ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১০ (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. ফজলুল হকের ক্ষেত্রে মুসলিম লীগের দেওয়া কোন ঘোষণাটি সমর্থনযোগ্য?
Ο ক) বেঈমান
Ο খ) রাজাকার
Ο গ) আলবদর
Ο ঘ) রাষ্ট্রদোহী
সঠিক উত্তর: (ঘ)
১৫২. ১৯৫৬ সালের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্র্য হচ্ছে-
i. প্রাদেশিক স্বায়ত্তশাসন
ii. বিচার বিভাগের স্বাধীনতা
iii. স্বাধীন নির্বাচন কমিশন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৩. পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এ ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকাটি প্রকাশিত হয় কত সালের কত তারিখে?
Ο ক) ১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর
Ο খ) ১৯৪৮ সালের ২৫ আগষ্ট
Ο গ) ১৯৪৯ সালের ৪ জানুয়ারি
Ο ঘ) ১৯৫২ সালের ২৬ মার্চ
সঠিক উত্তর: (ক)
১৫৪. বাংলাদেশের স্বাধীনতার পূর্বে যে দীর্ঘ সংগ্রাম চলেছিল তার প্রেরণা কোথা থেকে শুরু হয়?
Ο ক) ভাষা আন্দোলন
Ο খ) লাহোর প্রস্তাব
Ο গ) উনসত্তরের গণঅভ্যুত্থান
Ο ঘ) ছয় দফা আন্দোলন
সঠিক উত্তর: (ক)
১৫৫. আশিক একটি রাজনৈতিক দলের কথা বলেন। ঢাকার রোজ গার্ডেনে এর কর্মী সম্মেলন হয়। তিনশত জন শীর্ষ পর্যায়ের প্রতিনিধি এতে অংশ নেন। আশিকের বর্ণনানুযায়ী কোন দলের মিল পাওয়া যায়?
Ο ক) মুসলিম লীগ
Ο খ) কৃষক শ্রমিক লীগ
Ο গ) নেজামে ইসলাম
Ο ঘ) আওয়ামী মুসলিম লীগ
সঠিক উত্তর: (ঘ)
১৫৬. তফসিলি ফেডারেশন ১৯৫৪ সালের নির্বাচনে কয়টি আসন লাভ করে?
Ο ক) ২১টি
Ο খ) ২২টি
Ο গ) ২৩টি
Ο ঘ) ২৪টি
সঠিক উত্তর: (ঘ)
১৫৭. যুক্তফ্রন্ট মন্ত্রিপরিষদের বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকারের মন্ত্রী কে হয়েছিল?
Ο ক) আজিজুল হক
Ο খ) আবুল হোসেন সরকার
Ο গ) শেখ মুজিবুর রহমান
Ο ঘ) আবুল কাশেম
সঠিক উত্তর: (খ)
১৫৮. তীব্র আন্দোলনের মখে মুখ্যমন্ত্রী খাজা নাজিমু্দ্দীন আন্দোলনকারীদের সাথে আলোচনায় একটি চুক্তি স্বাক্ষর করেন। এ চুক্তিতে অন্তর্ভুক্ত ছিল-
i. গ্রেফতারকৃতদের মুক্তি
ii.উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব
iii. বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৫৯. পশ্চিম পাকিস্তানের কুশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ালে কোন দলটি জনগণের সমর্থন পেয়েছিল?
Ο ক) আওয়ামী মুসলিম লীগ
Ο খ) নেজামে ইসলামী
Ο গ) জাতীয় কংগ্রেস
Ο ঘ) কমিউনিস্ট
সঠিক উত্তর: (ক)
১৬০. আতিক বলেন, যে, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বেলা ১১টায় এই জায়গায় ছাত্রদের জনসমুদ্র পরিণত হয়। আতিকের বর্ণপ্রথা তৎকালীন সময়ের কোন জায়গার চিত্র পাওয়া যায়?
Ο ক) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা
Ο খ) ঢাকা মেডিকেল চত্বর
Ο গ) রেসকোর্স ময়দান
Ο ঘ) কুর্মিটোলা বিমানবন্দর
সঠিক উত্তর: (ক)
১৬১. নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তফ্রন্ট সরকার কোনটিকে বাংলা ভাষার গবেষণা প্রতিষ্ঠান করার ঘোষণা দেয়?
Ο ক) বর্ধমান হাউসকে
Ο খ) কার্জন হাউসকে
Ο গ) গণভবনকে
Ο ঘ) বঙ্গভবনকে
সঠিক উত্তর: (ক)
১৬২. বাংলাদেশের ইতিহাসে এক অনন্য সাধারণ ঘটনা হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) স্বদেশী আন্দোলন
Ο খ) অসহযোগ আন্দোলন
Ο গ) ফরায়েজী আন্দোলন
Ο ঘ) ভাষা আন্দোলন
সঠিক উত্তর: (ঘ)
১৬৩. আওয়ামী মুসলিম লীগ জন্মলগ্ন থেকেই কোনটির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিল?
