এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ১ (৬)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ১ (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
২৫১. দ্রব্য বিনিময়ের স্থলে বিনিময়ের মাধ্যম হিসেবে আসে-
i . স্বর্ণ-রৌপ্যের মুদ্রা
i i . কাগজি মুদ্রা
i i i . পিতলের মুদ্রা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i i
Ο খ) i i ও i i i
Ο গ) i ও i i
Ο ঘ) i, i i ও i i i
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫২. তিথি টেলিভিশনে বিজ্ঞাপন দেখে ফেয়ারনেস ক্রিম কিনতে আগ্রহী হলো। এক্ষেত্রে বিজ্ঞাপন তিথির কী বৃদ্ধি করে?
Ο ক) জ্ঞান
Ο খ) বুদ্ধি
Ο গ) মেধা
Ο ঘ) কৌশল
 সঠিক উত্তর: (ক)

 ২৫৩. যে কাজের মাধ্যমে পণ্যের মালিকানা পরিবর্তন হয় তা হলো-
i . ক্রয়
i i . বিক্রয়
i i i . উৎপাদন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i i
Ο গ) i i i
Ο ঘ) i i ও i i i
 সঠিক উত্তর: (খ)

 ২৫৪. Porto Grando এর অর্থ কী?
Ο ক) বৃহৎ বন্দর
Ο খ) ক্ষুদ্র বন্দর
Ο গ) বৃহৎ জাহাজ
Ο ঘ) ক্ষুদ্র জাহাজ
 সঠিক উত্তর: (ক)

 ২৫৫. বাংলাদেশের বন্ধ পাটকল চালুকরণের জন্যে মূলধন সরবরাহ করা হয়েছে। এর পেছনে কাজ করেছে-
i. বিদেশে বাজার সৃষ্টি
ii. শিল্প নীতি
iii. সরকারি নীতিমালা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৫৬. পণ্যদ্রব্যের ক্রয়-বিক্রয়ের কার্য যথার্থভাবে সম্পাদনের জন্যে কয়টি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
Ο ক) ৩টি
Ο খ) ৪টি
Ο গ) ৫টি
Ο ঘ) ৬টি
 সঠিক উত্তর: (গ)

 ২৫৭. একসময় এদেশের বানিজ্যে প্রতিযোগিতা চলত-
i . তাম্রলিপ্তের সাথে
i i . সপ্তগ্রামের সাথে
i i i . হরপ্পার সাথে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i i ও i i i
Ο গ) i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
 সঠিক উত্তর: (ক)

 ২৫৮. জনাব সপনের ঢাকার ইস্টার্ণ প্লাজায় একটি জুয়েলারি দোকান রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবরোধের কারণে তিনি ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কোন ধরণের পরিবেশ তার ব্যবসায়কে প্রভাবিত করেছে?
Ο ক) আইনগত পরিবেশ
Ο খ) অর্থনৈতিক পরিবেশ
Ο গ) রাজনৈতিক পরিবেশ
Ο ঘ) প্রযুক্তিগত পরিবেশ
 সঠিক উত্তর: (গ)

 ২৫৯. ব্যবসায়ের প্রাচীন যুগের নিদর্শণ কোনটি?
Ο ক) মৎস্য শিকার
Ο খ) শামুক ব্যবহার
Ο গ) পাথর ব্যবহার
Ο ঘ) ধাতব মুদ্রা ব্যবহার
 সঠিক উত্তর: (ক)

 ২৬০. ব্যবসায়ের অনিশ্চয়তামূলক বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) আয়
Ο খ) ব্যয়
Ο গ) ঝুঁকি
Ο ঘ) লেনদেন
 সঠিক উত্তর: (গ)

 ২৬১. প্রাকৃতিক পরিবেশের উপাদান-
i . জলবায়ূ
i i . প্রাকৃতিক সম্পদ
i i i . আকাশ, চন্দ্র ইত্যাদি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i i
Ο গ) i i i
Ο ঘ) i ও i i
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬২. ব্যাংকিং কোন শিল্পের অন্তর্গত?
Ο ক) নিষ্কাশন
Ο খ) নির্মাণ
Ο গ) উৎপাদন
Ο ঘ) সেবা
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬৩. রাস্তা-ঘাট তৈরী কোন শিল্পের অন্তর্গত?
Ο ক) সেবা
Ο খ) প্রজনন
Ο গ) উৎপাদন
Ο ঘ) নির্মাণ
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬৪. অডিট ফার্ম কোন ব্যবসায়ের উদাহরণ?
Ο ক) শিল্প
Ο খ) বাণিজ্য
Ο গ) প্রত্যক্ষ সেবা
Ο ঘ) শিক্ষামূলক
 সঠিক উত্তর: (গ)

