ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ৫: রাসায়নিক বন্ধন (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. লোহা কঠিন অবস্থাতেও বিদ্যুৎ পরিবহণ করতে পারে কেন?
Ο ক) আয়নিক বন্ধনের জন্য
Ο খ) সমযোজী বন্ধনের জন্য
Ο গ) ধাতব বন্ধনের জন্য
Ο ঘ) সন্নিবেশ সমযোজী বন্ধনের জন্য
সঠিক উত্তর: (গ)
২৫২. AI এর যোজনী কত?
Ο ক) 2
Ο খ) 1
Ο গ) 3
Ο ঘ) 5
সঠিক উত্তর: (গ)
২৫৩. আয়নিক বন্ধন গঠনের জন্য প্রয়োজনীয় শর্ত কয়টি?
Ο ক) ৫টি
Ο খ) ৪টি
Ο গ) ৩টি
Ο ঘ) ২টি
সঠিক উত্তর: (গ)
২৫৪. পর্যায় সারণির শূণ্য বিদ্যমান মৌলসমূহ-
i. এক পরমাণুক
ii. যৌগ গঠনে খুব সক্রিয় ভূমিকা পালন করে
iii. হিলিয়াম ছাড়া বাকি নিস্ক্রিয় গ্যাসের বহিঃস্থ শক্তিস্তরে আটটি ইলেকট্রন থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৫৫. অষ্টক পূর্ণের জন্য অক্সিজেনের কয়টি ইলেকট্রন প্রয়োজন?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৬টি
সঠিক উত্তর: (খ)
২৫৬. পরমাণুসমূহ পাশাপাশি অবস্থান করে কোন ধরনের বন্ধনে?
Ο ক) ধাতব
Ο খ) সমযোজী
Ο গ) আয়নিক
Ο ঘ) হাইড্রোজেন
সঠিক উত্তর: (ক)
২৫৭. আয়নিক বন্ধনের ক্ষেত্রে-
i. A কে ইলেকট্রন গ্রহণ করতে হবে
ii. B কে ইলেকট্রন দান করতে হবে
iii. C কে ইলেকট্রন গ্রহণ করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫৮. কোন ধরনের মৌল সাধারণত বিক্রিয়ায় অংশগ্রহণ করে না?
Ο ক) হ্যালোজেন
Ο খ) ক্ষার ধাতু
Ο গ) নিস্ক্রিয় গ্যাস
Ο ঘ) মৃৎক্ষার ধাতু
সঠিক উত্তর: (গ)
২৫৯. ধাতব পদার্থে সঞ্চরণশীল ইলেকট্রনের কারণে সৃষ্ট ধর্ম হচ্ছে-
i. উজ্জ্বলতা
ii. তড়িৎ পরিবাহিতা
iii. ঘাতসহতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৬০. সমযোজী অণু গঠনকারী প্রতিটি পরমাণুই কীরূপ?
Ο ক) ধাতু
Ο খ) অধাতু
Ο গ) অপধাতু
Ο ঘ) নিস্ক্রিয় মৌল
সঠিক উত্তর: (খ)
২৬১. আয়নিক যৌগের ক্ষেত্রে-
i. আয়নিক যৌগ সাধারণত পানিতে দ্রবণীয়
ii. কঠিন আয়নিক যৌগ বিদ্যুৎ সুপরিবাহী
iii. সমযোজী যৌগের চেয়ে আয়নিক যৌগের গলনাঙ্ক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬২. দুটি বিপরীত চার্জযুক্ত আয়নের মধ্যে সৃষ্ট বন্ধনকে বলা হয়-
Ο ক) আয়নিক বন্ধন
Ο খ) সমযোজী বন্ধন
Ο গ) ধাতব বন্ধন
Ο ঘ) সন্নিবেশ বন্ধন
সঠিক উত্তর: (ক)
২৬৩. ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে কী বলা হয়?
