এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১০ (১০)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১০ (১০) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৪৫১. যুক্তফ্রন্টের জয় কোন দলটি ভালো চোখে দেখছিল না?
Ο ক) আওয়ামী লীগ
Ο খ) কৃষক প্রজাতন্ত্র
Ο গ) নেজামে ইসলামী
Ο ঘ) মুসলিম লীগ
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৫২. কত সালে থেকে ২১ ফেব্রুয়ারি আন্তজার্তিক মাতৃভাষা হিসেবে আন্তজার্তিকভাবে পালিত হচ্ছে?
Ο ক) ১৯৯৫ সাল
Ο খ) ১৯৯৮ সাল
Ο গ) ২০০০ সাল
Ο ঘ) ২০১০ সাল
 সঠিক উত্তর: (গ)

 ৪৫৩. কত সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল?
Ο ক) ১৯৪৮
Ο খ) ১৯৫০
Ο গ) ১৯৫১
Ο ঘ) ১৯৫২
 সঠিক উত্তর: (গ)

 ৪৫৪. ১৯৫৬ সালের সংবিধান কয়টি প্রস্তাবনা ছিল?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
 সঠিক উত্তর: (ক)

 ৪৫৫. ১৯৫৬ সালের পাকিস্তানের সংবিধানে কয়টি ধারা ছিল?
Ο ক) ২১৫টি
Ο খ) ২৩২টি
Ο গ) ২৩৪টি
Ο ঘ) ২৩৮টি
 সঠিক উত্তর: (গ)

 ৪৫৬. কত তারিখে যুক্তফ্রন্ট সরকার বাতিল ঘোষণা করা হয়?
Ο ক) ২৫ মে
Ο খ) ২৬ মে
Ο গ) ২৮ মে
Ο ঘ) ৩০ মে
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৫৭. মুসলিম লীগ ১৯৫১ সালের নির্বাচন নিয়ে টালবাহানা করে কেন?
Ο ক) নানাবিদ কারণে
Ο খ) প্রাকৃতিক দুর্যোগের কারণে
Ο গ) পরাজয়ের আশংকায়
Ο ঘ) রাজনৈতিক দাঙ্গার আশংকায়
 সঠিক উত্তর: (গ)

 ৪৫৮. কত সালের সংবিধান বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়া হয়?
Ο ক) ১৯৫৬ সালের
Ο খ) ১৯৬৬ সালের
Ο গ) ১৯৬৮ সালের
Ο ঘ) ১৯৭১ সালের
 সঠিক উত্তর: (ক)

 ৪৫৯. রাষ্ট্রভাষা ইতিহাসে রাজনৈতিক সংগ্রামের সূচনা কোনটি?
Ο ক) ভাষা আন্দোলন
Ο খ) একুশ দফা
Ο গ) শিক্ষা আন্দোলন
Ο ঘ) ছয়দফা দাবি
 সঠিক উত্তর: (ক)

 ৪৬০. যুক্তফ্রন্টের ১৪ সদস্যবিশিষ্ট বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব নেন কে?
Ο ক) আবু হোসেন
Ο খ) এ.কে. ফজলুল হক
Ο গ) সৈয়দ আজিজুল হক
Ο ঘ) শেখ মুজিবুর রহমান
 সঠিক উত্তর: (খ)

 ৪৬১. ভাষা আন্দোলনের সময় ১৪৪ ধারা ভঙ্গ বিষয়ে তুমি কোন মতামতটি সমর্থন কর?
Ο ক) নেতিবাচক ফল বয়ে আনে
Ο খ) ইতিবাচক ফল বয়ে আনে
Ο গ) বৈষম্য বৃদ্ধি পায়
Ο ঘ) সম্পর্কের অবনতি ঘটে
 সঠিক উত্তর: (খ)

 ৪৬২. সংবিধান রচনার জন্য গণপরিষদ কর্তৃক একটি মূলনীতি কমিটি গঠন করা হয় কখন?
Ο ক) ১৯৪৫
Ο খ) ১৯৪৭
Ο গ) ১৯৪৯
Ο ঘ) ১৯৫১
 সঠিক উত্তর: (গ)

