ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ১ (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. কুড়িল ফ্লাইওভার তৈরি কোন শিল্পের অন্তর্গত?
Ο ক) সেবা
Ο খ) উৎপাদন
Ο গ) নিষ্কাশন
Ο ঘ) নির্মাণ
সঠিক উত্তর: (ঘ)
৩০২. এস. কেমিক্যাল প্রাইভেট লি. তার উৎপাদিত প্রসাধনী সামগ্রীর অধিক বিক্রয়ের আশায় বিনামূল্যে পণ্য বিতরণ করলেন। এক্ষেত্রে তিনি বাণিজ্যের কোন উপাদানটির সহায়তা নেন?
Ο ক) পরিবহন
Ο খ) বিজ্ঞাপন
Ο গ) পণ্য বিনিময়
Ο ঘ) গুদামজাতকরণ
সঠিক উত্তর: (খ)
৩০৩. আমাদের দেশে শিল্প বা ব্যবসায় স্থাপনের জন্য প্রয়োজনীয় পরিমাণে কী বিদ্যমান রয়েছে?
Ο ক) তেল
Ο খ) গ্যাস
Ο গ) কয়লা
Ο ঘ) খনিজ সম্পদ
সঠিক উত্তর: (খ)
৩০৪. আধুনিক ব্যবসায়কে কয়ভাগে ভাগ করা হয়েছে?
Ο ক) পাঁচ
Ο খ) তিন
Ο গ) সাত
Ο ঘ) চার
সঠিক উত্তর: (খ)
৩০৫. আমাদের দেশের কোন পথ ব্যবসায়ের জন্যে প্রসিদ্ধ ছিল?
Ο ক) স্থল
Ο খ) জল
Ο গ) আকাশ
Ο ঘ) রেল
সঠিক উত্তর: (খ)
৩০৬. অর্থ সংক্রান্ত বাধা দূর করে কোনটি?
Ο ক) গুদামজাতকরণ
Ο খ) বিমা
Ο গ) ব্যাংকিং
Ο ঘ) বিজ্ঞাপন
সঠিক উত্তর: (গ)
৩০৭. ব্যবসায়ের ক্ষেত্রে তথ্যগত বাধা দূর করা যায় কোনটির মাধ্যমে?
Ο ক) পণ্য বিনিময়
Ο খ) পরিবহন
Ο গ) ব্যাংকিং
Ο ঘ) বিজ্ঞাপন
সঠিক উত্তর: (ঘ)
৩০৮. ব্যবসায় পরিবেশের আইনগত উপাদান কোনটি?
Ο ক) সার্বভৌমত্ব
Ο খ) শিল্প আইন
Ο গ) আন্তর্জাতিক সম্পর্ক
Ο ঘ) সরকারি নীতিমালা
সঠিক উত্তর: (খ)
৩০৯. বিউটি পার্লার একটি-
Ο ক) সামাজিক কাজ
Ο খ) সেবামূলক কাজ
Ο গ) অর্থনৈতিক কাজ
Ο ঘ) ঐতিহ্যগত কাজ
সঠিক উত্তর: (গ)
৩১০. সোনারগাঁও কিসের জন্য বিখ্যাত ছিল?
Ο ক) তাঁত শিল্পের জন্য
Ο খ) মসলিন কাপড়ের জন্য
Ο গ) কুটির শিল্পের জন্য
Ο ঘ) জামদানি শাড়ির জন্য
সঠিক উত্তর: (খ)
৩১১. সেতু নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?
Ο ক) সেবা শিল্প
Ο খ) প্রজনন শিল্প
Ο গ) নির্মাণ শিল্প
Ο ঘ) উৎপাদন শিল্প
সঠিক উত্তর: (গ)
৩১২. আসলাম একজন পোশাক ডিজাইনার। তিনি প্রত্যেক ঈদে নতুন নতুন ডিজাইনের পোশাক বাজারে নিয়ে আসেন। তিনি মূলত কোন কাজটি করেন?
