ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ৫: রাসায়নিক বন্ধন (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. কোনটির যোজনী 5?
Ο ক) N
Ο খ) P
Ο গ) C
Ο ঘ) S
সঠিক উত্তর: (খ)
৩০২. নিচের কোন পরমাণুর যোজনী ইলেকট্রন 8?
Ο ক) He
Ο খ) Ar
Ο গ) N
Ο ঘ) K
সঠিক উত্তর: (খ)
৩০৩. দ্বি-পরমাণুক গ্যাস কোনটি?
Ο ক) অক্সিজেন
Ο খ) নাইট্রোজেন
Ο গ) ফ্লোরিন
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
৩০৪. রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ-
i. স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের প্রবণতা
ii. মৌলসমূহের সর্বোচ্চ স্থায়িত্ব অর্জনের স্থৈতিক শক্তির মান সর্বনিম্ন করার প্রবণতা
iii. মৌলসমূহ খুবই সক্রিয় বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০৫. এক টুকরা ধাতুর মধ্যে পরমাণুগুলো যে আকর্ষণ দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ থাকে, তাকে বলা হয়-
Ο ক) যোজ্যতা
Ο খ) অষ্টক
Ο গ) ধাতব বন্ধন
Ο ঘ) আয়ন
সঠিক উত্তর: (গ)
৩০৬. গলিত অবস্থায় ও দ্রবণে আয়নিক যৌগসমূহ
Ο ক) অধিকতর দ্রবণীয়
Ο খ) খুব দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে
Ο গ) তাপ পরিবহন করে
Ο ঘ) বিদ্যুৎ পরিবহন করে
সঠিক উত্তর: (ঘ)
৩০৭. অ্যানায়ন হচ্ছে-
Ο ক) ধনাত্মক আধানযুক্ত পরমাণু
Ο খ) ঋনাত্মক চার্জযুক্ত অণু
Ο গ) ঋণাত্মক আধানযুক্ত পরমাণু
Ο ঘ) ঋণাত্মক চার্জযুক্ত অণু
সঠিক উত্তর: (গ)
৩০৮. ৫টি অ্যামোনিয়া অণুতে পরমাণু সংখ্যা কত?
Ο ক) ৪টি
Ο খ) ৮টি
Ο গ) ১৫টি
Ο ঘ) ২০টি
সঠিক উত্তর: (ঘ)
৩০৯. পানির অণুতে প্রতিটি হাইড্রোজেনের শেয়ারকৃত ইলেকট্রনের সংখ্যা কত?
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 8
Ο ঘ) 6
সঠিক উত্তর: (ক)
৩১০. ফসফরাসের অণুতে কয়টি পরমাণু আছে?
Ο ক) দুইটি
Ο খ) চারটি
Ο গ) ছয়টি
Ο ঘ) আটটি
সঠিক উত্তর: (খ)
৩১১. রাসায়নিক বন্ধন বলা হয়-
Ο ক) যে শক্তির বলে পদার্থসমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে
Ο খ) যে শক্তির বলে ধাতুসমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে
Ο গ) যে শক্তির বলে প্রোটন ও নিউট্রন পরস্পরের সাথে যুক্ত থাকে
Ο ঘ) যে শক্তির বলে অণুতে পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে
সঠিক উত্তর: (ঘ)
৩১২. একটি যৌগ যার গলনাঙ্ক ৮০১oC। যৌগ পানিতে দ্রবণীয় বিদ্যুৎ পরিবাহী।
i. যৌগটি সমযোজী
ii. যৌগটি আয়নিক
iii. যৌগটি সমযোজী কিন্তু এর পোলার ধর্ম আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)
৩১৩. হিলিয়ামের শক্তিস্তরে কয়টি উপস্তর রয়েছে?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) চারটি
Ο ঘ) ছয়টি
সঠিক উত্তর: (ক)
৩১৪. রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে কোন ইলেকট্রন?
