ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১০ (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. ১৯৫১ সালে প্রধানমন্ত্রী লিয়াকত আলী আততায়ীর গুলিতে নিহত হলে কে প্রধানমন্ত্রী হয়েছিলেন?
Ο ক) এ কে ফজলুল হক
Ο খ) খাজা নাজিমুদ্দীন
Ο গ) গোলাম আজাদ
Ο ঘ) আইয়ুব খান
সঠিক উত্তর: (খ)
১০২. বাংলার ইতিহাসে কোনটি প্রথম সফল বিরোধী দল?
Ο ক) পিপলস ফিডম লীগ
Ο খ) গণআজাদী লীগ
Ο গ) কৃষক-শ্রমিক পার্টি
Ο ঘ) আওয়ামী লীগ
সঠিক উত্তর: (ঘ)
১০৩. ঢাকায় একটি রাজনৈতিক বিরোধী দল গঠন করেছিল কে?
Ο ক) এ. কে ফজলুল হক
Ο খ) খাজা নাজিমুদ্দীন
Ο গ) আব্দুল কাসিম
Ο ঘ) সোহরাওয়ার্দী
সঠিক উত্তর: (ঘ)
১০৪. কোন রাষ্ট্র সৃষ্টির পর পূর্বের কংগ্রেস ও কমিউনিস্ট পার্টি জন্ম হয়েছিল?
Ο ক) বাংলাদেশ
Ο খ) পাকিস্তান
Ο গ) ভারত
Ο ঘ) নেপাল
সঠিক উত্তর: (খ)
১০৫. গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ কত তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেন?
Ο ক) ২১ মার্চ
Ο খ) ২২ মার্চ
Ο গ) ২৩ মার্চ
Ο ঘ) ২৪ মার্চ
সঠিক উত্তর: (ঘ)
১০৬. গণপরিষদ কর্তৃক সংবিধান রচনার জন্য কমিটি গঠন করা হয় কখন?
Ο ক) ১৯৪৯ সালের মার্চ মাসে
Ο খ) ১৯৪৯ সালের এপ্রিল মাসে
Ο গ) ১৯৪৯ সালের মে মাসে
Ο ঘ) ১৯৪৯ সালের জুন মাসে
সঠিক উত্তর: (ক)
১০৭. যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কতদিন শাসন করেছিল?
Ο ক) ৪৫ দিন
Ο খ) ৫০ দিন
Ο গ) ৫৬ দিন
Ο ঘ) ৬০ দিন
সঠিক উত্তর: (গ)
১০৮. ভারত মহাদেশ বিভক্তির পর পূর্ব বাংলা কোন দেশটির সাথে যুক্ত ছিল?
Ο ক) ভারতের সাথে
Ο খ) পাকিস্তানের সাথে
Ο গ) মায়ানমারের সাথে
Ο ঘ) নেপালের সাথে
সঠিক উত্তর: (খ)
১০৯. যুক্তফ্রন্টের মন্ত্রিসভার সময় মন্ত্রিসভার সুনাম নষ্ট করে-
i. বাঙালি –বিহারি শ্রমিক গোলযোগ
ii. হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা
iii. আদমজি জুল মিলে শ্রমিক গোলযোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১১০. যুক্তফ্রন্ট কয়টি রাজনৈতিক দল নিয়ে গঠিত হয়েছিল?
Ο ক) ৭টি
Ο খ) ৬টি
Ο গ) ৫টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (ঘ)
১১১. জন্মলগ্ন থেকেই আওয়ামী মুসলিম লীগ দলটি কিসের ওপর গুরুত্ব দেয়?
Ο ক) স্বাধীনতা
Ο খ) সংবিধান
Ο গ) নির্বাচন
Ο ঘ) স্বায়ত্তশাসন
সঠিক উত্তর: (ঘ)
১১২. পাকিস্তান সৃষ্টির সময় পূর্ব বাংলায় প্রধানত কয়টি রাজনৈতিক দল ছিল?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৬টি
সঠিক উত্তর: (খ)
১১৩. সোহরাওয়ার্দী আবুল হাসিম, ভাসানী কোন দলের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন?
Ο ক) আওয়ামী লীগ
Ο খ) ছাত্রলীগ
Ο গ) জাতীয় কংগ্রেস
Ο ঘ) মুসলিম লীগ
সঠিক উত্তর: (ঘ)
১১৪. পরবর্তীতে কত সালে সংবিধান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছিল?
