ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১২ (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. পাকিস্তান সেনাবাহিনী হামলা চালায় মূলত পূর্ব পাকিস্তানের-
i. নিরস্ত্র মানুষের ওপর
ii. নিরীহ মানুষের ওপর
iii. স্বাধীনতাকামী সাধারণ মানুষের ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫২. হিন্দুদের প্রতি পাকিস্তানি সেনাবাহিনীর সবচেয়ে বেশি নির্যাতনের কারণ কী?
Ο ক) তারা বেনামাজি ও বেইমান
Ο খ) ভারত তাদের সাহায্য করে এই অন্ধ বিশ্বাস
Ο গ) তারা পূর্ব পাকিস্তানকে স্বাধীন করতে চায়
Ο ঘ) তারা মুসলমানদের বড় শত্রু
সঠিক উত্তর: (খ)
২৫৩. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
Ο ক) এম মনসুর আলী
Ο খ) খন্দকার মোশতাক আহমদ
Ο গ) সৈয়দ নজরুল ইসলাম
Ο ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর: (ঘ)
২৫৪. ৪৮ ও ৫২-এর ভাষা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেন কে?
Ο ক) তাজউদ্দীন আহমেদ
Ο খ) মওলানা ভাসানী
Ο গ) এ.এইচ.এম. কামরুজ্জামান
Ο ঘ) শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর: (ঘ)
২৫৫. পাকিস্তান ভারত বিমান হামলা চালায় কত সালে?
Ο ক) ৩ ডিসেম্বর ১৯৭১
Ο খ) ৪ ডিসেম্বর ১৯৭১
Ο গ) ৫ ডিসেম্বর ১৯৭১
Ο ঘ) ৬ ডিসেম্বর ১৯৭১
সঠিক উত্তর: (ক)
২৫৬. সমীরের দাদা সমীরকে বলল যে, বাংলাদেশ সৃষ্টির পূর্বে একটি নির্বাচন হয়েছিল সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। সমীর কোন নির্বাচন সম্পর্কে জানতে পেল?
Ο ক) ১৯৬৭-এর নির্বাচন
Ο খ) ১৯৬৮-এর নির্বাচন
Ο গ) ১৯৬৯-এর নির্বাচন
Ο ঘ) ১৯৭০-এর নির্বাচন
সঠিক উত্তর: (ঘ)
২৫৭. মুক্তিযোদ্ধাদের মধ্যে সংখ্যায় বেশি ছিল কারা?
Ο ক) শ্রমিক
Ο খ) রাজনীতিবিদ
Ο গ) ছাত্র
Ο ঘ) নারী
সঠিক উত্তর: (গ)
২৫৮. বাংলাদেশের জাতীয় পতাকা আমাদের-
i. অহংকারের প্রতীক
ii. গৌরবের প্রতীক
iii. আমাদের স্বাধীনতার প্রতীক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫৯. প্রাদেশিক পরিষদে মহিলা সদস্য সংখ্যা কত?
Ο ক) ২১ জন
Ο খ) ২২ জন
Ο গ) ২৩ জন
Ο ঘ) ২৪ জন
সঠিক উত্তর: (ক)
২৬০. পাকবাহিনীর অন্ধবিশ্বাস থেকে গণহত্যা আর নারী নির্যাতনের ভিতর দিয়ে ফুটে ওঠে হিন্দুদের প্রতি তাদের-
i. বিদ্বেষ
ii. আক্রোশ
iii. ভয়ংকর ঘৃণা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬১. জাতীয় স্মৃতিসৌধের মূল স্মৃতিসৌধে সাত জোড়া দেওয়াল রয়েছে। কথাটির যথার্থতা নিরুপণে বলা যায়-
i. এগুলো বাঙালির গৌরবময় সংগ্রামের প্রতীক
ii. সাতটি গুরুত্বপূর্ণ সালের মুক্তি সংগ্রামের প্রতীক
iii. সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
২৬২. “রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ''-উক্তিটি কার?
Ο ক) ইয়াহিয়া খান
Ο খ) শেখ মুজিবুর রহমান
Ο গ) আইয়ুব খান
Ο ঘ) এ. কে. ফজলুল হক
সঠিক উত্তর: (খ)
২৬৩. মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল কেমন?
