ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১১ (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. মৌলিক গণতন্ত্রের আওতায় পাকিস্তানের উভয় অংশে কয়টি নির্বাচনি ইউনিট নিয়ে দেশের নির্বাচকমণ্ডলী গঠিত হয়?
Ο ক) ৫০,০০০
Ο খ) ৬০,০০০
Ο গ) ৭০,০০০
Ο ঘ) ৮০,০০০
সঠিক উত্তর: (ঘ)
১৫২. ইস্কান্দার মির্জার নানা কার্যক্রম আমাদের কোন ধারাকে ব্যহত করে?
Ο ক) সমাজতন্ত্রের বিকাশ
Ο খ) গণতন্ত্রের বিকাশ
Ο গ) পুঁজিবাদের বিকাশ
Ο ঘ) স্বৈরতন্ত্রের বিকাশ
সঠিক উত্তর: (খ)
১৫৩. ফাতেহা জিন্নাহ কে ছিলেন?
Ο ক) আইয়ুব খানের বোন
Ο খ) ইস্কান্দার মির্জার বোন
Ο গ) জুলফিকার আলী ভুট্টোর বোন
Ο ঘ) মুহাম্মদ আলী জিন্নাহর বোন
সঠিক উত্তর: (ঘ)
১৫৪. বাঙালির আশা আকাঙ্ক্ষা প্রতীক হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) ভাষা আন্দোলন
Ο খ) যুক্তফ্রন্ট
Ο গ) ছয় দফা
Ο ঘ) এগারো দফা
সঠিক উত্তর: (গ)
১৫৫. পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়-
Ο ক) লাহোর প্রস্তাব অনুসারে
Ο খ) কাশ্মীরে প্রস্তাব অনুসারে
Ο গ) তাসখন্দ চুক্তি অনুসারে
Ο ঘ) সুয়েজ পরিকল্পনা অনুসারে
সঠিক উত্তর: (ক)
১৫৬. শিল্পক্ষেত্রে পূর্ব পাকিস্তান কাদের উপর নির্ভরশীল ছিল?
Ο ক) ভারতের
Ο খ) শ্রীলঙ্কার
Ο গ) মায়ানমারের
Ο ঘ) পশ্চিম পাকিস্তানের
সঠিক উত্তর: (ঘ)
১৫৭. ১৯৫৮ সালের ৭ অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সংসদীয় সরকার উৎখাত করেন, এর যথার্থ কারণ হলো-
i. সামরিক শাসন জারি করা
ii. একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা
iii. কেন্দ্রীয় আইন পরিষদ সুদৃঢ় করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৮. ছাত্র অসন্তোষ মওলানা ভাসানীর নেতৃত্বে গণআন্দোলনে পরিণত হয় কত সালে?
Ο ক) ১৯৬৬
Ο খ) ১৯৬৭
Ο গ) ১৯৬৮
Ο ঘ) ১৯৬৯
সঠিক উত্তর: (গ)
১৫৯. ১৯৪৭-১৯৭০ পর্যন্ত পাকিস্তানের আমদানি ব্যয় পূর্ব পাকিস্তানির জন্য কত শতাংশ ছিল?
Ο ক) ৩১.১%
Ο খ) ৩১.২%
Ο গ) ৩১.৩%
Ο ঘ) ৩১.৪%
সঠিক উত্তর: (ক)
১৬০. ১৯৬৯ সালের মার্চ মাসে কত লোক সেনাবাহিনীর গুলিতে নিহত হন?
Ο ক) ৮০
Ο খ) ৮৫
Ο গ) ৯০
Ο ঘ) ৯৫
সঠিক উত্তর: (গ)
১৬১. আইয়ুব খানের ক্ষমতা ত্যাগের মূল কারণ কী?
Ο ক) সামরিক অভ্যুত্থান
Ο খ) পাকিস্তানের ব্যপক দুর্ভিক্ষ
Ο গ) গণঅভ্যুত্থান
Ο ঘ) পাকিস্তানের বিদেশি সাহায্য বন্ধ হওয়া
সঠিক উত্তর: (গ)
১৬২. আইয়ুব খান কত তারিখে সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করেন?
Ο ক) ২৪ মার্চ
Ο খ) ২৫ মার্চ
Ο গ) ২৬ মার্চ
Ο ঘ) ২৭ মার্চ
সঠিক উত্তর: (খ)
১৬৩. জনাব জুবায়ের দেশের জনগণের অধিকার আদায়ের জন্য অনেক সংগ্রাম করেন বিধায় তাকে ‘E’ নামক উপাধি দেওয়া হয়। জনাব জুবায়েরর সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
Ο ক) আইয়ুব খান
Ο খ) ইয়াহিয়া খান
Ο গ) শেখ মুজিবুর রহমান
Ο ঘ) মওলানা ভাসানী
সঠিক উত্তর: (গ)
১৬৪. পূর্ব পাকিস্তানিদের সাথে সামরিক বৈষম্য কীভাবে করা হতো?