Ο ক) ১৯৫০ সালে
Ο খ) ১৯৫২ সালে
Ο গ) ১৯৫৪ সালে
Ο ঘ) ১৯৫৫ সালে
সঠিক উত্তর: (ঘ)
১১৫. ঢাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠান ধর্মঘট পালিত হয় কত তারিখে?
Ο ক) ২৬ ও ২৯ জানুয়ারি
Ο খ) ২৬ ও ২৯ ফেব্রুয়ারি
Ο গ) ২৬ ও ২৯ মার্চ
Ο ঘ) ২৬ ও ২৯ এপ্রিল
সঠিক উত্তর: (খ)
১১৬. ১৯৪৮ সালে ২৬ ও ২৯ ফেব্রুয়ারি কোন জায়গার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হয়েছিল?
Ο ক) কুমিল্লা
Ο খ) ঢাকা
Ο গ) রাজশাহী
Ο ঘ) রংপুর
সঠিক উত্তর: (খ)
১১৭. শিক্ষক ক্লাসে বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার আদায়ে সফল একটি আন্দোলনের কথা বললেন। সে আন্দোলনের নাম কী?
Ο ক) ভাষা আন্দোলন
Ο খ) ২১ দফা দাবি
Ο গ) শিক্ষা আন্দোলন
Ο ঘ) ৬৯-এর গণন্দোলন
সঠিক উত্তর: (ক)
১১৮. ১৯৫০ সালে-
i. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়
ii. গণ-অভুত্থান হয়
iii. প্রতিবাদ সভা-সমাবেশ চলতে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১১৯. আওয়ামী মুসলিম লীগ ১৯৫৪সালে নির্বাচনের পূর্বে যে জোট গঠন করেছিল তার নাম কী?
Ο ক) সামরিক জোট
Ο খ) যুক্তফ্রন্ট
Ο গ) সাংস্কৃতিক জোট
Ο ঘ) অর্থনৈতিক জোট
সঠিক উত্তর: (খ)
১২০. কারা যুক্তফ্রন্টের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র আরম্ভ করে?
Ο ক) কৃষক-শ্রমিক পার্টি
Ο খ) নেজাম-ই-ইসলাম
Ο গ) পাকিস্তান জাতীয় কংগ্রেস
Ο ঘ) মুসলিম লীগ
সঠিক উত্তর: (ঘ)
১২১. নির্বাচনে যুক্তফ্রন্ট্রের প্রতীক ছিল কী?
Ο ক) ধানের শীষ
Ο খ) নৌকা
Ο গ) লাঙ্গল
Ο ঘ) দাড়িঁপাল্লা
সঠিক উত্তর: (খ)
১২২. প্রবল আন্দোলনের মুখে পাকিস্তানের জাতীয় পরিষদ কোন ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিল?
Ο ক) উর্দুকে
Ο খ) বাংলাকে
Ο গ) ইংরেজিকে
Ο ঘ) হিন্দিকে
সঠিক উত্তর: (খ)
১২৩. ১৯৫৪ সালের নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগ কতটি আসন লাভ করে?
Ο ক) ৯টি
Ο খ) ১১টি
Ο গ) ৫১টি
Ο ঘ) ১১২টি
সঠিক উত্তর: (ক)
১২৪. এ মূলনীতি কমিটিতে কোন বাংলার প্রতিনিধি ছিল খুব নগণ্য?
Ο ক) পশ্চিম বাংলার
Ο খ) দক্ষিণ বাংলার
Ο গ) পূর্ব বাংলার
Ο ঘ) উত্তর বাংলার
সঠিক উত্তর: (গ)
১২৫. কে পল্টন ময়দানে ঘোষণা করেছিল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা?
Ο ক) লিয়াকত আলী খান
Ο খ) খাজা নাজিমুদ্দীন
Ο গ) মওলানা ভাসানী
Ο ঘ) এ.কে. ফজলুল হক
সঠিক উত্তর: (খ)
১২৬. কীভাবে পূর্ব বাংলার ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির পথ সুগম হয়?