Ο ক) যোজ্যতা ইলেকট্রন
Ο খ) সব ইলেকট্রন
Ο গ) প্রথম শক্তিস্তরের
Ο ঘ) ২য় শক্তিস্তরের
সঠিক উত্তর: (ক)
৩১৫. নিচের কোন মৌলটি ইলেকট্রন ত্যাগ করে অষ্টক বিন্যাস লাভ করে?
Ο ক) Li
Ο খ) Na
Ο গ) O
Ο ঘ) F
সঠিক উত্তর: (খ)
৩১৬. আয়নিক যৌগের বৈশিষ্ট্য হলো-
i. উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কবিশিষ্ট হয়
ii. পোলার দ্রাবকে দ্রবণীয়
iii. গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১৭. জেননের যোজনী কত?
Ο ক) 2
Ο খ) 8
Ο গ) 4
Ο ঘ) 0
সঠিক উত্তর: (ঘ)
৩১৮. যোজ্যতা স্তরে 4s24p3 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুটি-
i. VA গ্রুপে অবস্থিত
ii. বিষাক্ত
iii. As প্রতীক ধারী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১৯. দ্বৈত নিয়মে যোজ্যতা স্তরে কয়টি ইলেকট্রন থাকে?
Ο ক) দুইটি
Ο খ) চারটি
Ο গ) ছয়টি
Ο ঘ) আটটি
সঠিক উত্তর: (ক)
৩২০. স্বাভাবিক অবস্থায় পরমাণুতে সমান থাকে-
i. ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা
ii. ইলেকট্রন ও প্রোটন সংখ্যা
iii. প্রোটন ও নিউট্রন সংখ্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩২১. অণুসমূহের মধ্যে প্রকৃত রাসায়নিক বন্ধনের তুলনায় দুর্বল এক প্রকার আকর্ষণ আছে যা-
i. ভ্যানাডারওয়ালসের বল
ii. হাইড্রোজেন বন্ধন
iii. ডাইপোল-ডাইপোল আকর্ষণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২২. কেলাস অবস্থায় সমযোজী পদার্থসমূহ-
Ο ক) অধিক পরিবাহী
Ο খ) উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কবিশিষ্ট
Ο গ) নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট
Ο ঘ) নিম্ন স্ফুটনাঙ্কবিশিষ্ট
সঠিক উত্তর: (খ)
৩২৩. ধাতুসমূহ অষ্টক পূর্ণ করে-
i. ইলেকট্রন গ্রহণের ফলে
ii. ইলেকট্রন ত্যাগের দ্বারা
iii. আয়নিক যৌগ গঠন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩২৪. কোন মৌলটির অষ্টক পূর্ণ করতে ইলেকট্রন গ্রহণ করতে হয়?
Ο ক) Li
Ο খ) Ca
Ο গ) Na
Ο ঘ) O
সঠিক উত্তর: (ঘ)
৩২৫. ফেরিসায়ানাইড মূলকের যোজনী কত?
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 3
Ο ঘ) 4
সঠিক উত্তর: (গ)
৩২৬. অষ্টক নিয়মে কোন গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জিত হয়?
Ο ক) হাইড্রোজেন
Ο খ) নাইট্রোজেন
Ο গ) হিলিয়াম
Ο ঘ) নিয়ন
সঠিক উত্তর: (ঘ)
৩২৭. নিচের কোনটি আয়নিক যৌগ?
Ο ক) H2O
Ο খ) MGO
Ο গ) PCI5
Ο ঘ) SO2
সঠিক উত্তর: (খ)
৩২৮. অত্যাধিক তাপমাত্রায় চিনির বর্ণ পরিবর্তন করাকে কী বলে?
Ο ক) ক্যালোমেল
Ο খ) ক্যারামেল
Ο গ) করোসান
Ο ঘ) গলন
সঠিক উত্তর: (খ)
৩২৯. অ্যালুমিনিয়ামের যোজনী কত?
Ο ক) 4
Ο খ) 3
Ο গ) 2
Ο ঘ) 1
সঠিক উত্তর: (খ)
৩৩০. ধনাত্মক আধানবিশিষ্ট যৌগমূলক-
i. অ্যামোনিয়াম
ii. ফসফোনিয়াম
iii. হাইড্রোক্সাইড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৩১. কয়টি Na+ আয়ন একটি সালফেট আয়নের সাথে যুক্ত হয়?
