ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ৪: আখলাক (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. “তারা কর্তব্য পালন করে এবং সেদিনের ভয় করে যেদিনের ভয়াবহতা হবে ব্যাপক।” এ আয়াতে কাদের কথা বলা হয়েছে?
Ο ক) মুমিনদের
Ο খ) নবিদের
Ο গ) মুশরিকদের
Ο ঘ) সুনাগরিকদের
সঠিক উত্তর: (ক)
১৫২. মিসওয়াক করা কী?
Ο ক) ফরজ
Ο খ) ওয়াজিব
Ο গ) সুন্নাত
Ο ঘ) মুস্তাহাব
সঠিক উত্তর: (গ)
১৫৩. দীনের ব্যাপারে কোনো জরবদস্তি নাই - কে বলেছেন?
Ο ক) আল্লাহ তায়ালা
Ο খ) মহানবি (স)
Ο গ) জিবরাইল (আ)
Ο ঘ) হযরত উমর (রা)
সঠিক উত্তর: (ক)
১৫৪. “যে সমাজে ঘুষ লেনদেন প্রসার লাভ করে সে সমাজে ভীতি ও সন্ত্রাস সৃষ্টি হয়।” হাদিসখানা কোন গ্রন্থ থেকে সংকলিত?
Ο ক) বুখারি
Ο খ) মুসলিম
Ο গ) মুসনাদে আহমদ
Ο ঘ) আবু দাউদ
সঠিক উত্তর: (গ)
১৫৫. “নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা।” উক্তিটি কার?
Ο ক) ইমাম গাজ্জালী (রা)
Ο খ) আলী (রা) এর
Ο গ) আল্লাহর
Ο ঘ) হযরত মুহাম্মদ (স)-এর
সঠিক উত্তর: (গ)
১৫৬. “এক মুসলমান অপর মুসলমানের ভাই।” কার বাণী
Ο ক) ইসলামি চিন্তাবিদের
Ο খ) মহানবি (স) এর
Ο গ) আবু বকর (রা) এর
Ο ঘ) ইমাম হোসাইন (রা) এর
সঠিক উত্তর: (খ)
১৫৭. আল্লাহ মানুষকে বিভিন্ন দায়িত্ব দিয়ে কী করেন?
Ο ক) পরীক্ষা করেন
Ο খ) সাহায্য করেন
Ο গ) পুরস্কার ঘোষণা করেন
Ο ঘ) শান্তি প্রদান করেন
সঠিক উত্তর: (ক)
১৫৮. তোমাদের মধ্যে সেই উত্তম, যে তার স্ত্রীর নিকট উত্তম। হাদিসটি কোন প্রন্থ থেকে সংকলিত?
Ο ক) মুসলিম
Ο খ) আবু দাউদ
Ο গ) তিরমিযি
Ο ঘ) বুখারি
সঠিক উত্তর: (গ)
১৫৯. তাকওয়াপূর্ণ জীবন যাপনের প্রধান বৈশিষ্ট্য -
Ο ক) দয়া
Ο খ) সরলতা
Ο গ) সাহসিকতা
Ο ঘ) ওয়াদা পালন করা
সঠিক উত্তর: (ঘ)
১৬০. অন্তর কলুষিত হলে সমস্ত শরীর কলুষিত হয় এ সংক্রান্ত হাদিস কোন গ্রন্থে রয়েছে?
Ο ক) বুখারি
Ο খ) মুসলিম
Ο গ) ইবনে মাযা
Ο ঘ) বুখারি ও মুসলিম
সঠিক উত্তর: (ঘ)
১৬১. “হে ইমানদারগণ! তোমরা চুক্তিসমূহ পূর্ণ কর।” কার বাণী?
Ο ক) আল্লহর
Ο খ) ইসা (আ) এর
Ο গ) হযরত মুহাম্মদ (সা) এর
Ο ঘ) আবু বকর (রা) এর
সঠিক উত্তর: (ক)
১৬২. “তোমরা আমানতসমূহ তার মালিকের নিকট প্রত্যর্পণ কর।” কোন সূরার আয়াত?