Ο ক) আশঙ্কাজনক
Ο খ) হতাশাজনক
Ο গ) প্রশ্নবিদ্ধ
Ο ঘ) গৌরবোজ্জ্বল
সঠিক উত্তর: (ঘ)
২৬৪. ইলিয়াস নবম শ্রেণির ছাত্র সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ভাইয়ের কাছে আসলে তার ভাই বলেন, পাকিস্তান বাহিনী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে হানা দেয়। ইলিয়াস কোন ঘটনা সম্পর্কে জানতে পারলেন?
Ο ক) ২৩ মার্চ
Ο খ) ২৪ মার্চ
Ο গ) ২৫ মার্চ
Ο ঘ) ২৬ মার্চ
সঠিক উত্তর: (গ)
২৬৫. লোপা জানে, ‘ক’ হলো বাঙালির অহংকার, গৌরব আর মর্যাদার প্রতীক। উদ্দীপকটির সাথে সাদৃশ্য রয়েছে-
i অপরাজেয় বাংলা
ii. স্মৃতিসৌধ
iii. মুজিবনগর স্মৃতিসৌধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)
২৬৬. বিবিসি ও লণ্ডন থেকে প্রকাশিত পত্র-পত্রিকা প্রচার করে-
i. পাকিস্তানে বাহিনীর নির্যাতনে
ii. শরণার্থীদের করণ অবস্থা
iii. বাঙালির সংগ্রাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬৭. লে. জেনারেল আমীর আব্দুল্লাহ স্বাধীনতা অর্জনকারী দেশ হিসেবে বাংলাদেশ তৃতীয় বিশ্বের মধ্যে কত তম দেশ?
Ο ক) প্রথম
Ο খ) দ্বিতীয়
Ο গ) তৃতীয়
Ο ঘ) চতুর্থ
সঠিক উত্তর: (ক)
২৬৮. ১৯৭০ সালের নির্বাচনে জামাত-ই-ইসলামী পাকিস্তানের প্রার্থী ছিল কত?
Ο ক) ৬৬ জন
Ο খ) ৬৭ জন
Ο গ) ৬৮ জন
Ο ঘ) ৬৯ জন
সঠিক উত্তর: (ঘ)
২৬৯. বাংলাদেশ কত সাল থেকে পাকিস্তানের দ্বারা নিপীড়নের শিকার হয়েছে?
Ο ক) ১৯৪৫
Ο খ) ১৯৪৭
Ο গ) ১৯৪৯
Ο ঘ) ১৯৫২
সঠিক উত্তর: (খ)
২৭০. সোহরাওয়ার্দী উদ্যান ইতিহাসের গুরুত্বপূর্ণ। কারণ-
i এখানে ৭ মার্চ বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন
ii. পাকবাহিনী এখানে আত্মসমর্পণ করে
iii.এখানে বুদ্ধিজীবী হত্যা করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৭১. ইলিয়াস শাহের উপাধি হিসেবে কোটি সমর্থনযোগ্য-
i. শাহ-ই-বাঙ্গালা
ii. শাহ-ই-বাঙ্গালিয়ান
iii. সুলতান-ই-বাঙ্গালা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭২. স্বতঃস্ফূর্তভাবে মুক্তির সংগ্রামে শামিল হয়- i. ছাত্র ii. কৃষক iii. নারী নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭৩. বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষনাটি কে ২৬ মার্চে দুটি বেতার কেন্দ্র থেকে দু’বার প্রচার করেন?
Ο ক) আাতউল গণি ওসমানি
Ο খ) মওলানা ভাসানী
Ο গ) এম. এ. হান্নান
Ο ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
সঠিক উত্তর: (গ)
২৭৪. ১৩৪২ সালে কে সর্বপ্রথম বাংলার তিনটি কেন্দ্র একত্র করে স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করেন?
Ο ক) সফর উদ্দীন মুবারক শাহ
Ο খ) ইলিয়াস শাহ
Ο গ) ফিরোজ শাহ
Ο ঘ) আকর
সঠিক উত্তর: (খ)
২৭৫. ইলিয়াস শাহের স্বাধীন বাংলা কত বছর স্থায়ী ছিল?
Ο ক) ১০০
Ο খ) ২০০
Ο গ) ৩০০
Ο ঘ) ৪০০
সঠিক উত্তর: (খ)
২৭৬. পাকিস্তান সেনাবাহিনীর অভিযান শুরুর কথা ছিল কখন?
