ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১০ (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পুরো নিয়ন্ত্রন কোন দলের হাতে এসেছিল?
Ο ক) জাতীয় কংগ্রেস
Ο খ) নেজামে ইসলাম
Ο গ) কৃষক প্রজাতন্ত্র
Ο ঘ) আওয়ামী লীগ
সঠিক উত্তর: (ঘ)
২০২. বাংলাদেশের ইতিহাসে ১৯৫২ সালে কোন আন্দোলন এক অনন্য ঘটনা ছিল?
Ο ক) শিক্ষা আন্দোলন
Ο খ) ভাষা আন্দোলন
Ο গ) মুক্তিযুদ্ধের আন্দোলন
Ο ঘ) ছয়দফা আন্দোলন
সঠিক উত্তর: (খ)
২০৩. সরকার পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনের তারিখ ধার্য করে কোন তারিখে?
Ο ক) ৮/৩/১৯৫৪
Ο খ) ৯/৩/১৯৫৪
Ο গ) ১০/৩/১৯৫৪
Ο ঘ) ১২/৩/১৯৫৪
সঠিক উত্তর: (ক)
২০৪. ‘পাকিস্তানের রাস্ট্রভাষা বাংলা না উর্দু’ বইটির বৈশিষ্ট্য হলো-
Ο ক) উর্দু ভাষার ওপর গুরুত্বরোপ
Ο খ) বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া
Ο গ) বাংলা ভাষাকে সমালোচনা
Ο ঘ) উর্দু ব্যাকরণের সমালোচনা
সঠিক উত্তর: (খ)
২০৫. যুক্তফ্রন্টে গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠতে পারেনি কেন?
Ο ক) ক্ষমতার দ্বন্ধে
Ο খ) সাংস্কৃতিক বৈষম্যের কারণে
Ο গ) অশিক্ষার কারণে
Ο ঘ) দুর্বল সামাজিক অবকাঠার জন্য
সঠিক উত্তর: (ক)
২০৬. কমল বলেন যে, জাতীয় পরিষদে বাংলা ভাষা বিষয়টি নিয়ে বিতর্কে এক ব্যক্তির দেওয়া সংশোধনী প্রস্তাব অনুযায়ী উর্দুর পাশাপাশি বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা স্বীকৃতি দেওয়া হয়। কমল কার কথা বলেছে?
Ο ক) আলাউদ্দিন আহমেদ
Ο খ) আদেল উদ্দিন আহমদ
Ο গ) আনোয়ার আহমদ
Ο ঘ) আশরাফ উদ্দিন আহমদ
সঠিক উত্তর: (খ)
২০৭. কার নেতৃত্বে ৬ ডিসেম্বর রাষ্ট্রভাষা নিয়ে সভা ও প্রতিবাদ করা হয়েছিল?
Ο ক) কাজী মোতাহার হোসেন
Ο খ) ড. মুহাম্মদ শহিদুল্লাহ
Ο গ) অধ্যাপক আবুল কাশেম
Ο ঘ) মওলানা ভাসানী
সঠিক উত্তর: (গ)
২০৮. কত সালে প্রতিবেদনটি পেশ করলে পূর্ব বাংলায় ব্যপক প্রতিবাদ উঠেছিল?
Ο ক) ১৯৫০ সালের সেপ্টেম্বরে
Ο খ) ১৯৫২ সালের মার্চে
Ο গ) ১৯৫৪ সালের জুনে
Ο ঘ) ১৯৫৫ সালের মার্চে
সঠিক উত্তর: (ক)
২০৯. মাহমুদ বাঙালি জাতীয়তাবাদের প্রথম প্রেরণার কথা বলেন। তখন তিনি কতগুলো জাতীয় আন্দোলনের নাম উল্লেখ করেন। সেগুলো হলো-
i. ভাষা আন্দোলন
ii. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি
iii. ৪৭-এর দেশভাগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১০. কোন শব্দটি আওয়ামী মুসলিম লীগ থেকে বাদ দেওয়া হয়েছিল?
Ο ক) আওয়ামী
Ο খ) মুসলিম
Ο গ) লীগ
Ο ঘ) আওয়ামী মুসলিম
সঠিক উত্তর: (খ)
২১১. উর্দুকে রাষ্ট্রভাষার ঘোষণার প্রতিবাদ করে সিরাজ ও তার বন্ধুরা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের নেতৃত্বে ভাষা আন্দোলনের প্রথম সংগঠনটি গঠন করে। সংগঠনটির নাম হলো-
Ο ক) রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
Ο খ) বাংলা ভাষা সংগ্রাম পরিষদ
Ο গ) রাষ্ট্রভাষা বাংলা সংগ্রাম পরিষদ
Ο ঘ) তমদ্দুন মজলিশ
সঠিক উত্তর: (ঘ)
২১২. কোন নির্বাচনের ফলে পূর্ব বাংলার রাজনৈতিক ধর্মনিরপেক্ষ ধারায় সৃষ্টি হয়?
