এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১৩ (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১৩ (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১০১. ১৯৭২ সালের কত তারিখে সরকার ‘গণপরিষদ আদেশ’ জারি করে?
Ο ক) ১৫ জানুয়ারি
Ο খ) ২০ ফেব্রুয়ারি
Ο গ) ২৩ মার্চ
Ο ঘ) ২৯ এপ্রিল
 সঠিক উত্তর: (গ)

 ১০২. কত সালের মধ্যে দেশের যোগাযোগ ব্যবস্থা একটা সন্তোষজনক অবস্থায় উন্নীত হয়?
Ο ক) ১৯৭২ সালের মধ্যে
Ο খ) ১৯৭৩ সালের মধ্যে
Ο গ) ১৯৭৪ সালের মধ্যে
Ο ঘ) ১৯৭৫ সালের মধ্যে
 সঠিক উত্তর: (গ)

 ১০৩. স্বাধীনতার পরপর বাংলাদেশের শতকরা কত ভাগ জনগণের জীবিকা কৃষির উপর নির্ভরশীল ছিল?
Ο ক) ৮২
Ο খ) ৮৩
Ο গ) ৮৪
Ο ঘ) ৮৫
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৪. কে প্রথম স্বাধীন দেশে সামরিক আইন জারি করেন?
Ο ক) জিয়াউর রহমান
Ο খ) হুসেন মোঃ এরশাদ
Ο গ) খন্দকার মোশতাক আহমেদ
Ο ঘ) মঈন ইউ আহমেদ
 সঠিক উত্তর: (গ)

 ১০৫. সম্পূর্ণ অগণতান্ত্রিক ব্যবস্থা ছিল-
i. রাষ্ট্রপতির অসীম ক্ষমতা
ii. প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা
iii. একক রাজনৈতিক দল গঠন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১০৬. বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির আহবায়ক ছিলেন কে?
Ο ক) শাহ আব্দুল হামিদ
Ο খ) মোহাম্মদ উল্লাহ
Ο গ) সুরঞ্জিত সেনগুপ্ত
Ο ঘ) ড. কামাল হোসেন
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৭. স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অবস্থা ছিল ভয়াবহ। এটি নিচের কোনটিকে সমর্থন করছে?
Ο ক) প্রশাসন ভৌত অবকাঠামোর উন্নত অবস্থা
Ο খ) বাংলাদেশের ভূখন্ড বিধ্বস্ত জনপদ পরিণত হওয়া
Ο গ) দেশের পরিস্থিতি অনেকটাই অনুকূলে ছিল
Ο ঘ) স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকা
 সঠিক উত্তর: (খ)

 ১০৮. ১৯৭৫ সালের ১৫ আগস্টের কলঙ্কময় ইতিহাসে পর্দার আড়ালে ছিল-
i. সামরিক ষড়যন্ত্রকারী
ii. বেসামরিক ষড়যন্ত্রকারী
iii. বিদেশি ষড়যন্ত্রকারী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৯. ১৯৭৪ সালের মধ্যে দেশের যোগাযোগ ব্যবস্থা সন্তোষজনক অবস্থায় উন্নীত করার জন্য প্রয়োজন-
Ο ক) মুক্তিযুদ্ধের ধ্বংসপ্রাপ্ত সকল ব্রিজ-সেতু জরুরি ভিত্তিতে পুনঃনির্মাণ
Ο খ) স্বাধীনতা অর্জন
Ο গ) গবেষণা পরিচালনা
Ο ঘ) প্রথম পাঁচসালা পরিকল্পনা
 সঠিক উত্তর: (ক)

 ১১০. ১৫ আগষ্ট ১৯৭৫ সালে কতটি পরিবারের সদস্যদের হত্যা করা হয়?
Ο ক) চার
Ο খ) পাঁচ
Ο গ) ছয়
Ο ঘ) সাত
 সঠিক উত্তর: (খ)

 ১১১. আন্তজার্তিক পরিমন্ডলে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং দেশ পুণগর্ঠন বিদেশি সাহায্য-সহযোগিতা নিশ্চিত করা এই বিষয় দুটি কীভাবে বঙ্গবন্ধু উপলব্ধি করেছেন?
i. তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার মাধ্যমে
ii. তাঁর মেধা দিয়ে
iii. শত্রুপক্ষের আচরণের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১১২. স্বাধীন বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?
Ο ক) ১৯৭১
Ο খ) ১৯৭২
Ο গ) ১৯৭৩
Ο ঘ) ১৯৭৪
 সঠিক উত্তর: (গ)