Ο ক) ক্যাটায়ন
Ο খ) ক্যাথোড
Ο গ) অ্যানোড
Ο ঘ) অ্যানায়ন
সঠিক উত্তর: (ঘ)
২৬৪. শূণ্য শ্রেণির মৌলসমূহের নাম কী?
Ο ক) নিস্ক্রিয় গ্যাস
Ο খ) অবস্থান্তর মৌল
Ο গ) ক্ষার ধাতু
Ο ঘ) মৃৎক্ষার ধাতু
সঠিক উত্তর: (ক)
২৬৫. নিচের কোনটি সমযোজী যৌগের বৈশিষ্ট্য?
Ο ক) দ্রবণে আয়নিত হয়
Ο খ) অজৈব দ্রাবকে দ্রবণীয়
Ο গ) জৈব দ্রাবকে দ্রবণীয়
Ο ঘ) বিদ্যুৎ পরিবাহী
সঠিক উত্তর: (গ)
২৬৬. অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত?
Ο ক) 2
Ο খ) 4
Ο গ) 6
Ο ঘ) 7
সঠিক উত্তর: (গ)
২৬৭. আয়নিক যৌগের বৈশিষ্ট্য হচ্ছে-
i. উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট নয়
ii. পোলার দ্রাবক পানিতে দ্রবণীয়
iii. ভঙ্গুর প্রকৃতির
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৬৮. ধাতুর বেলায় কোন বাক্যটি ঠিক?
Ο ক) ধাতুর ভেতরে পরমাণুসমূহ আয়নিক বন্ধনে আবদ্ধ থাকে
Ο খ) ধাতুর ভেতরে পরমাণুসমূহ সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে
Ο গ) ধাতুর ধনাত্মক আধানসমূহ বন্ধনের সৃষ্টি করে
Ο ঘ) বিমুক্ত ইলেকট্রনের সাগরে ধনাত্মক আধানসমূহ নিমজ্জিত থাকে
সঠিক উত্তর: (ঘ)
২৬৯. দুই-এর নিয়ম প্রযোজ্য কোন মৌলের ক্ষেত্রে?
Ο ক) H
Ο খ) He
Ο গ) Li
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
২৭০. আয়নিক বন্ধন গঠিত হয়-
i. ধাতু ও অধাতুর মধ্যে
ii. অ্যানায়ন ও ক্যাটায়নের মধ্যে
iii. ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭১. সমযোজী বন্ধন সম্পর্কে নিচের বিবৃতিগুলো দেখ-
i. ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এ বন্ধন গঠিত হয়
ii. সমযোজী বন্ধন তিন প্রকারের
iii. CaCI2 এ সমযোজী বন্ধন নিদ্যমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৭২. লিথিয়াম পরমাণু যোজ্যতা স্তরের কয়টি ইলেকট্রন বর্জন করে স্থায়ী দ্বৈত বিন্যাস লাভ করে?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (ক)
২৭৩. একযোজী কোনটি?
Ο ক) Ca
Ο খ) C
Ο গ) Na
Ο ঘ) B
সঠিক উত্তর: (গ)
২৭৪. রাসায়নিক বন্ধনে-
i. অণুতে বিভিন্ন পরমাণু মোটামুটি দৃঢ়ভাবে সংযুক্ত থাকে
ii. নাইট্রোজেনের একটি অণুতে পরমাণু বিদ্যমান
iii. হিলিয়ামে একমাত্র কক্ষপথে একটি ইলেকট্রন আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৭৫. অ্যানায়ন কী?
Ο ক) ধনাত্মক আয়ন
Ο খ) ধনাত্মক তড়িদ্বার
Ο গ) ঋণাত্মক আয়ন
Ο ঘ) ঋনাত্মক তড়িদ্বার
সঠিক উত্তর: (গ)
২৭৬. ধাতব বন্ধন দ্বারা গঠিত ধাতুসমূহের বৈশিষ্ট্য হলো-
i. তাপ ও বিদ্যু পরিবাহিতা
ii. নমনীয়তা
iii. ঘাতসহতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭৭. অক্সিজেন কীভাবে নিকটবর্তী নিস্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে স্থিতিশীল হয়?