Ο ক) সূরা নিসা
Ο খ) সূরা জুমআ
Ο গ) সূরা নুর
Ο ঘ) সূরা মূলক
সঠিক উত্তর: (ক)
১৬৩. “সুসংবাদ ঐ ব্যক্তির জন্য যাকে ইসলামের দিকে হিদায়াত করা হয়েছে, তার প্রয়োজনমাফিক জীবনোপকরণ আছে এবং সে এতে তুষ্ট রয়েছে।” -কে বলেছেন?
Ο ক) আবু হুরায়রা (রা)
Ο খ) আবু হানিফা (রা)
Ο গ) মুহাম্মদ (স)
Ο ঘ) আবুজর গিফারি (রা)
সঠিক উত্তর: (গ)
১৬৪. “অত:পর সালাত আদায় সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান কর।” আয়াতের বিষয়বস্তু কী?
Ο ক) সালাত
Ο খ) ইবাদত
Ο গ) কর্মপরায়ণতা
Ο ঘ) সত্যবাদিতা
সঠিক উত্তর: (গ)
১৬৫. দুনিয়ার দূরতম প্রান্তে কোনো মুসলমান কষ্টে নিপতিত হলে অন্য মুসলমানও তার জন্য সমব্যাথী হয়। ইসলামে এর নাম কী?
Ο ক) সহানুভুতিশীলতা
Ο খ) ইসলামি ভ্রাতৃত্ব
Ο গ) মহানুভবতা
Ο ঘ) ইসলামি আন্দোলন
সঠিক উত্তর: (খ)
১৬৬. মানুষ কাজ করে কেন?
Ο ক) জীবনে বড় হওয়ার জন্য
Ο খ) আল্লাহর নির্দেশ তাই
Ο গ) রাসুল (স) এর আনুগত্যের জন্য
Ο ঘ) বাধ্য হয়
সঠিক উত্তর: (ক)
১৬৭. আল্লাহ কাদের ভালোবাসেন?
Ο ক) যারা মিথ্যা বলে
Ο খ) যারা সুন্দর পোশাক পরিধান করে
Ο গ) যারা সুগন্ধি ব্যবহার করে
Ο ঘ) যারা পবিত্র থাকে
সঠিক উত্তর: (ঘ)
১৬৮. “অর্থ ব্যয় করার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা ব্যক্তির বুদ্ধিমত্তার লক্ষণ ।” - কোন গ্রন্থ থেকে সংকলিত?
Ο ক) বুখারি
Ο খ) মুসলিম
Ο গ) মুসনাদে আহমদ
Ο ঘ) সুনানে আবু দাউদ
সঠিক উত্তর: (গ)
১৬৯. সকল সৃষ্টি আল্লাহর কী?
Ο ক) বন্ধু
Ο খ) আত্মীয়
Ο গ) প্রতিবেশী
Ο ঘ) পরিজন
সঠিক উত্তর: (ক)
১৭০. নারীগণ স্বাধীনভাবে অর্থ উপার্জন করতে পারবে- এটি নারীর কোন ধরনের অধিকার?
Ο ক) সামাজিক
Ο খ) অর্থনৈতিক
Ο গ) রাজনৈতিক
Ο ঘ) ধর্মীয়
সঠিক উত্তর: (খ)
১৭১. ঘুষ অর্থ কী?
Ο ক) উৎকোচ গ্রহণ
Ο খ) সাহায্য নেওয়া
Ο গ) ঋণ নেওয়া
Ο ঘ) প্রতিযোগিতা করা
সঠিক উত্তর: (ক)
১৭২. কে সৎ কর্ম খেয়ে ফেলে?
Ο ক) আগুন
Ο খ) মিথ্যা
Ο গ) প্রতারণা
Ο ঘ) হিংসা
সঠিক উত্তর: (ঘ)
১৭৩. সচ্চরিত্রের মূল সঞ্জীবনী শক্তি কী?
Ο ক) আদল
Ο খ) ইহ্সান
Ο গ) তাকওয়া
Ο ঘ) আহদ
সঠিক উত্তর: (গ)
১৭৪. সুন্দর জীবন ও সমৃদ্ধ সমাজ গড়ার জন্য দরকার-
Ο ক) আখলাকে যামিমাহ পরিত্যাগ করা
Ο খ) আখলাকে হামিদাহ অনুযায়ী জীবন চালানো
Ο গ) রাসুলের চরিত্রের পূর্ণাঙ্গ অনুসরণ
Ο ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
১৭৫. যারা দেশকে ভালোবাসে না তারা কী?
