এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৯: ব্যাংকিং ব্যবসা ও তার ধরন (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৯: ব্যাংকিং ব্যবসা ও তার ধরন (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১০১. অংশীদারি ব্যাংক কোন আইনের ভিত্তিতে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়?
Ο ক) যৌথমূলধনী আইন
Ο খ) কোম্পানি আইন
Ο গ) বিধিবদ্ধ আইন
Ο ঘ) অংশীদারি আইন
 সঠিক উত্তর: (ঘ)

 ১০২. কারবারি সংগঠনভিত্তিক ব্যাংকগুলো হলো-
i. একমালিকানা ব্যাংক
ii. অংশীদারি ব্যাংক
iii. রাষ্ট্রীয় মালিকানাভিত্তিক ব্যাংক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৩. ব্যাংক তার কর্মদক্ষতা তুলে ধরে কার মাধ্যমে?
Ο ক) মালিকের
Ο খ) পরিচালকের
Ο গ) বিজ্ঞাপনের
Ο ঘ) বিনিয়োগের
 সঠিক উত্তর: (গ)

 ১০৪. মেয়াদি আমানতের সর্বোচ্চ সময়কাল কত?
Ο ক) ৫ বছর
Ο খ) ১০ বছর
Ο গ) ১২ বছর
Ο ঘ) ১ মাসের উধের্ব যেকোনো সময়ব্যাপী
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৫. সঞ্চয়ী ব্যাংকে কতবার অর্থ উত্তোলনের সুযোগ পাওয়া যায়?
Ο ক) যতবার খুশী
Ο খ) দুই বার
Ο গ) তিন বার
Ο ঘ) পাঁচ বার
 সঠিক উত্তর: (খ)

 ১০৬. ব্যাংকের কোন সেবাটি আধুনিক ব্যাংক ব্যবসায়ের পরিচয় বহন করে?
Ο ক) ইলেকট্রনিক ব্যাংকিং
Ο খ) ডিপিএস খোলা
Ο গ) বিদ্যুৎ বিল পরিশোধ
Ο ঘ) সঞ্চয়ী হিসাব
 সঠিক উত্তর: (ক)

 ১০৭. শ্রমিক ব্যাংক প্রতিষ্ঠা করা হয় কেন?
i. শ্রমিকদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টির লক্ষ্যে
ii. শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে
iii. শ্রমিকদের ব্যবসায়ী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১০৮. বাংলাদেশের কোন ব্যাংক নোট ও মুদ্রার প্রচলন করে থাকে?
Ο ক) সোনালী ব্যাংক
Ο খ) অগ্রণী ব্যাংক
Ο গ) রূপালী ব্যাংক
Ο ঘ) বাংলাদেশ ব্যাংক
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৯. সঠিক তারল্যনীতিকে ব্যাংকের ভাষায় কী বলা হয়?
Ο ক) সার্থক ব্যাংক ব্যবসায়
Ο খ) বিশ্বস্ত ব্যাংক ব্যবসায়
Ο গ) মিতব্যয়িতার নীতি
Ο ঘ) সুনামের নীতি
 সঠিক উত্তর: (ক)

 ১১০. চেইন ব্যাংকের মূখ্য উদ্দেশ্য হচ্ছে-
i. পারস্পরিক কল্যাণ
ii.পারস্পরিক সেবাদান
iii.পারস্পরিক উন্নতি সাধন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
 সঠিক উত্তর: (গ)

 ১১১. গ্রাহকদের জীবনযাত্রার মানোন্নয়কল্পে ব্যাংক বিভিন্ন ধরনের-
i. সেবা প্রদান করে
ii. পণ্য সৃষ্টি করে
iii. উৎপাদন বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১২. হোল্ডিং কোম্পানির অধীনে কোন ব্যাংক পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়?
Ο ক) বিনিময় ব্যাংক
Ο খ) বন্ধকী ব্যাংক
Ο গ) গ্রুপ ব্যাংক
Ο ঘ) শাখা ব্যাংক
 সঠিক উত্তর: (গ)

 ১১৩. ব্যাংকিং প্রতিষ্ঠানকে ঝুঁকি এড়াতে কোনটি মেনে চলতে হয়?
Ο ক) মৌলিক উদ্দেশ্য
Ο খ) গৌণ উদ্দেশ্য
Ο গ) মৌলিক নীতি
Ο ঘ) গোপনীয়তার নীতি
 সঠিক উত্তর: (গ)

