙ্গবন্ধু দেশে ফিরেন কবে?
Ο ক) ১০ জানুয়ারি ১৯৭২
Ο খ) ১১ জানুয়ারি ১৯৭২
Ο গ) ১২ জানুয়ারি ১৯৭২
Ο ঘ) ১৩ জানুয়ারি ১৯৭২
 সঠিক উত্তর: (ক)

 ২৫৭. সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার ফলে-
Ο ক) সংসদীয় গণতন্ত্রের প্রতি বঙ্গবন্ধুর গভীর আস্থার পরিচয় বহন করে
Ο খ) আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে
Ο গ) হানাদার বাহিনীর ধ্বংসযজ্ঞ থেকে দেশকে রক্ষা করে
Ο ঘ) বর্হিবিশ্বে সম্মানজনক ভাবমূর্তি নির্মাণ হয়
 সঠিক উত্তর: (ক)

 ২৫৮. স্বাধীন বাংলাদেশের দুর্ভিক্ষগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রীর বিতরণ করেন-
i. রেডক্রস সোসাইটি
ii. আল শামস বাহিনী
iii. ত্রাণ ও পুনর্বাসন কমিটি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৫৯. সংবিধান কীরূপ বিচার বিভাগের কথা বলা হয়েছে?
Ο ক) নির্বাহী বিভাগের নিকট দায়ী
Ο খ) শাসন বিভাগের নিকট দায়ী
Ο গ) স্বাভাবিক বিচার বিভাগ
Ο ঘ) একটি স্বাধীন বিচার বিভাগ
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬০. পাকিস্তানের সংবিধান প্রণয়নের সময় লেগেছিল কত বছর?
Ο ক) সাত
Ο খ) আট
Ο গ) নয়
Ο ঘ) দশ
 সঠিক উত্তর: (গ)

 ২৬১. সংবিধানের দশম ভাগের মূল প্রতিপাদ্য বিষয় কী?
Ο ক) কর্ম কমিশন
Ο খ) জাতীয় সংসদ
Ο গ) নির্বাহী বিভাগ
Ο ঘ) সংবিধান সংশোধন
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬২. প্রথম পাঁচসালা পরিকল্পনা গঠনের অধিক গ্রহণযোগ্য বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) দারিদ্র্য হ্রাস
Ο খ) যুদ্ধবিদ্ধস্ত দেশ পুনর্গঠন
Ο গ) প্রবৃদ্ধির হার বৃদ্ধি
Ο ঘ) সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬৩. ১৯৭৩ সালের নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসনে জয়লাভ করে?
Ο ক) ৩০৬টি
Ο খ) ৩০৭টি
Ο গ) ৩০৮টি
Ο ঘ) ৩০৯টি
 সঠিক উত্তর: (ক)

 ২৬৪. ৯ মাসের মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসর ছিল-
i. রাজাকার
ii. আল বদর
iii. আল শামস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬৫. সংবিধানের ধর্মনিরপেক্ষতার অর্থ কী ছিল?
Ο ক) সাম্প্রদায়িকতা
Ο খ) সাম্প্রদায়িকতা পরিহার
Ο গ) রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার
Ο ঘ) ধর্মকে পৃষ্ঠপোষকতা দান
 সঠিক উত্তর: (খ)

 ২৬৬. বাংলাদেশের সংবিধানের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) দুষ্পরিবর্তনীয় সংবিধান
Ο খ) সুপরিবর্তনীয় সংবিধান
Ο গ) অলিখিত সংবিধান
Ο ঘ) গ্রহণযোগ্য সংবিধান
 সঠিক উত্তর: (ক)

 ২৬৭. বাংলাদেশের সংবিধানের তফসিল কতটি?
Ο ক) দুই
Ο খ) চার
Ο গ) ছয়
Ο ঘ) আট
 সঠিক উত্তর: (খ)

