ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ৯: এসিড-ক্ষার সমতা (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. পরিবেশ উন্নয়ন সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল কয়টি?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (খ)
২০২. আয়ন (III) আয়নের সংকেত কোনটি?
Ο ক) Fe3-
Ο খ) Fe3+
Ο গ) Fe2+
Ο ঘ) Fe+
সঠিক উত্তর: (খ)
২০৩. গাছ মরে যায় কখন?
Ο ক) পরিমিত সার ব্যবহারে
Ο খ) রোদে থাকলে
Ο গ) পানি দিলে
Ο ঘ) অতিরিক্ত সার প্রয়োগে
সঠিক উত্তর: (ঘ)
২০৪. কার্বন যৌগের দহনে উৎপন্ন হয়-
(i) CO2
(ii) জলীয় বাষ্প
(iii) তাপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৫. সাইট্রিক এসিডের ক্ষেত্রে-
i. আদ্রতা অবস্থায় H+ নেই
ii. জলীয় দ্রবণে H+ নেই
iii. জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২০৬. আগ্নেয়গিরি অগ্ন্যৎপাতের ফলে বায়ুমন্ডলে কোন গ্যাস জমা হয়?
Ο ক) কার্ব ডাইঅক্সাইড
Ο খ) নাইট্রোজেন ডাইঅক্সাইড
Ο গ) ফ্লোরিন
Ο ঘ) ক্লোরিন
সঠিক উত্তর: (ক)
২০৭. NO2 পানিতে দ্রবীভূত হয়ে তৈরি করে- i. NH3 ii. HNO2 iii. HNO3 নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২০৮. খাবারকে আকর্ষণীয় করতে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) Preservatives
Ο খ) Vitamins
Ο গ) Non-food grade colour
Ο ঘ) Sugar
সঠিক উত্তর: (গ)
২০৯. গাঢ় HCI এর গন্ধ কেমন?
Ο ক) ঝাঁঝালো
Ο খ) আষাট
Ο গ) মিষ্টি
Ο ঘ) পচা ডিমের
সঠিক উত্তর: (ক)
২১০. ব্যবহৃত কপারের পরিমাণ মজুদ বা অব্যবহৃত কপারের তুলনায়?
Ο ক) কম
Ο খ) প্রায় সমান
Ο গ) অনেক কম
Ο ঘ) বেশি
সঠিক উত্তর: (ঘ)
২১১. কৃষি উৎপাদন নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা?
Ο ক) সারের ব্যবহার দ্বারা
Ο খ) পানির ধারণ ক্ষমতা দ্বারা
Ο গ) মাটির উর্বরতা দ্বারা
Ο ঘ) মাটির গঠন দ্বারা
সঠিক উত্তর: (গ)
২১২. কীসের সাহায্যে কোয়ান্টাম ম্যাকানিকস পরমাণুর গঠন ব্যাখ্যা করে?
Ο ক) পূর্ব ধারণার সাহায্যে
Ο খ) গাণিতিক হিসাব-নিকাশের সাহায্যে
Ο গ) অনুমান করে
Ο ঘ) পরীক্ষণের মাধ্যমে
সঠিক উত্তর: (খ)
২১৩. নিচের কোনটি ব্যতীত সংগৃহীত খাদ্য স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ?
Ο ক) ফরমালিন
Ο খ) প্রিজারভেটিভস্
Ο গ) রঙ
Ο ঘ) ম্যালামাইন
সঠিক উত্তর: (খ)
২১৪. কলিচুনের সংকেত কোনটি?
Ο ক) NaOH
Ο খ) CaOH
Ο গ) Ca(OH)2
Ο ঘ) CaO
সঠিক উত্তর: (গ)
২১৫. যে সকল এসিড জলীয় দ্রবনে আংশিক আয়নিত হয় তাকে কি বলে?