Ο ক) দেশদ্রোহী
Ο খ) অকৃৃতজ্ঞ
Ο গ) দেশের শত্রু
Ο ঘ) বিশ্বাসঘাতক
সঠিক উত্তর: (খ)
১৭৬. আল্লাহ হযরত আদম (আ)-কে কী দিয়ে সৃষ্টি করেছেন?
Ο ক) মাটি
Ο খ) পানি
Ο গ) আগুন
Ο ঘ) বাতাস
সঠিক উত্তর: (ক)
১৭৭. জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল মানুষকে ভালোবাসা, সকলের সেবা করা, সাহায্য সহযোগিতা করা কিসের অন্তর্ভুক্ত?
Ο ক) সামাজিক দায়িত্বের
Ο খ) রাজনৈতিক দায়িত্বের
Ο গ) হাক্কুল ইবাদের
Ο ঘ) ব্যক্তিগত দায়িত্বের
সঠিক উত্তর: (গ)
১৭৮. মধ্যপন্থা অবলম্বন কিসের লক্ষণ?
Ο ক) কৃপণতা
Ο খ) মিতব্যয়িতা
Ο গ) খোদাভীরুতা
Ο ঘ) বুদ্ধিমত্তা
সঠিক উত্তর: (খ)
১৭৯. যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে কী বলে?
Ο ক) মুসলিম
Ο খ) মুমিন
Ο গ) মুত্তাকি
Ο ঘ) মুকিম
সঠিক উত্তর: (গ)
১৮০. গচ্ছিত মাল ফেরত দেওয়ার নির্দেশ কার?
Ο ক) আল্লাহর
Ο খ) মহানবি (স) এর
Ο গ) ফিকহ্বিদের
Ο ঘ) আদালতের
সঠিক উত্তর: (ক)
১৮১. খিয়ানত শব্দের অর্থ কী?
Ο ক) ক্ষতি সাধন করা
Ο খ) ভেঙে ফেলা
Ο গ) বিশ্বাস ভঙ্গ করা
Ο ঘ) গচ্ছিত রাখা
সঠিক উত্তর: (ক)
১৮২. ‘আমর বিল মারূফ’ মানে কী?
Ο ক) অসৎ কাজের নিষেধ
Ο খ) সৎকাজের আদেশ
Ο গ) অসৎ কাজের আদেশ
Ο ঘ) সৎকাজের আদেশ
সঠিক উত্তর: (খ)
১৮৩. মানুষের সহজাত ও স্বভাবজাত ভালোবাসা কোনটি?
Ο ক) মাতৃভূমির জন্য ভালোবাসা
Ο খ) প্রবাসের প্রতি ভালোবাসা
Ο গ) স্বজনদের প্রতি ভালবাসা
Ο ঘ) প্রকৃতির প্রতি ভালোবাসা
সঠিক উত্তর: (ক)
১৮৪. কোন কাজটি দীন ইসলামের মূলে কুঠার ঘাতস্বরূপ?
Ο ক) দেশোদ্রোহিতা
Ο খ) পরচর্চা
Ο গ) হিংসা-বিদ্বেষ
Ο ঘ) গিবত
সঠিক উত্তর: (গ)
১৮৫. ইসলামি সমাজব্যবস্থার মূলভিত্তি কী?
Ο ক) দানশীলতা
Ο খ) শালীনতা
Ο গ) সত্যবাদিতা
Ο ঘ) সংযম
সঠিক উত্তর: (খ)
১৮৬. হুসনুল খুলুক অর্থ কী?
Ο ক) খারাপ চরিত্র
Ο খ) ভালো চরিত্র
Ο গ) সুন্দর চরিত্র
Ο ঘ) নিন্দনীয় চরিত্র
সঠিক উত্তর: (গ)
১৮৭. সততার পথ অবলম্বন করলে মানুষ-
i. দুনিয়ায় সফল হবে
ii. আখিরাত মুক্তি পাবে
iii. ধ্বংস থেকে রক্ষা পাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. আমানতের খিয়ানত করা কার চিহ্ন-
Ο ক) ফাসিকের
Ο খ) কাফিরের
Ο গ) মুনাফিকের
Ο ঘ) মিথ্যাবাদীর
সঠিক উত্তর: (গ)
১৮৯. মাতৃভূমির প্রতি মানুষের ভালোবাসা কোন প্রকৃতির?