Ο ক) ১৯৫৪ সালের নির্বাচন
Ο খ) ১৯৫৬ সালের নির্বাচন
Ο গ) ১৯৭০ সালের নির্বাচন
Ο ঘ) ১৯৭৬ সালের নির্বাচন
সঠিক উত্তর: (ক)
২১৩. যুক্তফ্রন্টের মন্ত্রিপরিষদের কৃষি সমবায় ও পল্লী উন্নয়ন বিভাগের দায়িত্ব কে পেয়েছিল?
Ο ক) শেখ মুজিবুর রহমান
Ο খ) এ কে ফজলুল হক
Ο গ) আজিজুল হক
Ο ঘ) আবুল হোসেন
সঠিক উত্তর: (ক)
২১৪. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কেন?
Ο ক) ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানে
Ο খ) অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে
Ο গ) ভাষা আন্দোলন বেগবান করতে
Ο ঘ) ভাষা আন্দোলন দমন করতে
সঠিক উত্তর: (ক)
২১৫. কোথায় যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়?
Ο ক) ঢাকায়
Ο খ) কুমিল্লায়
Ο গ) টাঙ্গাইলে
Ο ঘ) ময়মনসিংহে
সঠিক উত্তর: (ঘ)
২১৬. কত তারিখে দ্বিতীয় বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
Ο ক) ২ মার্চ
Ο খ) ৩ মার্চ
Ο গ) ৪ মার্চ
Ο ঘ) ৫ মার্চ
সঠিক উত্তর: (ক)
২১৭. কেন পূর্ব বাংলা সংবিধান প্রণয়নের দাবি করেন?
Ο ক) যুক্তফ্রন্ট গঠনের জন্য
Ο খ) প্রাদেশিক স্বায়ত্তশাসনের জন্য
Ο গ) সমাজতন্ত্র কায়েমের জন্যে
Ο ঘ) ধর্মনিরপেক্ষতার নীতির জন্য
সঠিক উত্তর: (খ)
২১৮. দ্বিমুখী ধারায় বিভক্ত হয়েছিল কোন দলটি?
Ο ক) জাতীয় কংগ্রেস
Ο খ) মুসলিম লীগ
Ο গ) জাতীয় পার্টি
Ο ঘ) কমিউনিস্ট
সঠিক উত্তর: (খ)
২১৯. ১৯৫২ সালে ২৩ ফেব্রুয়ারি কোন ব্যক্তির পিতা শহিদ মিনার এর উদ্ধোধন করেন?
Ο ক) শহিদ আসাদের পিতা
Ο খ) শহিদ রফিকের পিতা
Ο গ) মুসলিম লীগ গঠন
Ο ঘ) শিক্ষা আন্দোলন
সঠিক উত্তর: (খ)
২২০. কেন্দ্রীয় মুসলিম লীগ কত সালের ভারত শাসন আইন অনুযায়ী যুক্তফ্রন্ট মন্ত্রিপরিষদ বাতিল করছিল?
Ο ক) ১৯২৫ সাল
Ο খ) ১৯২৮ সাল
Ο গ) ১৯৩০ সাল
Ο ঘ) ১৯৩৫ সাল
সঠিক উত্তর: (ঘ)
২২১. জন্ম থেকে আওয়ামী মুসলিম লীগ বিশ্বাসী ছিল-
i. অসাম্প্রদায়িক চেতনায়
ii. সাংস্কৃতিক চেতনায়
iii. ধর্মনিরপেক্ষ রাজনৈতিক চেতনায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২২২. নিখিল পাকিস্তান সম্মেলনে বাংলা ভাষা আরবি হরফে লেখার প্রস্তাব করলে, এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন কে?