Ο ক) শক্তিশালী এসিড
Ο খ) শক্তিশালী ক্ষার
Ο গ) দুর্বল ক্ষার
Ο ঘ) দুর্বল এসিড
সঠিক উত্তর: (ক)
২১৬. কার্বনেট আয়ন কী ধরনের যৌগ?
Ο ক) এসিডীয়
Ο খ) ক্ষারকীয়
Ο গ) লবণ
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)
২১৭. কোন অবস্থায় সাইট্রিক এসিড H+ দেয়?
Ο ক) অনাদ্র
Ο খ) জলীয় দ্রবণে
Ο গ) উভয়টি
Ο ঘ) কোনটি নয়
সঠিক উত্তর: (খ)
২১৮. বিশুদ্ধ পানির গন্ধ কেমন?
Ο ক) ঝাঁঝালো
Ο খ) তীব্র ঝাঁঝালো
Ο গ) গন্ধহীন
Ο ঘ) সুগন্ধ
সঠিক উত্তর: (গ)
২১৯. রাসায়নিক পদার্থের ক্ষতিকারক দিক ও ঝুঁকি সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়-
Ο ক) রাসায়নিক পদার্থ ব্যবহারের মাধ্যমে
Ο খ) রসায়ন পাঠের মাধ্যমে
Ο গ) রসায়ন ব্যবহারের মাধ্যমে
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)
২২০. কুপার কুচি গাঢ় H2SO4 এ যোগ করলে তৈরি হবে-
i. CuSO4
ii. SO3
iii. H2O
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২২১. দাঁতের এনামেলকে আক্রমণ করে কোনটি?
Ο ক) এসিড
Ο খ) ক্ষারক
Ο গ) লবণ
Ο ঘ) জীবাণু
সঠিক উত্তর: (ক)
২২২. নিচের কোনটি সেবনযোগ্য ক্ষার?
Ο ক) ম্যাগনেসিয়াম কার্বনেট
Ο খ) ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাই
Ο গ) ম্যাগনেসিয়াম বাইকার্বনেট
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
২২৩. লেবুতে নিচের কোন এসিড বিদ্যমান?
Ο ক) টারটারিক এসিড
Ο খ) সাইট্রিক এসিড
Ο গ) ল্যাকটিক এসিড
Ο ঘ) এসিটিক এসিড
সঠিক উত্তর: (খ)
২২৪. মাটির pH কত হলে মাটি এসিডিক হয়?
Ο ক) ৩-এর কম
Ο খ) ৩-এর বেশি
Ο গ) ৪-এর কম
Ο ঘ) ৪-এর বেশি
সঠিক উত্তর: (ক)
২২৫. নাইট্রিক অক্সাইডের বর্ণ কিরূপ প্রকৃতির?
Ο ক) বাদামি
Ο খ) কালো
Ο গ) লালচে
Ο ঘ) বর্ণহীন
সঠিক উত্তর: (ঘ)
২২৬. বায়ুর উপস্থিতি পানিতে উপস্থিত সকল জৈব বস্তুকে ভাঙতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তা কি?
Ο ক) pH
Ο খ) BOB
Ο গ) COD
Ο ঘ) BOD
সঠিক উত্তর: (ঘ)
২২৭. পানির খরতা অস্থায়ী ধরনের হয় কোন লবণটি থাকলে?
Ο ক) সোডিয়াম ক্লোরাইড
Ο খ) ম্যাগনেসিয়াম ক্লোরাইড
Ο গ) পটাসিয়াম ক্লোরাইড
Ο ঘ) সোডিয়াম বাইকার্বনেট
সঠিক উত্তর: (ঘ)
২২৮. বৃষ্টির পানি কিছুটা অম্লীয়; কারণ এতে-
i. কার্বন ডাইঅক্সাইড (CO2) গ্যাসের দ্রবীভূত অবস্থায় থাকে
ii. নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO2) গ্যাস থাকে
iii. এর pH মান 5.6
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২৯. যে সকল এসিড জলীয দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয় তাকে কি বলে?