Ο ক) তরুণ নেতৃত্বের জনপ্রিয়তার কারণে
Ο খ) ভাষা আন্দোলনের দ্বারা
Ο গ) লাহোর প্রস্তাবের দ্বারা
Ο ঘ) ৬ দফা আন্দোলনের ফলে
সঠিক উত্তর: (ক)
১২৭. আওয়ামী মুসলিম লীগের প্রথম জনসভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
Ο ক) ঢাকার আরমানিটোলা
Ο খ) ঢাকার রমনার
Ο গ) ঢাকার ধানমণ্ডি
Ο ঘ) ঢাকার হাতিরপুল
সঠিক উত্তর: (ক)
১২৮. ২১ দফা কর্মসূচির প্রথম দফা কী ছিল?
Ο ক) বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা
Ο খ) পাটশিল্পের জাতীকরণ
Ο গ) লবণের কারখানা স্থাপন
Ο ঘ) শাসন ব্যয় হ্রাস করা
সঠিক উত্তর: (ক)
১২৯. ১৯৪৭ সালের অক্টোবর মাসে তমদ্দুন মজলিস কর্তৃক গঠিত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন?
Ο ক) মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
Ο খ) শেখ মুজিবুর রহমান
Ο গ) নুরুল হক ভূঁঞা
Ο ঘ) অধ্যাপক আবুল কাশেম
সঠিক উত্তর: (গ)
১৩০. পাকিস্তান সৃষ্টিতে বাঙালি নেতৃবৃন্দ যে ধরনের অবদান রেখেছিলেন-
i. আত্মত্যাগ
ii. সংগ্রাম
iii. সশস্ত্র সংগ্রাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩১. কোন রাজনৈতিক দলটি গঠনের মাধ্যমে বিরোধী রাজনীতিতে শূন্যতা পূরণ করেছিল?
Ο ক) আওয়ামী মুসলিম লীগ
Ο খ) কমিউনিস্ট
Ο গ) জাতীয় কংগ্রেস
Ο ঘ) নেজামে ইসলামী
সঠিক উত্তর: (ক)
১৩২. শতকরা কতভাগ মানুষ উর্দুতে কথা বলত?
Ο ক) ২ ভাগ
Ο খ) ২.৫০ ভাগ
Ο গ) ৩.২৭ ভাগ
Ο ঘ) ৫.২৭ ভাগ
সঠিক উত্তর: (গ)
১৩৩. কখন একুশে ফেব্রুয়ারিকে সরকারিকে ছুটির দিন ঘোষণা করা হয়েছে?
Ο ক) ১৯৫২ সালের পর
Ο খ) ১৯৫৬ সালের পর
Ο গ) ১৯৬৯ সালের পর
Ο ঘ) ১৯৭১ সালের পর
সঠিক উত্তর: (ঘ)
১৩৪. কখন থেকে পূর্ব বাংলায় মুসলিম লীগের জনসমর্থন অতি দ্রুত কমতে থাকে?
Ο ক) ১৯৬৪ খ্রিস্টাব্দে
Ο খ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
Ο গ) ১৯৪৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৯৪৯ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (গ)
১৩৫. ১৯৫৪ সালের নির্বাচনে জয়লাভ করে যুক্তফ্রন্ট কোন ধরনের মন্ত্রিসভা গঠন করে?
Ο ক) ১২ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা
Ο খ) ১৪ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা
Ο গ) ১৬ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা
Ο ঘ) ১৮ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা
সঠিক উত্তর: (খ)
১৩৬. পূর্ব বাংলায় নির্বাচনী আসন সংখ্যা কতটি ছিল?
Ο ক) ৩০১ টি
Ο খ) ৩০৪ টি
Ο গ) ৩০৭ টি
Ο ঘ) ৩০৯ টি
সঠিক উত্তর: (ঘ)
১৩৭. কোন মুখ্যমন্ত্রী পূর্ব বাংলায় ১৪৪ ধারা জারি করেন?
Ο ক) নুরুল মোমেন
Ο খ) নুরুল আমিন
Ο গ) নুরুল কাদের
Ο ঘ) নুরুল বাশার
সঠিক উত্তর: (খ)
১৩৮. পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর কোন ধারায় নেতাদের সবসময় কোণঠাসা অবদান করার চেষ্টা করত?