Ο ক) সামরিক বাহিনীর অধিকাংশই এদের দখলে ছিল
Ο খ) সামরিক বাহিনীর সিংহভাগ দায়বার এদের বহন করতে হতো
Ο গ) বাঙালিদের সামরিক বাহিনী থেকে দূরে রাখার নীতি ছিল
Ο ঘ) বাংলার প্রতিরক্ষা প্রতি অবহেলা দেখানো হতো
সঠিক উত্তর: (ঘ)
১৬৫. পশ্চিম পাকিস্তানিরা বাংলাকে কোন বর্ণে শেখার ষড়যন্ত্র করে?
Ο ক) উর্দু
Ο খ) ইংরেজি
Ο গ) হিন্দি
Ο ঘ) আরবি
সঠিক উত্তর: (ঘ)
১৬৬. মৌলিক গণতন্ত্রের থানা পরিষদ স্তরটি কোথায় ছিল?
Ο ক) পূর্ব বাংলায়
Ο খ) পূর্ব পাকিস্তানে
Ο গ) পশ্চিম বাংলায়
Ο ঘ) পশ্চিম পাকিস্তানে
সঠিক উত্তর: (ক)
১৬৭. মৌলিক গণতন্ত্রের স্তরগুলো হলো-
i. ইউনিয়ন পরিষদ
ii. জেলা পরিষদ
iii. তহশিল পরিষদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬৮. ১৯৬২ সালে পাকিস্তানের মন্ত্রণালয়গুলোতে শীর্ষস্থানীয় কর্মকর্তার ৯৫৪ জনের মধ্যে বাঙালি ছিল কয় জন?
Ο ক) ১১৬ জন
Ο খ) ১১৭ জন
Ο গ) ১১৮ জন
Ο ঘ) ১১৯ জন
সঠিক উত্তর: (ঘ)
১৬৯. NDF এর নিস্ক্রিয়তার কারণ কী?
Ο ক) কনভেনশন মুসলিম লীগের বেরিয়ে যাওয়া
Ο খ) আওয়ামী লীগ-এর বেরিয়ে যাওয়া
Ο গ) নেজামে ইসলাম-এর বেরিয়ে যাওয়া
Ο ঘ) কাউন্সিল মুসলিম লীগের বেরিয়ে যাওয়া
সঠিক উত্তর: (খ)
১৭০. সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠনে ভূমিকা রাখে-
i. মতিয়া চৌধুরী
ii. রাশেদ খান মেনন
iii. তোফায়েল আহমেদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭১. রাশেদ ব্রিটিনের প্রখ্যাত আইনজীবী স্যার উইলিয়াম এমপিকে নিয়ে আলোচনা করছিল। উক্ত নামটি বাংলাদেশের কোন ঘটনার সাথে জড়িত?
Ο ক) ভাষা আন্দোলন
Ο খ) ৭০-এর নির্বাচন
Ο গ) গণঅভ্যুত্থান
Ο ঘ) আগরতলা মামলা
সঠিক উত্তর: (ঘ)
১৭২. গণঅভ্যুত্থান সফলতা তথা পরিপূর্ণতা পায় কত তারিখে?
Ο ক) ২২ মার্চ ১৯৬৯
Ο খ) ২৩ মার্চ ১৯৬৯
Ο গ) ২৪ মার্চ ১৯৬৯
Ο ঘ) ২৫ মার্চ ১৯৬৯
সঠিক উত্তর: (ঘ)
১৭৩. অনুচ্ছেদে যে বৈষম্যের কথা বলা হয়েছে সেখানে বাঙালিদের জন্য কত শতাংশ বরাদ্দ ছিল?
Ο ক) ৫%
Ο খ) ১০%
Ο গ) ১৫%
Ο ঘ) ২০%
সঠিক উত্তর: (ক)
১৭৪. কত তারিখ আওয়ামী লীগ ‘নির্যাতন প্রতিরোধ দিবস’ পালন করে?
Ο ক) ৮ ডিসেম্বর
Ο খ) ৯ ডিসেম্বর
Ο গ) ১০ ডিসেম্বর
Ο ঘ) ১২ ডিসেম্বর
সঠিক উত্তর: (গ)
১৭৫. আইয়ুবিরোধী আন্দোলনের জন্য সরকার কত তারিখে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়?
Ο ক) ৫ ফেব্রুয়ারি
Ο খ) ৬ ফেব্রুয়ারি
Ο গ) ৭ ফেব্রুয়ারি
Ο ঘ) ৮ ফেব্রুয়ারি
সঠিক উত্তর: (গ)
১৭৬. বাংলাদেশে গণঅভ্যুত্থান ঘটে কত সালে?