Ο ক) স্বাধীনতার
Ο খ) ক্ষমতার
Ο গ) বৈষম্যের
Ο ঘ) প্রাদেশিক স্বায়ত্তশাসনের
সঠিক উত্তর: (ঘ)
১৬৪. পাকিস্তান সৃষ্টির সময় পূর্ববাংলায় কয়টি রাজনৈতিক দল বিদ্যমান ছিল?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
১৬৫. পৃথিবীতে ভাষার প্রশ্নে প্রথম শহিদ হন কারা?
Ο ক) ভারতীয়রা
Ο খ) ইংরেজিরা
Ο গ) বাঙালিরা
Ο ঘ) আফগানরা
সঠিক উত্তর: (গ)
১৬৬. মুসলিম লীগের অন্যায়, বৈষম্যমূলক, ব্যর্থ শাসনের বিরুদ্ধে কারা ঐক্যবদ্ধ প্রতিবাদ করেছিল?
Ο ক) পাকিস্তানিরা
Ο খ) বাঙালিরা
Ο গ) ইন্ডিয়ানরা
Ο ঘ) পতুর্গিজরা
সঠিক উত্তর: (খ)
১৬৭. রফিক, শফিক, সালাম, বরকত এই নামগুলো যে ঘটনার ভাবমূর্তিতে আমাদের মনে সঞ্চায়িত করে-
Ο ক) ৬ দফা আন্দোলন
Ο খ) ১১ দফা আন্দোলন
Ο গ) ভাষা আন্দোলন
Ο ঘ) সংস্কার আন্দোলন
সঠিক উত্তর: (গ)
১৬৮. সুজন, সেলিম ও রাহাত পল্টন যাচ্ছিল। কারণ, তাদের দেশের নতুন প্রধানমন্ত্রী রাষ্ট্রভাষা নিয়ে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। বাক্যটির ক্ষেত্রে নিচের যে তথ্যটি প্রযোজ্য-
i. খাজা নাজিমুদ্দিন প্রধানমন্ত্রী
ii. দিনটি ২৭ জানুয়ারি
iii. বাংলাকে রাষ্ট্রভাষা ঘোষণা করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৯. পাকিস্তানের কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্টের প্রতি ক্ষুদ্ধ হয়ে ওঠে যে কারণে-
i. ২১ ফেব্রুয়ারিকে সরকারি ছুটি ঘোষণা করায়
ii. বর্ধমান হাউস
iii. স্বাধীনতা দাবি করায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭০. ছয়দফা দাবি উত্থাপনের মাধ্যমে কোন দলটি জনগণের দল হিসেবে পরিণত হয়েছিল?
Ο ক) কমিউনিস্ট পার্টি
Ο খ) জাতীয় কংগ্রেস
Ο গ) আওয়ামী লীগ
Ο ঘ) মুসলিম লীগ
সঠিক উত্তর: (গ)
১৭১. কোন কারণে ড. মুহম্মদ শহিদুল্লাহসহ বাংলার বুদ্ধিজীবীরা প্রতিবাদের ঝড় তোলে?
Ο ক) মুসলিম লীগের নেতা নির্বাচন নিয়ে
Ο খ) মুসলিম লীগ নেতাদের রাষ্ট্রভাষা উর্দু করার সিদ্ধান্তে
Ο গ) মুসলিম লীগ নেতাদের দুর্নীতির বিরুদ্ধে
Ο ঘ) মুসলিম লীগ নেতাদের স্বার্থলোলুপতার বিরুদ্ধে
সঠিক উত্তর: (খ)
১৭২. যুক্তফ্রন্টে এ. কে. ফজলুল হকের নেতৃত্বাধীন দল ছিল কোনটি?
Ο ক) আওয়ামী লীগ
Ο খ) নেজামে ইসলামী
Ο গ) মুসলিম লীগ
Ο ঘ) জাতীয় কংগ্রেস
সঠিক উত্তর: (খ)
১৭৩. একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কী?
Ο ক) নথিপত্র
Ο খ) অতীত দণ্ডবিধি
Ο গ) রাষ্ট্রপতির আদেশ
Ο ঘ) সংবিধান
সঠিক উত্তর: (ঘ)
১৭৪. বাঙালি জাতি কিসের বিনিময়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছিল?
Ο ক) সোনার সিংহাসন
Ο খ) সোনালি আঁশ
Ο গ) পাকা ধান
Ο ঘ) তাজা রক্ত
সঠিক উত্তর: (ঘ)
১৭৫. কখন থেকে ২১ ফেব্রুয়ারি দিনটি বাঙালির শহিদ দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে?