Ο ক) সমর্থকগোষ্ঠীকে
Ο খ) সংস্কারপন্থীদের
Ο গ) বৈষম্যকারীদের
Ο ঘ) দমন গোষ্ঠীকারীদের
সঠিক উত্তর: (খ)
১৩৯. কত সাল থেকে পূর্ব মুসলিম লীগের জনসমর্থন অতিদ্রুত কমতে থাকে?
Ο ক) ১৯৪৫ সালে
Ο খ) ১৯৪৮ সালে
Ο গ) ১৯৫০ সালে
Ο ঘ) ১৯৫২ সালে
সঠিক উত্তর: (খ)
১৪০. কোন পত্রিকাটি ফজজুল হকের সাক্ষাৎকারটি বিকৃত করে প্রকাশিত করেছিল?
Ο ক) ইত্তেফাক
Ο খ) নিউইয়র্ক টাইমস
Ο গ) ইন্ডিয়া টাইমস
Ο ঘ) বিবিসি
সঠিক উত্তর: (খ)
১৪১. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কিসের প্রতীক ব্যবহার করে?
Ο ক) হাতি
Ο খ) বটগাছ
Ο গ) ইলিশ গাছ
Ο ঘ) নৌকা
সঠিক উত্তর: (ঘ)
১৪২. মূলনীতি কমিটি কত মাস পর তার সুপারিশ ও প্রতিবেদন কত সালে প্রকাশিত হয়?
Ο ক) ১৪ মাস
Ο খ) ১৬ মাস
Ο গ) ১৮ মাস
Ο ঘ) ২০ মাস
সঠিক উত্তর: (গ)
১৪৩. ১৬৭. বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ১৯৫২ সালে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল নিয়ে গণপরিষদের দিকে অগ্রসর হয়। এ মিছিলে অংশগ্রহণকারী ছাত্র কে?
i. আবদুস সালাম
ii. আবুল বরকত
iii. আব্দুল জব্বার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৪৪. পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান কত খ্রিস্টাব্দে নিহত হন?
Ο ক) ১৯৫০
Ο খ) ১৯৫১
Ο গ) ১৯৫২
Ο ঘ) ১৯৫৩
সঠিক উত্তর: (খ)
১৪৫. আন্তাজার্তিক মাতৃভাষা ইনস্টিউটের কার্যালয় এখন একটি দেশে যেখানে ভাষার দাবিতে মানুষ প্রাণ দিয়েছেন। এটি কোন দেশ?
Ο ক) ভারত
Ο খ) চীন
Ο গ) যুক্তরাষ্ট্র
Ο ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর: (ঘ)
১৪৬. ১৯৪৯ সালে ঢাকার কোথায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
Ο ক) রমনা পার্কে
Ο খ) বলধা গার্ডেনে
Ο গ) রোজ গার্ডেনে
Ο ঘ) ভিক্টোরিয়া পার্কে
সঠিক উত্তর: (গ)
১৪৭. কোন মাসে কেন্দ্রীয় কারাগারের সামনে কারা কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণের মধ্যে রক্তক্ষয়ী কংঘর্ষ হয়?
Ο ক) মে মাসে
Ο খ) জুন মাসে
Ο গ) জুলাই মাসে
Ο ঘ) আগস্ট মাসে
সঠিক উত্তর: (ক)
১৪৮. পূর্ব বাংলা ভাষা কমিটির সভাপতি কে ছিলেন?
Ο ক) কাজী মোতাহার হোসেন
Ο খ) এ কে ফজলুল হক
Ο গ) মাওলানা আকরাম খাঁ
Ο ঘ) লিয়াকত আলী খান
সঠিক উত্তর: (গ)
১৪৯. জাতীয় নেতৃবৃন্দের মধ্যে কারা মুসলিম লীগের প্রচলিত নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন?
Ο ক) এ কে ফজলুল হক, আবুল আব্বাস, আব্দুল ওহাব
Ο খ) শামসুল হক, আব্দুল হাশিম, লিয়াকত আলী
Ο গ) সোহরাওয়ার্দী, আব্দুল হাসিম, মাওলানা ভাসানী
Ο ঘ) সোহরাওয়ার্দী, এ কে ফজলুল হক, শামসুল হক
সঠিক উত্তর: (গ)
১৫০. ডিসেম্বর মাসে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
Ο ক) করাচি
Ο খ) লাহোর
Ο গ) ঢাকা
Ο ঘ) ইসলামাবাদ
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. ১৯৫১ সালে প্রধানমন্ত্রী লিয়াকত আলী আততায়ীর গুলিতে নিহত হলে কে প্রধানমন্ত্রী হয়েছিলেন?