 ১১৪. ব্যাংকিং ব্যবসায় ব্যবস্থাপনা ছক নং কত?
Ο ক) ৯.১ নং
Ο খ) ৯.২ নং
Ο গ) ৯.৩ নং
Ο ঘ) ৯.৪ নং
 সঠিক উত্তর: (ক)

 ১১৫. কোনটি না থাকলে ব্যবসায়ে ঝুঁকি এড়ানো কঠিন হয়ে পড়ে?
i. শক্তিশালী ব্যবস্থাপনা
ii. নির্ভরযোগ্য ব্যবস্থাপনা
iii. দক্ষ ব্যবস্থাপনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৬. ব্যাংক মক্কেলের পক্ষে কী হিসেবে কাজ করে?
Ο ক) বিনিয়োগকারী
Ο খ) অছি
Ο গ) সাহায্যকারী
Ο ঘ) ব্যবস্থাপক
 সঠিক উত্তর: (খ)

 ১১৭. কোন সেবার মাধ্যমে লাভ-ক্ষতি বন্টন করে ইসলামী ব্যাংক ব্যবস্থায় ব্যাংক ও গ্রাহকের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে?
Ο ক) মুসারাকা
Ο খ) মুরাবাহা
Ο গ) মুদারাবা
Ο ঘ) ইজারা
 সঠিক উত্তর: (ক)

 ১১৮. সমবায় ব্যাংকের মূল লক্ষ্য কী?
Ο ক) সদস্যদের মুনাফা অর্জন
Ο খ) জনকল্যাণ
Ο গ) সদস্যদের আর্থিক কল্যাণ
Ο ঘ) সদস্যদের সঞ্চয় বৃদ্ধি
 সঠিক উত্তর: (গ)

 ১১৯. গ্রাহকের পক্ষে ব্যাংকের কারবারি চুক্তিতে অংশগ্রহণ কোন ধরনের উদ্দেশ্যে?
Ο ক) প্রতিনিধি
Ο খ) বিনিয়োগ
Ο গ) উপদেষ্টা
Ο ঘ) পরামর্শদাতা
 সঠিক উত্তর: (ক)

 ১২০. স্বশাসিত ব্যাংকের মুখ্য পদে প্রতিনিধি প্রেরণ করেন কে?
Ο ক) ব্যাংকের চেয়ারম্যান
Ο খ) মন্ত্রী পরিষদ
Ο গ) ব্যাংকের মানেজিং ডিরেক্টর
Ο ঘ) সরকার
 সঠিক উত্তর: (ঘ)

 ১২১. ‘ভাইস প্রেসিডেন্ট’ কোন ব্যাংকের একটি পদের নাম?
Ο ক) সরকারি
Ο খ) বেসরকারি
Ο গ) স্বায়ত্তশাসিত
Ο ঘ) বিশেষায়িত
 সঠিক উত্তর: (খ)

 ১২২. ইসলামী ব্যাংকিংয়ে কোন সেবায় লাভ-লোকসান সমবন্টনের কথা বলা হয়েছে?
Ο ক) ইজারা
Ο খ) মুরাবাহা
Ο গ) মুসারাকা
Ο ঘ) মুদারাবা
 সঠিক উত্তর: (গ)

 ১২৩. কীভাবে ব্যাংকের প্রসার সম্ভব্য?
i. উপযুক্ত প্রচারের মাধ্যমে
ii. বোগম্য ও আকর্ষণীয় প্রচারের মাধ্যমে
iii. কৌশলী ও কৌতূহল প্রচারের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও ii
 সঠিক উত্তর: (গ)

 ১২৪. কোন নীতির মাধ্যমে অধিক মুনাফা অর্জন করা সম্ভব?
Ο ক) আয় সংকোচন নীতি
Ο খ) মুদ্রাসংকোচন নীতি
Ο গ) মুদ্রাস্ফীতির নীতি
Ο ঘ) ব্যয় সংকোচন নীতি
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৫. মুদ্রা বাজার নিয়ন্ত্রণে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা হল-
i. সরকারকে সহায়তা দেওয়া
ii. কেন্দ্রীয় ব্যাংকের সাথে কাজ করা
iii. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১২৬. কোনটি একটি সুনির্দিষ্ট বিশেষায়িত ব্যাংক?
Ο ক) গ্রামীণ ব্যাংক
Ο খ) দেশীয় ব্যাংক
Ο গ) মিশ্র ব্যাংক
Ο ঘ) বিনিয়োগ ব্যাংক
 সঠিক উত্তর: (ক)

