ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১২ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. বাংলাদেশ পূর্ববঙ্গ নামে পরিচিত ছিল কোন সাল পর্যন্ত?
Ο ক) ১৯৪৮ সাল
Ο খ) ১৯৫২ সাল
Ο গ) ১৯৫৬ সাল
Ο ঘ) ১৯৭১ সাল
সঠিক উত্তর: (গ)
৫২. ১৯৭০ সালে জাতীয় পরিষদের সদস্যদের কী বলা হতো?
Ο ক) এমএনএ
Ο খ) এমপিএ
Ο গ) এমএন
Ο ঘ) এমপি
সঠিক উত্তর: (ক)
৫৩. মুজিবনগর সরকার কলকাতার কত নং থিয়েটার রোডে স্থান্তরিত করা হয়?
Ο ক) সাত
Ο খ) আট
Ο গ) নয়
Ο ঘ) দশ
সঠিক উত্তর: (খ)
৫৪. জাতীয় স্মৃতিসৌধের সবকিছু কীসের প্রতীক?
Ο ক) স্বাধীনতা সংগ্রামের
Ο খ) ভাষা আন্দোলনের
Ο গ) গণঅভ্যুত্থানের
Ο ঘ) ছয়দফা আন্দোলনের
সঠিক উত্তর: (ক)
৫৫. জুলফিকার আলী ভুট্টো কোন স্থানের নেতা ছিলেন?
Ο ক) পূর্ব-পাকিস্তানের
Ο খ) পশ্চিম পাকিস্তানের
Ο গ) অযোধ্যার
Ο ঘ) পাঞ্জাবের
সঠিক উত্তর: (খ)
৫৬. পৃথিবীর ইতিহাসে তৃতীয় বিশ্বের মধ্যে প্রথম দেশ হিসাবে স্বশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে কোন দেশ?
Ο ক) বাংলাদেশ
Ο খ) ভারত
Ο গ) পাকিস্তান
Ο ঘ) শ্রীলঙ্কা
সঠিক উত্তর: (ক)
৫৭. বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক ও স্বাধীন বাংলাদেশের স্থপতি কে?
Ο ক) তাজউদ্দীন আহমেদ
Ο খ) সৈয়দ নজরুল ইসলাম
Ο গ) জিয়াউর রহমান
Ο ঘ) শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর: (ঘ)
৫৮. পিকিং পন্থি হিসেবে অধিক পরিচিত কে?
Ο ক) মওলানা ভাসানী
Ο খ) মনি সিং
Ο গ) মনোরঞ্জন ধর
Ο ঘ) মোহাম্মদ তোয়াহা
সঠিক উত্তর: (ঘ)
৫৯. মুক্তিযুদ্ধে এক শ্রেণির মানুষ পাক শত্রুর অবস্থান, মুক্তিবাহিনীর ওষুধ সরবরাহ করেছে। তারা কারা?
Ο ক) সাধারণ মানুষ
Ο খ) প্রবাসী বাঙালি
Ο গ) কৃষক
Ο ঘ) ছাত্র
সঠিক উত্তর: (ক)
৬০. ছাত্ররা যুদ্ধের প্রশিক্ষণের জন্য সীমান্ত পাড়ি দিয়ে কোথায় গিয়েছিল?
Ο ক) মায়ানমারে
Ο খ) শ্রীলঙ্কায়
Ο গ) নেপালে
Ο ঘ) ভারতে
সঠিক উত্তর: (ঘ)
৬১. ১৯৭১ সালে সামরিক আদেশ জারি করেন কে?
Ο ক) বঙ্গবন্ধু
Ο খ) জুলফিকার আলী ভুট্টো
Ο গ) ইয়াহিয়া খান
Ο ঘ) তাজউদ্দীন আহমদ
সঠিক উত্তর: (গ)
৬২. শিব নারায়ণ দাসকে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা তৈরির দায়িত্ব দেন কোন সংগঠন?
