এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১২ (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১২ (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১০১. সোভিয়েত রাষ্ট্রপ্রধান পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে আহ্বান জানান যে কারণে-
i বাংলাদেশের গণহত্যা বন্ধ করার জন্য
ii. অগ্নিসংযোগ বন্ধ করার জন্য
iii. নারী নির্যাতন বন্ধ করার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১০২. মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধে পরিচালনা করে-
i. যোগ্যতার সঙ্গে
ii. দক্ষতার সঙ্গে
iii. দূর-দৃষ্টির সঙ্গে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৩. অপরাজেয় বাংলার মূল ভাস্কর্যের উচ্চতা কত ফুট?
Ο ক) আট
Ο খ) দশ
Ο গ) বার
Ο ঘ) চৌদ্দ
 সঠিক উত্তর: (গ)

 ১০৪. বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন কত তারিখে?
Ο ক) ৬ মার্চ
Ο খ) ৭ মার্চ
Ο গ) ৮ মার্চ
Ο ঘ) ৯ মার্চ
 সঠিক উত্তর: (খ)

 ১০৫. বাংলার ইতিহাসে কালো রাত কোনটি?
Ο ক) ২৩ মার্চ
Ο খ) ২৪ মার্চ
Ο গ) ২৫ মার্চ
Ο ঘ) ২৬ মার্চ
 সঠিক উত্তর: (গ)

 ১০৬. ১৯৭১ সালের ৩ ডিসেম্বর পাকিস্তান কোন দেশের উপর বিমান হামলা চালায়?
Ο ক) ভারত
Ο খ) বাংলাদেশ
Ο গ) মায়ানমার
Ο ঘ) শ্রীলঙ্কা
 সঠিক উত্তর: (ক)

 ১০৭. ১৯৭০ সালের সাধারণ নির্বাচন সংক্রান্ত আইনগত কাঠামো আদেশ ঘোষণা করা হয় কত তারিখে?
Ο ক) ২৬ মার্চ
Ο খ) ২৭ মার্চ
Ο গ) ২৮ মার্চ
Ο ঘ) ২৯ মার্চ
 সঠিক উত্তর: (গ)

 ১০৮. বাঙালিরা কত সাল থেকে জাতি, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, সর্বক্ষেত্রে স্বাতন্ত্র্য দাবি করে আসছিল?
Ο ক) ১৯৪৫
Ο খ) ১৯৪৭
Ο গ) ১৯৪৯
Ο ঘ) ১৯৫১
 সঠিক উত্তর: (খ)

 ১০৯. বাঙালি স্বাতন্ত্র্যবাদের বিজয় ঘটে কত সালে?
Ο ক) ১৯৬৭
Ο খ) ১৯৬৮
Ο গ) ১৯৬৯
Ο ঘ) ১৯৭০
 সঠিক উত্তর: (ঘ)

 ১১০. কার সময়ে পুরো বাংলা বাঙ্গালাহ নামে পরিচিত ছিল?
Ο ক) সিকান্দার শাহ
Ο খ) ফিরোজ শাহ
Ο গ) সম্রাট আকবর
Ο ঘ) ইলিয়াস শাহ
 সঠিক উত্তর: (ঘ)

 ১১১. ১৯৭০ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়-
i. ৭ ডিসেম্বর
ii. ১৭ ডিসেম্বর
iii. ১৭ জানুয়ারি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১২. মুজিবনগর স্মৃতিসৌধে কয়টি দেয়াল আছে?
Ο ক) ২০টি
Ο খ) ২৪টি
Ο গ) ৩০টি
Ο ঘ) ৩৫টি
 সঠিক উত্তর: (খ)