Ο ক) ১৯৫২ সাল থেকে
Ο খ) ১৯৫৩ সাল থেকে
Ο গ) ১৯৫৪ সাল থেকে
Ο ঘ) ১৯৫৫ সাল থেকে
সঠিক উত্তর: (খ)
১৭৬. সালমান রহমান তার রাজনৈতিক দল থেকে পদত্যাগ করেন। কারণ, তার দল তার দেশের নেতৃবৃন্দের পকেট দলে পরিণত হয়। সালমান রহমানের রাজনৈতিক দলের নাম কী?
Ο ক) কমিউনিস্ট পার্টি
Ο খ) আওয়ামী মুসলিম লীগ
Ο গ) পাকিস্তান জাতীয় কংগ্রেস
Ο ঘ) মুসলিম লীগ
সঠিক উত্তর: (ঘ)
১৭৭. শহিদ মিনার কখন নির্মিত হয়?
Ο ক) ১৯৬১ খ্রিস্টাব্দে
Ο খ) ১৯৬২ খ্রিস্টাব্দে
Ο গ) ১৯৬৩ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৯৬৪ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (গ)
১৭৮. কোন তারিখে দেশের ছাত্রসমাজ বুদ্ধিজীবীদের উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করেছিল?
Ο ক) ২ মার্চ, ১৯৪৮
Ο খ) ২৬ মার্চ, ১৯৪৭
Ο গ) ২৫ ফেব্রুয়ারি, ১৯৪৮
Ο ঘ) ২০ জুন, ১৯৪৭
সঠিক উত্তর: (ক)
১৭৯. মুখ্যমন্ত্রী নুরুল আমিন ঢাকা শহরে ১৪৪ ধারা জারি করেন যে কারণে-
i. সভা-সমাবেশ নিষিদ্ধ করতে
ii. বিক্ষোভ মিছিল বন্ধ করতে
iii. নির্বাচনের সংহিসতা বন্ধ করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮০. কত সালে পাকিস্তানের সংবিধানিক শাসনের অবসান ঘটেছিল?
Ο ক) ১৯৫২ সালে
Ο খ) ১৯৫৬ সালে
Ο গ) ১৯৫৮ সালে
Ο ঘ) ১৯৬০ সালে
সঠিক উত্তর: (গ)
১৮১. ১৯৪৭ সালের পর মুসলিম লীগ দ্বিমুখী ধারায় বিভক্ত হয়ে পড়ে কেন?
Ο ক) দুর্নীতির কারণে
Ο খ) লাহোর প্রস্তাবের কারণে
Ο গ) অভ্যন্তরীণ কোন্দলে
Ο ঘ) আন্তর্জাতিক চাপে
সঠিক উত্তর: (গ)
১৮২. পুরো পাকিস্তান মোট জনগোষ্ঠীর কত ভাগ মানুষের ভাষা বাংলা ছিল?
Ο ক) ৫০ ভাগ
Ο খ) ৫২.৫০ ভাগ
Ο গ) ৫৫.৪০ ভাগ
Ο ঘ) ৫৬.৪০ ভাগ
সঠিক উত্তর: (ঘ)
১৮৩. মুসলিম লীগের সাংগঠিক দুর্বলতা দেখা দেয় কেন?
Ο ক) অন্তকোন্দলে
Ο খ) অর্থাভাবে
Ο গ) ৭ম পন্থী হওয়ায়
Ο ঘ) সংকীর্ণমনতার জন্য
সঠিক উত্তর: (ক)
১৮৪. কোন দলটির কুশাসনের বিরুদ্ধে আওয়ামী মুসলিম লীগ রুখে দাঁড়ালে জনগণের আস্থা পেয়েছিল?
Ο ক) কমিউনিস্ট পার্টি
Ο খ) মুসলিম লীগ
Ο গ) কৃষক প্রজাতন্ত্র
Ο ঘ) জাতীয় কংগ্রেস
সঠিক উত্তর: (খ)
১৮৫. বাংলা ভাষার প্রতি আঘাত করার কারণ কী ছিল?
Ο ক) বাঙালিদের শোষণ করা
Ο খ) বাংলা ভিত্তিহীন ভাষা
Ο গ) বাংলা হিন্দুদের ভাষা
Ο ঘ) উর্দু পবিত্র ভাষা
সঠিক উত্তর: (ক)
১৮৬. যুক্তফ্রন্ট সরকারের শেরে বাংলা এ কে ফজলুল হক তখন কোথায় সফর করেছিলেন?
