এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১৩ (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১৩ (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১৫১. ১৯৭২ সালের ৭ মার্চের মধ্যে ঢাকার সাথে বিমান যোগাযোগ কার্যকর হয়-
i. চট্টগ্রাম ও সিলেট
ii. যশোর ও কুমিল্লা
iii. কক্সবাজার ও রাঙ্গামাটি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫২. বাঙালি জাতীয়তাবাদের জন্ম হয়-
i. ভাষাকে কেন্দ্র করে
ii. সংস্কৃতিকে কেন্দ্র করে
iii. ধর্মকে কেন্দ্র করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৫৩. বঙ্গবন্ধু মন্ত্রী হিসেবে কত দিন দায়িত্ব পালনের সুযোগ পায়?
Ο ক) ৩ বছর ৭ মাস ৩ দিন
Ο খ) ৩ বছর ৫ মাস ১ দিন
Ο গ) ৩ বছর ৪ মাস ৩ দিন
Ο ঘ) ৩ বছর ২ মাস ৫ দিন
 সঠিক উত্তর: (ক)

 ১৫৪. বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময় দিন হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) ২৬ মার্চ ১৯৭১
Ο খ) ১৬ ডিসেম্বর ১৯৭১
Ο গ) ১৫ আগষ্ট ১৯৭৫
Ο ঘ) ১৬ ডিসেম্বর ১৯৭৫
 সঠিক উত্তর: (গ)

 ১৫৫. বঙ্গবন্ধু একটি পরিবারের সর্বাধিক কতটুকু জমির মালিকানা নির্ধারণ করেন?
Ο ক) ৫০ বিঘা
Ο খ) ১০০ বিঘা
Ο গ) ১৫০ বিঘা
Ο ঘ) ২০০ বিঘা
 সঠিক উত্তর: (খ)

 ১৫৬. সংবিধানের কোন ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহের কথা বলা হয়েছে?
Ο ক) প্রথম
Ο খ) দ্বিতীয়
Ο গ) তৃতীয়
Ο ঘ) চতুর্থ
 সঠিক উত্তর: (খ)

 ১৫৭. সংবিধান সংশোধনের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
Ο ক) সংবিধান অপরিবর্তনশীল
Ο খ) সংবিধান সংশোধন সম্ভব নয়
Ο গ) সংবিধান নমনীয়
Ο ঘ) সংবিধান পরিবর্তনীয় ও সংশোধনযোগ্য
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৮. জাতির পিতা ও পাঁচ পরিবারে সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয় কত তারিখে?
Ο ক) ১৯৭৩ এর ২০ আগষ্ট
Ο খ) ১৯৭৪ এর ১৫ মার্চ
Ο গ) ১৯৭৫ এর ১৫ আগষ্ট
Ο ঘ) ১৯৭৬ এর ২০ মার্চ
 সঠিক উত্তর: (গ)

 ১৫৯. বঙ্গবন্ধুর দায়িত্ব পালনের সময়কাল হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) ১৯৬৯-১৯৭১
Ο খ) ১৯৭০-১৯৭১
Ο গ) ১৯৭১-১৯৭২
Ο ঘ) ১৯৭২-১৯৭৫
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬০. রাষ্ট্রপতিশাসিত সরকার পদ্ধতিতে কোনো ক্ষমতা ছিল না-
i. মন্ত্রী পরিষদের
ii. জাতীয় সংসদের
iii. সরকারের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৬১. বাংলাদেশের জনগণ কীভাবে এই সংবিধান লাভ করে?
Ο ক) অর্থের বিনিময়ে
Ο খ) মৌলিক অধিকারের মাধ্যমে
Ο গ) মায়ের ভাষার মাধ্যমে
Ο ঘ) দীর্ঘ সংগ্রাম, ত্যাগ আর রক্তের বিনিময়ে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬২. বঙ্গবন্ধুর কৃষি পরিকল্পনায় প্রতি পরিবারের সর্বাধিক কত বিঘা পর্যন্ত জমির মালিকানা নির্ধারণ করা হয়?
Ο ক) ১০০
Ο খ) ২০০
Ο গ) ৩০০
Ο ঘ) ৪০০
 সঠিক উত্তর: (ক)

