ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১২ (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস কত তারিখে?
Ο ক) ২০ মার্চ
Ο খ) ২১ মার্চ
Ο গ) ২২ মার্চ
Ο ঘ) ২৩ মার্চ
সঠিক উত্তর: (ঘ)
১৫২. রাজাকারদের প্রশিক্ষণের মেয়াদ ছিল কত দিন?
Ο ক) ছয়
Ο খ) সাত
Ο গ) আট
Ο ঘ) নয়
সঠিক উত্তর: (খ)
১৫৩. পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ করে-
i. জহরুল হক হলে
ii. সলিমুল্লাহ মুসলিম হলে
iii. জগন্নাথ হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৪. ঢাকা শহর পরিণত হয় মৃত্যুপুরীতে কারণ-
i. চারদিকে কেবল আর্তনাদ
ii. চারিদিকে অসহায় মানুষের হাহাকার
iii. চারিদিকে মানুষের অট্টহাসি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৫. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুজিবনগর সরকার ছাত্রদের-
i. প্রশিক্ষণের ব্যবস্থা করে
ii. অস্ত্রের সংস্থান করে
iii. শিক্ষার খরচ বহন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৬. ১৯৭০ সালের নির্বাচনে অংশ নেয়-
i. আওয়ামী লীগ
ii. ইসলামী গণতন্ত্রী দল
iii. জামায়াত-ইসলামী পাকিস্তান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৭. ব্রিটিশ সরকার বাংলাকে বিভক্ত করে পূর্ববঙ্গ ও আসাম নামে একটি নতুন প্রদেশ সৃষ্টি করে কত সালে?
Ο ক) ১৯০১
Ο খ) ১৯০৩
Ο গ) ১৯০৪
Ο ঘ) ১৯০৫
সঠিক উত্তর: (ঘ)
১৫৮. বাংলাদেশের স্বাধীন পতাকার বৃত্তের লাল রং কীসের প্রতীক?
Ο ক) মুক্তিযুদ্ধে শহিদের রক্তের প্রতীক
Ο খ) শান্তির
Ο গ) বাংলায় প্রিয় রং-এর
Ο ঘ) সংগ্রামের
সঠিক উত্তর: (ক)
১৫৯. পাকবাহিনী কালো রাতে যেসব স্থানে হামলা চালায় তাহলো-
i. রায়েরবাজার
ii. গণকটুলী
iii. কলাবাগান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬০. জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত ফুট?
Ο ক) ১৫০
Ο খ) ১৫২
Ο গ) ১৫৩
Ο ঘ) ১৫৪
সঠিক উত্তর: (ক)
১৬১. শামসউদ্দীন ইলিয়াস শাহ কত সালে বাংলার তিনটি কেন্দ্রকে একত্র করে স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করেন?
Ο ক) ১৩৪০
Ο খ) ১৩৪২
Ο গ) ১৩৪৪
Ο ঘ) ১৩৪৬
সঠিক উত্তর: (খ)
১৬২. পাক-বাহিনীর বঙ্গবন্ধুকে গ্রেফতার করে ঢাকা থেকে পশ্চিম পাকিস্তান নিয়ে যায় কত তারিখে?
Ο ক) ২৪ মার্চ ১৯৭১
Ο খ) ২৫ মার্চ ১৯৭১
Ο গ) ২৬ মার্চ ১৯৭১
Ο ঘ) ২৭ মার্চ ১৯৭১
সঠিক উত্তর: (গ)
১৬৩. বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুজিবনগর সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করেন?
Ο ক) তাজউদ্দীন আহমদ
Ο খ) সৈয়দ নজরুল ইসলাম
Ο গ) এম মনসুর আলী
Ο ঘ) এম কামরুজ্জামান
সঠিক উত্তর: (খ)
১৬৪. বঙ্গবন্ধু বলিষ্ঠ ভূমিকা পালন করেন-
i. ১৯৫২ সালে
ii. ১৯৫৬ সালে
iii. ১৯৫৮ সালে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬৫. আল বদর বাহিনীর প্রধান ছিলেন কে?
