এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১৩ (৫)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১৩ (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
২০১. বঙ্গবন্ধু কিসের উন্নয়নে বিশেষ মনোযোগ দিয়েছিলেন?
Ο ক) শিক্ষার
Ο খ) কৃষির
Ο গ) স্বাস্থ্যের
Ο ঘ) যোগযোগের
 সঠিক উত্তর: (খ)

 ২০২. বাংলাদেশ কত তারিখে জাতিসংঘের সদস্য পদ লাভ করেন?
Ο ক) ১৫ সেপ্টেম্বর
Ο খ) ১৬ সেপ্টেম্বর
Ο গ) ১৭ সেপ্টেম্বর
Ο ঘ) ১৮ সেপ্টেম্বর
 সঠিক উত্তর: (গ)

 ২০৩. বাংলাদেশের সংবিধান সংশোধন করা যাবে জাতীয় সংসদের মোট সদস্যের-
Ο ক) এক তৃতীয়াংমের ভোটে
Ο খ) এক-চতুথাংশের ভোটে
Ο গ) দুই-তৃতীয়াংশের ভোটে
Ο ঘ) দুই-চতুর্থাংশের ভোটে
 সঠিক উত্তর: (গ)

 ২০৪. পাকিস্তান সেনাবাহিনী কত হাজার প্রাথমিক বিদ্যালয় জ্বালিয়ে দেয়?
Ο ক) ১৮
Ο খ) ২০
Ο গ) ২২
Ο ঘ) ২৪
 সঠিক উত্তর: (ক)

 ২০৫. বঙ্গবন্ধুকে হত্যা করা হয় কত খ্রিস্টাব্দে?
Ο ক) ১৫ আগষ্ট ১৯৭৫
Ο খ) ১৬ আগষ্ট ১৯৭৫
Ο গ) ১৫ আগষ্ট ১৯৭৬
Ο ঘ) ১৬ আগষ্ট ১৯৭৬
 সঠিক উত্তর: (ক)

 ২০৬. ‘বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ’ দলটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়?
Ο ক) ১৯৭৫-এর ২৪ ফেব্রুয়ারি
Ο খ) ১৯৭৪-এর ২৪ ফেব্রুয়ারি
Ο গ) ১৯৭৩-এর ২৫ ফেব্রুয়ারি
Ο ঘ) ১৯৭২-এর ২৫ ফেব্রুয়ারি
 সঠিক উত্তর: (ক)

 ২০৭. অবিসংবাদিত নেতার প্রতি জনগণের আবেগ অভিনন্দন ছিল স্বত্বঃস্ফুর্ত এ কথাটি দ্বারা কী প্রকাশ পেয়েছে?
Ο ক) জনগণের ঘৃণা
Ο খ) জনগণের ক্ষোভ
Ο গ) জনগণের ভালোবাসা
Ο ঘ) জনগণের অপেক্ষা
 সঠিক উত্তর: (গ)

 ২০৮. কোন ক্ষেত্রে বঙ্গবন্ধু জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ গ্রহণ করেন?
Ο ক) কৃষি
Ο খ) স্বাস্থ্য
Ο গ) শিক্ষা
Ο ঘ) শিল্প
 সঠিক উত্তর: (গ)

 ২০৯. স্বাধীনতার পর বাংলাদেশের শতকরা কয় জনের জীবিকা ছিল কৃষি?
Ο ক) ৮০ জনের
Ο খ) ৮৫ জনের
Ο গ) ৯০ জনের
Ο ঘ) ৯৫ জনের
 সঠিক উত্তর: (খ)

 ২১০. বঙ্গবন্ধু দেশে ফেরার পূর্বে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল-
i. মালদ্বীপ
ii. ভুটান
iii. ভারত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২১১. সংবিধানের তৃতীয় ভাগে কী নিয়ে আলোচনা করা হয়েছে?
Ο ক) নির্বাহী বিভাগ
Ο খ) মৌলিক অধিকারসমূহ
Ο গ) জাতীয় সংসদ
Ο ঘ) বিচার বিভাগ
 সঠিক উত্তর: (খ)

