এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১১ (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১১ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কী অভিযোগ এনে আগরতলা ষড়যন্ত্র মামলা করে?
Ο ক) রাষ্ট্রদ্রোহিতা
Ο খ) বিদেশের সাথে আতাঁত
Ο গ) আইয়ুব সরকারের বিরোধিতা
Ο ঘ) সরকারের সাথে অসহযোগিতা
 সঠিক উত্তর: (ক)

 ৫২. সকল রাজনৈতিক দলের সমন্বয়ে আইয়ুবিরোধী মোর্চা গঠনের আহবান জানান কে?
Ο ক) ফজলুল হক
Ο খ) সোহরাওয়ার্দী
Ο গ) মোনায়েম খান
Ο ঘ) আইয়ুব খান
 সঠিক উত্তর: (খ)

 ৫৩. ১৯৪৭ সালের পাক-ভারত যুদ্ধের অবসান হয় কীভাবে?
Ο ক) কোসিগিনের মধ্যস্থায়
Ο খ) সোভিয়েতের মধ্যস্থায়
Ο গ) জাতিসংঘের হস্তক্ষেপ
Ο ঘ) হিটলারের হস্তক্ষেপ
 সঠিক উত্তর: (গ)

 ৫৪. ১৯৬২ সালের ছাত্র আন্দোলন কী নামে পরিচিত?
Ο ক) বাষট্রির শিক্ষা আন্দোলন
Ο খ) বাষট্রির গণতন্ত্র আন্দোলন
Ο গ) বাষট্রির গন আন্দোলন
Ο ঘ) বাষট্রির সামরিক আন্দোলন
 সঠিক উত্তর: (ক) 

৫৫. আইয়ুব বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কারণ-
i. দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সোহরাওয়ার্দীকে গ্রেফতার
ii. ছাত্রদের উপর পুলিশি নির্যাতন
iii. আইয়ুব খান কর্তৃক নতুন সংবিধান ঘোষণা।
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৬. আইয়ুব খান রাওয়ালাপিণ্ডিতে গোল টেবিল বৈঠকের আহ্বান করেন। এটি কী প্রমাণ করে?
i. আগরতলা মামলা মিথ্যা ছিল
ii. গণ-অভ্যুত্থানে তিনি ভয় পেয়েছিলেন
iii. জনগণের কাছে নতি স্বীকার করেছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৫৭. পূর্ব বাংলায় কখনো মূলধন গড়ে ওঠেনি। এর যথার্থ কারণ হলো-
i. প্রাদেশিক সরকারে হাতে অর্থনৈতিক নিয়ন্ত্রণ
ii. উদ্ধৃত্ত সামরিক বাহিনী পশ্চিম পাকিস্তানে জমা থাকত
iii. কেন্দ্রীয় ব্যাংক, বীমা প্রভৃতির সদর দপ্তর ছিল পশ্চিম পাকিস্তানে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৫৮. ১৯৬২ সালে কত তারিখে পাকিস্তানে দলীয় রাজনীতির অধিকার আবার ফিরে আসে?
Ο ক) ৬ জুন
Ο খ) ৮ জুন
Ο গ) ১০ জুন
Ο ঘ) ১২ জুন
 সঠিক উত্তর: (খ)

 ৫৯. পাকিস্তান রাষ্ট্রের কীভাবে জন্ম হয়?
Ο ক) লাহোর প্রস্তাব অনুসারে
Ο খ) ঢাকা প্রস্তাব অনুসারে
Ο গ) দিল্লি প্রস্তাব অনুসারে
Ο ঘ) ইসলামাবাদ অনুসারে
 সঠিক উত্তর: (ক)

 ৬০. ইস্কান্দার মির্জার সময়কালে কোন বাহিনী রাজনীতিতে ব্যাপক প্রভাব দেখায়?
Ο ক) সেনাবাহিনী
Ο খ) নৌবাহিনী
Ο গ) বিমানবাহিনী
Ο ঘ) সামরিক বাহিনী
 সঠিক উত্তর: (ঘ)