Ο ক) ড. মুহম্মদ শহিদুল্লাহ
Ο খ) অধ্যাপক আবুল কাশেম
Ο গ) ড. কাজী মোতাহার হোসেন
Ο ঘ) কবি জসীম উদদীন
সঠিক উত্তর: (ক)
২২৩. যে কারণে আন্দোলন ব্যাপক রূপ লাভ করে-
i. পাকিস্তানিদের অন্যায় সিদ্ধান্তের কারণে
ii. বাংলাকে উপেক্ষিত করায়
iii. মাতৃভাষা বাংলার দাবিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২৪. শেরেবাংলা এ.কে. ফজলুল হক যুক্তফ্রন্ট মন্ত্রিসভার ছিলেন-
i. মুখ্যমন্ত্রী
ii. অর্থমন্ত্রী
iii. স্বরাষ্ট্রমন্ত্রী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২৫. পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে যে ধরনের বিষয়ে অমিল ছিল-
i. ইতিহাস
ii. ঐতিহ্য
iii. ভাষা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২৬. ভাষার ব্যাপারে পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানিদের সাথে আপস করেনি। এর যোক্তিক কারণ হলো-
Ο ক) পূর্বশত্রুতা
Ο খ) মাতৃভাষা বলে
Ο গ) সহজ ভাষা বলে
Ο ঘ) উর্দু কঠিন বলে
সঠিক উত্তর: (খ)
২২৭. ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির সময় পূর্ব বাংলার বিদ্যমান রাজনৈতিক দলের মধ্যে কোনটি সমর্থনযোগ্য-
i. মুসলিম লীগ
ii. জাতীয় কংগ্রেস
iii. কমুনিস্ট পার্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২৮. কার নেতৃত্বের যুক্তফ্রন্টের মন্ত্রিসভা গঠিত হয়েছিল?
Ο ক) শেখ মুজিবুর রহমান
Ο খ) এ কে ফজলুল হকের
Ο গ) শামসুল হকের
Ο ঘ) আবুল কাশেমের
সঠিক উত্তর: (খ)
২২৯. ভাষা আন্দোলনের পটভূমি সৃষ্টিতে তুমি কোনটি অধিক গুরুত্ব দেবে?
Ο ক) সাংস্কৃতিক অমিল
Ο খ) ছাত্রদের প্রতিবাদী মনোভাব
Ο গ) মুসলিম লীগের সমালোচনা
Ο ঘ) উর্দু ব্যাকরণের সমালোচনা
সঠিক উত্তর: (ক)
২৩০. কিসের প্রতি অবমাননা বাঙালির মনকে প্রবল নাড়া দিয়েছিল?
Ο ক) অর্থনীতি
Ο খ) ধর্ম
Ο গ) রাজনীতি
Ο ঘ) মাতৃভাষা
সঠিক উত্তর: (ঘ)
২৩১. ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতির কোনটিই বাংলাদেশের সাথে মিল ছিল না কোন দেশটির?
Ο ক) ভারত
Ο খ) মায়ানমার
Ο গ) নেপাল
Ο ঘ) পাকিস্তান
সঠিক উত্তর: (ঘ)
২৩২. হ্যাপি ২১ ফেব্রুয়ারি সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদন করে। এছাড়াও যে বিষয় বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছে-
i. লাঠিখেলা
ii. প্রভাতফেরি
iii. প্রভাতফেরির গঠন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৩৩. আওয়ামী লীগ কীভাবে প্রকৃতই জনগণের দলে পরিণত হয়?
Ο ক) যুক্তফ্রন্ট নির্বাচনের দ্বারা
Ο খ) লাহোর প্রস্তাবের কারণে
Ο গ) ১১ দফার কারণে
Ο ঘ) ৬ দফার কারণে
সঠিক উত্তর: (ঘ)
২৩৪. পাকিস্তান মুসলিম লীগ এর পূর্বনাম কি ছিল?
Ο ক) নিখিল ভারত
Ο খ) নিখিল পাকিস্তান লীগ
Ο গ) আওয়ামী লীগ
Ο ঘ) কম্যুনিস্ট
সঠিক উত্তর: (ক)
২৩৫. পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী বাংলাকে উপেক্ষিত করে যেকোনা ভাবে উর্দুকে রাষ্ট্রভাষা করতে বদ্ধপরিকর ছিল্ এতে যে বিষয়টি প্রকাশ পেয়েছে-
i. উর্দুপ্রীতি
ii. বৈষম্য
iii. সাংস্কৃতিক ষড়যন্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৩৬. আওয়ামী লীগ খুব দ্রুত জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয় যে কারণে-
i. মুসলিম লীগের কুশাসনের বিরোধিতা করায়
ii. পশ্চিম পাকিস্তানের কুশাসনের বিরোধিতা করায়
iii. ব্যাপক উন্নয়নমূলক কার্যক্রম সম্পন্ন করায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩৭. পাকিস্তান প্রতিষ্ঠার পর মুসলিম লীগ-এ ভাঙন দেখা দেওয়ার কারণ-
i. দলে নেতাদের অগণতান্ত্রিক আচরণ
ii. ইসলাম ধর্মের প্রতি অবমাননা
iii. বাংলা ভাষার প্রতি অবমাননা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৩৮. কোন দশকে স্বাধিকার আদায়ের জাতীয়তাবাদী রাজনৈতিক আন্দোলন শুরু হয়?