Ο ক) সর্ববহিস্থ শক্তিস্তর হতে ১টি ইলেকট্রন ত্যাগ করে
Ο খ) সর্ববহিস্থ শক্তিস্তর হতের ২টি ইলেকট্রন ত্যাগ করে
Ο গ) সর্ববহিস্থ শক্তিস্তর ১টি ইলেকট্রন গ্রহণ করে
Ο ঘ) সর্ববহিস্থ শক্তিস্তরে ২টি ইলেকট্রন গ্রহণ করে
সঠিক উত্তর: (ঘ)
২৭৮. উল্লিখিত বিক্রিয়ায় কোন ধরনের বন্ধন সৃষ্টি হয়েছে?
i. আয়নিক বন্ধন
ii. সমযোজী
iii. সন্নিবেশ সমযোজী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)
২৭৯. আয়রণের যোজনীর ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) 1,2
Ο খ) 2,4
Ο গ) 3,4
Ο ঘ) 2,3
সঠিক উত্তর: (ঘ)
২৮০. ধাতুর শেষ শক্তিস্তরে ইলেকট্রন থাকে-
Ο ক) ৩টি
Ο খ) ৪টি
Ο গ) ২টি
Ο ঘ) কম সংখ্যক
সঠিক উত্তর: (ঘ)
২৮১. সর্ববহিঃস্থ শক্তিস্তরে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করাকে কী বলে?
Ο ক) দ্বৈত নিয়ম
Ο খ) ষষ্টক নিয়ম
Ο গ) অষ্টক নিয়ম
Ο ঘ) অষ্টদশক নিয়ম
সঠিক উত্তর: (ক)
২৮২. শূন্যযোজী মৌল কোনটি?
Ο ক) Ni
Ο খ) Ar
Ο গ) Mo
Ο ঘ) Au
সঠিক উত্তর: (খ)
২৮৩. ম্যাগনেসিয়াম অক্সাইডে (MgO) কী ধরনের বন্ধন বিদ্যমান?
Ο ক) আয়নিক
Ο খ) সমযোজী
Ο গ) ধাতব
Ο ঘ) হাইড্রোজেন
সঠিক উত্তর: (ক)
২৮৪. পর্যায় সারণির কোন গ্রুপের মৌলসমূহের নিস্ক্রিয় গ্যাস বলা হয়?
Ο ক) 15
Ο খ) 16
Ο গ) 17
Ο ঘ) 18
সঠিক উত্তর: (ঘ)
২৮৫. কোনটি ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে গঠিত হয়?
Ο ক) আয়নিক বন্ধন
Ο খ) সমযোজী বন্ধন
Ο গ) সন্নিবেশ বন্ধন
Ο ঘ) ধাতব বন্ধন
সঠিক উত্তর: (ক)
২৮৬. সাধারণত পর্যায় সারণির কোন গ্রুপের ধাতু আয়নিক বন্ধন গঠন করে?
Ο ক) ১ ও ২
Ο খ) ১ ও ৩
Ο গ) ২ ও ৩
Ο ঘ) ৩ ও ৪
সঠিক উত্তর: (ক)
২৮৭. পরমাণুর গঠন অনুসারে দুটি পরমাণু নিকটতম হলে তাদের মধ্যে এক ধরনের শক্তি ক্রিয়াশীল থাকে যা-
i. এর পরমাণুর নিউক্লিয়াস অপর পরমাণুর ইলেকট্রনকে আকর্ষণ করে
ii. উভয় পরমাণুর মধ্যে আন্তঃনিউক্লিয়াস বিকর্ষণ শক্তি কাজ করে
iii. উভয় পরমাণুর মধ্যে আন্তঃইলেকট্রনিকসমূহের বিকর্ষণ শক্তি কাজ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮৮. মৌলসমূহে রাসায়নিক বন্ধন গঠনে মূলকারণ ব্যাখ্যা করা যায় কীভাবে?