 ১২৭. বাংলাদেশ ডেলেপমেন্ট ব্যাংক লিমিটেড কোন ধরনের ব্যাংক?
Ο ক) কৃষি ব্যাংক
Ο খ) বিনিয়োগ ব্যাংক
Ο গ) শিল্প ব্যাংক
Ο ঘ) বিনিময় ব্যাংক
 সঠিক উত্তর: (গ)

 ১২৮. ঝুঁকি এড়ানোর জন্য ব্যবসায় প্রতিষ্ঠানকে কী মেনে চলতে হয়?
Ο ক) নীতিমালা
Ο খ) মৌলিক নীতি
Ο গ) শর্তাবলি
Ο ঘ) নিয়ম-কানুন
 সঠিক উত্তর: (খ)

 ১২৯. কোন নীতির ব্যর্থতার কারণে মক্কেলের আস্থা বিনষ্ট হয়?
Ο ক) গোপনীয়তার নীতি
Ο খ) কর্মদক্ষতার নীতি
Ο গ) ঋণদানের নীতি
Ο ঘ) প্রচারের নীতি
 সঠিক উত্তর: (ক)

 ১৩০. কিসের মাধ্যমে ব্যাংক সুনাম বৃদ্ধি করতে পারে ?
Ο ক) অর্থের নিরাপত্তা বিধান করে
Ο খ) লাভজনক বিনিয়োগ করে
Ο গ) জনগণের আস্থা অর্জন করে
Ο ঘ) উপদেশ ও পরামর্শ দান করে
 সঠিক উত্তর: (গ)

 ১৩১. সঞ্চয়ী ব্যাংক জনগণকে অধিক সঞ্চয়ে উৎসাহিত করে-
i. অধিক মুনাফা প্রদান করে
ii. যেকোনো সময় ব্যাংকে টাকা জমা দেয়ার সুযোগের মাধ্যমে
iii. জনগণের অতিরিক্ত অর্ত সঞ্চয়ের মাধ্যমে সুদ প্রদান করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ১৩২. ব্যাংকের তরল সম্পদ হলো-
i. ভোল্ট রক্ষিত অর্থ
ii. কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত অর্থ
iii. ক্রয়কৃত সরকারি ট্রেজারি বিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৩. ব্যাংককে যেকোনো সময় আমানতকারী ও ঋণগ্রহীতাদের নগদ অর্থের দাবি পূরণ করতে হয়। এ দ্বারা ব্যাংকের কীরূপ বৈশিষ্ট্য প্রকাশ পায়?
Ο ক) নিরাপত্তা
Ο খ) বিশ্বস্ততা
Ο গ) আর্থিক স্বচ্ছলতা
Ο ঘ) দায়বদ্ধতা
 সঠিক উত্তর: (গ)

 ১৩৪. সরকারি ব্যাংকের পদসংখ্যা কয়টি?
Ο ক) ১২ টি
Ο খ) ১০ টি
Ο গ) ৯ টি
Ο ঘ) ৮ টি
 সঠিক উত্তর: (গ)

 ১৩৫. বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য হলো-
i. সম্পদের সুসম বন্টন
ii. কর্মসংস্থান সৃষ্টি
iii. জীবনযাত্রার মান উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৬. দক্ষ ব্যাংক ব্যবসায়ের পূর্বশর্ত কী?
Ο ক) উন্নত ব্যবস্থাপনা
Ο খ) দক্ষ পরিচালনা
Ο গ) সেবামূলক কার্যক্রম
Ο ঘ) ব্যাংকের ওপর গ্রাহকের আস্থা
 সঠিক উত্তর: (গ)

 ১৩৭. যুগের পরিবর্তনের সাথে সাথে ব্যাংকিং ব্যবসায়ের পরিবর্তন সাধিত হয়েছে-
i. আকার ও আকৃতির
ii. নীতি ও পরিচালনায়
iii. উদ্দেশ্য ও গঠনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৩৮. বাংলাদেশের কোন ব্যাংক প্রথম ক্ষদ্র ঋণ নিয়ে কাজ শুরু করে?
Ο ক) কৃষি ব্যাংক
Ο খ) গ্রামীণ ব্যাংক
Ο গ) বিনিয়োগ ব্যাংক
Ο ঘ) সমবায় ব্যাংক
 সঠিক উত্তর: (খ)

