এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১২ (৫)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১২ (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
২০১. ভারত বাংলাদেশের প্রায় কত কোটি শরণার্থীকে আশ্রয় দেয়?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
 সঠিক উত্তর: (ক)

 ২০২. ঢাকা শহর থেকে স্মৃতিসৌধের দুরত্ব কত?
Ο ক) ৩৫ কি. মি.
Ο খ) ৩৬ কি. মি.
Ο গ) ৩৭ কি. মি.
Ο ঘ) ৩৮ কি. মি.
 সঠিক উত্তর: (ক)

 ২০৩. মাঝখানে লালবৃত্ত এবং চারপাশে সবুজে সমৃদ্ধ বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইন করেন কে?
Ο ক) কামরুল হাসান
Ο খ) বিশ্বজিৎ ঘোষ
Ο গ) শিব নারায়ণ দাস
Ο ঘ) আসম আব্দুর রব
 সঠিক উত্তর: (ক)

 ২০৪. ইলিয়াস শাহ স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করেছেন-
i লক্ষণাবতী ও সাতগাঁও একত্র করে
ii. লক্ষণাবতী সাতগাঁও ও সোনারগাঁও একত্র করে
iii. বঙ্গ সাতগাঁও ও সোনারগাঁও একত্র করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২০৫. অত্যাচার, নির্যাতন ও গণহত্যায় কোন সংগঠন দখলদার বাহিনীর বিশ্বস্ত সহচর ছিল?
Ο ক) আনসার বাহিনী
Ο খ) মুজাহিদ বাহিনী
Ο গ) শান্তি কমিটি
Ο ঘ) আল শামস বাহিনী
 সঠিক উত্তর: (গ)

 ২০৬. মুজিবনগর স্মৃতিসৌধের বৈশিষ্ট্য হলো-
i. পাকিস্তানের ২৪ বছরের শোষণ বর্ণিত
ii. স্থপতি তানভীর করিম
iii. মেহেরপুরে অবস্থিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৭. ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে পাঞ্জাবের মোট আসন ছিল কতটি?
Ο ক) ৮০
Ο খ) ৮৫
Ο গ) ৯০
Ο ঘ) ৯৫
 সঠিক উত্তর: (খ)

 ২০৮. আত্মদানকারী ছাত্রদের স্মরণে অপরাজেয় বাংলা নির্মিত হয়। এর পরিপেক্ষিতে বলা যায়-
i. ভাষা আন্দোলনে নিহত ছাত্রদের স্মরণে এটি নির্মিত হয়
ii. মুক্তিযুদ্ধে নিহত ছাত্রদের স্মরণে নির্মিত হয়
iii. ভাষা আন্দোলন-মুক্তিযুদ্ধ প্রতিটি সংগ্রামে নিহত ছাত্রদের জন্য নির্মিত হয়।
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২০৯. জাতীয় স্মৃতিসৌধের কতটি ফলক রয়েছে?
Ο ক) ছয়
Ο খ) সাত
Ο গ) আট
Ο ঘ) নয়
 সঠিক উত্তর: (খ)

 ২১০. মুজিবনগর সরকারের প্রধান লক্ষ্য কী ছিল?
Ο ক) মুক্তিযুদ্ধ পরিচালনা করা
Ο খ) দেশ শাসন করা
Ο গ) পাকিস্তানিদের সাহায্য করা
Ο ঘ) দেশের উন্নয়নের জন্য কাজ করা
 সঠিক উত্তর: (ক)

 ২১১. মুক্তিযুদ্ধের সময় ভারতে অবস্থান করে বিভিন্ন দেশের প্রতি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থন দান ও পাশে দাঁড়ানোর আহ্বান জানান কে?
Ο ক) মওলানা ভাসানী
Ο খ) এ কে ফজলুল হক
Ο গ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
Ο ঘ) মণি সিংহ
 সঠিক উত্তর: (ক)

 ২১২. শিখা চিরন্তন কোথায় অবস্থিত?
Ο ক) সোহরাওয়ার্দী উদ্যানে
Ο খ) রমনা পার্কে
Ο গ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে
Ο ঘ) সাভারে
 সঠিক উত্তর: (ক)

 ২১৩. কোন হিসাবে জমাতিরিক্ত উত্তোলন হলে ঋৃনগ্রহীতার ক্ষেত্রে ব্যাংক সুদ কেটে নেয়?
Ο ক) চলতি হিসাব
Ο খ) সঞ্চয়ী হিসাব
Ο গ) স্থায়ী হিসাব
Ο ঘ) বিমা সঞ্চয়ী হিসাব
 সঠিক উত্তর: (ক)