Ο ক) জিরো আওয়ারে
Ο খ) ওয়ান আওয়ারে
Ο গ) টু আওয়ারে
Ο ঘ) থ্রি আওয়ারে
সঠিক উত্তর: (ক)
২৭৭. ‘অপারেশন সার্চলাইট’ বলতে বোঝায়-
Ο ক) বর্বরতম গণহত্যাকাণ্ড ও নির্যাতনকে
Ο খ) বাঙালির ওপর নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীলনক্সা
Ο গ) অপারেশন পুলিশ ক্যাম্পকে
Ο ঘ) পিলখানা বিডিআর ক্যাম্পকে
সঠিক উত্তর: (খ)
২৭৮. শিবনারায়ণ দাস পতাকা তৈরির কাজ কীভাবে করেন?
Ο ক) অত্যন্ত গোপনভাবে
Ο খ) ঘোষণা দিয়ে
Ο গ) প্রকাশ্যে
Ο ঘ) ত্যাগের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
২৭৯. অপরাজেয় বাংলার উচ্চতা কত?
Ο ক) ৩ ফুট
Ο খ) ৪ ফুট
Ο গ) ৫ ফুট
Ο ঘ) ৬ ফুট
সঠিক উত্তর: (ঘ)
২৮০. আইয়ুব খানের পর কে ক্ষমতায় আসে?
Ο ক) টিক্কা খান
Ο খ) জুলফিকার আলী ভুট্টো
Ο গ) শেখ মুজিব
Ο ঘ) ইয়াহিয়া খান
সঠিক উত্তর: (ঘ)
২৮১. সম্রাট আকবরের সময়ে বাংলা কী নাম পরিচিত হয়?
Ο ক) সুবা বাংলা
Ο খ) শাহ-ই-বাঙালা
Ο গ) বাঙালাহ
Ο ঘ) স্বাধীন বাংলা
সঠিক উত্তর: (ক)
২৮২. জাতীয় স্মৃতিসৌধ ঢাকা শহর থেকে কত কিঃমিঃ দূরে অবস্থিত?
Ο ক) ৩০
Ο খ) ৩৫
Ο গ) ৪০
Ο ঘ) ৪৫
সঠিক উত্তর: (খ)
২৮৩. সৈয়দ নজরুল ইসলাম ছিলেন-
i. মুজিবনগর সরকারের উপ-রাষ্ট্রপতির
ii. বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
iii. আওয়ামী লীগের শীর্ষ নেতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮৪. বঙ্গবন্ধু ৭ মার্চে কৌশলগতভাবে পরোক্ষভাবে স্বাধীনতা ঘোষণা করে কেন?
Ο ক) পাক বাহিনী ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে এজন্য
Ο খ) তিনি মূলত স্বাধীন বিরোধী ছিলেন এজন্য
Ο গ) স্বাধীনতা অর্জনের জন্য জনশক্তির অভাবের জন্য
Ο ঘ) স্বাধীনতার মূল্য এদেশের মানুষ বুঝতে ব্যর্থ হবে বলে
সঠিক উত্তর: (ক)
২৮৫. বাঙালি কর্মকর্তাদের নিয়ে মুজিবনগর সরকার কোন কাজ পরিচালনা করেন?
Ο ক) সামাজিক কাজ
Ο খ) রাজনৈতিক কাজ
Ο গ) অর্থনৈতিক কাজ
Ο ঘ) প্রশাসনিক কাজ
সঠিক উত্তর: (ঘ)
২৮৬. মুজিবনগর সরকার কত তারিখে শপথগ্রহণ করে?
Ο ক) ১০ এপ্রিল
Ο খ) ১৩ এপ্রিল
Ο গ) ১৫ এপ্রিল
Ο ঘ) ১৭ এপ্রিল
সঠিক উত্তর: (ঘ)
২৮৭. মুজিবনগর সরকারের নিয়োগ দেওয়া বিশেষ দূত হিসেবে কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
Ο খ) বিচারপতি লতিফুর রহমান
Ο গ) বিচারপতি হাবিবুর রহমান
Ο ঘ) বিচারপতি সাহাবুদ্দীন
সঠিক উত্তর: (ক)
২৮৮. আইনগত কাঠামো আদেশের ২০ নং ধারায় সংবিধানের মূল কয়টি নীতি বেঁধে দেয়া হয়?
