এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১১ (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১১ (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১০১. নিমি ও সিমি উভয়ই দশম শ্রেণির ছাত্রী। তাদের পড়ার জন্য তার বাবা উভয়ের জন্য যথাক্রমে ৫০০০ ও ১৫০০ টাকা বরাদ্দ করলেন। এর মধ্যে দিয়ে কোন বৈষম্য ফুটে ওঠে?
Ο ক) অর্থনৈতিক বৈষম্য
Ο খ) সামরিক বৈষম্য
Ο গ) শিক্ষাক্ষেত্রে বৈষম্য
Ο ঘ) প্রশাসনিক বৈষম্য
 সঠিক উত্তর: (গ)

 ১০২. ১৯৬৮ সালের ৫ আগষ্ট বঙ্গবন্ধুর পক্ষে বিষেশ ট্রাইব্র্যুনালের বৈধতা চ্যালেঞ্জ করেন কে?
Ο ক) স্যার টমাস
Ο খ) মুকসুমুল হাকিম
Ο গ) এস এ রহমান
Ο ঘ) এম আর খান
 সঠিক উত্তর: (ক)

 ১০৩. আইয়ুব খান কাকে অপসারণ করে নিজেকে প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করেন?
Ο ক) মোনায়েম খানকে
Ο খ) ইয়াহিয়াকে
Ο গ) ইস্কান্দার মির্জাকে
Ο ঘ) নাজিম উদদীনকে
 সঠিক উত্তর: (গ)

 ১০৪. কার ষড়যন্ত্রে কয়েকবার পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা পতন হয়?
Ο ক) আইয়ুব খানের
Ο খ) ইয়াহিয়ার
Ο গ) খন্দকার মোশতাকের
Ο ঘ) ইস্কান্দার মির্জার
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৫. আরিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ডাকসুর সংগ্রশালা থেকে ১৯৬৯ সালের ৫ জানুয়ারি গঠিত সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ নামে একটি সংগঠনের নাম জানতে পারে। এর ফলে আরিফ কোন আন্দোলন সম্পর্কে জানতে পারলো?
Ο ক) ৬ দফা আন্দোলন
Ο খ) ১১ দফা আন্দোলন
Ο গ) ভাষা আন্দোলন
Ο ঘ) স্বাধীনতা আন্দোলন
 সঠিক উত্তর: (খ)

 ১০৬. বাঙালি সংস্কৃতিতে আঘাত হানার জন্য কার লেখা সঙ্গীত ও রচনাবলি পাকিস্তানিরা নিষিদ্ধ করার চেষ্টা করে?
Ο ক) কাজী নজরুল ইসলাম
Ο খ) জীবনান্দ দাস
Ο গ) রবীন্দ্রনাথ ঠাকুর
Ο ঘ) মোতাহের হোসেন
 সঠিক উত্তর: (গ)

 ১০৭. জমির সাহেব দেশের কৃতী সন্তান ছিলেন বিধায় তাকে ‘Z’ নামক স্থানে সংবর্ধনা দেওয়া হয়। এর সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
Ο ক) কার্জন হল
Ο খ) রেসকোর্স ময়দানে
Ο গ) সোহরাওয়ার্দী উদ্যান
Ο ঘ) রমনা বটমূল
 সঠিক উত্তর: (খ)

 ১০৮. ১৯৬৫ সালে আইয়ুব খান ও তার দল কনভেনশন মুসলিম লীগ জয়লাভ করেন-
i. প্রেসিডেন্ট নির্বাচনে
ii. জাতীয় পরিষদ নির্বাচনে
iii. প্রাদেশিক পরিষদ নির্বাচনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৯. পশ্চিম পাকিস্তানিরা কাদের নিরক্ষর রাখার চেষ্টা করে?
Ο ক) পাকিস্তানিদের
Ο খ) বাঙালিদের
Ο গ) সাঁওতালদের
Ο ঘ) উপজাতিদের
 সঠিক উত্তর: (খ)