Ο ক) 1 টি
Ο খ) ২ টি
Ο গ) ২ টি
Ο ঘ) ৩ টি
সঠিক উত্তর: (খ)
৩৩২. তড়িৎ নিরপেক্ষ মৌল হিসেবে পরিচিত পর্যায় সারণির কোন মৌলসমূহ?
Ο ক) মৃৎক্ষারীয় মৌল
Ο খ) মুদ্রাধাতু
Ο গ) নিস্ক্রিয় গ্যাস
Ο ঘ) চালকোজেন
সঠিক উত্তর: (গ)
৩৩৩. উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট পদার্থ সাধারণত কী ধরনের?
Ο ক) আয়নিক
Ο খ) সমযোজী
Ο গ) গ্যাসীয়
Ο ঘ) নিস্ক্রিয়
সঠিক উত্তর: (ক)
৩৩৪. কোন অণুর আকৃতি পিরামিডের ন্যায়?
Ο ক) CO2
Ο খ) H2O
Ο গ) CCI4
Ο ঘ) NH3
সঠিক উত্তর: (ঘ)
৩৩৫. পরমাণু থেকে ইলেকট্রন সরিয়ে নিলে কী হয়?
Ο ক) অণুর সৃষ্টি হয়
Ο খ) যৌগ উৎপন্ন করে
Ο গ) ঋণাত্মক আয়ন সৃষ্টি হয়
Ο ঘ) ধনাত্মক আয়ন সৃষ্টি হয়
সঠিক উত্তর: (ঘ)
৩৩৬. Kr এর পারমাণবিক সংখ্যা কত?
Ο ক) ১০
Ο খ) ১৮
Ο গ) ৩৬
Ο ঘ) ৫৪
সঠিক উত্তর: (গ)
৩৩৭. অক্সিজেন অণুতে দুটি ইলেকট্রন যুগল শেয়ারকৃত অবস্থায় থাকার পরও প্রতিটি অক্সিনে পরমাণুতে-করে ‘নিঃসঙ্গ ইলেকট্রন যুগল’ আছে।
Ο ক) ৪টি
Ο খ) ২টি
Ο গ) ১টি
Ο ঘ) কখনও ১টি কখনও ২টি
সঠিক উত্তর: (খ)
৩৩৮. আয়নিক বন্ধনের ধারণা দেন-
Ο ক) ডাল্টন
Ο খ) প্রাউস
Ο গ) ভ্যানডার ওয়ালস
Ο ঘ) কোসেল
সঠিক উত্তর: (ঘ)
৩৩৯. হাইড্রোজেন পরমাণু তার শক্তিস্তরে ২ টি ইলেকট্রন অর্জন করে কীভাবে?
Ο ক) ১ টি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে
Ο খ) ১ টি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে
Ο গ) ইলেকট্রন ত্যাগের মাধ্যমে
Ο ঘ) ক এবং খ
সঠিক উত্তর: (ঘ)
৩৪০. NH3 অণুতে কয় জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
সঠিক উত্তর: (ক)
৩৪১. রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহণ করে কোনটি?
Ο ক) হিলিয়াম
Ο খ) নিয়ন
Ο গ) আর্গন
Ο ঘ) ক্যালসিয়াম
সঠিক উত্তর: (ঘ)
৩৪২. ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে কী বলে?
Ο ক) অ্যানায়ন
Ο খ) ক্যাটায়ন
Ο গ) যোজনী
Ο ঘ) গ্যাস
সঠিক উত্তর: (খ)
৩৪৩. সমযোজী যৌগসমূহ সাধারণত অপোলার দ্রাবকে-এবং পোলার দ্রাবকে-
Ο ক) অদ্রবণীয়, দ্রবণীয়
Ο খ) অদ্রবণীয়, অদ্রবণীয়
Ο গ) দ্রবণীয়, অদ্রবণীয়
Ο ঘ) দ্রবণীয়, দ্রবণীয়
সঠিক উত্তর: (গ)
৩৪৪. হাইড্রোজেনের নিকটতম নিস্ক্রিয় গ্যাস কোনটি?