Ο ক) করাচি
Ο খ) লাহোর
Ο গ) কলকাতা
Ο ঘ) ঢাকা
সঠিক উত্তর: (গ)
১৮৭. যুক্তফ্রন্ট কয়টি বিরোধী রাজনৈতিক দলের সম্বন্বয়ে গঠিত হয়?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (গ)
১৮৮. ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা’ সংগ্রাম পরিষদ’-এর কার্যক্রম ছিল-
i. বিক্ষোভ মিছিল করা
ii. দেশব্যাপী হরতাল
iii. ১৪৪ ধারা জারি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮৯. কোন সময় কারা কতৃপক্ষ ও স্থানীয় জনগণের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল?
Ο ক) মে মাসে
Ο খ) এপ্রিল মাসে
Ο গ) জুন মাসে
Ο ঘ) জুলাই মাসে
সঠিক উত্তর: (ক)
১৯০. আওয়ামী মুসলিম লীগ থেকে ‘মুসলিম’ শব্দটি বাতিল ও ৬ দফা দাবি যে সময়ের ঘটনাকে নির্দেশ করে-
i. মুসলিম শব্দটি বাতিল হয় ১৯৫৫ সালে
ii. ৬ দফা দাবি উত্থাপিত হয় ১৯৬৬ সালে
iii. ৬ দফা দাবি বাতিল করেন আবুল কাশেম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯১. কেন্দ্রীয় আইনসভা হিসেবে কাজ করার দায়িত্ব ছিল কাদের হাতে?
Ο ক) সাংসদদের
Ο খ) গণপরিষদের
Ο গ) চেয়ারম্যানদের
Ο ঘ) মন্ত্রীদের
সঠিক উত্তর: (খ)
১৯২. ২ মার্চ ১৯৪৮ সালে দেশের ছাত্রসমাজ বুদ্ধিজীবীদের উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো কোন পরিষদ গঠন করা হয়েছিল?
Ο ক) পূর্ব বাংলা সংগ্রাম পরিষদ
Ο খ) রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
Ο গ) পশ্চিম বাংলা সংগ্রাম পরিষধ
Ο ঘ) উর্দু ভাষা সংগ্রাম পরিষদ
সঠিক উত্তর: (খ)
১৯৩. আওয়ামী মুসলিম লীগ প্রাদেশিক স্বায়ত্তশাসনের ওপর গুরুত্ব দিয়ে কত দফা কর্মসূচি গ্রহণ করে?
Ο ক) ৪১ দফা
Ο খ) ৪২ দফা
Ο গ) ৪৩ দফা
Ο ঘ) ৪৪ দফা
সঠিক উত্তর: (খ)
১৯৪. শাসক দল হিসেবে মুসলিম লীগ শুরু থেকে যেভাবে দেশ পরিচালনা করতে থাকে-
i. গণতান্ত্রিকভাবে
ii. অসাংবিধানিকভাবে
iii. অগণতান্ত্রিকভাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৯৫. পাকিস্তান রাজনীতিতে কীভাবে বিরোধী রাজনৈতিক শূণ্যতা পূরণ করা হয়?
Ο ক) আওয়ামী লীগ গঠনের মাধ্যমে
Ο খ) মুসলিম লীগ গঠনের মাধ্যমে
Ο গ) কৃষক-প্রজা পার্টি গঠনের মাধ্যমে
Ο ঘ) পাকিস্তান কমিউনিস্ট পার্টি গঠনের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
১৯৬. আওয়ামী মুসলিম লীগ থেকে কত সালে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়?
Ο ক) ১৯৫৪ সালে
Ο খ) ১৯৫৫ সালে
Ο গ) ১৯৫৬ সালে
Ο ঘ) ১৯৫৭ সালে
সঠিক উত্তর: (খ)
১৯৭. আওয়ামী মুসলিম লীগের প্রথম জনসভা কোথায় অনুষ্ঠিত হয়?
Ο ক) আরমানিটোলায়
Ο খ) মিরপুর
Ο গ) পল্টনে
Ο ঘ) উত্তরায়
সঠিক উত্তর: (ক)
১৯৮. যুক্তফ্রন্ট সিদ্ধান্ত নেওয়া হয় কত সালে?
Ο ক) ১৯৫৪
Ο খ) ১৯৫৩
Ο গ) ১৯৫২
Ο ঘ) ১৯৫১
সঠিক উত্তর: (খ)
১৯৯. পাকিস্তান কখন সৃষ্টি হয়?
Ο ক) ১৯৪৬ সালের এপ্রিল মাসে
Ο খ) ১৯৪৬ সালের আগস্ট মাসে
Ο গ) ১৯৪৭ সালের এপ্রিল মাসে
Ο ঘ) ১৯৪৭ সালের আগস্ট মাসে
সঠিক উত্তর: (ঘ)
২০০. আওয়ামী লীগ কত সালে যুক্তফ্রন্ট গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করে?
Ο ক) ১৯৫২ সালে
Ο খ) ১৯৫৩ সালে
Ο গ) ১৯৫৪ সালে
Ο ঘ) ১৯৫৫ সালে
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. ফজলুল হকের ক্ষেত্রে মুসলিম লীগের দেওয়া কোন ঘোষণাটি সমর্থনযোগ্য?