 ২৬৫. পর্তুগিজরা কোন স্থানকে বৃহৎ বন্দর নামে অভিহিত করেন?
Ο ক) নারায়নগঞ্জ
Ο খ) তাম্রলিপ্ত
Ο গ) চট্টগ্রাম
Ο ঘ) সপ্তগ্রাম
 সঠিক উত্তর: (গ)

 ২৬৬. অর্থনৈতিক কাজের অন্তর্ভূক্ত-
i. ধান-চালের ব্যবসায়
ii. হাঁস-মুরগির খামার
iii. ঔষধের দোকান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬৭. দেশীয় শিল্পীর কর্তৃত্বে জাহাজ নির্মাণ কারখানা ছিল-
i . হালিশহর ও পতেঙ্গা
i i . রামু ও কুতুবদিয়া
i i i . সেন্টমান্টিন ও মহেশখালী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i i
Ο গ) i i i
Ο ঘ) i ও i i i
 সঠিক উত্তর: (ক)

 ২৬৮. মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ও সেবা বন্টন কাজকে কী বলে?
Ο ক) উৎপাদন
Ο খ) শিল্প
Ο গ) ব্যবসায়
Ο ঘ) বাণিজ্য
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬৯. পোলট্রি ফার্ম কোন ধরণের শিল্প?
Ο ক) প্রজনন
Ο খ) নিষ্কাশন
Ο গ) উৎপাদন
Ο ঘ) সেবা
 সঠিক উত্তর: (ক)

 ২৭০. গ্যাস উৎপাদন কোন ধরণের শিল্প?
Ο ক) উৎপাদন
Ο খ) নির্মাণ
Ο গ) নিষ্কাশন
Ο ঘ) সেবা
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭১. বাণিজ্য কী?
Ο ক) ব্যবসায়ের একটি শাখা
Ο খ) শিল্পের একটি শাখা
Ο গ) বিজ্ঞাপনের একটি শাখা
Ο ঘ) বন্টনের একটি শাখা
 সঠিক উত্তর: (ক)

 ২৭২. জনগণের ধর্মীয় বিশ্বাস, ধ্যান-ধারণা, শিক্ষা-দীক্ষা ও আচার-আচরণের মাধ্যমে কোন ধরণের পরিবেশের সৃষ্টি হয়?
Ο ক) রাজনৈতিক
Ο খ) সামাজিক
Ο গ) অর্থনৈতিক
Ο ঘ) প্রাকৃতিক
 সঠিক উত্তর: (খ)

 ২৭৩. কোনটি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার?
Ο ক) আত্মকর্মসংস্থান
Ο খ) আমদানি-রপ্তানি
Ο গ) ব্যবসায়-বাণিজ্য
Ο ঘ) সম্পদের সুষ্ঠু ব্যবহার
 সঠিক উত্তর: (গ)

 ২৭৪. বাংলাদেশের অর্থনৈতিক উপাদানগুলোর কয়েকটি ভিত্তি বেশ মজবুত হলেও অনেকগুলোর ভিত্তি-
Ο ক) তেমন শক্ত নয়
Ο খ) খুব শক্ত
Ο গ) তেমন সুদৃঢ় নয়
Ο ঘ) খুব সুদৃঢ়
 সঠিক উত্তর: (গ)

 ২৭৫. মানুষ প্রথমত কোন কারণে অর্থনৈতিক কর্মকান্ডে জড়িত হয়?
Ο ক) ভোক্তা সন্তুষ্টি অর্জনের জন্য
Ο খ) অভাব পূরণের জন্য
Ο গ) সুনাম অর্জনের জন্য
Ο ঘ) দক্ষ মানবসম্পদ সৃষ্টির জন্য
 সঠিক উত্তর: (খ)

