এস.এস.সি ইসলাম শিক্ষা অধ্যায় - ৫: আদর্শ জীবনচরিত (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ৫: আদর্শ জীবনচরিত (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. যুন্নুরাইন বলা হয় কোন খলিফাকে?
Ο ক) আবু বকর (রা) কে
Ο খ) উমর (রা) কে
Ο গ) উসমান (রা) কে
Ο ঘ) আলী (রা) কে
 সঠিক উত্তর: (গ)

 ৫২. নামকরা কুস্তিগীর, সাহসী যোদ্ধা, কবি ও সুবক্তা কে ছিলেন?
Ο ক) হযরত আবু বকর (রা)
Ο খ) হযরত আলি (রা)
Ο গ) হযরত উমর ফারুক (রা)
Ο ঘ) হযরত উসমান (রা)
 সঠিক উত্তর: (গ)

 ৫৩. হযরত উমর (রা) এর চারিত্রিক বৈশিষ্ট্য -
i. কোমল প্রকৃতির
ii. কঠোর প্রকৃতির
iii. কোমল ও কঠোরের সংমিশ্রণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
 সঠিক উত্তর: (গ)

 ৫৪. রাসুল (স) কত বছর গোপনে দাওয়াতের কাজ করেছেন?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (খ)

 ৫৫. দেওয়ান সাহেব রাসুল (স) এর বিদায় হজের ভাষণ অনুযায়ী নিজ জীবন পরিচালনা করেন। তিনি -
i. স্ত্রীর সাথে সদয় ব্যবহার করেন
ii. অন্যের আমানত রক্ষা করেন
iii. সুদ খাওয়া থেকে বিরত থাকেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৬. আল - মোকাদ্দাসী কত বছর পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছিলেন?
Ο ক) ১৬ বছর
Ο খ) ২০ বছর
Ο গ) ১৮ বছর
Ο ঘ) ৩০ বছর
 সঠিক উত্তর: (খ)

 ৫৭. রসায়ন ও বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে হাইয়ানের আবিষ্কার হলো-
i. পরিস্রবণ
ii. ভস্মীকরণ
iii. দ্রবণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৮. হযরত উমর (রা) এর ভগ্নীপতির নাম কী ছিল?
Ο ক) আমর
Ο খ) সাঈদ
Ο গ) আবুল আস
Ο ঘ) খাত্তাব
 সঠিক উত্তর: (খ)

 ৫৯. খলিফা মামুন শিক্ষার জন্য যে প্রতিষ্ঠান গড়ে তোলেন তার নাম কী?
Ο ক) বায়তুন নাজাত
Ο খ) বায়তুল আমান
Ο গ) বায়তুল হিকমাহ
Ο ঘ) বায়তুল ফালাহ
 সঠিক উত্তর: (গ)

 ৬০. ‘আবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসুলের জীবনে রয়েছে উত্তম আদর্শ’ - কোন সুরার আয়াত?
Ο ক) আন-নাস
Ο খ) আল-ফালাক
Ο গ) আল-ইখলাস
Ο ঘ) আল-আহযাব
 সঠিক উত্তর: (ঘ)

 ৬১. বিশ্ববিখ্যাত চিকিৎসাবিদ ও দার্শনিক কে ছিলেন?
Ο ক) আলি তাবারি
Ο খ) ইবনে সিনা
Ο গ) উমর খৈয়াম
Ο ঘ) আল - খারেযমী
 সঠিক উত্তর: (খ)

 ৬২. নিচের কোন ব্যক্তি গণিতশাস্ত্রবিদ নন?
Ο ক) আল-বিরুনী
Ο খ) নাসিরুদ্দীন তুসী
Ο গ) উমর খৈয়াম
Ο ঘ) ইবনে সিনা
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৩. পৃথিবী গোলাকার এটা প্রথম আবিষ্কার করেন কে?
Ο ক) নিউটন
Ο খ) গ্রাহামবেল
Ο গ) আল-বিরুনি
Ο ঘ) এডিসন
 সঠিক উত্তর: (গ)

