এস.এস.সি ইসলাম শিক্ষা অধ্যায় - ৪: আখলাক (১০)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ৪: আখলাক (১০) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৪৫১. বিশুদ্ধ আত্মার পুরস্কার কী?
Ο ক) অঢেল সম্পদ
Ο খ) সুন্দরী নারী
Ο গ) জান্নাত
Ο ঘ) সম্মান
 সঠিক উত্তর: (গ)

 ৪৫২. স্বেচ্ছায় বেকার থাকাকে কী বলা হয়?
Ο ক) অলসতা
Ο খ) কর্মবিমুখতা
Ο গ) বিশ্রাম নেওয়া
Ο ঘ) বেকারত্ব
 সঠিক উত্তর: (খ)

 ৪৫৩. মানবজীবনে সফলতা লাভের প্রধানতম হাতিয়ার কোনটি?
Ο ক) কর্তব্যপরায়নতা
Ο খ) স্বদেশপ্রেম
Ο গ) ভ্রাতৃত্ববোধ
Ο ঘ) নারীর প্রতি শ্রদ্ধাবোধ
 সঠিক উত্তর: (ক)

 ৪৫৪. ইসলামে ওযু-গোসলের বিধান রাখা হয়েছে কেন?
Ο ক) নামায পড়ার জন্য
Ο খ) আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য
Ο গ) পবিত্র হওয়ার জন্য
Ο ঘ) সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য
 সঠিক উত্তর: (গ)

 ৪৫৫. শালীনতা মানে কী?
Ο ক) ক্রদ্ধ হওয়া
Ο খ) জাগ্রত হওয়া
Ο গ) দয়াপরবশ হওয়া
Ο ঘ) মার্জিত হওয়া
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৫৬. সন্তান হিসেবে মাতাপিতার প্রতি আমাদের কর্তব্য হচ্ছে-
i. তাদের সেবা করা
ii. তাদের কথা শোনা
iii. তাদেরকে সম্মান করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৫৭. আত্মশুদ্ধির জন্য বিষয়বস্তু কী?
Ο ক) অপরকে সংশোধন
Ο খ) সমাজ সংশোধন
Ο গ) নিজেকে সংশোধন
Ο ঘ) রাষ্ট্রকে সংশোধন
 সঠিক উত্তর: (গ)

 ৪৫৮. আত্মশুদ্ধি অর্থ কী?
Ο ক) নিজেকে নত করা
Ο খ) নিজের সংশোধন
Ο গ) সাহস জোগানো
Ο ঘ) দৃঢ়তা প্রকাশ করা
 সঠিক উত্তর: (খ)

 ৪৫৯. “দীনের ব্যাপারে কোন জবরদস্তি নেই” - এটি কোন সূরার অন্তর্গত?
Ο ক) বাকারা
Ο খ) আলে ইমরান
Ο গ) নিসা
Ο ঘ) আনফাল
 সঠিক উত্তর: (ক)

 ৪৬০. “তোমরা স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করে জীবনযাপন কর।” -কে বলেছেন?
Ο ক) আল্লাহ তায়ালা
Ο খ) হযরত মুহাম্মদ (স)
Ο গ) আয়েশা (রা)
Ο ঘ) ফাতিমা (রা)
 সঠিক উত্তর: (ক)

 ৪৬১. “আপনার কাপড় পবিত্র রাখুণ।” কাকে বলা হয়েছে?
Ο ক) আবু বকর (রা) কে
Ο খ) ইব্রাহীম (আ) কে
Ο গ) আদম (আ) কে
Ο ঘ) মুহাম্মদ (স) কে
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৬২. তাকওয়াবানকে কে ভালোবাসে?
Ο ক) ধনী ব্যক্তি
Ο খ) রাজনীতিবিদ
Ο গ) আল্লাহ
Ο ঘ) সমাজপতি
 সঠিক উত্তর: (গ)