Ο ক) ছাত্র সংগ্রাম পরিষদ
Ο খ) স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ
Ο গ) সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ
Ο ঘ) গণতন্ত্রী সংগ্রামী পরিষদ
সঠিক উত্তর: (খ)
৬৩. ইউরোপীয়রা বিশেষ করে পর্তুগিজরা বাংলাকে কী নামে অভিহিত করেন?
Ο ক) সুবাহ বাংলা
Ο খ) বাঙ্গালাহ
Ο গ) বঙ্গদেশ
Ο ঘ) বেঙ্গালা
সঠিক উত্তর: (ঘ)
৬৪. জাতীয় স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় কত সালে?
Ο ক) ১৯৭১
Ο খ) ১৯৭২
Ο গ) ১৯৭৩
Ο ঘ) ১৯৭৪
সঠিক উত্তর: (খ)
৬৫. পাকিস্তানি সেনাবাহিনীর হিন্দুবিরোধী দৃষ্টিভঙ্গি কী প্রমাণ করে?
Ο ক) পাকিস্তানিদের সাম্প্রদায়িকতা
Ο খ) তারা স্বদেশপ্রেমী
Ο গ) পাকিস্তানিদের অসাম্প্রদায়িকতা
Ο ঘ) তারা ইসলামের মূল আদর্শী
সঠিক উত্তর: (ক)
৬৬. ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর বাংলাদেশ জুড়ে চলে পাকিস্তানি বাহিনীর-
i. নির্যাতন
ii. গণহত্যা
iii. উন্নয়ন কার্যাবলি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৭. বাংলাদেশে বিদেশি দূতাবাসগুলোর সরকারি অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত লাইন পরিবেশিত হবে?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
সঠিক উত্তর: (ঘ)
৬৮. বুদ্ধিজীবীদের ক্ষেত্রে যেটি গ্রহণযোগ্য তা হলো-
i. বাঙালি জাতিকে মেধাশুণ্য করার জন্য বুদ্ধিজীবীকে হত্যা করা হয়
ii. তারা বাঙালির অধিকার আদায়ে সচেষ্ট ছিল
iii. ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৯. বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করেন কত তারিখে?
Ο ক) ২৪ মার্চ
Ο খ) ২৫ মার্চ
Ο গ) ২৬ মার্চ
Ο ঘ) ২৭ মার্চ
সঠিক উত্তর: (গ)
৭০. ইয়াহিয়া-মুজিব আলোচনায় অংশ নিতে জুলফিকার আলী ভুট্টো কত তারিখে ঢাকায় আসেন?
Ο ক) ২০ মার্চ
Ο খ) ২২ মার্চ
Ο গ) ২৪ মার্চ
Ο ঘ) ২৬ মার্চ
সঠিক উত্তর: (খ)
৭১. বঙ্গবন্ধুর ঘোষণাপত্র কীভাবে পাঠিয়ে দেন?
Ο ক) চিঠিযোগে
Ο খ) মাইকযোগে
Ο গ) মোবাইলযোগে
Ο ঘ) ওয়্যারলেসযোগে
সঠিক উত্তর: (ঘ)
৭২. অস্থায়ী সরকারের বিভিন্ন পদে বহাল ছিলেন-
i. এম.এ.জি. ওসমানী
ii. আবদুর রব
iii. এ.কে খন্দকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৩. ১৯৭১ সালে সৈয়দ নজরুল ইসলাম যে কারণে সকলের প্রতি আহ্বান করেছেন-
i মুক্তিযুদ্ধকে বেগবান করার জন্য
ii. মুক্তিযুদ্ধকে সফল করার জন্য
iii. নির্বাচনের অংশগ্রহণের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
৭৪. অপরাধ কর্মে পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করেছে-
i আল-বদর
ii. আল শামস
iii. শান্তি কমিটি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৫. পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞের মূল উদ্দেশ্য কী ছিল?