Ο ক) মাওলানা সাঈদী
Ο খ) মতিউর রহমান নিজামী
Ο গ) কামরুজ্জামান
Ο ঘ) কাদের মোল্লা
সঠিক উত্তর: (খ)
১৬৬. মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে?
Ο ক) তানভীর করিম
Ο খ) মঈনুল হোসেন
Ο গ) জলিল পাশা
Ο ঘ) আব্দুল্লাহ খালিদ
সঠিক উত্তর: (ক)
১৬৭. শিব নারায়ণ দাস কত তারিখে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা নির্মাণ কাজ শেষ করেন?
Ο ক) ৫ জুন ১৯৭০
Ο খ) ৬ জুন ১৯৭০
Ο গ) ৭ জুন ১৯৭০
Ο ঘ) ৮ জুন ১৯৭০
সঠিক উত্তর: (খ)
১৬৮. মুজিবনগর সরকারের বিশেষ দূত নিয়োগ করা হয় কাকে?
Ο ক) তাজউদ্দিন আহম্মদকে
Ο খ) সৈয়দ নজরুল ইসলামকে
Ο গ) আবু সাঈদ চৌধুরীকে
Ο ঘ) এম. মনজুরকে
সঠিক উত্তর: (গ)
১৬৯. যুদ্ধের প্রশিক্ষণের জন্য ছাত্ররা কোথায় যায়?
Ο ক) পাহাড়ি অঞ্চলে
Ο খ) ভারতে
Ο গ) নেপালে
Ο ঘ) যুদ্ধ প্রশিক্ষণ ক্যাম্পে
সঠিক উত্তর: (খ)
১৭০. বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি কোন ভাষায় ছিল?
Ο ক) বাংলা
Ο খ) হিন্দি
Ο গ) মান্দরিন
Ο ঘ) ইংরেজি
সঠিক উত্তর: (ঘ)
১৭১. ১৯৭০সালের প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে?
Ο ক) ২৯৮
Ο খ) ৩০০
Ο গ) ৩০২
Ο ঘ) ৩০৪
সঠিক উত্তর: (ক)
১৭২. এদেশ শত্রুমুক্ত হয়েছে কীভাবে?
Ο ক) সীমানা বদলের ফলে
Ο খ) মুক্তিযোদ্ধাদের জীবনের বিনিময়ে
Ο গ) বীরত্বের জন্য
Ο ঘ) জনপদ বিভক্তির ফলে
সঠিক উত্তর: (খ)
১৭৩. বঙ্গবন্ধু কত তারিখে স্বাধীনতার ডাক দেন?
Ο ক) ৫ মার্চ
Ο খ) ৬ মার্চ
Ο গ) ৭ মার্চ
Ο ঘ) ৮ মার্চ
সঠিক উত্তর: (গ)
১৭৪. স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেন কারা?
Ο ক) ছাত্রলীগ নেতারা
Ο খ) মুসলিম লীগ নেতারা
Ο গ) নেজামে ইসলাম নেতারা
Ο ঘ) গণতন্ত্রী ইসলাম নেতারা
সঠিক উত্তর: (ক)
১৭৫. বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিল কত তারিখে?
Ο ক) ৫ মার্চ
Ο খ) ৭ মার্চ
Ο গ) ৯ মার্চ
Ο ঘ) ১১ মার্চ
সঠিক উত্তর: (খ)
১৭৬. মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন, কৃষিমন্ত্রী কে ছিলেন?
