এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৯: ব্যাংকিং ব্যবসা ও তার ধরন (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৯: ব্যাংকিং ব্যবসা ও তার ধরন (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১৫১. চলতি আমানতের ক্ষেত্রে-
i. সুদ আছে
ii. সুদ নেই
iii. বিভিন্ন ধরনের সেবা পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ১৫২. বিনিময় ব্যাংকের কাজ হলো-
i. বৈদেশিক লেনদেন সিষ্পত্ত
ii. রপ্তানি
iii. বৈদেশিক মুদ্রা বিনিময়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৩. বেসরকারি ব্যাংকের সর্বোচ্চ কর্মকর্তা কে?
Ο ক) ব্যবস্থাপনা পরিচালক
Ο খ) চেয়ারম্যান
Ο গ) ভাইস প্রেসিডেন্ট
Ο ঘ) প্রধান কর্মকর্তা
 সঠিক উত্তর: (খ)

 ১৫৪. ব্যাংকিং কর্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে কোনটি প্রয়োজন?
Ο ক) মালিকানা
Ο খ) আর্থিক স্বচ্ছলতা
Ο গ) গোপনীয়তা
Ο ঘ) ঝুঁকি এড়ানো
 সঠিক উত্তর: (খ)

 ১৫৫. ব্যাংক ব্যবসায়ের প্রসার ঘটে-
i. উপযুক্ত, বোধগম্য ও আকর্ষণীয় প্রচারের মাধ্যমে
ii. কর্মদক্ষতা, বিশ্বস্ততা ও সেবামূলক কার্যাবলি বিজ্ঞাপনের মাধ্যমে
iii. গ্রাহকদের আস্থা ও মুনাফা অর্জনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৬. ব্যাংক ব্যবসায়ের কার্যক্রম পরিবর্তন হয়েছে কেন?
Ο ক) বিনিয়োগকারীর প্রভাবে
Ο খ) সুদের হার পরিবর্তনে
Ο গ) সরকারি হস্তক্ষেপে
Ο ঘ) যুগের পরিবর্তনে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৭. বাংলাদেশ সরকার সাধারণত কী ধরনের বাজেট প্রণয়ন করে?
Ο ক) সুষম
Ο খ) উদ্বৃত্ত
Ο গ) ঘাটতি
Ο ঘ) রাজস্ব
 সঠিক উত্তর: (গ)

 ১৫৮. কৃষি ব্যাংক কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান?
Ο ক) আঞ্চলিক
Ο খ) স্বায়িত্তশাসিত
Ο গ) সরকারি
Ο ঘ) বিশেষায়িত
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৯. শিল্প ব্যাংকের মূল লক্ষ্য কী?
Ο ক) শিল্পের সম্প্রসারণ
Ο খ) শিল্পখাতে উন্নয়ন
Ο গ) শিল্পখাতে ঋণ প্রদান
Ο ঘ) সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া
 সঠিক উত্তর: (খ)

 ১৬০. বাংলাদেশ ব্যাংকের অনুমোদনহীন ব্যাংককে কী বলা হয়?
Ο ক) সমবায়ী ব্যাংকিং ব্যবস্থা
Ο খ) সহযোগী ব্যাংকিং ব্যবস্থা
Ο গ) বেআইনি ব্যাংকিং ব্যবস্থা
Ο ঘ) আইনসংগত ব্যাংকিং ব্যবস্থা
 সঠিক উত্তর: (গ)

 ১৬১. মূলধন গঠনে সাহায্য করা কার প্রধান উদ্দেশ্য?
Ο ক) জনগণের
Ο খ) সরকারের
Ο গ) বাণিজ্যিক ব্যাংকের
Ο ঘ) বিশেষায়িত ব্যাংকের
 সঠিক উত্তর: (খ)

 ১৬২. ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
Ο ক) রিজার্ভ ব্যাংক অব ইংল্যান্ড
Ο খ) স্টেট ব্যাংক অব ইংল্যান্ড
Ο গ) ব্যাংক অব ইংল্যান্ড
Ο ঘ) ইংল্যান্ড ব্যাংক
 সঠিক উত্তর: (গ)

 ১৬৩. ঋণগ্রহীতার আর্থিক সচ্ছলতা ও সততা বিচার করা ব্যাংকিং ব্যবসায়ের কোন নীতির অন্তর্ভুক্ত?
Ο ক) নিরাপত্তার নীতি
Ο খ) দক্ষতার নীতি
Ο গ) সুনামের নীতি
Ο ঘ) বিনিয়োগের নীতি
 সঠিক উত্তর: (ক)