 ১১৩. কীভাবে ভারত, সোভিয়েত ইউনিয়নসমূহ অন্যান্য সমাজতান্ত্রিক দেশগুলো সঙ্গে বাংলাদেশের আন্তরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কে গড়ে ওঠে?
Ο ক) মু্ক্তিযুদ্ধে নানাভাবে সাহায্য-সহযোগিতা করার মাধ্যমে
Ο খ) সমাজতান্ত্রিক দেশগুলোর যোগযোগ ব্যবস্থা ভালো হওয়ায়
Ο গ) কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে
Ο ঘ) অনুদানের জন্য
 সঠিক উত্তর: (ক)

 ১১৪. বাংলাদেশ কীভাবে স্বাধীন হয়?
Ο ক) নয় মাস যুদ্ধের মাধ্যমে
Ο খ) এগার মাস যুদ্ধের মাধ্যমে
Ο গ) পাকিস্তানি সেনাবাহিনীর মাধ্যমে
Ο ঘ) রাজাকারদের মাধ্যমে
 সঠিক উত্তর: (ক)

 ১১৫. পররাষ্ট্রনীতির মূলকথা হলো-
i শান্তিপূর্ণ সহাবস্থান
ii. সবার সঙ্গে বন্ধুত্ব
iii. কারও সঙ্গে আন্তরিক সম্পর্ক নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১১৬. নিমি ও সিমি বাংলাদেশের সংবিধান নিয়ে আলোচনা করছিল। নিমি বলল আমাদের সংবিধানের মূল বৈশিষ্ট্য হলো এটি লিখিত, সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ এবং এককক্ষ বিশিষ্ট। নিমির বক্তব্যে সিমি কী জানতে পারলো?
Ο ক) সংবিধান সুপরিবর্তনীয়
Ο খ) সংবিধান দুষ্পরিবর্তনীয়
Ο গ) সংবিধান প্রথাগত
Ο ঘ) সংবিধান অলিখিত
 সঠিক উত্তর: (খ)

 ১১৭. বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা কয়টি?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
 সঠিক উত্তর: (ক)

 ১১৮. বাংলাদেশের সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতির ক্ষমতা কেমন?
Ο ক) অসীম
Ο খ) সামান্য
Ο গ) নামে মাত্র প্রধান
Ο ঘ) প্রধানমন্ত্রীর সমতুল্য
 সঠিক উত্তর: (গ)

 ১১৯. রাষ্ট্রপতি কত দিনের মধ্যে সংশোধনী বিলে সম্মতি দিবেন?
Ο ক) ৫ দিন
Ο খ) ৭ দিন
Ο গ) ৯ দিন
Ο ঘ) ১২ দিন
 সঠিক উত্তর: (খ)

 ১২০. ‘অস্থায়ী সংবিধান আদেশ’ জারি করা হয় কখন?
Ο ক) ১০ জানুয়ারি ১৯৭২
Ο খ) ১১ জানুয়ারি ১৯৭২
Ο গ) ১১ জানুয়ারি ১৯৭২
Ο ঘ) ১৩ জানুয়ারি ১৯৭২
 সঠিক উত্তর: (গ)

 ১২১. সংবিধানে কোনটি মূলভাষা হিসাবে গ্রহণ করা হয়?
Ο ক) বাংলা
Ο খ) ইংরেজি
Ο গ) লিখিত ও অলিখিত
Ο ঘ) প্রশ্নবিদ্ধ
 সঠিক উত্তর: (ক)

 ১২২. তুহিন ও নিজাম মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করার সময় তুহিন বলল, বাংলার এক মহান নেতা মুক্তিযুদ্ধে ডাক দিয়ে যুদ্ধ চলাকালীন দীর্ঘ নয় মাস পাকিস্তানে কারাবরণ করেন। তুহিন কার কথা বলেছেন?
Ο ক) জিয়াউর রহমানের
Ο খ) শেখ মুজিবুর রহমানের
Ο গ) ফজলুল হকের
Ο ঘ) সোহরাওয়ার্দীর
 সঠিক উত্তর: (খ)

 ১২৩. বাংলাদেশের সংবিধান কেমন?
Ο ক) লিখিত
Ο খ) অলিখিত
Ο গ) সুপরিবর্তনীয়
Ο ঘ) অপরিবর্তনীয়
 সঠিক উত্তর: (ক)