 ৪৬৩. কত বছরের দূরত্বে থেকেও জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়?
Ο ক) ২০ বছর
Ο খ) ২৫ বছর
Ο গ) ৩০ বছর
Ο ঘ) ৪০ বছর
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৬৪. মানুষ হিসেবে দায়িত্ব পালনে নিষ্ঠার পরিচয় দেওয়া কী?
Ο ক) ইমান
Ο খ) কর্তব্যপরায়ণতা
Ο গ) সচেতনতা
Ο ঘ) আমানত
 সঠিক উত্তর: (খ)

 ৪৬৫. কোন ব্যক্তি নিষ্ঠাবান সৎকর্মশীল হতে পারে না?
Ο ক) যে ব্যক্তি নির্বোধ
Ο খ) যে ব্যক্তি ভীরু
Ο গ) যার মধ্যে তাকওয়া নেই
Ο ঘ) যে ব্যক্তি প্রতিশ্রুতি ভঙ্গ করে
 সঠিক উত্তর: (গ)

 ৪৬৬. কোনটি মানুষের উত্তম মানসিকতার পরিচায়ক?
Ο ক) স্বদেশপ্রেম
Ο খ) ভ্রাতৃত্ববোধ
Ο গ) নারীর মর্যাদা
Ο ঘ) মিতব্যয়িতা
 সঠিক উত্তর: (গ)

 ৪৬৭. ‘তাকওয়া’ শব্দের আভিধানিক অর্থ কী?
Ο ক) আমানতদারি
Ο খ) সততা
Ο গ) সহনশীলতা
Ο ঘ) পরহেজগারি
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৬৮. পরিচ্ছন্নতার আরবি প্রতিশব্দ কী?
Ο ক) নাজাসাত
Ο খ) নাজাফাত
Ο গ) নাজাসাতে গালিজা
Ο ঘ) নাজাসাতে খাফিফা
 সঠিক উত্তর: (খ)

 ৪৬৯. অতিরিক্ত সম্পদ আমরা কী করব?
Ο ক) ভোগ করব
Ο খ) দান করে দেব
Ο গ) ভবিষ্যতের জন্য জমাব
Ο ঘ) ব্যবসায় খাটাব
 সঠিক উত্তর: (খ)

 ৪৭০. যার মধ্যে নীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ নেই তাকে বলা হয়-
Ο ক) চরিত্রবান
Ο খ) আদর্শ মানুষ
Ο গ) চরিত্রবান
Ο ঘ) সন্ত্রাসী
 সঠিক উত্তর: (গ)

 ৪৭১. মহান আল্লাহ বলেছেন, মুমিন তারা, যারা-
i. নামায আদায় করে
ii. সৎকাজের আদেশ দেয়
iii. অসৎকাজে বাধা দেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৭২. সামাজে প্রশংসনীয় ও সমাদৃত এবং আল্লাহ তায়ালা ও তাঁর রাসুলের (স) নিকট প্রিয় চরিত্রকে কী বলে?
Ο ক) আখলাকে যামীমা
Ο খ) নিন্দনীয় চরিত্র
Ο গ) আখলাকে হামিদা
Ο ঘ) আখলাক
 সঠিক উত্তর: (গ)

 ৪৭৩. “স্বদেশপ্রেম ইমানের অঙ্গ” -এটি কার বাণী?
Ο ক) আল্লাহর
Ο খ) হযরত মুহাম্মদ (স)
Ο গ) হযরত উমর (রা)
Ο ঘ) জ্ঞানী লোকদের
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৭৪. “নিশ্চয়ই প্রস্রাবই বেশিরভাগ কবর আযাবের কারণ হয়ে থাকে।”- কে বলেছেন?
Ο ক) হযরত মুহাম্মদ (স)
Ο খ) চতুর্থ খলিফা (রা)
Ο গ) হানিফা মাযহাব
Ο ঘ) হাসান বসরি (রা)
 সঠিক উত্তর: (ক)

 ৪৭৫. অসৎ চরিত্রসম্পন্ন মানুষের পরকালীন জীবনের পরিণতি কেমন?
Ο ক) লোভনীয়
Ο খ) লজ্জাকর
Ο গ) হতাশাজনক
Ο ঘ) ভয়ানক
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৭৬. ইসলামের বন্ধন কেমন?
Ο ক) জাতীয়
Ο খ) গোত্রীয়
Ο গ) আন্তর্জাতিক
Ο ঘ) সাম্প্রদায়িক
 সঠিক উত্তর: (গ)