Ο ক) সম্পদের সুষ্ঠু ব্যবহার
Ο খ) পুঁজির সদ্ব্যবহার
Ο গ) উদ্ভাবন ও উন্নয়ন
Ο ঘ) চাহিদামাফিক পণ্য সরবরাহ
সঠিক উত্তর: (গ)
৩১৩. প্রজনন শিল্পের অন্তর্গত-
i . তুলা থেকে বস্ত্র তৈরি
i i . নার্সারি তৈরি
i i i . হ্যাচারিতে পণ্য উৎপাদন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i i ও i i i
Ο গ) i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ঘ)
৩১৪. মুনাফার আশায় ধান-চাল, হাঁস-মুরগি ও ফার্মেসী এবং বিউটি পার্লার পরিচালনা-
Ο ক) উৎপাদনমূলক কর্মকান্ড
Ο খ) প্রত্যক্ষ সেবা
Ο গ) অর্থনৈতিক কর্মকান্ড
Ο ঘ) সব কয়টি
সঠিক উত্তর: (গ)
৩১৫. ঔষধ বিক্রয় কোন ধরণের কাজ?
Ο ক) সামাজিক কাজ
Ο খ) অর্থনৈতিক কাজ
Ο গ) পারিবারিক কাজ
Ο ঘ) সেবামূলক কাজ
সঠিক উত্তর: (খ)
৩১৬. কোনটি প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত?
Ο ক) ধর্মীয় বিশ্বাস
Ο খ) নদনদী
Ο গ) ঐতিহ্য
Ο ঘ) শিক্ষা ও সংস্কৃতি
সঠিক উত্তর: (খ)
৩১৭. রাজনৈতিক পরিবেশের উপাদান কোনটি?
Ο ক) শিক্ষা
Ο খ) সরকার
Ο গ) জনসংখ্যা
Ο ঘ) বিজ্ঞান ও প্রযুক্তি
সঠিক উত্তর: (খ)
৩১৮. কোনটি ব্যবসায়ের আওতায় পড়ে?
Ο ক) কালভার্ট বা পুল স্থাপন স্থাপন
Ο খ) ঠিকাদার কর্তৃক বিদ্যালয় স্থাপন
Ο গ) ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন
Ο ঘ) মালিক কর্তৃক ইমারত তৈরি
সঠিক উত্তর: (খ)
৩১৯. শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করাকে কী বলে?
Ο ক) প্রজনন শিল্প
Ο খ) নিষ্কাশন শিল্প
Ο গ) নির্মাণ শিল্প
Ο ঘ) উৎপাদন শিল্প
সঠিক উত্তর: (ঘ)
৩২০. সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকান্ডকে কী বলা হয়?
Ο ক) বাণিজ্য
Ο খ) ব্যবসায়
Ο গ) শিল্প
Ο ঘ) প্রত্যক্ষ সেবা
সঠিক উত্তর: (খ)
৩২১. সরকারি উদ্যোগের পাশাপাশি আমাদের এগিয়ে আসতে হবে-
i. ব্যবসা-বাণিজ্যে অনুকুল পরিবেশ তৈরিতে
ii. শিল্প উন্নয়নে অনুকূল পরিবেশ তৈরিতে
iii. রাজনীতির অনুকূল পরিবেশ তৈরিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩২২. প্রযুক্তিগত পরিবেশের উপাদান কয়টি?
Ο ক) ৪ টি
Ο খ) ৬ টি
Ο গ) ৩ টি
Ο ঘ) ৮ টি
সঠিক উত্তর: (ক)
৩২৩. মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকান্ডকে কী বলে?
Ο ক) ব্যবসায়
Ο খ) শিল্প
Ο গ) বাণিজ্য
Ο ঘ) সেবা
সঠিক উত্তর: (ক)
৩২৪. খনিজ শিল্প একটি-
Ο ক) প্রজনন শিল্প
Ο খ) নির্মাণ শিল্প
Ο গ) উৎপাদন শিল্প
Ο ঘ) নিষ্কাশন শিল্প
সঠিক উত্তর: (ঘ)
৩২৫. ব্যবসায় সংগঠনের উদ্ভব হয় কোন যুগে?