 ৬৪. ক্ষুধার্ত শিশুদের কান্নার আওয়াজ শুনে নিজের কাঁধে আটার বস্তা বহন করে নিয়ে যান-
Ο ক) হযরত আলী (রা)
Ο খ) হযরত উসমান (রা)
Ο গ) সম্রাট নাসিরউদ্দিন
Ο ঘ) হযরত উমর (রা)
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৫. মহানবি (স) এর কোন কন্যাকে হযরত আলি (রা) বিবাহ করেছিলেন?
Ο ক) কুলসুম (রা)
Ο খ) জয়নব (রা)
Ο গ) রুকাইয়া (রা)
Ο ঘ) ফাতিমা (রা)
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৬. হযরত উসমান (রা) কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
Ο ক) ৫৭৬ খ্রিষ্টাব্দে
Ο খ) ৫৭৩ খ্রিষ্টাব্দে
Ο গ) ৫৮৩ খ্রিষ্টাব্দে
Ο ঘ) ৫৯৩ খ্রিষ্টাব্দে
 সঠিক উত্তর: (ক)

 ৬৭. “জ্ঞানার্জন করতে প্রয়োজন হলে সুদূর চীন দেশে যাও ”- উক্তিটি দ্বারা বোঝানো হয়েছে-
i. জ্ঞানার্জনে আগ্রহী হতে
ii. জ্ঞানার্জনে পরিশ্রমী হতে
iii. জ্ঞান-বিজ্ঞান শিক্ষায় মনোযোগী হতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৮. রসায়ন শাস্ত্রের জনক বলা হয় কাকে?
Ο ক) জুননুন মিসরি কে
Ο খ) জাবির ইবনে হাইয়ানকে
Ο গ) আব্দুল মালিক আল কাসি কে
Ο ঘ) ইমাম গাযযালিকে
 সঠিক উত্তর: (খ)

 ৬৯. হযরত উমর ফারুক (রা) এর ভগ্নীপতির নাম কী ছিল?
Ο ক) আমীর
Ο খ) সাঈদ
Ο গ) আবুল আস
Ο ঘ) খাত্তার
 সঠিক উত্তর: (খ)

 ৭০. হযরত আবু বকর (রা) কিসের ব্যবসায় করতেন?
Ο ক) স্বর্ণের
Ο খ) খেজুরের
Ο গ) কাগজের
Ο ঘ) কাপড়ের
 সঠিক উত্তর: (ঘ)

 ৭১. কোন কোন গোত্রের মধ্যে ফিজারের ‍যুদ্ধ সংঘটিত হয়েছিল?
Ο ক) কুরাইশ ও বনু বকর
Ο খ) কুরাইশ ও কাইস
Ο গ) বনু বকর ও বনু নযীর
Ο ঘ) জুরহাম ও বনু নযীর
 সঠিক উত্তর: (খ)

 ৭২. মহানবি (স) ব্যবসায়ের উদ্দেশ্যে কোন দেশে গিয়েছিলেন?
Ο ক) মিসর
Ο খ) ইরাক
Ο গ) আবিসিনিয়া
Ο ঘ) সিরিয়া
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৩. হযরত উমর (রা) আমলে যে ধরনের সরকার প্রতিষ্ঠত হয়েছিল-
i. গণতান্ত্রিক
ii. স্বৈরতান্ত্রিক
iii. জবাবদিহিতামূলক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৭৪. ইমাম গাযযালি কে ছিলেন?
Ο ক) সর্বশ্রেষ্ঠ সুফি দার্শনিক
Ο খ) শ্রেষ্ঠ গবেষক
Ο গ) বিজ্ঞানী
Ο ঘ) তাফসিরকারক
 সঠিক উত্তর: (ক)

