ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ৪: আখলাক (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. আখলাকে হামিদা কী রূপ?
Ο ক) অকল্যাণকর
Ο খ) অপরিচ্ছন্ন
Ο গ) কুসংস্কারাচ্ছন্ন
Ο ঘ) কল্যাণকর
সঠিক উত্তর: (ঘ)
১০২. “তোমরা সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করো না।” কোন সূরার অংশ?
Ο ক) আল-বাকারা
Ο খ) আল-ইমরান
Ο গ) সূরা মূলক
Ο ঘ) সূরা মায়িদা
সঠিক উত্তর: (ক)
১০৩. আখলাকে যামিমাহ-এর বৈশিষ্ট্য হলো-
Ο ক) মিথ্যা বলা
Ο খ) প্রতারণা করা
Ο গ) লোভলালসা
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
১০৪. আমানতের খিয়ানত করা-
Ο ক) হারাম
Ο খ) হালাল
Ο গ) মানদুব
Ο ঘ) মাকরুহ
সঠিক উত্তর: (ক)
১০৫. “নিশ্চয়ই আল্লাহ তাকওয়াবানদের ভালোবাসেন।” - কার কথা?
Ο ক) মহানবি (স)-এর
Ο খ) আবু বকর (রা)-এর
Ο গ) ফাতেমা (রা)-এর
Ο ঘ) আল্লাহর
সঠিক উত্তর: (ঘ)
১০৬. আদম কিসের সৃষ্টি?
Ο ক) নুরের
Ο খ) মাটির
Ο গ) পানির
Ο ঘ) বাতাসের
সঠিক উত্তর: (খ)
১০৭. ‘নিশ্চয়ই আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে কেশি তাকওয়াবান।” উক্তিটি কার?
Ο ক) আল্লাহর
Ο খ) মহানবি (স) এর
Ο গ) সৎকর্মশীলদের
Ο ঘ) হযরত আলী (রা) এর
সঠিক উত্তর: (ক)
১০৮. ইমানের দুর্বলতম স্তর কোনটি?
Ο ক) খারাপ কাজ প্রতিহত করা
Ο খ) মুখে খারাপের প্রতিবাদ করা
Ο গ) মনে মনে শুধু ঘৃণা করা
Ο ঘ) খারাপ কাজে লিপ্ত হওয়া
সঠিক উত্তর: (গ)
১০৯. ‘যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়’- বাণীটি কার?
Ο ক) মহানবি হযরত মুহাম্মদ (স)-এর
Ο খ) হযরত আবু বকর (রা)-এর
Ο গ) হযরত উমর (রা)-এর
Ο ঘ) হযরত আলী (রা)-এর
সঠিক উত্তর: (ক)
১১০. সুদ, ঘুষ ও প্রতারণার মাধ্যমে উপার্জন করা কী?
Ο ক) শয়তানি কাজ
Ο খ) বদ কাজ
Ο গ) অসামাজিক কাজ
Ο ঘ) অমানবিক কাজ
সঠিক উত্তর: (ক)
১১১. পরকালীন জীবনে মানুষের কল্যাণের হাতিয়ার কোনটি?
Ο ক) নফল নামায
Ο খ) নফল রোযা
Ο গ) সৎ চরিত্র
Ο ঘ) অর্থসম্পদ
সঠিক উত্তর: (গ)
১১২. মুনাফিকের নিদর্শন কী?
Ο ক) সত্যবাদিতা
Ο খ) খিয়ানত
Ο গ) আদালত
Ο ঘ) আমানত
সঠিক উত্তর: (খ)
১১৩. ফিতনা-ফাসাদের শরয়ী বিধান কী?