Ο ক) বাঙ্গালি বুদ্ধিজীবী হত্যা
Ο খ) ট্রেনিং দেওয়া
Ο গ) শান্তি-কমিটি গঠন
Ο ঘ) অর্ডিন্যান্স জারি করা
সঠিক উত্তর: (ক)
৭৬. যৌথ কমান্ড গঠিত হয়-
i. মুক্তিবাহিনী নিয়ে
ii. ভারতীয় সেনাবাহিনী নিয়ে
iii. হানাদার বাহিনী নিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭৭. মুক্তিযুদ্ধকালীন খাদ্য, বস্ত্র, অস্ত্র প্রশিক্ষণের অর্থের সংস্থান প্রভৃতি গুরুত্বপূর্ণ দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?
Ο ক) তাজউদ্দীন আহমদ
Ο খ) এম. কামরুজ্জামান
Ο গ) এম মনসুর আলী
Ο ঘ) সৈয়দ নজরুল ইসলাম
সঠিক উত্তর: (গ)
৭৮. পাকবাহিনীর রোষানলে পড়ে কোন বিশ্ববিদ্যালয়?
Ο ক) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
Ο খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
Ο গ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Ο ঘ) সিলেট বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর: (খ)
৭৯. পূর্ব পাকিস্তানের মানুষ মুক্তি সংগ্রামের ঝাঁপিয়ে পড়ে যে কারণে-
i বঙ্গবন্ধুর নির্দেশে
ii. বাংলাদেশকে শত্রুমুক্ত করার জন্য
iii. স্বাধীনতা অর্জনের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮০. রেহেনা আহমেদ বললেন, অপরাজেয় বাংলা নির্মাণ করার প্রয়োজন হয়-
i প্রতিটি সংগ্রামের ছাত্রদের গৌরবময় ত্যাগকে স্মরণীয় করার জন্য
ii. প্রতিটি সংগ্রামে শিক্ষকদের গৌরবময় ত্যাগকে স্মরণীয় করার জন্য
iii. প্রতিটি সংগ্রামে শিল্পীদের গৌরবময় ত্যাগকে স্মরণীয় করার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
৮১. প্রথম কত তারিখে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে পাকিস্তানি পতাকা পোড়ানো হয়?
Ο ক) ২১ মার্চ
Ο খ) ২২ মার্চ
Ο গ) ২৩ মার্চ
Ο ঘ) ২৪ মার্চ
সঠিক উত্তর: (গ)
৮২. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছে-
i. গ্রেট বিট্রেন
ii. সোভিয়েত ইউনিয়ন
iii. ভারত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৩. বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে?
Ο ক) ১৯০৫
Ο খ) ১৯০৭
Ο গ) ১৯০৯
Ο ঘ) ১৯১১
সঠিক উত্তর: (ঘ)
৮৪. কে পূর্ব পাকিস্তান রাজাকার অর্ডিন্যান্স জারি করেন?
Ο ক) ইয়াহিয়া খান
Ο খ) মোনায়েম খান
Ο গ) আইয়ুব খান
Ο ঘ) লে.জে. টিক্কা খান
সঠিক উত্তর: (ঘ)
৮৫. আলবদর বাহিনী পাকবাহিনীকে সহায়তা করে-
i স্মৃতিসৌধ ভাঙার মাধ্যমে
ii. বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে
iii. স্থপতিদের হত্যার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)
৮৬. মুক্তিযুদ্ধকে এগিয়ে নিতে সহায়তা করে-
i. চরমপত্র অনুষ্ঠান
ii. দুর্বার অনুষ্ঠান
iii. জল্লাদের দরবার অনুষ্ঠান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৮৭. পরবর্তীতে মুজিবনগর সরকারের সদর দপ্তর কোথায় স্থানান্তরিত করা হয়?
