এস.এস.সি রসায়ন অধ্যায় - ১১: খনিজ সম্পদ-জীবাশ্ম (৬)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ১১: খনিজ সম্পদ-জীবাশ্ম (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
২৫১. বার-এর অধিক কার্বন সংখ্যাবিশিষ্ট অ্যালকেনসমূহ সাধারণত --- হয়।
Ο ক) তরল
Ο খ) গ্যাসীয়
Ο গ) বায়বীয়
Ο ঘ) কঠিন
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫২. বিটুমিনে কার্বন সংখ্যার সীমা কত?
Ο ক) >C20
Ο খ) >C30
Ο গ) >C40
Ο ঘ) >C70
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫৩. কোন লবণের সাথে সোডালাইমের মিশ্রণকে তাপ দিলে মিশেন পাওয়া যায়?
Ο ক) সোডিয়াম ফরমেট
Ο খ) সোডিয়াম অ্যাসিটেট
Ο গ) সোডিয়াম ইথানয়েট
Ο ঘ) সোডিয়াম প্রোপিনয়েট
 সঠিক উত্তর: (খ)

 ২৫৪. 2% H2SO4 ও 20% H2SO4 অ্যালকাইন পানির সাথে বিক্রিয়া করে নিচের কোনটি উৎপন্ন করে?
Ο ক) অ্যালকোহল
Ο খ) জৈব এসিড
Ο গ) অ্যালকিন
Ο ঘ) অ্যালডিহাইড
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫৫. অংশ কলামের 271-3400C তাপমাত্রা অঞ্চল থেকে কয়টি অংশ পৃথক করা হয়?
Ο ক) 2টি
Ο খ) 3টি
Ο গ) 4টি
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (খ)

 ২৫৬. রেক্টিফাইড স্পিরিটে কোনটি যোগ করলে তা মেথিলেটেড স্পিরিট হয়ে যায়?
Ο ক) ইথানল
Ο খ) মিথান্যাল
Ο গ) মিথানল
Ο ঘ) প্রোপানল
 সঠিক উত্তর: (গ)

 ২৫৭. কোনটি থেকে গাঁজন প্রক্রিয়ায় অ্যালকোহল প্রস্তুত করা হয় না?
Ο ক) চাল
Ο খ) গম
Ο গ) আলু
Ο ঘ) কাঠ
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫৮. জিওলাইটস একটি –
Ο ক) সরল যৌগ
Ο খ) যৌগিক যৌগ
Ο গ) জটিল যৌগ
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (গ)

 ২৫৯. ইথানলের 96% জলীয় দ্রবণকে কী বলে?
Ο ক) মেথিলেটেড স্পিরিট
Ο খ) রেক্টিফাইড স্পিরিট
Ο গ) অ্যাবসুলিউট অ্যালকোহল
Ο ঘ) ইথানল
 সঠিক উত্তর: (খ)

 ২৬০. C15H32 সংকেত বিশিষ্ট যৌগটির নাম নিচের কোনটি?
Ο ক) হেপ্টাডেকেন
Ο খ) হোক্সাডেকেন
Ο গ) পেন্টাডেকেন
Ο ঘ) টেট্রাজেকেন
 সঠিক উত্তর: (গ)

 ২৬১. বাস ইঞ্জিনে ব্যবহৃত হয় –
Ο ক) পেট্রোলিয়াম
Ο খ) ডিজেল
Ο গ) লুব্রিকেটিং তেল
Ο ঘ) ন্যাপথা
 সঠিক উত্তর: (খ)

 ২৬২. মিথান্যালকে নিম্নচাপে উত্তপ্ত করলে কোনটি উৎপন্ন হয়?
Ο ক) মেলামাইন
Ο খ) পলিভিনাইল ক্লোরাইড
Ο গ) ডেরলিন
Ο ঘ) টেফলন
 সঠিক উত্তর: (গ)

 ২৬৩. কোনটি মুক্ত শিকল হাইড্রোকার্বন নয়?
Ο ক) C3H4
Ο খ) C2H6
Ο গ) C4H10
Ο ঘ) C4H8
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬৪. কত তাপমাত্রায় উত্তপ্ত করলে কার্বন শিকলের বন্ধন ভেঙে ক্ষুদ্র শিকল বিশিষ্ট অ্যালকেন ও অ্যালকিনের মিশ্রণ পাওয়া যায়?
Ο ক) 700C
Ο খ) 7500C
Ο গ) 7000C
Ο ঘ) 750C
 সঠিক উত্তর: (খ)

 ২৬৫. কোনটি LPG গ্যাস হিসেবে ব্যবহার করা হয়?
Ο ক) ডিজেল তেল
Ο খ) পেট্রোলিয়াম গ্যাস
Ο গ) ন্যাপথা
Ο ঘ) গ্যাসোলিন
 সঠিক উত্তর: (খ)