Ο ক) হালাল
Ο খ) হারাম
Ο গ) মুবাহ
Ο ঘ) বিধান নেই
সঠিক উত্তর: (খ)
১১৪. মিজান সাহেব জীবনের সকল পাপাচার ও অর্থনৈতিক মোহ ত্যাগ করে নিজেকে খাঁটি মু’মিন হিসেবে তৈরি করতে চান। এক্ষেত্রে সর্বাগ্রে তার প্রয়োজন-
Ο ক) তাকওয়া অর্জন করা
Ο খ) আমানত রক্ষা করা
Ο গ) আদল প্রতিষ্ঠা করা
Ο ঘ) ওয়াদা পালন করা
সঠিক উত্তর: (ক)
১১৫. মিজান গরিব হলেও প্রতিশ্রুতি মোতাবেক চালের দোকানে বাকি টাকা সঠিক সময় দিয়ে দেয়। তার এ কাজটি-
i. আহদ
ii. ওয়াদা পালন
iii. সিদক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১১৬. সাধারণত ধনসম্পদের যথাযথ ও প্রয়োজনমাফিক ব্যবহারকে কী বলে?
Ο ক) মিথ্যাচার
Ο খ) কার্পন্য
Ο গ) মিতব্যয়িতা
Ο ঘ) অপব্যয়
সঠিক উত্তর: (গ)
১১৭. একজন কর্মকর্তা ঘুষ নিয়ে থাকেন এবং ঘুষের সম্পূর্ণ টাকা তিনি অন্যত্র ভালো কাজে দান করেন। এ দানের জন্য তার -
i. গুনাহ বা সাওয়াব হবে না। কারণ টাকার সদ্ব্যবহারের মাধ্যমে গুনাহ দূর হয়ে যায়
ii. গুনাহ হবে। কারণ টাকাটা ঘুষের মাধ্যমে সংগৃহীত হয়েছে
iii. সাওয়াব হবে। কারণ টাকাটা দানের জন্য ব্যবহৃত হয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (খ)
১১৮. “আপনার কাপড় পবিত্র রাখুন।” কোন সূরার অংশ?
Ο ক) আল-মায়িদা
Ο খ) মূলক
Ο গ) হাশর
Ο ঘ) আল-মুদ্দাস্সির
সঠিক উত্তর: (ঘ)
১১৯. খিয়ানতকারী-
i. দারিদ্র্যের মধ্যে পতিত হয়
ii. সচ্ছলতা লাভ করে
iii. বিশ্বাস হারিয়ে ফেলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ঘ)
১২০. অপচয় ও কৃপণতার মাঝামাঝি পন্থা কী?
Ο ক) স্থল ব্যয়
Ο খ) মিতব্যয়
Ο গ) স্বল্প ব্যয়
Ο ঘ) অপরিমিত ব্যয়
সঠিক উত্তর: (খ)
১২১. দুনিয়ার জীবনের যাবতীয় সুখ-শান্তি ও মুক্তি কিসের ওপর নির্ভরশীল?
Ο ক) নেক আমলের ওপর
Ο খ) মানবসেবার ওপর
Ο গ) উত্তম আখলাকের ওপর
Ο ঘ) পিতামাতার সেবার ওপর
সঠিক উত্তর: (গ)
১২২. ওয়াদা পালন করলে কে খুশি হন?
Ο ক) মহানবি (স)
Ο খ) আল্লাহপাক
Ο গ) যার সাথে ওয়াদা করা হয়েছে
Ο ঘ) মাতা-পিতা
সঠিক উত্তর: (খ)
১২৩. আমরা কাউকে ওয়াদা দিলে তা রক্ষা করার চেষ্টা করব। এর ফলে-
i. আল্লাহ সন্তুষ্ট হবেন
ii. দুনিয়ায় সফলতা আসবে
iii. আখিরাতে সফলতা আসবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৪. সন্তানের ওপর মায়ের অধিকার পিতার চাইতে কতগুণ বেশি?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
১২৫. মানবচরিত্রের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ স্বভাব কোনটি?
Ο ক) সৎ কথা বলা
Ο খ) আল্লাহকে ভয় করা
Ο গ) নামায পড়া
Ο ঘ) ওয়াদা পালন করা
সঠিক উত্তর: (খ)
১২৬. ইসলামি শরিয়তে গিবত কী?