Ο ক) পঞ্চাশের দশকে
Ο খ) ষাটের দশকে
Ο গ) সত্তরের দশকে
Ο ঘ) আশির দশকে
সঠিক উত্তর: (খ)
২৩৯. আওয়ামী মুসলিম লীগ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ১৯৫০
Ο খ) ১৯৪৯
Ο গ) ১৯৪৮
Ο ঘ) ১৯৪৭
সঠিক উত্তর: (খ)
২৪০. দ্বিতীয় প্রতিবেদনটি মূলনীতি কমিটি কত সালে প্রকাশ করেছিল?
Ο ক) ১৯৪৮ সালে
Ο খ) ১৯৫০ সালে
Ο গ) ১৯৫২ সালে
Ο ঘ) ১৯৫৪ সালে
সঠিক উত্তর: (গ)
২৪১. পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন কত সালে কত তারিখে অনুষ্ঠিত হয়?
Ο ক) ১৯৪৮ সালের ২৬ মার্চ
Ο খ) ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি
Ο গ) ১৯৪৮ সালের ১৫ আগষ্ট
Ο ঘ) ১৯৪৮ সালের ২৫ নভেম্বর
সঠিক উত্তর: (খ)
২৪২. কোন সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল?
Ο ক) ১৯৪৯ সালে
Ο খ) ১৯৫০ সালে
Ο গ) ১৯৫১ সালে
Ο ঘ) ১৯৫২ সালে
সঠিক উত্তর: (গ)
২৪৩. ‘পূর্ব বাংলা ভাষা কমিটি’ কত সালে গঠিত হয়?
Ο ক) ১৯৪৬ সালে
Ο খ) ১৯৪৭ সালে
Ο গ) ১৯৪৮ সালে
Ο ঘ) ১৯৪৯ সালে
সঠিক উত্তর: (ঘ)
২৪৪. ধীরে ধীরে মুসলিম লীগের অবস্থা কিরূপ হয়েছিল?
Ο ক) জনবিচ্ছিন্ন
Ο খ) জনসমুদ্র
Ο গ) জনসংযোগপূর্ণ
Ο ঘ) জনকল্যাণমূলক
সঠিক উত্তর: (ক)
২৪৫. ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ সংগঠনটি সম্পর্কে যে কথাটি সঠিক-
i. ৩১ জানুয়ারি গঠিত হয়
ii. আহবায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব
iii. ২১ ফেব্রুয়ারী দেশব্যাপী হরতাল করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪৬. কত সালে পাকিস্তানের সংবিধান রচিত হয়েছিল?
Ο ক) ১৯৪৮ সালে
Ο খ) ১৯৫০ সালে
Ο গ) ১৯৫২ সালে
Ο ঘ) ১৯৫৬ সালে
সঠিক উত্তর: (ঘ)
২৪৭. পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
Ο ক) লিয়াকত আলী খান
Ο খ) এ কে ফজলুল হক
Ο গ) মওলান ভাসানী
Ο ঘ) মোহাম্মদ আলী জিন্নাহ
সঠিক উত্তর: (ক)
২৪৮. জিহান অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে উর্দুকে রাষ্ট্রভাষার প্রতিবাদে মিছিল বের করে। এ দিনটি কত তারিখ ছিল?
Ο ক) ৪ ডিসেম্বর
Ο খ) ৬ ডিসেম্বর
Ο গ) ৮ ডিসেম্বর
Ο ঘ) ১০ ডিসেম্বর
সঠিক উত্তর: (খ)
২৪৯. পাকিস্তান সৃষ্টি আন্দোলনে বাঙালি নেতৃবৃন্দের প্রচেষ্টা, উদ্যোগ ও আত্মত্যাগ পশ্চিম পাকিস্তানের কোন দলের নেতারা ভুলে গিয়েছিলেন?
Ο ক) কমিউনিস্টের
Ο খ) মুসলিম লীগের
Ο গ) কৃষক প্রজাতন্ত্রের
Ο ঘ) জাতীয় কংগ্রেসের
সঠিক উত্তর: (খ)
২৫০. যুক্তফ্রন্টে হাজী দানেশের নেতৃত্বাধীন দল কোনটি?
Ο ক) বামপন্থী গণতন্ত্রী দল
Ο খ) মুসলিম লীগ
Ο গ) কমিউনিস্ট পার্টি
Ο ঘ) কৃষক শ্রমিক লীগ
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পুরো নিয়ন্ত্রন কোন দলের হাতে এসেছিল?