Ο ক) শক্তিশালী এসিড
Ο খ) শক্তিশালী ক্ষার
Ο গ) দুর্বল এসিড
Ο ঘ) দুর্বল ক্ষার
সঠিক উত্তর: (ক)
২৩০. নিচের কোনটি তড়িৎ পরিবাহী?
Ο ক) HNO3
Ο খ) HCI
Ο গ) H2SO4
Ο ঘ) সবকটি
সঠিক উত্তর: (ঘ)
২৩১. তেঁতুলে কী এসিড থাকে?
Ο ক) কাবনিক
Ο খ) টারটারিক
Ο গ) ইথায়নিক
Ο ঘ) সাইট্রিক
সঠিক উত্তর: (খ)
২৩২. মোটর সাইকেল চলার শক্তি অর্জন করে?
Ο ক) পেট্রোলিয়ামের দহনের মাধ্যমে
Ο খ) কেরোসিনের দহনের মাধ্যমে
Ο গ) নিয়নের দহনের মাধ্যমে
Ο ঘ) আর্গনের দহনের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
২৩৩. কোন পানি লবণাক্ত?
Ο ক) ঝরনার
Ο খ) সমুদ্রের
Ο গ) নদীর
Ο ঘ) পুকুরের
সঠিক উত্তর: (খ)
২৩৪. সেবনযোগ্য ক্ষার পাকস্থলীতে এসিডকে প্রশমিত করে কোন গ্যাস উৎপন্ন হয়?
Ο ক) CO2
Ο খ) NO2
Ο গ) CI2
Ο ঘ) F2
সঠিক উত্তর: (ক)
২৩৫. SO2 বায়ুমন্ডলের অক্সিজেন ও ওজোনের সাথে বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
Ο ক) H2SO3
Ο খ) H2SO4
Ο গ) SO3
Ο ঘ) HNO2
সঠিক উত্তর: (ক)
২৩৬. ক্ষয়কারী রাসায়নিক হলো- i. গাঢ় HCI ii. লঘু H2SO4 iii. গাঢ় NaOH নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৩৭. বেকিং পাউডার তৈরিতে ব্যবহৃত হয়-
i. সোডিয়াম বাই কার্বনেট
ii. টারটারিক এসিড
iii. সোডিয়াম কার্বনেট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩৮. রাসায়নিক দ্রব্য স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি করে-
(i) প্রত্যক্ষভাবে
(ii) পরোক্ষভাবে
(iii) স্বাধীনভাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩৯. পদার্থের রাসায়নিক ধর্মের সমন্বয়ে তৈরি হয়-
(i) সিডি
(ii) মেমোরি ডিস্ক
(iii) মনিটর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪০. লঘু এসিড ও ম্যাগনেসিয়িামের বিক্রিয়ায় উৎপন্ন হবে-
i. ম্যাগনেসিয়ামের অদ্রবণীয় লবণ
ii. ম্যাগনেসিয়ামের দ্রবণীয় লবণ
iii. হাইড্রোজেন গ্যাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৪১. এসিডের আয়ন ক্ষারের আয়নকে প্রশমিত করে কি উৎপন্ন করে?
Ο ক) এসিড
Ο খ) ক্ষারক
Ο গ) পানি
Ο ঘ) লবণ
সঠিক উত্তর: (গ)
২৪২. দেহ ত্বকের জন্য আদর্শ pH -এর মান কত?
Ο ক) 4.5
Ο খ) 5.5
Ο গ) 6.5
Ο ঘ) 7.0
সঠিক উত্তর: (খ)
২৪৩. বিক্রিয়াটি কোন ধরনের?
Ο ক) জারণ-বিজারণ
Ο খ) বিযোজন
Ο গ) দহন
Ο ঘ) প্রশমন
সঠিক উত্তর: (গ)
২৪৪. বেকিং পাউডারে কোনটি উপস্থিত থাকে?