Ο ক) এ কে ফজলুল হক
Ο খ) খাজা নাজিমুদ্দীন
Ο গ) গোলাম আজাদ
Ο ঘ) আইয়ুব খান
সঠিক উত্তর: (খ)
১০২. বাংলার ইতিহাসে কোনটি প্রথম সফল বিরোধী দল?
Ο ক) পিপলস ফিডম লীগ
Ο খ) গণআজাদী লীগ
Ο গ) কৃষক-শ্রমিক পার্টি
Ο ঘ) আওয়ামী লীগ
সঠিক উত্তর: (ঘ)
১০৩. ঢাকায় একটি রাজনৈতিক বিরোধী দল গঠন করেছিল কে?
Ο ক) এ. কে ফজলুল হক
Ο খ) খাজা নাজিমুদ্দীন
Ο গ) আব্দুল কাসিম
Ο ঘ) সোহরাওয়ার্দী
সঠিক উত্তর: (ঘ)
১০৪. কোন রাষ্ট্র সৃষ্টির পর পূর্বের কংগ্রেস ও কমিউনিস্ট পার্টি জন্ম হয়েছিল?
Ο ক) বাংলাদেশ
Ο খ) পাকিস্তান
Ο গ) ভারত
Ο ঘ) নেপাল
সঠিক উত্তর: (খ)
১০৫. গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ কত তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেন?
Ο ক) ২১ মার্চ
Ο খ) ২২ মার্চ
Ο গ) ২৩ মার্চ
Ο ঘ) ২৪ মার্চ
সঠিক উত্তর: (ঘ)
১০৬. গণপরিষদ কর্তৃক সংবিধান রচনার জন্য কমিটি গঠন করা হয় কখন?
Ο ক) ১৯৪৯ সালের মার্চ মাসে
Ο খ) ১৯৪৯ সালের এপ্রিল মাসে
Ο গ) ১৯৪৯ সালের মে মাসে
Ο ঘ) ১৯৪৯ সালের জুন মাসে
সঠিক উত্তর: (ক)
১০৭. যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কতদিন শাসন করেছিল?
Ο ক) ৪৫ দিন
Ο খ) ৫০ দিন
Ο গ) ৫৬ দিন
Ο ঘ) ৬০ দিন
সঠিক উত্তর: (গ)
১০৮. ভারত মহাদেশ বিভক্তির পর পূর্ব বাংলা কোন দেশটির সাথে যুক্ত ছিল?
Ο ক) ভারতের সাথে
Ο খ) পাকিস্তানের সাথে
Ο গ) মায়ানমারের সাথে
Ο ঘ) নেপালের সাথে
সঠিক উত্তর: (খ)
১০৯. যুক্তফ্রন্টের মন্ত্রিসভার সময় মন্ত্রিসভার সুনাম নষ্ট করে-
i. বাঙালি –বিহারি শ্রমিক গোলযোগ
ii. হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা
iii. আদমজি জুল মিলে শ্রমিক গোলযোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১১০. যুক্তফ্রন্ট কয়টি রাজনৈতিক দল নিয়ে গঠিত হয়েছিল?
Ο ক) ৭টি
Ο খ) ৬টি
Ο গ) ৫টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (ঘ)
১১১. জন্মলগ্ন থেকেই আওয়ামী মুসলিম লীগ দলটি কিসের ওপর গুরুত্ব দেয়?
Ο ক) স্বাধীনতা
Ο খ) সংবিধান
Ο গ) নির্বাচন
Ο ঘ) স্বায়ত্তশাসন
সঠিক উত্তর: (ঘ)
১১২. পাকিস্তান সৃষ্টির সময় পূর্ব বাংলায় প্রধানত কয়টি রাজনৈতিক দল ছিল?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৬টি
সঠিক উত্তর: (খ)
১১৩. সোহরাওয়ার্দী আবুল হাসিম, ভাসানী কোন দলের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন?
Ο ক) আওয়ামী লীগ
Ο খ) ছাত্রলীগ
Ο গ) জাতীয় কংগ্রেস
Ο ঘ) মুসলিম লীগ
সঠিক উত্তর: (ঘ)
১১৪. পরবর্তীতে কত সালে সংবিধান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছিল?