 ১৩৯. কোন ব্যাংক থেকে গ্রাহক ইজারা সেবা পেয়ে থাকে?
Ο ক) বিদেশি
Ο খ) আঞ্চলিক
Ο গ) ইসলামী
Ο ঘ) সরকারি
 সঠিক উত্তর: (গ)

 ১৪০. কোনটি বাংলাদেশে যৌথ মালিকানাধীন ব্যাংক?
Ο ক) যমুনা ব্যাংক
Ο খ) অগ্রণী ব্যাংক
Ο গ) কৃষি উন্নয়ন ব্যাংক
Ο ঘ) কমার্স ব্যাংক লি.
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪১. “অল্প ব্যয়ে অধিক কাজ” ব্যাংকের কোন ধরনের নীতি?
Ο ক) উন্নয়নের নীতি
Ο খ) মিতব্যয়িতার নীতি
Ο গ) সাবধানতার নীতি
Ο ঘ) সচ্ছলতার নীতি
 সঠিক উত্তর: (খ)

 ১৪২. আমানতকারীদের জমাকৃত অর্থ ব্যাংক কাকে ঋণদান করে?
Ο ক) জনসাধরণকে
Ο খ) ব্যবসায়ীদেরকে
Ο গ) শিল্প প্রতিষ্ঠানকে
Ο ঘ) জনসাধারণ, ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানকে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৩. শাখা ব্যাংকের মূল সুবিধা হল-
Ο ক) অধিক মূলধন গঠন
Ο খ) মূলধনের গতিশীলতা বৃদ্ধি
Ο গ) ঝুঁকি বন্টনের সুবিধা
Ο ঘ) তারল্যের সুবিধা
 সঠিক উত্তর: (ক)

 ১৪৪. দক্ষ ব্যাংক ব্যবসায়ের কোন নীতি মেনে চলা উচিত?
Ο ক) বিনিয়োগের নীতি
Ο খ) মিতব্যয়িতার নীতি
Ο গ) উদ্দেশ্যের নীতি
Ο ঘ) সাবধানতার নীতি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৫. প্রাইভেট ব্যাংকের পরিচালকের সর্বোচ্চ সংখ্যা কত?
Ο ক) ২ জন
Ο খ) ৭ জন
Ο গ) ১০ জন
Ο ঘ) ১৩ জন
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৬. ব্যাংকের সাবধানতার নীতি মেনে চলা উচিত কেন?
Ο ক) চুরিজনিত ঝুঁকি এড়ানোর জন্য
Ο খ) লেনদেনে জালিয়াতি এড়ানোর জন্য
Ο গ) জাল নোট এড়ানোর জন্য
Ο ঘ) অনিশ্চয়তা ও ঝুঁকি এড়ানোর জন্য
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৭. ‘গ্রামীণ ব্যাংক’ কোন ধরনের ব্যাংক?
Ο ক) দেশি ব্যাংক
Ο খ) বিশেষায়িত ব্যাংক
Ο গ) স্বশাসিত ব্যাংক
Ο ঘ) বেসরকারি ব্যাংক
 সঠিক উত্তর: (খ)

 ১৪৮. একটি দেশের সীমানায় থেকে ব্যাংকিং ব্যবসায় পরিচালনা করলে তাকে কোন ব্যাংক বলে?
Ο ক) আঞ্চলিক ব্যাংক
Ο খ) জাতীয় ব্যাংক
Ο গ) বিভাগীয় ব্যাংক
Ο ঘ) আন্তর্জাতিক ব্যাংক
 সঠিক উত্তর: (খ)

 ১৪৯. ‘বাংলাদেশ কমার্স ব্যাংক’ কোন ধরনের ব্যাংক?
Ο ক) বিশেষায়িত ব্যাংক
Ο খ) স্বশাসিত ব্যাংক
Ο গ) বেসরকারি ব্যাংক
Ο ঘ) যৌথ মালিকানা ব্যাংক
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫০. বন্ধকী ব্যাংক কোন ধরনের ঋণ প্রদান করে থাকে?
Ο ক) স্বল্পমেয়াদি
Ο খ) মধ্যমেয়াদি
Ο গ) দীর্ঘমেয়াদি
Ο ঘ) চিরস্থায়ী
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post