Ο ক) আইনানুগ
Ο খ) বাধ্যতামূলক
Ο গ) সহজাত ও স্বভাবজাত
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)
১৯০. আমানতের বিপরীত কী?
Ο ক) নিফাক
Ο খ) হাসাদ
Ο গ) আমিন
Ο ঘ) খিয়ানত
সঠিক উত্তর: (ঘ)
১৯১. ঘূষ প্রদানকারী ও ঘুষ গ্রহণকারী উভয়ের ওপরই আল্লাহর -
Ο ক) রহমত
Ο খ) লা’নত
Ο গ) বরকত
Ο ঘ) গজব
সঠিক উত্তর: (খ)
১৯২. কিয়ামতের দিন মুমিনের পাল্লায় কোন জিনিসটি সবচেয়ে বেশি ভারী হবে?
Ο ক) সালাত
Ο খ) সাওম
Ο গ) উত্তম চরিত্র
Ο ঘ) যাকাত
সঠিক উত্তর: (গ)
১৯৩. একজন কর্মকর্ত ঘুষ নিয়ে থাকেন এবং ঘুষের সম্পূর্ণ টাকা তিনি অন্যত্র ভালো কাজে দান করেন। এ দানের জন্য তার-
Ο ক) সাওয়াব হবে, কারণ টাকাটা দানের জন্য ব্যবহৃত হয়েছে
Ο খ) কম সাওয়াব হবে, কারণ টাকাটা ঘুষের মাধ্যমে সংগ্রহীত হয়েছে
Ο গ) গুনাহ হবে, কারণ টাকাটা ঘুষের মাধ্যমে সংগ্রহীত হয়েছে
Ο ঘ) গুনাহ অথবা সাওয়াব হবে না, কারণ টাকার সদ্ব্যবহারের মাধ্যমে গুনাহ দূর হয়ে যায়
সঠিক উত্তর: (গ)
১৯৪. “নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ খায় নি।” কোন প্রন্থের হাদিস?
Ο ক) বুখারি
Ο খ) মুসলিম
Ο গ) ইবনে মাযা
Ο ঘ) বায়হাকি
সঠিক উত্তর: (ক)
১৯৫. মহানবি (স) জন্মভূমি মক্কা ত্যাগের সময় বার বার ফিরে তাকাচ্ছিলেন কিসের দিকে?
Ο ক) স্ত্রীগণের দিকে
Ο খ) সন্তানের দিকে
Ο গ) মক্কার দিকে
Ο ঘ) তায়েফের দিকে
সঠিক উত্তর: (গ)
১৯৬. “সুন্দর চরিত্রই পুণ্য’-কার বাণী?
Ο ক) হযরত মুহাম্মদ (স)
Ο খ) আল্লাহ তায়ালার
Ο গ) শাফী (রা) এর
Ο ঘ) আলী (রা) এর
সঠিক উত্তর: (ক)
১৯৭. আখলাকে যামীমাহ অর্থ কোনটি?
Ο ক) সচ্চরিত্র
Ο খ) দুশ্চরিত্র
Ο গ) প্রশংসনীয় চরিত্র
Ο ঘ) ভালো চরিত্র
সঠিক উত্তর: (খ)
১৯৮. আখলাকে যামিমার পর্যায়ভুক্ত হলো-
i. ওয়াদা পালন
ii. আমানতের খিয়ানত
iii. প্রতারণা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৯৯. দেশকে ভালোবাসার অর্থ হলো-
i. দেশের মানুষকে ভালোবাসা
ii. দেশের স্বাধীনতা রক্ষা করা
iii. দেশের সার্বভৌমত্ব রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০০. ধ্বংস কার?