Ο ক) জাতীয় কংগ্রেস
Ο খ) নেজামে ইসলাম
Ο গ) কৃষক প্রজাতন্ত্র
Ο ঘ) আওয়ামী লীগ
সঠিক উত্তর: (ঘ)
২০২. বাংলাদেশের ইতিহাসে ১৯৫২ সালে কোন আন্দোলন এক অনন্য ঘটনা ছিল?
Ο ক) শিক্ষা আন্দোলন
Ο খ) ভাষা আন্দোলন
Ο গ) মুক্তিযুদ্ধের আন্দোলন
Ο ঘ) ছয়দফা আন্দোলন
সঠিক উত্তর: (খ)
২০৩. সরকার পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনের তারিখ ধার্য করে কোন তারিখে?
Ο ক) ৮/৩/১৯৫৪
Ο খ) ৯/৩/১৯৫৪
Ο গ) ১০/৩/১৯৫৪
Ο ঘ) ১২/৩/১৯৫৪
সঠিক উত্তর: (ক)
২০৪. ‘পাকিস্তানের রাস্ট্রভাষা বাংলা না উর্দু’ বইটির বৈশিষ্ট্য হলো-
Ο ক) উর্দু ভাষার ওপর গুরুত্বরোপ
Ο খ) বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া
Ο গ) বাংলা ভাষাকে সমালোচনা
Ο ঘ) উর্দু ব্যাকরণের সমালোচনা
সঠিক উত্তর: (খ)
২০৫. যুক্তফ্রন্টে গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠতে পারেনি কেন?
Ο ক) ক্ষমতার দ্বন্ধে
Ο খ) সাংস্কৃতিক বৈষম্যের কারণে
Ο গ) অশিক্ষার কারণে
Ο ঘ) দুর্বল সামাজিক অবকাঠার জন্য
সঠিক উত্তর: (ক)
২০৬. কমল বলেন যে, জাতীয় পরিষদে বাংলা ভাষা বিষয়টি নিয়ে বিতর্কে এক ব্যক্তির দেওয়া সংশোধনী প্রস্তাব অনুযায়ী উর্দুর পাশাপাশি বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা স্বীকৃতি দেওয়া হয়। কমল কার কথা বলেছে?
Ο ক) আলাউদ্দিন আহমেদ
Ο খ) আদেল উদ্দিন আহমদ
Ο গ) আনোয়ার আহমদ
Ο ঘ) আশরাফ উদ্দিন আহমদ
সঠিক উত্তর: (খ)
২০৭. কার নেতৃত্বে ৬ ডিসেম্বর রাষ্ট্রভাষা নিয়ে সভা ও প্রতিবাদ করা হয়েছিল?
Ο ক) কাজী মোতাহার হোসেন
Ο খ) ড. মুহাম্মদ শহিদুল্লাহ
Ο গ) অধ্যাপক আবুল কাশেম
Ο ঘ) মওলানা ভাসানী
সঠিক উত্তর: (গ)
২০৮. কত সালে প্রতিবেদনটি পেশ করলে পূর্ব বাংলায় ব্যপক প্রতিবাদ উঠেছিল?
Ο ক) ১৯৫০ সালের সেপ্টেম্বরে
Ο খ) ১৯৫২ সালের মার্চে
Ο গ) ১৯৫৪ সালের জুনে
Ο ঘ) ১৯৫৫ সালের মার্চে
সঠিক উত্তর: (ক)
২০৯. মাহমুদ বাঙালি জাতীয়তাবাদের প্রথম প্রেরণার কথা বলেন। তখন তিনি কতগুলো জাতীয় আন্দোলনের নাম উল্লেখ করেন। সেগুলো হলো-
i. ভাষা আন্দোলন
ii. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি
iii. ৪৭-এর দেশভাগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১০. কোন শব্দটি আওয়ামী মুসলিম লীগ থেকে বাদ দেওয়া হয়েছিল?
Ο ক) আওয়ামী
Ο খ) মুসলিম
Ο গ) লীগ
Ο ঘ) আওয়ামী মুসলিম
সঠিক উত্তর: (খ)
২১১. উর্দুকে রাষ্ট্রভাষার ঘোষণার প্রতিবাদ করে সিরাজ ও তার বন্ধুরা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের নেতৃত্বে ভাষা আন্দোলনের প্রথম সংগঠনটি গঠন করে। সংগঠনটির নাম হলো-
Ο ক) রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
Ο খ) বাংলা ভাষা সংগ্রাম পরিষদ
Ο গ) রাষ্ট্রভাষা বাংলা সংগ্রাম পরিষদ
Ο ঘ) তমদ্দুন মজলিশ
সঠিক উত্তর: (ঘ)
২১২. কোন নির্বাচনের ফলে পূর্ব বাংলার রাজনৈতিক ধর্মনিরপেক্ষ ধারায় সৃষ্টি হয়?