 ২৬৬. জীবাশ্ম জ্বালানিসমূহের মধ্যে –
i. কয়লা উৎপন্ন হয় পরিবর্তিত উদ্ভিদ দেহ থেকে
ii. পেট্রোলিয়াম পাওয়া যায় জলাভূমির ক্ষুদ্র প্রাণিসত্তা থেকে
iii. প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়ামের উপরে জমা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬৭. কার্বন ডাইঅক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণের মাধ্যমে পাওয়া যায় –
Ο ক) মিথেন
Ο খ) প্রোপেন
Ο গ) প্রোপিন
Ο ঘ) প্রোপাইন
 সঠিক উত্তর: (ক)

 ২৬৮. অশোধিত তেলকে কোন প্রক্রিয়ায় বিভিন্ন অংশে পৃথক করা হয়?
Ο ক) পরিস্রাবণ
Ο খ) আংশিক পাতন
Ο গ) কেলাসন
Ο ঘ) শীতলীকরণ
 সঠিক উত্তর: (খ)

 ২৬৯. ড্রাইওয়াশ করতে দ্রাবক হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) CH3Cl
Ο খ) CH4
Ο গ) CCl4
Ο ঘ) CHCl3
 সঠিক উত্তর: (গ)

 ২৭০. HCl যৌগটি –
i. আয়নিক যৌগ
ii. সমযোজী হলেও আয়নিক বৈশিষ্ট্য অর্জন করে
iii. অজৈব ধরনের যৌগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৭১. কোনটিতে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান?
Ο ক) মার্জারিন
Ο খ) উদ্ভিজ্য তেল
Ο গ) C10H20
Ο ঘ) C5H10
 সঠিক উত্তর: (ক)

 ২৭২. সব জ্বালানির মূল উপাদান কী?
Ο ক) C
Ο খ) S
Ο গ) O
Ο ঘ) N
 সঠিক উত্তর: (ক)

 ২৭৩. নিচের কোনটি ইথানল?
Ο ক) CH3-O-CH3
Ο খ) CH3-CH2-CHO
Ο গ) CH3-CH2-OH
Ο ঘ) CH3-CO-CH3
 সঠিক উত্তর: (গ)

 ২৭৪. প্রাকৃতিক গ্যাসে পেন্টেনের শতকরা পরিমাণ কত?
Ο ক) 7%
Ο খ) 6%
Ο গ) 4%
Ο ঘ) 3%
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭৫. প্লাস্টিক পলিমারকরণসমূহ –
i. জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত মনোমার দ্বারা প্রস্তুত হয়
ii. বিয়োজিত হয় না
iii. পুড়ালে বিষাক্ত ধোয়ার সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭৬. প্যারালডিহাইড নিচের কোনটি থেকে উৎপন্ন হয়?
Ο ক) ফরমালডিহাইড
Ο খ) অ্যাসিটালডিহাইড
Ο গ) মেটালডিহাইড
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (খ)

 ২৭৭. জৈব এসিড অ্যালকোহলের সাথে নিচের কোন পলিমারটি উৎপন্ন করে?
Ο ক) ডেরলিন
Ο খ) টেরিলিন
Ο গ) টেফলন
Ο ঘ) নাইলন
 সঠিক উত্তর: (খ)

 ২৭৮. ইতিপূর্বে হরিপুরে তেল আবিষ্কারের ঘোষণা দিলেও কার্যত তা ছিল একটি –
Ο ক) কয়লা ক্ষেত্র
Ο খ) গ্যাস ক্ষেত্র
Ο গ) স্বর্ণের খনি
Ο ঘ) হীরক খনি
 সঠিক উত্তর: (খ)

 ২৭৯. পেট্রোলিয়ামের পরিশোধন –
i. আংশিক পাতনের সাহায্যে করা হয়
ii. উপাদানের স্ফুটনাংকের উপর ভিত্তি করে করা হয়
iii. বিভিন্ন প্রয়োজনীয় জ্বালানি উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮০. CH4+2O2CO2+2H2O বিক্রিয়ায় জীবাশ্ম জ্বালানিটি –
i. উচ্চ তাপ ও চাপে সৃষ্টি হয়
ii. বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়
iii. জীবদেহ ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮১. কোনটি মুক্ত শিকল হাইড্রোকার্বন?
Ο ক) C4H10
Ο খ) C6H6
Ο গ) C4H8
Ο ঘ) C3H6
 সঠিক উত্তর: (ক)

 ২৮২. অ্যালকেনসমূহ নিচের কোন ধরনের বিক্রিয়ায় অংশগ্রহণ করে?
Ο ক) প্রতিস্থাপন
Ο খ) সংযোজন
Ο গ) পলিমারকরণ
Ο ঘ) ওজোনীকরণ
 সঠিক উত্তর: (ক)

 ২৮৩. প্রাইভেট কার ও মাইক্রোবাসের জ্বালানি হিসেবে ব্যবহার হয় কোনটি?
Ο ক) গ্যাসোলিন
Ο খ) লুব্রিকেটিং তেল
Ο গ) ডিজেল তেল
Ο ঘ) কেরোসিন
 সঠিক উত্তর: (ক)