Ο ক) কলকাতা
Ο খ) পাঞ্জাবে
Ο গ) দিল্লিতে
Ο ঘ) অযোধ্যায়
সঠিক উত্তর: (ক)
৮৮. বাংলাদেশের পূর্বনাম ছিল- i. বাঙ্গালাহ ii. সুবাহ বাংলা iii. পূর্ববঙ্গ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৯. অপারেশন সার্চ লাইটের অন্তর্ভুক্ত ছিল-
i. কচুক্ষেত
ii. তেজগাঁও
iii. মোহাম্মদপুর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯০. সিপন তার মামার সাথে সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরতে গেলে তার মামা বলেন, এটি একটি ঐতিহাসিক স্থান। সেখানে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন। সিপন কোন ভাষণ সম্পর্কে জানতে পেল?
Ο ক) ৭ মার্চের ভাষণ
Ο খ) ৯ মার্চের ভাষণ
Ο গ) ১৩ মার্চের ভাষণ
Ο ঘ) ১৫ মার্চের ভাষণ
সঠিক উত্তর: (ক)
৯১. ‘স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ’ গঠিত হয়েছিল-
i. নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করায়
ii. জাতীয় পরিষদ আহুত অধিবেশন স্থগিত করায়
iii. বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ভর্তি ফি বৃদ্ধি করায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৯২. মুজিবনগর সরকারের কতটি মন্ত্রণালয় বা বিভাগ ছিল?
Ο ক) ১০
Ο খ) ১২
Ο গ) ১৪
Ο ঘ) ১৬
সঠিক উত্তর: (খ)
৯৩. কার সাথে সততার পরিচয় দেওয়া গ্রাহকের পরম দায়িত্ব?
Ο ক) ব্যাংকারের
Ο খ) ব্যাংক মালিকের
Ο গ) ব্যাংকের
Ο ঘ) ব্যাংক ব্যবস্থাপকের
সঠিক উত্তর: (গ)
৯৪. ‘অপরাজেয় বাংলা’ নির্মাণের যথার্থ কারণ হলো-
Ο ক) ছাত্রদের ত্যাগকে স্মরণীয় করতে
Ο খ) বুদ্ধিজীবীদের ত্যাগকে স্মরণীয় করতে
Ο গ) কৃষকদের ত্যাগকে স্মরণীয় করতে
Ο ঘ) স্বাধীনতাকে স্মরণীয় করতে
সঠিক উত্তর: (ক)
৯৫. ভারত কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
Ο ক) ৪ ডিসেম্বর
Ο খ) ৫ ডিসেম্বর
Ο গ) ৬ ডিসেম্বর
Ο ঘ) ৭ ডিসেম্বর
সঠিক উত্তর: (গ)
৯৬. উর্মি লিজাকে বলছিলেন যে, বাংলার এক মহান নেতা যার জন্ম না হলে হয়তো বাংলাদেশে সৃষ্টি হতো না। উর্মি কার নাম বললেন?
Ο ক) তাজউদ্দীন আহমদ
Ο খ) সৈয়দ নজরুল ইসলাম
Ο গ) শেখ মুজিবুর রহমান
Ο ঘ) এম মনসুর আলী
সঠিক উত্তর: (গ)
৯৭. মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন কে?
Ο ক) তাজউদ্দীন আহমদ
Ο খ) শেখ মুজিবুর রহমান
Ο গ) সৈয়দ নজরুল ইসলাম
Ο ঘ) মওলানা ভাসানী
সঠিক উত্তর: (ক)
৯৮. ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে বেলুচিস্তানের মোট আসন সংখ্যা ছিল কতটি?
Ο ক) তিন
Ο খ) চার
Ο গ) পাঁচ
Ο ঘ) ছয়
সঠিক উত্তর: (গ)
৯৯. এদেশের জনগণকে আরও বেশি ঐক্যবদ্ধ করেছে পাকিস্তানি ও তাদের এদেশীয় দোসরদের-
i. অত্যাচার
ii. নির্যাতন
iii. হত্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০০. সাধারণ জনতা ঢাকার রাজপথে কী দেওয়ার চেষ্টা করে?
Ο ক) ভাষণ
Ο খ) ব্যারিকেড
Ο গ) মিছিল
Ο ঘ) প্রতিবাদ সভা
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. বাংলাদেশ পূর্ববঙ্গ নামে পরিচিত ছিল কোন সাল পর্যন্ত?