 ৬১. বঙ্গবন্ধুকে ঐতিহাসিক আগরতলা মামলায় অভিযুক্ত করে ট্রাইব্যুনালে বিচার শুরু করা হয় কত সালে?
Ο ক) ১৯৬৬
Ο খ) ১৯৬৭
Ο গ) ১৯৬৮
Ο ঘ) ১৯৬৯
 সঠিক উত্তর: (গ)

 ৬২. ছয়দফাকে আমাদের বাঁচার দাবি আখ্যায়িত করেন কে?
Ο ক) মওলানা ভাসানী
Ο খ) এ.কে. ফজলুল হক
Ο গ) শেখ মুজিবুর রহমান
Ο ঘ) আইয়ুব খান
 সঠিক উত্তর: (ক)

 ৬৩. ১৯৬৬ সালের নির্বাচনে কোন দল জয়ী হয়?
Ο ক) মুসলিম লীগ
Ο খ) আওয়ামী লীগ
Ο গ) কনভেনশন মুসলিম লীগ
Ο ঘ) কাউন্সিল মুসলিম লীগ
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৪. বাংলাদেশে সামরিক সরকার ব্যবস্থা চালু করেন এরশাদ এবং একই সাথে আস্থা ভোটনীতি চালু করেন। এরশাদের সাথে মিল রয়েছে কার?
Ο ক) আইয়ুব খান
Ο খ) ইস্কান্দার মির্জা
Ο গ) ইয়াহিয়া খান
Ο ঘ) নূরুল আমিন
 সঠিক উত্তর: (ক)

 ৬৫. ইদ্রিস তার বাবার কাছ থেকে জানতে পারলো পশ্চিম পাকিস্তান বাঙালি নেতৃবৃন্দের উপর দমন, নিপীড়ন চালিয়ে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরিবেশ অচল করে রাখে। ইদ্রিস পূর্ব পাকিস্তানের উপর কোন ধরনের বৈষম্যের কথা জানতে পারলো?
Ο ক) অর্থনৈতিক
Ο খ) প্রশাসনিক
Ο গ) রাজনৈতিক
Ο ঘ) সাময়িক
 সঠিক উত্তর: (গ)

 ৬৬. দেশবিরোধী ষড়যন্ত্র অভিযোগে সোহরাওয়ার্দী কত তারিখে গ্রেফতার হন?
Ο ক) ১৯৬২ সালের ২৬ জানুয়ারি
Ο খ) ১৯৬২ সালের ২৮ জানুয়ারি
Ο গ) ১৯৬২ সালের ৩০ জানুয়ারি
Ο ঘ) ১৯৬২ সালের ০১ ফেব্রুয়ারি
 সঠিক উত্তর: (গ)

 ৬৭. গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য পাকিস্তানি শাসকরা অনীহা প্রকাশ করে-
i. জাতীয় নির্বাচন দিতে
ii. সামরিক সরকার ব্যবস্থা চালু করতে
iii. প্রাদেশিক নির্বাচন দিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৬৮. পাকিস্তানের নৌবাহিনীর লেফটেন্যান্ট কমাণ্ডার মোয়াজ্জেম হোসেন এক দল সৈন্যবাহিনী নিয়ে বঙ্গবন্ধু সাথে দেখা করেন কত সালে?
Ο ক) ১৯৬০
Ο খ) ১৯৬১
Ο গ) ১৯৬২
Ο ঘ) ১৯৬৩
 সঠিক উত্তর: (গ)

 ৬৯. পাকিস্তান রাষ্ট্রের জন্ম কিসের ভিত্তিতে?
Ο ক) ছয় দফার ভিত্তিতে
Ο খ) ১৯৩৫ সালের ভারত শাসন আইনের ভিত্তিতে
Ο গ) দ্বিজাতিতত্বের ভিত্তিতে
Ο ঘ) লাহোর প্রস্তাবের ভিত্তিতে
 সঠিক উত্তর: (ঘ)

 ৭০. কাশ্মির নেতা হিসেবে নিচের কোন নামটি সমর্থনযোগ্য?
Ο ক) শেখ আয়াতুল্লাহ
Ο খ) শেখ জামাল
Ο গ) শেখ রাসেল
Ο ঘ) শেখ আব্দুল্লাহ
 সঠিক উত্তর: (ঘ)