 ১১০. ছয় দফা কেন এত বেশি জনপ্রিয় হয়েছিল?
Ο ক) এতে বাঙালির সব চাওয়া-পাওয়া ছিল
Ο খ) এতে পাকিস্তানিদের হটানোর কৌশল ছিল
Ο গ) এতে জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছিল
Ο ঘ) এতে জনমতের প্রভাব ছিল
 সঠিক উত্তর: (গ)

 ১১১. ১৯৬৪ সালের দিকে এনডিএফ নিস্ক্রিয় হওয়ার কারণ হলো-
Ο ক) আইয়ুব খানের দমননীতি
Ο খ) সোহরাওয়ার্দীর মৃত্যু
Ο গ) N.D.F থেকে আওয়ামী লীগের বেরিয়ে আসা
Ο ঘ) আইয়ুব খানের সাথে আওয়ামী লীগের আঁতাত
 সঠিক উত্তর: (খ)

 ১১২. কাশ্মীরকে নিয়ে দ্বিতীয়বারের মতো ভারত-পাকিস্তানের যুদ্ধ বাধে কখন?
Ο ক) ১৯৬৫ সালে
Ο খ) ১৯৬৬ সালে
Ο গ) ১৯৬৭ সালে
Ο ঘ) ১৯৬৮ সালে
 সঠিক উত্তর: (ক)

 ১১৩. বিচারকাজ চলার সমময় আইয়ুববিরোধী আন্দোলন আরও জোরদার হয়। এর যথার্থ কারণ কী?
i আগরতলা মামলা প্রত্যাহার করার দাবি
ii. বঙ্গবন্ধু শেখ মুজিবের মুক্তি দান
iii. সার্জেন্ট জহরুল হকের হত্যার বিচার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১১৪. কাশ্মীর নেতা শেখ আব্দুল্লাহকে কোন সালে গ্রেফতার করা হয়?
Ο ক) ১৯৬৫
Ο খ) ১৯৬৬
Ο গ) ১৯৬৭
Ο ঘ) ১৯৬৮
 সঠিক উত্তর: (ক)

 ১১৫. ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করেন-
i. দেশের সংবিধান বাতিল করে
ii. কেন্দ্র ও প্রাদেশিক আইন পরিষদ ভেঙে দিয়ে
iii. মন্ত্রিসভা বরখাস্ত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৬. ১৯৬৯ সালে পুলিশের গুলিতে নিহত হয়-
i. আসাদুজ্জামান
ii. কিশোর মতিউর
iii. ড. শামসুজ্জোহা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১১৭. শরীফ কমিশনের সুপারিশ করার কারণ কোনটি?
Ο ক) জনসমর্থন না থাকা
Ο খ) ছাত্র আন্দোলন
Ο গ) অনুমোদন না পাওয়া
Ο ঘ) শিক্ষদের বিরোধিতা
 সঠিক উত্তর: (খ)

 ১১৮. বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯৬৬ সালে ছয় দফা কর্মসূচির পেশ করেন। এ কমসূচির পূর্ব পাকিস্তানের জনগণের নিকট সমর্থন লাভ করে-
Ο ক) ম্যাগনাকার্টা বা মুক্তি সনদরূপে
Ο খ) কৌশলী ও মুক্তি সনদরূপে
Ο গ) স্বাধীন ও গণতান্ত্রিক সনদরূপে
Ο ঘ) পরিশীলিত ও পরিমার্জিত সনদরূপে
 সঠিক উত্তর: (ক)

 ১১৯. আগরতলা মামলার বিচারকার্য পরিচালনার জন্য কী গঠন করা হয়?
Ο ক) বিশেষ আইন
Ο খ) বিশেষ ফৌজ
Ο গ) বিশেষ আইনজ্ঞ
Ο ঘ) বিশেষ ট্রাইব্যুনাল
 সঠিক উত্তর: (ঘ)