Ο ক) ১৯৫৪ সালের নির্বাচন
Ο খ) ১৯৫৬ সালের নির্বাচন
Ο গ) ১৯৭০ সালের নির্বাচন
Ο ঘ) ১৯৭৬ সালের নির্বাচন
সঠিক উত্তর: (ক)
২১৩. যুক্তফ্রন্টের মন্ত্রিপরিষদের কৃষি সমবায় ও পল্লী উন্নয়ন বিভাগের দায়িত্ব কে পেয়েছিল?
Ο ক) শেখ মুজিবুর রহমান
Ο খ) এ কে ফজলুল হক
Ο গ) আজিজুল হক
Ο ঘ) আবুল হোসেন
সঠিক উত্তর: (ক)
২১৪. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কেন?
Ο ক) ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানে
Ο খ) অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে
Ο গ) ভাষা আন্দোলন বেগবান করতে
Ο ঘ) ভাষা আন্দোলন দমন করতে
সঠিক উত্তর: (ক)
২১৫. কোথায় যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়?
Ο ক) ঢাকায়
Ο খ) কুমিল্লায়
Ο গ) টাঙ্গাইলে
Ο ঘ) ময়মনসিংহে
সঠিক উত্তর: (ঘ)
২১৬. কত তারিখে দ্বিতীয় বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
Ο ক) ২ মার্চ
Ο খ) ৩ মার্চ
Ο গ) ৪ মার্চ
Ο ঘ) ৫ মার্চ
সঠিক উত্তর: (ক)
২১৭. কেন পূর্ব বাংলা সংবিধান প্রণয়নের দাবি করেন?
Ο ক) যুক্তফ্রন্ট গঠনের জন্য
Ο খ) প্রাদেশিক স্বায়ত্তশাসনের জন্য
Ο গ) সমাজতন্ত্র কায়েমের জন্যে
Ο ঘ) ধর্মনিরপেক্ষতার নীতির জন্য
সঠিক উত্তর: (খ)
২১৮. দ্বিমুখী ধারায় বিভক্ত হয়েছিল কোন দলটি?
Ο ক) জাতীয় কংগ্রেস
Ο খ) মুসলিম লীগ
Ο গ) জাতীয় পার্টি
Ο ঘ) কমিউনিস্ট
সঠিক উত্তর: (খ)
২১৯. ১৯৫২ সালে ২৩ ফেব্রুয়ারি কোন ব্যক্তির পিতা শহিদ মিনার এর উদ্ধোধন করেন?
Ο ক) শহিদ আসাদের পিতা
Ο খ) শহিদ রফিকের পিতা
Ο গ) মুসলিম লীগ গঠন
Ο ঘ) শিক্ষা আন্দোলন
সঠিক উত্তর: (খ)
২২০. কেন্দ্রীয় মুসলিম লীগ কত সালের ভারত শাসন আইন অনুযায়ী যুক্তফ্রন্ট মন্ত্রিপরিষদ বাতিল করছিল?
Ο ক) ১৯২৫ সাল
Ο খ) ১৯২৮ সাল
Ο গ) ১৯৩০ সাল
Ο ঘ) ১৯৩৫ সাল
সঠিক উত্তর: (ঘ)
২২১. জন্ম থেকে আওয়ামী মুসলিম লীগ বিশ্বাসী ছিল-
i. অসাম্প্রদায়িক চেতনায়
ii. সাংস্কৃতিক চেতনায়
iii. ধর্মনিরপেক্ষ রাজনৈতিক চেতনায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২২২. নিখিল পাকিস্তান সম্মেলনে বাংলা ভাষা আরবি হরফে লেখার প্রস্তাব করলে, এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন কে?