Ο ক) Ne
Ο খ) He
Ο গ) Ar
Ο ঘ) Li
সঠিক উত্তর: (খ)
৩৪৫. কোনটি বিদ্যুৎ কোষে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয়?
Ο ক) সোডিয়াম
Ο খ) সালফার
Ο গ) আয়োডিন
Ο ঘ) গ্রাফাইট
সঠিক উত্তর: (ঘ)
৩৪৬. নিচের কোন যৌগটি সমযোজী যৌগ?
Ο ক) Mgo
Ο খ) NaI
Ο গ) NH3
Ο ঘ) CaS
সঠিক উত্তর: (গ)
৩৪৭. কোনটির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উচ্চ?
Ο ক) আয়নিক যৌগ
Ο খ) সমযোজী যৌগ
Ο গ) সন্নিবেশ যৌগ
Ο ঘ) অধাতব যৌগ
সঠিক উত্তর: (ক)
৩৪৮. এক টুকরা ধাতুর মধ্যকার বন্ধনকে কী বন্ধন বলে?
Ο ক) আয়নিক
Ο খ) ধাতব
Ο গ) সমযোজী
Ο ঘ) হাইড্রোজেন
সঠিক উত্তর: (খ)
৩৪৯. ধাতুর বিদ্যুৎ পরিবাহিতার জন্য দায়ী কোনটি?
Ο ক) বন্ধন ইলেকট্রন
Ο খ) মুক্ত ইলেকট্রন
Ο গ) নিউট্রন
Ο ঘ) প্রোটন
সঠিক উত্তর: (খ)
৩৫০. মৌলের যোজনীর ক্ষেত্রে প্রযোজ্য-
i. সর্ববহিঃস্থ স্তরের বেজোড় ইলেকট্রন সংখ্যাই যোজনী
ii. K ও I এর যোজনী এক
iii. যোজনী ধনাত্মক বা ঋণাত্মক হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. কোনটির যোজনী 5?
Ο ক) N
Ο খ) P
Ο গ) C
Ο ঘ) S
সঠিক উত্তর: (খ)
৩০২. নিচের কোন পরমাণুর যোজনী ইলেকট্রন 8?
Ο ক) He
Ο খ) Ar
Ο গ) N
Ο ঘ) K
সঠিক উত্তর: (খ)
৩০৩. দ্বি-পরমাণুক গ্যাস কোনটি?
Ο ক) অক্সিজেন
Ο খ) নাইট্রোজেন
Ο গ) ফ্লোরিন
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
৩০৪. রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ-
i. স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের প্রবণতা
ii. মৌলসমূহের সর্বোচ্চ স্থায়িত্ব অর্জনের স্থৈতিক শক্তির মান সর্বনিম্ন করার প্রবণতা
iii. মৌলসমূহ খুবই সক্রিয় বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০৫. এক টুকরা ধাতুর মধ্যে পরমাণুগুলো যে আকর্ষণ দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ থাকে, তাকে বলা হয়-
Ο ক) যোজ্যতা
Ο খ) অষ্টক
Ο গ) ধাতব বন্ধন
Ο ঘ) আয়ন
সঠিক উত্তর: (গ)
৩০৬. গলিত অবস্থায় ও দ্রবণে আয়নিক যৌগসমূহ
Ο ক) অধিকতর দ্রবণীয়
Ο খ) খুব দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে
Ο গ) তাপ পরিবহন করে
Ο ঘ) বিদ্যুৎ পরিবহন করে
সঠিক উত্তর: (ঘ)
৩০৭. অ্যানায়ন হচ্ছে-
Ο ক) ধনাত্মক আধানযুক্ত পরমাণু
Ο খ) ঋনাত্মক চার্জযুক্ত অণু
Ο গ) ঋণাত্মক আধানযুক্ত পরমাণু
Ο ঘ) ঋণাত্মক চার্জযুক্ত অণু
সঠিক উত্তর: (গ)
৩০৮. ৫টি অ্যামোনিয়া অণুতে পরমাণু সংখ্যা কত?