Ο ক) প্রাচীন যুগে
Ο খ) মধ্যযুগে
Ο গ) আধুনিক যুগে
Ο ঘ) অত্যাধুনিক যুগে
সঠিক উত্তর: (খ)
৩২৬. ব্যবসায় পরিবেশের অর্থনৈতিক উপাদান হিসেবে কাজ করে কোনটি?
i . অর্থ ও ব্যাংকিং ব্যবসা
i i . শিল্প, সাহিত্য ও ঐতিহ্য
i i i . জনগণের সঞ্চয় ও বিনিয়োগ মানসিকতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (খ)
৩২৭. ব্যবসায়ের নৈতিকতা জড়িত-
i. রাষ্ট্রের আইনকানুন
ii. সামাজিক রীতিনীতি
iii. ধর্মীয় অনুশাসন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২৮. নিচের কোনটি অর্থনৈতিক গুরুত্বের অন্তর্গত?
Ο ক) পণ্য ও সেবার যোগান
Ο খ) বেকার সমস্যার সমাধান
Ο গ) ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধি
Ο ঘ) সম্পদের উন্নয়ন
সঠিক উত্তর: (গ)
৩২৯. শিক্ষা ও সংস্কৃতি ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান?
Ο ক) সামাজিক
Ο খ) রাজনৈতিক
Ο গ) আইনগত
Ο ঘ) প্রাকৃতিক
সঠিক উত্তর: (ক)
৩৩০. জীবিকানির্বাহ ও মুনাফার আশায় পরিচালিত অর্থনৈতিক কর্মকন্ডকে কী বলে?
Ο ক) ব্যবসায়
Ο খ) বাণিজ্য
Ο গ) শিল্প
Ο ঘ) সেবা
সঠিক উত্তর: (ক)
৩৩১. মধ্য যুগে প্রচলন ঘটে-
i . কাগজি মুদ্রার
i i . বাজার ও শহরের
i i i . বৃহদায়তন উৎপাদনের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)
৩৩২. বাংলাদেশে আইনগত পরিবেশের অনেকগুলো উপাদান কেমন?
Ο ক) পুরাতন
Ο খ) নতুন
Ο গ) বেশ পুরাতন
Ο ঘ) বেশ নতুন
সঠিক উত্তর: (গ)
৩৩৩. কোনো দেশের সরকার, আইন ও রাজনৈতিক অবস্থার সমন্বয়ে সৃষ্টি হয়-
Ο ক) রাজনৈতিক পরিবেশ
Ο খ) সামাজিক পরিবেশ
Ο গ) অর্থনৈতিক পরিবেশ
Ο ঘ) মানবিক পরিবেশ
সঠিক উত্তর: (ক)
৩৩৪. ভূ-প্রকৃতি, জলবায়ু, নদ-নদী, পাহাড়, বনভূমি, জাতি, ধর্ম, শিক্ষা ইত্যাদি পরিবেশের কোন ধরণের উপাদান?
Ο ক) আবশ্যিক
Ο খ) অপরিহার্য
Ο গ) পারিপার্শ্বিক
Ο ঘ) প্রয়োজনীয়
সঠিক উত্তর: (গ)
৩৩৫. এদেশের বাণিজ্যের সাথে প্রতিযোগিতা চলতো-
i. তাম্রলিপ্তের
ii. সপ্তগ্রামের
iii. সুবর্ণগ্রামের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৩৬. শিল্পবিপ্লব কোন যুগের অন্তর্গত?
Ο ক) প্রাচীন যুগে
Ο খ) মধ্যযুগে
Ο গ) আধুনিক যুগে
Ο ঘ) বিনিময় যুগে
সঠিক উত্তর: (গ)
৩৩৭. কোনটি প্রাকৃতিক পরিবেশের আওতাভুক্ত?
Ο ক) সঞ্চয়
Ο খ) বিনিয়োগ
Ο গ) মূলধন
Ο ঘ) জলবায়ূ
সঠিক উত্তর: (ঘ)
৩৩৮. জনগণের সঞ্চয় ও বিনিয়োগ মানসিকতা ও সরকারের পৃষ্ঠপোষকতা কোন ব্যবসায় পরিবেশের উপাদান?