 ২৮৪. পেট্রোলিয়ামের প্রধান উপাদান –
i. সাইক্লো অ্যালকেন
ii. অ্যারোমেটিক হাইড্রোকার্বন
iii. অসম্পৃক্ত হাইড্রোকার্বন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৮৫. পশুর চর্বিতে কোন ধরনের মূলক থাকে?
Ο ক) অ্যালকাইল
Ο খ) অ্যারাইল
Ο গ) অ্যামাইল
Ο ঘ) অ্যালকাইনাইল
 সঠিক উত্তর: (ক)

 ২৮৬. পলিথিন শিল্পে প্রচুর পরিমাণে কী ব্যবহৃত হয়?
Ο ক) ইথেন
Ο খ) ইথিলিন
Ο গ) মিথেন
Ο ঘ) প্রোপেন
 সঠিক উত্তর: (খ)

 ২৮৭. হেক্সেনেটর স্ফুটনাঙ্ক কত?
Ο ক) 360C
Ο খ) 690C
Ο গ) 950C
Ο ঘ) 980C
 সঠিক উত্তর: (খ)

 ২৮৮. অ্যালকাইনসমূহ –
i. অ্যালকিনের তুলনায় সক্রিয়
ii. সংযোজন বিক্রিয়া দেয়
iii. ব্রোমিনকে বর্ণহীন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৮৯. নিচের কোন যৌগে দ্বিবন্ধন আছে?
Ο ক) C3H5
Ο খ) C2H2
Ο গ) C3H8
Ο ঘ) C2H4
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯০. অ্যালকোহলকে শক্তিশালী জারক দ্বারা জারিত করলে প্রথমে কী উৎপন্ন হয়?
Ο ক) অ্যালডিহাইড
Ο খ) কিটোন
Ο গ) অ্যালকিন
Ο ঘ) ক ও খ
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯১. অংশ কলামের 121-1700C তাপমাত্রা অঞ্চল থেকে পৃথকীকৃত অংশকে কী বলে?
Ο ক) কেরোসিন
Ο খ) ন্যাপথা
Ο গ) গ্যাসোলিন
Ο ঘ) লুব্রিকেটিং তেল
 সঠিক উত্তর: (ক)

 ২৯২. কয়লা + O2→CO2; বিক্রিয়ায় ১ম বিক্রিয়কটি –
i. কার্বনের রূপভেদ
ii. জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়
iii. হাইড্রোকার্বন শ্রেণির
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৯৩. কোনটি থার্মোসেটিং পলিমার?
Ο ক) পলিথিন
Ο খ) পলিপ্রোপিলিন
Ο গ) PVC
Ο ঘ) ইপোক্সি গ্লু
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯৪. স্টার্চের সংকেত কী?
Ο ক) (C6H12O6)n
Ο খ) (C6H12O11)n
Ο গ) (C6H10O5)n
Ο ঘ) (C12H22O11)n
 সঠিক উত্তর: (গ)

 ২৯৫. পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ পেট্রোল থাকে?
Ο ক) 3 ভাগ
Ο খ) 5 ভাগ
Ο গ) 7 ভাগ
Ο ঘ) 9 ভাগ
 সঠিক উত্তর: (খ)

 ২৯৬. C2H4+H2O→CH3H2OH বিক্রিয়াটিতে –
i. H3PO4 প্রভাবক হিসেবে কাজ করে
ii. 60 atm চাপ প্রয়োজন
iii. সংযোজন ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯৭. দধিতে কোন এসিড পাওয়া যায়?
Ο ক) ল্যাকটিক এসিড
Ο খ) সাইট্রিক এসিড
Ο গ) ফরমিক এসিড
Ο ঘ) পমিটিক এসিড
 সঠিক উত্তর: (ক)

 ২৯৮. CnH2n+1COOH সাধারণ সংকেত বিশিষ্ট যৌগটি –
i. অ্যালকোহলের জারণ ক্রিয়ায় প্রস্তুত করা যায়
ii. জলীয় দ্রবণে OH মূলক প্রদান করে
iii. ক্ষারকের সাথে ক্রিয়ায় লবণ তৈরী করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৯৯. বাংলাদেশের কোন অঞ্চলে কয়লা মজুদ আছে?
Ο ক) পূর্বাঞ্চলে
Ο খ) উত্তরাঞ্চলে
Ο গ) পশ্চিমাঞ্চলে
Ο ঘ) দক্ষিণাঞ্চলে
 সঠিক উত্তর: (ক)

 ৩০০. পাঁচ কার্বনবিশিষ্ট অ্যালকেনের নাম কী?
Ο ক) মিথেন
Ο খ) বিউটেন
Ο গ) পেন্টেন
Ο ঘ) প্রোপেন
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post