Ο ক) ১৯৫০ সালে
Ο খ) ১৯৫২ সালে
Ο গ) ১৯৫৪ সালে
Ο ঘ) ১৯৫৫ সালে
সঠিক উত্তর: (ঘ)
১১৫. ঢাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠান ধর্মঘট পালিত হয় কত তারিখে?
Ο ক) ২৬ ও ২৯ জানুয়ারি
Ο খ) ২৬ ও ২৯ ফেব্রুয়ারি
Ο গ) ২৬ ও ২৯ মার্চ
Ο ঘ) ২৬ ও ২৯ এপ্রিল
সঠিক উত্তর: (খ)
১১৬. ১৯৪৮ সালে ২৬ ও ২৯ ফেব্রুয়ারি কোন জায়গার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হয়েছিল?
Ο ক) কুমিল্লা
Ο খ) ঢাকা
Ο গ) রাজশাহী
Ο ঘ) রংপুর
সঠিক উত্তর: (খ)
১১৭. শিক্ষক ক্লাসে বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার আদায়ে সফল একটি আন্দোলনের কথা বললেন। সে আন্দোলনের নাম কী?
Ο ক) ভাষা আন্দোলন
Ο খ) ২১ দফা দাবি
Ο গ) শিক্ষা আন্দোলন
Ο ঘ) ৬৯-এর গণন্দোলন
সঠিক উত্তর: (ক)
১১৮. ১৯৫০ সালে-
i. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়
ii. গণ-অভুত্থান হয়
iii. প্রতিবাদ সভা-সমাবেশ চলতে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১১৯. আওয়ামী মুসলিম লীগ ১৯৫৪সালে নির্বাচনের পূর্বে যে জোট গঠন করেছিল তার নাম কী?
Ο ক) সামরিক জোট
Ο খ) যুক্তফ্রন্ট
Ο গ) সাংস্কৃতিক জোট
Ο ঘ) অর্থনৈতিক জোট
সঠিক উত্তর: (খ)
১২০. কারা যুক্তফ্রন্টের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র আরম্ভ করে?
Ο ক) কৃষক-শ্রমিক পার্টি
Ο খ) নেজাম-ই-ইসলাম
Ο গ) পাকিস্তান জাতীয় কংগ্রেস
Ο ঘ) মুসলিম লীগ
সঠিক উত্তর: (ঘ)
১২১. নির্বাচনে যুক্তফ্রন্ট্রের প্রতীক ছিল কী?
Ο ক) ধানের শীষ
Ο খ) নৌকা
Ο গ) লাঙ্গল
Ο ঘ) দাড়িঁপাল্লা
সঠিক উত্তর: (খ)
১২২. প্রবল আন্দোলনের মুখে পাকিস্তানের জাতীয় পরিষদ কোন ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিল?
Ο ক) উর্দুকে
Ο খ) বাংলাকে
Ο গ) ইংরেজিকে
Ο ঘ) হিন্দিকে
সঠিক উত্তর: (খ)
১২৩. ১৯৫৪ সালের নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগ কতটি আসন লাভ করে?
Ο ক) ৯টি
Ο খ) ১১টি
Ο গ) ৫১টি
Ο ঘ) ১১২টি
সঠিক উত্তর: (ক)
১২৪. এ মূলনীতি কমিটিতে কোন বাংলার প্রতিনিধি ছিল খুব নগণ্য?
Ο ক) পশ্চিম বাংলার
Ο খ) দক্ষিণ বাংলার
Ο গ) পূর্ব বাংলার
Ο ঘ) উত্তর বাংলার
সঠিক উত্তর: (গ)
১২৫. কে পল্টন ময়দানে ঘোষণা করেছিল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা?
Ο ক) লিয়াকত আলী খান
Ο খ) খাজা নাজিমুদ্দীন
Ο গ) মওলানা ভাসানী
Ο ঘ) এ.কে. ফজলুল হক
সঠিক উত্তর: (খ)
১২৬. কীভাবে পূর্ব বাংলার ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির পথ সুগম হয়?