 ৪৬৩. একটি রাষ্ট্রের শাসনকার্য পরিচালিত হয় কীভাবে?
Ο ক) সংবিধানের মাধ্যমে
Ο খ) চিন্তাবিদদের মাধ্যমে
Ο গ) ইতিহাসের দ্বারা
Ο ঘ) দার্শনিকদের সমন্বয়ে
 সঠিক উত্তর: (ক)

 ৪৬৪. সংবিধান রচনার জন্য মূলনীতি কমিটি কত সালে দ্বিতীয় প্রতিবেদন প্রকাশ করে?
Ο ক) ১৯৫০ সালে
Ο খ) ১৯৫১ সালে
Ο গ) ১৯৫২ সালে
Ο ঘ) ১৯৫৩ সালে
 সঠিক উত্তর: (গ)

 ৪৬৫. মুসলিম লীগের সোহরাওয়ার্দী-হাশিমপন্থী ধারাটি ছিল-
i. উদার
ii. গণতান্ত্রিক
iii. সংস্কারপন্থী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৬৬. ১৯৫৬ সালে কোথায় বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়া হয়েছিল?
Ο ক) সংবিধানে
Ο খ) বিশ্ববিদ্যালয়ে
Ο গ) গণপরিষদে
Ο ঘ) আইন পরিষদে
 সঠিক উত্তর: (ক)

 ৪৬৭. কে সংবিধান প্রণয়নের উদ্যোগ নিয়েছিল?
Ο ক) রাষ্ট্রপতি
Ο খ) প্রধানমন্ত্রী
Ο গ) গভর্নর জেনারেল
Ο ঘ) মুখ্যমন্ত্রী
 সঠিক উত্তর: (গ)

 ৪৬৮. ১৯৫৪ সালের নির্বাচনে কোন দল শোচনীয় পরাজয় বরণ করে?
Ο ক) যুক্তফ্রন্ট
Ο খ) মুসলিম লীগ
Ο গ) কমিউনিস্ট পার্টি
Ο ঘ) আওয়ামী মুসলিম লী
 সঠিক উত্তর: (খ)

 ৪৬৯. গণপরিষদের কাজ ব্যাহত হওয়ার যথার্থ কারণ কোনটি?
Ο ক) প্রাকৃতিক দুর্যোগ
Ο খ) রাজনৈতিক অস্থিরতা
Ο গ) জনগণের অনীহা
Ο ঘ) শাসকগোষ্ঠীর অনীহা
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৭০. কোথায় বাঙালি ও বিহারী শ্রমিকযোগ হয়?
Ο ক) আদমজী জুট মিলে
Ο খ) সুরুজ মিয়া জুট মিলে
Ο গ) ভাই ভাই জুট মিলে
Ο ঘ) কবির জুট মিলে
 সঠিক উত্তর: (ক)

 ৪৭১. পূর্ব ও পশ্চিম পাকিস্তানকে যেটির ভিত্তিতে এক করা হয়-
i. অর্থনীতি
ii. জাতি
iii. ধর্ম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৪৭২. নতুন দল গঠনের জন্য রোজ গার্ডেনে যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সেই রোজ গার্ডেনটি কোথায় অবস্থিত ছিল?
Ο ক) পশ্চিম পাকিস্তানে
Ο খ) লাহোর
Ο গ) করাচি
Ο ঘ) ঢাকা
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৭৩. পাকিস্তানের শাসকগোষ্ঠী বাঙালিকে শোষণের কৌশল হিসেবে প্রথম কিসের ওপর আঘাত হানে?
Ο ক) অর্থনীতি
Ο খ) রাজনীতি
Ο গ) ভাষা
Ο ঘ) ধর্ম
 সঠিক উত্তর: (গ)

 ৪৭৪. ১৯৫৬ সালের সংবিধানের অন্যতম প্রকৃতি ছিল কোনটি?
Ο ক) রাষ্ট্রপতি শাসিত সরকার
Ο খ) অনমনীয় সংবিধান
Ο গ) সংসদীয় সরকার
Ο ঘ) দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা
 সঠিক উত্তর: (গ)