Ο ক) হালাল
Ο খ) বৈধ
Ο গ) হারাম
Ο ঘ) জায়েব
সঠিক উত্তর: (গ)
১২৭. বেশিরভাগ কবর আযাবের কারণ কী?
Ο ক) প্রস্রাব
Ο খ) অপরিচ্ছন্ততা
Ο গ) চুল
Ο ঘ) দাঁত
সঠিক উত্তর: (ক)
১২৮. হিংসা-বিদ্বেষ কীসের মূলে কুঠারাঘাত করে?
Ο ক) সৎকর্মের
Ο খ) পুণ্যের
Ο গ) ইমানের
Ο ঘ) দীনের
সঠিক উত্তর: (ঘ)
১২৯. বাস্তব ও প্রকৃত ঘটনা প্রকাশ করাকে কী বলে?
Ο ক) আমানতদারিতা
Ο খ) সত্যবাদিতা
Ο গ) শঠতা
Ο ঘ) বাস্তবতা
সঠিক উত্তর: (খ)
১৩০. “দুশ্চরিত্র ও দৃঢ় স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না” এটি কার বাণী?
Ο ক) প্রধানমন্ত্রীর
Ο খ) পীর আউলিয়ার
Ο গ) আল্লাহ তায়ালার
Ο ঘ) মহানবি (স) এর
সঠিক উত্তর: (ঘ)
১৩১. পুণ্য কোন পথে পরিচালিত করে?
Ο ক) হাশরের পথে
Ο খ) ন্যায়ের পথে
Ο গ) আল্লাহর পথে
Ο ঘ) জান্নাতের পথে
সঠিক উত্তর: (গ)
১৩২. কোনটি মৌলিক মানবীয় গুণ?
Ο ক) আখলাকে যামিমাহ
Ο খ) আখলাকে হামিদাহ
Ο গ) উত্তম স্বভাব
Ο ঘ) সৎ স্বভাব
সঠিক উত্তর: (খ)
১৩৩. মানুষের চরিত্র গঠনে তাকওয়ার গুরুত্ব-
Ο ক) যার অন্তরে তাকওয়া আছে
Ο খ) বিপদগ্রস্ত ব্যক্তি
Ο গ) যিনি সর্বদা নামায পড়েন
Ο ঘ) যিনি নিয়মিত রোযা রাখেন
সঠিক উত্তর: (ক)
১৩৪. সুদ কোন ভাষার শব্দ?
Ο ক) আরবি
Ο খ) ফারসি
Ο গ) উর্দু
Ο ঘ) মালয়
সঠিক উত্তর: (খ)
১৩৫. ‘সায়্যিআহ’ নিচের কোনটির প্রতিশব্দ?
Ο ক) আখলাক
Ο খ) যামিমাহ
Ο গ) হামিদাহ
Ο ঘ) আল-আমিন
সঠিক উত্তর: (খ)
১৩৬. সাম্প্রতিককালে অপসংস্কৃতি বিস্তার লাভ করছে। মানুষ অশালীন বেশভূষা ও অশালীন আচার-আচরণে অভ্যস্ত হচ্ছে। অতএব, শালীনতা বিবর্জিত পরিবেশ মানুষের মধ্যকার -
i. পশুবৃত্তিকে জাগিয়ে তুলছে
ii. কৃৎসিত কামনাকে উত্তেজিত করছে
iii. সামাজিক অনাচার দমন করছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১৩৭. ইসলামের দৃষ্টিতে পবিত্রতা বলতে বোঝায়-
i. পোশাক পরিচ্ছন্ন ও পবিত্র রাখা
ii. শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ পরিষ্কার ও পবিত্র রাখা
iii. মনকে পরিচ্ছন্ন ও পবিত্র রাখা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i, ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৩৮. ‘তাকওয়া’ শব্দের অর্থ কী?