Ο ক) ৪টি
Ο খ) ৮টি
Ο গ) ১৫টি
Ο ঘ) ২০টি
সঠিক উত্তর: (ঘ)
৩০৯. পানির অণুতে প্রতিটি হাইড্রোজেনের শেয়ারকৃত ইলেকট্রনের সংখ্যা কত?
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 8
Ο ঘ) 6
সঠিক উত্তর: (ক)
৩১০. ফসফরাসের অণুতে কয়টি পরমাণু আছে?
Ο ক) দুইটি
Ο খ) চারটি
Ο গ) ছয়টি
Ο ঘ) আটটি
সঠিক উত্তর: (খ)
৩১১. রাসায়নিক বন্ধন বলা হয়-
Ο ক) যে শক্তির বলে পদার্থসমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে
Ο খ) যে শক্তির বলে ধাতুসমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে
Ο গ) যে শক্তির বলে প্রোটন ও নিউট্রন পরস্পরের সাথে যুক্ত থাকে
Ο ঘ) যে শক্তির বলে অণুতে পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে
সঠিক উত্তর: (ঘ)
৩১২. একটি যৌগ যার গলনাঙ্ক ৮০১oC। যৌগ পানিতে দ্রবণীয় বিদ্যুৎ পরিবাহী।
i. যৌগটি সমযোজী
ii. যৌগটি আয়নিক
iii. যৌগটি সমযোজী কিন্তু এর পোলার ধর্ম আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)
৩১৩. হিলিয়ামের শক্তিস্তরে কয়টি উপস্তর রয়েছে?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) চারটি
Ο ঘ) ছয়টি
সঠিক উত্তর: (ক)
৩১৪. রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে কোন ইলেকট্রন?
Ο ক) যোজ্যতা ইলেকট্রন
Ο খ) সব ইলেকট্রন
Ο গ) প্রথম শক্তিস্তরের
Ο ঘ) ২য় শক্তিস্তরের
সঠিক উত্তর: (ক)
৩১৫. নিচের কোন মৌলটি ইলেকট্রন ত্যাগ করে অষ্টক বিন্যাস লাভ করে?
Ο ক) Li
Ο খ) Na
Ο গ) O
Ο ঘ) F
সঠিক উত্তর: (খ)
৩১৬. আয়নিক যৌগের বৈশিষ্ট্য হলো-
i. উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কবিশিষ্ট হয়
ii. পোলার দ্রাবকে দ্রবণীয়
iii. গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১৭. জেননের যোজনী কত?
Ο ক) 2
Ο খ) 8
Ο গ) 4
Ο ঘ) 0
সঠিক উত্তর: (ঘ)
৩১৮. যোজ্যতা স্তরে 4s24p3 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুটি-
i. VA গ্রুপে অবস্থিত
ii. বিষাক্ত
iii. As প্রতীক ধারী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১৯. দ্বৈত নিয়মে যোজ্যতা স্তরে কয়টি ইলেকট্রন থাকে?
Ο ক) দুইটি
Ο খ) চারটি
Ο গ) ছয়টি
Ο ঘ) আটটি
সঠিক উত্তর: (ক)
৩২০. স্বাভাবিক অবস্থায় পরমাণুতে সমান থাকে-
i. ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা
ii. ইলেকট্রন ও প্রোটন সংখ্যা
iii. প্রোটন ও নিউট্রন সংখ্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩২১. অণুসমূহের মধ্যে প্রকৃত রাসায়নিক বন্ধনের তুলনায় দুর্বল এক প্রকার আকর্ষণ আছে যা-
i. ভ্যানাডারওয়ালসের বল
ii. হাইড্রোজেন বন্ধন
iii. ডাইপোল-ডাইপোল আকর্ষণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২২. কেলাস অবস্থায় সমযোজী পদার্থসমূহ-
Ο ক) অধিক পরিবাহী
Ο খ) উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কবিশিষ্ট
Ο গ) নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট
Ο ঘ) নিম্ন স্ফুটনাঙ্কবিশিষ্ট
সঠিক উত্তর: (খ)
৩২৩. ধাতুসমূহ অষ্টক পূর্ণ করে-
i. ইলেকট্রন গ্রহণের ফলে
ii. ইলেকট্রন ত্যাগের দ্বারা
iii. আয়নিক যৌগ গঠন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩২৪. কোন মৌলটির অষ্টক পূর্ণ করতে ইলেকট্রন গ্রহণ করতে হয়?
