এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১৩ (৭)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১৩ (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৩০১. বঙ্গবন্ধুর শাসনামলে অর্জিত হয়-
i. ১৩০টি স্বীকৃতি
ii. ১০০ কোটি ডলার সহায্য
iii. ১৪টি সংস্থার সদস্যপদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩০২. খন্দকার মোশতাক আহমদ কাদের সহায়তায় রাষ্ট্রক্ষমতা দখল করেন?
Ο ক) সেনাবাহিনীর
Ο খ) নৌবাহিনীর
Ο গ) বিমানবাহিনীর
Ο ঘ) খুনীচক্রের
 সঠিক উত্তর: (ঘ)

 ৩০৩. বিশ্বের চোখে আমরা কৃতঘ্ন জাতিতে পরিণত হয়েছি কেন?
Ο ক) বঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যাকান্ডের কারণে
Ο খ) সংবিধান প্রণয়নের জন্য
Ο গ) প্রথম পাঁচসালা গঠনের জন্য
Ο ঘ) ক্ষমতা দখল করার জন্য
 সঠিক উত্তর: (ক)

 ৩০৪. বঙ্গবন্ধুর পরিকল্পনা কমিশন গঠন করেন কখন?
Ο ক) ১৯৭২ সালের জানুয়ারি মাসে
Ο খ) ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে
Ο গ) ১৯৭২ সালের মার্চ মাসে
Ο ঘ) ১৯৭২ সালের এপ্রিল মাসে
 সঠিক উত্তর: (ক)

 ৩০৫. একটি উপযুক্ত সংবিধান প্রণয়ন প্রস্তাবের পক্ষে উপস্থিত গণপরিষদের সদস্যবৃন্দ হ্যাঁ বলার কারণ কী?
Ο ক) উপহাস করার জন্য
Ο খ) বিরোধিতা করার জন্য
Ο গ) সমর্থন জানানোর জন্য
Ο ঘ) আত্মত্যাগের জন্য
 সঠিক উত্তর: (গ)

 ৩০৬. মুক্তিযুদ্ধে নানাভাবে সাহায্য সহযোগিতা করায় বাংলাদেশের সাথে আন্তরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে-
i. চীনের
ii. ভারতের
iii. সোভিয়েত ইউনিয়নের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩০৭. মুক্তিযুদ্ধের সূচনালগ্নে গঠিত বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির ক্ষেত্রে কোন নামটি সমর্থনযোগ্য?
Ο ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Ο খ) জিয়াউর রহমান
Ο গ) তাজউদ্দীন আহমদ
Ο ঘ) সৈয়দ নজরুল ইসলাম
 সঠিক উত্তর: (ক)

 ৩০৮. বঙ্গবন্ধু কত তারিখে রাষ্ট্রপতি থেকে পদত্যাগ করে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন?
Ο ক) ১১ জানুয়ারি
Ο খ) ১২ জানুয়ারি
Ο গ) ১৩ জানুয়ারি
Ο ঘ) ১৪ জানুয়ারি
 সঠিক উত্তর: (খ)

 ৩০৯. কীভাবে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়?
i. স্টেনগানের মাধ্যমে
ii. গুলির মাধ্যমে
iii. ছুরিকাঘাতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩১০. ১৯৭৩ সালে সাধারণ নির্বাচনে স্বতন্ত্র সদস্যরা মোট কতটি লাভ করে?
Ο ক) দুই
Ο খ) চার
Ο গ) ছয়
Ο ঘ) আট
 সঠিক উত্তর: (গ)

 ৩১১. বঙ্গবন্ধু শিক্ষকদের কয় মাসের বকেয়া বেতন পরিশোধ করেন?
Ο ক) ৬ মাসের
Ο খ) ৭ মাসের
Ο গ) ৮ মাসের
Ο ঘ) ৯ মাসের
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১২. গণপরিষদের একমাত্র কাজ ছিল কোনটি?
Ο ক) নির্বাচন পরিচালনা
Ο খ) সরকার গঠন
Ο গ) পাঁচসালা পরিকল্পনা প্রণয়ন
Ο ঘ) সংবিধান প্রণয়ন
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১৩. কীভাবে সারা দেশের মানুষের অধীর অপেক্ষার অবসান ঘটে?
Ο ক) বঙ্গবন্ধুকে গ্রেফতারের মাধ্যমে
Ο খ) ১৯৭২ এর ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর দেশে ফিরে আসার মাধ্যমে
Ο গ) বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে
Ο ঘ) দেশ স্বাধীন হওয়ার মাধ্যমে
 সঠিক উত্তর: (খ)