 ২৭৬. মূলত ব্যবসায়ীরা অর্থ বিনিয়োগ করে কেন?
Ο ক) ব্যবসায় বৃদ্ধির জন্য
Ο খ) সম্পদ বৃদ্ধির জন্য
Ο গ) মুনাফা অর্জনের জন্য
Ο ঘ) কর্মসংস্থান বৃদ্ধির জন্য
 সঠিক উত্তর: (গ)

 ২৭৭. মানুষের অর্থনৈতিক আওতা বৃদ্ধির সাথে সাথে কী বাড়তে থাকে?
Ο ক) উৎপাদন
Ο খ) মুনাফা
Ο গ) চাহিদা
Ο ঘ) যোগান
 সঠিক উত্তর: (গ)

 ২৭৮. কোনটি ব্যবসার উৎপত্তির মূল কারণ?
Ο ক) প্রয়োজনবোধ
Ο খ) অভাববোধ
Ο গ) চাহিদাবোধ
Ο ঘ) দায়বোধ
 সঠিক উত্তর: (খ)

 ২৭৯. বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ডের মাধ্যমে-
i. অভাব পূরণ করা যায়
i i. অর্থ উপার্জন প্রচেষ্টায় জড়িত হওয়া যায়
i i i. সভ্যতার বিকাশ ঘটানো যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
 সঠিক উত্তর: (ক)

 ২৮০. ব্যবসায় কোন ধরণের কর্মকান্ড?
Ο ক) ব্যক্তিগত
Ο খ) পারিবারিক
Ο গ) অর্থনৈতিক
Ο ঘ) সামাজিক
 সঠিক উত্তর: (গ)

 ২৮১. নার্সারি কোন শিল্পের অন্তর্গত?
Ο ক) নিষ্কাশন শিল্প
Ο খ) নির্মাণ শিল্প
Ο গ) প্রজনন শিল্প
Ο ঘ) উৎপাদন শিল্প
 সঠিক উত্তর: (গ)

 ২৮২. শিল্পে উৎপাদিত পণ্যসামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানোর ক্ষেত্রে সংঘটিত বাঁধা দূর করে কোনটি?
Ο ক) বাণিজ্য
Ο খ) পরিবহন
Ο গ) বিজ্ঞাপন
Ο ঘ) গুদামজাতকরণ
 সঠিক উত্তর: (ক)

 ২৮৩. বিদ্যুৎ শিল্প একটি-
Ο ক) নিষ্কাশন শিল্প
Ο খ) উৎপাদন শিল্প
Ο গ) সেবা শিল্প
Ο ঘ) কোনটি নয়
 সঠিক উত্তর: (গ)

 ২৮৪. প্রাচীনকালে আরবগণ দলে দলে এদেশে আগমন করেছিল কেন?
Ο ক) মসলিন কাপড়ের জন্যে
Ο খ) জাহাজ শিল্পের জন্যে
Ο গ) বাণিজ্যের খ্যাতির জন্যে
Ο ঘ) খাদ্যশস্যের জন্যে
 সঠিক উত্তর: (গ)

 ২৮৫. সামাজিক পরিবেশের বহির্ভূত উপাদান কোনটি?
Ο ক) মানবসম্পদ
Ο খ) ঐতিহ্য
Ο গ) জাতি
Ο ঘ) নদনদী
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮৬. যে প্রচেষ্টার মাধ্যমে ভূগর্ভ, পানি বা বায়ূ হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় তাকে কী বলে?
Ο ক) প্রজনন শিল্প
Ο খ) নিষ্কাশন শিল্প
Ο গ) নির্মাণ শিল্প
Ο ঘ) উৎপাদন শিল্প
 সঠিক উত্তর: (খ)

 ২৮৭. পণ্য বন্টনের পথে বাণিজ্যকে কয়টি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়?
Ο ক) ৬
Ο খ) ৭
Ο গ) ৮
Ο ঘ) ৯
 সঠিক উত্তর: (ক)

 ২৮৮. কেনা বেচার কাজ সম্প্রসারণের জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়-
i . প্রাচীন যুগে
i i . মধ্য যুগে
i i i . আধুনিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
 সঠিক উত্তর: (গ)