Ο ক) Na2CO3
Ο খ) ZnCO3
Ο গ) NaHCO3
Ο ঘ) CaCO3
সঠিক উত্তর: (গ)
২৪৫. দাঁতের সুরক্ষার জন্য কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) এসিড
Ο খ) ক্ষার
Ο গ) লবণ
Ο ঘ) পানি
সঠিক উত্তর: (খ)
২৪৬. মানবজাতি ও পরিবেশের কল্যাণে সর্বদা নিয়োজিত?
Ο ক) রসায়ন
Ο খ) পদার্থবিজ্ঞান
Ο গ) ভূগোল
Ο ঘ) মনোবিজ্ঞান
সঠিক উত্তর: (ক)
২৪৭. কোনটির সাথে রসায়ন সম্পর্কিত নয়?
Ο ক) ভূগর্ভস্থ বিজ্ঞান
Ο খ) পরিবেশ বিজ্ঞান
Ο গ) সামাজিক বিজ্ঞান
Ο ঘ) জীববিজ্ঞান
সঠিক উত্তর: (গ)
২৪৮. যে চিহ্ন সংবলিত পদার্থের ক্ষেত্রে চশমা ব্যবহার করতে হয়-
(i) বৃত্তের উপর আগুনের শিখা
(ii) ট্রিফয়েল
(iii) পরিবেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৪৯. NaOH একটি ক্ষার। এর পক্ষে যুক্তি দেওয়া হল-
i. ধাতুর হাইড্রোক্সাইড
ii. এটি অম্লের সাথে বিক্রিয়ায় লবন ও পানি তৈরি করে
iii. পানিতে অদ্রবণীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৫০. নিম্নের কোন এসিড হতে জায়মান অক্সিজেন উৎপন্ন হয় না?
Ο ক) H2SO4
Ο খ) HNO3
Ο গ) HCI
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. পরিবেশ উন্নয়ন সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল কয়টি?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (খ)
২০২. আয়ন (III) আয়নের সংকেত কোনটি?
Ο ক) Fe3-
Ο খ) Fe3+
Ο গ) Fe2+
Ο ঘ) Fe+
সঠিক উত্তর: (খ)
২০৩. গাছ মরে যায় কখন?
Ο ক) পরিমিত সার ব্যবহারে
Ο খ) রোদে থাকলে
Ο গ) পানি দিলে
Ο ঘ) অতিরিক্ত সার প্রয়োগে
সঠিক উত্তর: (ঘ)
২০৪. কার্বন যৌগের দহনে উৎপন্ন হয়-
(i) CO2
(ii) জলীয় বাষ্প
(iii) তাপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৫. সাইট্রিক এসিডের ক্ষেত্রে-
i. আদ্রতা অবস্থায় H+ নেই
ii. জলীয় দ্রবণে H+ নেই
iii. জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২০৬. আগ্নেয়গিরি অগ্ন্যৎপাতের ফলে বায়ুমন্ডলে কোন গ্যাস জমা হয়?
Ο ক) কার্ব ডাইঅক্সাইড
Ο খ) নাইট্রোজেন ডাইঅক্সাইড
Ο গ) ফ্লোরিন
Ο ঘ) ক্লোরিন
সঠিক উত্তর: (ক)
২০৭. NO2 পানিতে দ্রবীভূত হয়ে তৈরি করে- i. NH3 ii. HNO2 iii. HNO3 নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২০৮. খাবারকে আকর্ষণীয় করতে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) Preservatives
Ο খ) Vitamins
Ο গ) Non-food grade colour
Ο ঘ) Sugar
সঠিক উত্তর: (গ)
২০৯. গাঢ় HCI এর গন্ধ কেমন?