 ৭১. বঙ্গবন্ধু কত তারিখে ৬ ও ১১ দফার প্রশ্নে আইয়ুব খানের সাথে গোলটেবিল বৈঠক করেন?
Ο ক) ২৫ ফেব্রুয়ারি
Ο খ) ২৬ ফেব্রুয়ারি
Ο গ) ২৭ ফেব্রুয়ারি
Ο ঘ) ২৮ ফেব্রুয়ারি
 সঠিক উত্তর: (খ)

 ৭২. ‘বঙ্গবন্ধু’ কথাটি কার ক্ষেত্রে অধিক যুক্তিযুক্ত?
Ο ক) শেখ মুজিবুর রহমান
Ο খ) জিয়াউর রহমান
Ο গ) এরশাদ
Ο ঘ) জিল্লুর রহমান
 সঠিক উত্তর: (ক)

 ৭৩. সেনাবাহিনী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ড. শামসুজ্জোহাকে বেয়োনেট চার্জ করে হত্যা করে?
Ο ক) ১৮ ফেব্রুয়ারি
Ο খ) ১৯ ফেব্রুয়ারি
Ο গ) ২০ ফেব্রুয়ারি
Ο ঘ) ২১ ফেব্রুয়ারি
 সঠিক উত্তর: (ক)

 ৭৪. ইস্কান্দার মির্জার সামরিক শাসনের প্রধান সামরিক আইন প্রশাসক কে ছিলেন?
Ο ক) আইয়ুব খান
Ο খ) ইস্কান্দার মির্জা
Ο গ) ইয়াহিয়া খান
Ο ঘ) নাজিম উদদীন
 সঠিক উত্তর: (ক)

 ৭৫. তুহিনদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদের গ্রাম ও পাশের গ্রামের উন্নয়নের জন্য যথাক্রমে ১০০০০০ ও ২০০০০ টাকা বরাদ্দ করলেন। তুহিনদের গ্রামের প্রতি চেয়ারম্যান দৃষ্টিভঙ্গি কোন ধরনের বৈষম্য?
Ο ক) সামাজিক
Ο খ) রাজনৈতিক
Ο গ) প্রশাসনিক
Ο ঘ) অর্থনৈতিক
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৬. ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে আইয়ুববিরোধী চেতনা জাগ্রত হওয়ার কারণ কী?
Ο ক) পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা অরক্ষিত থাকা
Ο খ) যুদ্ধে ভারতের পরাজয়
Ο গ) যুদ্ধে পাকিস্তান বাহিনীর পরাজয়
Ο ঘ) প্রচুর পাক-সেনার মৃত্যু
 সঠিক উত্তর: (ক)

 ৭৭. আইয়ুব খান বঙ্গবন্ধুকে প্যারলে মুক্তিদানের প্রস্তাব দেয় কেন?
Ο ক) বঙ্গবন্ধুর ভালো আচরণে মুগ্ধ হয়ে
Ο খ) গণআন্দোলনের জন্যে
Ο গ) গোলটেবিল বৈঠকে যোগদানের জন্যে
Ο ঘ) পূর্ব বাংলার মানুষ শান্ত হওয়া জন্যে
 সঠিক উত্তর: (গ)

 ৭৮. ১৯৫৫-১৯৬৭ সালের মধ্যে শিক্ষা খাতে মোট বরাদ্দের পূর্ব-পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল কত মিলিয়ন রূপি?
Ο ক) ৭৯৫
Ο খ) ৭৯৬
Ο গ) ৭৯৭
Ο ঘ) ৭৯৮
 সঠিক উত্তর: (গ)

 ৭৯. ইস্কান্দার মির্জার সামরিক শাসনের সময় পূর্ব বাংলায় সামরিক প্রশাসক কে ছিলেন?
Ο ক) ওমরাও খান
Ο খ) ইয়াহিয়া খান
Ο গ) আইয়ুব খান
Ο ঘ) নূরুল আমিন
 সঠিক উত্তর: (গ)