Ο ক) আল্লাহভীতি
Ο খ) মৃত্যুভীতি
Ο গ) পরকালভীতি
Ο ঘ) পিতামাতাকে ভয় করা
সঠিক উত্তর: (ক)
১৩৯. নিচের কোনটি মিথ্যাচারের শামিল?
Ο ক) গিবত করা
Ο খ) ফিতনা সৃষ্টি করা
Ο গ) প্রতারণা করা
Ο ঘ) ঘুষ নেওয়া
সঠিক উত্তর: (গ)
১৪০. সুদের আরবি শব্দ কোনটি?
Ο ক) রিয়া
Ο খ) রিবা
Ο গ) হাসাদ
Ο ঘ) আহদ
সঠিক উত্তর: (খ)
১৪১. ক্ষুধার্তকে খাদ্য দান করলে আল্লাহ জান্নাতে তাকে কী দান করবেন?
Ο ক) সুস্বাদু ফল
Ο খ) সিলমোহরকৃত পানীয়
Ο গ) পোশাক
Ο ঘ) সুস্বাদু খাবার
সঠিক উত্তর: (ক)
১৪২. সূরা আল-আহ্যাবের কোন আয়াতে মেয়েদের শালীনতা রক্ষা করে চলার কথা বলা হয়েছে?
Ο ক) ৩৩ ও ৫৯ নং আয়াতে
Ο খ) ৩৪ ও ৫৯ আয়াতে
Ο গ) ৩৩ ও ৬০ নং আয়াতে
Ο ঘ) ৩৩ ও ৮০ নং আয়াতে
সঠিক উত্তর: (ক)
১৪৩. সমাজে ওয়াদাভঙ্গকারীর সংখ্যা দিন-দিন বাড়ছে । কারণ মানুষ-
i. নীতি-নৈতিকতা হারাতে বসেছে
ii. ইসলামি অনুশাসন থেকে সরে যাচ্ছে
iii. মিথ্যাবাদী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৪৪. আল্লাহর কাছে কিসের মূল্য সর্বাধিক?
Ο ক) তাকওয়ার
Ο খ) আখলাকের
Ο গ) আদলের
Ο ঘ) আমানতের
সঠিক উত্তর: (ক)
১৪৫. রাসুল (স) হিজরত করেছিলেন কেন?
Ο ক) আল্লাহর নির্দেশে
Ο খ) কাফিরদের ভয়ে
Ο গ) ব্যবসার জন্য
Ο ঘ) ইসলাম প্রসারের জন্য
সঠিক উত্তর: (ক)
১৪৬. কোন জিনিস ছাড়া অন্যসব সম্পদ অর্থহীন?
Ο ক) আখলাকে হাসানাহ
Ο খ) সোনাদানা
Ο গ) ছেলেমেয়ে
Ο ঘ) পিতামাতা
সঠিক উত্তর: (ক)
১৪৭. আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা যেমন জঘন্য তেমনি জঘন্য ও ঘৃণ্য কাজ কোনটি?
Ο ক) খুন করা
Ο খ) গিবত করা
Ο গ) হিংসা করা
Ο ঘ) প্রতারণা করা
সঠিক উত্তর: (খ)
১৪৮. “তোমরা আমানত সমূহ তার মালিকের নিকট প্রত্যর্পণ কর।” কোন গ্রন্থ থেকে নেওয়া?
Ο ক) কুরআন
Ο খ) বাইবেল
Ο গ) রিপাবলিক
Ο ঘ) বুখারি
সঠিক উত্তর: (ক)
১৪৯. ইসলামি দর্শনে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি কে?
Ο ক) বেশি তাকওয়াবান
Ο খ) বেশি দানশীল
Ο গ) বেশি নামাযি
Ο ঘ) বেশি রোযা পালনকারী
সঠিক উত্তর: (ক)
১৫০. “নিশ্চয়ই আল্লাহ খিয়ানতকারীকে পছন্দ করেন না।” কার বাণী?
Ο ক) এরিস্টটল
Ο খ) মুহাম্মদ (স)
Ο গ) আল-ফারাবি
Ο ঘ) ইবনে খালেদুন
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. আখলাকে হামিদা কী রূপ?