Ο ক) ঝাঁঝালো
Ο খ) আষাট
Ο গ) মিষ্টি
Ο ঘ) পচা ডিমের
সঠিক উত্তর: (ক)
২১০. ব্যবহৃত কপারের পরিমাণ মজুদ বা অব্যবহৃত কপারের তুলনায়?
Ο ক) কম
Ο খ) প্রায় সমান
Ο গ) অনেক কম
Ο ঘ) বেশি
সঠিক উত্তর: (ঘ)
২১১. কৃষি উৎপাদন নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা?
Ο ক) সারের ব্যবহার দ্বারা
Ο খ) পানির ধারণ ক্ষমতা দ্বারা
Ο গ) মাটির উর্বরতা দ্বারা
Ο ঘ) মাটির গঠন দ্বারা
সঠিক উত্তর: (গ)
২১২. কীসের সাহায্যে কোয়ান্টাম ম্যাকানিকস পরমাণুর গঠন ব্যাখ্যা করে?
Ο ক) পূর্ব ধারণার সাহায্যে
Ο খ) গাণিতিক হিসাব-নিকাশের সাহায্যে
Ο গ) অনুমান করে
Ο ঘ) পরীক্ষণের মাধ্যমে
সঠিক উত্তর: (খ)
২১৩. নিচের কোনটি ব্যতীত সংগৃহীত খাদ্য স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ?
Ο ক) ফরমালিন
Ο খ) প্রিজারভেটিভস্
Ο গ) রঙ
Ο ঘ) ম্যালামাইন
সঠিক উত্তর: (খ)
২১৪. কলিচুনের সংকেত কোনটি?
Ο ক) NaOH
Ο খ) CaOH
Ο গ) Ca(OH)2
Ο ঘ) CaO
সঠিক উত্তর: (গ)
২১৫. যে সকল এসিড জলীয় দ্রবনে আংশিক আয়নিত হয় তাকে কি বলে?
Ο ক) শক্তিশালী এসিড
Ο খ) শক্তিশালী ক্ষার
Ο গ) দুর্বল ক্ষার
Ο ঘ) দুর্বল এসিড
সঠিক উত্তর: (ক)
২১৬. কার্বনেট আয়ন কী ধরনের যৌগ?
Ο ক) এসিডীয়
Ο খ) ক্ষারকীয়
Ο গ) লবণ
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)
২১৭. কোন অবস্থায় সাইট্রিক এসিড H+ দেয়?
Ο ক) অনাদ্র
Ο খ) জলীয় দ্রবণে
Ο গ) উভয়টি
Ο ঘ) কোনটি নয়
সঠিক উত্তর: (খ)
২১৮. বিশুদ্ধ পানির গন্ধ কেমন?
Ο ক) ঝাঁঝালো
Ο খ) তীব্র ঝাঁঝালো
Ο গ) গন্ধহীন
Ο ঘ) সুগন্ধ
সঠিক উত্তর: (গ)
২১৯. রাসায়নিক পদার্থের ক্ষতিকারক দিক ও ঝুঁকি সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়-
Ο ক) রাসায়নিক পদার্থ ব্যবহারের মাধ্যমে
Ο খ) রসায়ন পাঠের মাধ্যমে
Ο গ) রসায়ন ব্যবহারের মাধ্যমে
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)
২২০. কুপার কুচি গাঢ় H2SO4 এ যোগ করলে তৈরি হবে-
i. CuSO4
ii. SO3
iii. H2O
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২২১. দাঁতের এনামেলকে আক্রমণ করে কোনটি?
Ο ক) এসিড
Ο খ) ক্ষারক
Ο গ) লবণ
Ο ঘ) জীবাণু
সঠিক উত্তর: (ক)
২২২. নিচের কোনটি সেবনযোগ্য ক্ষার?
Ο ক) ম্যাগনেসিয়াম কার্বনেট
Ο খ) ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাই
Ο গ) ম্যাগনেসিয়াম বাইকার্বনেট
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
২২৩. লেবুতে নিচের কোন এসিড বিদ্যমান?