Ο ক) ১৯৪৮ সাল
Ο খ) ১৯৫২ সাল
Ο গ) ১৯৫৬ সাল
Ο ঘ) ১৯৭১ সাল
সঠিক উত্তর: (গ)
৫২. ১৯৭০ সালে জাতীয় পরিষদের সদস্যদের কী বলা হতো?
Ο ক) এমএনএ
Ο খ) এমপিএ
Ο গ) এমএন
Ο ঘ) এমপি
সঠিক উত্তর: (ক)
৫৩. মুজিবনগর সরকার কলকাতার কত নং থিয়েটার রোডে স্থান্তরিত করা হয়?
Ο ক) সাত
Ο খ) আট
Ο গ) নয়
Ο ঘ) দশ
সঠিক উত্তর: (খ)
৫৪. জাতীয় স্মৃতিসৌধের সবকিছু কীসের প্রতীক?
Ο ক) স্বাধীনতা সংগ্রামের
Ο খ) ভাষা আন্দোলনের
Ο গ) গণঅভ্যুত্থানের
Ο ঘ) ছয়দফা আন্দোলনের
সঠিক উত্তর: (ক)
৫৫. জুলফিকার আলী ভুট্টো কোন স্থানের নেতা ছিলেন?
Ο ক) পূর্ব-পাকিস্তানের
Ο খ) পশ্চিম পাকিস্তানের
Ο গ) অযোধ্যার
Ο ঘ) পাঞ্জাবের
সঠিক উত্তর: (খ)
৫৬. পৃথিবীর ইতিহাসে তৃতীয় বিশ্বের মধ্যে প্রথম দেশ হিসাবে স্বশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে কোন দেশ?
Ο ক) বাংলাদেশ
Ο খ) ভারত
Ο গ) পাকিস্তান
Ο ঘ) শ্রীলঙ্কা
সঠিক উত্তর: (ক)
৫৭. বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক ও স্বাধীন বাংলাদেশের স্থপতি কে?
Ο ক) তাজউদ্দীন আহমেদ
Ο খ) সৈয়দ নজরুল ইসলাম
Ο গ) জিয়াউর রহমান
Ο ঘ) শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর: (ঘ)
৫৮. পিকিং পন্থি হিসেবে অধিক পরিচিত কে?
Ο ক) মওলানা ভাসানী
Ο খ) মনি সিং
Ο গ) মনোরঞ্জন ধর
Ο ঘ) মোহাম্মদ তোয়াহা
সঠিক উত্তর: (ঘ)
৫৯. মুক্তিযুদ্ধে এক শ্রেণির মানুষ পাক শত্রুর অবস্থান, মুক্তিবাহিনীর ওষুধ সরবরাহ করেছে। তারা কারা?
Ο ক) সাধারণ মানুষ
Ο খ) প্রবাসী বাঙালি
Ο গ) কৃষক
Ο ঘ) ছাত্র
সঠিক উত্তর: (ক)
৬০. ছাত্ররা যুদ্ধের প্রশিক্ষণের জন্য সীমান্ত পাড়ি দিয়ে কোথায় গিয়েছিল?
Ο ক) মায়ানমারে
Ο খ) শ্রীলঙ্কায়
Ο গ) নেপালে
Ο ঘ) ভারতে
সঠিক উত্তর: (ঘ)
৬১. ১৯৭১ সালে সামরিক আদেশ জারি করেন কে?
Ο ক) বঙ্গবন্ধু
Ο খ) জুলফিকার আলী ভুট্টো
Ο গ) ইয়াহিয়া খান
Ο ঘ) তাজউদ্দীন আহমদ
সঠিক উত্তর: (গ)
৬২. শিব নারায়ণ দাসকে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা তৈরির দায়িত্ব দেন কোন সংগঠন?