 ২৬৮. বঙ্গবন্ধু সরকার প্রথমদিকে মার্কিন সাহায্য গ্রহণে অস্বীকৃতি জানানোর যৌক্তিক কারণ কোনটি?
Ο ক) মুক্তিযুদ্ধের বিরোধিতা
Ο খ) বাংলাদেশকে সমর্থন না দেওয়া
Ο গ) বাংলাদেশকে হেয় করা
Ο ঘ) বঙ্গবন্ধুর বিরোধিতা
 সঠিক উত্তর: (ক)

 ২৬৯. ১৯৭২ সালের জানুয়ারি মাসে সরকার পরিকল্পনা কমিশন গঠন করে। পরিকল্পনা কমিশন নিচের কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়?
i. খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন
ii. ক্রমান্বয়ে বৈদেশিক সাহায্যর ওপর নির্ভরশীলতা হ্রাস করা
iii. প্রবৃদ্ধির হার ৩%-৫.৫% এ উন্নীত করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭০. বাংলাদেশ একাত্তরের দীর্ঘ নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা লাভ করে। যুদ্ধে বিজয় লাভ করার পর মানুষের আনন্দের সাথে কিসের প্রয়োজন হলো?
Ο ক) মু্ক্তিবাহিনীর
Ο খ) মিত্র বাহিনীর
Ο গ) টাকা পয়সার
Ο ঘ) সংবিধানের
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭১. ১৯৭২-এর ১০ জানুয়ারি দেশে ফেরার পূর্বে বঙ্গবন্ধুকে পাকিস্তান থেকে কোথায় নেওয়া হয়?
Ο ক) মালদ্বীপে
Ο খ) মায়ানমারে
Ο গ) আফগানিস্তানে
Ο ঘ) লন্ডনে
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭২. জাতিসংঘ কত খ্রিস্টাব্দে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
Ο ক) ১৯৭১
Ο খ) ১৯৭২
Ο গ) ১৯৭৩
Ο ঘ) ১৯৭৪
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭৩. বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদট কতটি?
Ο ক) ১৫০
Ο খ) ১৫১
Ο গ) ১৫২
Ο ঘ) ১৫৩
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭৪. বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় কয়টি আদর্শকে গ্রহণ করা হয়েছে?
Ο ক) ২ টি
Ο খ) ৩ টি
Ο গ) ৪ টি
Ο ঘ) ৫ টি
 সঠিক উত্তর: (গ)

 ২৭৫. শিক্ষার উন্নয়ন, সম্পদের সীমাবদ্ধতা সত্বেও শেখ মুজিব শিক্ষার ওপর গুরুত্বরোপ করেন। এর যথার্থ কারণ হলো-
Ο ক) মানব সম্পদ উন্নয়নের জন্য
Ο খ) টাকা পয়সার জন্য
Ο গ) পরীক্ষায় পাসের জন্য
Ο ঘ) সমান অধিকার প্রদানের জন্য
 সঠিক উত্তর: (ক)

 ২৭৬. অভ্যন্তরীণ ও আন্তজার্তিক উভয় রুটে বিমান চালু এবং তেজগাঁও বিমান বন্দর ব্যবহার উপযোগী করার কাজ দ্রুত সম্পন্ন করেন কে?
Ο ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Ο খ) জিয়াউর রহমান
Ο গ) তাজউদ্দিন আহমদ
Ο ঘ) আবু সাইদ চৌধুরী
 সঠিক উত্তর: (ক)

 ২৭৭. বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠিত হয় কখন?
Ο ক) ১৯৭৫-এর ২১ ফেব্রুয়ারি
Ο খ) ১৯৭৫-এর ২২ ফেব্রুয়ারি
Ο গ) ১৯৭৫-এর ২৩ ফেব্রুয়ারি
Ο ঘ) ১৯৭৫-এর ২৪ ফেব্রুয়ারি
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭৮. রাষ্ট্রের সর্বোচ্চ দলিল হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) সংবিধান
Ο খ) আইন
Ο গ) আদালত
Ο ঘ) জাতীয় সংসদ
 সঠিক উত্তর: (ক)