 ১১৩. জাতিসংঘের মূল উদ্দেশ্য হিসেবে সমর্থনযোগ্য-
i. বিশ্বশান্তি প্রতিষ্ঠা
ii. ত্রান বিতরণ
iii. নিরাপত্তা রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১১৪. ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে গঠিত আওয়ামী লীগের যে উপদ্রেষ্টা পরিষদের অন্তর্ভুক্ত ছিল-
i. বাংলাদেশ কমিউনিস্ট পার্টি
ii. ন্যাপ-মুজাফফর
iii. বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৫. শান্তি কমিটি বিস্তার লাভ করে-
i জেনারেল টিক্কা খানের পৃষ্ঠপোষকতায়
ii. জামায়াত ইসলামীর অংশগ্রহণের ফলে
iii. মুসলিম লীগের অংশগ্রহণের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৬. ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনী-
i নির্বিচারে হত্যাযজ্ঞে চালায়
ii. স্বাধীনতাকামী সাধারণ জনগণের উপর হামলা করে
iii. নিরস্ত্র, নিরীহ মানুষকে নির্যাতন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৭. আকস্মিক আক্রমণে বাংলার অসহায় নগরবাসী কিসের সুযোগ পায়নি?
Ο ক) আর্তনাদের
Ο খ) প্রতিবাদের
Ο গ) ঘৃণার
Ο ঘ) আত্মরক্ষার
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৮. কোন রাষ্ট্রের বহু সৈন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রাণ হারায়?
Ο ক) যুক্তরাষ্ট্র
Ο খ) ভারত
Ο গ) যুক্তরাজ্য
Ο ঘ) মালদ্বীপ
 সঠিক উত্তর: (খ)

 ১১৯. ১৯ মার্চ ১৯৭১ সালে জয়দেবপুরে সংঘর্ষ বাধে কেন?
Ο ক) ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাঙালি সৈন্যদের নিরস্ত্রীকরণ শুরু করলে
Ο খ) জয়দেবপুরের মানুষ বিদ্রোহী হয়ে ওঠে এজন্য
Ο গ) জয়দেবপুর ছিল বাঙালি সেনাদের মূলঘাঁটি সেজন্য
Ο ঘ) ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাক সৈন্যদের নিরস্ত্রীকরণ শুরু হলে
 সঠিক উত্তর: (ক)

 ১২০. আইনগত কাঠামো আদেশে ৫ টি প্রাদেশিক পরিষদের জন্য কত জন সদস্যের কথা বলা হয়?
Ο ক) ৬২০
Ο খ) ৬২১
Ο গ) ৬২২
Ο ঘ) ৬২৩
 সঠিক উত্তর: (খ)

 ১২১. পাকিস্তান সামরিক শাসকের বিরুদ্ধে এদেশের জনগণ আন্দোলন গড়ে তোলার পরিণতি কী ছিল?
Ο ক) ১৯৬৯ এর গণ অভ্যুত্থান
Ο খ) ১৯৭০ এর নির্বাচন
Ο গ) ১৯৭১ এর মুক্তিযুদ্ধ
Ο ঘ) ইয়াহিয়ার পতন
 সঠিক উত্তর: (ক)

 ১২২. ১৯৭০ এ আওয়ামী লীগ মোট আসন পেয়েছিল-
Ο ক) ২৯৮ টি
Ο খ) ৩০০ টি
Ο গ) ৩১২ টি
Ο ঘ) ৩৯৮ টি
 সঠিক উত্তর: (ক)

 ১২৩. মুজিবনগর সরকার বিশ্বের বিভিন্ন দেশে কী স্থাপন করে?
Ο ক) মিশন
Ο খ) কাউন্সিল
Ο গ) সংঘ
Ο ঘ) উপ-কাউন্সিল
 সঠিক উত্তর: (ক)

 ১২৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহচর কে ছিলেন?
Ο ক) তাজউদ্দীন আহমদ
Ο খ) মওলানা ভাসানী
Ο গ) সৈয়দ নজরুল ইসলাম
Ο ঘ) এম. মনসুর আলী
 সঠিক উত্তর: (ক)

 ১২৫. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত উপদেষ্টা কমিটির আহবায়ক ছিলেন কে?
Ο ক) শেখ মুজিবুর রহমান
Ο খ) জিয়াউর রহমান
Ο গ) এইচ. এম. কামরুজ্জামান
Ο ঘ) তাজউদ্দীন আহমদ
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৬. সংবিধান অনুযায়ী বাংলাদেশের নাম কী?
Ο ক) সমাজতান্ত্রিক বাংলা
Ο খ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
Ο গ) রাজতান্ত্রিক বাংলা
Ο ঘ) ধনতন্ত্রী বাংলাদেশ
 সঠিক উত্তর: (খ)