Ο ক) ছয়টি
Ο খ) সাতটি
Ο গ) আটটি
Ο ঘ) নয়টি
সঠিক উত্তর: (ক)
২৮৯. অপরাজেয় বাংলা নির্মাণ করা হয়। কারণ-
i ভাষা আন্দোলনে ছাত্রদের ত্যাগ স্মরণীয় করতে
ii. পতাকা তৈরিতে ছাত্রদের অবদানের জন্য
iii. মুক্তিযুদ্ধে ছাত্রদের ত্যাগ স্মরণীয় করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯০. মুজিবনগর সরকার মিশন স্থাপন করেন-
i. কলকাতায়
ii. ওয়াশিংটনে
iii. স্টকহোম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯১. স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ে কোন নির্বাচন গুরুত্বপূর্ণ?
Ο ক) ১৯৭০
Ο খ) ১৯৭১
Ο গ) ১৯৭২
Ο ঘ) ১৯৭৩
সঠিক উত্তর: (ক)
২৯২. ইয়াহিয়া খানের আইনগত কাঠামো আদেশকে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দলগুলো সমালোচনা করে কেন?
Ο ক) আদেশে দুর্বল পার্লামেন্টের রূপরেখা থাকায়
Ο খ) নেজামে ইসলাম এককভাবে নির্বাচনের ঘোষণা দেওয়ায়
Ο গ) গণতান্ত্রিক ইসলামী দল এককভাবে নির্বাচনের ঘোষণা দেওয়ায়
Ο ঘ) মুসলিম লীগ এককভাবে নির্বাচনের ঘোষণা দেওয়ায়
সঠিক উত্তর: (ক)
২৯৩. মহাভারত ও গ্রিক ঐতিহাসিক টলেমির লেখায় কিসের উল্লেখ পাওয়া যায়?
Ο ক) স্বাধীনতার
Ο খ) বাংলা নামের
Ο গ) দুর্ভিক্ষের
Ο ঘ) মুক্তিযুদ্ধের
সঠিক উত্তর: (খ)
২৯৪. বাংলাদেশের প্রথম মানচিত্র কে ডিজাইন করেছেন?
Ο ক) শংকর দাস
Ο খ) শিবনারায়ণ দাস
Ο গ) সুকান্ত দাস
Ο ঘ) সীমান্ত দাস
সঠিক উত্তর: (খ)
২৯৫. পরিকপ্লিতভাবে এদেশকে মেধাশূন্য করার জন্য পাকবাহিনী হত্যা করে-
i. বরেণ্য সাহিত্যিক
ii. শিক্ষক
iii. সাংবাদিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯৬. আমাদের জাতীয় সংগীতের রচয়িতা কে?
Ο ক) কাজী নজরুল ইসলাম
Ο খ) জীবনানন্দ দাস
Ο গ) রবীন্দ্রনাথ ঠাকুর
Ο ঘ) মাইকেল মধুসূদন দত্ত
সঠিক উত্তর: (গ)
২৯৭. স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ঘোষণা করা হয় কোন কর্মসূচিতে?
Ο ক) ৫ দফা
Ο খ) ৬ দফা
Ο গ) ৮ দফা
Ο ঘ) ১১ দফা
সঠিক উত্তর: (ক)
২৯৮. ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে কোথায় নিয়ে যাওয়া হয়?
Ο ক) ঢাকায়
Ο খ) ভারতে
Ο গ) পাকিস্তানে
Ο ঘ) আমেরিকায়
সঠিক উত্তর: (গ)
২৯৯. শামীম সাহেব তার সন্তানদের পাকিস্তান বাহিনীর বাংলাদেশ হামলার সময়কাল বলছিলেন। তিনি কোন সময়কাল উল্লেখ করলেন?
Ο ক) ২০ মার্চ থেকে ১০ ডিসেম্বর
Ο খ) ২২ মার্চ থেকে ১২ ডিসেম্বর
Ο গ) ২৪ মার্চ থেকে ১৪ ডিসেম্বর
Ο ঘ) ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর
সঠিক উত্তর: (ঘ)
৩০০. ৩৫ দফাভিত্তিক দাবিনাম জারি করেন কে?