 ১৬৪. সরকারি ব্যাংকের সর্বোচ্চ কর্মকর্তার পদবী কী?
Ο ক) প্রেসিডেন্ট
Ο খ) চেয়ারম্যান
Ο গ) মহাব্যবস্থাপক
Ο ঘ) গভর্নর
 সঠিক উত্তর: (খ)

 ১৬৫. দেশের ব্যাংকিং আইনের আওতায় যে ব্যাংক গঠিত ও পরিচালিত হয়,তাকে বলে?
Ο ক) আঞ্চলিক ব্যাংক
Ο খ) জাতীয় ব্যাংক
Ο গ) দেশি ব্যাংক
Ο ঘ) শ্রমিক ব্যাংক
 সঠিক উত্তর: (খ)

 ১৬৬. কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রাবাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোন ব্যাংক সাহায্য করে?
Ο ক) বাণিজ্যিক ব্যাংক
Ο খ) কর্মসংস্থান ব্যাংক
Ο গ) বিশেষায়িত ব্যাংক
Ο ঘ) সমবায় ব্যাংক
 সঠিক উত্তর: (ক)

 ১৬৭. সরকার এবং রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কয়টি?
Ο ক) ৭ টি
Ο খ) ৬ টি
Ο গ) ৫ টি
Ο ঘ) ৪ টি
 সঠিক উত্তর: (গ)

 ১৬৮. ব্যাংকের মিতব্যয়িতার নীতি কোনটি?
Ο ক) স্বল্প ব্যয়ে অধিক কাজ
Ο খ) অধিক ব্যয়ে স্বল্প কাজ
Ο গ) স্বল্প ব্যয়ে স্বল্প কাজ
Ο ঘ) অধিক ব্যয়ে অধিক কাজ
 সঠিক উত্তর: (ক)

 ১৬৯. চেইন ব্যাংকের মুখ্য উদ্দেশ্য কী?
Ο ক) মুনাফা অর্জন
Ο খ) সামাজিক উন্নয়ন
Ο গ) পারস্পরিক উন্নতি সাধন
Ο ঘ) সেবা দান
 সঠিক উত্তর: (গ)

 ১৭০. বিনিয়োগের শর্তসমূহে যে বিশেষ উল্লেখ থাকে তা হলো-
i. বিনিয়োগের আকার
ii. মেয়াদ
iii. সুদের হার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭১. আমানতকারীকে তার সুবিধামতো আমানত সৃষ্টিতে সাহায্য করা ব্যাংকের কোন ধরনের উদ্দেশ্য?
Ο ক) সাধারণ উদ্দেশ্য
Ο খ) অন্যতম উদ্দেশ্য
Ο গ) মৌলিক উদ্দেশ্য
Ο ঘ) সামাজিক উদ্দেশ্য
 সঠিক উত্তর: (গ)

 ১৭২. সাবধানতার নীতিতে উল্লেখযোগ্য বিষয় হলো-
i. অনিশ্চয়তা এড়ানো
ii. ঝুঁকি এড়ানো
iii. দায়বদ্ধতা এড়ানো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১৭৩. মক্কেলের দাবি পূরণের সামর্থ্য কোন নীতির অন্তর্ভুক্ত?
Ο ক) সেবার নীতি
Ο খ) বিশেষায়নের নীতি
Ο গ) নিরাপত্তার নীতি
Ο ঘ) সুনামের নীতি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৪. শুধু একটি নির্দিষ্ট স্থানে যখন একটি ব্যাংকের কার্যাবলি সম্পাদিত হয়, তাকে কোন ব্যাংক বলে?
Ο ক) একমালিকানা ব্যাংক
Ο খ) একক ব্যাংক
Ο গ) আঞ্চলিক ব্যাংক
Ο ঘ) পরিবহন ব্যাংক
 সঠিক উত্তর: (খ)