Ο ক) বেঈমান
Ο খ) রাজাকার
Ο গ) আলবদর
Ο ঘ) রাষ্ট্রদোহী
সঠিক উত্তর: (ঘ)
১৫২. ১৯৫৬ সালের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্র্য হচ্ছে-
i. প্রাদেশিক স্বায়ত্তশাসন
ii. বিচার বিভাগের স্বাধীনতা
iii. স্বাধীন নির্বাচন কমিশন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৩. পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এ ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকাটি প্রকাশিত হয় কত সালের কত তারিখে?
Ο ক) ১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর
Ο খ) ১৯৪৮ সালের ২৫ আগষ্ট
Ο গ) ১৯৪৯ সালের ৪ জানুয়ারি
Ο ঘ) ১৯৫২ সালের ২৬ মার্চ
সঠিক উত্তর: (ক)
১৫৪. বাংলাদেশের স্বাধীনতার পূর্বে যে দীর্ঘ সংগ্রাম চলেছিল তার প্রেরণা কোথা থেকে শুরু হয়?
Ο ক) ভাষা আন্দোলন
Ο খ) লাহোর প্রস্তাব
Ο গ) উনসত্তরের গণঅভ্যুত্থান
Ο ঘ) ছয় দফা আন্দোলন
সঠিক উত্তর: (ক)
১৫৫. আশিক একটি রাজনৈতিক দলের কথা বলেন। ঢাকার রোজ গার্ডেনে এর কর্মী সম্মেলন হয়। তিনশত জন শীর্ষ পর্যায়ের প্রতিনিধি এতে অংশ নেন। আশিকের বর্ণনানুযায়ী কোন দলের মিল পাওয়া যায়?
Ο ক) মুসলিম লীগ
Ο খ) কৃষক শ্রমিক লীগ
Ο গ) নেজামে ইসলাম
Ο ঘ) আওয়ামী মুসলিম লীগ
সঠিক উত্তর: (ঘ)
১৫৬. তফসিলি ফেডারেশন ১৯৫৪ সালের নির্বাচনে কয়টি আসন লাভ করে?
Ο ক) ২১টি
Ο খ) ২২টি
Ο গ) ২৩টি
Ο ঘ) ২৪টি
সঠিক উত্তর: (ঘ)
১৫৭. যুক্তফ্রন্ট মন্ত্রিপরিষদের বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকারের মন্ত্রী কে হয়েছিল?
Ο ক) আজিজুল হক
Ο খ) আবুল হোসেন সরকার
Ο গ) শেখ মুজিবুর রহমান
Ο ঘ) আবুল কাশেম
সঠিক উত্তর: (খ)
১৫৮. তীব্র আন্দোলনের মখে মুখ্যমন্ত্রী খাজা নাজিমু্দ্দীন আন্দোলনকারীদের সাথে আলোচনায় একটি চুক্তি স্বাক্ষর করেন। এ চুক্তিতে অন্তর্ভুক্ত ছিল-
i. গ্রেফতারকৃতদের মুক্তি
ii.উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব
iii. বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৫৯. পশ্চিম পাকিস্তানের কুশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ালে কোন দলটি জনগণের সমর্থন পেয়েছিল?
Ο ক) আওয়ামী মুসলিম লীগ
Ο খ) নেজামে ইসলামী
Ο গ) জাতীয় কংগ্রেস
Ο ঘ) কমিউনিস্ট
সঠিক উত্তর: (ক)
১৬০. আতিক বলেন, যে, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বেলা ১১টায় এই জায়গায় ছাত্রদের জনসমুদ্র পরিণত হয়। আতিকের বর্ণপ্রথা তৎকালীন সময়ের কোন জায়গার চিত্র পাওয়া যায়?
Ο ক) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা
Ο খ) ঢাকা মেডিকেল চত্বর
Ο গ) রেসকোর্স ময়দান
Ο ঘ) কুর্মিটোলা বিমানবন্দর
সঠিক উত্তর: (ক)
১৬১. নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তফ্রন্ট সরকার কোনটিকে বাংলা ভাষার গবেষণা প্রতিষ্ঠান করার ঘোষণা দেয়?
Ο ক) বর্ধমান হাউসকে
Ο খ) কার্জন হাউসকে
Ο গ) গণভবনকে
Ο ঘ) বঙ্গভবনকে
সঠিক উত্তর: (ক)
১৬২. বাংলাদেশের ইতিহাসে এক অনন্য সাধারণ ঘটনা হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) স্বদেশী আন্দোলন
Ο খ) অসহযোগ আন্দোলন
Ο গ) ফরায়েজী আন্দোলন
Ο ঘ) ভাষা আন্দোলন
সঠিক উত্তর: (ঘ)
১৬৩. আওয়ামী মুসলিম লীগ জন্মলগ্ন থেকেই কোনটির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিল?