Ο ক) মওলানা ভাসানী
Ο খ) এ.কে ফজলুল হক
Ο গ) শেখ মুজিবুর রহমান
Ο ঘ) জুলফিকার আলী ভুট্টো
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. পাকিস্তান সেনাবাহিনী হামলা চালায় মূলত পূর্ব পাকিস্তানের-
i. নিরস্ত্র মানুষের ওপর
ii. নিরীহ মানুষের ওপর
iii. স্বাধীনতাকামী সাধারণ মানুষের ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫২. হিন্দুদের প্রতি পাকিস্তানি সেনাবাহিনীর সবচেয়ে বেশি নির্যাতনের কারণ কী?
Ο ক) তারা বেনামাজি ও বেইমান
Ο খ) ভারত তাদের সাহায্য করে এই অন্ধ বিশ্বাস
Ο গ) তারা পূর্ব পাকিস্তানকে স্বাধীন করতে চায়
Ο ঘ) তারা মুসলমানদের বড় শত্রু
সঠিক উত্তর: (খ)
২৫৩. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
Ο ক) এম মনসুর আলী
Ο খ) খন্দকার মোশতাক আহমদ
Ο গ) সৈয়দ নজরুল ইসলাম
Ο ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর: (ঘ)
২৫৪. ৪৮ ও ৫২-এর ভাষা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেন কে?
Ο ক) তাজউদ্দীন আহমেদ
Ο খ) মওলানা ভাসানী
Ο গ) এ.এইচ.এম. কামরুজ্জামান
Ο ঘ) শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর: (ঘ)
২৫৫. পাকিস্তান ভারত বিমান হামলা চালায় কত সালে?
Ο ক) ৩ ডিসেম্বর ১৯৭১
Ο খ) ৪ ডিসেম্বর ১৯৭১
Ο গ) ৫ ডিসেম্বর ১৯৭১
Ο ঘ) ৬ ডিসেম্বর ১৯৭১
সঠিক উত্তর: (ক)
২৫৬. সমীরের দাদা সমীরকে বলল যে, বাংলাদেশ সৃষ্টির পূর্বে একটি নির্বাচন হয়েছিল সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। সমীর কোন নির্বাচন সম্পর্কে জানতে পেল?
Ο ক) ১৯৬৭-এর নির্বাচন
Ο খ) ১৯৬৮-এর নির্বাচন
Ο গ) ১৯৬৯-এর নির্বাচন
Ο ঘ) ১৯৭০-এর নির্বাচন
সঠিক উত্তর: (ঘ)
২৫৭. মুক্তিযোদ্ধাদের মধ্যে সংখ্যায় বেশি ছিল কারা?
Ο ক) শ্রমিক
Ο খ) রাজনীতিবিদ
Ο গ) ছাত্র
Ο ঘ) নারী
সঠিক উত্তর: (গ)
২৫৮. বাংলাদেশের জাতীয় পতাকা আমাদের-
i. অহংকারের প্রতীক
ii. গৌরবের প্রতীক
iii. আমাদের স্বাধীনতার প্রতীক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫৯. প্রাদেশিক পরিষদে মহিলা সদস্য সংখ্যা কত?
Ο ক) ২১ জন
Ο খ) ২২ জন
Ο গ) ২৩ জন
Ο ঘ) ২৪ জন
সঠিক উত্তর: (ক)
২৬০. পাকবাহিনীর অন্ধবিশ্বাস থেকে গণহত্যা আর নারী নির্যাতনের ভিতর দিয়ে ফুটে ওঠে হিন্দুদের প্রতি তাদের-
i. বিদ্বেষ
ii. আক্রোশ
iii. ভয়ংকর ঘৃণা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬১. জাতীয় স্মৃতিসৌধের মূল স্মৃতিসৌধে সাত জোড়া দেওয়াল রয়েছে। কথাটির যথার্থতা নিরুপণে বলা যায়-
i. এগুলো বাঙালির গৌরবময় সংগ্রামের প্রতীক
ii. সাতটি গুরুত্বপূর্ণ সালের মুক্তি সংগ্রামের প্রতীক
iii. সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
২৬২. “রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ''-উক্তিটি কার?
Ο ক) ইয়াহিয়া খান
Ο খ) শেখ মুজিবুর রহমান
Ο গ) আইয়ুব খান
Ο ঘ) এ. কে. ফজলুল হক
সঠিক উত্তর: (খ)
২৬৩. মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল কেমন?