Ο ক) ১৯৬৮
Ο খ) ১৯৬৯
Ο গ) ১৯৭০
Ο ঘ) ১৯৭১
সঠিক উত্তর: (খ)
১৭৭. কাকে ক্ষমতা থেকে সরিয়ে ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করেন?
Ο ক) আইয়ুব খানকে
Ο খ) ইয়াহিয়া খানকে
Ο গ) মালিক ফিরোজ খানকে
Ο ঘ) নূরুল আমিন সরকারকে
সঠিক উত্তর: (গ)
১৭৮. পাকিস্তান সরকার বারবার বঙ্গবন্ধুকে গ্রেফতার করে জেলে পাঠান কেন?
Ο ক) রাজনৈতিক কর্মকাণ্ড রুদ্ধ করার জন্য
Ο খ) পশ্চিম পাকিস্তানকে অচল করার জন্য
Ο গ) বঙ্গবন্ধুর অনৈতিক কার্যকলাপের জন্য
Ο ঘ) বঙ্গবন্ধুর জনপ্রিয়তার জন্য
সঠিক উত্তর: (ক)
১৭৯. ছয় দফাকে আখ্যায়িত করার ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) আমাদের ন্যায্য দাবি
Ο খ) আমাদের মৌলিক দাবি
Ο গ) আমাদের বাঁচার দাবি
Ο ঘ) আমাদের শেষ দাবি
সঠিক উত্তর: (গ)
১৮০. পাকিস্তানি শাসকদের দেশ শাসনের মাধ্যমে হিসেবে অধিক যুক্তিযুক্ত-
i. স্বৈরতন্ত্র
ii. একনায়কতন্ত্র
iii. সামরিকতন্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮১. আইয়ুব খানের দল হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) আওয়ামী মুসলিম লীগ
Ο খ) মোর্চা
Ο গ) এনডিএফ
Ο ঘ) কনভেনশন মুসলিম লীগ
সঠিক উত্তর: (ঘ)
১৮২. ভারত-পাকিস্তান যুদ্ধের ফলে এদেশে কী প্রভাব পড়ে?
Ο ক) আইয়ুববিরোধী চেতনা নিস্ক্রিয় হয়ে পড়ে
Ο খ) পাকিস্তানি শক্তির পতন ঘটে
Ο গ) কাশ্মীর ভারতের অধীনে যায়
Ο ঘ) আইয়ুববিরোধী চেতনা প্রবলভাবে জাগ্রত হয়
সঠিক উত্তর: (ঘ)
১৮৩. সাকিব তার স্কুলে ছাত্রদের সুযোগ-সুবিধার জন্য ছয়টি দফার একটি প্রস্তাব শিক্ষকদের কাছে পেশ করেন। সাকিবের মধ্যে আমরা কার প্রতিচ্ছবি দেখতে পাই?
Ο ক) মওলানা ভাসানী
Ο খ) এ.কে. ফজলুল হক
Ο গ) শেখ মুজিবুর রহমান
Ο ঘ) এ.কে. আজাদ
সঠিক উত্তর: (গ)
১৮৪. তুহিন ইতিহাসের ছাত্র হিসাবে ১৯৪৭ ও ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের মধ্যে মিল খোঁজার চেষ্টা করছে। সে ক্ষেত্রে কোনটিকে সে গ্রহণ করবে?
Ο ক) তাসখন্দ সমস্যা
Ο খ) পাঞ্জাব সমস্যা
Ο গ) কাশ্মীর সমস্যা
Ο ঘ) লাহোর সমস্যা
সঠিক উত্তর: (গ)
১৮৫. বাঙালিদের পক্ষে চাকরি লাভ সহজ ছিল না এর যৌক্তিক কারণ কোনটি?
i. ভৌগোলিক দূরত্ব
ii. পশ্চিম পাকিস্তানিদের একচেটিয়া অধিকার
iii. বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
১৮৬. সামরিক বাহিনীর বৈষম্যের কারণে সশস্ত্র বিপ্লবের জন্য সংগঠিত হতে থাকে-
i. বাঙালি অফিসার
ii. বাঙালি সেনাসদস্য
iii. পশ্চিম পাকিস্তানি অফিসার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮৭. ১৯৬৩ সালে বঙ্গবন্ধু গোপনে কোথায় গমন করেন?
Ο ক) ত্রিপুরায়
Ο খ) আগরতলায়
Ο গ) কলকাতায়
Ο ঘ) নয়াদিল্লিতে
সঠিক উত্তর: (ক)
১৮৮. ১৯৬৭ সালে ঢাকার জন্য ব্যয় করা হয় কত কোটি টাকা?