 ২১৪. বাংলাদেশে স্বাধীনতার ঘোষনাটি ছিল কোন ভাষায়?
Ο ক) বাংলায়
Ο খ) ইংরেজিতে
Ο গ) উর্দুতে
Ο ঘ) হিন্দিতে
 সঠিক উত্তর: (খ)

 ২১৫. সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তন স্থাপনের যৌক্তিক কারণ হলো-
i. সোহরাওয়ার্দী উদ্যানের সৌন্দর্য বৃদ্ধি
ii. শহিদদের স্মৃতি চির সবুজ জাগরুক রাখার জন্য
iii. বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২১৬. ২৫ মার্চ ১৯৭১ সালে পাকিস্তান বাহিনী ক্যান্টমেন্ট থেকে বেরিয়ে যায় কোন সময়ে?
Ο ক) রাত সাড়ে এগারোটায়
Ο খ) রাত বারোটায়
Ο গ) সকাল সাড়ে এগারোটায়
Ο ঘ) সকাল বারোটায়
 সঠিক উত্তর: (ক)

 ২১৭. বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা সম্পর্কে বলা যায়-
i. শিব নারায়ণ দাস এটি ডিজাইন করে
ii. জহুরুল হক হলে পতাকা তৈরির কাজ সম্পন্ন হয়
iii. ৬ জুন ১৯৭০ সালে এটি তৈরি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৮. মুক্তিযুদ্ধে কৃষক নারীর অবদান অনস্বীকার্য। এ কথার তাৎপর্য হলো-
i. রণাঙ্গণে নারীরা পাকবাহিনীকে মোকাবিলা করেছে
ii. মুক্তিযোদ্ধাদের সেবা, আশ্রয় দিয়ে সাহায্য করেছে
iii. জীবনের ঝুঁকি নিয়ে অস্ত্র লুকিয়ে রেখেছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৯. ইয়াহিয়া খান কখন জাতির উদ্দেশ্য ভাষণ দেন?
Ο ক) ১৯৭০ সালের ২৬ মার্চ
Ο খ) ১৯৭০ সালের ২৭ মার্চ
Ο গ) ১৯৭০ সালের ২৮ মার্চ
Ο ঘ) ১৯৭০ সালের ২৯ মার্চ
 সঠিক উত্তর: (গ)

 ২২০. ভারতের জনগণ ও সরকার কয়জন শরণার্থীকে আশ্রয় দেয়?
Ο ক) প্রায় অর্ধকোটি
Ο খ) প্রায় এক কোটি
Ο গ) প্রায় দুই কোটি
Ο ঘ) প্রায় তিন কোটি
 সঠিক উত্তর: (খ) 

২২১. ১৯৭০-এর নির্বাচনের ফলে যে প্রভাব পরিলক্ষিত হয়-
i বাঙালি জাতিকে একটি স্বতন্ত্র জাতি হিসাবে চিহ্নিত করে
ii. পূর্ব-পাকিস্তানকে একটি পৃথক অঞ্চল হিসেবে চিহ্নিত করে
iii. শাসক ইয়াহিয়া খানের পদত্যাগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২২২. ১৯৫৪ সালের নির্বাচনের পর সবচেয়ে বেশি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ছিল কোনটি?
Ο ক) ৬৮-এর নির্বাচন
Ο খ) ৭০-এর নির্বাচন
Ο গ) ৭২-এর নির্বাচন
Ο ঘ) ৭৪-এর নির্বাচন
 সঠিক উত্তর: (খ)

 ২২৩. বর্তমান বাংলাদেশ ও ভারতের আসাম নিয়ে পূর্ববঙ্গ ও আসাম নতুন প্রদেশ গঠিত হয় কত সালে?
Ο ক) ১৯০২
Ο খ) ১৯০৩
Ο গ) ১৯০৪
Ο ঘ) ১৯০৫
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৪. তাজউদ্দীন আহমদ ছিলেন-
i. ১৯৭১ সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
ii. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী
iii. বঙ্গবন্ধুর বিশ্বস্ত ঘনিষ্ঠ সহচর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৫. ঢাকায় গণহত্যা শুরু হয় কী নামে?
Ο ক) অপারেশন সার্চ লাইট
Ο খ) অপারেশন রেবল হান্ট
Ο গ) অপারেশন ক্লিন-হান্ট
Ο ঘ) অপারেশন ডেজার্ট স্ট্রম
 সঠিক উত্তর: (ক)