Ο ক) এ.এইচ.এম. কামরুজ্জান
Ο খ) এম. মনসুর আলী
Ο গ) এ.কে. খন্দকার
Ο ঘ) আবদুর রব
সঠিক উত্তর: (ক)
১৭৭. বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি এম,এ. হান্নান প্রচার করেন-
i. চট্টগ্রামের বেতার কেন্দ্র থেকে
ii. কালুরঘাট বেতার কেন্দ্র থেকে
iii. বরিশাল বেতার কেন্দ্র থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭৮. ভারত বাংলাদেশকে সাহায্য করে-
i যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে
ii. শরণার্থীদের আশ্রয় দিয়ে
iii. খাদ্য সরবরাহ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৯. জর্জ হ্যারিসন কীভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্যে করে?
Ο ক) মুক্তিবাহিনীর পক্ষে গান গেয়ে বিশ্ব জনমত সৃষ্টি করে
Ο খ) সরাসরি যুদ্ধে অংশ নিয়ে
Ο গ) বাঙালিকে যুদ্ধে অনুপ্রাণিত করে
Ο ঘ) বাংলাদেশে অস্ত্র পাচার করে
সঠিক উত্তর: (ক)
১৮০. ভারতে আশ্রয় নেয়া লক্ষ শরণার্থীর জন্য ত্রাণ সংগ্রহ, ত্রাণ শিবিরের ত্রাণ বিতরণ ও পুবর্বাসনের দায়িত্বে ছিলেন কে?
Ο ক) সৈয়দ নজরুল ইসলাম
Ο খ) এম মনসুর আলী
Ο গ) এম কামরুজ্জামান
Ο ঘ) তাজউদ্দীন আহমদ
সঠিক উত্তর: (গ)
১৮১. তৌহিদ বললেন যে, একশ্রেণির মানুষ মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ সংগ্রহ করে, বিভিন্ন আন্তজার্তিক সংস্থায় প্রতিনিধি প্রেরণ করে স্বাধীনতা আন্দোলনে সাহায্য করে। তৌহিদ কাদের কথা বললেন?
Ο ক) প্রবাসী বাঙালিদের
Ο খ) বুদ্ধিজীবীদের
Ο গ) সাধারণ মানুষদের
Ο ঘ) বিদেশি বুদ্ধিজীবীদের
সঠিক উত্তর: (ক)
১৮২. ঢাকার রাজপথে সাধারণ জনতা পাকিস্তানিদের ব্যারিকেড দেওয়ার অনুপ্রেরণা পায় কীভাবে?
Ο ক) সেনাবাহিনী অনুপ্রেরণায়
Ο খ) বিদেশি শক্তির অনুপ্রেরণায়
Ο গ) বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের অনুপ্রেরণায়
Ο ঘ) ভারতের অনুপ্রেরণায়
সঠিক উত্তর: (গ)
১৮৩. পাকিস্তান সেনাবাহিনী কোন নীতি অনুযায়ী বাংলার সব সম্পদ ও প্রতিষ্ঠান ধ্বংস করতে চেয়েছিলেন?
Ο ক) শান্তি নীতি
Ο খ) পোড়া মাটি নীতি
Ο গ) অশান্তি নীতি
Ο ঘ) মুজাহিদ নীতি
সঠিক উত্তর: (খ)
১৮৪. রাজাকার বাহিনী গঠনে ভূমিকা ছিল-
i. জেনারেল টিক্কা খানের
ii. মোনায়েম খানের
iii. জেনারেল নিয়াজীর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮৫. মুক্তিযুদ্ধের আত্মদানকারী বীর শহিদদের অমর স্মৃতি চির জাগরুক রাখার জন্য কোনটি নির্মিত হয়েছে?
Ο ক) অপরাজেয় বাংলা
Ο খ) জাতীয় শহীদ মিনার
Ο গ) শিখা চিরন্তন
Ο ঘ) মুজিবনগর স্মৃতিসৌধ
সঠিক উত্তর: (গ)
১৮৬. মুজিবনগর এর পূর্বনাম কী ছিল?