 ১২৭. আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের পূর্বেই হানাদার পাকিস্তানি বাহিনীর নৈতিক পরাজয় ঘটে কেন?
Ο ক) বাঙালির শক্তিশালী জাতীয়তাবাদী চেতনার জন্য
Ο খ) মৌলিক মানবাধিকার লঙ্ঘনের জন্য
Ο গ) ক্ষমতা হস্তান্তর করার জন্য
Ο ঘ) নৌ-বাহিনীর সুপরিকল্পিত প্রবল আক্রমণে
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৮. উক্ত ভাষণের মধ্য দিয়ে-
i. জাতি পায় সুস্পষ্ট দিক নির্দেশনা
ii. মুক্তিযুদ্ধ শুরু হয়
iii. সারা দেশে ব্যপক আন্দোলন শুরু হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৯. পূর্ব পাকিস্তানের গভর্নর জেনারেল টিক্কা খানের পৃষ্ঠপোষকতায় কোন সংগঠনের বিস্তার ঘটে?
Ο ক) আল বদর
Ο খ) মুজাহিদ
Ο গ) আল শামস
Ο ঘ) শান্তি কমিটি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩০. মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে কাজ করেছে কারা?
Ο ক) ছাত্ররা
Ο খ) কৃষকরা
Ο গ) নারীরা
Ο ঘ) প্রবাসী বাঙালিরা
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩১. ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন পেয়েছিল?
Ο ক) ১৬৭
Ο খ) ১৯৮
Ο গ) ২৬৭
Ο ঘ) ২৯৮
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩২. ৭ মার্চের ভাষণ দেওয়া হয় কোথায়?
Ο ক) ভিক্টোরিয়া পার্কে
Ο খ) শিশুপার্কে
Ο গ) রেসকোর্স ময়দানে
Ο ঘ) রমনা পার্কে
 সঠিক উত্তর: (গ)

 ১৩৩. মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরুপ কতজন নারী ‘বীর প্রতীক’ খেতাব অর্জন করেন?
Ο ক) দুইজন
Ο খ) তিনজন
Ο গ) চারজন
Ο ঘ) পাঁচজন
 সঠিক উত্তর: (ক)

 ১৩৪. ১৯৭১ সালে সেপ্টেম্বর মাসে আওয়ামী লীগ একটি উপদেষ্টা পরিষদ গঠন করে কীভাবে?
Ο ক) সমমনা বাম রাজনৈতিক দলসমূহ নিয়ে
Ο খ) রাজাকার বাহিনী নিয়ে
Ο গ) শান্তি কমিটির সদস্যদের নিয়ে
Ο ঘ) আল শামস বাহিনীর সদস্যদের নিয়ে
 সঠিক উত্তর: (ক)

 ১৩৫. ‘আমার সোনার বাংলা’-সংগীতটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কেন?
Ο ক) গানটি মুক্তিযুদ্ধে প্রেরণা করেছিল বলে
Ο খ) গানটি বাঙালিদের কাছে অতি সহজ বলে
Ο গ) গানটি পাকিস্তানিদের পছন্দের বলে
Ο ঘ) গানটি কাজী নজরুল ইসলাম রচনা করেছিল বলে
 সঠিক উত্তর: (ক)

 ১৩৬. কত লাখের অধিক মা-বোন পাকিস্তানি বাহিনীর পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল?
Ο ক) ২.৫
Ο খ) ৩.৫
Ο গ) ৪.৫
Ο ঘ) ৫.৫
 সঠিক উত্তর: (ক)

 ১৩৭. নির্যাতিত নারীদের বঙ্গবন্ধু কী নামে সম্বোধন করেছেন?
Ο ক) মুক্তিযোদ্ধা
Ο খ) বীর প্রতীক
Ο গ) বীরাঙ্গনা
Ο ঘ) বীরশ্রেষ্ঠ
 সঠিক উত্তর: (গ)

 ১৩৮. আমাদের জাতীয় সংগীতটি প্রথম ঢাকায় জনসভায় কত তারিখে গাওয়া হয়?
Ο ক) ১ জানুয়ারি ১৯৭১
Ο খ) ২ জানুয়ারি ১৯৭১
Ο গ) ৩ জানুয়ারি ১৯৭১
Ο ঘ) ৪ জানুয়ারি ১৯৭১
 সঠিক উত্তর: (গ)