 ২২৬. বাংলাদেশের বিজয় দিবস কত তারিখে?
Ο ক) ১০ ডিসেম্বর
Ο খ) ১২ ডিসেম্বর
Ο গ) ১৪ ডিসেম্বর
Ο ঘ) ১৬ ডিসেম্বর
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৭. ভারত বাংলাদেশকে মুক্তিযুদ্ধে সাহায্য করে-
i. শরণার্থীকে আশ্রয় দিয়ে
ii. খাদ্য দিয়ে
iii. অস্ত্রশস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৮. পাকিস্তানের কতটি সৈন্য ও রসদ নিয়ে ঢাকা আসে?
Ο ক) ৭০৫ টি
Ο খ) ৭০৭ টি
Ο গ) ৭০৯ টি
Ο ঘ) ৭১১ টি
 সঠিক উত্তর: (খ)

 ২২৯. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
Ο ক) তাজউদ্দীন আহমদ
Ο খ) এম মনসুর আলী
Ο গ) লে. কর্নেল আবদুর রব
Ο ঘ) এ কে খন্দকার
 সঠিক উত্তর: (ক)

 ২৩০. মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য ‘বীর প্রতীক’ খেতাব পান-
i. তারামন বিবি
ii. সানিয়া বেগম
iii. ডাক্তার সেতারা বেগম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৩১. ১৯৭১ সালের ১৪ মার্চ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের হাতে ক্ষমতা ছেড়ে দেয়ার ফমুর্লা দেন কে?
Ο ক) ইয়াহিয়া খান
Ο খ) জুলফিকার আলী ভুট্টো
Ο গ) আইয়ুব খান
Ο ঘ) টিক্কা খান
 সঠিক উত্তর: (খ)

 ২৩২. ১৯৭০ সালের কত তারিখে পতাকা তৈরির কাজ শুরু হয়?
Ο ক) ৬ মার্চ
Ο খ) ৬ এপ্রিল
Ο গ) ৬ মে
Ο ঘ) ৬ জুন
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৩. পাকবাহিনীর অত্যাচার-নির্যাতন এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে। এর ফলশ্রুতিতে-
Ο ক) বাংলাদেশ স্বাধীন হয়েছে
Ο খ) শ্রেণি বৈষম্য কমে গেছে
Ο গ) স্বৈরশাসনের অবসান হয়েছে
Ο ঘ) মুক্তিফৌজ গঠন হয়েছে
 সঠিক উত্তর: (ক)

 ২৩৪. ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’-সংগীতটি বাংলাদেশের-
Ο ক) জাতীয় সংগীত
Ο খ) রণসংগীত
Ο গ) ক্রীড়া সংগীত
Ο ঘ) আঞ্চলিক সংগীত
 সঠিক উত্তর: (ক)

 ২৩৫. ১৯৭০ সালের প্রাকৃতিক দুর্যোগ কখন সংঘটিত হয়?
Ο ক) ১০ নভেম্বর
Ο খ) ১২ নভেম্বর
Ο গ) ১৫ নভেম্বর
Ο ঘ) ১৭ নভেম্বর
 সঠিক উত্তর: (খ)

 ২৩৬. মুজিবনগর সরকারের অধীনে ছাড়াও কয়েকটি বাহিনী স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠে তার মধ্যে অন্যতম ছিল?
Ο ক) কাদেরিয়া বাহিনী
Ο খ) কামাল বাহিনী
Ο গ) ভাসানী বাহিনী
Ο ঘ) জামাল বাহিনী
 সঠিক উত্তর: (ক)

 ২৩৭. নিজের ও পরিবারের সদস্যদের জীবনের ঝুঁকি নিয়েও নানাভাবে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছেন-
i. শিল্পী-সাহিত্যিকরা
ii. বুদ্ধিজীবীরা
iii. সংস্কৃতি কর্মীরা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৮. শিখা চিরন্তন কত তারিখে স্থাপিত হয়?
Ο ক) ২৫ মার্চ ১৯৯৭
Ο খ) ২৬ মার্চ ১৯৯৭
Ο গ) ২৭ মার্চ ১৯৯৭
Ο ঘ) ২৮ মার্চ ১৯৯৭
 সঠিক উত্তর: (খ)