Ο ক) অকল্যাণকর
Ο খ) অপরিচ্ছন্ন
Ο গ) কুসংস্কারাচ্ছন্ন
Ο ঘ) কল্যাণকর
সঠিক উত্তর: (ঘ)
১০২. “তোমরা সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করো না।” কোন সূরার অংশ?
Ο ক) আল-বাকারা
Ο খ) আল-ইমরান
Ο গ) সূরা মূলক
Ο ঘ) সূরা মায়িদা
সঠিক উত্তর: (ক)
১০৩. আখলাকে যামিমাহ-এর বৈশিষ্ট্য হলো-
Ο ক) মিথ্যা বলা
Ο খ) প্রতারণা করা
Ο গ) লোভলালসা
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
১০৪. আমানতের খিয়ানত করা-
Ο ক) হারাম
Ο খ) হালাল
Ο গ) মানদুব
Ο ঘ) মাকরুহ
সঠিক উত্তর: (ক)
১০৫. “নিশ্চয়ই আল্লাহ তাকওয়াবানদের ভালোবাসেন।” - কার কথা?
Ο ক) মহানবি (স)-এর
Ο খ) আবু বকর (রা)-এর
Ο গ) ফাতেমা (রা)-এর
Ο ঘ) আল্লাহর
সঠিক উত্তর: (ঘ)
১০৬. আদম কিসের সৃষ্টি?
Ο ক) নুরের
Ο খ) মাটির
Ο গ) পানির
Ο ঘ) বাতাসের
সঠিক উত্তর: (খ)
১০৭. ‘নিশ্চয়ই আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে কেশি তাকওয়াবান।” উক্তিটি কার?
Ο ক) আল্লাহর
Ο খ) মহানবি (স) এর
Ο গ) সৎকর্মশীলদের
Ο ঘ) হযরত আলী (রা) এর
সঠিক উত্তর: (ক)
১০৮. ইমানের দুর্বলতম স্তর কোনটি?
Ο ক) খারাপ কাজ প্রতিহত করা
Ο খ) মুখে খারাপের প্রতিবাদ করা
Ο গ) মনে মনে শুধু ঘৃণা করা
Ο ঘ) খারাপ কাজে লিপ্ত হওয়া
সঠিক উত্তর: (গ)
১০৯. ‘যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়’- বাণীটি কার?
Ο ক) মহানবি হযরত মুহাম্মদ (স)-এর
Ο খ) হযরত আবু বকর (রা)-এর
Ο গ) হযরত উমর (রা)-এর
Ο ঘ) হযরত আলী (রা)-এর
সঠিক উত্তর: (ক)
১১০. সুদ, ঘুষ ও প্রতারণার মাধ্যমে উপার্জন করা কী?
Ο ক) শয়তানি কাজ
Ο খ) বদ কাজ
Ο গ) অসামাজিক কাজ
Ο ঘ) অমানবিক কাজ
সঠিক উত্তর: (ক)
১১১. পরকালীন জীবনে মানুষের কল্যাণের হাতিয়ার কোনটি?
Ο ক) নফল নামায
Ο খ) নফল রোযা
Ο গ) সৎ চরিত্র
Ο ঘ) অর্থসম্পদ
সঠিক উত্তর: (গ)
১১২. মুনাফিকের নিদর্শন কী?
Ο ক) সত্যবাদিতা
Ο খ) খিয়ানত
Ο গ) আদালত
Ο ঘ) আমানত
সঠিক উত্তর: (খ)
১১৩. ফিতনা-ফাসাদের শরয়ী বিধান কী?