Ο ক) সর্বোচ্চ স্থিতশক্তি অর্জনের প্রবণতা
Ο খ) সর্বনিম্ন স্থৈতিক শক্তি অর্জনের প্রবণতা
Ο গ) নিস্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস গঠনের প্রবণতা অন্য মৌলের মধ্যে নেই
Ο ঘ) মৌলসমূহের মধ্যেকার আকর্ষণহীন প্রবণতা
সঠিক উত্তর: (খ)
২৮৯. হীরকের গাঠনিক একক কোষগুলোর আকৃতি কিরূপ?
Ο ক) চতুর্ভুজাকার
Ο খ) চতুস্তলকীয়
Ο গ) ষড়ভুজকার
Ο ঘ) সমতলাকার
সঠিক উত্তর: (খ)
২৯০. PO3 যৌগমূলকের যোজনী কত?
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 3
Ο ঘ) 4
সঠিক উত্তর: (গ)
২৯১. ক্রিন্টনের যোজ্যতা ইলেকট্রন কত?
Ο ক) দুই
Ο খ) চার
Ο গ) ছয়
Ο ঘ) আট
সঠিক উত্তর: (ঘ)
২৯২. খুব সহজেই দুই-এর বা অষ্টক নিয়ম মেনে চলে- i. F ii. Fb iii. Na নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৯৩. কোনো মৌল ইলেকট্রন গ্রহন, বর্জন বা শেয়ার করে মূলত কিসের জন্য?
Ο ক) বন্ধন গঠনের জন্য
Ο খ) আন্তঃআণবিক আকর্ষণের জন্য
Ο গ) যৌগ গঠনের জন্য
Ο ঘ) স্থিতিশীলতা অর্জনের জন্য
সঠিক উত্তর: (ঘ)
২৯৪. LiH যৌগে লিথিয়াম ও হাইড্রোজেন পরমাণু কোনটি অর্জন করে?
Ο ক) অষ্টক কাঠামো
Ο খ) দ্বৈত কাঠামো
Ο গ) ষষ্ঠক কাঠামো
Ο ঘ) ত্রয়ী কাঠামো
সঠিক উত্তর: (খ)
২৯৫. ফেরাস ক্লোরাইডে আয়রনের যোজনী কত?
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 3
Ο ঘ) 4
সঠিক উত্তর: (খ)
২৯৬. বন্ধন গঠনের পর কোনটিতে কোন মুক্ত জোড় ইলেকট্রন থাকবে না?
Ο ক) H2O
Ο খ) NH3
Ο গ) CH4
Ο ঘ) CO2
সঠিক উত্তর: (গ)
২৯৭. সর্বশেষ শক্তিস্তরে স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে কী বলা হয়?
Ο ক) সমযোজী বন্ধন
Ο খ) আয়নিক বন্ধন
Ο গ) ধাতব বন্ধন
Ο ঘ) সন্নিবেশ বন্ধন
সঠিক উত্তর: (ক)
২৯৮. ধাতব খন্ডকে ব্যাটারির সাথে যুক্ত করলে মুক্ত ইলেকট্রন কোন দিকে চলাচল করে?
Ο ক) ঋনাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে
Ο খ) ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে
Ο গ) ধনাত্মক প্রান্ত থেকে ব্যাটারির দিকে
Ο ঘ) ব্যাটারি থেকে ধনাত্মক প্রান্তের দিকে
সঠিক উত্তর: (ক)
২৯৯. পারম্যাঙ্গনেট মূলকের যোজনী কত?
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 3
Ο ঘ) 4
সঠিক উত্তর: (ক)
৩০০. চার্জ যুক্ত পরমাণু বা পরমাণু গুচ্ছকে কী বলা হয়?