 ৩১৪. ড. মুহাম্মদ কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন কার নির্দেশে গঠিত হয়?
Ο ক) জিয়াউর রহমান এর
Ο খ) ফজলুল হক এর
Ο গ) সোহরাওয়ার্দী এর
Ο ঘ) শেখ মুজিবুর রহমান এর
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১৫. ১৯৭৪ সালের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে একটা সন্তোষজনক অবস্থায় উন্নীত করার ক্ষেত্রে কোনটি গ্রহণযোগ্য?
i. জুরুরি ভিত্তিতে পুনঃনির্মাণ
ii. ঢাকা-আরিচা সড়কে ৯৭টি নতুন সড়ক সেতু নির্মাণ
iii. ঢাকার সঙ্গে চট্টগ্রাম, যশোর, কুমিল্লার বিমান যোগাযোগ কার্যকর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১৬. বাংলাদেশের দলিলের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
Ο ক) অলিখিত দলিল
Ο খ) লিখিত দলিল
Ο গ) সহায়ক দলিল
Ο ঘ) চরম দলিল
 সঠিক উত্তর: (খ)

 ৩১৭. বাংলাদেশের সংবিধান প্রণয়ন হয় কত মাসে?
Ο ক) মাত্র ৮ মাসে
Ο খ) মাত্র ৯ মাসে
Ο গ) মাত্র ১০ মাসে
Ο ঘ) মাত্র ১১ মাসে
 সঠিক উত্তর: (খ)

 ৩১৮. বাংলাদেশকে অর্থনৈতিক সাহায্যের জন্য নির্ভর করতে হয়েছে-
i. পুঁজিবাদী দেশের ওপর
ii. মুসলিম দেশের ওপর
iii. সমাজতান্ত্রিক দেশগুলোর ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১৯. স্বাধীন বাংলাদেশ কত খ্রিস্টাব্দের মধ্যে যোগাযোগ ব্যবস্থা একটি সন্তোষজনক অবস্থায় উন্নীত হয়?
Ο ক) ১৯৭২
Ο খ) ১৯৭৩
Ο গ) ১৯৭৪
Ο ঘ) ১৯৭৫
 সঠিক উত্তর: (গ)

 ৩২০. বঙ্গবন্ধুর শাসনামলে বাংলাদেশ কতটি সংগঠনের সদস্যপদ লাভ করে?
Ο ক) দশ
Ο খ) বারো
Ο গ) চৌদ্দ
Ο ঘ) ষোল
 সঠিক উত্তর: (গ)

 ৩২১. বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলকথা হলো-
i. শান্তিপূর্ণ সহাবস্থান
ii. সবার সঙ্গে বন্ধুত্ব
iii. সবার সঙ্গে শত্রুতা পরিহার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২২. স্বাধীনতার পর পর বাংলাদেশের শতকরা ৮৫ ভাগ জনগণ কৃষির ওপর নির্ভরশীল ছিল। কথাটির যথার্থতা নিরূপণে বলা যায়-
i. জাতীয় আয়ের অর্ধেকেরও বেশি আসতো কৃষিখাত থেকে
ii. জমির খাজনা মওকুফ করা হয়
iii. বাংলাদেশ কৃষিপ্রধান দেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২৩. মুক্তিযুদ্ধের সূচনালগ্নে গঠিত বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
Ο ক) হাবিবুর রহমান
Ο খ) জিয়াউর রহমান
Ο গ) শেখ মুজিবুর রহমান
Ο ঘ) তাজউদ্দিন আহমদ
 সঠিক উত্তর: (গ)

 ৩২৪. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি?
Ο ক) ১০ জানুয়ারি
Ο খ) ১১ জানুয়ারি
Ο গ) ১২ জানুয়ারি
Ο ঘ) ১৩ জানুয়ারি
 সঠিক উত্তর: (ক)