 ২৭৯. বঙ্গবন্ধু শিক্ষার উন্নয়নের জন্য পুননির্মাণ করেন-
i. ৪০০টি হাইস্কুল
ii. ৬০০টি মাদ্রাসা
iii. ৯০০ টি কলেজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৮০. ‘আমাকে কোন বাঙালি মারবে না’-এই অবিচল উক্তিটি কার?
Ο ক) জিয়াউর রহমানের
Ο খ) শেখ মুজিবুর রহমানের
Ο গ) তাজউদ্দিন আহম্মেদের
Ο ঘ) সৈয়দ নজরুল ইসলামের
 সঠিক উত্তর: (খ)

 ২৮১. বঙ্গবন্ধুর সময়ে বাংলাদেশ সদস্য লাভ করে-
i. জাতিসংঘের
ii. কমনওয়েলথের
iii. ইসলামি সম্মেলন সংস্থার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮২. ১৯৭৩ সালের ১৬ মার্চ কার নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হয়?
Ο ক) শেখ মুজিবুর রহমানের
Ο খ) জিয়াউর রহমানের
Ο গ) এরশাদের
Ο ঘ) হাবিবুল্লাহ-এর
 সঠিক উত্তর: (ক)

 ২৮৩. ১৯৭৩ সালের নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে?
Ο ক) ৩০৬টি
Ο খ) ৩০৯টি
Ο গ) ৩১২টি
Ο ঘ) ৩১৫টি
 সঠিক উত্তর: (ক)

 ২৮৪. সংবিধান রচিত হয়- i. বাংলা ভাষায় ii. ইংরেজি ভাষায় iii. আরবি ভাষায় নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৮৫. কার নির্দেশে একটি হাউইটনার কামান বঙ্গবন্ধুর বাড়ির বিপরীতে ১০০ গজ দূরে স্থাপন করা হয়?
Ο ক) মেজর মহিউদ্দিনের
Ο খ) মেজর পাশার
Ο গ) মেজর নূরের
Ο ঘ) মেজর রশিদের
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮৬. ১৯৭১-এর ১৬ ডিসেম্বর বিখ্যাত কেন?
Ο ক) বিজয় দিবসের জন্য
Ο খ) স্বাধীনতা দিবসের জন্য
Ο গ) ভাষা আন্দোলনের জন্য
Ο ঘ) কালো দিবসের জন্য
 সঠিক উত্তর: (ক)

 ২৮৭. পাকিস্তান বাহিনীর নীতি ছিল কোনটি?
Ο ক) পোড়ামাটি
Ο খ) ভাগ কর শাসন কর
Ο গ) বৈষম্যহীন
Ο ঘ) স্বদেশত্যাগ
 সঠিক উত্তর: (ক)

 ২৮৮. ১৫ আগষ্ট হত্যাকান্ডের মৃত্যু হয়-
i. আব্দুল নাঈমের
ii. শেখ ফজলুল হক মনির
iii. শেখ নাসেরের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮৯. রাষ্ট্রপতি শাসিত সরকার রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হতেন?
Ο ক) সংসদ সদস্যদের ভোটে
Ο খ) জনগণের প্রত্যক্ষ ভোটে
Ο গ) মন্ত্রীদের ভোটে
Ο ঘ) বিচার বিভাগের ভোটে
 সঠিক উত্তর: (খ)

 ২৯০. প্রথম দিকে মার্কিন সাহায্য গ্রহণে বাংলাদেশ অস্বীকৃতি জানায় কেন?
Ο ক) তারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিলো বলে
Ο খ) তারা ভারতের সাথে শত্রুতা করেছিলো বলে
Ο গ) তারা পাকিস্তানের সাথে শত্রুতা করেছিলো বলে
Ο ঘ) তারা মায়ানমারের সাথে শত্রুতা করেছিলো বলে
 সঠিক উত্তর: (ক)