Ο ক) ইলেকট্রন
Ο খ) প্রোটন
Ο গ) ধাতু
Ο ঘ) আয়ন
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. লোহা কঠিন অবস্থাতেও বিদ্যুৎ পরিবহণ করতে পারে কেন?
Ο ক) আয়নিক বন্ধনের জন্য
Ο খ) সমযোজী বন্ধনের জন্য
Ο গ) ধাতব বন্ধনের জন্য
Ο ঘ) সন্নিবেশ সমযোজী বন্ধনের জন্য
সঠিক উত্তর: (গ)
২৫২. AI এর যোজনী কত?
Ο ক) 2
Ο খ) 1
Ο গ) 3
Ο ঘ) 5
সঠিক উত্তর: (গ)
২৫৩. আয়নিক বন্ধন গঠনের জন্য প্রয়োজনীয় শর্ত কয়টি?
Ο ক) ৫টি
Ο খ) ৪টি
Ο গ) ৩টি
Ο ঘ) ২টি
সঠিক উত্তর: (গ)
২৫৪. পর্যায় সারণির শূণ্য বিদ্যমান মৌলসমূহ-
i. এক পরমাণুক
ii. যৌগ গঠনে খুব সক্রিয় ভূমিকা পালন করে
iii. হিলিয়াম ছাড়া বাকি নিস্ক্রিয় গ্যাসের বহিঃস্থ শক্তিস্তরে আটটি ইলেকট্রন থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৫৫. অষ্টক পূর্ণের জন্য অক্সিজেনের কয়টি ইলেকট্রন প্রয়োজন?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৬টি
সঠিক উত্তর: (খ)
২৫৬. পরমাণুসমূহ পাশাপাশি অবস্থান করে কোন ধরনের বন্ধনে?
Ο ক) ধাতব
Ο খ) সমযোজী
Ο গ) আয়নিক
Ο ঘ) হাইড্রোজেন
সঠিক উত্তর: (ক)
২৫৭. আয়নিক বন্ধনের ক্ষেত্রে-
i. A কে ইলেকট্রন গ্রহণ করতে হবে
ii. B কে ইলেকট্রন দান করতে হবে
iii. C কে ইলেকট্রন গ্রহণ করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫৮. কোন ধরনের মৌল সাধারণত বিক্রিয়ায় অংশগ্রহণ করে না?
Ο ক) হ্যালোজেন
Ο খ) ক্ষার ধাতু
Ο গ) নিস্ক্রিয় গ্যাস
Ο ঘ) মৃৎক্ষার ধাতু
সঠিক উত্তর: (গ)
২৫৯. ধাতব পদার্থে সঞ্চরণশীল ইলেকট্রনের কারণে সৃষ্ট ধর্ম হচ্ছে-
i. উজ্জ্বলতা
ii. তড়িৎ পরিবাহিতা
iii. ঘাতসহতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৬০. সমযোজী অণু গঠনকারী প্রতিটি পরমাণুই কীরূপ?
Ο ক) ধাতু
Ο খ) অধাতু
Ο গ) অপধাতু
Ο ঘ) নিস্ক্রিয় মৌল
সঠিক উত্তর: (খ)
২৬১. আয়নিক যৌগের ক্ষেত্রে-
i. আয়নিক যৌগ সাধারণত পানিতে দ্রবণীয়
ii. কঠিন আয়নিক যৌগ বিদ্যুৎ সুপরিবাহী
iii. সমযোজী যৌগের চেয়ে আয়নিক যৌগের গলনাঙ্ক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬২. দুটি বিপরীত চার্জযুক্ত আয়নের মধ্যে সৃষ্ট বন্ধনকে বলা হয়-
Ο ক) আয়নিক বন্ধন
Ο খ) সমযোজী বন্ধন
Ο গ) ধাতব বন্ধন
Ο ঘ) সন্নিবেশ বন্ধন
সঠিক উত্তর: (ক)
২৬৩. ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে কী বলা হয়?