 ২১২. ১৯৭২ সালের সংবিধানের মূলনীতি হলো-
i. গণতন্ত্র
ii. ধর্মনিরপেক্ষতা
iii. জাতীয়তাবাদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৩. ১৯৭১-এর ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে কারা?
Ο ক) মুক্তিবাহিনী
Ο খ) রক্ষীবাহিনী
Ο গ) বাংলাদেশ সেনাবাহিনী
Ο ঘ) পাকিস্তানি সেনাবাহিনী
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৪. জাতীয় সংসদের ক্ষমতা খর্ব হয় কোন সরকার ব্যবস্থায়?
Ο ক) প্রধানমন্ত্রী শাসিত
Ο খ) রাষ্ট্রপতি শাসিত
Ο গ) মন্ত্রী পরিষদ শাসিত
Ο ঘ) শাসন বিভাগ শাসিত
 সঠিক উত্তর: (খ)

 ২১৫. সংবিধানের ধর্মনিরপেক্ষতার মূল উদ্দেশ্য ছিল-
i. সম্প্রদায়িকতা পরিহার করা
ii. রাজনৈতিক উদ্দেশ্য ধর্মকেক ব্যবহার বন্ধ করা
iii. ধর্মকে রাজনৈতিক মর্যাদাদান বন্ধ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৬. ১৫ আগষ্ট ১৯৭৫ সালে বঙ্গবন্ধু পরিবারের কয় জনকে হত্যা করা হয়?
Ο ক) ১৫ জনকে
Ο খ) ১৬ জনকে
Ο গ) ১৭ জনকে
Ο ঘ) ১৮ জনকে
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৭. ১৫ আগষ্ট অর্থাৎ বঙ্গবন্ধুর হত্যার দিনটি কী বার ছিল?
Ο ক) বৃহস্পতিবার
Ο খ) শুক্রবার
Ο গ) শনিবার
Ο ঘ) রবিবার
 সঠিক উত্তর: (খ)

 ২১৮. বঙ্গবন্ধু বলেন, ‘আমরা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সুইজারল্যান্ড হিসেবে গড়ে তুলতে চাই”।–এই উক্তি প্রদানের কারণ-
Ο ক) পররাষ্ট্রনীতির দিকনির্দেশনা দেওয়ার জন্য
Ο খ) প্রথম পাচঁসালা পরিকল্পনা গঠনের জন্য
Ο গ) সংবিধান প্রণয়নের জন্য
Ο ঘ) সমাজতন্ত্র গঠনের জন্য
 সঠিক উত্তর: (ক)

 ২১৯. মুক্তিযুদ্ধের কয় মাস বঙ্গবন্ধু কারাগারে ছিলেন?
Ο ক) সাত মাস
Ο খ) আট মাস
Ο গ) নয় মাস
Ο ঘ) দশ মাস
 সঠিক উত্তর: (গ)

 ২২০. সারা দেশে মানুষ কেন উদ্বেগ, উৎকণ্ঠায় নিমজ্জিত ছিল?
i. বঙ্গবন্ধুর জন্য
ii. বঙ্গবন্ধু বেঁচে আছেন কিনা তা জানার জন্য
iii. বঙ্গবন্ধু কারাগারে বন্দি থাকার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ) 

২২১. যমুনা সেতুর প্রাথমিক সম্ভব্যতা প্রতিবেদন প্রস্তুত করা হয় কখন?
Ο ক) ১৯৭২ সালের ৪ নভেম্বর
Ο খ) ১৯৭৩ সালের ৪ নভেম্বর
Ο গ) ১৯৭৪ সালের ৪ নভেম্বর
Ο ঘ) ১৯৭৫ সালের ৪ নভেম্বর
 সঠিক উত্তর: (গ)

 ২২২. ‘ক’ বলর, সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ দলিল। বাংলাদেশের সংবিধান-
i. লিখিত
ii. অলিখিত
iii. সংশোধনীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২২৩. পররাষ্ট্র বিষয়ে বাংলাদেশের ভূমিকা হবে-
i. সাম্রাজ্যবাদ বিরোধী
ii. উপনিবেশবাদ বিরোধী
iii. বিশ্বের নিপীড়িত জনগণের পক্ষে অবস্থান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৪. স্বাধীন পরবর্তী বাংলাদেশের অবস্থা কেমন ছিল?
Ο ক) আশাহত
Ο খ) অনাকাঙ্ক্ষিত
Ο গ) খুব ভালো
Ο ঘ) ভয়াবহ
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৫. বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধের নয় মাস কারাগার বন্দি করে রেখেছিলেন পাকিস্তান সরকার । তাঁকে বন্দি করার যথার্থ কারণ-
Ο ক) রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ
Ο খ) হত্যার অভিযোগ
Ο গ) বিশ্বাসঘাতকতার অভিযোগ
Ο ঘ) চুরির অভিযোগ
 সঠিক উত্তর: (ক)