 ২৯১. ১৯৭২ সালে বাংলাদেশে প্রধান বিচারপতি কে ছিলেন?
Ο ক) আবু সাদাত মোহাম্মদ সায়েম
Ο খ) আবু সুফিয়ান
Ο গ) মোহাম্মদ হাবিবুর রহমান
Ο ঘ) কে. এম সাদাত
 সঠিক উত্তর: (ক)

 ২৯২. বঙ্গবন্ধুর শাসনামলে বাংলাদেশ বিশ্বের কয়টি রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করে?
Ο ক) ১৩০টি
Ο খ) ১৩১টি
Ο গ) ১৩২টি
Ο ঘ) ১৩৩টি
 সঠিক উত্তর: (ক)

 ২৯৩. নবীন রাষ্ট্র হিসেবে দীর্ঘ মেয়াদি উন্নয়ন পরিকল্পনা উন্নয়ন প্রণয়নের জন্য প্রয়োজন-
Ο ক) জাতীয় সংসদের
Ο খ) পরিকল্পনা কমিশন গঠন
Ο গ) শাসন বিভাগ গঠন
Ο ঘ) সংবিধান সংশোধন
 সঠিক উত্তর: (খ)

 ২৯৪. বঙ্গবন্ধু ১৯৭১ এর ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের পরেও কারাগারে বন্দি ছিলেন। এতে জনগণের মধ্যে কী প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়?
i. বঙ্গবন্ধুর জন্য উদ্বেগ
ii. বঙ্গবন্ধুর জন্য উৎকণ্ঠা
iii. বঙ্গবন্ধুর জন্য অধীর অপেক্ষা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯৫. ১৫ আগষ্ট হত্যাকান্ডের শিকার হয়-
i. ফজিলাতুন্নেসা মুজিব
ii. শেখ কামাল
iii. শেখ রাসেল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯৬. স্বাধীন বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতির প্রবর্তন করা হয় কখন?
Ο ক) ১৯৭৩ খ্রিস্টাব্দে
Ο খ) ১৯৭৪ খ্রিস্টাব্দে
Ο গ) ১৯৭৫ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৯৭৬ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (ক)

 ২৯৭. ব্যাংকগুলো তহবিলশূণ্য হয়ে পড়ে কেন?
Ο ক) ব্যাংকে রক্ষিত কাগজের নোটগুলো জ্বালিয়ে দেওয়ার জন্য
Ο খ) ব্যাংক থেকে একসাথে সকল লেনদেন বন্ধ করার জন্য
Ο গ) গচ্ছিত সম্পদ পূঞ্জীভূত করার জন্য
Ο ঘ) ব্যাংকের সকল টাকা মুক্তিযুদ্ধের সময় ত্রাণকাজে ব্যবহারের জন্য
 সঠিক উত্তর: (ক)

 ২৯৮. স্বাধীনতার পর বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামে ভারত সাহায্য হিসেবে দেয়-
i. খাদ্যশস্য
ii. সরকারি বিমান
iii. জাহাজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯৯. ১৯৭৩ সালের ৭ মার্চ সাধারণ নির্বাচনের মধ্যে দিয়ে কোন দিকটি পরিলক্ষিত হয়?
Ο ক) গণতন্ত্রের প্রতি আস্থা
Ο খ) সমাজতন্ত্রের প্রতি আস্থা
Ο গ) পুঁজিবাদের প্রতি আস্থা
Ο ঘ) সাম্রাজ্যবাদের প্রতি আস্থা
 সঠিক উত্তর: (ক)

 ৩০০. প্রথমবারের মতো প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেন কে?
Ο ক) শেখ মুজিবুর রহমান
Ο খ) জিয়াউর রহমান
Ο গ) এ.কে ফজলুল হক
Ο ঘ) মওলানা ভাসানী
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post