 ২৮৯. প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদানের মাধ্যমে কী সৃষ্টি হয়?
Ο ক) সামাজিক পরিবেশ
Ο খ) ব্যবসায়িক পরিবেশ
Ο গ) রাজনৈতিক পরিবেশ
Ο ঘ) অর্থনৈতিক পরিবেশ
 সঠিক উত্তর: (খ)

 ২৯০. ‘আইনগত পরিবেশ’- পরিবেশের কততম উপাদান?
Ο ক) দ্বিতীয়
Ο খ) চতুর্থ
Ο গ) পঞ্চম
Ο ঘ) তৃতীয়
 সঠিক উত্তর: (গ) 

 ২৯১. ব্যবসায়ী অর্থ বিনিয়োগ করেন কেন?
Ο ক) মুনাফার আশায়
Ο খ) সম্পদ বৃদ্ধি করতে
Ο গ) ব্যবসায় বাড়াতে
Ο ঘ) কর্মসংস্থান তৈরি করতে
 সঠিক উত্তর: (ক)

 ২৯২. কোনটির মাধ্যমে গবেষণা ও সৃজনশীল কাজের উন্নয়ন ঘটানো যাবে?
Ο ক) কাঁচামালের সদ্ব্যবহার
Ο খ) মূলধনের প্রাচুর্যতা
Ο গ) ব্যবসায়
Ο ঘ) সামাজিক কর্মকান্ড
 সঠিক উত্তর: (গ)

 ২৯৩. পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরকে কী নামে অভিহিত করে?
Ο ক) Port City
Ο খ) Porto Piqueno
Ο গ) Porto Grando
Ο ঘ) Port Area
 সঠিক উত্তর: (গ)

 ২৯৪. একটি সমাজ বা জাতির সমৃদ্ধির জন্য কিসের অবদান সবচেয়ে বেশি?
Ο ক) ঐতিহ্য
Ο খ) সংস্কৃতি
Ο গ) চাকরি
Ο ঘ) ব্যবসায়
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯৫. যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠনের গঠন, কার্যাবলি, উন্নতি ও অবনতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয় সেসব উপাদানের সমষ্টিকে কী বলে?
Ο ক) সামাজিক পরিবেশ
Ο খ) ব্যবসায়িক পরিবেশ
Ο গ) বাণিজ্যিক পরিবেশ
Ο ঘ) অর্থনৈতিক পরিবেশ
 সঠিক উত্তর: (খ)

 ২৯৬. পেশাগত শ্রম বিনিময় করার কারণ হলো-
i. অর্থোপার্জন
ii. গ্রাহক সন্তুষ্টি
iii. স্বাধীন পেশা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯৭. কীভাবে দেশের ব্যবসায় বণিজ্যের উন্নতি নিশ্চিত করা যায়?
i . পরিবেশ সংরক্ষণ ও ভোক্তা আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে
i i . শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ড প্রসারের মাধ্যমে
i i i . শিল্প ও বিনিয়োগবান্ধব আইন প্রণয়নের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i i ও i i i
Ο গ) i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
 সঠিক উত্তর: (গ)

 ২৯৮. নিচের কোনটি প্রাকৃতিক পরিবেশের আওতাভুক্ত?
Ο ক) সঞ্চয়
Ο খ) বিনিয়োগ
Ο গ) ভূমি
Ο ঘ) মূলধন
 সঠিক উত্তর: (গ)

 ২৯৯. কোন কারণে আধুনিক যুগে সারা বিশ্বে একসাথে প্রচারণা চালানো সম্ভব হয়েছে?
Ο ক) ফোনের
Ο খ) চিঠির
Ο গ) ব্যবসায়ের
Ο ঘ) তথ্য প্রযুক্তির
 সঠিক উত্তর: (ঘ)

 ৩০০. সম্পদের সদ্ব্যবহার নিচের কোনটির সাথে সম্পৃক্ত?
Ο ক) অর্থনৈতিক কর্মকান্ডের সাথে
Ο খ) সামাজিক কর্মকান্ডের সাথে
Ο গ) রাজনৈতিক কর্মকান্ডের সাথে
Ο ঘ) সেবামূলক কর্মকান্ডের সাথে
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post