Ο ক) মেহেরনগর
Ο খ) বৈদ্যনাথতলা
Ο গ) মেহেরপুর
Ο ঘ) কুষ্টিয়া
সঠিক উত্তর: (খ)
১৮৭. পাকিস্তান বাহিনী কত তারিখে যৌথ বাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণ করেন?
Ο ক) ১০ ডিসেম্বর
Ο খ) ১২ ডিসেম্বর
Ο গ) ১৪ ডিসেম্বর
Ο ঘ) ১৬ ডিসেম্বর
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে বেলুচিস্তানের মোট আসন ছিল কতটি?
Ο ক) ২০
Ο খ) ২১
Ο গ) ২২
Ο ঘ) ২৩
সঠিক উত্তর: (খ)
১৮৯. পাকবাহিনী নওয়াবপুর, তাঁতিবাজার এবং শাখারীবাজার এলাকায় বসবাসকারী হিন্দুদের ওপর ক্ষোভ যে বেশি তার প্রমাণ এসব এলাকায়-
i. গণহত্যা
ii. নির্যাতন
iii. ধ্বংসযজ্ঞ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯০. শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?
Ο ক) ঢাকার মিরপুরে
Ο খ) ঢাকার সাভারে
Ο গ) ময়মনসিংহ-এর ভালুকায়
Ο ঘ) গোপালগঞ্জে
সঠিক উত্তর: (ক)
১৯১. বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন কে?
Ο ক) জিয়াউর রহমান
Ο খ) এ.কে নেওয়াজী
Ο গ) শেখ মুজিবুর রহমান
Ο ঘ) মওলানা ভাসানী
সঠিক উত্তর: (গ)
১৯২. ৭ মার্চের ভাষণের পর বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয় তা হলো-
i. অফিস-আদালত
ii. শিক্ষাপ্রতিষ্ঠান
iii. কল-কারখানা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৩. ছাত্ররা মুক্তিযুদ্ধের সময় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়েছিল কেন?
Ο ক) যুদ্ধের প্রশিক্ষণের জন্য
Ο খ) যুদ্ধের ভয়ে
Ο গ) পাকিস্তানি বাহিনীর চাপে
Ο ঘ) সুষ্ঠুভাবে পড়াশোনার জন্য
সঠিক উত্তর: (ক)
১৯৪. ১৯৭০ সালের আইনগত কাঠামো অনুসারে আদেশানুযায়ী প্রাদেশিক পরিষদের আসন বিন্যাস হলো-
i. পূর্ব পাকিস্তানে ৩১০ টি
ii. পাঞ্জাবে ১৮৬ টি
iii. সিন্ধুতে ৬২ টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৫. স্বাধীনতা ঘোষণা যেভাবে প্রচার করা হয়-
i ইপিআর এর ট্রান্সমিটারের মাধ্যমে
ii. টেলিগ্রামের মাধ্যমে
iii. টেলিপ্রিন্টারের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৬. শামসউদ্দীন ইলিয়াস শাহ বাংলা প্রতিষ্ঠা করেন কখন?
Ο ক) ১৩৪০ সালে
Ο খ) ১৩৪১ সালে
Ο গ) ১৩৪২ সালে
Ο ঘ) ১৩৪৩ সালে
সঠিক উত্তর: (গ)
১৯৭. বাংলাদেশের জাতীয় পতাকায় ব্যবহৃত হয়েছে-
i. লাল রং
ii. সবুজ রং
iii. নীল রং
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯৮. ২৫ মার্চ ১৯৭১ সালে পাক বাহিনী পরিচালনা করে অপারেশন-
i. পুলিশ ক্যাম্প
ii. পিলখানা বিডিআর ক্যাম্প
iii. ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৯. মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছে- i. সাধারণ মানুষ ii. নারী iii. কৃষক নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০০. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের ১৬২টি আসনের মধ্যে কতটিতে জয়ী হয়?
Ο ক) ১৫৮
Ο খ) ১৫৯
Ο গ) ১৬০
Ο ঘ) ১৬১
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস কত তারিখে?