 ৮০. ১৯৬২ সালে ছাত্ররা সরকারবিরোধী প্রতিক্রিয়া ব্যক্ত করেন কেন?
Ο ক) বঙ্গবন্ধুকে গ্রেফতার করায়
Ο খ) নাজিম উদদীনকে গ্রেফতার করায়
Ο গ) ফজলুল হককে গ্রেফতার করায়
Ο ঘ) সোহরাওয়ার্দীকে গ্রেফতার করায়
 সঠিক উত্তর: (ঘ)

 ৮১. ছয়দফা কর্মসূচিতে আতঙ্কিত হয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধর পাকড় শুরু করে কোন সরকার?
Ο ক) আইয়ুব
Ο খ) ইস্কান্দার
Ο গ) ইয়াহিয়া
Ο ঘ) মোনায়েম
 সঠিক উত্তর: (ক)

 ৮২. পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দ্বারা বৈষম্যের স্বীকার হয়-
i. রাজনৈতিক ক্ষেত্রে
ii. প্রশাসনিক ক্ষেত্রে
iii. অর্থনৈতিক ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৩. পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের শিক্ষাব্যবস্থায় আঘাত হানতে চেয়েছিল কীভাবে?
Ο ক) আরবি ভাষায় বাংলা লেখার ষড়যন্ত্রের মাধ্যমে
Ο খ) আরবি ভাষায় হিন্দি লেখার ষড়যন্ত্রের মাধ্যমে
Ο গ) আরবি ভাষায় উর্দু লেখার মাধ্যমে
Ο ঘ) উর্দুর পরিবর্তে বাংলাকে রাষ্ট্রভাষা করার মাধ্যমে
 সঠিক উত্তর: (ক)

 ৮৪. মুহাম্মদ আলী জিন্নাহর বোনের নাম কী?
Ο ক) আসমা জিন্নাহ
Ο খ) রাহিমা জিন্নাহ
Ο গ) রুমা জিন্নাহ
Ο ঘ) ফাতেমা জিন্নাহ
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৫. পাকিস্তানের পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্তর্ভুক্ত-
i. প্রথম পঞ্চবার্ষিকী
ii. দ্বিতীয় পঞ্চবার্ষিকী
iii. তৃতীয় পঞ্চবার্ষিকী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৬. ১৯৪৭ সালে কাশ্মীর যুদ্ধে অংশগ্রহণ করে-
i. পাকিস্তান
ii. আফগানিস্তান
iii. ভারত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৮৭. ১৯৬২ সালের ৩০ জানুয়ারি জনাব ‘D’ কে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ গ্রেফতার করা হয়। জনাব ‘D’ এর সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
Ο ক) মওলানা ভাসানী
Ο খ) সোহরাওয়ার্দী
Ο গ) এ কে ফজলুল হক
Ο ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
 সঠিক উত্তর: (খ)

 ৮৮. বাঙালির মুক্তির সনদ বলে নিচের কোনটিকে চিহ্নিত করা যায়?
Ο ক) ছয় দফা
Ο খ) এগারো দফা
Ο গ) ভাষা আন্দোলন
Ο ঘ) ৭০-এর নির্বাচন
 সঠিক উত্তর: (ক)

 ৮৯. ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচিত সরকারকে কীভাবে উচ্ছেদ করে?
Ο ক) মিথ্যা অপবাদ দিয়ে
Ο খ) অন্যায়ভাবে
Ο গ) সম্মানজনকভাবে
Ο ঘ) ন্যায়ভাবে
 সঠিক উত্তর: (খ)

 ৯০. কার নেতৃত্বে আওয়ামী লীগের নতুন যাত্রা শুরু হয়?
Ο ক) আইয়ুব খানের
Ο খ) খাজা নাজিমুদ্দীনের
Ο গ) শেখ মুজিবুর রহমানের
Ο ঘ) ইস্কান্দার মির্জার
 সঠিক উত্তর: (গ)

 ৯১. ১৯৬৪ সালে NDF থেকে বেরিয়ে আসে কোন দল?
Ο ক) নেজামে ইসলাম
Ο খ) আওয়ামী লীগ
Ο গ) কাউন্সিল মুসলিম লীগ
Ο ঘ) ন্যাশনাল আওয়ামী লীগ
 সঠিক উত্তর: (খ)