 ৭৫. ‘আসাদুল্লাহ’ শব্দের অর্থ কী?
Ο ক) সত্য-মিথ্যার প্রভেদকারী
Ο খ) সত্যবাদী
Ο গ) সুন্দর সিংহাসন
Ο ঘ) আল্লাহর সিংহ
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৬. জাহেলি যুগে নারী সমাজ-
i. বিশেষ মর্যাদার অধিকারী ছিল
ii. ভোগ-বিলাসের বস্তু ছিল
iii. অধিকার থেকে বঞ্চিত ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৭৭. হযরত উসমান (রা) কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
Ο ক) ৫৭৬
Ο খ) ৫৭৩
Ο গ) ৫৮৩
Ο ঘ) ৫৯৩
 সঠিক উত্তর: (ক)

 ৭৮. হারবুল ফিজার কত বছর স্থায়ী হয়েছিল?
Ο ক) তিন বছর
Ο খ) চার বছর
Ο গ) পাঁচ বছর
Ο ঘ) ছয় বছর
 সঠিক উত্তর: (গ)

 ৭৯. টলেমি কে ছিলেন?
Ο ক) গ্রিক ভুগোলবিদ
Ο খ) চিকিৎসাবিদ
Ο গ) গণিতবিদ
Ο ঘ) রসায়নবিদ
 সঠিক উত্তর: (ক)

 ৮০. হযরত উমর (রা) এর বৈশিষ্ট্যের মধ্যে ছিল-
i. ন্যায় ও ইনসাফ
ii. কঠোরতা
iii. গণতন্ত্রমনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮১. “আর গোপনে নয়, এবার প্রকাশ্যে কা’বাঘরের সামনে সালাত আদায় করব।” এ উক্তিটি কার?
Ο ক) আবুযর গিফারী (রা)
Ο খ) আবু বকর (রা)
Ο গ) উমর (রা)
Ο ঘ) খালিদ বিন ওয়ালিদ (রা)
 সঠিক উত্তর: (গ)

 ৮২. আবু হানিফা কত সালে ইন্তিকাল করেন?
Ο ক) ৭৬০ সালে
Ο খ) ৭৬৫ সালে
Ο গ) ৭৬৭ সালে
Ο ঘ) ৭৬৯ সালে
 সঠিক উত্তর: (গ)

 ৮৩. ইবনে জারির তাবারির অবদান-
i. ইতিহাস শাস্ত্রে
ii. ফিকহ শাস্ত্রে
iii. তাফসির শাস্ত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৮৪. ‘কিতাবুল মানাযির’ গ্রন্থটির আলোচ্য বিষয় কী?
Ο ক) চক্ষু
Ο খ) পৃথিবী
Ο গ) চিকিৎসা
Ο ঘ) মস্তিষ্ক
 সঠিক উত্তর: (ক)

 ৮৫. হিজরত বলতে কী বোঝায়?
Ο ক) মহানবি (স) এর সিরিয়া গমন
Ο খ) মহানবি (স) এর মদিনা গমন
Ο গ) মহানবি (স) এর মক্কা বিজয়
Ο ঘ) উপরের সবগুলো
 সঠিক উত্তর: (খ)

 ৮৬. মাধ্যাকর্ষণ শক্তির প্রথম আবিষ্কারক -
Ο ক) হাসান ইবনে হায়সাম
Ο খ) স্যার আইজ্যাক নিউটন
Ο গ) আলবিরুনী
Ο ঘ) আলি তাবারি
 সঠিক উত্তর: (ক)

 ৮৭. মহানবি (স) নবুয়ত প্রাপ্তির পর সর্বপ্রথম কাদের কাছে দীনের দাওয়াত পৌঁছান?
Ο ক) সাধারণ লোকের কাছে
Ο খ) নিকটাত্মীয়দের কাছে
Ο গ) প্রতিবেশীদের কাছে
Ο ঘ) গরিব লোকদের কাছে
 সঠিক উত্তর: (খ)