Ο ক) প্রাকৃতিক
Ο খ) অর্থনৈতিক
Ο গ) সামাজিক
Ο ঘ) রাজনৈতিক
সঠিক উত্তর: (খ)
৩৩৯. নিচের কোনটি সামাজিক পরিবেশের উপাদান?
Ο ক) অর্থ
Ο খ) জলবায়ূ
Ο গ) সরকার
Ο ঘ) জাতি
সঠিক উত্তর: (ঘ)
৩৪০. ব্যবসায় উন্নয়ন ঘটায়-
i. গবেষণার
ii. সৃজনশীল কাজের
iii. শিল্পের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৪১. এদেশ নদী ও সমুদ্রবেষ্টিত হওয়ায় কোন শিল্প বিকাশে উপযুক্ত পরিবেশ রয়েছে?
Ο ক) পাট শিল্প
Ο খ) মৎস্য শিল্প
Ο গ) বন শিল্প
Ο ঘ) কুটির শিল্প
সঠিক উত্তর: (খ)
৩৪২. মানুষের জীবনধারা, আচার-আচরণ, শিক্ষা, সংস্কৃতি অর্থনীতিতে প্রভাবিত হয় কীসের দ্বারা?
Ο ক) ব্যবসায়ী পরিবেশ
Ο খ) বৈশ্বিক পরিবেশ
Ο গ) স্থিতিশীল পরিবেশ
Ο ঘ) অস্থিতিশীল পরিবেশ
সঠিক উত্তর: (ক)
৩৪৩. আধুনিক যুগে মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমগুলো হলো-
i. পিডিএ স্মার্ট ফোন
ii. ল্যাপটপ
iii. ব্যাংক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৪৪. বাণিজ্যের বিভিন্ন কর্মকান্ডকে কী বলে অভিহিত করা হয়?
Ο ক) ব্যবসায় টু ব্যবসায়
Ο খ) বাণিজ্য টু বাণিজ্য
Ο গ) শিল্প টু শিল্প
Ο ঘ) ব্যবসায় টু বাণিজ্য
সঠিক উত্তর: (ক)
৩৪৫. সেতু, বাঁধ, ইমারত প্রভৃতি নির্মাণ কার্যাদি-
Ο ক) নির্মাণ শিল্প
Ο খ) গঠনমূলক শিল্প
Ο গ) নিষ্কাশন শিল্প
Ο ঘ) সেবা পরিবেশক শিল্প
সঠিক উত্তর: (ক)
৩৪৬. অতীতকাল থেকে আজ পর্যন্ত জামদানি শাড়ির কদর বিদ্যমান। এটি সামাজিক পরিবেশের কোন উপাদানের ফলাফল?
Ο ক) সংস্কৃতি
Ο খ) প্রযুক্তি
Ο গ) ঐতিহ্য
Ο ঘ) বিজ্ঞান
সঠিক উত্তর: (গ)
৩৪৭. ব্যবসায়ের গুরুত্বপূর্ণ মৌলিক দিক কোনটি?
Ο ক) উপযোগ সৃষ্টি
Ο খ) উৎপাদন বৃদ্ধি
Ο গ) পারস্পরিক প্রতিযোগিতা বৃদ্ধি
Ο ঘ) নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
সঠিক উত্তর: (ঘ)
৩৪৮. ব্যবসায়ের মাধ্যমে সহজ হয়-
i . সম্পদের যথাযথ ব্যবহার
i i . দেশের অর্থনৈতিক উন্নয়ন
i i i . তেল ও গ্যাস উত্তোলন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i i ও i i i
Ο গ) i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)
৩৪৯. জনাব সুমন তার গ্রামের কৃষকদের উৎপাদিত সবজি ক্রয় করে তা শহরে এনে বিক্রয় করেন। এটি কোন কাজের সাথে জড়িত?
Ο ক) ব্যবসার
Ο খ) শিল্প
Ο গ) বাণিজ্য
Ο ঘ) সেবা
সঠিক উত্তর: (গ)
৩৫০. কোন ক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নতি নিশ্চিত করা যায়?
Ο ক) ভেজাল
Ο খ) শ্রমিক অসন্তোষ
Ο গ) দূর্নীতি
Ο ঘ) অস্থিতিশীল রাজনীতি
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. কুড়িল ফ্লাইওভার তৈরি কোন শিল্পের অন্তর্গত?