Ο ক) ২০ মার্চ
Ο খ) ২১ মার্চ
Ο গ) ২২ মার্চ
Ο ঘ) ২৩ মার্চ
সঠিক উত্তর: (ঘ)
১৫২. রাজাকারদের প্রশিক্ষণের মেয়াদ ছিল কত দিন?
Ο ক) ছয়
Ο খ) সাত
Ο গ) আট
Ο ঘ) নয়
সঠিক উত্তর: (খ)
১৫৩. পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ করে-
i. জহরুল হক হলে
ii. সলিমুল্লাহ মুসলিম হলে
iii. জগন্নাথ হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৪. ঢাকা শহর পরিণত হয় মৃত্যুপুরীতে কারণ-
i. চারদিকে কেবল আর্তনাদ
ii. চারিদিকে অসহায় মানুষের হাহাকার
iii. চারিদিকে মানুষের অট্টহাসি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৫. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুজিবনগর সরকার ছাত্রদের-
i. প্রশিক্ষণের ব্যবস্থা করে
ii. অস্ত্রের সংস্থান করে
iii. শিক্ষার খরচ বহন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৬. ১৯৭০ সালের নির্বাচনে অংশ নেয়-
i. আওয়ামী লীগ
ii. ইসলামী গণতন্ত্রী দল
iii. জামায়াত-ইসলামী পাকিস্তান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৭. ব্রিটিশ সরকার বাংলাকে বিভক্ত করে পূর্ববঙ্গ ও আসাম নামে একটি নতুন প্রদেশ সৃষ্টি করে কত সালে?
Ο ক) ১৯০১
Ο খ) ১৯০৩
Ο গ) ১৯০৪
Ο ঘ) ১৯০৫
সঠিক উত্তর: (ঘ)
১৫৮. বাংলাদেশের স্বাধীন পতাকার বৃত্তের লাল রং কীসের প্রতীক?
Ο ক) মুক্তিযুদ্ধে শহিদের রক্তের প্রতীক
Ο খ) শান্তির
Ο গ) বাংলায় প্রিয় রং-এর
Ο ঘ) সংগ্রামের
সঠিক উত্তর: (ক)
১৫৯. পাকবাহিনী কালো রাতে যেসব স্থানে হামলা চালায় তাহলো-
i. রায়েরবাজার
ii. গণকটুলী
iii. কলাবাগান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬০. জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত ফুট?
Ο ক) ১৫০
Ο খ) ১৫২
Ο গ) ১৫৩
Ο ঘ) ১৫৪
সঠিক উত্তর: (ক)
১৬১. শামসউদ্দীন ইলিয়াস শাহ কত সালে বাংলার তিনটি কেন্দ্রকে একত্র করে স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করেন?
Ο ক) ১৩৪০
Ο খ) ১৩৪২
Ο গ) ১৩৪৪
Ο ঘ) ১৩৪৬
সঠিক উত্তর: (খ)
১৬২. পাক-বাহিনীর বঙ্গবন্ধুকে গ্রেফতার করে ঢাকা থেকে পশ্চিম পাকিস্তান নিয়ে যায় কত তারিখে?
Ο ক) ২৪ মার্চ ১৯৭১
Ο খ) ২৫ মার্চ ১৯৭১
Ο গ) ২৬ মার্চ ১৯৭১
Ο ঘ) ২৭ মার্চ ১৯৭১
সঠিক উত্তর: (গ)
১৬৩. বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুজিবনগর সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করেন?
Ο ক) তাজউদ্দীন আহমদ
Ο খ) সৈয়দ নজরুল ইসলাম
Ο গ) এম মনসুর আলী
Ο ঘ) এম কামরুজ্জামান
সঠিক উত্তর: (খ)
১৬৪. বঙ্গবন্ধু বলিষ্ঠ ভূমিকা পালন করেন-
i. ১৯৫২ সালে
ii. ১৯৫৬ সালে
iii. ১৯৫৮ সালে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬৫. আল বদর বাহিনীর প্রধান ছিলেন কে?