 ১৬৩. ব্যাক্তিগত নিরাপত্তা নিয়ে বঙ্গবন্ধু কখনো শঙ্কিত ছিলেন না কেন?
i. বঙ্গবন্ধুর ধারণা ছিল তাঁকে কোনো বাঙালি মারবে না তাই
ii. জনগণের ওপর তাঁর অগাধ বিশ্বাস থাকার জন্য
iii. বেপরোয়া হওয়ার কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৬৪. বঙ্গবন্ধু ১৯৭৫ সালের কত তারিখে মৃত্যুবরণ করেন?
Ο ক) ১৩ আগষ্ট
Ο খ) ১৪ আগষ্ট
Ο গ) ১৫ আগষ্ট
Ο ঘ) ১৬ আগষ্ট
 সঠিক উত্তর: (গ)

 ১৬৫. বাংলাদেশের সংবিধান জয়ী দল হিসাবে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) আওয়ামী লীগ
Ο খ) বিএনপি
Ο গ) জামায়াত ইসলামী
Ο ঘ) জাতীয় পার্টি
 সঠিক উত্তর: (ক)

 ১৬৬. বাংলাদেশের সংবিধানের ভাগ কয়টি?
Ο ক) নয়
Ο খ) দশ
Ο গ) এগারো
Ο ঘ) বারো
 সঠিক উত্তর: (গ)

 ১৬৭. বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ দলের চেয়ারম্যান কে ছিলেন?
Ο ক) জিয়াউর রহমান
Ο খ) তাজউদ্দিন আহমদ
Ο গ) সৈয়দ নজরুল ইসলাম
Ο ঘ) শেখ মুজিবুর রহমান
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৮. বঙ্গবন্ধু কৃষি উন্নয়নে-
i. ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেন
ii. সর্বাধিক ১০০ বিঘা পর্যন্ত জমির মালিকানা নির্ধারণ করেন
iii. কৃষক পরিবারের পুনর্বাসন করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৯. মুক্তিযুদ্ধের সময় কয়টি রেলসেতু ধ্বংসপ্রাপ্ত হয়?
Ο ক) ১০০টি
Ο খ) ২০০টি
Ο গ) ৩০০টি
Ο ঘ) ৪০০টি
 সঠিক উত্তর: (গ)

 ১৭০. বঙ্গবন্ধুর সময়ে ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফসহ পূর্বের সমস্ত বকেয়া খাজনা মওকুফ করা হয় কেন?
Ο ক) জমি পাকিস্তানের দখলে ছিল বলে
Ο খ) জমির মূল্য কমে গিয়েছিল বলে
Ο গ) কৃষির উন্নয়ন হবে বলে
Ο ঘ) কৃষি ব্যবস্থাকে অচল করা হবে বলে
 সঠিক উত্তর: (গ)

 ১৭১. তামিম তার বাবার কাছে থেকে জানলেন যে, তার বাবা দীর্ঘ নয় মাস সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন করেছে। তামিম কোন যুদ্ধের কথা জানতে পারলেন?
Ο ক) ভাষা আন্দোলন
Ο খ) মুক্তিযুদ্ধ
Ο গ) গণঅভ্যুত্থান
Ο ঘ) শিক্ষা আন্দোলন
 সঠিক উত্তর: (খ)

 ১৭২. বহির্বিশ্বে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করার কারণে-
Ο ক) আবু সাঈধ চৌধুরী রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ লাভ করেন
Ο খ) মোহাম্মদ সায়েম প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন
Ο গ) আবু সাঈদ বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন
Ο ঘ) বঙ্গবন্ধু বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন
 সঠিক উত্তর: (ক)

 ১৭৩. স্বাধীনতার পরপর জাতীয় আয়ের কত অংশ কৃষিখাত থেকে আসত?
Ο ক) অর্ধেকেরও কম
Ο খ) অর্ধেক
Ο গ) অর্ধেকেরও বেশি
Ο ঘ) সম্পূর্ণটা
 সঠিক উত্তর: (গ)

 ১৭৪. পুরাতন বিমানবন্দর থেকে রমনা রেসকোর্স ময়দানে পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল কেন?
Ο ক) যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন করার জন্য
Ο খ) প্রিয় নেতাকে একনজর দেখার জন্য
Ο গ) দিকনিদের্শনা দেবার জন্য
Ο ঘ) বক্তব্য প্রদানের জন্য
 সঠিক উত্তর: (খ)

 ১৭৫. মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী কত হাজার অফিস ভবন জ্বালিয়ে দেয়?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
 সঠিক উত্তর: (গ)

 ১৭৬. গণপরিষদের প্রথম অধিবেশন বসে কখন?
Ο ক) ১০ এপ্রিল ১৯৭২
Ο খ) ১১ এপ্রিল ১৯৭২
Ο গ) ১২ এপ্রিল ১৯৭২
Ο ঘ) ১৩ এপ্রিল ১৯৭২
 সঠিক উত্তর: (ক)