Ο ক) টারটারিক এসিড
Ο খ) সাইট্রিক এসিড
Ο গ) ল্যাকটিক এসিড
Ο ঘ) এসিটিক এসিড
সঠিক উত্তর: (খ)
২২৪. মাটির pH কত হলে মাটি এসিডিক হয়?
Ο ক) ৩-এর কম
Ο খ) ৩-এর বেশি
Ο গ) ৪-এর কম
Ο ঘ) ৪-এর বেশি
সঠিক উত্তর: (ক)
২২৫. নাইট্রিক অক্সাইডের বর্ণ কিরূপ প্রকৃতির?
Ο ক) বাদামি
Ο খ) কালো
Ο গ) লালচে
Ο ঘ) বর্ণহীন
সঠিক উত্তর: (ঘ)
২২৬. বায়ুর উপস্থিতি পানিতে উপস্থিত সকল জৈব বস্তুকে ভাঙতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তা কি?
Ο ক) pH
Ο খ) BOB
Ο গ) COD
Ο ঘ) BOD
সঠিক উত্তর: (ঘ)
২২৭. পানির খরতা অস্থায়ী ধরনের হয় কোন লবণটি থাকলে?
Ο ক) সোডিয়াম ক্লোরাইড
Ο খ) ম্যাগনেসিয়াম ক্লোরাইড
Ο গ) পটাসিয়াম ক্লোরাইড
Ο ঘ) সোডিয়াম বাইকার্বনেট
সঠিক উত্তর: (ঘ)
২২৮. বৃষ্টির পানি কিছুটা অম্লীয়; কারণ এতে-
i. কার্বন ডাইঅক্সাইড (CO2) গ্যাসের দ্রবীভূত অবস্থায় থাকে
ii. নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO2) গ্যাস থাকে
iii. এর pH মান 5.6
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২৯. যে সকল এসিড জলীয দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয় তাকে কি বলে?
Ο ক) শক্তিশালী এসিড
Ο খ) শক্তিশালী ক্ষার
Ο গ) দুর্বল এসিড
Ο ঘ) দুর্বল ক্ষার
সঠিক উত্তর: (ক)
২৩০. নিচের কোনটি তড়িৎ পরিবাহী?
Ο ক) HNO3
Ο খ) HCI
Ο গ) H2SO4
Ο ঘ) সবকটি
সঠিক উত্তর: (ঘ)
২৩১. তেঁতুলে কী এসিড থাকে?
Ο ক) কাবনিক
Ο খ) টারটারিক
Ο গ) ইথায়নিক
Ο ঘ) সাইট্রিক
সঠিক উত্তর: (খ)
২৩২. মোটর সাইকেল চলার শক্তি অর্জন করে?
Ο ক) পেট্রোলিয়ামের দহনের মাধ্যমে
Ο খ) কেরোসিনের দহনের মাধ্যমে
Ο গ) নিয়নের দহনের মাধ্যমে
Ο ঘ) আর্গনের দহনের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
২৩৩. কোন পানি লবণাক্ত?
Ο ক) ঝরনার
Ο খ) সমুদ্রের
Ο গ) নদীর
Ο ঘ) পুকুরের
সঠিক উত্তর: (খ)
২৩৪. সেবনযোগ্য ক্ষার পাকস্থলীতে এসিডকে প্রশমিত করে কোন গ্যাস উৎপন্ন হয়?