 ৩২৫. বঙ্গবন্ধু সংগ্রাম করেছেন কেন?
Ο ক) অর্থসম্পদের মালিক হওয়ার জন্য
Ο খ) বীরত্ব প্রকাশের জন্য
Ο গ) ক্ষমতা দখলের জন্য
Ο ঘ) দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২৬. সংবিধান কমিটির আহ্বায়ক হিসেবে নিচের কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) এ কিউ এম বদরুদ্দোজা
Ο খ) আব্দুল মতিন খসরু
Ο গ) ড. কামাল হোসেন
Ο ঘ) ব্যারিস্টার আব্দুর রাজ্জাক
 সঠিক উত্তর: (গ)

 ৩২৭. ঢাকার সাথে চট্টগ্রাম, সিলেট, যশোর ও কুমিল্লার বিমান যোগযোগ কার্যকর করা হয় কেন?
i. দ্রুত যোগাযোগের জন্য
ii. ঢাকা কেন্দ্রীয় জায়গা হওয়ার জন্য
iii. ঢাকা বাংলাদেশের রাজধানী তাই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩২৮. ড. মুহাম্মদ কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন গঠন করা হয় কেন?
Ο ক) পাকিস্তানের উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য
Ο খ) স্বাধীন বাংলার উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য
Ο গ) মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য
Ο ঘ) বাংলাদেশের সেনাবাহিনীর প্রশিক্ষণের জন্য
 সঠিক উত্তর: (খ)

 ৩২৯. অনিক তার স্কুলে একটি সেমিনার থেকে জানতে পারলেন যে স্বাধীন হওয়ার পরপর বাংলাদেশের ৯০০ কলেজ, ৪০০ হাইস্কুল পুননির্মাণ ও ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। অনিক কার সময়ের শিক্ষা পরিকল্পনার কথা জানতে পারলেন?
Ο ক) শেখ মুজিবুর রহমানের
Ο খ) জিয়াউর রহমানের
Ο গ) সোহরাওয়ার্দীর
Ο ঘ) এ.কে ফজলুল হক এর
 সঠিক উত্তর: (ক)

 ৩৩০. বাংলাদেশের সরকার ব্যবস্থায় মন্ত্রী পরিষদ কার নিকট দায়ী থাকেন?
Ο ক) বিচার বিভাগের
Ο খ) জাতীয় সংসদের
Ο গ) শাসন বিভাগের
Ο ঘ) আইন বিভাগের
 সঠিক উত্তর: (খ)

 ৩৩১. সংবিধানের কোন ভাগে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রের কথা বলা হয়েছে?
Ο ক) চতুর্থ
Ο খ) ষষ্ঠ
Ο গ) অষ্টম
Ο ঘ) দশম
 সঠিক উত্তর: (গ)

 ৩৩২. বঙ্গবন্ধুর হত্যাকান্ডের খুনী চক্রের নেতৃত্বে ছিলেন কে?
Ο ক) জিয়াউর রহমান
Ο খ) খন্দকার মোশতাক আহমদ
Ο গ) জেনারেল এরশাদ
Ο ঘ) মেজর ডালিম
 সঠিক উত্তর: (খ)

 ৩৩৩. ১৯৭২-এর ১০ জানুয়ারি বঙ্গবন্ধু কীভাবে স্বদেশ ফিরে আসেন?
Ο ক) ট্রেনযোগে
Ο খ) রাজপথে
Ο গ) রাজকীয় কমেট বিমানে
Ο ঘ) স্ট্রিমারে
 সঠিক উত্তর: (গ)

 ৩৩৪. বঙ্গবন্ধুর কৃষি উন্নয়নের ক্ষেত্রে প্রযোজ্য-
i. ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ
ii. সর্বোচ্চ ১০০ বিঘা পর্যন্ত জমির মালিকানা নির্ধারণ
iii. বাইশ লাখের অধিক কৃষক পরিবার পুনবার্সন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩৫. ড. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন গঠন করা হয় কখন?
Ο ক) ২৬ জুলাই ১৯৭২
Ο খ) ২৭ জুলাই ১৯৭২
Ο গ) ২৮ জুলাই ১৯৭২
Ο ঘ) ২৯ জুলাই ১৯৭২
 সঠিক উত্তর: (ক)

 ৩৩৬. বাঙালি জাতীয়তাবাদের মূলনীতি কী?
Ο ক) সাম্প্রদায়িক চেতনা
Ο খ) অসাম্প্রদায়িক চেতনা
Ο গ) ভাষাকেন্দ্রিক চেতনা
Ο ঘ) সাংস্কৃতিক চেতনা
 সঠিক উত্তর: (খ)