 ৪৭৫. পাকিস্তান সৃষ্টির সময়ই জাফর আহমেদ একটি বড় রাজনৈতিক দলের বয়োজ্যেষ্ঠ নেতা ছিলেন। জাফর আহমেদের প্রতিদ্বন্ধী দল ছিল কয়টি?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৫টি
Ο ঘ) ৬টি
 সঠিক উত্তর: (ক)

 ৪৭৬. ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?
Ο ক) গোলাম আজাদ
Ο খ) খাজা নাজিমুদ্দীন
Ο গ) লিয়াকত আলী খান
Ο ঘ) এ কে ফজলুল হক
 সঠিক উত্তর: (খ)

 ৪৭৭. যে ধরনের নেতারা আওয়ামী মুসলিম লীগ গড়ে তোলেন-
i. ত্যাগী নেতারা
ii. সংস্কারপন্থী
iii. মুসলিম লীগের অগণতান্ত্রিকতায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৭৮. ভাষা আন্দোলন বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করে। এতে যে রূপটি ফুটে ওঠে-
i. বাঙালি প্রকৃত অর্থ স্বাধীন ছিল না
ii. বাঙালি স্বাধীনতা ছিল
iii. বাঙালি সংগ্রামী ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৭৯. কোন কোন অংশের নেতারা সমঝোতায় আসতে সক্ষম হয়েছিল?
Ο ক) পশ্চিম ও পূর্ব
Ο খ) দক্ষিণ ও পূর্ব
Ο গ) পূর্ব ও উত্তর
Ο ঘ) উত্তর ও পশ্চিম
 সঠিক উত্তর: (ক)

৪৮০. মুসলিম লীগ দ্বিমুখী ধারায় বিভক্ত হয় কেন?
Ο ক) সমাজতান্ত্রিকতার জন্য
Ο খ) ভ্রান্তনীতির জন্য
Ο গ) গণতান্ত্রিকতার জন্য
Ο ঘ) উদারনীতির জন্য
 সঠিক উত্তর: (খ)

 ৪৮১. ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয় কত খ্রিস্টাব্দে?
Ο ক) ১৯৫২ সালের ৩১ জানুয়ারি
Ο খ) ১৯৫২ সালের ৩০ জানুয়ারি
Ο গ) ১৯৫২ সালের ২৯ জানুয়ারি
Ο ঘ) ১৯৫২ সালের ২৮ জানুয়ারি
 সঠিক উত্তর: (ক)

 ৪৮২. প্রাদেশিক স্বায়ত্বশাসনের ওপর গুরুত্ব দিয়ে সংসদীয় সরকার পদ্ধতি দাবি করছিল কোন দলটি?
Ο ক) মুসলিম লীগ
Ο খ) প্রজাতন্ত্র পার্টি
Ο গ) আওয়ামী মুসলীম লীগ
Ο ঘ) বিএনপি
 সঠিক উত্তর: (গ)

 ৪৮৩. ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি?
Ο ক) রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
Ο খ) তমদ্দুন মজলিশ
Ο গ) রাষ্ট্রভাষা মুক্তি পরিষদ
Ο ঘ) রাষ্ট্রভাষা বঙ্গ পরিষদ
 সঠিক উত্তর: (খ)

 উদ্দীপকটি পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: একটি ধর্মভিত্তিক দল থেকে বেরিয়ে এসে তিনি প্রথমে এনডিপি নামক একটি দল গঠন করেন এবং পরবর্তীতে এন বর্ণটি বাদ দিয়ে দলটির নাম রাখা হয় ডিপি।

৪৮৪. অনুচ্ছেদের সর্বশেষে উল্লিখিত দলটির গঠন প্রক্রিয়ার সাথে পাকিস্তান আমলের কোন দলের মিল পাওয়া যায়।
Ο ক) আওয়ামী মুসলিম লীগ
Ο খ) মুসলিম লীগ
Ο গ) আওয়ামী লীগ
Ο ঘ) নেজামে ইসলাম
 সঠিক উত্তর: (গ)

 ৪৮৫. উক্ত দলটি ছিল- i. সাম্প্রদায়িক ii. ধর্মনিরপেক্ষ iii. প্রগতিশীল নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post