Ο ক) CO2
Ο খ) NO2
Ο গ) CI2
Ο ঘ) F2
সঠিক উত্তর: (ক)
২৩৫. SO2 বায়ুমন্ডলের অক্সিজেন ও ওজোনের সাথে বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
Ο ক) H2SO3
Ο খ) H2SO4
Ο গ) SO3
Ο ঘ) HNO2
সঠিক উত্তর: (ক)
২৩৬. ক্ষয়কারী রাসায়নিক হলো- i. গাঢ় HCI ii. লঘু H2SO4 iii. গাঢ় NaOH নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৩৭. বেকিং পাউডার তৈরিতে ব্যবহৃত হয়-
i. সোডিয়াম বাই কার্বনেট
ii. টারটারিক এসিড
iii. সোডিয়াম কার্বনেট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩৮. রাসায়নিক দ্রব্য স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি করে-
(i) প্রত্যক্ষভাবে
(ii) পরোক্ষভাবে
(iii) স্বাধীনভাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩৯. পদার্থের রাসায়নিক ধর্মের সমন্বয়ে তৈরি হয়-
(i) সিডি
(ii) মেমোরি ডিস্ক
(iii) মনিটর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪০. লঘু এসিড ও ম্যাগনেসিয়িামের বিক্রিয়ায় উৎপন্ন হবে-
i. ম্যাগনেসিয়ামের অদ্রবণীয় লবণ
ii. ম্যাগনেসিয়ামের দ্রবণীয় লবণ
iii. হাইড্রোজেন গ্যাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৪১. এসিডের আয়ন ক্ষারের আয়নকে প্রশমিত করে কি উৎপন্ন করে?
Ο ক) এসিড
Ο খ) ক্ষারক
Ο গ) পানি
Ο ঘ) লবণ
সঠিক উত্তর: (গ)
২৪২. দেহ ত্বকের জন্য আদর্শ pH -এর মান কত?
Ο ক) 4.5
Ο খ) 5.5
Ο গ) 6.5
Ο ঘ) 7.0
সঠিক উত্তর: (খ)
২৪৩. বিক্রিয়াটি কোন ধরনের?
Ο ক) জারণ-বিজারণ
Ο খ) বিযোজন
Ο গ) দহন
Ο ঘ) প্রশমন
সঠিক উত্তর: (গ)
২৪৪. বেকিং পাউডারে কোনটি উপস্থিত থাকে?
Ο ক) Na2CO3
Ο খ) ZnCO3
Ο গ) NaHCO3
Ο ঘ) CaCO3
সঠিক উত্তর: (গ)
২৪৫. দাঁতের সুরক্ষার জন্য কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) এসিড
Ο খ) ক্ষার
Ο গ) লবণ
Ο ঘ) পানি
সঠিক উত্তর: (খ)
২৪৬. মানবজাতি ও পরিবেশের কল্যাণে সর্বদা নিয়োজিত?
Ο ক) রসায়ন
Ο খ) পদার্থবিজ্ঞান
Ο গ) ভূগোল
Ο ঘ) মনোবিজ্ঞান
সঠিক উত্তর: (ক)
২৪৭. কোনটির সাথে রসায়ন সম্পর্কিত নয়?
Ο ক) ভূগর্ভস্থ বিজ্ঞান
Ο খ) পরিবেশ বিজ্ঞান
Ο গ) সামাজিক বিজ্ঞান
Ο ঘ) জীববিজ্ঞান
সঠিক উত্তর: (গ)
২৪৮. যে চিহ্ন সংবলিত পদার্থের ক্ষেত্রে চশমা ব্যবহার করতে হয়-
(i) বৃত্তের উপর আগুনের শিখা
(ii) ট্রিফয়েল
(iii) পরিবেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৪৯. NaOH একটি ক্ষার। এর পক্ষে যুক্তি দেওয়া হল-
i. ধাতুর হাইড্রোক্সাইড
ii. এটি অম্লের সাথে বিক্রিয়ায় লবন ও পানি তৈরি করে
iii. পানিতে অদ্রবণীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৫০. নিম্নের কোন এসিড হতে জায়মান অক্সিজেন উৎপন্ন হয় না?
Ο ক) H2SO4
Ο খ) HNO3
Ο গ) HCI
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Chemistry