Ο ক) আশঙ্কাজনক
Ο খ) হতাশাজনক
Ο গ) প্রশ্নবিদ্ধ
Ο ঘ) গৌরবোজ্জ্বল
সঠিক উত্তর: (ঘ)
২৬৪. ইলিয়াস নবম শ্রেণির ছাত্র সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ভাইয়ের কাছে আসলে তার ভাই বলেন, পাকিস্তান বাহিনী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে হানা দেয়। ইলিয়াস কোন ঘটনা সম্পর্কে জানতে পারলেন?
Ο ক) ২৩ মার্চ
Ο খ) ২৪ মার্চ
Ο গ) ২৫ মার্চ
Ο ঘ) ২৬ মার্চ
সঠিক উত্তর: (গ)
২৬৫. লোপা জানে, ‘ক’ হলো বাঙালির অহংকার, গৌরব আর মর্যাদার প্রতীক। উদ্দীপকটির সাথে সাদৃশ্য রয়েছে-
i অপরাজেয় বাংলা
ii. স্মৃতিসৌধ
iii. মুজিবনগর স্মৃতিসৌধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)
২৬৬. বিবিসি ও লণ্ডন থেকে প্রকাশিত পত্র-পত্রিকা প্রচার করে-
i. পাকিস্তানে বাহিনীর নির্যাতনে
ii. শরণার্থীদের করণ অবস্থা
iii. বাঙালির সংগ্রাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬৭. লে. জেনারেল আমীর আব্দুল্লাহ স্বাধীনতা অর্জনকারী দেশ হিসেবে বাংলাদেশ তৃতীয় বিশ্বের মধ্যে কত তম দেশ?
Ο ক) প্রথম
Ο খ) দ্বিতীয়
Ο গ) তৃতীয়
Ο ঘ) চতুর্থ
সঠিক উত্তর: (ক)
২৬৮. ১৯৭০ সালের নির্বাচনে জামাত-ই-ইসলামী পাকিস্তানের প্রার্থী ছিল কত?
Ο ক) ৬৬ জন
Ο খ) ৬৭ জন
Ο গ) ৬৮ জন
Ο ঘ) ৬৯ জন
সঠিক উত্তর: (ঘ)
২৬৯. বাংলাদেশ কত সাল থেকে পাকিস্তানের দ্বারা নিপীড়নের শিকার হয়েছে?
Ο ক) ১৯৪৫
Ο খ) ১৯৪৭
Ο গ) ১৯৪৯
Ο ঘ) ১৯৫২
সঠিক উত্তর: (খ)
২৭০. সোহরাওয়ার্দী উদ্যান ইতিহাসের গুরুত্বপূর্ণ। কারণ-
i এখানে ৭ মার্চ বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন
ii. পাকবাহিনী এখানে আত্মসমর্পণ করে
iii.এখানে বুদ্ধিজীবী হত্যা করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৭১. ইলিয়াস শাহের উপাধি হিসেবে কোটি সমর্থনযোগ্য-
i. শাহ-ই-বাঙ্গালা
ii. শাহ-ই-বাঙ্গালিয়ান
iii. সুলতান-ই-বাঙ্গালা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭২. স্বতঃস্ফূর্তভাবে মুক্তির সংগ্রামে শামিল হয়- i. ছাত্র ii. কৃষক iii. নারী নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭৩. বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষনাটি কে ২৬ মার্চে দুটি বেতার কেন্দ্র থেকে দু’বার প্রচার করেন?
Ο ক) আাতউল গণি ওসমানি
Ο খ) মওলানা ভাসানী
Ο গ) এম. এ. হান্নান
Ο ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
সঠিক উত্তর: (গ)
২৭৪. ১৩৪২ সালে কে সর্বপ্রথম বাংলার তিনটি কেন্দ্র একত্র করে স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করেন?
Ο ক) সফর উদ্দীন মুবারক শাহ
Ο খ) ইলিয়াস শাহ
Ο গ) ফিরোজ শাহ
Ο ঘ) আকর
সঠিক উত্তর: (খ)
২৭৫. ইলিয়াস শাহের স্বাধীন বাংলা কত বছর স্থায়ী ছিল?
Ο ক) ১০০
Ο খ) ২০০
Ο গ) ৩০০
Ο ঘ) ৪০০
সঠিক উত্তর: (খ)
২৭৬. পাকিস্তান সেনাবাহিনীর অভিযান শুরুর কথা ছিল কখন?