Ο ক) তরুণ নেতৃত্বের জনপ্রিয়তার কারণে
Ο খ) ভাষা আন্দোলনের দ্বারা
Ο গ) লাহোর প্রস্তাবের দ্বারা
Ο ঘ) ৬ দফা আন্দোলনের ফলে
সঠিক উত্তর: (ক)
১২৭. আওয়ামী মুসলিম লীগের প্রথম জনসভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
Ο ক) ঢাকার আরমানিটোলা
Ο খ) ঢাকার রমনার
Ο গ) ঢাকার ধানমণ্ডি
Ο ঘ) ঢাকার হাতিরপুল
সঠিক উত্তর: (ক)
১২৮. ২১ দফা কর্মসূচির প্রথম দফা কী ছিল?
Ο ক) বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা
Ο খ) পাটশিল্পের জাতীকরণ
Ο গ) লবণের কারখানা স্থাপন
Ο ঘ) শাসন ব্যয় হ্রাস করা
সঠিক উত্তর: (ক)
১২৯. ১৯৪৭ সালের অক্টোবর মাসে তমদ্দুন মজলিস কর্তৃক গঠিত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন?
Ο ক) মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
Ο খ) শেখ মুজিবুর রহমান
Ο গ) নুরুল হক ভূঁঞা
Ο ঘ) অধ্যাপক আবুল কাশেম
সঠিক উত্তর: (গ)
১৩০. পাকিস্তান সৃষ্টিতে বাঙালি নেতৃবৃন্দ যে ধরনের অবদান রেখেছিলেন-
i. আত্মত্যাগ
ii. সংগ্রাম
iii. সশস্ত্র সংগ্রাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩১. কোন রাজনৈতিক দলটি গঠনের মাধ্যমে বিরোধী রাজনীতিতে শূন্যতা পূরণ করেছিল?
Ο ক) আওয়ামী মুসলিম লীগ
Ο খ) কমিউনিস্ট
Ο গ) জাতীয় কংগ্রেস
Ο ঘ) নেজামে ইসলামী
সঠিক উত্তর: (ক)
১৩২. শতকরা কতভাগ মানুষ উর্দুতে কথা বলত?
Ο ক) ২ ভাগ
Ο খ) ২.৫০ ভাগ
Ο গ) ৩.২৭ ভাগ
Ο ঘ) ৫.২৭ ভাগ
সঠিক উত্তর: (গ)
১৩৩. কখন একুশে ফেব্রুয়ারিকে সরকারিকে ছুটির দিন ঘোষণা করা হয়েছে?
Ο ক) ১৯৫২ সালের পর
Ο খ) ১৯৫৬ সালের পর
Ο গ) ১৯৬৯ সালের পর
Ο ঘ) ১৯৭১ সালের পর
সঠিক উত্তর: (ঘ)
১৩৪. কখন থেকে পূর্ব বাংলায় মুসলিম লীগের জনসমর্থন অতি দ্রুত কমতে থাকে?
Ο ক) ১৯৬৪ খ্রিস্টাব্দে
Ο খ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
Ο গ) ১৯৪৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৯৪৯ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (গ)
১৩৫. ১৯৫৪ সালের নির্বাচনে জয়লাভ করে যুক্তফ্রন্ট কোন ধরনের মন্ত্রিসভা গঠন করে?
Ο ক) ১২ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা
Ο খ) ১৪ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা
Ο গ) ১৬ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা
Ο ঘ) ১৮ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা
সঠিক উত্তর: (খ)
১৩৬. পূর্ব বাংলায় নির্বাচনী আসন সংখ্যা কতটি ছিল?
Ο ক) ৩০১ টি
Ο খ) ৩০৪ টি
Ο গ) ৩০৭ টি
Ο ঘ) ৩০৯ টি
সঠিক উত্তর: (ঘ)
১৩৭. কোন মুখ্যমন্ত্রী পূর্ব বাংলায় ১৪৪ ধারা জারি করেন?
Ο ক) নুরুল মোমেন
Ο খ) নুরুল আমিন
Ο গ) নুরুল কাদের
Ο ঘ) নুরুল বাশার
সঠিক উত্তর: (খ)
১৩৮. পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর কোন ধারায় নেতাদের সবসময় কোণঠাসা অবদান করার চেষ্টা করত?