Ο ক) হালাল
Ο খ) হারাম
Ο গ) মুবাহ
Ο ঘ) বিধান নেই
সঠিক উত্তর: (খ)
১১৪. মিজান সাহেব জীবনের সকল পাপাচার ও অর্থনৈতিক মোহ ত্যাগ করে নিজেকে খাঁটি মু’মিন হিসেবে তৈরি করতে চান। এক্ষেত্রে সর্বাগ্রে তার প্রয়োজন-
Ο ক) তাকওয়া অর্জন করা
Ο খ) আমানত রক্ষা করা
Ο গ) আদল প্রতিষ্ঠা করা
Ο ঘ) ওয়াদা পালন করা
সঠিক উত্তর: (ক)
১১৫. মিজান গরিব হলেও প্রতিশ্রুতি মোতাবেক চালের দোকানে বাকি টাকা সঠিক সময় দিয়ে দেয়। তার এ কাজটি-
i. আহদ
ii. ওয়াদা পালন
iii. সিদক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১১৬. সাধারণত ধনসম্পদের যথাযথ ও প্রয়োজনমাফিক ব্যবহারকে কী বলে?
Ο ক) মিথ্যাচার
Ο খ) কার্পন্য
Ο গ) মিতব্যয়িতা
Ο ঘ) অপব্যয়
সঠিক উত্তর: (গ)
১১৭. একজন কর্মকর্তা ঘুষ নিয়ে থাকেন এবং ঘুষের সম্পূর্ণ টাকা তিনি অন্যত্র ভালো কাজে দান করেন। এ দানের জন্য তার -
i. গুনাহ বা সাওয়াব হবে না। কারণ টাকার সদ্ব্যবহারের মাধ্যমে গুনাহ দূর হয়ে যায়
ii. গুনাহ হবে। কারণ টাকাটা ঘুষের মাধ্যমে সংগৃহীত হয়েছে
iii. সাওয়াব হবে। কারণ টাকাটা দানের জন্য ব্যবহৃত হয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (খ)
১১৮. “আপনার কাপড় পবিত্র রাখুন।” কোন সূরার অংশ?
Ο ক) আল-মায়িদা
Ο খ) মূলক
Ο গ) হাশর
Ο ঘ) আল-মুদ্দাস্সির
সঠিক উত্তর: (ঘ)
১১৯. খিয়ানতকারী-
i. দারিদ্র্যের মধ্যে পতিত হয়
ii. সচ্ছলতা লাভ করে
iii. বিশ্বাস হারিয়ে ফেলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ঘ)
১২০. অপচয় ও কৃপণতার মাঝামাঝি পন্থা কী?
Ο ক) স্থল ব্যয়
Ο খ) মিতব্যয়
Ο গ) স্বল্প ব্যয়
Ο ঘ) অপরিমিত ব্যয়
সঠিক উত্তর: (খ)
১২১. দুনিয়ার জীবনের যাবতীয় সুখ-শান্তি ও মুক্তি কিসের ওপর নির্ভরশীল?
Ο ক) নেক আমলের ওপর
Ο খ) মানবসেবার ওপর
Ο গ) উত্তম আখলাকের ওপর
Ο ঘ) পিতামাতার সেবার ওপর
সঠিক উত্তর: (গ)
১২২. ওয়াদা পালন করলে কে খুশি হন?
Ο ক) মহানবি (স)
Ο খ) আল্লাহপাক
Ο গ) যার সাথে ওয়াদা করা হয়েছে
Ο ঘ) মাতা-পিতা
সঠিক উত্তর: (খ)
১২৩. আমরা কাউকে ওয়াদা দিলে তা রক্ষা করার চেষ্টা করব। এর ফলে-
i. আল্লাহ সন্তুষ্ট হবেন
ii. দুনিয়ায় সফলতা আসবে
iii. আখিরাতে সফলতা আসবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৪. সন্তানের ওপর মায়ের অধিকার পিতার চাইতে কতগুণ বেশি?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
১২৫. মানবচরিত্রের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ স্বভাব কোনটি?
Ο ক) সৎ কথা বলা
Ο খ) আল্লাহকে ভয় করা
Ο গ) নামায পড়া
Ο ঘ) ওয়াদা পালন করা
সঠিক উত্তর: (খ)
১২৬. ইসলামি শরিয়তে গিবত কী?