Ο ক) সেবা
Ο খ) উৎপাদন
Ο গ) নিষ্কাশন
Ο ঘ) নির্মাণ
সঠিক উত্তর: (ঘ)
৩০২. এস. কেমিক্যাল প্রাইভেট লি. তার উৎপাদিত প্রসাধনী সামগ্রীর অধিক বিক্রয়ের আশায় বিনামূল্যে পণ্য বিতরণ করলেন। এক্ষেত্রে তিনি বাণিজ্যের কোন উপাদানটির সহায়তা নেন?
Ο ক) পরিবহন
Ο খ) বিজ্ঞাপন
Ο গ) পণ্য বিনিময়
Ο ঘ) গুদামজাতকরণ
সঠিক উত্তর: (খ)
৩০৩. আমাদের দেশে শিল্প বা ব্যবসায় স্থাপনের জন্য প্রয়োজনীয় পরিমাণে কী বিদ্যমান রয়েছে?
Ο ক) তেল
Ο খ) গ্যাস
Ο গ) কয়লা
Ο ঘ) খনিজ সম্পদ
সঠিক উত্তর: (খ)
৩০৪. আধুনিক ব্যবসায়কে কয়ভাগে ভাগ করা হয়েছে?
Ο ক) পাঁচ
Ο খ) তিন
Ο গ) সাত
Ο ঘ) চার
সঠিক উত্তর: (খ)
৩০৫. আমাদের দেশের কোন পথ ব্যবসায়ের জন্যে প্রসিদ্ধ ছিল?
Ο ক) স্থল
Ο খ) জল
Ο গ) আকাশ
Ο ঘ) রেল
সঠিক উত্তর: (খ)
৩০৬. অর্থ সংক্রান্ত বাধা দূর করে কোনটি?
Ο ক) গুদামজাতকরণ
Ο খ) বিমা
Ο গ) ব্যাংকিং
Ο ঘ) বিজ্ঞাপন
সঠিক উত্তর: (গ)
৩০৭. ব্যবসায়ের ক্ষেত্রে তথ্যগত বাধা দূর করা যায় কোনটির মাধ্যমে?
Ο ক) পণ্য বিনিময়
Ο খ) পরিবহন
Ο গ) ব্যাংকিং
Ο ঘ) বিজ্ঞাপন
সঠিক উত্তর: (ঘ)
৩০৮. ব্যবসায় পরিবেশের আইনগত উপাদান কোনটি?
Ο ক) সার্বভৌমত্ব
Ο খ) শিল্প আইন
Ο গ) আন্তর্জাতিক সম্পর্ক
Ο ঘ) সরকারি নীতিমালা
সঠিক উত্তর: (খ)
৩০৯. বিউটি পার্লার একটি-
Ο ক) সামাজিক কাজ
Ο খ) সেবামূলক কাজ
Ο গ) অর্থনৈতিক কাজ
Ο ঘ) ঐতিহ্যগত কাজ
সঠিক উত্তর: (গ)
৩১০. সোনারগাঁও কিসের জন্য বিখ্যাত ছিল?
Ο ক) তাঁত শিল্পের জন্য
Ο খ) মসলিন কাপড়ের জন্য
Ο গ) কুটির শিল্পের জন্য
Ο ঘ) জামদানি শাড়ির জন্য
সঠিক উত্তর: (খ)
৩১১. সেতু নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?
Ο ক) সেবা শিল্প
Ο খ) প্রজনন শিল্প
Ο গ) নির্মাণ শিল্প
Ο ঘ) উৎপাদন শিল্প
সঠিক উত্তর: (গ)
৩১২. আসলাম একজন পোশাক ডিজাইনার। তিনি প্রত্যেক ঈদে নতুন নতুন ডিজাইনের পোশাক বাজারে নিয়ে আসেন। তিনি মূলত কোন কাজটি করেন?