Ο ক) ক্যাটায়ন
Ο খ) ক্যাথোড
Ο গ) অ্যানোড
Ο ঘ) অ্যানায়ন
সঠিক উত্তর: (ঘ)
২৬৪. শূণ্য শ্রেণির মৌলসমূহের নাম কী?
Ο ক) নিস্ক্রিয় গ্যাস
Ο খ) অবস্থান্তর মৌল
Ο গ) ক্ষার ধাতু
Ο ঘ) মৃৎক্ষার ধাতু
সঠিক উত্তর: (ক)
২৬৫. নিচের কোনটি সমযোজী যৌগের বৈশিষ্ট্য?
Ο ক) দ্রবণে আয়নিত হয়
Ο খ) অজৈব দ্রাবকে দ্রবণীয়
Ο গ) জৈব দ্রাবকে দ্রবণীয়
Ο ঘ) বিদ্যুৎ পরিবাহী
সঠিক উত্তর: (গ)
২৬৬. অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত?
Ο ক) 2
Ο খ) 4
Ο গ) 6
Ο ঘ) 7
সঠিক উত্তর: (গ)
২৬৭. আয়নিক যৌগের বৈশিষ্ট্য হচ্ছে-
i. উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট নয়
ii. পোলার দ্রাবক পানিতে দ্রবণীয়
iii. ভঙ্গুর প্রকৃতির
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৬৮. ধাতুর বেলায় কোন বাক্যটি ঠিক?
Ο ক) ধাতুর ভেতরে পরমাণুসমূহ আয়নিক বন্ধনে আবদ্ধ থাকে
Ο খ) ধাতুর ভেতরে পরমাণুসমূহ সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে
Ο গ) ধাতুর ধনাত্মক আধানসমূহ বন্ধনের সৃষ্টি করে
Ο ঘ) বিমুক্ত ইলেকট্রনের সাগরে ধনাত্মক আধানসমূহ নিমজ্জিত থাকে
সঠিক উত্তর: (ঘ)
২৬৯. দুই-এর নিয়ম প্রযোজ্য কোন মৌলের ক্ষেত্রে?
Ο ক) H
Ο খ) He
Ο গ) Li
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
২৭০. আয়নিক বন্ধন গঠিত হয়-
i. ধাতু ও অধাতুর মধ্যে
ii. অ্যানায়ন ও ক্যাটায়নের মধ্যে
iii. ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭১. সমযোজী বন্ধন সম্পর্কে নিচের বিবৃতিগুলো দেখ-
i. ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এ বন্ধন গঠিত হয়
ii. সমযোজী বন্ধন তিন প্রকারের
iii. CaCI2 এ সমযোজী বন্ধন নিদ্যমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৭২. লিথিয়াম পরমাণু যোজ্যতা স্তরের কয়টি ইলেকট্রন বর্জন করে স্থায়ী দ্বৈত বিন্যাস লাভ করে?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (ক)
২৭৩. একযোজী কোনটি?
Ο ক) Ca
Ο খ) C
Ο গ) Na
Ο ঘ) B
সঠিক উত্তর: (গ)
২৭৪. রাসায়নিক বন্ধনে-
i. অণুতে বিভিন্ন পরমাণু মোটামুটি দৃঢ়ভাবে সংযুক্ত থাকে
ii. নাইট্রোজেনের একটি অণুতে পরমাণু বিদ্যমান
iii. হিলিয়ামে একমাত্র কক্ষপথে একটি ইলেকট্রন আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৭৫. অ্যানায়ন কী?
Ο ক) ধনাত্মক আয়ন
Ο খ) ধনাত্মক তড়িদ্বার
Ο গ) ঋণাত্মক আয়ন
Ο ঘ) ঋনাত্মক তড়িদ্বার
সঠিক উত্তর: (গ)
২৭৬. ধাতব বন্ধন দ্বারা গঠিত ধাতুসমূহের বৈশিষ্ট্য হলো-
i. তাপ ও বিদ্যু পরিবাহিতা
ii. নমনীয়তা
iii. ঘাতসহতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭৭. অক্সিজেন কীভাবে নিকটবর্তী নিস্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে স্থিতিশীল হয়?