Ο ক) হালাল
Ο খ) বৈধ
Ο গ) হারাম
Ο ঘ) জায়েব
সঠিক উত্তর: (গ)
১২৭. বেশিরভাগ কবর আযাবের কারণ কী?
Ο ক) প্রস্রাব
Ο খ) অপরিচ্ছন্ততা
Ο গ) চুল
Ο ঘ) দাঁত
সঠিক উত্তর: (ক)
১২৮. হিংসা-বিদ্বেষ কীসের মূলে কুঠারাঘাত করে?
Ο ক) সৎকর্মের
Ο খ) পুণ্যের
Ο গ) ইমানের
Ο ঘ) দীনের
সঠিক উত্তর: (ঘ)
১২৯. বাস্তব ও প্রকৃত ঘটনা প্রকাশ করাকে কী বলে?
Ο ক) আমানতদারিতা
Ο খ) সত্যবাদিতা
Ο গ) শঠতা
Ο ঘ) বাস্তবতা
সঠিক উত্তর: (খ)
১৩০. “দুশ্চরিত্র ও দৃঢ় স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না” এটি কার বাণী?
Ο ক) প্রধানমন্ত্রীর
Ο খ) পীর আউলিয়ার
Ο গ) আল্লাহ তায়ালার
Ο ঘ) মহানবি (স) এর
সঠিক উত্তর: (ঘ)
১৩১. পুণ্য কোন পথে পরিচালিত করে?
Ο ক) হাশরের পথে
Ο খ) ন্যায়ের পথে
Ο গ) আল্লাহর পথে
Ο ঘ) জান্নাতের পথে
সঠিক উত্তর: (গ)
১৩২. কোনটি মৌলিক মানবীয় গুণ?
Ο ক) আখলাকে যামিমাহ
Ο খ) আখলাকে হামিদাহ
Ο গ) উত্তম স্বভাব
Ο ঘ) সৎ স্বভাব
সঠিক উত্তর: (খ)
১৩৩. মানুষের চরিত্র গঠনে তাকওয়ার গুরুত্ব-
Ο ক) যার অন্তরে তাকওয়া আছে
Ο খ) বিপদগ্রস্ত ব্যক্তি
Ο গ) যিনি সর্বদা নামায পড়েন
Ο ঘ) যিনি নিয়মিত রোযা রাখেন
সঠিক উত্তর: (ক)
১৩৪. সুদ কোন ভাষার শব্দ?
Ο ক) আরবি
Ο খ) ফারসি
Ο গ) উর্দু
Ο ঘ) মালয়
সঠিক উত্তর: (খ)
১৩৫. ‘সায়্যিআহ’ নিচের কোনটির প্রতিশব্দ?
Ο ক) আখলাক
Ο খ) যামিমাহ
Ο গ) হামিদাহ
Ο ঘ) আল-আমিন
সঠিক উত্তর: (খ)
১৩৬. সাম্প্রতিককালে অপসংস্কৃতি বিস্তার লাভ করছে। মানুষ অশালীন বেশভূষা ও অশালীন আচার-আচরণে অভ্যস্ত হচ্ছে। অতএব, শালীনতা বিবর্জিত পরিবেশ মানুষের মধ্যকার -
i. পশুবৃত্তিকে জাগিয়ে তুলছে
ii. কৃৎসিত কামনাকে উত্তেজিত করছে
iii. সামাজিক অনাচার দমন করছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১৩৭. ইসলামের দৃষ্টিতে পবিত্রতা বলতে বোঝায়-
i. পোশাক পরিচ্ছন্ন ও পবিত্র রাখা
ii. শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ পরিষ্কার ও পবিত্র রাখা
iii. মনকে পরিচ্ছন্ন ও পবিত্র রাখা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i, ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৩৮. ‘তাকওয়া’ শব্দের অর্থ কী?
Ο ক) আল্লাহভীতি
Ο খ) মৃত্যুভীতি
Ο গ) পরকালভীতি
Ο ঘ) পিতামাতাকে ভয় করা
সঠিক উত্তর: (ক)
১৩৯. নিচের কোনটি মিথ্যাচারের শামিল?