 ৮৮. সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুফি দার্শনিক কে?
Ο ক) আবু বকর আল রাযি
Ο খ) ইবনে সিনা
Ο গ) ইমাম গাযযালি
Ο ঘ) ইবনে জারির তাবারি
 সঠিক উত্তর: (গ)

 ৮৯. আইয়্যমে জাহেলিয়া কী?
Ο ক) অন্ধকারাচ্ছন্ন যুগ
Ο খ) পাথরের যুগ
Ο গ) লৌহ যুগ
Ο ঘ) প্রাচীন যুগ
 সঠিক উত্তর: (ক)

 ৯০. কাফিররনা ঘরে ঢুকে মুহাম্মদ (স) এর আমানত দারি দেখে কী করল?
Ο ক) প্রশংসা করল
Ο খ) আনন্দিত হলো
Ο গ) লজ্জিত হলো
Ο ঘ) ক্রোধে ফেটে পড়ল
 সঠিক উত্তর: (গ)

 ৯১. ‘দারুল আরকাম’ কী?
Ο ক) একটি মসজিদ
Ο খ) একটি পবিত্র স্থান
Ο গ) একটি পাহাড়
Ο ঘ) একটি শিক্ষা প্রতিষ্ঠান
 সঠিক উত্তর: (ঘ)

 ৯২. মদিনা বাসিগণ কোথায় ইহরাম বেঁধেছিলেন?
Ο ক) ইয়ালামলাম
Ο খ) যুলহুলাইফা
Ο গ) তায়েফে
Ο ঘ) আরাফায়ে
 সঠিক উত্তর: (খ)

 ৯৩. কোন খলিফা গণতন্ত্রমনা ছিলেন?
Ο ক) হযরত আবু বকর (রা)
Ο খ) হযরত আলি (রা)
Ο গ) হযরত উমর (রা)
Ο ঘ) হযরত উসমান (রা)
 সঠিক উত্তর: (গ)

 ৯৪. মহানবি (স) কোন সময় বলেছিলেন “হে আল্লাহ! তুমি সাক্ষী থাক।”
Ο ক) হুদায়বিয়ার সন্ধির সময়
Ο খ) বদর যুদ্ধের সময়
Ο গ) বিদায় হজের সময়
Ο ঘ) মক্কা বিজয়ের সময়
 সঠিক উত্তর: (গ)

 ৯৫. রাসুল (স) কে তৎকালীন আরবের লোকজন আল আমিন উপাধি দিয়েছিলেন। কারণ -
i. তিনি দায়িত্বশীল ছিলেন
ii. তিনি দেখতে অসাধারণ সুন্দর ছিলেন
iii. আমানতদার হিসেবে তিনি বিশ্বাসী ছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৯৬. ‘বায়তুল হিকমার’ অবদান-
i. গবেষণার বিস্তৃতি
ii. অনুবাদ কার্যাবলি
iii. মৌলিক গ্রন্থ প্রণয়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৯৭. ‘ফারুক’ শব্দের অর্থ কী?
Ο ক) সত্যবাদী
Ο খ) সত্যমিথ্যার সমন্বয়কারী
Ο গ) সত্যের অনুসারী
Ο ঘ) সত্যমিথ্যার প্রভেদকারী
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৮. কত বছর বয়সে আত-তাবারি (রা) কুরআন মুখস্থ করেন?
Ο ক) চার
Ο খ) পাঁচ
Ο গ) ছয়
Ο ঘ) সাত
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৯. প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করলে কারা মুহাম্মদ (স) এর বিরোধিতা আরম্ভ করল?
Ο ক) কাফিররা
Ο খ) কুরাইশরা
Ο গ) মুনাফিকরা
Ο ঘ) মূর্তিপূজারিরা
 সঠিক উত্তর: (ঘ)

 ১০০. কুরআন মজিদ মুহাম্মদ (স) এর উপর কত বছর বয়সে অবতীর্ণ হয়?
Ο ক) ৫১
Ο খ) ৪৭
Ο গ) ৪০
Ο ঘ) ৪২
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post