 ১২৪. বাংলাদেশের সংবিধান হলো-
i. লিখিত দলিল
ii. অলিখিত দলিল
iii. সর্বোচ্চ দলিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৫. ভারতের সংবিধান প্রণয়নে সময় লেগেছিল কত বছর?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
 সঠিক উত্তর: (খ)

 ১২৬. বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য হলো-
i. এককেন্দ্রিক সরকার
ii. দুষ্পরীবর্তনীয়
iii. এক কক্ষবিশিষ্ট আইন পরিষদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৭. ১৯৭২ সালের মূলনীতি ছিল কয়টি?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৮. সংবিধান হতে পারে- i. লিখিত ii. অলিখিত iii. অস্পষ্ট নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১২৯. শেখ মুজিব কৃষি ব্যবস্থার উন্নয়নে বিশেষ মনোযোগ দিয়েছিলেন কেন?
Ο ক) কৃষির ওপর নির্ভরশীলতা হ্রাস করার জন্য
Ο খ) জাতীয় আয়ের অর্ধেকেরও বেশি কৃষিখাত থেকে আসার জন্য
Ο গ) কৃষিজমির খাজনা বৃদ্ধি করার জন্য
Ο ঘ) শতকরা ৩০ ভাগ জনগণের জীবিকা কৃষি হওয়ার জন্য
 সঠিক উত্তর: (খ)

 ১৩০. বঙ্গবন্ধু রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করার কারণে-
Ο ক) আবু সাঈদ চৌধুরী রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ লাভ করেন
Ο খ) মোহাম্মদ সায়েম প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন
Ο গ) আবু সাঈদ বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন
Ο ঘ) বঙ্গবন্ধু বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন
 সঠিক উত্তর: (ক)

 ১৩১. সংবিধান সংশোধনী বিলে রাষ্ট্রপতিকে কত দিনের মধ্যে সম্মতি দিতে হবে?
Ο ক) পাঁচ
Ο খ) ছয়
Ο গ) সাত
Ο ঘ) আট
 সঠিক উত্তর: (গ)

 ১৩২. দীর্ঘ সংগ্রাম, ত্যাগ আর রক্তের বিনিময়ে বাংলাদেশের জনগণ সংবিধান লাভ করে। উক্তিটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে?
Ο ক) জনগণের স্বদেশ প্রেম
Ο খ) জনগণের প্রচারকাজ
Ο গ) জনগণের মৌলিক অধিকার
Ο ঘ) সংবিধানের গুরুত্ব
 সঠিক উত্তর: (ক)

 ১৩৩. বাংলাদেশের পররাষ্ট্র নীতির রূপরেখা প্রতিফলন কোথায় লক্ষ করা যায়?
Ο ক) ১৯৭২ সলের সংবিধানে
Ο খ) ১৯৭৩ সালের সংবিধানে
Ο গ) ১৯৭৪ সালের সংবিধানে
Ο ঘ) ১৯৭৫ সালের সংবিধানে
 সঠিক উত্তর: (ক)

 ১৩৪. ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ?
Ο ক) ভাষা আন্দোলনের জন্য
Ο খ) বঙ্গবন্ধুর ভাষণের জন্য
Ο গ) স্বাধীনতা দিবসের জন্য
Ο ঘ) বিজয় দিবসের জন্য
 সঠিক উত্তর: (গ)

 ১৩৫. ১৫ আগষ্ট হত্যাকান্ডে পর্দার অন্তরালে ছিল-
i. সামরিক বাহিনী
ii. বেসামরিক বাহিনী
iii. বিপথগামী আমলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৬. বিরাট সংখ্যক মুসলিম দেশের সমর্থন অর্জনের সমর্থনযোগ্য কারণ হলো-
i. জাতিসংঘের সদস্যপদ লাভ
ii. ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ
iii. কমনওয়েলথের সদস্যপদ লাভ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৩৭. ১৯৭২ এর জুন পর্যন্ত প্রাপ্ত বিদেশি সাহায্যের কয় ভাগ প্রদান করে ভারত?
Ο ক) ৬৭.০১ ভাগ
Ο খ) ৬৭.০২ ভাগ
Ο গ) ৬৭.০৩ ভাগ
Ο ঘ) ৬৭.০৪ ভাগ
 সঠিক উত্তর: (ক)