Ο ক) ২০
Ο খ) ২৫
Ο গ) ৩০
Ο ঘ) ৩৫
সঠিক উত্তর: (খ)
১৮৯. ছয় দফা কর্মসূচি ঘোষণার যথার্থ কারণ হল-
i. পাকিস্তানি ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি
ii. পূর্ব বাংলাকে দেশ হিসেবে স্বীকৃতি
iii. পাকিস্তানি ঔপনিবেশিক শোষণ থেকে মুক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৯০. ১৯৬২ সালের ছাত্রদে সংবিধানবিরোধী আন্দোলনের সমর্থন ব্যক্ত করেন-
i. বুদ্ধিজীবী
ii. শিক্ষক
iii. রাজনীতিবিদদের অনেকেই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯১. ইস্কান্দার মির্জা কত সালে সামরিক শাসন জারি করেন?
Ο ক) ১৯৫২
Ο খ) ১৯৫৪
Ο গ) ১৯৫৬
Ο ঘ) ১৯৫৮
সঠিক উত্তর: (ঘ)
১৯২. পাকিস্তানের বৈদেশিক সাহায্য বরাদ্দের ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পায় কত শতাংশ?
Ο ক) ২৬.২%
Ο খ) ২৬.৪%
Ο গ) ২৬.৬%
Ο ঘ) ২৬.৮%
সঠিক উত্তর: (গ)
১৯৩. জনাব ‘ক’ ছিলেন ইসলামি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট। ‘ক’ এর সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
Ο ক) ইস্কান্দার মির্জা
Ο খ) স্পিকার শাহেদ আলী
Ο গ) আইয়ুব খান
Ο ঘ) ইয়াহিয়া খান
সঠিক উত্তর: (ক)
১৯৪. বঙ্গবন্ধুসহ মামলার সকল অভিযুক্তরা কত তারিখে মুক্তি পান?
Ο ক) ১৯ ফেব্রুয়ারি ১৯৬৯
Ο খ) ২০ ফেব্রুয়ারি ১৯৬৯
Ο গ) ২১ ফেব্রুয়ারি ১৯৬৯
Ο ঘ) ২২ ফেব্রুয়ারি ১৯৬৯
সঠিক উত্তর: (গ)
১৯৫. বঙ্গবন্ধু কত তারিখে ১১ দফা দাবির প্রতি সমর্থন ব্যক্ত করে ছয়দফা ও এগারো দফা বাস্তবায়নে বলিষ্ঠ প্রতিশ্রুতি দেন?
Ο ক) ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
Ο খ) ২৪ ফেব্রুয়ারি ১৯৬৯
Ο গ) ২৫ ফেব্রুয়ারি ১৯৬৯
Ο ঘ) ২৬ ফেব্রুয়ারি ১৯৬৯
সঠিক উত্তর: (ক)
১৯৬. কে পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্রের প্রথম পেসিডেন্ট মনোনীত হন?
Ο ক) মুহম্মদ আলী জিন্নাহ
Ο খ) ইস্কান্দার মির্জা
Ο গ) আইয়ুব খান
Ο ঘ) মালিক ফিরোজ খান
সঠিক উত্তর: (খ)
১৯৭. কার মৃত্যুর খবরে ১৬ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে ঢাকাবাসী প্রচণ্ড ক্রোধে গর্জে উঠে?
Ο ক) সার্জেন্ট জহুরুল হকের
Ο খ) মাহবুব উদ্দিন চৌধুরীর
Ο গ) সার্জেন্ট আবদুল জলিলের
Ο ঘ) এম.এম. এম. রহমানের
সঠিক উত্তর: (ক)
১৯৮. ফিরোজ তার বোনকে বলল যে, আগরতলা ষড়যন্ত্র মামলার একজন অন্যতম আসামিকে গুলি করে হত্যা করলে মূলত গণ-অভ্যুত্থান চরম আকার রূপ নেয়? ফিরোজ কার নাম বলল?
Ο ক) এম.এম.এম. রহমানের
Ο খ) সার্জেন্ট জহুরুল হকের
Ο গ) এ.কে. এম.তাজুল ইসলামের
Ο ঘ) সার্জেন্ট আবদুল জলিলের
সঠিক উত্তর: (খ)
১৯৯. আইয়ুব সরকার কার কাছে নতি স্বীকার করে আগরতলা মামলা প্রত্যাহার করেন?
Ο ক) পশ্চিম পাকিস্তানের
Ο খ) ভারতের জনগণের
Ο গ) পূর্ব পাকিস্তানের
Ο ঘ) আগরতলার জনগণের
সঠিক উত্তর: (গ)
২০০. পাকিস্তানি শাসকরা জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন দিতে অনীহা প্রকাশ করেন কেন?