Ο ক) ছাত্র সংগ্রাম পরিষদ
Ο খ) স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ
Ο গ) সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ
Ο ঘ) গণতন্ত্রী সংগ্রামী পরিষদ
সঠিক উত্তর: (খ)
৬৩. ইউরোপীয়রা বিশেষ করে পর্তুগিজরা বাংলাকে কী নামে অভিহিত করেন?
Ο ক) সুবাহ বাংলা
Ο খ) বাঙ্গালাহ
Ο গ) বঙ্গদেশ
Ο ঘ) বেঙ্গালা
সঠিক উত্তর: (ঘ)
৬৪. জাতীয় স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় কত সালে?
Ο ক) ১৯৭১
Ο খ) ১৯৭২
Ο গ) ১৯৭৩
Ο ঘ) ১৯৭৪
সঠিক উত্তর: (খ)
৬৫. পাকিস্তানি সেনাবাহিনীর হিন্দুবিরোধী দৃষ্টিভঙ্গি কী প্রমাণ করে?
Ο ক) পাকিস্তানিদের সাম্প্রদায়িকতা
Ο খ) তারা স্বদেশপ্রেমী
Ο গ) পাকিস্তানিদের অসাম্প্রদায়িকতা
Ο ঘ) তারা ইসলামের মূল আদর্শী
সঠিক উত্তর: (ক)
৬৬. ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর বাংলাদেশ জুড়ে চলে পাকিস্তানি বাহিনীর-
i. নির্যাতন
ii. গণহত্যা
iii. উন্নয়ন কার্যাবলি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৭. বাংলাদেশে বিদেশি দূতাবাসগুলোর সরকারি অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত লাইন পরিবেশিত হবে?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
সঠিক উত্তর: (ঘ)
৬৮. বুদ্ধিজীবীদের ক্ষেত্রে যেটি গ্রহণযোগ্য তা হলো-
i. বাঙালি জাতিকে মেধাশুণ্য করার জন্য বুদ্ধিজীবীকে হত্যা করা হয়
ii. তারা বাঙালির অধিকার আদায়ে সচেষ্ট ছিল
iii. ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৯. বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করেন কত তারিখে?
Ο ক) ২৪ মার্চ
Ο খ) ২৫ মার্চ
Ο গ) ২৬ মার্চ
Ο ঘ) ২৭ মার্চ
সঠিক উত্তর: (গ)
৭০. ইয়াহিয়া-মুজিব আলোচনায় অংশ নিতে জুলফিকার আলী ভুট্টো কত তারিখে ঢাকায় আসেন?
Ο ক) ২০ মার্চ
Ο খ) ২২ মার্চ
Ο গ) ২৪ মার্চ
Ο ঘ) ২৬ মার্চ
সঠিক উত্তর: (খ)
৭১. বঙ্গবন্ধুর ঘোষণাপত্র কীভাবে পাঠিয়ে দেন?
Ο ক) চিঠিযোগে
Ο খ) মাইকযোগে
Ο গ) মোবাইলযোগে
Ο ঘ) ওয়্যারলেসযোগে
সঠিক উত্তর: (ঘ)
৭২. অস্থায়ী সরকারের বিভিন্ন পদে বহাল ছিলেন-
i. এম.এ.জি. ওসমানী
ii. আবদুর রব
iii. এ.কে খন্দকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৩. ১৯৭১ সালে সৈয়দ নজরুল ইসলাম যে কারণে সকলের প্রতি আহ্বান করেছেন-
i মুক্তিযুদ্ধকে বেগবান করার জন্য
ii. মুক্তিযুদ্ধকে সফল করার জন্য
iii. নির্বাচনের অংশগ্রহণের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
৭৪. অপরাধ কর্মে পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করেছে-
i আল-বদর
ii. আল শামস
iii. শান্তি কমিটি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৫. পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞের মূল উদ্দেশ্য কী ছিল?