Ο ক) জিরো আওয়ারে
Ο খ) ওয়ান আওয়ারে
Ο গ) টু আওয়ারে
Ο ঘ) থ্রি আওয়ারে
সঠিক উত্তর: (ক)
২৭৭. ‘অপারেশন সার্চলাইট’ বলতে বোঝায়-
Ο ক) বর্বরতম গণহত্যাকাণ্ড ও নির্যাতনকে
Ο খ) বাঙালির ওপর নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীলনক্সা
Ο গ) অপারেশন পুলিশ ক্যাম্পকে
Ο ঘ) পিলখানা বিডিআর ক্যাম্পকে
সঠিক উত্তর: (খ)
২৭৮. শিবনারায়ণ দাস পতাকা তৈরির কাজ কীভাবে করেন?
Ο ক) অত্যন্ত গোপনভাবে
Ο খ) ঘোষণা দিয়ে
Ο গ) প্রকাশ্যে
Ο ঘ) ত্যাগের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
২৭৯. অপরাজেয় বাংলার উচ্চতা কত?
Ο ক) ৩ ফুট
Ο খ) ৪ ফুট
Ο গ) ৫ ফুট
Ο ঘ) ৬ ফুট
সঠিক উত্তর: (ঘ)
২৮০. আইয়ুব খানের পর কে ক্ষমতায় আসে?
Ο ক) টিক্কা খান
Ο খ) জুলফিকার আলী ভুট্টো
Ο গ) শেখ মুজিব
Ο ঘ) ইয়াহিয়া খান
সঠিক উত্তর: (ঘ)
২৮১. সম্রাট আকবরের সময়ে বাংলা কী নাম পরিচিত হয়?
Ο ক) সুবা বাংলা
Ο খ) শাহ-ই-বাঙালা
Ο গ) বাঙালাহ
Ο ঘ) স্বাধীন বাংলা
সঠিক উত্তর: (ক)
২৮২. জাতীয় স্মৃতিসৌধ ঢাকা শহর থেকে কত কিঃমিঃ দূরে অবস্থিত?
Ο ক) ৩০
Ο খ) ৩৫
Ο গ) ৪০
Ο ঘ) ৪৫
সঠিক উত্তর: (খ)
২৮৩. সৈয়দ নজরুল ইসলাম ছিলেন-
i. মুজিবনগর সরকারের উপ-রাষ্ট্রপতির
ii. বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
iii. আওয়ামী লীগের শীর্ষ নেতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮৪. বঙ্গবন্ধু ৭ মার্চে কৌশলগতভাবে পরোক্ষভাবে স্বাধীনতা ঘোষণা করে কেন?
Ο ক) পাক বাহিনী ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে এজন্য
Ο খ) তিনি মূলত স্বাধীন বিরোধী ছিলেন এজন্য
Ο গ) স্বাধীনতা অর্জনের জন্য জনশক্তির অভাবের জন্য
Ο ঘ) স্বাধীনতার মূল্য এদেশের মানুষ বুঝতে ব্যর্থ হবে বলে
সঠিক উত্তর: (ক)
২৮৫. বাঙালি কর্মকর্তাদের নিয়ে মুজিবনগর সরকার কোন কাজ পরিচালনা করেন?
Ο ক) সামাজিক কাজ
Ο খ) রাজনৈতিক কাজ
Ο গ) অর্থনৈতিক কাজ
Ο ঘ) প্রশাসনিক কাজ
সঠিক উত্তর: (ঘ)
২৮৬. মুজিবনগর সরকার কত তারিখে শপথগ্রহণ করে?
Ο ক) ১০ এপ্রিল
Ο খ) ১৩ এপ্রিল
Ο গ) ১৫ এপ্রিল
Ο ঘ) ১৭ এপ্রিল
সঠিক উত্তর: (ঘ)
২৮৭. মুজিবনগর সরকারের নিয়োগ দেওয়া বিশেষ দূত হিসেবে কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
Ο খ) বিচারপতি লতিফুর রহমান
Ο গ) বিচারপতি হাবিবুর রহমান
Ο ঘ) বিচারপতি সাহাবুদ্দীন
সঠিক উত্তর: (ক)
২৮৮. আইনগত কাঠামো আদেশের ২০ নং ধারায় সংবিধানের মূল কয়টি নীতি বেঁধে দেয়া হয়?