 ৯২. পাকিস্তান প্রতিষ্ঠার পরবর্তীকালের সবচেয়ে বড় আন্দোলন হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) ভাষা আন্দোলন
Ο খ) যুক্তফ্রন্ট গঠন
Ο গ) উনসত্তরের গণঅভ্যুত্থান
Ο ঘ) সত্তরের নির্বাচন
 সঠিক উত্তর: (গ)

 ৯৩. কোন নেতার দীর্ঘদিনের ইচ্ছা চিল ভারত আক্রমণ করে কাশ্মীর দখল করা?
Ο ক) ইয়াহিয়া খান
Ο খ) মোনায়েম খান
Ο গ) আইয়ুব খান
Ο ঘ) নাজিম উদদীন
 সঠিক উত্তর: (গ)

 ৯৪. পাকিস্তানে বাংলা ভাষার পরিবর্তে কোন ভাষাকে শিক্ষার মাধ্যমে করা হয়?
Ο ক) ফার্সি
Ο খ) উর্দু
Ο গ) ইংরেজি
Ο ঘ) সংস্কৃত
 সঠিক উত্তর: (খ)

 ৯৫. ‘B’ এর নিহত হওয়ার মাধ্যমে ‘D’ বিরোধী আন্দোলন আরও সোচ্চার হয়। ‘B’ এর সাথে সাদৃশ্য রয়েছে কোন চরিত্রটির?
i. আসাদুজ্জামান
ii. শহীদ সোহরাওয়ার্দী
iii. সার্জেন্ট জহুরুল হক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৯৬. ১৯৬২ সালে সোহরাওয়ার্দীকে গ্রেফতার করা হয় কেন?
Ο ক) দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে
Ο খ) দেশে বিশৃঙ্গখলা সৃষ্টির অভিযোগে
Ο গ) হত্যা ষড়যন্ত্রের অভিযোগে
Ο ঘ) সামাজিক অপরাধে অভিযোগে
 সঠিক উত্তর: (ক)

 ৯৭. ১৯৬৬-৬৯ সালের গণআন্দোলন কিছুটা স্তিমিত হয়ে পড়ে কেন?
Ο ক) আওয়ামী নেতৃবৃন্দ কারারুদ্ধ হলে
Ο খ) কনভেনশন মুসলিম লীগ নেতৃবৃন্দ কারারুদ্ধ হলে
Ο গ) নেজামে ইসলাম নেতৃবৃন্দ কারারুদ্ধ হলে
Ο ঘ) ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ কারারুদ্ধ হলে
 সঠিক উত্তর: (ক)

 ৯৮. এন ডি এফ কীভাবে নিস্ক্রিয় হয়ে পড়ে?
Ο ক) নেজামে ইসলাম আলাদা হওয়ার মাধ্যমে
Ο খ) আওয়ামী লীগ বের হয়ে এলে
Ο গ) ন্যাশনাল আওয়ামী পার্টি বের হয়ে এলে
Ο ঘ) মুসলিম লীগ দল থেকে পৃথক হলে
 সঠিক উত্তর: (খ)

 ৯৯. আইয়ুব সরকার আগরতলা মামলা প্রত্যাহারে বাধ্য হন। এটি কী প্রমাণ করে?
Ο ক) আইয়ুব সরকার পূর্ব বাংলার জনগণকে ভয় পেয়েছিলেন
Ο খ) কৌশলে নিজ ক্ষমতা রক্ষা করতে চেয়েছিলেন
Ο গ) পূর্ব পাকিস্তানের প্রবল প্রতিবাদে আইয়ুব সরকারের পতনের পথ উন্মেচন করেছিল
Ο ঘ) বঙ্গবন্ধুর বিরুদ্ধে মামলা মিথ্যা প্রমাণিত হয়েছিল
 সঠিক উত্তর: (গ)

 ১০০. বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন দাবি আদায়ে আন্দোলন করে থাকে। এতে তারা নির্যাতন ও দমননীতির শিকার হয়। উল্লিখিত আন্দোলনের সাথে কোন আন্দোলনের মিল রয়েছে?
Ο ক) ৫ দফা
Ο খ) ৬ দফা
Ο গ) ১১ দফা
Ο ঘ) ২১ দফা
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post