Ο ক) বাঙ্গালি বুদ্ধিজীবী হত্যা
Ο খ) ট্রেনিং দেওয়া
Ο গ) শান্তি-কমিটি গঠন
Ο ঘ) অর্ডিন্যান্স জারি করা
সঠিক উত্তর: (ক)
৭৬. যৌথ কমান্ড গঠিত হয়-
i. মুক্তিবাহিনী নিয়ে
ii. ভারতীয় সেনাবাহিনী নিয়ে
iii. হানাদার বাহিনী নিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭৭. মুক্তিযুদ্ধকালীন খাদ্য, বস্ত্র, অস্ত্র প্রশিক্ষণের অর্থের সংস্থান প্রভৃতি গুরুত্বপূর্ণ দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?
Ο ক) তাজউদ্দীন আহমদ
Ο খ) এম. কামরুজ্জামান
Ο গ) এম মনসুর আলী
Ο ঘ) সৈয়দ নজরুল ইসলাম
সঠিক উত্তর: (গ)
৭৮. পাকবাহিনীর রোষানলে পড়ে কোন বিশ্ববিদ্যালয়?
Ο ক) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
Ο খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
Ο গ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Ο ঘ) সিলেট বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর: (খ)
৭৯. পূর্ব পাকিস্তানের মানুষ মুক্তি সংগ্রামের ঝাঁপিয়ে পড়ে যে কারণে-
i বঙ্গবন্ধুর নির্দেশে
ii. বাংলাদেশকে শত্রুমুক্ত করার জন্য
iii. স্বাধীনতা অর্জনের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮০. রেহেনা আহমেদ বললেন, অপরাজেয় বাংলা নির্মাণ করার প্রয়োজন হয়-
i প্রতিটি সংগ্রামের ছাত্রদের গৌরবময় ত্যাগকে স্মরণীয় করার জন্য
ii. প্রতিটি সংগ্রামে শিক্ষকদের গৌরবময় ত্যাগকে স্মরণীয় করার জন্য
iii. প্রতিটি সংগ্রামে শিল্পীদের গৌরবময় ত্যাগকে স্মরণীয় করার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
৮১. প্রথম কত তারিখে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে পাকিস্তানি পতাকা পোড়ানো হয়?
Ο ক) ২১ মার্চ
Ο খ) ২২ মার্চ
Ο গ) ২৩ মার্চ
Ο ঘ) ২৪ মার্চ
সঠিক উত্তর: (গ)
৮২. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছে-
i. গ্রেট বিট্রেন
ii. সোভিয়েত ইউনিয়ন
iii. ভারত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৩. বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে?
Ο ক) ১৯০৫
Ο খ) ১৯০৭
Ο গ) ১৯০৯
Ο ঘ) ১৯১১
সঠিক উত্তর: (ঘ)
৮৪. কে পূর্ব পাকিস্তান রাজাকার অর্ডিন্যান্স জারি করেন?
Ο ক) ইয়াহিয়া খান
Ο খ) মোনায়েম খান
Ο গ) আইয়ুব খান
Ο ঘ) লে.জে. টিক্কা খান
সঠিক উত্তর: (ঘ)
৮৫. আলবদর বাহিনী পাকবাহিনীকে সহায়তা করে-
i স্মৃতিসৌধ ভাঙার মাধ্যমে
ii. বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে
iii. স্থপতিদের হত্যার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)
৮৬. মুক্তিযুদ্ধকে এগিয়ে নিতে সহায়তা করে-
i. চরমপত্র অনুষ্ঠান
ii. দুর্বার অনুষ্ঠান
iii. জল্লাদের দরবার অনুষ্ঠান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৮৭. পরবর্তীতে মুজিবনগর সরকারের সদর দপ্তর কোথায় স্থানান্তরিত করা হয়?