 ১৭৫. দ্রব্যমূল্য মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সর্বদা কী নিয়ন্ত্রণ করতে হয়?
Ο ক) খোলাবাজার
Ο খ) মুদ্রাবাজার
Ο গ) অর্থাবাজার
Ο ঘ) পুঁজিবাজার
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৬. কোনটি বিদেশি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংক?
i. এইচএস বিসি
ii. মার্কেন্টাইল ব্যাংক লি.
iii. স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লি.
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ১৭৭. ব্যাংকের আমানত সৃষ্টির উপায় কী?
Ο ক) গ্রাহকের ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ
Ο খ) গ্রাহকের প্রকল্প বাস্তবায়ন
Ο গ) গ্রাহকের মূল্যবান সামগ্রীর নিরাপত্তা বিধান
Ο ঘ) গ্রাহকের অর্থ স্থানান্তর
 সঠিক উত্তর: (ক)

 ১৭৮. ব্যাংকে সুদ দেওয়া হয় না কোন আমানতের ওপর?
Ο ক) সঞ্চয়ী আমানত
Ο খ) স্থায়ী আমানত
Ο গ) চলতি আমানত
Ο ঘ) মেয়াদি আমানত
 সঠিক উত্তর:

 ১৭৯. প্রতিযোগিতামূলক বাজারে ব্যাংক নিজেকে প্রস্তুত করছে-
i. নতুন ব্যাংকিং পণ্যের মাধ্যমে
ii. ক্রেতার প্রয়োজনীয় সেবা প্রস্তুত করে
iii. ব্যাংকিং সেবাকে যুগোপযোগী করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮০. কেন্দ্রীয় ব্যাংক হলো ব্যাংক ব্যাংক ব্যবসায়ের-
i. মুরুব্বী
ii. পরিচালক
iii. নিয়ন্ত্রক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮১. মেয়াদি আমানত হতে পারে-
i. ১ মাস মেয়াদি
ii. ১ বছর মেয়াদি
iii. যেকোনো মেয়াদি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮২. ব্যাংকের আরেকটি অপরিহার্য নীতি কোনটি?
Ο ক) নিরাপত্তার নীতি
Ο খ) মুনাফার নীতি
Ο গ) উন্নয়নের নীতি
Ο ঘ) বিশেষায়নের নীতি
 সঠিক উত্তর: (খ)

 ১৮৩. মহিলাদের এ বিশেষায়িত ব্যাংক স্থাপনের মূল উদ্দেশ্য কী?
Ο ক) জীবনধারণের মানোন্নয়ন করা
Ο খ) মহিলাদের সঞ্চয়ে উৎসাহিত করপা
Ο গ) পৃথক ব্যাংকিং সিস্টেম চালু করা
Ο ঘ) মহিলাদেরকে আত্মকর্মসংস্থানে উৎসাহ দেওয়া
 সঠিক উত্তর: (খ)

 ১৮৪. রাজশাহীর কোনো অঞ্চলের রেশম উৎপাদন কার্যক্রমে কোন ধরনের ব্যাংক নিয়োজিত?
Ο ক) দেশি ব্যাংক
Ο খ) ভোক্তাদের ব্যাংক
Ο গ) জাতীয় ব্যাংক
Ο ঘ) আঞ্চলিক ব্যাংক
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৫. কোন ব্যাংকের অনুমোদন ব্যতীত বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠান অসম্ভব?
Ο ক) কেন্দ্রীয় ব্যাংক
Ο খ) বিশেষায়িত ব্যাংক
Ο গ) সমবায় ব্যাংক
Ο ঘ) কর্মসংস্থান ব্যাংক
 সঠিক উত্তর: (ক)

 ১৮৬. ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (ICB) ব্যাংক কোন ধরনের ব্যাংক?
Ο ক) বিনিময় ব্যাংক
Ο খ) বিনিয়োগ ব্যাংক
Ο গ) ভোক্তা ব্যাংক
Ο ঘ) মার্চেন্ট ব্যাংক
 সঠিক উত্তর: (খ)

 ১৮৭. মেয়াদি আমানতে সুদের হার কত?
Ο ক) প্রায় ৮%
Ο খ) প্রায় ১০ %
Ο গ) প্রায় ১২ %
Ο ঘ) প্রায় ১৩ %
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৮. গ্রাহকের অর্থ ও মূল্যবান সামগ্রীর নিরাপত্তা ব্যাংকের একটি-
Ο ক) গুরুত্বপূর্ণ কাজ
Ο খ) উদ্দেশ্য
Ο গ) বৈশিষ্ট্য
Ο ঘ) নীতি
 সঠিক উত্তর: (খ)

 ১৮৯. ‘যমুনা ব্যাংক’ একটি কোন ধরনের ব্যাংক?
Ο ক) বেসরকারি
Ο খ) সরকারি
Ο গ) বিশেষায়িত
Ο ঘ) বিদেশি
 সঠিক উত্তর: (ক)