Ο ক) নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে
Ο খ) নির্বাচন দিলে বিশৃঙ্খলা হবে বলে
Ο গ) গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য
Ο ঘ) সমাজতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. মৌলিক গণতন্ত্রের আওতায় পাকিস্তানের উভয় অংশে কয়টি নির্বাচনি ইউনিট নিয়ে দেশের নির্বাচকমণ্ডলী গঠিত হয়?
Ο ক) ৫০,০০০
Ο খ) ৬০,০০০
Ο গ) ৭০,০০০
Ο ঘ) ৮০,০০০
সঠিক উত্তর: (ঘ)
১৫২. ইস্কান্দার মির্জার নানা কার্যক্রম আমাদের কোন ধারাকে ব্যহত করে?
Ο ক) সমাজতন্ত্রের বিকাশ
Ο খ) গণতন্ত্রের বিকাশ
Ο গ) পুঁজিবাদের বিকাশ
Ο ঘ) স্বৈরতন্ত্রের বিকাশ
সঠিক উত্তর: (খ)
১৫৩. ফাতেহা জিন্নাহ কে ছিলেন?
Ο ক) আইয়ুব খানের বোন
Ο খ) ইস্কান্দার মির্জার বোন
Ο গ) জুলফিকার আলী ভুট্টোর বোন
Ο ঘ) মুহাম্মদ আলী জিন্নাহর বোন
সঠিক উত্তর: (ঘ)
১৫৪. বাঙালির আশা আকাঙ্ক্ষা প্রতীক হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) ভাষা আন্দোলন
Ο খ) যুক্তফ্রন্ট
Ο গ) ছয় দফা
Ο ঘ) এগারো দফা
সঠিক উত্তর: (গ)
১৫৫. পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়-
Ο ক) লাহোর প্রস্তাব অনুসারে
Ο খ) কাশ্মীরে প্রস্তাব অনুসারে
Ο গ) তাসখন্দ চুক্তি অনুসারে
Ο ঘ) সুয়েজ পরিকল্পনা অনুসারে
সঠিক উত্তর: (ক)
১৫৬. শিল্পক্ষেত্রে পূর্ব পাকিস্তান কাদের উপর নির্ভরশীল ছিল?
Ο ক) ভারতের
Ο খ) শ্রীলঙ্কার
Ο গ) মায়ানমারের
Ο ঘ) পশ্চিম পাকিস্তানের
সঠিক উত্তর: (ঘ)
১৫৭. ১৯৫৮ সালের ৭ অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সংসদীয় সরকার উৎখাত করেন, এর যথার্থ কারণ হলো-
i. সামরিক শাসন জারি করা
ii. একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা
iii. কেন্দ্রীয় আইন পরিষদ সুদৃঢ় করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৮. ছাত্র অসন্তোষ মওলানা ভাসানীর নেতৃত্বে গণআন্দোলনে পরিণত হয় কত সালে?
Ο ক) ১৯৬৬
Ο খ) ১৯৬৭
Ο গ) ১৯৬৮
Ο ঘ) ১৯৬৯
সঠিক উত্তর: (গ)
১৫৯. ১৯৪৭-১৯৭০ পর্যন্ত পাকিস্তানের আমদানি ব্যয় পূর্ব পাকিস্তানির জন্য কত শতাংশ ছিল?
Ο ক) ৩১.১%
Ο খ) ৩১.২%
Ο গ) ৩১.৩%
Ο ঘ) ৩১.৪%
সঠিক উত্তর: (ক)
১৬০. ১৯৬৯ সালের মার্চ মাসে কত লোক সেনাবাহিনীর গুলিতে নিহত হন?
Ο ক) ৮০
Ο খ) ৮৫
Ο গ) ৯০
Ο ঘ) ৯৫
সঠিক উত্তর: (গ)
১৬১. আইয়ুব খানের ক্ষমতা ত্যাগের মূল কারণ কী?
Ο ক) সামরিক অভ্যুত্থান
Ο খ) পাকিস্তানের ব্যপক দুর্ভিক্ষ
Ο গ) গণঅভ্যুত্থান
Ο ঘ) পাকিস্তানের বিদেশি সাহায্য বন্ধ হওয়া
সঠিক উত্তর: (গ)
১৬২. আইয়ুব খান কত তারিখে সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করেন?
Ο ক) ২৪ মার্চ
Ο খ) ২৫ মার্চ
Ο গ) ২৬ মার্চ
Ο ঘ) ২৭ মার্চ
সঠিক উত্তর: (খ)
১৬৩. জনাব জুবায়ের দেশের জনগণের অধিকার আদায়ের জন্য অনেক সংগ্রাম করেন বিধায় তাকে ‘E’ নামক উপাধি দেওয়া হয়। জনাব জুবায়েরর সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
Ο ক) আইয়ুব খান
Ο খ) ইয়াহিয়া খান
Ο গ) শেখ মুজিবুর রহমান
Ο ঘ) মওলানা ভাসানী
সঠিক উত্তর: (গ)
১৬৪. পূর্ব পাকিস্তানিদের সাথে সামরিক বৈষম্য কীভাবে করা হতো?