Ο ক) কলকাতা
Ο খ) পাঞ্জাবে
Ο গ) দিল্লিতে
Ο ঘ) অযোধ্যায়
সঠিক উত্তর: (ক)
৮৮. বাংলাদেশের পূর্বনাম ছিল- i. বাঙ্গালাহ ii. সুবাহ বাংলা iii. পূর্ববঙ্গ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৯. অপারেশন সার্চ লাইটের অন্তর্ভুক্ত ছিল-
i. কচুক্ষেত
ii. তেজগাঁও
iii. মোহাম্মদপুর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯০. সিপন তার মামার সাথে সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরতে গেলে তার মামা বলেন, এটি একটি ঐতিহাসিক স্থান। সেখানে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন। সিপন কোন ভাষণ সম্পর্কে জানতে পেল?
Ο ক) ৭ মার্চের ভাষণ
Ο খ) ৯ মার্চের ভাষণ
Ο গ) ১৩ মার্চের ভাষণ
Ο ঘ) ১৫ মার্চের ভাষণ
সঠিক উত্তর: (ক)
৯১. ‘স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ’ গঠিত হয়েছিল-
i. নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করায়
ii. জাতীয় পরিষদ আহুত অধিবেশন স্থগিত করায়
iii. বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ভর্তি ফি বৃদ্ধি করায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৯২. মুজিবনগর সরকারের কতটি মন্ত্রণালয় বা বিভাগ ছিল?
Ο ক) ১০
Ο খ) ১২
Ο গ) ১৪
Ο ঘ) ১৬
সঠিক উত্তর: (খ)
৯৩. কার সাথে সততার পরিচয় দেওয়া গ্রাহকের পরম দায়িত্ব?
Ο ক) ব্যাংকারের
Ο খ) ব্যাংক মালিকের
Ο গ) ব্যাংকের
Ο ঘ) ব্যাংক ব্যবস্থাপকের
সঠিক উত্তর: (গ)
৯৪. ‘অপরাজেয় বাংলা’ নির্মাণের যথার্থ কারণ হলো-
Ο ক) ছাত্রদের ত্যাগকে স্মরণীয় করতে
Ο খ) বুদ্ধিজীবীদের ত্যাগকে স্মরণীয় করতে
Ο গ) কৃষকদের ত্যাগকে স্মরণীয় করতে
Ο ঘ) স্বাধীনতাকে স্মরণীয় করতে
সঠিক উত্তর: (ক)
৯৫. ভারত কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
Ο ক) ৪ ডিসেম্বর
Ο খ) ৫ ডিসেম্বর
Ο গ) ৬ ডিসেম্বর
Ο ঘ) ৭ ডিসেম্বর
সঠিক উত্তর: (গ)
৯৬. উর্মি লিজাকে বলছিলেন যে, বাংলার এক মহান নেতা যার জন্ম না হলে হয়তো বাংলাদেশে সৃষ্টি হতো না। উর্মি কার নাম বললেন?
Ο ক) তাজউদ্দীন আহমদ
Ο খ) সৈয়দ নজরুল ইসলাম
Ο গ) শেখ মুজিবুর রহমান
Ο ঘ) এম মনসুর আলী
সঠিক উত্তর: (গ)
৯৭. মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন কে?
Ο ক) তাজউদ্দীন আহমদ
Ο খ) শেখ মুজিবুর রহমান
Ο গ) সৈয়দ নজরুল ইসলাম
Ο ঘ) মওলানা ভাসানী
সঠিক উত্তর: (ক)
৯৮. ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে বেলুচিস্তানের মোট আসন সংখ্যা ছিল কতটি?
Ο ক) তিন
Ο খ) চার
Ο গ) পাঁচ
Ο ঘ) ছয়
সঠিক উত্তর: (গ)
৯৯. এদেশের জনগণকে আরও বেশি ঐক্যবদ্ধ করেছে পাকিস্তানি ও তাদের এদেশীয় দোসরদের-
i. অত্যাচার
ii. নির্যাতন
iii. হত্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০০. সাধারণ জনতা ঢাকার রাজপথে কী দেওয়ার চেষ্টা করে?
Ο ক) ভাষণ
Ο খ) ব্যারিকেড
Ο গ) মিছিল
Ο ঘ) প্রতিবাদ সভা
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History