Ο ক) যে সত্য কথা বলে
Ο খ) যে ওজনে কম দেয়
Ο গ) যে প্রতিবাদ করে
Ο ঘ) যে নি:স্প্রভ থাকে
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. “তারা কর্তব্য পালন করে এবং সেদিনের ভয় করে যেদিনের ভয়াবহতা হবে ব্যাপক।” এ আয়াতে কাদের কথা বলা হয়েছে?
Ο ক) মুমিনদের
Ο খ) নবিদের
Ο গ) মুশরিকদের
Ο ঘ) সুনাগরিকদের
সঠিক উত্তর: (ক)
১৫২. মিসওয়াক করা কী?
Ο ক) ফরজ
Ο খ) ওয়াজিব
Ο গ) সুন্নাত
Ο ঘ) মুস্তাহাব
সঠিক উত্তর: (গ)
১৫৩. দীনের ব্যাপারে কোনো জরবদস্তি নাই - কে বলেছেন?
Ο ক) আল্লাহ তায়ালা
Ο খ) মহানবি (স)
Ο গ) জিবরাইল (আ)
Ο ঘ) হযরত উমর (রা)
সঠিক উত্তর: (ক)
১৫৪. “যে সমাজে ঘুষ লেনদেন প্রসার লাভ করে সে সমাজে ভীতি ও সন্ত্রাস সৃষ্টি হয়।” হাদিসখানা কোন গ্রন্থ থেকে সংকলিত?
Ο ক) বুখারি
Ο খ) মুসলিম
Ο গ) মুসনাদে আহমদ
Ο ঘ) আবু দাউদ
সঠিক উত্তর: (গ)
১৫৫. “নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা।” উক্তিটি কার?
Ο ক) ইমাম গাজ্জালী (রা)
Ο খ) আলী (রা) এর
Ο গ) আল্লাহর
Ο ঘ) হযরত মুহাম্মদ (স)-এর
সঠিক উত্তর: (গ)
১৫৬. “এক মুসলমান অপর মুসলমানের ভাই।” কার বাণী
Ο ক) ইসলামি চিন্তাবিদের
Ο খ) মহানবি (স) এর
Ο গ) আবু বকর (রা) এর
Ο ঘ) ইমাম হোসাইন (রা) এর
সঠিক উত্তর: (খ)
১৫৭. আল্লাহ মানুষকে বিভিন্ন দায়িত্ব দিয়ে কী করেন?
Ο ক) পরীক্ষা করেন
Ο খ) সাহায্য করেন
Ο গ) পুরস্কার ঘোষণা করেন
Ο ঘ) শান্তি প্রদান করেন
সঠিক উত্তর: (ক)
১৫৮. তোমাদের মধ্যে সেই উত্তম, যে তার স্ত্রীর নিকট উত্তম। হাদিসটি কোন প্রন্থ থেকে সংকলিত?
Ο ক) মুসলিম
Ο খ) আবু দাউদ
Ο গ) তিরমিযি
Ο ঘ) বুখারি
সঠিক উত্তর: (গ)
১৫৯. তাকওয়াপূর্ণ জীবন যাপনের প্রধান বৈশিষ্ট্য -
Ο ক) দয়া
Ο খ) সরলতা
Ο গ) সাহসিকতা
Ο ঘ) ওয়াদা পালন করা
সঠিক উত্তর: (ঘ)
১৬০. অন্তর কলুষিত হলে সমস্ত শরীর কলুষিত হয় এ সংক্রান্ত হাদিস কোন গ্রন্থে রয়েছে?
Ο ক) বুখারি
Ο খ) মুসলিম
Ο গ) ইবনে মাযা
Ο ঘ) বুখারি ও মুসলিম
সঠিক উত্তর: (ঘ)
১৬১. “হে ইমানদারগণ! তোমরা চুক্তিসমূহ পূর্ণ কর।” কার বাণী?
Ο ক) আল্লহর
Ο খ) ইসা (আ) এর
Ο গ) হযরত মুহাম্মদ (সা) এর
Ο ঘ) আবু বকর (রা) এর
সঠিক উত্তর: (ক)
১৬২. “তোমরা আমানতসমূহ তার মালিকের নিকট প্রত্যর্পণ কর।” কোন সূরার আয়াত?