Ο ক) সম্পদের সুষ্ঠু ব্যবহার
Ο খ) পুঁজির সদ্ব্যবহার
Ο গ) উদ্ভাবন ও উন্নয়ন
Ο ঘ) চাহিদামাফিক পণ্য সরবরাহ
সঠিক উত্তর: (গ)
৩১৩. প্রজনন শিল্পের অন্তর্গত-
i . তুলা থেকে বস্ত্র তৈরি
i i . নার্সারি তৈরি
i i i . হ্যাচারিতে পণ্য উৎপাদন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i i ও i i i
Ο গ) i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ঘ)
৩১৪. মুনাফার আশায় ধান-চাল, হাঁস-মুরগি ও ফার্মেসী এবং বিউটি পার্লার পরিচালনা-
Ο ক) উৎপাদনমূলক কর্মকান্ড
Ο খ) প্রত্যক্ষ সেবা
Ο গ) অর্থনৈতিক কর্মকান্ড
Ο ঘ) সব কয়টি
সঠিক উত্তর: (গ)
৩১৫. ঔষধ বিক্রয় কোন ধরণের কাজ?
Ο ক) সামাজিক কাজ
Ο খ) অর্থনৈতিক কাজ
Ο গ) পারিবারিক কাজ
Ο ঘ) সেবামূলক কাজ
সঠিক উত্তর: (খ)
৩১৬. কোনটি প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত?
Ο ক) ধর্মীয় বিশ্বাস
Ο খ) নদনদী
Ο গ) ঐতিহ্য
Ο ঘ) শিক্ষা ও সংস্কৃতি
সঠিক উত্তর: (খ)
৩১৭. রাজনৈতিক পরিবেশের উপাদান কোনটি?
Ο ক) শিক্ষা
Ο খ) সরকার
Ο গ) জনসংখ্যা
Ο ঘ) বিজ্ঞান ও প্রযুক্তি
সঠিক উত্তর: (খ)
৩১৮. কোনটি ব্যবসায়ের আওতায় পড়ে?
Ο ক) কালভার্ট বা পুল স্থাপন স্থাপন
Ο খ) ঠিকাদার কর্তৃক বিদ্যালয় স্থাপন
Ο গ) ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন
Ο ঘ) মালিক কর্তৃক ইমারত তৈরি
সঠিক উত্তর: (খ)
৩১৯. শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করাকে কী বলে?
Ο ক) প্রজনন শিল্প
Ο খ) নিষ্কাশন শিল্প
Ο গ) নির্মাণ শিল্প
Ο ঘ) উৎপাদন শিল্প
সঠিক উত্তর: (ঘ)
৩২০. সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকান্ডকে কী বলা হয়?
Ο ক) বাণিজ্য
Ο খ) ব্যবসায়
Ο গ) শিল্প
Ο ঘ) প্রত্যক্ষ সেবা
সঠিক উত্তর: (খ)
৩২১. সরকারি উদ্যোগের পাশাপাশি আমাদের এগিয়ে আসতে হবে-
i. ব্যবসা-বাণিজ্যে অনুকুল পরিবেশ তৈরিতে
ii. শিল্প উন্নয়নে অনুকূল পরিবেশ তৈরিতে
iii. রাজনীতির অনুকূল পরিবেশ তৈরিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩২২. প্রযুক্তিগত পরিবেশের উপাদান কয়টি?
Ο ক) ৪ টি
Ο খ) ৬ টি
Ο গ) ৩ টি
Ο ঘ) ৮ টি
সঠিক উত্তর: (ক)
৩২৩. মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকান্ডকে কী বলে?
Ο ক) ব্যবসায়
Ο খ) শিল্প
Ο গ) বাণিজ্য
Ο ঘ) সেবা
সঠিক উত্তর: (ক)
৩২৪. খনিজ শিল্প একটি-
Ο ক) প্রজনন শিল্প
Ο খ) নির্মাণ শিল্প
Ο গ) উৎপাদন শিল্প
Ο ঘ) নিষ্কাশন শিল্প
সঠিক উত্তর: (ঘ)
৩২৫. ব্যবসায় সংগঠনের উদ্ভব হয় কোন যুগে?