 ৪৭৭. দেশকে ভালোবাসতে হলে দেশের জন্য কী করতে হয়?
Ο ক) কাজ করতে হয়
Ο খ) ত্যাগ স্বীকার করতে হয়
Ο গ) উন্নতিতে অবদান রাখতে হয়
Ο ঘ) সবকটিই করতে হয়
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৭৮. শৃঙ্খলা ভঙ্গ করে মুসলমানদের চরম মূল্য দিতে হয়েছিল কোন যুদ্ধে?
Ο ক) বদরের যুদ্ধে
Ο খ) উহুদের যুদ্ধে
Ο গ) খন্দকের যুদ্ধে
Ο ঘ) তায়েফের যুদ্ধে
 সঠিক উত্তর: (খ)

 ৪৭৯. “নিশ্চয়ই মিযানের পাল্লায় সুন্দর চরিত্র অপেক্ষা ভারী বস্তু আর কিছুই থাকবে না।” কথাটি কার?
Ο ক) আল্লাহর
Ο খ) মহানবি (স) এর
Ο গ) মনীষীদের
Ο ঘ) ইমাম গাজজালী (রা) এর
 সঠিক উত্তর: (খ)

 ৪৮০. কোনটি দ্বারা মানুষের সকল অপবিত্রতা দূর হয়?
Ο ক) নামায
Ο খ) ওযু
Ο গ) রোযা
Ο ঘ) যাকাত
 সঠিক উত্তর: (খ)

 ৪৮১. “অশ্লীলতা যেকোনো জিনিসকে খারাপ করে এবং লজ্জাশীলতা যেকোনো জিনিসকে সৌন্দর্যমন্ডিত করে।” হাদিসখানা কোন গ্রন্থ থেকে সংকলিত?
Ο ক) বুখারি
Ο খ) মুসলিম
Ο গ) নাসাহ
Ο ঘ) তিরমিযি
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৮২. দুনিয়ার সকল মানুষের প্রতি ভ্রাতৃত্বসূলভ আচরণের বহি:প্রকাশ করাকে কী বলে?
Ο ক) সহমর্মিতা
Ο খ) জাতীয়তাবোধ
Ο গ) ভ্রাতৃত্ববোধ
Ο ঘ) জীবনবোধ
 সঠিক উত্তর: (গ)

 ৪৮৩. “আল্লাহ কারো ওপর এমন কোন কষ্ট দায়ক দায়িত্ব অর্পণ করেন না যা তার সাধ্যাতীত।” আয়াতটি কোন সূরার?
Ο ক) আল বাকারা
Ο খ) আন নিসা
Ο গ) আল -ইমরান
Ο ঘ) আল মায়িদা
 সঠিক উত্তর: (ক)

 ৪৮৪. মুমিন গণের মধ্যে পূর্ণ ইমানের অধিকারী কে?
Ο ক) সত্যবাদী
Ο খ) দানশীল
Ο গ) উত্তম চরিত্রবান
Ο ঘ) পরোপকারী
 সঠিক উত্তর: (গ)

 ৪৮৫. কামাল সাহেব নামায, রোযাসহ সকল ফরয ইবাদত নিয়মিত করার পরও নিজ হাতে হালাল উপার্জন করে জীবিকা নির্বাহ করেন। কামাল সাহেবের এভাবে উপার্জন করা-
i. ফরযে আইন
ii. ফরযে কিফায়াহ
iii. ফরযের পরেও ফরয
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৪৮৬. “তোমরা সত্যবাদী হও, কারণ সত্য পুণ্যের পথে এবং পুণ্য জান্নাতের পথে পরিচালিত করে।”-এটি কার বাণী?
Ο ক) আল্লাহর
Ο খ) মহানবি (স) এর
Ο গ) হযরত আবু বকর (রা) এর
Ο ঘ) হযরত আলী (রা) এর
 সঠিক উত্তর: (খ)