Ο ক) গিবত করা
Ο খ) ফিতনা সৃষ্টি করা
Ο গ) প্রতারণা করা
Ο ঘ) ঘুষ নেওয়া
সঠিক উত্তর: (গ)
১৪০. সুদের আরবি শব্দ কোনটি?
Ο ক) রিয়া
Ο খ) রিবা
Ο গ) হাসাদ
Ο ঘ) আহদ
সঠিক উত্তর: (খ)
১৪১. ক্ষুধার্তকে খাদ্য দান করলে আল্লাহ জান্নাতে তাকে কী দান করবেন?
Ο ক) সুস্বাদু ফল
Ο খ) সিলমোহরকৃত পানীয়
Ο গ) পোশাক
Ο ঘ) সুস্বাদু খাবার
সঠিক উত্তর: (ক)
১৪২. সূরা আল-আহ্যাবের কোন আয়াতে মেয়েদের শালীনতা রক্ষা করে চলার কথা বলা হয়েছে?
Ο ক) ৩৩ ও ৫৯ নং আয়াতে
Ο খ) ৩৪ ও ৫৯ আয়াতে
Ο গ) ৩৩ ও ৬০ নং আয়াতে
Ο ঘ) ৩৩ ও ৮০ নং আয়াতে
সঠিক উত্তর: (ক)
১৪৩. সমাজে ওয়াদাভঙ্গকারীর সংখ্যা দিন-দিন বাড়ছে । কারণ মানুষ-
i. নীতি-নৈতিকতা হারাতে বসেছে
ii. ইসলামি অনুশাসন থেকে সরে যাচ্ছে
iii. মিথ্যাবাদী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৪৪. আল্লাহর কাছে কিসের মূল্য সর্বাধিক?
Ο ক) তাকওয়ার
Ο খ) আখলাকের
Ο গ) আদলের
Ο ঘ) আমানতের
সঠিক উত্তর: (ক)
১৪৫. রাসুল (স) হিজরত করেছিলেন কেন?
Ο ক) আল্লাহর নির্দেশে
Ο খ) কাফিরদের ভয়ে
Ο গ) ব্যবসার জন্য
Ο ঘ) ইসলাম প্রসারের জন্য
সঠিক উত্তর: (ক)
১৪৬. কোন জিনিস ছাড়া অন্যসব সম্পদ অর্থহীন?
Ο ক) আখলাকে হাসানাহ
Ο খ) সোনাদানা
Ο গ) ছেলেমেয়ে
Ο ঘ) পিতামাতা
সঠিক উত্তর: (ক)
১৪৭. আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা যেমন জঘন্য তেমনি জঘন্য ও ঘৃণ্য কাজ কোনটি?
Ο ক) খুন করা
Ο খ) গিবত করা
Ο গ) হিংসা করা
Ο ঘ) প্রতারণা করা
সঠিক উত্তর: (খ)
১৪৮. “তোমরা আমানত সমূহ তার মালিকের নিকট প্রত্যর্পণ কর।” কোন গ্রন্থ থেকে নেওয়া?
Ο ক) কুরআন
Ο খ) বাইবেল
Ο গ) রিপাবলিক
Ο ঘ) বুখারি
সঠিক উত্তর: (ক)
১৪৯. ইসলামি দর্শনে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি কে?
Ο ক) বেশি তাকওয়াবান
Ο খ) বেশি দানশীল
Ο গ) বেশি নামাযি
Ο ঘ) বেশি রোযা পালনকারী
সঠিক উত্তর: (ক)
১৫০. “নিশ্চয়ই আল্লাহ খিয়ানতকারীকে পছন্দ করেন না।” কার বাণী?
Ο ক) এরিস্টটল
Ο খ) মুহাম্মদ (স)
Ο গ) আল-ফারাবি
Ο ঘ) ইবনে খালেদুন
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Religion