Ο ক) Li
Ο খ) Ca
Ο গ) Na
Ο ঘ) O
সঠিক উত্তর: (ঘ)
৩২৫. ফেরিসায়ানাইড মূলকের যোজনী কত?
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 3
Ο ঘ) 4
সঠিক উত্তর: (গ)
৩২৬. অষ্টক নিয়মে কোন গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জিত হয়?
Ο ক) হাইড্রোজেন
Ο খ) নাইট্রোজেন
Ο গ) হিলিয়াম
Ο ঘ) নিয়ন
সঠিক উত্তর: (ঘ)
৩২৭. নিচের কোনটি আয়নিক যৌগ?
Ο ক) H2O
Ο খ) MGO
Ο গ) PCI5
Ο ঘ) SO2
সঠিক উত্তর: (খ)
৩২৮. অত্যাধিক তাপমাত্রায় চিনির বর্ণ পরিবর্তন করাকে কী বলে?
Ο ক) ক্যালোমেল
Ο খ) ক্যারামেল
Ο গ) করোসান
Ο ঘ) গলন
সঠিক উত্তর: (খ)
৩২৯. অ্যালুমিনিয়ামের যোজনী কত?
Ο ক) 4
Ο খ) 3
Ο গ) 2
Ο ঘ) 1
সঠিক উত্তর: (খ)
৩৩০. ধনাত্মক আধানবিশিষ্ট যৌগমূলক-
i. অ্যামোনিয়াম
ii. ফসফোনিয়াম
iii. হাইড্রোক্সাইড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৩১. কয়টি Na+ আয়ন একটি সালফেট আয়নের সাথে যুক্ত হয়?
Ο ক) 1 টি
Ο খ) ২ টি
Ο গ) ২ টি
Ο ঘ) ৩ টি
সঠিক উত্তর: (খ)
৩৩২. তড়িৎ নিরপেক্ষ মৌল হিসেবে পরিচিত পর্যায় সারণির কোন মৌলসমূহ?
Ο ক) মৃৎক্ষারীয় মৌল
Ο খ) মুদ্রাধাতু
Ο গ) নিস্ক্রিয় গ্যাস
Ο ঘ) চালকোজেন
সঠিক উত্তর: (গ)
৩৩৩. উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট পদার্থ সাধারণত কী ধরনের?
Ο ক) আয়নিক
Ο খ) সমযোজী
Ο গ) গ্যাসীয়
Ο ঘ) নিস্ক্রিয়
সঠিক উত্তর: (ক)
৩৩৪. কোন অণুর আকৃতি পিরামিডের ন্যায়?
Ο ক) CO2
Ο খ) H2O
Ο গ) CCI4
Ο ঘ) NH3
সঠিক উত্তর: (ঘ)
৩৩৫. পরমাণু থেকে ইলেকট্রন সরিয়ে নিলে কী হয়?
Ο ক) অণুর সৃষ্টি হয়
Ο খ) যৌগ উৎপন্ন করে
Ο গ) ঋণাত্মক আয়ন সৃষ্টি হয়
Ο ঘ) ধনাত্মক আয়ন সৃষ্টি হয়
সঠিক উত্তর: (ঘ)