Ο ক) সর্ববহিস্থ শক্তিস্তর হতে ১টি ইলেকট্রন ত্যাগ করে
Ο খ) সর্ববহিস্থ শক্তিস্তর হতের ২টি ইলেকট্রন ত্যাগ করে
Ο গ) সর্ববহিস্থ শক্তিস্তর ১টি ইলেকট্রন গ্রহণ করে
Ο ঘ) সর্ববহিস্থ শক্তিস্তরে ২টি ইলেকট্রন গ্রহণ করে
সঠিক উত্তর: (ঘ)
২৭৮. উল্লিখিত বিক্রিয়ায় কোন ধরনের বন্ধন সৃষ্টি হয়েছে?
i. আয়নিক বন্ধন
ii. সমযোজী
iii. সন্নিবেশ সমযোজী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)
২৭৯. আয়রণের যোজনীর ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) 1,2
Ο খ) 2,4
Ο গ) 3,4
Ο ঘ) 2,3
সঠিক উত্তর: (ঘ)
২৮০. ধাতুর শেষ শক্তিস্তরে ইলেকট্রন থাকে-
Ο ক) ৩টি
Ο খ) ৪টি
Ο গ) ২টি
Ο ঘ) কম সংখ্যক
সঠিক উত্তর: (ঘ)
২৮১. সর্ববহিঃস্থ শক্তিস্তরে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করাকে কী বলে?
Ο ক) দ্বৈত নিয়ম
Ο খ) ষষ্টক নিয়ম
Ο গ) অষ্টক নিয়ম
Ο ঘ) অষ্টদশক নিয়ম
সঠিক উত্তর: (ক)
২৮২. শূন্যযোজী মৌল কোনটি?
Ο ক) Ni
Ο খ) Ar
Ο গ) Mo
Ο ঘ) Au
সঠিক উত্তর: (খ)
২৮৩. ম্যাগনেসিয়াম অক্সাইডে (MgO) কী ধরনের বন্ধন বিদ্যমান?
Ο ক) আয়নিক
Ο খ) সমযোজী
Ο গ) ধাতব
Ο ঘ) হাইড্রোজেন
সঠিক উত্তর: (ক)
২৮৪. পর্যায় সারণির কোন গ্রুপের মৌলসমূহের নিস্ক্রিয় গ্যাস বলা হয়?
Ο ক) 15
Ο খ) 16
Ο গ) 17
Ο ঘ) 18
সঠিক উত্তর: (ঘ)
২৮৫. কোনটি ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে গঠিত হয়?
Ο ক) আয়নিক বন্ধন
Ο খ) সমযোজী বন্ধন
Ο গ) সন্নিবেশ বন্ধন
Ο ঘ) ধাতব বন্ধন
সঠিক উত্তর: (ক)
২৮৬. সাধারণত পর্যায় সারণির কোন গ্রুপের ধাতু আয়নিক বন্ধন গঠন করে?
Ο ক) ১ ও ২
Ο খ) ১ ও ৩
Ο গ) ২ ও ৩
Ο ঘ) ৩ ও ৪
সঠিক উত্তর: (ক)
২৮৭. পরমাণুর গঠন অনুসারে দুটি পরমাণু নিকটতম হলে তাদের মধ্যে এক ধরনের শক্তি ক্রিয়াশীল থাকে যা-
i. এর পরমাণুর নিউক্লিয়াস অপর পরমাণুর ইলেকট্রনকে আকর্ষণ করে
ii. উভয় পরমাণুর মধ্যে আন্তঃনিউক্লিয়াস বিকর্ষণ শক্তি কাজ করে
iii. উভয় পরমাণুর মধ্যে আন্তঃইলেকট্রনিকসমূহের বিকর্ষণ শক্তি কাজ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮৮. মৌলসমূহে রাসায়নিক বন্ধন গঠনে মূলকারণ ব্যাখ্যা করা যায় কীভাবে?