Ο ক) সূরা নিসা
Ο খ) সূরা জুমআ
Ο গ) সূরা নুর
Ο ঘ) সূরা মূলক
সঠিক উত্তর: (ক)
১৬৩. “সুসংবাদ ঐ ব্যক্তির জন্য যাকে ইসলামের দিকে হিদায়াত করা হয়েছে, তার প্রয়োজনমাফিক জীবনোপকরণ আছে এবং সে এতে তুষ্ট রয়েছে।” -কে বলেছেন?
Ο ক) আবু হুরায়রা (রা)
Ο খ) আবু হানিফা (রা)
Ο গ) মুহাম্মদ (স)
Ο ঘ) আবুজর গিফারি (রা)
সঠিক উত্তর: (গ)
১৬৪. “অত:পর সালাত আদায় সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান কর।” আয়াতের বিষয়বস্তু কী?
Ο ক) সালাত
Ο খ) ইবাদত
Ο গ) কর্মপরায়ণতা
Ο ঘ) সত্যবাদিতা
সঠিক উত্তর: (গ)
১৬৫. দুনিয়ার দূরতম প্রান্তে কোনো মুসলমান কষ্টে নিপতিত হলে অন্য মুসলমানও তার জন্য সমব্যাথী হয়। ইসলামে এর নাম কী?
Ο ক) সহানুভুতিশীলতা
Ο খ) ইসলামি ভ্রাতৃত্ব
Ο গ) মহানুভবতা
Ο ঘ) ইসলামি আন্দোলন
সঠিক উত্তর: (খ)
১৬৬. মানুষ কাজ করে কেন?
Ο ক) জীবনে বড় হওয়ার জন্য
Ο খ) আল্লাহর নির্দেশ তাই
Ο গ) রাসুল (স) এর আনুগত্যের জন্য
Ο ঘ) বাধ্য হয়
সঠিক উত্তর: (ক)
১৬৭. আল্লাহ কাদের ভালোবাসেন?
Ο ক) যারা মিথ্যা বলে
Ο খ) যারা সুন্দর পোশাক পরিধান করে
Ο গ) যারা সুগন্ধি ব্যবহার করে
Ο ঘ) যারা পবিত্র থাকে
সঠিক উত্তর: (ঘ)
১৬৮. “অর্থ ব্যয় করার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা ব্যক্তির বুদ্ধিমত্তার লক্ষণ ।” - কোন গ্রন্থ থেকে সংকলিত?
Ο ক) বুখারি
Ο খ) মুসলিম
Ο গ) মুসনাদে আহমদ
Ο ঘ) সুনানে আবু দাউদ
সঠিক উত্তর: (গ)
১৬৯. সকল সৃষ্টি আল্লাহর কী?
Ο ক) বন্ধু
Ο খ) আত্মীয়
Ο গ) প্রতিবেশী
Ο ঘ) পরিজন
সঠিক উত্তর: (ক)
১৭০. নারীগণ স্বাধীনভাবে অর্থ উপার্জন করতে পারবে- এটি নারীর কোন ধরনের অধিকার?
Ο ক) সামাজিক
Ο খ) অর্থনৈতিক
Ο গ) রাজনৈতিক
Ο ঘ) ধর্মীয়
সঠিক উত্তর: (খ)
১৭১. ঘুষ অর্থ কী?
Ο ক) উৎকোচ গ্রহণ
Ο খ) সাহায্য নেওয়া
Ο গ) ঋণ নেওয়া
Ο ঘ) প্রতিযোগিতা করা
সঠিক উত্তর: (ক)
১৭২. কে সৎ কর্ম খেয়ে ফেলে?
Ο ক) আগুন
Ο খ) মিথ্যা
Ο গ) প্রতারণা
Ο ঘ) হিংসা
সঠিক উত্তর: (ঘ)
১৭৩. সচ্চরিত্রের মূল সঞ্জীবনী শক্তি কী?
Ο ক) আদল
Ο খ) ইহ্সান
Ο গ) তাকওয়া
Ο ঘ) আহদ
সঠিক উত্তর: (গ)
১৭৪. সুন্দর জীবন ও সমৃদ্ধ সমাজ গড়ার জন্য দরকার-
Ο ক) আখলাকে যামিমাহ পরিত্যাগ করা
Ο খ) আখলাকে হামিদাহ অনুযায়ী জীবন চালানো
Ο গ) রাসুলের চরিত্রের পূর্ণাঙ্গ অনুসরণ
Ο ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
১৭৫. যারা দেশকে ভালোবাসে না তারা কী?