 ১২০. আইয়ুব খান ছয়দফা ঘোষণা করেন-
i. রাষ্ট্রদোহী বলে
ii. পাকিস্তানের প্রতি হুমকি বলে
iii. মুক্তির সনদ বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১২১. ইস্কান্দার মির্জা কাকে প্রধান সামরিক আইন প্রশাসক নিয়োগ করেন?
Ο ক) আইয়ুব খানকে
Ο খ) ওমরাও খানকে
Ο গ) শাহেদ খানকে
Ο ঘ) আতহার আলীকে
 সঠিক উত্তর: (ক)

 ১২২. আইয়ুব খান মৌলিক গণতন্ত্রের ভোটে ১৯৬০ সালে কত বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৩. ১৯৬৮ সালের কত তারিখে মওলানা ভাসানী তথা বিরোধীগুলোর ডাকে গোটা পূর্ব পাকিস্তানের হরতাল পালিত হয়?
Ο ক) ৬ ডিসেম্বর
Ο খ) ৭ ডিসেম্বর
Ο গ) ৮ ডিসেম্বর
Ο ঘ) ৯ ডিসেম্বর
 সঠিক উত্তর: (গ)

 ১২৪. মৌলিক গণতন্ত্রের নির্বাচনী ইউনিট ছিল কতটি?
Ο ক) ৭৫০০০
Ο খ) ৮০,০০০
Ο গ) ৮৫,০০০
Ο ঘ) ৯০,০০০
 সঠিক উত্তর: (খ)

 ১২৫. শিল্পক্ষেত্রে পূর্ব পাকিস্তানকে কেন পশ্চিম পাকিস্তানের উপর নির্ভরশীল থাকতে হতো?
Ο ক) শিল্প প্রতিষ্ঠানের মালিক পূর্ব-পাকিস্তানিরা ছিল বলে
Ο খ) শিল্প প্রতিষ্ঠানের মালিক পশ্চিম পাকিস্তানিরা ছিল বলে
Ο গ) শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার কোনো পরিবেশ পূর্ব পাকিস্তানের ছিল না বলে
Ο ঘ) পূর্ব পাকিস্তানে শিল্প কাঁচামালের অভাব ছিল বলে
 সঠিক উত্তর: (খ)

 ১২৬. ১৯৬২ সালের কত তারিখে আইয়ুব খান নতুন সংবিধান ঘোষণা দেন?
Ο ক) ১ মার্চ
Ο খ) ২ মার্চ
Ο গ) ৩ মার্চ
Ο ঘ) ৪ মার্চ
 সঠিক উত্তর: (ক)

 ১২৭. পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য ও নিপীড়নমূলক নীতির প্রতিবাদে যে আন্দোলনের সূত্রপাত ঘটে তা হলে-
i. স্বাধিকার
ii. স্বাধীনতা
iii. ছয় দফা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১২৮. ১৯৫৬ সালে ডেপুটি স্পিকার কে ছিলেন?
Ο ক) আলী মির্জা
Ο খ) শওকত আলী
Ο গ) শাহেদ আলী
Ο ঘ) আব্দুল হামিদ
 সঠিক উত্তর: (গ)

 ১২৯. ১৯৬৬ সালে পাকিস্তানের সেনাসদস্যের কত শতাংশ ছিল বাঙালি?
Ο ক) ৪%
Ο খ) ৫%
Ο গ) ৬%
Ο ঘ) ৭%
 সঠিক উত্তর: (ক)

 ১৩০. ‘আমাদের বাঁচার দাবি’ পুস্তিকাটি কার নামে প্রকাশিত হয়?
Ο ক) আইয়ুব খান
Ο খ) মওলানা ভাসানীর
Ο গ) বঙ্গবন্ধুর
Ο ঘ) লিয়াকত আলী খানের
 সঠিক উত্তর: (গ)

 ১৩১. ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি কে ছিলেন?
Ο ক) এস এ রহমান
Ο খ) এম আর খান
Ο গ) মুকসুমুল হাকিম
Ο ঘ) উইলিয়াম
 সঠিক উত্তর: (ক) 