 ২৩৯. ২৫ মার্চের রাতের পর থেকে ঢাকায় চারদিকে আর্তনাদ ও হাহাকারের কারণ কী ছিল?
Ο ক) পাকিস্তান বাহিনীর হামলা
Ο খ) বাঙালি সেনাদের বিদ্রোহের কারণে
Ο গ) ই.পি.আর বাহিনীর হামলায়
Ο ঘ) পুলিশ বাহিনীর হামলায়
 সঠিক উত্তর: (ক)

 ২৪০. জাতীয় পতাকা একটি-
i. জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক
ii. রাষ্ট্রের সম্মান-মর্যাদার প্রতীক
iii. জাতির অহংকার-গৌরবের প্রতীক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪১. পাকিস্তানি বাহিনীর হামলায় কোন শহর মৃত্যুপরীতে পরিণত হয়?
Ο ক) রাজশাহী
Ο খ) ঢাকা
Ο গ) চট্টগ্রাম
Ο ঘ) সিলেট
 সঠিক উত্তর: (খ)

 ২৪২. মুজিবনগর সরকারের প্রধান ছিলেন কে?
Ο ক) শেখ মুজিবুর রহমান
Ο খ) তাজউদ্দিন আহমদ
Ο গ) সৈয়দ নজরুল ইসলাম
Ο ঘ) এম মনসুর আলী
 সঠিক উত্তর: (ক)

 ২৪৩. বাংলা দু’জন নারীকে ‘বীর প্রতীক’ খেতাব দেওয়া হয় কেন?
Ο ক) মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য
Ο খ) পাকিস্তান বাহিনীর সাহায্যের জন্য
Ο গ) উচ্চশিক্ষা অর্জনের জন্য
Ο ঘ) নারী উন্নয়নের ভূমিকার জন্য
 সঠিক উত্তর: (ক)

 ২৪৪. ১৯৭০ সালের নির্বাচনের পর থেকে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অস্থিরতা সৃষ্টি হয় কেন?
Ο ক) সরকার ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানালে
Ο খ) নির্বাচন সুষ্ঠভাবে অনুষ্ঠিত না হওয়ায়
Ο গ) নির্বাচনে কোনো দলই বিজয় অর্জন করতে ব্যর্থ হওয়ায়
Ο ঘ) সরকার ক্ষমতা হস্তান্তর করতে চাওয়ায়
 সঠিক উত্তর: (ক)

 ২৪৫. মোহাম্মদ তোয়াহার নেতৃত্বাধীন পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি কী নামে পরিচিত?
Ο ক) পিকিংপন্থী
Ο খ) পাকিস্তানি দোসর
Ο গ) বামপন্থী
Ο ঘ) দালাল চক্র
 সঠিক উত্তর: (ক)

 ২৪৬. ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কোন দল?
Ο ক) নেজামে ইসলাম
Ο খ) মুসলিম লীগ
Ο গ) আওয়ামী লীগ
Ο ঘ) ইসলামী গণতন্ত্রী
 সঠিক উত্তর: (গ)

 ২৪৭. “ আমার সোনার বাংলা”-গানটির গাওয়া হয়-
i. ঢাকার জনসভায় ৩ জানুয়ারি
ii. ছাত্রলীগ জনসভায় ৩ মার্চ
iii. রেসকোর্স ময়দানে ৭ মার্চ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৮. কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে?
Ο ক) ১০ এপ্রিল ১৯৭১
Ο খ) ১৫ এপ্রিল ১৯৭১
Ο গ) ১৭ এপ্রিল ১৯৭১
Ο ঘ) ১৯ এপ্রিল ১৯৭১
 সঠিক উত্তর: (গ)

 ২৪৯. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেন-
i. চট্টগ্রামের বেতার শিল্পীরা
ii. চট্টগ্রামের রাজনৈতিক কর্মীরা
iii. চট্টগ্রামের সংস্কৃতি কর্মীরা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৫০. অবস্থার গভীরতা উপলব্ধি করে ইয়াহিয়া খান কত তারিখে ঢাকা সফরে আসেন?
Ο ক) ১৪ মার্চ ১৯৭১
Ο খ) ১৫ মার্চ ১৯৭১
Ο গ) ১৬ মার্চ ১৯৭১
Ο ঘ) ১৭ মার্চ ১৯৭১
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post