Ο ক) দেশদ্রোহী
Ο খ) অকৃৃতজ্ঞ
Ο গ) দেশের শত্রু
Ο ঘ) বিশ্বাসঘাতক
সঠিক উত্তর: (খ)
১৭৬. আল্লাহ হযরত আদম (আ)-কে কী দিয়ে সৃষ্টি করেছেন?
Ο ক) মাটি
Ο খ) পানি
Ο গ) আগুন
Ο ঘ) বাতাস
সঠিক উত্তর: (ক)
১৭৭. জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল মানুষকে ভালোবাসা, সকলের সেবা করা, সাহায্য সহযোগিতা করা কিসের অন্তর্ভুক্ত?
Ο ক) সামাজিক দায়িত্বের
Ο খ) রাজনৈতিক দায়িত্বের
Ο গ) হাক্কুল ইবাদের
Ο ঘ) ব্যক্তিগত দায়িত্বের
সঠিক উত্তর: (গ)
১৭৮. মধ্যপন্থা অবলম্বন কিসের লক্ষণ?
Ο ক) কৃপণতা
Ο খ) মিতব্যয়িতা
Ο গ) খোদাভীরুতা
Ο ঘ) বুদ্ধিমত্তা
সঠিক উত্তর: (খ)
১৭৯. যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে কী বলে?
Ο ক) মুসলিম
Ο খ) মুমিন
Ο গ) মুত্তাকি
Ο ঘ) মুকিম
সঠিক উত্তর: (গ)
১৮০. গচ্ছিত মাল ফেরত দেওয়ার নির্দেশ কার?
Ο ক) আল্লাহর
Ο খ) মহানবি (স) এর
Ο গ) ফিকহ্বিদের
Ο ঘ) আদালতের
সঠিক উত্তর: (ক)
১৮১. খিয়ানত শব্দের অর্থ কী?
Ο ক) ক্ষতি সাধন করা
Ο খ) ভেঙে ফেলা
Ο গ) বিশ্বাস ভঙ্গ করা
Ο ঘ) গচ্ছিত রাখা
সঠিক উত্তর: (ক)
১৮২. ‘আমর বিল মারূফ’ মানে কী?
Ο ক) অসৎ কাজের নিষেধ
Ο খ) সৎকাজের আদেশ
Ο গ) অসৎ কাজের আদেশ
Ο ঘ) সৎকাজের আদেশ
সঠিক উত্তর: (খ)
১৮৩. মানুষের সহজাত ও স্বভাবজাত ভালোবাসা কোনটি?
Ο ক) মাতৃভূমির জন্য ভালোবাসা
Ο খ) প্রবাসের প্রতি ভালোবাসা
Ο গ) স্বজনদের প্রতি ভালবাসা
Ο ঘ) প্রকৃতির প্রতি ভালোবাসা
সঠিক উত্তর: (ক)
১৮৪. কোন কাজটি দীন ইসলামের মূলে কুঠার ঘাতস্বরূপ?
Ο ক) দেশোদ্রোহিতা
Ο খ) পরচর্চা
Ο গ) হিংসা-বিদ্বেষ
Ο ঘ) গিবত
সঠিক উত্তর: (গ)
১৮৫. ইসলামি সমাজব্যবস্থার মূলভিত্তি কী?
Ο ক) দানশীলতা
Ο খ) শালীনতা
Ο গ) সত্যবাদিতা
Ο ঘ) সংযম
সঠিক উত্তর: (খ)
১৮৬. হুসনুল খুলুক অর্থ কী?
Ο ক) খারাপ চরিত্র
Ο খ) ভালো চরিত্র
Ο গ) সুন্দর চরিত্র
Ο ঘ) নিন্দনীয় চরিত্র
সঠিক উত্তর: (গ)
১৮৭. সততার পথ অবলম্বন করলে মানুষ-
i. দুনিয়ায় সফল হবে
ii. আখিরাত মুক্তি পাবে
iii. ধ্বংস থেকে রক্ষা পাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. আমানতের খিয়ানত করা কার চিহ্ন-
Ο ক) ফাসিকের
Ο খ) কাফিরের
Ο গ) মুনাফিকের
Ο ঘ) মিথ্যাবাদীর
সঠিক উত্তর: (গ)
১৮৯. মাতৃভূমির প্রতি মানুষের ভালোবাসা কোন প্রকৃতির?