Ο ক) স্বাধীনতার
Ο খ) ক্ষমতার
Ο গ) বৈষম্যের
Ο ঘ) প্রাদেশিক স্বায়ত্তশাসনের
সঠিক উত্তর: (ঘ)
১৬৪. পাকিস্তান সৃষ্টির সময় পূর্ববাংলায় কয়টি রাজনৈতিক দল বিদ্যমান ছিল?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
১৬৫. পৃথিবীতে ভাষার প্রশ্নে প্রথম শহিদ হন কারা?
Ο ক) ভারতীয়রা
Ο খ) ইংরেজিরা
Ο গ) বাঙালিরা
Ο ঘ) আফগানরা
সঠিক উত্তর: (গ)
১৬৬. মুসলিম লীগের অন্যায়, বৈষম্যমূলক, ব্যর্থ শাসনের বিরুদ্ধে কারা ঐক্যবদ্ধ প্রতিবাদ করেছিল?
Ο ক) পাকিস্তানিরা
Ο খ) বাঙালিরা
Ο গ) ইন্ডিয়ানরা
Ο ঘ) পতুর্গিজরা
সঠিক উত্তর: (খ)
১৬৭. রফিক, শফিক, সালাম, বরকত এই নামগুলো যে ঘটনার ভাবমূর্তিতে আমাদের মনে সঞ্চায়িত করে-
Ο ক) ৬ দফা আন্দোলন
Ο খ) ১১ দফা আন্দোলন
Ο গ) ভাষা আন্দোলন
Ο ঘ) সংস্কার আন্দোলন
সঠিক উত্তর: (গ)
১৬৮. সুজন, সেলিম ও রাহাত পল্টন যাচ্ছিল। কারণ, তাদের দেশের নতুন প্রধানমন্ত্রী রাষ্ট্রভাষা নিয়ে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। বাক্যটির ক্ষেত্রে নিচের যে তথ্যটি প্রযোজ্য-
i. খাজা নাজিমুদ্দিন প্রধানমন্ত্রী
ii. দিনটি ২৭ জানুয়ারি
iii. বাংলাকে রাষ্ট্রভাষা ঘোষণা করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৯. পাকিস্তানের কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্টের প্রতি ক্ষুদ্ধ হয়ে ওঠে যে কারণে-
i. ২১ ফেব্রুয়ারিকে সরকারি ছুটি ঘোষণা করায়
ii. বর্ধমান হাউস
iii. স্বাধীনতা দাবি করায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭০. ছয়দফা দাবি উত্থাপনের মাধ্যমে কোন দলটি জনগণের দল হিসেবে পরিণত হয়েছিল?
Ο ক) কমিউনিস্ট পার্টি
Ο খ) জাতীয় কংগ্রেস
Ο গ) আওয়ামী লীগ
Ο ঘ) মুসলিম লীগ
সঠিক উত্তর: (গ)
১৭১. কোন কারণে ড. মুহম্মদ শহিদুল্লাহসহ বাংলার বুদ্ধিজীবীরা প্রতিবাদের ঝড় তোলে?
Ο ক) মুসলিম লীগের নেতা নির্বাচন নিয়ে
Ο খ) মুসলিম লীগ নেতাদের রাষ্ট্রভাষা উর্দু করার সিদ্ধান্তে
Ο গ) মুসলিম লীগ নেতাদের দুর্নীতির বিরুদ্ধে
Ο ঘ) মুসলিম লীগ নেতাদের স্বার্থলোলুপতার বিরুদ্ধে
সঠিক উত্তর: (খ)
১৭২. যুক্তফ্রন্টে এ. কে. ফজলুল হকের নেতৃত্বাধীন দল ছিল কোনটি?
Ο ক) আওয়ামী লীগ
Ο খ) নেজামে ইসলামী
Ο গ) মুসলিম লীগ
Ο ঘ) জাতীয় কংগ্রেস
সঠিক উত্তর: (খ)
১৭৩. একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কী?
Ο ক) নথিপত্র
Ο খ) অতীত দণ্ডবিধি
Ο গ) রাষ্ট্রপতির আদেশ
Ο ঘ) সংবিধান
সঠিক উত্তর: (ঘ)
১৭৪. বাঙালি জাতি কিসের বিনিময়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছিল?
Ο ক) সোনার সিংহাসন
Ο খ) সোনালি আঁশ
Ο গ) পাকা ধান
Ο ঘ) তাজা রক্ত
সঠিক উত্তর: (ঘ)
১৭৫. কখন থেকে ২১ ফেব্রুয়ারি দিনটি বাঙালির শহিদ দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে?