১৩২. ছয় দফার ক্ষেত্রে দ্রুত ব্যাপক জনমত গড়ে ওঠে কেন?
Ο ক) বাঙালির বাঁচার দাবি ছিল
Ο খ) বাঙালির অধিকার রক্ষার দাবি ছিল
Ο গ) বঙ্গবন্ধুকে নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল
Ο ঘ) পূর্ব বাংলাকে স্বাধীন ঘোষণা হয়েছিল
 সঠিক উত্তর: (ক)

 ১৩৩. ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান জন্ম নিলে কোন রাজ্যকে কেন্দ্র করে তাদের মাঝে বৈরিতার সূত্রপাত হয়?
Ο ক) গুজরাট
Ο খ) মালব
Ο গ) কাশ্মীর
Ο ঘ) পাঞ্জাব
 সঠিক উত্তর: (গ)

 ১৩৪. ১৯৬৮ সালের ৬ ডিসেম্বর জুলুম প্রতিরোধ দিবস পালনের জন্য জনসভার আয়োজন করেন-
i. ন্যাশনাল আওয়ামী পার্টি
ii.পূর্ব পাকিস্তান শ্রমিক ফেডারেশন
iii. পূর্ব পাকিস্তান কৃষক সমিতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৫. পূর্ব পাকিস্তানের মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত্যা করা হয় কবে?
Ο ক) ১৯৬৯ সালের ১০ ফেব্রুয়ারি
Ο খ) ১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি
Ο গ) ১৯৬৯ সালের ২০ ফেব্রয়ারি
Ο ঘ) ১৯৬৯ সালের ২৫ ফেব্রুয়ারি
 সঠিক উত্তর: (খ)

 ১৩৬. আগরতলা মামলার শুনানি পুনরায় শুরু হয়-
i. ২৭ জুলাই ১৯৬৮
ii. ২৯ জুলাই ১৯৬৮
iii. ৩১ জুলাই ১৯৬৮
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৩৭. পাকিস্তানের সামরিক বাহিনীর শীর্ষ পদ দখল করে রেখেছিল কারা?
Ο ক) বাঙালিরা
Ο খ) গুজরাটিরা
Ο গ) পাঞ্জাবিরা
Ο ঘ) মারাঠিরা
 সঠিক উত্তর: (গ)

 ১৩৮. ১৯৬৮ সালের কত তারিখে জুলুম প্রতিরোধ দিবস পালনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল পল্টন ময়দানে একটি জনসভার আয়োজন করে?
Ο ক) প্রেসিডেন্ট
Ο খ) গর্ভনর
Ο গ) গনভবন
Ο ঘ) এলার্ট
 সঠিক উত্তর: (খ)

 ১৩৯. আইয়ুব খান কত তারিখে ঘোষনা দেন যে, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি আর প্রার্থী হবেন না?
Ο ক) ২০ ফেব্রুয়ারি ১৯৬৯
Ο খ) ২১ ফেব্রুয়ারি ১৯৬৯
Ο গ) ২২ ফেব্রুয়ারি ১৯৬৯
Ο ঘ) ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
 সঠিক উত্তর: (খ)

 ১৪০. পশ্চিম পাকিস্তানে সমৃদ্ধি ঘটে কীভাবে?
Ο ক) সমাজ, রাজনীতি বৈষম্য ও নিপীড়নমূলক নীতির জন্য
Ο খ) পূর্ব-পাকিস্তানকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি করে
Ο গ) পূর্ব পাকিস্তানকে রাজনৈতিক ও সামরিক অধিকার প্রদান করে
Ο ঘ) পশ্চিম পাকিস্তানে নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে
 সঠিক উত্তর: (ক)

 ১৪১. গণতন্ত্রকে উপেক্ষা করে পশ্চিম পাকিস্তানিরা দেশ শাসন করতে থাকে-
i. স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে
ii. একনায়কতান্ত্রিক পদ্ধতিতে
iii. সামরিকতন্ত্রের পদ্ধতিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪২. ইস্কান্দার মির্জা দেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করেন কেন?
Ο ক) সামরিক শাসন জারি করার ফলে
Ο খ) গণতন্ত্র প্রতিষ্ঠার ফলে
Ο গ) রাজনৈতিক দলের বিশৃঙ্খলার ফলে
Ο ঘ) দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্যে
 সঠিক উত্তর: (ক)