Ο ক) সামরিক বাহিনীর অধিকাংশই এদের দখলে ছিল
Ο খ) সামরিক বাহিনীর সিংহভাগ দায়বার এদের বহন করতে হতো
Ο গ) বাঙালিদের সামরিক বাহিনী থেকে দূরে রাখার নীতি ছিল
Ο ঘ) বাংলার প্রতিরক্ষা প্রতি অবহেলা দেখানো হতো
সঠিক উত্তর: (ঘ)
১৬৫. পশ্চিম পাকিস্তানিরা বাংলাকে কোন বর্ণে শেখার ষড়যন্ত্র করে?
Ο ক) উর্দু
Ο খ) ইংরেজি
Ο গ) হিন্দি
Ο ঘ) আরবি
সঠিক উত্তর: (ঘ)
১৬৬. মৌলিক গণতন্ত্রের থানা পরিষদ স্তরটি কোথায় ছিল?
Ο ক) পূর্ব বাংলায়
Ο খ) পূর্ব পাকিস্তানে
Ο গ) পশ্চিম বাংলায়
Ο ঘ) পশ্চিম পাকিস্তানে
সঠিক উত্তর: (ক)
১৬৭. মৌলিক গণতন্ত্রের স্তরগুলো হলো-
i. ইউনিয়ন পরিষদ
ii. জেলা পরিষদ
iii. তহশিল পরিষদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬৮. ১৯৬২ সালে পাকিস্তানের মন্ত্রণালয়গুলোতে শীর্ষস্থানীয় কর্মকর্তার ৯৫৪ জনের মধ্যে বাঙালি ছিল কয় জন?
Ο ক) ১১৬ জন
Ο খ) ১১৭ জন
Ο গ) ১১৮ জন
Ο ঘ) ১১৯ জন
সঠিক উত্তর: (ঘ)
১৬৯. NDF এর নিস্ক্রিয়তার কারণ কী?
Ο ক) কনভেনশন মুসলিম লীগের বেরিয়ে যাওয়া
Ο খ) আওয়ামী লীগ-এর বেরিয়ে যাওয়া
Ο গ) নেজামে ইসলাম-এর বেরিয়ে যাওয়া
Ο ঘ) কাউন্সিল মুসলিম লীগের বেরিয়ে যাওয়া
সঠিক উত্তর: (খ)
১৭০. সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠনে ভূমিকা রাখে-
i. মতিয়া চৌধুরী
ii. রাশেদ খান মেনন
iii. তোফায়েল আহমেদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭১. রাশেদ ব্রিটিনের প্রখ্যাত আইনজীবী স্যার উইলিয়াম এমপিকে নিয়ে আলোচনা করছিল। উক্ত নামটি বাংলাদেশের কোন ঘটনার সাথে জড়িত?
Ο ক) ভাষা আন্দোলন
Ο খ) ৭০-এর নির্বাচন
Ο গ) গণঅভ্যুত্থান
Ο ঘ) আগরতলা মামলা
সঠিক উত্তর: (ঘ)
১৭২. গণঅভ্যুত্থান সফলতা তথা পরিপূর্ণতা পায় কত তারিখে?
Ο ক) ২২ মার্চ ১৯৬৯
Ο খ) ২৩ মার্চ ১৯৬৯
Ο গ) ২৪ মার্চ ১৯৬৯
Ο ঘ) ২৫ মার্চ ১৯৬৯
সঠিক উত্তর: (ঘ)
১৭৩. অনুচ্ছেদে যে বৈষম্যের কথা বলা হয়েছে সেখানে বাঙালিদের জন্য কত শতাংশ বরাদ্দ ছিল?
Ο ক) ৫%
Ο খ) ১০%
Ο গ) ১৫%
Ο ঘ) ২০%
সঠিক উত্তর: (ক)
১৭৪. কত তারিখ আওয়ামী লীগ ‘নির্যাতন প্রতিরোধ দিবস’ পালন করে?
Ο ক) ৮ ডিসেম্বর
Ο খ) ৯ ডিসেম্বর
Ο গ) ১০ ডিসেম্বর
Ο ঘ) ১২ ডিসেম্বর
সঠিক উত্তর: (গ)
১৭৫. আইয়ুবিরোধী আন্দোলনের জন্য সরকার কত তারিখে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়?
Ο ক) ৫ ফেব্রুয়ারি
Ο খ) ৬ ফেব্রুয়ারি
Ο গ) ৭ ফেব্রুয়ারি
Ο ঘ) ৮ ফেব্রুয়ারি
সঠিক উত্তর: (গ)
১৭৬. বাংলাদেশে গণঅভ্যুত্থান ঘটে কত সালে?