 ৪৮৭. বিনা প্রয়োজনে বাইরে ঘুরে বেড়ান উচিত নয় কাদের?
Ο ক) মেয়েদের
Ο খ) শিশূদের
Ο গ) ছাত্রছাত্রীদের
Ο ঘ) পুরুষদের
 সঠিক উত্তর: (ক)

 ৪৮৮. আল্লাহর ভয়ে সবরকম অন্যায়-অনাচার, পাপাচার বর্জন করে কুরআন ও সুন্নাহর নির্দেশমতো জীবনযাপন করাকে কী বলা হয়?
Ο ক) ইমান
Ο খ) তাকওয়া
Ο গ) সততা
Ο ঘ) ইসলাম
 সঠিক উত্তর: (খ)

 ৪৮৯. যে ঋণ কোনো লাভ নিয়ে আসে তাকে কী বলে?
Ο ক) লাভ
Ο খ) ক্ষতি
Ο গ) সুদ
Ο ঘ) ঘুষ
 সঠিক উত্তর: (গ)

 ৪৯০. “তোমাদের কেউ যেন জীবিকা উপার্জনের চেষ্টায় নিরুৎসাহিত হয়ে বসে না থাকে।” কার বাণী?
Ο ক) আল্লাহর
Ο খ) আবু বকর (রা) এর
Ο গ) উমর (রা) এর
Ο ঘ) ওসমান (রা) এর
 সঠিক উত্তর: (গ)

 ৪৯১. “অত:পর সালাত আদায় সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান কর।” কে বলেছেন?
Ο ক) আল্লাহ তায়ালা
Ο খ) মহানবি (স)
Ο গ) আবু বকর (রা)
Ο ঘ) ওসমান (রা)
 সঠিক উত্তর: (ক)

 ৪৯২. জীবনের শ্রেষ্ঠ সম্পদ ও মৌলিক মানবীয় গুণ কোনটি?
Ο ক) অর্থসম্পদ
Ο খ) আখলাকে হাসানাহ
Ο গ) সময়
Ο ঘ) বিদ্যা
 সঠিক উত্তর: (খ)

 ৪৯৩. আখলাক শব্দের অর্থ কোনটি?
Ο ক) সুন্দর ব্যবহার
Ο খ) স্বভাবসমষ্টি
Ο গ) স্বভাব
Ο ঘ) আচরণ
 সঠিক উত্তর: (খ)

 ৪৯৪. তাকওয়া কোনটির মূলভিত্তি?
Ο ক) নামাযের
Ο খ) সততার
Ο গ) ইসলামি নৈতিকতার
Ο ঘ) মানবতার
 সঠিক উত্তর: (গ)

 ৪৯৫. কেউ তার ভাইয়ের সাহায্যে রত থাকা অবস্থায় আল্লাহ কী করেন?
Ο ক) তাকে সাহায্য করেন
Ο খ) তাকে অভিশাপ দেন
Ο গ) তার প্রতি খুশি থাকেন
Ο ঘ) তাকে ভালোবাসেন
 সঠিক উত্তর: (ক)

 ৪৯৬. “যারা ইমান আনে ও সৎকর্ম করে-আমি তো তার শ্রমফল নষ্ট করি না- যে উত্তমরূপে কার্য সম্পাদন করে।” -কোন সূরার আয়াত?
Ο ক) আল-ইমরান
Ο খ) সূরা হাশর
Ο গ) আল-কাহ্‌ফ
Ο ঘ) বনি ইসরাইল
 সঠিক উত্তর: (গ)

 উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: * সামাদ সাহেব একজন ফল বিক্রেতা। তিনি উপরে ভালো ফল সাজিয়ে রাখেন এবং নিচে পচা ফল রেখে ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করেন।

 ৪৯৭. সামাদ সাহেবের এ কাজে প্রকাশ পেয়েছে-
Ο ক) চাতুরতা
Ο খ) কুফরী
Ο গ) খিয়ানত
Ο ঘ) প্রতারণা
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৯৮. এজন্য সামাদ সাহেবকে ইসলামের দৃষ্টিতে বলা যায়-
i. মুনাফিক
ii. কাফির
iii. প্রতারক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post