 ১৪৩. মওলানা ভাসানী কত তারিখে ঘোষনা দেন যে, ‘প্রয়োজন হলে ফরাসি বিপ্লবের মতো জেল ভেঙে মুজিবকে মুক্ত করে আনব?
Ο ক) ১৫ ফেব্রুয়ারি
Ο খ) ১৬ ফেব্রুয়ারি
Ο গ) ১৭ ফেব্রুয়ারি
Ο ঘ) ১৮ ফেব্রুয়ারি
 সঠিক উত্তর: (খ)

 ১৪৪. মৌলিক গণতন্ত্রের আদেশ জারি করা হয় কত সালে?
Ο ক) ১৯৫৯
Ο খ) ১৯৬০
Ο গ) ১৯৬১
Ο ঘ) ১৯৬২
 সঠিক উত্তর: (ক)

 ১৪৫. জমির সাহেব একটি ইংরেজি ছবিতে দেখেন ‘D’ ও ‘B’ নামক দেশের যুদ্ধের অবসান ঘটে ‘ক’ নামক চুক্তির মাধ্যমে। ‘ক’ কোনটিকে নির্দেশ করছে?
Ο ক) লণ্ডন চুক্তি
Ο খ) তাসখন্দ চুক্তি
Ο গ) কাশ্মীর চুক্তি
Ο ঘ) প্যারিস চুক্তি
 সঠিক উত্তর: (খ)

 ১৪৬. শরীফ কমিশন শিক্ষাসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে কখন?
Ο ক) ১৯৬২ সালের আগষ্ট মাসে
Ο খ) ১৯৬২ সালের সেপ্টেম্বর মাসে
Ο গ) ১৯৬২ সালের অক্টোবর মাসে
Ο ঘ) ১৯৬২ সালের নভেম্বর মাসে
 সঠিক উত্তর: (ক)

 ১৪৭. সুনিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভ্রমণে গিয়ে জানতে পেলেন যে এখানে একজন প্রক্টর ১৯৬৯ সালের সেনাবাহিনীর বেয়োনেট চার্জে মৃত্যু হয়। সুনিল কার নাম জানতে পেলেন?
Ο ক) সার্জেন্ট জহরুল হক
Ο খ) আসাদুজ্জামান
Ο গ) সার্জেন্ট শামসুল হক
Ο ঘ) ড. শামসুজ্জোহা
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৮. আগরতলা মামলার মুক্তি উপলক্ষে ২৩ ফেব্রুয়ারি কোথায় সংবর্ধনা আয়োজন করা হয়?
Ο ক) রেসকোর্স ময়দানে
Ο খ) রমনা পার্কে
Ο গ) ভিক্টোরিয়া পার্কে
Ο ঘ) ভূবনমহন পার্কে
 সঠিক উত্তর: (ক)

 ১৪৯. জনাব ‘D’ এর স্বৈরশাসন থেকে মুক্তির জন্য ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষ একত্রিত হয়ে ‘Y’ নামক আন্দোলন করে। ‘Y’ এর সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
Ο ক) উনসত্তরের গণ-অভ্যুত্থান
Ο খ) ৭১ এর আন্দোলন
Ο গ) এগারো দফা আন্দোলন
Ο ঘ) ছয় দফা আন্দোলন
 সঠিক উত্তর: (ক)

 ১৫০. পুলিশ নির্যাতনের প্রতিবাদে ছাত্ররা পূর্ব পাকিস্তানে হরতাল পালন করে কত তারিখে?
Ο ক) ১৮ জানুয়ারি ১৯৬৯
Ο খ) ১৯ জানুয়ারি ১৯৬৯
Ο গ) ২০ জানুয়ারি ১৯৬৯
Ο ঘ) ২১ জানুয়ারি ১৯৬৯
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post