Ο ক) ১৯৬৮
Ο খ) ১৯৬৯
Ο গ) ১৯৭০
Ο ঘ) ১৯৭১
সঠিক উত্তর: (খ)
১৭৭. কাকে ক্ষমতা থেকে সরিয়ে ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করেন?
Ο ক) আইয়ুব খানকে
Ο খ) ইয়াহিয়া খানকে
Ο গ) মালিক ফিরোজ খানকে
Ο ঘ) নূরুল আমিন সরকারকে
সঠিক উত্তর: (গ)
১৭৮. পাকিস্তান সরকার বারবার বঙ্গবন্ধুকে গ্রেফতার করে জেলে পাঠান কেন?
Ο ক) রাজনৈতিক কর্মকাণ্ড রুদ্ধ করার জন্য
Ο খ) পশ্চিম পাকিস্তানকে অচল করার জন্য
Ο গ) বঙ্গবন্ধুর অনৈতিক কার্যকলাপের জন্য
Ο ঘ) বঙ্গবন্ধুর জনপ্রিয়তার জন্য
সঠিক উত্তর: (ক)
১৭৯. ছয় দফাকে আখ্যায়িত করার ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) আমাদের ন্যায্য দাবি
Ο খ) আমাদের মৌলিক দাবি
Ο গ) আমাদের বাঁচার দাবি
Ο ঘ) আমাদের শেষ দাবি
সঠিক উত্তর: (গ)
১৮০. পাকিস্তানি শাসকদের দেশ শাসনের মাধ্যমে হিসেবে অধিক যুক্তিযুক্ত-
i. স্বৈরতন্ত্র
ii. একনায়কতন্ত্র
iii. সামরিকতন্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮১. আইয়ুব খানের দল হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) আওয়ামী মুসলিম লীগ
Ο খ) মোর্চা
Ο গ) এনডিএফ
Ο ঘ) কনভেনশন মুসলিম লীগ
সঠিক উত্তর: (ঘ)
১৮২. ভারত-পাকিস্তান যুদ্ধের ফলে এদেশে কী প্রভাব পড়ে?
Ο ক) আইয়ুববিরোধী চেতনা নিস্ক্রিয় হয়ে পড়ে
Ο খ) পাকিস্তানি শক্তির পতন ঘটে
Ο গ) কাশ্মীর ভারতের অধীনে যায়
Ο ঘ) আইয়ুববিরোধী চেতনা প্রবলভাবে জাগ্রত হয়
সঠিক উত্তর: (ঘ)
১৮৩. সাকিব তার স্কুলে ছাত্রদের সুযোগ-সুবিধার জন্য ছয়টি দফার একটি প্রস্তাব শিক্ষকদের কাছে পেশ করেন। সাকিবের মধ্যে আমরা কার প্রতিচ্ছবি দেখতে পাই?
Ο ক) মওলানা ভাসানী
Ο খ) এ.কে. ফজলুল হক
Ο গ) শেখ মুজিবুর রহমান
Ο ঘ) এ.কে. আজাদ
সঠিক উত্তর: (গ)
১৮৪. তুহিন ইতিহাসের ছাত্র হিসাবে ১৯৪৭ ও ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের মধ্যে মিল খোঁজার চেষ্টা করছে। সে ক্ষেত্রে কোনটিকে সে গ্রহণ করবে?
Ο ক) তাসখন্দ সমস্যা
Ο খ) পাঞ্জাব সমস্যা
Ο গ) কাশ্মীর সমস্যা
Ο ঘ) লাহোর সমস্যা
সঠিক উত্তর: (গ)
১৮৫. বাঙালিদের পক্ষে চাকরি লাভ সহজ ছিল না এর যৌক্তিক কারণ কোনটি?
i. ভৌগোলিক দূরত্ব
ii. পশ্চিম পাকিস্তানিদের একচেটিয়া অধিকার
iii. বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
১৮৬. সামরিক বাহিনীর বৈষম্যের কারণে সশস্ত্র বিপ্লবের জন্য সংগঠিত হতে থাকে-
i. বাঙালি অফিসার
ii. বাঙালি সেনাসদস্য
iii. পশ্চিম পাকিস্তানি অফিসার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮৭. ১৯৬৩ সালে বঙ্গবন্ধু গোপনে কোথায় গমন করেন?
Ο ক) ত্রিপুরায়
Ο খ) আগরতলায়
Ο গ) কলকাতায়
Ο ঘ) নয়াদিল্লিতে
সঠিক উত্তর: (ক)
১৮৮. ১৯৬৭ সালে ঢাকার জন্য ব্যয় করা হয় কত কোটি টাকা?
