এস.এস.সি রসায়ন অধ্যায় - ৯: এসিড-ক্ষার সমতা (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ৯: এসিড-ক্ষার সমতা (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১৫১. ট্রিফয়েল চিহ্নিত রাসায়নিক পদার্থ মানবদেহে কোন রোগ সৃষ্টি করতে পার?
Ο ক) শ্বাসকষ্ট
Ο খ) তন্ত্রের প্রদাহ
Ο গ) ক্যান্সার
Ο ঘ) যক্ষ্মা
 সঠিক উত্তর: (গ)

 ১৫২. বিজ্ঞান ও মানব কল্যাণে প্রভাব অনুসন্ধান ও গবেষণার কোন ধাপ?
Ο ক) প্রথম
Ο খ) দ্বিতীয়
Ο গ) তৃতীয়
Ο ঘ) সর্বশেষ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৩. রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহারে-
(i) পরিবেশ দূষিত হয়
(ii) গাছ মরে যায়
(iii) নিঃশ্বাস নিতে কষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৫৪. বৃষ্টির পানিতে থাকে- i. H2SO3 ii. H2SO4  iii. HNO3 নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৫. নিচের কোনটি জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয়?
Ο ক) ইথানয়িক এসিড
Ο খ) হাইড্রোক্লোরিক এসিড
Ο গ) সালফিউরিক এসিড
Ο ঘ) HNO3
 সঠিক উত্তর: (ক)

 ১৫৬. পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী-
Ο ক) CO2
Ο খ) N2
Ο গ) O2
Ο ঘ) NH3
 সঠিক উত্তর: (ক)

 ১৫৭. লোহা শক্ত, কিন্তু মরিচা?
Ο ক) নরম
Ο খ) ঝুরঝুরা
Ο গ) অনেকশক্ত
Ο ঘ) ভঙ্গুর
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৮. যে সকল ক্ষার জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয় তাকে কি বলে?
Ο ক) শক্তিশালী এসিড
Ο খ) শক্তিশালী ক্ষার
Ο গ) দুর্বল এসিড
Ο ঘ) দুর্বল ক্ষার
 সঠিক উত্তর: (খ)

 ১৫৯. সক্রিয় ধাতুর ক্ষেত্রে-
i. লঘু এসিডের সাথে বিক্রিয়া করে
ii. লঘু এসিডের সাথে বিক্রিয়া করে না
iii. ধাতুর হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৬০. জীবগজতের সকল সদস্য শ্বাসক্রিয়ার সময় বায়ুমন্ডলে কোন গ্যাস নিঃসরণ করে?
Ο ক) CO2
Ο খ) NO
Ο গ) CI2
Ο ঘ) F2
 সঠিক উত্তর: (ক) 

 ১৬১. হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পানিতে-
Ο ক) দ্রবণীয়
Ο খ) অত্যন্ত দ্রবণীয়
Ο গ) অদ্রবণীয়
Ο ঘ) আংশিক দ্রবণীয়
 সঠিক উত্তর: (খ)

 ১৬২. pH এর প্রাণঘাতকতার মান-
i. 4.5 এর নিচে
ii. 4.5 এর উপরে
iii. 9.5 এর উপরে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৬৩. মাটির এসিডিটি দূর করতে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) CaO
Ο খ) ZnCO3
Ο গ) NaOH
Ο ঘ) HCI
 সঠিক উত্তর: (ক)

 ১৬৪. অতিরিক্ত এসিড উৎপন্ন হলে কি সমস্যা হয়?
Ο ক) গলায় প্রদাহ
Ο খ) হাত-পা-ফোলা
Ο গ) পা ব্যথা করা
Ο ঘ) জ্বর হয়
 সঠিক উত্তর: (ক)

 ১৬৫. BOD এর মান কেমন হলে পানি দূষিত হয়?
Ο ক) বেশি হলে
Ο খ) কম হলে
Ο গ) ঠিক থাকলে
Ο ঘ) খুব কম হলে
 সঠিক উত্তর: (ক)

 ১৬৬. এসিড বৃষ্টির ক্ষেত্রে নিম্নের তথ্যগুলো লক্ষ কর-
i. এসিড বৃষ্টির ক্ষেত্রে pH মান 5.6
ii. বৃষ্টির পানিতে CO2 ও NO2 মিশ্রিত থাকে
iii. পরিবেশের উপর এসিড বৃষ্টির ব্যাপক ভূমিকা রয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৭. বিদ্যুৎ সরবরাহ করা হয়?
Ο ক) তামার তারের ইলেকট্রন প্রবাহের মাধ্যমে
Ο খ) দস্তার তারের ইলেকট্রন প্রবাহের মাধ্যমে
Ο গ) তেল, গ্যাস, কয়লা পুড়িয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে
Ο ঘ) সুইচ চালু করে
 সঠিক উত্তর: (ক)