 ১৩৮. বঙ্গবন্ধুর দু কন্যা প্রাণে বেঁচে যাওয়ার কারণ হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) আত্মীয়ের বাসায় থাকায়
Ο খ) পালিয়ে থাকায়
Ο গ) ঘুমিয়ে থাকায়
Ο ঘ) দেশের বাইরে থাকায়
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৯. বাংলাদেশের সংবিধানে সমাজতন্ত্রকে রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করা হয় কেন?
Ο ক) শোষণহীন সমাজ গঠনের জন্য
Ο খ) জাতীয় মুক্তিসংগ্রামের আত্মনিয়োগের জন্য
Ο গ) সামঞ্জস্যহীন আইন প্রণয়নের জন্য
Ο ঘ) মৌল অর্থনৈতিক চাহিদা পূরণের জন্য
 সঠিক উত্তর: (ক)

 ১৪০. ঢাকা-লন্ডন রুটে প্রথম ফ্লাইট চালু হয় কত খ্রিস্টাব্দে?
Ο ক) ১৯৭৩ সালের ১৮ জুন
Ο খ) ১৯৭৫ সালের ১৯ জুন
Ο গ) ১৯৭৫ সালের ২০ জুন
Ο ঘ) ১৯৭৬ সালের ২১ জুন
 সঠিক উত্তর: (ক)

 ১৪১. সরকার পদ্ধতির পরিবর্তন আনা হয় কীভাবে?
Ο ক) সংবিধানের প্রথম সংশোধনীয় মাধ্যমে
Ο খ) সংবিধানের দ্বিতীয় সংশোধনীয় মাধ্যমে
Ο গ) সংবিধানের তৃতীয় সংশোধনীয় মাধ্যমে
Ο ঘ) সংবিধানের চতুর্থ সংশোধনীয় মাধ্যমে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪২. মুক্তিযুদ্ধের সময় মুসলিম বিশ্বসহ চীন বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করতো কারণ-
Ο ক) ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন করার জন্য
Ο খ) পাকিস্তানের বৈরী প্রচারণার জন্য
Ο গ) সমাজতন্ত্রকে রাষ্টীয় মূলনীতি করার জন্য
Ο ঘ) গণতন্ত্রকে রাষ্ট্রীয় মূলনীতি করার জন্য
 সঠিক উত্তর: (খ)

 ১৪৩. বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন?
Ο ক) যুক্তরাষ্টীয়
Ο খ) রাষ্ট্রপতি শাসিত
Ο গ) বিচার বিভাগীয়
Ο ঘ) এককেন্দ্রিক
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৪. দেশে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন হয় কত তারিখে?
Ο ক) ১৯৭০ সালের ৯ জানুয়ারি
Ο খ) ১৯৭১ সালের ১০ জানুয়ারি
Ο গ) ১৯৭২ সালের ১১ জানুয়ারি
Ο ঘ) ১৯৭৩ সালের ১২ জানুয়ারি
 সঠিক উত্তর: (গ)

 ১৪৫. বঙ্গবন্ধু শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য কতটি কলেজ ভবন পুননির্মাণ করেন?
Ο ক) ৮০০
Ο খ) ৯০০
Ο গ) ১০০০
Ο ঘ) ১১০০
 সঠিক উত্তর: (খ)

 ১৪৬. ১৯৭২ সালের সরকারি হিসাব মতে পুনর্বাসনের জন্য প্রতি মাসে প্রয়োজন ছিল-
i. পঞ্চাশ হাজার টন ঢেউটিন
ii. পঞ্চাশ হাজার টন কাঠ
iii. দুই থেকে আড়াই লক্ষ টন খাদ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৭. ১৯৭৩ সালের নির্বাচন জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কত ছিল?
Ο ক) ৩০০টি
Ο খ) ৩০৫টি
Ο গ) ৩১০টি
Ο ঘ) ৩১৫টি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৮. অনিকদের গ্রামের চেয়ারম্যানের পদত্যাগের পর ৩ মাসের মধ্যে জনগণের ভোটে আর একজন চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন। অনিকদের গ্রামে নিম্নের কোনটির বিকাশ লক্ষ করা যায়?
Ο ক) সমাজতন্ত্র
Ο খ) ধনতন্ত্র
Ο গ) রাজতন্ত্র
Ο ঘ) গণতন্ত্র
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৯. ১৫ আগষ্ট হত্যাকান্ডে ঘাতক দল ব্যবহার করেছিলেন-
i. ট্যাংক
ii. কামান
iii. স্টেনগান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫০. গণহত্যা, নারী নির্যাতন ও সম্পদ বিনষ্টের এক ধ্বংসলীলায় মেতে উঠেছিল-
i. পাকিস্তান সেনাবাহিনী
ii. রাজাকার
iii. আল বদর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post