 ৩৩৭. বঙ্গবন্ধু দায়িত্ব গ্রহণের কত মাসের মধ্যে স্বাধীন দেশের উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলায় উদ্যোগ গ্রহণ করেন?
Ο ক) চার
Ο খ) পাঁচ
Ο গ) ছয়
Ο ঘ) সাত
 সঠিক উত্তর: (গ)

 ৩৩৮. পাকিস্তান সরকার বঙ্গবন্ধুর বিরুদ্ধে সামরিক আদালতে বিচার কাজ শুরু করে কেন?
Ο ক) যুদ্ধাপরাধের অভিযোগের কারণে
Ο খ) মানবতাবিরোধী অভিযোগের কারণে
Ο গ) রাষ্ট্রদ্রোহিতার অভিযোগের কারণে
Ο ঘ) দুর্নীতির অভিযোগের কারণে
 সঠিক উত্তর: (গ)

 ৩৩৯. ‘বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে। আর তার ভিত্তি বিশেষ কোনো ধর্মীয়ভিত্তিক হবে না। রাষ্ট্রের ভিত্তি হবে গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’-উক্তিটি কার?
Ο ক) জিয়াউর রহমানের
Ο খ) শেখ মুজিবুর রহমানের
Ο গ) ওসমানীর
Ο ঘ) সোহরাওয়ার্দীর
 সঠিক উত্তর: (খ)

 ৩৪০. নিচের কোন দেশটি বাংলাদেশকে স্বীকৃতি না দিলেও বাণিজ্যিক চুক্তি ও বন্যার্তদের জন্য সাহায্য প্রেরণ করে?
Ο ক) চীন
Ο খ) ভারতে
Ο গ) ভুটান
Ο ঘ) আরব
 সঠিক উত্তর: (ক)

 ৩৪১. মূলত মানুষের ওপর মানুষের শোষণহীন সমাজ গঠনের জন্য প্রয়োজন-
Ο ক) গণতন্ত্র চালু
Ο খ) সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা চালু
Ο গ) ধর্মনিরপেক্ষতা
Ο ঘ) জাতীয়তাবাদ
 সঠিক উত্তর: (খ)

 ৩৪২. বঙ্গবন্ধুর শাসনামলে বাংলাদেশ বিশ্বের মোট কতটি আন্তজার্তিক রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করে?
Ο ক) ১০০
Ο খ) ১১০
Ο গ) ১২০
Ο ঘ) ১৩০
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪৩. ১৫ আগষ্ট হত্যাকাণ্ডের ঘাতকদের টার্গেট ছিল-
i. বঙ্গবন্ধু
ii. বঙ্গবন্ধুর পরিবার
iii. বঙ্গবন্ধুর আত্মীয় পরিজন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪৪. কেন বঙ্গবন্ধুকে পাকিস্তানি সেনাবাহিনী গ্রেফতার করে নিয়ে যায়?
Ο ক) রাষ্ট্রদ্রোহিতার জন্য
Ο খ) সংবিধান প্রণয়নের জন্য
Ο গ) ষড়যন্ত্রে অংশগ্রহণ করার জন্য
Ο ঘ) জনগণকে বিপথগামী করার জন্য
 সঠিক উত্তর: (ক)

 অনুচ্ছেদটি পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: হাসিব তার পিতার সাথে শেরে বাংলা নগর বেড়াতে গেলো। তার বাবা তাকে জাতীয় সংসদ ভবন দেখিয়ে বললেন,যে এখানে সংবিধান তৈরি হয় এবং এ সংবিধান প্রথম তৈরি হয়েছিল মহান নেতা বঙ্গবন্ধুর সময়ে। এতে মানুষের মৌলিক অধিকার থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার মূলনীতির উল্লেখ করা হয়েছে।

৩৪৫. হাসিবের পিতা কোন বিষয়ে বর্ণনা করেছে?
Ο ক) জাতীয় সংসদের
Ο খ) সংবিধানের
Ο গ) বঙ্গবন্ধুর
Ο ঘ) মৌলিক অধিকারের
 সঠিক উত্তর: (খ)

 ৩৪৬. অনুচ্ছেদে উল্লিখিত মূলনীতিগুলো হলো-
i. গণতন্ত্র
ii. সমাজতন্ত্র
iii. ধর্ম নিরপেক্ষতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post