Ο ক) মাওলানা সাঈদী
Ο খ) মতিউর রহমান নিজামী
Ο গ) কামরুজ্জামান
Ο ঘ) কাদের মোল্লা
সঠিক উত্তর: (খ)
১৬৬. মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে?
Ο ক) তানভীর করিম
Ο খ) মঈনুল হোসেন
Ο গ) জলিল পাশা
Ο ঘ) আব্দুল্লাহ খালিদ
সঠিক উত্তর: (ক)
১৬৭. শিব নারায়ণ দাস কত তারিখে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা নির্মাণ কাজ শেষ করেন?
Ο ক) ৫ জুন ১৯৭০
Ο খ) ৬ জুন ১৯৭০
Ο গ) ৭ জুন ১৯৭০
Ο ঘ) ৮ জুন ১৯৭০
সঠিক উত্তর: (খ)
১৬৮. মুজিবনগর সরকারের বিশেষ দূত নিয়োগ করা হয় কাকে?
Ο ক) তাজউদ্দিন আহম্মদকে
Ο খ) সৈয়দ নজরুল ইসলামকে
Ο গ) আবু সাঈদ চৌধুরীকে
Ο ঘ) এম. মনজুরকে
সঠিক উত্তর: (গ)
১৬৯. যুদ্ধের প্রশিক্ষণের জন্য ছাত্ররা কোথায় যায়?
Ο ক) পাহাড়ি অঞ্চলে
Ο খ) ভারতে
Ο গ) নেপালে
Ο ঘ) যুদ্ধ প্রশিক্ষণ ক্যাম্পে
সঠিক উত্তর: (খ)
১৭০. বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি কোন ভাষায় ছিল?
Ο ক) বাংলা
Ο খ) হিন্দি
Ο গ) মান্দরিন
Ο ঘ) ইংরেজি
সঠিক উত্তর: (ঘ)
১৭১. ১৯৭০সালের প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে?
Ο ক) ২৯৮
Ο খ) ৩০০
Ο গ) ৩০২
Ο ঘ) ৩০৪
সঠিক উত্তর: (ক)
১৭২. এদেশ শত্রুমুক্ত হয়েছে কীভাবে?
Ο ক) সীমানা বদলের ফলে
Ο খ) মুক্তিযোদ্ধাদের জীবনের বিনিময়ে
Ο গ) বীরত্বের জন্য
Ο ঘ) জনপদ বিভক্তির ফলে
সঠিক উত্তর: (খ)
১৭৩. বঙ্গবন্ধু কত তারিখে স্বাধীনতার ডাক দেন?
Ο ক) ৫ মার্চ
Ο খ) ৬ মার্চ
Ο গ) ৭ মার্চ
Ο ঘ) ৮ মার্চ
সঠিক উত্তর: (গ)
১৭৪. স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেন কারা?
Ο ক) ছাত্রলীগ নেতারা
Ο খ) মুসলিম লীগ নেতারা
Ο গ) নেজামে ইসলাম নেতারা
Ο ঘ) গণতন্ত্রী ইসলাম নেতারা
সঠিক উত্তর: (ক)
১৭৫. বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিল কত তারিখে?
Ο ক) ৫ মার্চ
Ο খ) ৭ মার্চ
Ο গ) ৯ মার্চ
Ο ঘ) ১১ মার্চ
সঠিক উত্তর: (খ)
১৭৬. মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন, কৃষিমন্ত্রী কে ছিলেন?