 ১৭৭. আন্তজার্তিক সম্প্রদায় সাহায্য-সহযোগিতা লাভ এদেশের জন্য জরুরি হয়ে পড়ে কেন?
Ο ক) বিভিন্ন রাষ্ট্রের স্বীকৃতির জন্য
Ο খ) যুদ্ধবিদ্ধস্ত দেশ পুনর্গঠনের জন্য
Ο গ) নিরপেক্ষ পররাষ্ট্রনীতির জন্য
Ο ঘ) রাজনৈতিক অভিজ্ঞতার জন্য
 সঠিক উত্তর: (খ)

 ১৭৮. গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন কে?
Ο ক) শাহ আব্দুল হামিদ
Ο খ) মোহাম্মদ উল্লাহ
Ο গ) আখতার হামিদ সিদ্দিকী
Ο ঘ) শওকত আলী
 সঠিক উত্তর: (ক)

 ১৭৯. জাতীয় সংসদে ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় আইন পাস করা হয় কেন?
Ο ক) সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের স্বায়ত্তশাসনের জন্য
Ο খ) বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহর স্বায়ত্বশাসনের জন্য
Ο গ) প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণের জন্য
Ο ঘ) হাইস্কুলগুলোকে সরকারিকরণের জন্য
 সঠিক উত্তর: (ক)

 ১৮০. কেন্দ্রীয় সরকার অধীনে সারাদেশে প্রশাসন পরিচালিত হয় কেন?
i. এদেশের সরকার এককেন্দ্রিক বলে
ii. এদেশে কোনো প্রদেশ নেই বলে
iii. সংবিধান অনুযায়ী এককেন্দ্রিক শাসনব্যবস্থা প্রবর্তিত বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮১. ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট চালুর তারিখের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) ১৬ জুন ১৯৭৩
Ο খ) ১৭ জুন ১৯৭৩
Ο গ) ১৮ জুন ১৯৭৩
Ο ঘ) ১৯ জুন ১৯৭৩
 সঠিক উত্তর: (গ)

 ১৮২. বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ দলের সাধারণ সম্পাদক কে ছিলেন?
Ο ক) শেখ মুজিবুর রহমান
Ο খ) এম. মনসুর আলী
Ο গ) আবু সাঈদ চৌধুরী
Ο ঘ) তাজউদ্দিন আহমদ
 সঠিক উত্তর: (খ)

 ১৮৩. মাহবুব আলম একজন রাষ্ট্রবিজ্ঞানী। তিনি বলেন, প্রত্যেকটি রাষ্ট্রের একটি নিজস্ব সংবিধান রয়েছে বাংলাদেশের সংবিধান প্রণীত হয় কোন তারিখে?
Ο ক) ১৯৭১ এর মার্চ মাসে
Ο খ) ১৯৭১ এর নভেম্বর মাসে
Ο গ) ১৯৭২ এর মার্চ মাসে
Ο ঘ) ১৯৭২ এর নভেম্বর মাসে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৪. জাতীয় সংসদের আসন সংখ্যা কত ছিল?
Ο ক) ৩১০টি
Ο খ) ৩১৫টি
Ο গ) ৩২০টি
Ο ঘ) ৩৩০টি
 সঠিক উত্তর: (খ)

 ১৮৫. ১৯৭২ সালের শুরুতে সরকারি হিসেবে মাসিক ভিত্তিক এক চাহিদাপত্র তৈরি করা হয় কেন?
Ο ক) ত্রাণ কমিটি গঠনের জন্য
Ο খ) পুনর্বাসন কার্যক্রমের জন্য
Ο গ) সংবাদ সম্মেলনের জন্য
Ο ঘ) জমির খাজনা মওকুফের জন্য
 সঠিক উত্তর: (খ)

 ১৮৬. ঢাকার সাথে চট্টগ্রাম, সিলেট, যশোর ও কুমিল্লার বিমান যোগাযোগ কার্যকর হয় কত খ্রিস্টাব্দে?
Ο ক) ১৯৭২-এর ৭ মার্চ
Ο খ) ১৯৭৩-এর ৭ মার্চ
Ο গ) ১৯৭৪-এর ৭ মার্চ
Ο ঘ) ১৯৭৫-এর ৭ মার্চ
 সঠিক উত্তর: (ক)