Ο ক) ১৯৫২ সাল থেকে
Ο খ) ১৯৫৩ সাল থেকে
Ο গ) ১৯৫৪ সাল থেকে
Ο ঘ) ১৯৫৫ সাল থেকে
সঠিক উত্তর: (খ)
১৭৬. সালমান রহমান তার রাজনৈতিক দল থেকে পদত্যাগ করেন। কারণ, তার দল তার দেশের নেতৃবৃন্দের পকেট দলে পরিণত হয়। সালমান রহমানের রাজনৈতিক দলের নাম কী?
Ο ক) কমিউনিস্ট পার্টি
Ο খ) আওয়ামী মুসলিম লীগ
Ο গ) পাকিস্তান জাতীয় কংগ্রেস
Ο ঘ) মুসলিম লীগ
সঠিক উত্তর: (ঘ)
১৭৭. শহিদ মিনার কখন নির্মিত হয়?
Ο ক) ১৯৬১ খ্রিস্টাব্দে
Ο খ) ১৯৬২ খ্রিস্টাব্দে
Ο গ) ১৯৬৩ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৯৬৪ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (গ)
১৭৮. কোন তারিখে দেশের ছাত্রসমাজ বুদ্ধিজীবীদের উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করেছিল?
Ο ক) ২ মার্চ, ১৯৪৮
Ο খ) ২৬ মার্চ, ১৯৪৭
Ο গ) ২৫ ফেব্রুয়ারি, ১৯৪৮
Ο ঘ) ২০ জুন, ১৯৪৭
সঠিক উত্তর: (ক)
১৭৯. মুখ্যমন্ত্রী নুরুল আমিন ঢাকা শহরে ১৪৪ ধারা জারি করেন যে কারণে-
i. সভা-সমাবেশ নিষিদ্ধ করতে
ii. বিক্ষোভ মিছিল বন্ধ করতে
iii. নির্বাচনের সংহিসতা বন্ধ করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮০. কত সালে পাকিস্তানের সংবিধানিক শাসনের অবসান ঘটেছিল?
Ο ক) ১৯৫২ সালে
Ο খ) ১৯৫৬ সালে
Ο গ) ১৯৫৮ সালে
Ο ঘ) ১৯৬০ সালে
সঠিক উত্তর: (গ)
১৮১. ১৯৪৭ সালের পর মুসলিম লীগ দ্বিমুখী ধারায় বিভক্ত হয়ে পড়ে কেন?
Ο ক) দুর্নীতির কারণে
Ο খ) লাহোর প্রস্তাবের কারণে
Ο গ) অভ্যন্তরীণ কোন্দলে
Ο ঘ) আন্তর্জাতিক চাপে
সঠিক উত্তর: (গ)
১৮২. পুরো পাকিস্তান মোট জনগোষ্ঠীর কত ভাগ মানুষের ভাষা বাংলা ছিল?
Ο ক) ৫০ ভাগ
Ο খ) ৫২.৫০ ভাগ
Ο গ) ৫৫.৪০ ভাগ
Ο ঘ) ৫৬.৪০ ভাগ
সঠিক উত্তর: (ঘ)
১৮৩. মুসলিম লীগের সাংগঠিক দুর্বলতা দেখা দেয় কেন?
Ο ক) অন্তকোন্দলে
Ο খ) অর্থাভাবে
Ο গ) ৭ম পন্থী হওয়ায়
Ο ঘ) সংকীর্ণমনতার জন্য
সঠিক উত্তর: (ক)
১৮৪. কোন দলটির কুশাসনের বিরুদ্ধে আওয়ামী মুসলিম লীগ রুখে দাঁড়ালে জনগণের আস্থা পেয়েছিল?
Ο ক) কমিউনিস্ট পার্টি
Ο খ) মুসলিম লীগ
Ο গ) কৃষক প্রজাতন্ত্র
Ο ঘ) জাতীয় কংগ্রেস
সঠিক উত্তর: (খ)
১৮৫. বাংলা ভাষার প্রতি আঘাত করার কারণ কী ছিল?
Ο ক) বাঙালিদের শোষণ করা
Ο খ) বাংলা ভিত্তিহীন ভাষা
Ο গ) বাংলা হিন্দুদের ভাষা
Ο ঘ) উর্দু পবিত্র ভাষা
সঠিক উত্তর: (ক)
১৮৬. যুক্তফ্রন্ট সরকারের শেরে বাংলা এ কে ফজলুল হক তখন কোথায় সফর করেছিলেন?