Ο ক) এ.এইচ.এম. কামরুজ্জান
Ο খ) এম. মনসুর আলী
Ο গ) এ.কে. খন্দকার
Ο ঘ) আবদুর রব
সঠিক উত্তর: (ক)
১৭৭. বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি এম,এ. হান্নান প্রচার করেন-
i. চট্টগ্রামের বেতার কেন্দ্র থেকে
ii. কালুরঘাট বেতার কেন্দ্র থেকে
iii. বরিশাল বেতার কেন্দ্র থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭৮. ভারত বাংলাদেশকে সাহায্য করে-
i যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে
ii. শরণার্থীদের আশ্রয় দিয়ে
iii. খাদ্য সরবরাহ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৯. জর্জ হ্যারিসন কীভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্যে করে?
Ο ক) মুক্তিবাহিনীর পক্ষে গান গেয়ে বিশ্ব জনমত সৃষ্টি করে
Ο খ) সরাসরি যুদ্ধে অংশ নিয়ে
Ο গ) বাঙালিকে যুদ্ধে অনুপ্রাণিত করে
Ο ঘ) বাংলাদেশে অস্ত্র পাচার করে
সঠিক উত্তর: (ক)
১৮০. ভারতে আশ্রয় নেয়া লক্ষ শরণার্থীর জন্য ত্রাণ সংগ্রহ, ত্রাণ শিবিরের ত্রাণ বিতরণ ও পুবর্বাসনের দায়িত্বে ছিলেন কে?
Ο ক) সৈয়দ নজরুল ইসলাম
Ο খ) এম মনসুর আলী
Ο গ) এম কামরুজ্জামান
Ο ঘ) তাজউদ্দীন আহমদ
সঠিক উত্তর: (গ)
১৮১. তৌহিদ বললেন যে, একশ্রেণির মানুষ মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ সংগ্রহ করে, বিভিন্ন আন্তজার্তিক সংস্থায় প্রতিনিধি প্রেরণ করে স্বাধীনতা আন্দোলনে সাহায্য করে। তৌহিদ কাদের কথা বললেন?
Ο ক) প্রবাসী বাঙালিদের
Ο খ) বুদ্ধিজীবীদের
Ο গ) সাধারণ মানুষদের
Ο ঘ) বিদেশি বুদ্ধিজীবীদের
সঠিক উত্তর: (ক)
১৮২. ঢাকার রাজপথে সাধারণ জনতা পাকিস্তানিদের ব্যারিকেড দেওয়ার অনুপ্রেরণা পায় কীভাবে?
Ο ক) সেনাবাহিনী অনুপ্রেরণায়
Ο খ) বিদেশি শক্তির অনুপ্রেরণায়
Ο গ) বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের অনুপ্রেরণায়
Ο ঘ) ভারতের অনুপ্রেরণায়
সঠিক উত্তর: (গ)
১৮৩. পাকিস্তান সেনাবাহিনী কোন নীতি অনুযায়ী বাংলার সব সম্পদ ও প্রতিষ্ঠান ধ্বংস করতে চেয়েছিলেন?
Ο ক) শান্তি নীতি
Ο খ) পোড়া মাটি নীতি
Ο গ) অশান্তি নীতি
Ο ঘ) মুজাহিদ নীতি
সঠিক উত্তর: (খ)
১৮৪. রাজাকার বাহিনী গঠনে ভূমিকা ছিল-
i. জেনারেল টিক্কা খানের
ii. মোনায়েম খানের
iii. জেনারেল নিয়াজীর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮৫. মুক্তিযুদ্ধের আত্মদানকারী বীর শহিদদের অমর স্মৃতি চির জাগরুক রাখার জন্য কোনটি নির্মিত হয়েছে?
Ο ক) অপরাজেয় বাংলা
Ο খ) জাতীয় শহীদ মিনার
Ο গ) শিখা চিরন্তন
Ο ঘ) মুজিবনগর স্মৃতিসৌধ
সঠিক উত্তর: (গ)
১৮৬. মুজিবনগর এর পূর্বনাম কী ছিল?