Ο ক) সমর্থকগোষ্ঠীকে
Ο খ) সংস্কারপন্থীদের
Ο গ) বৈষম্যকারীদের
Ο ঘ) দমন গোষ্ঠীকারীদের
সঠিক উত্তর: (খ)
১৩৯. কত সাল থেকে পূর্ব মুসলিম লীগের জনসমর্থন অতিদ্রুত কমতে থাকে?
Ο ক) ১৯৪৫ সালে
Ο খ) ১৯৪৮ সালে
Ο গ) ১৯৫০ সালে
Ο ঘ) ১৯৫২ সালে
সঠিক উত্তর: (খ)
১৪০. কোন পত্রিকাটি ফজজুল হকের সাক্ষাৎকারটি বিকৃত করে প্রকাশিত করেছিল?
Ο ক) ইত্তেফাক
Ο খ) নিউইয়র্ক টাইমস
Ο গ) ইন্ডিয়া টাইমস
Ο ঘ) বিবিসি
সঠিক উত্তর: (খ)
১৪১. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কিসের প্রতীক ব্যবহার করে?
Ο ক) হাতি
Ο খ) বটগাছ
Ο গ) ইলিশ গাছ
Ο ঘ) নৌকা
সঠিক উত্তর: (ঘ)
১৪২. মূলনীতি কমিটি কত মাস পর তার সুপারিশ ও প্রতিবেদন কত সালে প্রকাশিত হয়?
Ο ক) ১৪ মাস
Ο খ) ১৬ মাস
Ο গ) ১৮ মাস
Ο ঘ) ২০ মাস
সঠিক উত্তর: (গ)
১৪৩. ১৬৭. বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ১৯৫২ সালে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল নিয়ে গণপরিষদের দিকে অগ্রসর হয়। এ মিছিলে অংশগ্রহণকারী ছাত্র কে?
i. আবদুস সালাম
ii. আবুল বরকত
iii. আব্দুল জব্বার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৪৪. পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান কত খ্রিস্টাব্দে নিহত হন?
Ο ক) ১৯৫০
Ο খ) ১৯৫১
Ο গ) ১৯৫২
Ο ঘ) ১৯৫৩
সঠিক উত্তর: (খ)
১৪৫. আন্তাজার্তিক মাতৃভাষা ইনস্টিউটের কার্যালয় এখন একটি দেশে যেখানে ভাষার দাবিতে মানুষ প্রাণ দিয়েছেন। এটি কোন দেশ?
Ο ক) ভারত
Ο খ) চীন
Ο গ) যুক্তরাষ্ট্র
Ο ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর: (ঘ)
১৪৬. ১৯৪৯ সালে ঢাকার কোথায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
Ο ক) রমনা পার্কে
Ο খ) বলধা গার্ডেনে
Ο গ) রোজ গার্ডেনে
Ο ঘ) ভিক্টোরিয়া পার্কে
সঠিক উত্তর: (গ)
১৪৭. কোন মাসে কেন্দ্রীয় কারাগারের সামনে কারা কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণের মধ্যে রক্তক্ষয়ী কংঘর্ষ হয়?
Ο ক) মে মাসে
Ο খ) জুন মাসে
Ο গ) জুলাই মাসে
Ο ঘ) আগস্ট মাসে
সঠিক উত্তর: (ক)
১৪৮. পূর্ব বাংলা ভাষা কমিটির সভাপতি কে ছিলেন?
Ο ক) কাজী মোতাহার হোসেন
Ο খ) এ কে ফজলুল হক
Ο গ) মাওলানা আকরাম খাঁ
Ο ঘ) লিয়াকত আলী খান
সঠিক উত্তর: (গ)
১৪৯. জাতীয় নেতৃবৃন্দের মধ্যে কারা মুসলিম লীগের প্রচলিত নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন?
Ο ক) এ কে ফজলুল হক, আবুল আব্বাস, আব্দুল ওহাব
Ο খ) শামসুল হক, আব্দুল হাশিম, লিয়াকত আলী
Ο গ) সোহরাওয়ার্দী, আব্দুল হাসিম, মাওলানা ভাসানী
Ο ঘ) সোহরাওয়ার্দী, এ কে ফজলুল হক, শামসুল হক
সঠিক উত্তর: (গ)
১৫০. ডিসেম্বর মাসে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
Ο ক) করাচি
Ο খ) লাহোর
Ο গ) ঢাকা
Ο ঘ) ইসলামাবাদ
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History