 ১৬৮. আল-কেমী দ্বারা কোন যুগের রসায়ন চর্চাকে বুঝানো হয়েছে?
Ο ক) প্রাচীন যুগ
Ο খ) আধুনিক যুগ
Ο গ) মধ্যযুগ
Ο ঘ) প্রাচীন ও মধ্যযুগ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৯. অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার ধাপ-
(i) সমস্যা চিহ্নিতকরণ
(ii) প্রত্যাশিত ফলাফল সম্পর্কে আগাম ধারণা
(iii) পরিকল্পনা প্রণয়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭০. এনামেলের মূল গাঠনিক উপাদান-
Ο ক) ক্যালসিয়াম কার্বনেট
Ο খ) ক্যালসিয়াম নাইট্রেট
Ο গ) ক্যালসিয়াম বাই কার্বনেট
Ο ঘ) হাইড্রোক্সি অ্যাপাটাইট
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭১. হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের দ্রবণকে কী বলে?
Ο ক) কার্বোনিক এসিড
Ο খ) নাইট্রিক এসিড
Ο গ) সালফিউরিক এসিড
Ο ঘ) হাইড্রোক্লোরিক এসিড
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭২. নিচের কোনটিতে রসায়ন চর্চা অনুপস্থিত?
Ο ক) কাঠ পুড়িয়ে তাপ উৎপন্ন
Ο খ) আখ থেকে চিনি তৈরি
Ο গ) পাহাড় ভেঙ্গে সমতল ভূমিতে পরিণত হওয়া
Ο ঘ) উৎপাদন বৃদ্ধির জন্য জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার
 সঠিক উত্তর: (গ)

 ১৭৩. জৈব পার অক্সাইড-
(i) দাহ্য পদার্থ
(ii) বিস্ফোরক পদার্থ
(iii) সাবধানে নড়াচড়া করতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৪. HNO3 এর গন্ধ কীরূপ?
Ο ক) মিষ্টি
Ο খ) দুর্গন্ধ যুক্ত
Ο গ) ঝাঁঝালো
Ο ঘ) তীব্র ঝাঁঝালো
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৫. সবল ও দর্বল এসিডের পরীক্ষা কীভাবে করা যায়?
Ο ক) প্রশমন বিক্রিয়ার মাধ্যমে
Ο খ) প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে
Ο গ) বিদ্যুৎ পরিবহন পরীক্ষার মাধ্যমে
Ο ঘ) নির্দেশক দ্বারা
 সঠিক উত্তর: (গ)

 ১৭৬. অগ্নিকান্ডের ফলে বায়ুমন্ডলে কোন গ্যাস নিঃসরণ করে?
Ο ক) NO2
Ο খ) H2
Ο গ) O2
Ο ঘ) CO2
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৭. বিশুদ্ধ পানিতে সামান্য পরিমাণ কি থাকে?
Ο ক) এসিড
Ο খ) ক্ষার
Ο গ) লবণ
Ο ঘ) বর্জ্য
 সঠিক উত্তর: (গ)

 ১৭৮. পেট্রোলিয়ামের দহন একটি -
Ο ক) ভৌত পরিবর্তন
Ο খ) রাসায়নিক পরিবর্তন
Ο গ) জৈবিক প্রক্রিয়া
Ο ঘ) বিপাক প্রক্রিয়া
 সঠিক উত্তর: (খ)

 ১৭৯. এসিড জাতীয় পদার্থগুলো-
i. পরিপাকে সাহায্য করে
ii. মুখে রুচি আনে
iii. ভিটামিন সি-এর চাহিদা মেটায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮০. চুন প্রয়োগে মাটির pH মান-
Ο ক) হ্রাস পায়
Ο খ) বৃদ্ধি পায়
Ο গ) ঠিক থাকে
Ο ঘ) অনেক বেশি হ্রাস পায়
 সঠিক উত্তর: (খ)

 ১৮১. ত্বকে লাগলে ক্ষতের সৃষ্টি করে কোনটি?
Ο ক) ক্লোরিন
Ο খ) অক্সিজেন
Ο গ) আয়োডিন
Ο ঘ) পেট্রোলিয়াম
 সঠিক উত্তর: (ক)

 ১৮২. রাসায়নিক দ্রব্য সংরক্ষণ ও ব্যবহারে সতর্কতামূলক ব্যবস্থা জরুরি হওয়ার কারণ হল-
Ο ক) রাসায়নিক দ্রব্যের বাণিজ্য কমে যাওয়া
Ο খ) রাসায়নিক দ্রব্যের বাণিজ্য বেড়ে যাওয়া
Ο গ) রাসায়নিক দ্রব্যের ব্যবহার কমে যাওয়া
Ο ঘ) এটি সামান্য ক্ষতিকর
 সঠিক উত্তর: (খ)

 ১৮৩. অম্লীয় মাধ্যমে লিটমাসের বর্ণ-
Ο ক) বেগুনি
Ο খ) কমলা
Ο গ) লাল
Ο ঘ) নীল
 সঠিক উত্তর: (গ)