 ১৮৭. ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর বাড়ি ঘেরাও-
i. মেজর মহিউদ্দিন নেতৃত্বে
ii. মেজর হুদার নেতৃত্বে
iii. মেজর পাশার নেতৃত্বে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৮. বাংলাদেশ ভূখন্ড এক বিধ্বস্ত জনপদে পরিণত হয় কেন?
Ο ক) সংবিধান প্রণয়নের জন্য
Ο খ) মুক্তিবাহিনীর পোড়ামাটি নীতির জন্য
Ο গ) পাকিস্তান বাহিনীর পোড়ামাটি নীতির জন্য
Ο ঘ) গেরিলা বাহিনীর পোড়ামাটি নীতির জন্য
 সঠিক উত্তর: (গ)

 ১৮৯. বাংলাদেশের সংবিধান বিল গণপরিষদে পাস হয় কত তারিখে?
Ο ক) ৪ অক্টোবর
Ο খ) ৪ নভেম্বর
Ο গ) ৪ ডিসেম্বর
Ο ঘ) ৬ ডিসেম্বর
 সঠিক উত্তর: (খ)

 ১৯০. প্রথম সংবিধানে কয়টি ভাগ ছিল?
Ο ক) ১০টি
Ο খ) ১১টি
Ο গ) ১২টি
Ο ঘ) ১৩টি
 সঠিক উত্তর: (খ)

 ১৯১. কেন ‘গণপরিষদ আদেশ’ জারি করা হয়?
i. বাংলাদেশের সংবিধান প্রণয়নের উদেশ্যে
ii. গণপরিষদের দলীয় নেতা নির্বাচন করার জন্য
iii. গণপরিষদের একাত্মতা প্রকাশ করার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৯২. মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী জ্বালিয়ে দেয়-
i. ৬ হাজার হাইস্কুল ও মাদ্রাসা
ii. ৯ শত কলেজ
iii. ১৮ হাজার প্রাথমিক বিদ্যালয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৩. সরকার ব্যবস্থার পরিবর্তন করা হয় কীভাবে?
Ο ক) প্রথম সংশোধনীয় মাধ্যমে
Ο খ) দ্বিতীয় সংশোধনীয় মাধ্যমে
Ο গ) তৃতীয় সংশোধনীয়র মাধ্যমে
Ο ঘ) চতুর্থ সংশোধনীর মাধ্যমে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৪. বাংলাদেশ কত খ্রিস্টাব্দে জাতিসংঘের সদস্য পদ লাভ করে?
Ο ক) ১৯৭৪
Ο খ) ১৯৭৫
Ο গ) ১৯৭৬
Ο ঘ) ১৯৭৭
 সঠিক উত্তর: (ক)

 ১৯৫. বঙ্গবন্ধুর কৃষি পরিকল্পনায় কত সংখ্যক কৃষক পরিবারকে পুনর্বাসন করা হয়?
Ο ক) ২০ লাখের অধিক
Ο খ) ২১ লাখের অধিক
Ο গ) ২২ লাখের অধিক
Ο ঘ) ২৩ লাখের অধিক
 সঠিক উত্তর: (গ)

 ১৯৬. কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজের বর্হিভূত?
Ο ক) মুদ্রা জারি করা
Ο খ) ঋণ নিয়ন্ত্রণ
Ο গ) ক্লিয়ারিং হাউজ
Ο ঘ) ঋণ প্রদান
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৭. তুহিন ও সরোয়ার দুই বন্ধু এমন একজন নেতাকে নিয়ে আলোচনা করছিলো যিনি মাত্র ৩ বছর ৭ মাস ৩ দিন ক্ষমতায় থেকেও ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছেন। তিনি কে?
Ο ক) জিয়াউর রহমান
Ο খ) আবু সাঈদ চৌধুরী
Ο গ) শেখ মুজিবুর রহমান
Ο ঘ) এ.কে. ফজলুল হক
 সঠিক উত্তর: (গ)

 ১৯৮. আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টি কাকে গণপরিষদের দলীয় নেতা নির্বাচন করে?
Ο ক) বঙ্গবন্ধুকে
Ο খ) জিয়াউর রহমানকে
Ο গ) আব্দুল জলিলকে
Ο ঘ) জিল্লুর রহমানকে
 সঠিক উত্তর: (ক)

 ১৯৯. ১২ জানুয়ারি শেখ মুজিব প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের নিকট কোন পদের জন্য শপথ গ্রহণ করে?
Ο ক) প্রধানমন্ত্রী
Ο খ) এমপি
Ο গ) রাষ্ট্রপতি
Ο ঘ) চেয়ারম্যান
 সঠিক উত্তর: (গ)

 ২০০. বাংলাদেশের জনগণ এ সংবিধান লাভ করে-
i. দীর্ঘ সংগ্রামের বিবিময়ে
ii. ত্যাগের বিনিময়ে
iii. রক্তের বিনিময়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post