 ২২৬. ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এর সাথে নিচের কোনটির সাদৃশ্য রয়েছে?
Ο ক) ২৬ মার্চ
Ο খ) ২১ ফেব্রুয়ারি
Ο গ) ২৫ মে
Ο ঘ) ২৪ এপ্রিল
 সঠিক উত্তর: (ক)

 ২২৭. পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ এর ২৬ মার্চ প্রথম প্রহরেই-
i. বঙ্গবন্ধুকে গ্রেফতার করে
ii. বঙ্গবন্ধুকে মুক্তি দেয়
iii. বঙ্গবন্ধুকে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৮. বঙ্গবন্ধু বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে কয়টি বিষয়ে গুরুত্ব দেন?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
 সঠিক উত্তর: (খ)

 ২২৯. রেসকোর্স ময়দানে শেখ মুজিব কীভাবে নীতিনির্ধারণী বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন?
i. তাঁর মূল্যবান বক্তৃতার মাধ্যমে
ii. অভিনন্দন জানানোর মধ্যে দিয়ে
iii. দেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৩০. ১৯৭২ সালের ৭ মার্চ ঢাকার সাথে বিমান যোগযোগ চালু হয়-
i. চট্টগ্রামের
ii. সিলেটের
iii. কুমিল্লার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামটির সাথে সম্পৃক্ত-
i. ১৯৭১-এর ২৬ মার্চ
ii. ১৯৭১ এর ১৬ ডিসেম্বর
iii. ১৯৭২-এর ১০ জানুয়ারি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩২. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে কোনটি সঠিক?
Ο ক) পাকিস্তান→ ভারত→ লন্ডন→ ঢাকা
Ο খ) পাকিস্তান→ লন্ডন→ ভারত→ ঢাকা
Ο গ) লন্ডন→ ভারত→ পাকিস্তান→ ঢাকা
Ο ঘ) ভারত→ পাকিস্তান→ লন্ডন→ ঢাকা
 সঠিক উত্তর: (খ)

 ২৩৩. বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর দায়িত্ব কেন পালন করেন?
Ο ক) সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন বলে
Ο খ) দেশে পুনর্গঠনের জন্য
Ο গ) রাজাকারদের শাস্তি দেওয়ার জন্য
Ο ঘ) স্বাধীন রাষ্ট্র পরিচালনা করতে
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৪. রিয়া ও রিমা ইতিহাসের ছাত্রী। তারা স্বাধীনতার ঘোষকদের নিয়ে আলোচনা করলেন। তারা কাকে নিয়ে আলোচনা করলেন?
Ο ক) জিয়াউর রহমানকে নিয়ে
Ο খ) ফজলুল হককে নিয়ে
Ο গ) শেখ মুজিবুর রহমানকে নিয়ে
Ο ঘ) সোহরাওয়ার্দীকে নিয়ে
 সঠিক উত্তর: (গ)

 ২৩৫. ১৯৭৩ সালের নির্বাচনে জয়ী দল হিসাবে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) আওয়ামী লীগ
Ο খ) বিএনপি
Ο গ) জামায়াতে ইসলামী
Ο ঘ) জাতীয় পার্টি
 সঠিক উত্তর: (ক)

 ২৩৬. রাষ্ট্রপতি জনগণের প্রত্যক্ষ ভোটে কত বছরের জন্য নির্বাচিত হবেন?
Ο ক) ৫ বছর
Ο খ) ৭ বছর
Ο গ) ৮ বছর
Ο ঘ) ১০ বছর
 সঠিক উত্তর: (ক)