Ο ক) ২০
Ο খ) ২৫
Ο গ) ৩০
Ο ঘ) ৩৫
সঠিক উত্তর: (খ)
১৮৯. ছয় দফা কর্মসূচি ঘোষণার যথার্থ কারণ হল-
i. পাকিস্তানি ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি
ii. পূর্ব বাংলাকে দেশ হিসেবে স্বীকৃতি
iii. পাকিস্তানি ঔপনিবেশিক শোষণ থেকে মুক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৯০. ১৯৬২ সালের ছাত্রদে সংবিধানবিরোধী আন্দোলনের সমর্থন ব্যক্ত করেন-
i. বুদ্ধিজীবী
ii. শিক্ষক
iii. রাজনীতিবিদদের অনেকেই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯১. ইস্কান্দার মির্জা কত সালে সামরিক শাসন জারি করেন?
Ο ক) ১৯৫২
Ο খ) ১৯৫৪
Ο গ) ১৯৫৬
Ο ঘ) ১৯৫৮
সঠিক উত্তর: (ঘ)
১৯২. পাকিস্তানের বৈদেশিক সাহায্য বরাদ্দের ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পায় কত শতাংশ?
Ο ক) ২৬.২%
Ο খ) ২৬.৪%
Ο গ) ২৬.৬%
Ο ঘ) ২৬.৮%
সঠিক উত্তর: (গ)
১৯৩. জনাব ‘ক’ ছিলেন ইসলামি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট। ‘ক’ এর সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
Ο ক) ইস্কান্দার মির্জা
Ο খ) স্পিকার শাহেদ আলী
Ο গ) আইয়ুব খান
Ο ঘ) ইয়াহিয়া খান
সঠিক উত্তর: (ক)
১৯৪. বঙ্গবন্ধুসহ মামলার সকল অভিযুক্তরা কত তারিখে মুক্তি পান?
Ο ক) ১৯ ফেব্রুয়ারি ১৯৬৯
Ο খ) ২০ ফেব্রুয়ারি ১৯৬৯
Ο গ) ২১ ফেব্রুয়ারি ১৯৬৯
Ο ঘ) ২২ ফেব্রুয়ারি ১৯৬৯
সঠিক উত্তর: (গ)
১৯৫. বঙ্গবন্ধু কত তারিখে ১১ দফা দাবির প্রতি সমর্থন ব্যক্ত করে ছয়দফা ও এগারো দফা বাস্তবায়নে বলিষ্ঠ প্রতিশ্রুতি দেন?
Ο ক) ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
Ο খ) ২৪ ফেব্রুয়ারি ১৯৬৯
Ο গ) ২৫ ফেব্রুয়ারি ১৯৬৯
Ο ঘ) ২৬ ফেব্রুয়ারি ১৯৬৯
সঠিক উত্তর: (ক)
১৯৬. কে পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্রের প্রথম পেসিডেন্ট মনোনীত হন?
Ο ক) মুহম্মদ আলী জিন্নাহ
Ο খ) ইস্কান্দার মির্জা
Ο গ) আইয়ুব খান
Ο ঘ) মালিক ফিরোজ খান
সঠিক উত্তর: (খ)
১৯৭. কার মৃত্যুর খবরে ১৬ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে ঢাকাবাসী প্রচণ্ড ক্রোধে গর্জে উঠে?
Ο ক) সার্জেন্ট জহুরুল হকের
Ο খ) মাহবুব উদ্দিন চৌধুরীর
Ο গ) সার্জেন্ট আবদুল জলিলের
Ο ঘ) এম.এম. এম. রহমানের
সঠিক উত্তর: (ক)
১৯৮. ফিরোজ তার বোনকে বলল যে, আগরতলা ষড়যন্ত্র মামলার একজন অন্যতম আসামিকে গুলি করে হত্যা করলে মূলত গণ-অভ্যুত্থান চরম আকার রূপ নেয়? ফিরোজ কার নাম বলল?
Ο ক) এম.এম.এম. রহমানের
Ο খ) সার্জেন্ট জহুরুল হকের
Ο গ) এ.কে. এম.তাজুল ইসলামের
Ο ঘ) সার্জেন্ট আবদুল জলিলের
সঠিক উত্তর: (খ)
১৯৯. আইয়ুব সরকার কার কাছে নতি স্বীকার করে আগরতলা মামলা প্রত্যাহার করেন?
Ο ক) পশ্চিম পাকিস্তানের
Ο খ) ভারতের জনগণের
Ο গ) পূর্ব পাকিস্তানের
Ο ঘ) আগরতলার জনগণের
সঠিক উত্তর: (গ)
২০০. পাকিস্তানি শাসকরা জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন দিতে অনীহা প্রকাশ করেন কেন?
Ο ক) নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে
Ο খ) নির্বাচন দিলে বিশৃঙ্খলা হবে বলে
Ο গ) গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য
Ο ঘ) সমাজতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History