 ১৩৯. বঙ্গবন্ধু কোথা থেকে ‘মুক্তি সংগ্রাম ও স্বাধীনাতর সংগ্রাম’ ডাক দেন?
Ο ক) জাতীয় স্মৃতিসৌধ থেকে
Ο খ) অপরাজেয় বাংলা থেকে
Ο গ) শিখা চিরন্তন থেকে
Ο ঘ) মুজিবনগর স্মৃতিসৌধ স্থান থেকে
 সঠিক উত্তর: (গ)

 ১৪০. বাংলাদেশের জাতীয় সংগীতের ক্ষেত্রে প্রযোজ্য-
i. প্রথম ১০ লাইন কণ্ঠ সংগীত
ii. প্রথম ৪ লাইন যন্ত্র সংগীত
iii. প্রথম ৩ লাইন ক্রীড়া সংগীত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৪১. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পরদিন থেকে সারা দেশে ব্যাপক আন্দোলন শুরু হয়ে যায়। কথাটির যথার্থতা নিরূপণে বলা যায়-
i ধর্মঘট শুরু হয়
ii. খাজনা-ট্যাক্স আদায় বন্ধ হয়
iii. পাকবাহিনীর সদস্যদের বিভিন্ন স্থানে প্রতিরোধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪২. ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদের তারিখ নির্ধারণ করা হয় কবে?
Ο ক) ২২ অক্টোবর
Ο খ) ২৩ অক্টোবর
Ο গ) ২৪ অক্টোবর
Ο ঘ) ২৫ অক্টোবর
 সঠিক উত্তর: (ক)

 ১৪৩. মুজিবনগর স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?
Ο ক) গোপালগঞ্জে
Ο খ) মেহেরপুরে
Ο গ) ঢাকায়
Ο ঘ) মুন্সিগঞ্জে
 সঠিক উত্তর: (খ)

 ১৪৪. বঙ্গবন্ধু সারা জীবনের কর্মকাণ্ডের মূল লক্ষ্য কী ছিল?
Ο ক) বাঙালি জাতির মুক্তি
Ο খ) পাকিস্তানের প্রতি আনুগত্য
Ο গ) ভারতের প্রতি আনুগত্য
Ο ঘ) বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়া
 সঠিক উত্তর: (ক)

 ১৪৫. কত সালে বঙ্গবন্ধু কামরুল হাসানকে জাতীয় পতাকা নির্মাণের দায়িত্ব দেন?
Ο ক) ১৯৭১
Ο খ) ১৯৭২
Ο গ) ১৯৭৩
Ο ঘ) ১৯৭৪
 সঠিক উত্তর: (খ)

 ১৪৬. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র দেশ ও জাতির সামনে তুলে ধরে মুক্তিযুদ্ধের-
i. সংবাদ
ii. দেশাত্মবোধক গান
iii. বীরত্ব গাঁথা রণাঙ্গণের ঘটনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৭. ছয় দফাভিত্তিক স্বায়ত্তশাসনের দাবির বৈধতা প্রমাণিত হয়-
Ο ক) ১৯৭০ এর নির্বাচনের ফলে
Ο খ) ১৯৭১ এর ৭ মার্চের ভাষণে
Ο গ) আইনগত কাঠামোতে
Ο ঘ) ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতিতে
 সঠিক উত্তর: (ক)

 ১৪৮. পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের সময়-
i. পাকিস্তান ৯৩ হাজার সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে
ii. পাকিস্তান রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে
iii. নিয়াজী জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৯. ১৬ মার্চ ১৯৭১ সাল থেকে ঢাকায় যে আলোচনা শুরু হয়েছিল তাতে অংশ নেয়-
i. ইয়াহিয়া খান
ii. শেখ মুজিবুর রহমান
iii. জুলফিকার আলী ভুট্টো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫০. মূল স্মৃতিসৌধের কত জোড়া দেওয়াল রয়েছে?
Ο ক) পাঁচ
Ο খ) সাত
Ο গ) আট
Ο ঘ) এগারো
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post