৩৩৬. Kr এর পারমাণবিক সংখ্যা কত?
Ο ক) ১০
Ο খ) ১৮
Ο গ) ৩৬
Ο ঘ) ৫৪
সঠিক উত্তর: (গ)
৩৩৭. অক্সিজেন অণুতে দুটি ইলেকট্রন যুগল শেয়ারকৃত অবস্থায় থাকার পরও প্রতিটি অক্সিনে পরমাণুতে-করে ‘নিঃসঙ্গ ইলেকট্রন যুগল’ আছে।
Ο ক) ৪টি
Ο খ) ২টি
Ο গ) ১টি
Ο ঘ) কখনও ১টি কখনও ২টি
সঠিক উত্তর: (খ)
৩৩৮. আয়নিক বন্ধনের ধারণা দেন-
Ο ক) ডাল্টন
Ο খ) প্রাউস
Ο গ) ভ্যানডার ওয়ালস
Ο ঘ) কোসেল
সঠিক উত্তর: (ঘ)
৩৩৯. হাইড্রোজেন পরমাণু তার শক্তিস্তরে ২ টি ইলেকট্রন অর্জন করে কীভাবে?
Ο ক) ১ টি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে
Ο খ) ১ টি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে
Ο গ) ইলেকট্রন ত্যাগের মাধ্যমে
Ο ঘ) ক এবং খ
সঠিক উত্তর: (ঘ)
৩৪০. NH3 অণুতে কয় জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
সঠিক উত্তর: (ক)
৩৪১. রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহণ করে কোনটি?
Ο ক) হিলিয়াম
Ο খ) নিয়ন
Ο গ) আর্গন
Ο ঘ) ক্যালসিয়াম
সঠিক উত্তর: (ঘ)
৩৪২. ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে কী বলে?
Ο ক) অ্যানায়ন
Ο খ) ক্যাটায়ন
Ο গ) যোজনী
Ο ঘ) গ্যাস
সঠিক উত্তর: (খ)
৩৪৩. সমযোজী যৌগসমূহ সাধারণত অপোলার দ্রাবকে-এবং পোলার দ্রাবকে-
Ο ক) অদ্রবণীয়, দ্রবণীয়
Ο খ) অদ্রবণীয়, অদ্রবণীয়
Ο গ) দ্রবণীয়, অদ্রবণীয়
Ο ঘ) দ্রবণীয়, দ্রবণীয়
সঠিক উত্তর: (গ)
৩৪৪. হাইড্রোজেনের নিকটতম নিস্ক্রিয় গ্যাস কোনটি?
Ο ক) Ne
Ο খ) He
Ο গ) Ar
Ο ঘ) Li
সঠিক উত্তর: (খ)
৩৪৫. কোনটি বিদ্যুৎ কোষে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয়?
Ο ক) সোডিয়াম
Ο খ) সালফার
Ο গ) আয়োডিন
Ο ঘ) গ্রাফাইট
সঠিক উত্তর: (ঘ)
৩৪৬. নিচের কোন যৌগটি সমযোজী যৌগ?
Ο ক) Mgo
Ο খ) NaI
Ο গ) NH3
Ο ঘ) CaS
সঠিক উত্তর: (গ)
৩৪৭. কোনটির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উচ্চ?
Ο ক) আয়নিক যৌগ
Ο খ) সমযোজী যৌগ
Ο গ) সন্নিবেশ যৌগ
Ο ঘ) অধাতব যৌগ
সঠিক উত্তর: (ক)
৩৪৮. এক টুকরা ধাতুর মধ্যকার বন্ধনকে কী বন্ধন বলে?
Ο ক) আয়নিক
Ο খ) ধাতব
Ο গ) সমযোজী
Ο ঘ) হাইড্রোজেন
সঠিক উত্তর: (খ)
৩৪৯. ধাতুর বিদ্যুৎ পরিবাহিতার জন্য দায়ী কোনটি?
Ο ক) বন্ধন ইলেকট্রন
Ο খ) মুক্ত ইলেকট্রন
Ο গ) নিউট্রন
Ο ঘ) প্রোটন
সঠিক উত্তর: (খ)
৩৫০. মৌলের যোজনীর ক্ষেত্রে প্রযোজ্য-
i. সর্ববহিঃস্থ স্তরের বেজোড় ইলেকট্রন সংখ্যাই যোজনী
ii. K ও I এর যোজনী এক
iii. যোজনী ধনাত্মক বা ঋণাত্মক হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Chemistry