Ο ক) ছয়টি
Ο খ) সাতটি
Ο গ) আটটি
Ο ঘ) নয়টি
সঠিক উত্তর: (ক)
২৮৯. অপরাজেয় বাংলা নির্মাণ করা হয়। কারণ-
i ভাষা আন্দোলনে ছাত্রদের ত্যাগ স্মরণীয় করতে
ii. পতাকা তৈরিতে ছাত্রদের অবদানের জন্য
iii. মুক্তিযুদ্ধে ছাত্রদের ত্যাগ স্মরণীয় করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯০. মুজিবনগর সরকার মিশন স্থাপন করেন-
i. কলকাতায়
ii. ওয়াশিংটনে
iii. স্টকহোম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯১. স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ে কোন নির্বাচন গুরুত্বপূর্ণ?
Ο ক) ১৯৭০
Ο খ) ১৯৭১
Ο গ) ১৯৭২
Ο ঘ) ১৯৭৩
সঠিক উত্তর: (ক)
২৯২. ইয়াহিয়া খানের আইনগত কাঠামো আদেশকে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দলগুলো সমালোচনা করে কেন?
Ο ক) আদেশে দুর্বল পার্লামেন্টের রূপরেখা থাকায়
Ο খ) নেজামে ইসলাম এককভাবে নির্বাচনের ঘোষণা দেওয়ায়
Ο গ) গণতান্ত্রিক ইসলামী দল এককভাবে নির্বাচনের ঘোষণা দেওয়ায়
Ο ঘ) মুসলিম লীগ এককভাবে নির্বাচনের ঘোষণা দেওয়ায়
সঠিক উত্তর: (ক)
২৯৩. মহাভারত ও গ্রিক ঐতিহাসিক টলেমির লেখায় কিসের উল্লেখ পাওয়া যায়?
Ο ক) স্বাধীনতার
Ο খ) বাংলা নামের
Ο গ) দুর্ভিক্ষের
Ο ঘ) মুক্তিযুদ্ধের
সঠিক উত্তর: (খ)
২৯৪. বাংলাদেশের প্রথম মানচিত্র কে ডিজাইন করেছেন?
Ο ক) শংকর দাস
Ο খ) শিবনারায়ণ দাস
Ο গ) সুকান্ত দাস
Ο ঘ) সীমান্ত দাস
সঠিক উত্তর: (খ)
২৯৫. পরিকপ্লিতভাবে এদেশকে মেধাশূন্য করার জন্য পাকবাহিনী হত্যা করে-
i. বরেণ্য সাহিত্যিক
ii. শিক্ষক
iii. সাংবাদিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯৬. আমাদের জাতীয় সংগীতের রচয়িতা কে?
Ο ক) কাজী নজরুল ইসলাম
Ο খ) জীবনানন্দ দাস
Ο গ) রবীন্দ্রনাথ ঠাকুর
Ο ঘ) মাইকেল মধুসূদন দত্ত
সঠিক উত্তর: (গ)
২৯৭. স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ঘোষণা করা হয় কোন কর্মসূচিতে?
Ο ক) ৫ দফা
Ο খ) ৬ দফা
Ο গ) ৮ দফা
Ο ঘ) ১১ দফা
সঠিক উত্তর: (ক)
২৯৮. ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে কোথায় নিয়ে যাওয়া হয়?
Ο ক) ঢাকায়
Ο খ) ভারতে
Ο গ) পাকিস্তানে
Ο ঘ) আমেরিকায়
সঠিক উত্তর: (গ)
২৯৯. শামীম সাহেব তার সন্তানদের পাকিস্তান বাহিনীর বাংলাদেশ হামলার সময়কাল বলছিলেন। তিনি কোন সময়কাল উল্লেখ করলেন?
Ο ক) ২০ মার্চ থেকে ১০ ডিসেম্বর
Ο খ) ২২ মার্চ থেকে ১২ ডিসেম্বর
Ο গ) ২৪ মার্চ থেকে ১৪ ডিসেম্বর
Ο ঘ) ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর
সঠিক উত্তর: (ঘ)
৩০০. ৩৫ দফাভিত্তিক দাবিনাম জারি করেন কে?
Ο ক) মওলানা ভাসানী
Ο খ) এ.কে ফজলুল হক
Ο গ) শেখ মুজিবুর রহমান
Ο ঘ) জুলফিকার আলী ভুট্টো
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History