 ২৩৭. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের সময়ে জনতার ঢল ছিল-
i. রেসকোর্স ময়দানে
ii. ভিক্টোরিয়া পার্কে
iii. পুরাতন বিমানবন্দরে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৩৮. যুদ্ধের পর পরই বঙ্গবন্ধু কয়টি নতুন সেতু নির্মাণ করেন?
Ο ক) ৯৬টি
Ο খ) ৯৭টি
Ο গ) ৯৮টি
Ο ঘ) ৯৯টি
 সঠিক উত্তর: (খ)

 ২৩৯. রাশিয়ার পূর্বনাম কী ছিল?
Ο ক) রাশা
Ο খ) ইউরোশিয়া
Ο গ) রাশেয়া
Ο ঘ) সোভিয়েত ইউনিয়ন
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪০. কৃষক-শ্রমিক আওয়ামী লীগের চেয়ারম্যান হিসেবে নিচের কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Ο খ) এম. মনসুর আলী
Ο গ) আব্দুল জলিল
Ο ঘ) জিয়াউর রহমান
 সঠিক উত্তর: (ক)

 ২৪১. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ?
Ο ক) ১৩২ তম
Ο খ) ১৩৪ তম
Ο গ) ১৩৬ তম
Ο ঘ) ১৩৮ তম
 সঠিক উত্তর: (গ)

 ২৪২. রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হবেন?
Ο ক) তিন
Ο খ) চার
Ο গ) পাঁচ
Ο ঘ) ছয়
 সঠিক উত্তর: (গ)

 ২৪৩. বাংলাদেশ কীভাবে বিরাট সংখ্যক মুসলিম দেশের সমর্থন অর্জন করে?
Ο ক) জাতিসংঘের সদস্যপদ অর্জনের মধ্য দিয়ে
Ο খ) কমনওয়েলথের সদস্যপদ অর্জনের মধ্য দিয়ে
Ο গ) রাশিয়ার স্বীকৃতি অর্জনের মধ্য দিয়ে
Ο ঘ) ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ অর্জনের মধ্য দিয়ে
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৪. রবিন মিয়া ও তার দল নারী নির্যাতনের পাশাপাশি সম্পদ বিনষ্টের এক ধ্বংসলীলীয় মেতে উঠেছিল। এর সাথে সাদৃশ্য-
i. পাকিস্তান সেনাবাহিনী
ii. এদেশীয় দোসর রাজাকার
iii. আলবদর, আল শামস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৫. বঙ্গবন্ধুর শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে সমর্থনযোগ্য হলো-
i ১০টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা
ii. ৯০০ কলেজ ভবন পুনঃনির্মাণ
iii. ৪০০ স্কুল ভবন পুনঃনির্মাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৪৬. সংবিধানের চতুর্থ ভাগে কী বলা হয়েছে?
Ο ক) নির্বাহী বিভাগ এর কথা
Ο খ) মৌলিক অধিকারের কথা
Ο গ) রাষ্ট্র পরিচালনার মূলনীতির কথা
Ο ঘ) কর্ম কমিশনের কথা
 সঠিক উত্তর: (ক)

 ২৪৭. রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু যেটি সম্পর্কে স্পষ্ট বক্তব্য দেন-
i. যুদ্ধবিধ্বংস দেশ পুনর্গঠন
ii. স্বাধীন রাষ্ট্রে আশু করণীয় ও নীতিনির্ধারণী বিষয়ে
iii. নবীন রাষ্ট্র হিসেবে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি বিষয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৮. কীভাবে জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক?
Ο ক) বিচার বিভাগের রায়ে
Ο খ) সংবিধানের ঘোষণাবলে
Ο গ) শাসন বিভাগের রায়ে
Ο ঘ) নির্বাচন হয় বলে
 সঠিক উত্তর: (খ)

 ২৪৯. মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী কতটি ছোট-বড় সড়ক সেতু ধ্বংস করে দেয়?
Ο ক) ২৭২
Ο খ) ২৭৪
Ο গ) ২৭৬
Ο ঘ) ২৭৮
 সঠিক উত্তর: (খ)

 ২৫০. বঙ্গবন্ধুর পরিবারের কত জন সদস্য প্রাণে বেঁচে যান?
Ο ক) ২ জন
Ο খ) ৪ জন
Ο গ) ৫ জন
Ο ঘ) ৭ জন
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post