 ১৮৪. চুন কি জাতীয় পদার্থ?
Ο ক) এসিড জাতীয়
Ο খ) লবণ জাতীয়
Ο গ) ক্ষার জাতীয়
Ο ঘ) তরল জাতীয়
 সঠিক উত্তর: (গ)

 ১৮৫. রংধনু পরীক্ষায় ব্যবহৃত হয়-
i. NaHCO3
ii. HCI
iii. ইউনিভার্সাল ইন্ডিকেটর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৮৬. ইউনিভার্সাল ইন্ডিকেটরে নীল বর্ণের ক্ষারের pH সীমা কত?
Ο ক) 0-3
Ο খ) 3-7
Ο গ) 11-14
Ο ঘ) 7-11
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৭. H2SO4 গাঢ় ও চিনির বিক্রিয়ায় তৈরি হয়-
Ο ক) কার্বন
Ο খ) কার্বন ডাইঅক্সাইড
Ο গ) কার্বন মনোক্সাইড
Ο ঘ) কার্বনেট
 সঠিক উত্তর: (ক)

 ১৮৮. তাপ দূষণ কাকে বলা যায়?
Ο ক) তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে গেলে
Ο খ) তাপমাত্রা কয়েক ডিগ্রি বেশি হলে
Ο গ) তাপমাত্রা স্বাভাবিক থাকলে
Ο ঘ) তাপমাত্রা অনেক কমলে
 সঠিক উত্তর: (খ)

 ১৮৯. নিচের কোন গ্যাস শ্বাসকষ্টের জন্য দায়ী?
Ο ক) H2
Ο খ) He
Ο গ) CO2
Ο ঘ) CI2
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯০. জুস, সস, কেক ও বিস্কুট বেশি সময় ধরে সংরক্ষণের জন্য নিচের কোনটি দেয়া হয়?
Ο ক) ফরমালিন
Ο খ) ম্যালামাইন
Ο গ) প্রিজারভেটিভস
Ο ঘ) এসিটিলিন
 সঠিক উত্তর: (গ)

 ১৯১. উদ্ভিদ ও প্রাণীর মৃত দেহ মাটির সাথে মিশে যায় কিসের প্রভাবে?
Ο ক) ভূ-পৃষ্ঠর আলোর
Ο খ) ভূ-গর্ভের চাপ
Ο গ) ভূ-গর্ভের তাপ
Ο ঘ) ভূ-গর্ভের তাপ ও চাপ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯২. উক্ত বিক্রিয়ায় কাঠ (C) অল্প পরিমাণ বায়ুতে (O2) পোড়ালে কী উৎপন্ন হবে?
Ο ক) CO
Ο খ) CO3
Ο গ) HCO3
Ο ঘ) CO2
 সঠিক উত্তর: (ক)

 ১৯৩. ধাতুর সক্রিয়তা সিরিজে H এর উপরের ধাতু কোনটি?
Ο ক) K
Ο খ) Pb
Ο গ) Cu
Ο ঘ) Ag
 সঠিক উত্তর: (খ)

 ১৯৪. কার্বনকণা এর অপর নাম কী?
Ο ক) কার্বন ডাই অক্সাইড
Ο খ) ক্ষতিকর কণা
Ο গ) কালি
Ο ঘ) কালোকণা
 সঠিক উত্তর: (গ)

 ১৯৫. কোন দ্রবণে pH এর মান 4.pH -এর মান বৃদ্ধি করার জন্য এতে যোগ করতে হবে-
i. অ্যামোনিয়া দ্রবণ
ii. ঘন হাইড্রোক্লোরিক এসিড
iii. কঠিন ম্যাগনেসিয়াম কার্বনেট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৯৬. নিচের কোনটি জৈব এসিড?
Ο ক) N3H
Ο খ) H2SO4
Ο গ) CH3COOH
Ο ঘ) H2CO3
 সঠিক উত্তর: (গ)

 ১৯৭. পরিকল্পনা প্রণয়ন করা বাঞ্ছনীয়-
Ο ক) ক্রমানুসারে
Ο খ) এলোমেলোভাবে
Ο গ) দ্রুত
Ο ঘ) ধীরে ধীরে
 সঠিক উত্তর: (ক)

 ১৯৮. ক্ষারসমূহ কেমন স্বাদযুক্ত?
Ο ক) টক
Ο খ) ঝাল
Ο গ) কটু
Ο ঘ) মিষ্টি
 সঠিক উত্তর: (গ)

 ১৯৯. দূষিত পানির- i. BOD কম ii. COD বেশি iii. তাপমাত্রা 400C এর অধিক নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২০০. খর পানির উপাদান নিচের কোনটি?
Ο ক) সোডিয়াম আয়ন
Ο খ) জিঙ্ক আয়ন
Ο গ) কার্বনেট আয়ন
Ο ঘ) আয়রন আয়ন
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post