Ο ক) সর্বোচ্চ স্থিতশক্তি অর্জনের প্রবণতা
Ο খ) সর্বনিম্ন স্থৈতিক শক্তি অর্জনের প্রবণতা
Ο গ) নিস্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস গঠনের প্রবণতা অন্য মৌলের মধ্যে নেই
Ο ঘ) মৌলসমূহের মধ্যেকার আকর্ষণহীন প্রবণতা
সঠিক উত্তর: (খ)
২৮৯. হীরকের গাঠনিক একক কোষগুলোর আকৃতি কিরূপ?
Ο ক) চতুর্ভুজাকার
Ο খ) চতুস্তলকীয়
Ο গ) ষড়ভুজকার
Ο ঘ) সমতলাকার
সঠিক উত্তর: (খ)
২৯০. PO3 যৌগমূলকের যোজনী কত?
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 3
Ο ঘ) 4
সঠিক উত্তর: (গ)
২৯১. ক্রিন্টনের যোজ্যতা ইলেকট্রন কত?
Ο ক) দুই
Ο খ) চার
Ο গ) ছয়
Ο ঘ) আট
সঠিক উত্তর: (ঘ)
২৯২. খুব সহজেই দুই-এর বা অষ্টক নিয়ম মেনে চলে- i. F ii. Fb iii. Na নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৯৩. কোনো মৌল ইলেকট্রন গ্রহন, বর্জন বা শেয়ার করে মূলত কিসের জন্য?
Ο ক) বন্ধন গঠনের জন্য
Ο খ) আন্তঃআণবিক আকর্ষণের জন্য
Ο গ) যৌগ গঠনের জন্য
Ο ঘ) স্থিতিশীলতা অর্জনের জন্য
সঠিক উত্তর: (ঘ)
২৯৪. LiH যৌগে লিথিয়াম ও হাইড্রোজেন পরমাণু কোনটি অর্জন করে?
Ο ক) অষ্টক কাঠামো
Ο খ) দ্বৈত কাঠামো
Ο গ) ষষ্ঠক কাঠামো
Ο ঘ) ত্রয়ী কাঠামো
সঠিক উত্তর: (খ)
২৯৫. ফেরাস ক্লোরাইডে আয়রনের যোজনী কত?
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 3
Ο ঘ) 4
সঠিক উত্তর: (খ)
২৯৬. বন্ধন গঠনের পর কোনটিতে কোন মুক্ত জোড় ইলেকট্রন থাকবে না?
Ο ক) H2O
Ο খ) NH3
Ο গ) CH4
Ο ঘ) CO2
সঠিক উত্তর: (গ)
২৯৭. সর্বশেষ শক্তিস্তরে স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে কী বলা হয়?
Ο ক) সমযোজী বন্ধন
Ο খ) আয়নিক বন্ধন
Ο গ) ধাতব বন্ধন
Ο ঘ) সন্নিবেশ বন্ধন
সঠিক উত্তর: (ক)
২৯৮. ধাতব খন্ডকে ব্যাটারির সাথে যুক্ত করলে মুক্ত ইলেকট্রন কোন দিকে চলাচল করে?
Ο ক) ঋনাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে
Ο খ) ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে
Ο গ) ধনাত্মক প্রান্ত থেকে ব্যাটারির দিকে
Ο ঘ) ব্যাটারি থেকে ধনাত্মক প্রান্তের দিকে
সঠিক উত্তর: (ক)
২৯৯. পারম্যাঙ্গনেট মূলকের যোজনী কত?
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 3
Ο ঘ) 4
সঠিক উত্তর: (ক)
৩০০. চার্জ যুক্ত পরমাণু বা পরমাণু গুচ্ছকে কী বলা হয়?
Ο ক) ইলেকট্রন
Ο খ) প্রোটন
Ο গ) ধাতু
Ο ঘ) আয়ন
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Chemistry