Ο ক) আইনানুগ
Ο খ) বাধ্যতামূলক
Ο গ) সহজাত ও স্বভাবজাত
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)
১৯০. আমানতের বিপরীত কী?
Ο ক) নিফাক
Ο খ) হাসাদ
Ο গ) আমিন
Ο ঘ) খিয়ানত
সঠিক উত্তর: (ঘ)
১৯১. ঘূষ প্রদানকারী ও ঘুষ গ্রহণকারী উভয়ের ওপরই আল্লাহর -
Ο ক) রহমত
Ο খ) লা’নত
Ο গ) বরকত
Ο ঘ) গজব
সঠিক উত্তর: (খ)
১৯২. কিয়ামতের দিন মুমিনের পাল্লায় কোন জিনিসটি সবচেয়ে বেশি ভারী হবে?
Ο ক) সালাত
Ο খ) সাওম
Ο গ) উত্তম চরিত্র
Ο ঘ) যাকাত
সঠিক উত্তর: (গ)
১৯৩. একজন কর্মকর্ত ঘুষ নিয়ে থাকেন এবং ঘুষের সম্পূর্ণ টাকা তিনি অন্যত্র ভালো কাজে দান করেন। এ দানের জন্য তার-
Ο ক) সাওয়াব হবে, কারণ টাকাটা দানের জন্য ব্যবহৃত হয়েছে
Ο খ) কম সাওয়াব হবে, কারণ টাকাটা ঘুষের মাধ্যমে সংগ্রহীত হয়েছে
Ο গ) গুনাহ হবে, কারণ টাকাটা ঘুষের মাধ্যমে সংগ্রহীত হয়েছে
Ο ঘ) গুনাহ অথবা সাওয়াব হবে না, কারণ টাকার সদ্ব্যবহারের মাধ্যমে গুনাহ দূর হয়ে যায়
সঠিক উত্তর: (গ)
১৯৪. “নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ খায় নি।” কোন প্রন্থের হাদিস?
Ο ক) বুখারি
Ο খ) মুসলিম
Ο গ) ইবনে মাযা
Ο ঘ) বায়হাকি
সঠিক উত্তর: (ক)
১৯৫. মহানবি (স) জন্মভূমি মক্কা ত্যাগের সময় বার বার ফিরে তাকাচ্ছিলেন কিসের দিকে?
Ο ক) স্ত্রীগণের দিকে
Ο খ) সন্তানের দিকে
Ο গ) মক্কার দিকে
Ο ঘ) তায়েফের দিকে
সঠিক উত্তর: (গ)
১৯৬. “সুন্দর চরিত্রই পুণ্য’-কার বাণী?
Ο ক) হযরত মুহাম্মদ (স)
Ο খ) আল্লাহ তায়ালার
Ο গ) শাফী (রা) এর
Ο ঘ) আলী (রা) এর
সঠিক উত্তর: (ক)
১৯৭. আখলাকে যামীমাহ অর্থ কোনটি?
Ο ক) সচ্চরিত্র
Ο খ) দুশ্চরিত্র
Ο গ) প্রশংসনীয় চরিত্র
Ο ঘ) ভালো চরিত্র
সঠিক উত্তর: (খ)
১৯৮. আখলাকে যামিমার পর্যায়ভুক্ত হলো-
i. ওয়াদা পালন
ii. আমানতের খিয়ানত
iii. প্রতারণা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৯৯. দেশকে ভালোবাসার অর্থ হলো-
i. দেশের মানুষকে ভালোবাসা
ii. দেশের স্বাধীনতা রক্ষা করা
iii. দেশের সার্বভৌমত্ব রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০০. ধ্বংস কার?
Ο ক) যে সত্য কথা বলে
Ο খ) যে ওজনে কম দেয়
Ο গ) যে প্রতিবাদ করে
Ο ঘ) যে নি:স্প্রভ থাকে
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Religion