Ο ক) ড. মুহম্মদ শহিদুল্লাহ
Ο খ) অধ্যাপক আবুল কাশেম
Ο গ) ড. কাজী মোতাহার হোসেন
Ο ঘ) কবি জসীম উদদীন
সঠিক উত্তর: (ক)
২২৩. যে কারণে আন্দোলন ব্যাপক রূপ লাভ করে-
i. পাকিস্তানিদের অন্যায় সিদ্ধান্তের কারণে
ii. বাংলাকে উপেক্ষিত করায়
iii. মাতৃভাষা বাংলার দাবিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২৪. শেরেবাংলা এ.কে. ফজলুল হক যুক্তফ্রন্ট মন্ত্রিসভার ছিলেন-
i. মুখ্যমন্ত্রী
ii. অর্থমন্ত্রী
iii. স্বরাষ্ট্রমন্ত্রী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২৫. পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে যে ধরনের বিষয়ে অমিল ছিল-
i. ইতিহাস
ii. ঐতিহ্য
iii. ভাষা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২৬. ভাষার ব্যাপারে পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানিদের সাথে আপস করেনি। এর যোক্তিক কারণ হলো-
Ο ক) পূর্বশত্রুতা
Ο খ) মাতৃভাষা বলে
Ο গ) সহজ ভাষা বলে
Ο ঘ) উর্দু কঠিন বলে
সঠিক উত্তর: (খ)
২২৭. ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির সময় পূর্ব বাংলার বিদ্যমান রাজনৈতিক দলের মধ্যে কোনটি সমর্থনযোগ্য-
i. মুসলিম লীগ
ii. জাতীয় কংগ্রেস
iii. কমুনিস্ট পার্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২৮. কার নেতৃত্বের যুক্তফ্রন্টের মন্ত্রিসভা গঠিত হয়েছিল?
Ο ক) শেখ মুজিবুর রহমান
Ο খ) এ কে ফজলুল হকের
Ο গ) শামসুল হকের
Ο ঘ) আবুল কাশেমের
সঠিক উত্তর: (খ)
২২৯. ভাষা আন্দোলনের পটভূমি সৃষ্টিতে তুমি কোনটি অধিক গুরুত্ব দেবে?
Ο ক) সাংস্কৃতিক অমিল
Ο খ) ছাত্রদের প্রতিবাদী মনোভাব
Ο গ) মুসলিম লীগের সমালোচনা
Ο ঘ) উর্দু ব্যাকরণের সমালোচনা
সঠিক উত্তর: (ক)
২৩০. কিসের প্রতি অবমাননা বাঙালির মনকে প্রবল নাড়া দিয়েছিল?
Ο ক) অর্থনীতি
Ο খ) ধর্ম
Ο গ) রাজনীতি
Ο ঘ) মাতৃভাষা
সঠিক উত্তর: (ঘ)
২৩১. ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতির কোনটিই বাংলাদেশের সাথে মিল ছিল না কোন দেশটির?
Ο ক) ভারত
Ο খ) মায়ানমার
Ο গ) নেপাল
Ο ঘ) পাকিস্তান
সঠিক উত্তর: (ঘ)
২৩২. হ্যাপি ২১ ফেব্রুয়ারি সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদন করে। এছাড়াও যে বিষয় বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছে-
i. লাঠিখেলা
ii. প্রভাতফেরি
iii. প্রভাতফেরির গঠন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৩৩. আওয়ামী লীগ কীভাবে প্রকৃতই জনগণের দলে পরিণত হয়?
Ο ক) যুক্তফ্রন্ট নির্বাচনের দ্বারা
Ο খ) লাহোর প্রস্তাবের কারণে
Ο গ) ১১ দফার কারণে
Ο ঘ) ৬ দফার কারণে
সঠিক উত্তর: (ঘ)
২৩৪. পাকিস্তান মুসলিম লীগ এর পূর্বনাম কি ছিল?
Ο ক) নিখিল ভারত
Ο খ) নিখিল পাকিস্তান লীগ
Ο গ) আওয়ামী লীগ
Ο ঘ) কম্যুনিস্ট
সঠিক উত্তর: (ক)
২৩৫. পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী বাংলাকে উপেক্ষিত করে যেকোনা ভাবে উর্দুকে রাষ্ট্রভাষা করতে বদ্ধপরিকর ছিল্ এতে যে বিষয়টি প্রকাশ পেয়েছে-
i. উর্দুপ্রীতি
ii. বৈষম্য
iii. সাংস্কৃতিক ষড়যন্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৩৬. আওয়ামী লীগ খুব দ্রুত জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয় যে কারণে-
i. মুসলিম লীগের কুশাসনের বিরোধিতা করায়
ii. পশ্চিম পাকিস্তানের কুশাসনের বিরোধিতা করায়
iii. ব্যাপক উন্নয়নমূলক কার্যক্রম সম্পন্ন করায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩৭. পাকিস্তান প্রতিষ্ঠার পর মুসলিম লীগ-এ ভাঙন দেখা দেওয়ার কারণ-
i. দলে নেতাদের অগণতান্ত্রিক আচরণ
ii. ইসলাম ধর্মের প্রতি অবমাননা
iii. বাংলা ভাষার প্রতি অবমাননা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৩৮. কোন দশকে স্বাধিকার আদায়ের জাতীয়তাবাদী রাজনৈতিক আন্দোলন শুরু হয়?