Ο ক) প্রাচীন যুগে
Ο খ) মধ্যযুগে
Ο গ) আধুনিক যুগে
Ο ঘ) অত্যাধুনিক যুগে
সঠিক উত্তর: (খ)
৩২৬. ব্যবসায় পরিবেশের অর্থনৈতিক উপাদান হিসেবে কাজ করে কোনটি?
i . অর্থ ও ব্যাংকিং ব্যবসা
i i . শিল্প, সাহিত্য ও ঐতিহ্য
i i i . জনগণের সঞ্চয় ও বিনিয়োগ মানসিকতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (খ)
৩২৭. ব্যবসায়ের নৈতিকতা জড়িত-
i. রাষ্ট্রের আইনকানুন
ii. সামাজিক রীতিনীতি
iii. ধর্মীয় অনুশাসন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২৮. নিচের কোনটি অর্থনৈতিক গুরুত্বের অন্তর্গত?
Ο ক) পণ্য ও সেবার যোগান
Ο খ) বেকার সমস্যার সমাধান
Ο গ) ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধি
Ο ঘ) সম্পদের উন্নয়ন
সঠিক উত্তর: (গ)
৩২৯. শিক্ষা ও সংস্কৃতি ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান?
Ο ক) সামাজিক
Ο খ) রাজনৈতিক
Ο গ) আইনগত
Ο ঘ) প্রাকৃতিক
সঠিক উত্তর: (ক)
৩৩০. জীবিকানির্বাহ ও মুনাফার আশায় পরিচালিত অর্থনৈতিক কর্মকন্ডকে কী বলে?
Ο ক) ব্যবসায়
Ο খ) বাণিজ্য
Ο গ) শিল্প
Ο ঘ) সেবা
সঠিক উত্তর: (ক)
৩৩১. মধ্য যুগে প্রচলন ঘটে-
i . কাগজি মুদ্রার
i i . বাজার ও শহরের
i i i . বৃহদায়তন উৎপাদনের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)
৩৩২. বাংলাদেশে আইনগত পরিবেশের অনেকগুলো উপাদান কেমন?
Ο ক) পুরাতন
Ο খ) নতুন
Ο গ) বেশ পুরাতন
Ο ঘ) বেশ নতুন
সঠিক উত্তর: (গ)
৩৩৩. কোনো দেশের সরকার, আইন ও রাজনৈতিক অবস্থার সমন্বয়ে সৃষ্টি হয়-
Ο ক) রাজনৈতিক পরিবেশ
Ο খ) সামাজিক পরিবেশ
Ο গ) অর্থনৈতিক পরিবেশ
Ο ঘ) মানবিক পরিবেশ
সঠিক উত্তর: (ক)
৩৩৪. ভূ-প্রকৃতি, জলবায়ু, নদ-নদী, পাহাড়, বনভূমি, জাতি, ধর্ম, শিক্ষা ইত্যাদি পরিবেশের কোন ধরণের উপাদান?
Ο ক) আবশ্যিক
Ο খ) অপরিহার্য
Ο গ) পারিপার্শ্বিক
Ο ঘ) প্রয়োজনীয়
সঠিক উত্তর: (গ)
৩৩৫. এদেশের বাণিজ্যের সাথে প্রতিযোগিতা চলতো-
i. তাম্রলিপ্তের
ii. সপ্তগ্রামের
iii. সুবর্ণগ্রামের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৩৬. শিল্পবিপ্লব কোন যুগের অন্তর্গত?
Ο ক) প্রাচীন যুগে
Ο খ) মধ্যযুগে
Ο গ) আধুনিক যুগে
Ο ঘ) বিনিময় যুগে
সঠিক উত্তর: (গ)
৩৩৭. কোনটি প্রাকৃতিক পরিবেশের আওতাভুক্ত?
Ο ক) সঞ্চয়
Ο খ) বিনিয়োগ
Ο গ) মূলধন
Ο ঘ) জলবায়ূ
সঠিক উত্তর: (ঘ)
৩৩৮. জনগণের সঞ্চয় ও বিনিয়োগ মানসিকতা ও সরকারের পৃষ্ঠপোষকতা কোন ব্যবসায় পরিবেশের উপাদান?