 ১৯০. গ্রুপ ব্যাংকিং ব্যবস্থায় যাদের নিয়ন্ত্রণভার গ্রহণ করা হয় তাদের কী বলে?
Ο ক) লিমিটেড কোম্পানি
Ο খ) হোল্ডিং কোম্পানি
Ο গ) সাবসিডিয়ারি কোম্পানি
Ο ঘ) স্বায়ত্তশাসিত কোম্পানি
 সঠিক উত্তর: (গ)

 ১৯১. কিসের মাধ্যমে ব্যাংকিং সেবাকে যুগোপযোগী করার চেষ্টা করা হচ্ছে?
Ο ক) নতুন ব্যাংকিং পণ্য
Ο খ) নতুন বাণিজ্যিক পণ্য
Ο গ) এটিএম সেবার মাধ্যমে
Ο ঘ) ইন্টারনেট সেবার মাধ্যমে
 সঠিক উত্তর: (ক)

 ১৯২. বাংলাদেশে কোন ব্যাংক অপ্রচলিত?
Ο ক) একক ব্যাংক
Ο খ) শাখা ব্যাংক
Ο গ) গ্রুপ ব্যাংক
Ο ঘ) চেইন ব্যাংক
 সঠিক উত্তর: (ক)

 ১৯৩. জনাব আকাশ যে প্রতিষ্ঠানে চাকুরি করেন সেখানে সর্বনিম্ন পরিচালক ২ জন এবং সর্বোচ্চ ১৩ জন। জনাব আকাশ কোন কোম্পানিতে কর্মরত আছেন?
Ο ক) সমবায় সমিতিতে
Ο খ) অংশীদারি কোম্পানিতে
Ο গ) পাবলিক লি: কোম্পানিতে
Ο ঘ) প্রাইভেট লি: কোম্পানি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৪. আমাদনি ও রপ্তানি ব্যাংকের কাজগুলো হলো-
i. প্রত্যয়নপত্র সুবিধা প্রদান করা
ii. আমাদানির জন্যে ঋণ সরবরাহ
iii. আমদানির তদারকি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৫. বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে কার অনুমোদন লাগে?
Ο ক) বাংলাদেশ ব্যাংকের
Ο খ) মন্ত্রিপরিষদের
Ο গ) অর্থমন্ত্রণালয়ের
Ο ঘ) বাণিজ্য মন্ত্রণালয়ের
 সঠিক উত্তর: (ক)

 ১৯৬. আমানতকারীগণকে প্রদত্ত সুদ ও ঋণগ্রহীতার নিকট হতে প্রাপ্ত সুদের পার্থক্যকে কী বলা হয়?
Ο ক) ব্যাংকের মূলধন
Ο খ) ব্যাংকের সম্পত্তি
Ο গ) ব্যাংকের তারল্য
Ο ঘ) ব্যাংকের মুনাফার প্রধান অংশ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৭. পাবলিক লি. কোম্পানির মালিকানায় ব্যাংকের ক্ষেত্রে সর্বনিম্ন পরিচালকের সংখ্যা কত?
Ο ক) ২ জন
Ο খ) ৫ জন
Ο গ) ৭ জন
Ο ঘ) ২০ জন
 সঠিক উত্তর: (গ)

 ১৯৮. দক্ষ ব্যাংক ব্যবসায়ের পূর্বশর্ত হল-
Ο ক) ব্যাংকের ওপর বিনিয়োগকারীর আস্থা
Ο খ) ব্যাংকের ওপর সরকারের আস্থা
Ο গ) ব্যাংকের ওপর গ্রাহকের আস্থা
Ο ঘ) ব্যাংকের ওপর ব্যবসায়ীদের আস্থা
 সঠিক উত্তর: (গ)

 ১৯৯. জনাব তোফাজ্জল হোসেন ইসলামী শরা ও শরিয়ত অনুরসণ করে নিজের পেনশনের অর্থ গচ্ছিত রাখতে পারেন-
i. বাংলাদেশ ইসলামী ব্যাংকে
ii. ইউনাটইটেড কমার্শিয়াল ব্যাংকে
iii. এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ-এ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২০০. বাংলাদেশ ব্যাংক হলো-
i. স্বায়ত্তশাসিত ব্যাংক
ii. সরকারি ব্যাংক
iii. আধা-সরকারি ব্যাংক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post