Ο ক) করাচি
Ο খ) লাহোর
Ο গ) কলকাতা
Ο ঘ) ঢাকা
সঠিক উত্তর: (গ)
১৮৭. যুক্তফ্রন্ট কয়টি বিরোধী রাজনৈতিক দলের সম্বন্বয়ে গঠিত হয়?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (গ)
১৮৮. ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা’ সংগ্রাম পরিষদ’-এর কার্যক্রম ছিল-
i. বিক্ষোভ মিছিল করা
ii. দেশব্যাপী হরতাল
iii. ১৪৪ ধারা জারি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮৯. কোন সময় কারা কতৃপক্ষ ও স্থানীয় জনগণের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল?
Ο ক) মে মাসে
Ο খ) এপ্রিল মাসে
Ο গ) জুন মাসে
Ο ঘ) জুলাই মাসে
সঠিক উত্তর: (ক)
১৯০. আওয়ামী মুসলিম লীগ থেকে ‘মুসলিম’ শব্দটি বাতিল ও ৬ দফা দাবি যে সময়ের ঘটনাকে নির্দেশ করে-
i. মুসলিম শব্দটি বাতিল হয় ১৯৫৫ সালে
ii. ৬ দফা দাবি উত্থাপিত হয় ১৯৬৬ সালে
iii. ৬ দফা দাবি বাতিল করেন আবুল কাশেম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯১. কেন্দ্রীয় আইনসভা হিসেবে কাজ করার দায়িত্ব ছিল কাদের হাতে?
Ο ক) সাংসদদের
Ο খ) গণপরিষদের
Ο গ) চেয়ারম্যানদের
Ο ঘ) মন্ত্রীদের
সঠিক উত্তর: (খ)
১৯২. ২ মার্চ ১৯৪৮ সালে দেশের ছাত্রসমাজ বুদ্ধিজীবীদের উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো কোন পরিষদ গঠন করা হয়েছিল?
Ο ক) পূর্ব বাংলা সংগ্রাম পরিষদ
Ο খ) রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
Ο গ) পশ্চিম বাংলা সংগ্রাম পরিষধ
Ο ঘ) উর্দু ভাষা সংগ্রাম পরিষদ
সঠিক উত্তর: (খ)
১৯৩. আওয়ামী মুসলিম লীগ প্রাদেশিক স্বায়ত্তশাসনের ওপর গুরুত্ব দিয়ে কত দফা কর্মসূচি গ্রহণ করে?
Ο ক) ৪১ দফা
Ο খ) ৪২ দফা
Ο গ) ৪৩ দফা
Ο ঘ) ৪৪ দফা
সঠিক উত্তর: (খ)
১৯৪. শাসক দল হিসেবে মুসলিম লীগ শুরু থেকে যেভাবে দেশ পরিচালনা করতে থাকে-
i. গণতান্ত্রিকভাবে
ii. অসাংবিধানিকভাবে
iii. অগণতান্ত্রিকভাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৯৫. পাকিস্তান রাজনীতিতে কীভাবে বিরোধী রাজনৈতিক শূণ্যতা পূরণ করা হয়?
Ο ক) আওয়ামী লীগ গঠনের মাধ্যমে
Ο খ) মুসলিম লীগ গঠনের মাধ্যমে
Ο গ) কৃষক-প্রজা পার্টি গঠনের মাধ্যমে
Ο ঘ) পাকিস্তান কমিউনিস্ট পার্টি গঠনের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
১৯৬. আওয়ামী মুসলিম লীগ থেকে কত সালে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়?
Ο ক) ১৯৫৪ সালে
Ο খ) ১৯৫৫ সালে
Ο গ) ১৯৫৬ সালে
Ο ঘ) ১৯৫৭ সালে
সঠিক উত্তর: (খ)
১৯৭. আওয়ামী মুসলিম লীগের প্রথম জনসভা কোথায় অনুষ্ঠিত হয়?
Ο ক) আরমানিটোলায়
Ο খ) মিরপুর
Ο গ) পল্টনে
Ο ঘ) উত্তরায়
সঠিক উত্তর: (ক)
১৯৮. যুক্তফ্রন্ট সিদ্ধান্ত নেওয়া হয় কত সালে?
Ο ক) ১৯৫৪
Ο খ) ১৯৫৩
Ο গ) ১৯৫২
Ο ঘ) ১৯৫১
সঠিক উত্তর: (খ)
১৯৯. পাকিস্তান কখন সৃষ্টি হয়?
Ο ক) ১৯৪৬ সালের এপ্রিল মাসে
Ο খ) ১৯৪৬ সালের আগস্ট মাসে
Ο গ) ১৯৪৭ সালের এপ্রিল মাসে
Ο ঘ) ১৯৪৭ সালের আগস্ট মাসে
সঠিক উত্তর: (ঘ)
২০০. আওয়ামী লীগ কত সালে যুক্তফ্রন্ট গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করে?
Ο ক) ১৯৫২ সালে
Ο খ) ১৯৫৩ সালে
Ο গ) ১৯৫৪ সালে
Ο ঘ) ১৯৫৫ সালে
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History