Ο ক) প্রাকৃতিক
Ο খ) অর্থনৈতিক
Ο গ) সামাজিক
Ο ঘ) রাজনৈতিক
সঠিক উত্তর: (খ)
৩৩৯. নিচের কোনটি সামাজিক পরিবেশের উপাদান?
Ο ক) অর্থ
Ο খ) জলবায়ূ
Ο গ) সরকার
Ο ঘ) জাতি
সঠিক উত্তর: (ঘ)
৩৪০. ব্যবসায় উন্নয়ন ঘটায়-
i. গবেষণার
ii. সৃজনশীল কাজের
iii. শিল্পের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৪১. এদেশ নদী ও সমুদ্রবেষ্টিত হওয়ায় কোন শিল্প বিকাশে উপযুক্ত পরিবেশ রয়েছে?
Ο ক) পাট শিল্প
Ο খ) মৎস্য শিল্প
Ο গ) বন শিল্প
Ο ঘ) কুটির শিল্প
সঠিক উত্তর: (খ)
৩৪২. মানুষের জীবনধারা, আচার-আচরণ, শিক্ষা, সংস্কৃতি অর্থনীতিতে প্রভাবিত হয় কীসের দ্বারা?
Ο ক) ব্যবসায়ী পরিবেশ
Ο খ) বৈশ্বিক পরিবেশ
Ο গ) স্থিতিশীল পরিবেশ
Ο ঘ) অস্থিতিশীল পরিবেশ
সঠিক উত্তর: (ক)
৩৪৩. আধুনিক যুগে মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমগুলো হলো-
i. পিডিএ স্মার্ট ফোন
ii. ল্যাপটপ
iii. ব্যাংক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৪৪. বাণিজ্যের বিভিন্ন কর্মকান্ডকে কী বলে অভিহিত করা হয়?
Ο ক) ব্যবসায় টু ব্যবসায়
Ο খ) বাণিজ্য টু বাণিজ্য
Ο গ) শিল্প টু শিল্প
Ο ঘ) ব্যবসায় টু বাণিজ্য
সঠিক উত্তর: (ক)
৩৪৫. সেতু, বাঁধ, ইমারত প্রভৃতি নির্মাণ কার্যাদি-
Ο ক) নির্মাণ শিল্প
Ο খ) গঠনমূলক শিল্প
Ο গ) নিষ্কাশন শিল্প
Ο ঘ) সেবা পরিবেশক শিল্প
সঠিক উত্তর: (ক)
৩৪৬. অতীতকাল থেকে আজ পর্যন্ত জামদানি শাড়ির কদর বিদ্যমান। এটি সামাজিক পরিবেশের কোন উপাদানের ফলাফল?
Ο ক) সংস্কৃতি
Ο খ) প্রযুক্তি
Ο গ) ঐতিহ্য
Ο ঘ) বিজ্ঞান
সঠিক উত্তর: (গ)
৩৪৭. ব্যবসায়ের গুরুত্বপূর্ণ মৌলিক দিক কোনটি?
Ο ক) উপযোগ সৃষ্টি
Ο খ) উৎপাদন বৃদ্ধি
Ο গ) পারস্পরিক প্রতিযোগিতা বৃদ্ধি
Ο ঘ) নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
সঠিক উত্তর: (ঘ)
৩৪৮. ব্যবসায়ের মাধ্যমে সহজ হয়-
i . সম্পদের যথাযথ ব্যবহার
i i . দেশের অর্থনৈতিক উন্নয়ন
i i i . তেল ও গ্যাস উত্তোলন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i i ও i i i
Ο গ) i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)
৩৪৯. জনাব সুমন তার গ্রামের কৃষকদের উৎপাদিত সবজি ক্রয় করে তা শহরে এনে বিক্রয় করেন। এটি কোন কাজের সাথে জড়িত?
Ο ক) ব্যবসার
Ο খ) শিল্প
Ο গ) বাণিজ্য
Ο ঘ) সেবা
সঠিক উত্তর: (গ)
৩৫০. কোন ক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নতি নিশ্চিত করা যায়?
Ο ক) ভেজাল
Ο খ) শ্রমিক অসন্তোষ
Ο গ) দূর্নীতি
Ο ঘ) অস্থিতিশীল রাজনীতি
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC BEntrep