Ο ক) পঞ্চাশের দশকে
Ο খ) ষাটের দশকে
Ο গ) সত্তরের দশকে
Ο ঘ) আশির দশকে
সঠিক উত্তর: (খ)
২৩৯. আওয়ামী মুসলিম লীগ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ১৯৫০
Ο খ) ১৯৪৯
Ο গ) ১৯৪৮
Ο ঘ) ১৯৪৭
সঠিক উত্তর: (খ)
২৪০. দ্বিতীয় প্রতিবেদনটি মূলনীতি কমিটি কত সালে প্রকাশ করেছিল?
Ο ক) ১৯৪৮ সালে
Ο খ) ১৯৫০ সালে
Ο গ) ১৯৫২ সালে
Ο ঘ) ১৯৫৪ সালে
সঠিক উত্তর: (গ)
২৪১. পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন কত সালে কত তারিখে অনুষ্ঠিত হয়?
Ο ক) ১৯৪৮ সালের ২৬ মার্চ
Ο খ) ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি
Ο গ) ১৯৪৮ সালের ১৫ আগষ্ট
Ο ঘ) ১৯৪৮ সালের ২৫ নভেম্বর
সঠিক উত্তর: (খ)
২৪২. কোন সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল?
Ο ক) ১৯৪৯ সালে
Ο খ) ১৯৫০ সালে
Ο গ) ১৯৫১ সালে
Ο ঘ) ১৯৫২ সালে
সঠিক উত্তর: (গ)
২৪৩. ‘পূর্ব বাংলা ভাষা কমিটি’ কত সালে গঠিত হয়?
Ο ক) ১৯৪৬ সালে
Ο খ) ১৯৪৭ সালে
Ο গ) ১৯৪৮ সালে
Ο ঘ) ১৯৪৯ সালে
সঠিক উত্তর: (ঘ)
২৪৪. ধীরে ধীরে মুসলিম লীগের অবস্থা কিরূপ হয়েছিল?
Ο ক) জনবিচ্ছিন্ন
Ο খ) জনসমুদ্র
Ο গ) জনসংযোগপূর্ণ
Ο ঘ) জনকল্যাণমূলক
সঠিক উত্তর: (ক)
২৪৫. ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ সংগঠনটি সম্পর্কে যে কথাটি সঠিক-
i. ৩১ জানুয়ারি গঠিত হয়
ii. আহবায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব
iii. ২১ ফেব্রুয়ারী দেশব্যাপী হরতাল করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪৬. কত সালে পাকিস্তানের সংবিধান রচিত হয়েছিল?
Ο ক) ১৯৪৮ সালে
Ο খ) ১৯৫০ সালে
Ο গ) ১৯৫২ সালে
Ο ঘ) ১৯৫৬ সালে
সঠিক উত্তর: (ঘ)
২৪৭. পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
Ο ক) লিয়াকত আলী খান
Ο খ) এ কে ফজলুল হক
Ο গ) মওলান ভাসানী
Ο ঘ) মোহাম্মদ আলী জিন্নাহ
সঠিক উত্তর: (ক)
২৪৮. জিহান অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে উর্দুকে রাষ্ট্রভাষার প্রতিবাদে মিছিল বের করে। এ দিনটি কত তারিখ ছিল?
Ο ক) ৪ ডিসেম্বর
Ο খ) ৬ ডিসেম্বর
Ο গ) ৮ ডিসেম্বর
Ο ঘ) ১০ ডিসেম্বর
সঠিক উত্তর: (খ)
২৪৯. পাকিস্তান সৃষ্টি আন্দোলনে বাঙালি নেতৃবৃন্দের প্রচেষ্টা, উদ্যোগ ও আত্মত্যাগ পশ্চিম পাকিস্তানের কোন দলের নেতারা ভুলে গিয়েছিলেন?
Ο ক) কমিউনিস্টের
Ο খ) মুসলিম লীগের
Ο গ) কৃষক প্রজাতন্ত্রের
Ο ঘ) জাতীয় কংগ্রেসের
সঠিক উত্তর: (খ)
২৫০. যুক্তফ্রন্টে হাজী দানেশের নেতৃত্বাধীন দল কোনটি?
Ο ক) বামপন্থী গণতন্ত্রী দল
Ο খ) মুসলিম লীগ
Ο গ) কমিউনিস্ট পার্টি
Ο ঘ) কৃষক শ্রমিক লীগ
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History