Ο ক) মেহেরনগর
Ο খ) বৈদ্যনাথতলা
Ο গ) মেহেরপুর
Ο ঘ) কুষ্টিয়া
সঠিক উত্তর: (খ)
১৮৭. পাকিস্তান বাহিনী কত তারিখে যৌথ বাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণ করেন?
Ο ক) ১০ ডিসেম্বর
Ο খ) ১২ ডিসেম্বর
Ο গ) ১৪ ডিসেম্বর
Ο ঘ) ১৬ ডিসেম্বর
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে বেলুচিস্তানের মোট আসন ছিল কতটি?
Ο ক) ২০
Ο খ) ২১
Ο গ) ২২
Ο ঘ) ২৩
সঠিক উত্তর: (খ)
১৮৯. পাকবাহিনী নওয়াবপুর, তাঁতিবাজার এবং শাখারীবাজার এলাকায় বসবাসকারী হিন্দুদের ওপর ক্ষোভ যে বেশি তার প্রমাণ এসব এলাকায়-
i. গণহত্যা
ii. নির্যাতন
iii. ধ্বংসযজ্ঞ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯০. শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?
Ο ক) ঢাকার মিরপুরে
Ο খ) ঢাকার সাভারে
Ο গ) ময়মনসিংহ-এর ভালুকায়
Ο ঘ) গোপালগঞ্জে
সঠিক উত্তর: (ক)
১৯১. বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন কে?
Ο ক) জিয়াউর রহমান
Ο খ) এ.কে নেওয়াজী
Ο গ) শেখ মুজিবুর রহমান
Ο ঘ) মওলানা ভাসানী
সঠিক উত্তর: (গ)
১৯২. ৭ মার্চের ভাষণের পর বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয় তা হলো-
i. অফিস-আদালত
ii. শিক্ষাপ্রতিষ্ঠান
iii. কল-কারখানা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৩. ছাত্ররা মুক্তিযুদ্ধের সময় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়েছিল কেন?
Ο ক) যুদ্ধের প্রশিক্ষণের জন্য
Ο খ) যুদ্ধের ভয়ে
Ο গ) পাকিস্তানি বাহিনীর চাপে
Ο ঘ) সুষ্ঠুভাবে পড়াশোনার জন্য
সঠিক উত্তর: (ক)
১৯৪. ১৯৭০ সালের আইনগত কাঠামো অনুসারে আদেশানুযায়ী প্রাদেশিক পরিষদের আসন বিন্যাস হলো-
i. পূর্ব পাকিস্তানে ৩১০ টি
ii. পাঞ্জাবে ১৮৬ টি
iii. সিন্ধুতে ৬২ টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৫. স্বাধীনতা ঘোষণা যেভাবে প্রচার করা হয়-
i ইপিআর এর ট্রান্সমিটারের মাধ্যমে
ii. টেলিগ্রামের মাধ্যমে
iii. টেলিপ্রিন্টারের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৬. শামসউদ্দীন ইলিয়াস শাহ বাংলা প্রতিষ্ঠা করেন কখন?
Ο ক) ১৩৪০ সালে
Ο খ) ১৩৪১ সালে
Ο গ) ১৩৪২ সালে
Ο ঘ) ১৩৪৩ সালে
সঠিক উত্তর: (গ)
১৯৭. বাংলাদেশের জাতীয় পতাকায় ব্যবহৃত হয়েছে-
i. লাল রং
ii. সবুজ রং
iii. নীল রং
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯৮. ২৫ মার্চ ১৯৭১ সালে পাক বাহিনী পরিচালনা করে অপারেশন-
i. পুলিশ ক্যাম্প
ii. পিলখানা বিডিআর ক্যাম্প
iii. ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৯. মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছে- i. সাধারণ মানুষ ii. নারী iii. কৃষক নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০০. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের ১৬২টি আসনের মধ্যে কতটিতে জয়ী হয়?
Ο ক) ১৫৮
Ο খ) ১৫৯
Ο গ) ১৬০
Ο ঘ) ১৬১
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History