এস.এস.সি রসায়ন অধ্যায় - ১১: খনিজ সম্পদ-জীবাশ্ম (৫)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ১১: খনিজ সম্পদ-জীবাশ্ম (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
২০১. ইথানয়িক এসিডের 6-10% জলীয় দ্রবণকে কী বলা হয়?
Ο ক) মেথিলেটেড স্পিরিট
Ο খ) রেকটিফাইড স্পিরিট
Ο গ) ভিনেগার
Ο ঘ) ফরমালিন
 সঠিক উত্তর: (গ)

 ২০২. নিচের কোনটি পানিতে কম দ্রবণীয়?
Ο ক) C2H5OH
Ο খ) C3H7OH
Ο গ) C4H9OH
Ο ঘ) C5H11OH
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৩. নিচের বিক্রিয়াটি লক্ষ কর – CaC2(s)+H2O(g)→HCCH(g)
i. শিল্পক্ষেত্রে এভাবে ইথাইন প্রস্তুত করা হয়
ii. বিক্রিয়ক CaC2 এ ফোঁটায় ফোঁটায় পানি যোগ করা হয়
iii. ফল পাকাতে উৎপন্ন যৌগটি ব্যবহার হয়ে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৪. প্রাকৃতিক গ্যাসে বিউটেনের শতকরা পরিমাণ কত?
Ο ক) 4%
Ο খ) 7%
Ο গ) 3%
Ο ঘ) 6%
 সঠিক উত্তর: (ক)

 ২০৫. কোনটি চকচকে?
Ο ক) নাইলন
Ο খ) PVC
Ο গ) টেফলন
Ο ঘ) পলিপ্রোপিন
 সঠিক উত্তর: (ক)

 ২০৬. বর্তমানে কোন দেশে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে ইথানলকে মটর ইঞ্জিনের জ্বালানিরূপে ব্যবহার করা হচ্ছে?
Ο ক) জাপানে
Ο খ) চীনে
Ο গ) আমেরিকায়
Ο ঘ) ব্রাজিলে
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৭. লেবুর রসে কোনটি থাকে?
Ο ক) সাইট্রিক এসিড
Ο খ) টারটারিক এসিড
Ο গ) ল্যাকটিক এসিড
Ο ঘ) পমিটিক এসিড
 সঠিক উত্তর: (ক)

 ২০৮. ব্রোমিন দ্রবণ পরীক্ষায় লাল বর্ণের ব্রোমিন অ্যালকিনের সাথে বিক্রিয়ায় কোন বর্ণ দেয়?
Ο ক) কমলা
Ο খ) নীল
Ο গ) বাদামি
Ο ঘ) বর্ণহীন
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৯. কেরোসিনের হাইড্রোকার্বনে কার্বন সংখ্যা থাকে –
Ο ক) 11-16টি
Ο খ) 11-15টি
Ο গ) 12-16টি
Ο ঘ) 11-17টি
 সঠিক উত্তর: (ক)

 ২১০. একবার মাত্র আকার এবং গলানো যায় কোনটিকে?
Ο ক) থার্মোপ্লাস্টিক পলিমারকে
Ο খ) থার্মোসেটিং পলিমারকে
Ο গ) উভয় পলিমারকে
Ο ঘ) কোনটিকেই নয়
 সঠিক উত্তর: (খ)

 ২১১. -A-A-A-A-A- পলিমার কাঠামোর মনোমার নিচের কোনটি?
Ο ক) A
Ο খ) A-A
Ο গ) A-A-A
Ο ঘ) A-A-A-A
 সঠিক উত্তর: (ক)

 ২১২. অপরিশোধিত তেলতে ব্যবহার উপযোগী করার জন্য নিচের কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
Ο ক) কেলাসন
Ο খ) পাতন
Ο গ) আংশিক পাতন
Ο ঘ) বাষ্পীভবন
 সঠিক উত্তর: (গ)

 ২১৩. অপরিশোধিত তেলের বিভিন্ন অংশকে পৃথক করার প্রক্রিয়াকে বলে –
Ο ক) পরিশোধন
Ο খ) পরিভবন
Ο গ) ঘনীকরণ
Ο ঘ) বিগলন
 সঠিক উত্তর: (ক)

 ২১৪. কোনটি সাপ তাড়াতে ব্যবহার করা হয়?
Ο ক) প্যারাফিন
Ο খ) ফেনল
Ο গ) বিটুমিন
Ο ঘ) ন্যাপথালিন
 সঠিক উত্তর: (খ)

 ২১৫. ব্রোমিন কী বর্ণের তরল পদার্থ?
Ο ক) সাদা
Ο খ) লাল
Ο গ) বেগুনি
Ο ঘ) গোলাপী
 সঠিক উত্তর: (খ)

 ২১৬. ইথাইল অ্যালকোহলের শিল্পোৎপাদন করা হয় –
i. স্টার্চসমৃদ্ধ বস্তু থেকে
ii. চিটাগুড় থেকে
iii. বায়ুগ্যাস প্লান্ট থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২১৭. হাইড্রোকার্বনসমূহ –
i. প্রধান দুই ভাগে বিভক্ত
ii. হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত যৌগ
iii. সাধারণভাবে CxHy হিসেবে লেখা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৮. প্রভাবকবিহীন উচ্চ তাপ ও চাপে হাইড্রোকার্বনের ভাঙনকে কী বলে?
Ο ক) প্রভাবকীয় ভাঙন
Ο খ) স্বাভাবিক বিযোজন
Ο গ) তাপীয় সংযোজন
Ο ঘ) তাপীয় বিযোজন
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৯. C ও H দ্বারা গঠিত যৌগ –
i. পেট্রোলিয়ামের প্রধান উপাদান
ii. কার্বন-কার্বন একক বন্ধনবিশিষ্ট হলে সম্পৃক্ত হয়
iii. হাইড্রোকার্বন নামে পরিচিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২২০. বায়োপলিমারসমূহ জীবাণু দ্বারা বিযোজিত হতে কত বছর সময় নেয়?
Ο ক) 20 থেকে 30 বছর
Ο খ) 10 থেকে 20 বছর
Ο গ) 20 থেকে 40 বছর
Ο ঘ) 30 থেকে 40 বছর
 সঠিক উত্তর: (ক)

 ২২১. C2H6 –
i. এটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন
ii. কার্বন কার্বন একক বন্ধন
iii. পেট্রোলিয়াম থেকে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২২২. ইনসুলিন নামক পলিমারে কয়টি অ্যামাইনো এসিড থাকে?
Ο ক) 20টি
Ο খ) 22টি
Ο গ) 32টি
Ο ঘ) 21টি
 সঠিক উত্তর: (খ)

 ২২৩. মিথাইল ক্লোরোরাইড নিচের কোন ক্ষেত্রে ব্যবহার হয়?
Ο ক) রাসায়নিক দ্রব্য প্রস্তুতিতে
Ο খ) দ্রাবক হিসেবে
Ο গ) চেতনানাশক হিসেবে
Ο ঘ) ড্রাইওয়াশ করতে
 সঠিক উত্তর: (ক)

 ২২৪. পেট্রোলিয়ামে কেরোসিন থাকে শতকরা –
Ο ক) 13 ভাগ
Ο খ) 14 ভাগ
Ο গ) 15 ভাগ
Ο ঘ) 12 ভাগ
 সঠিক উত্তর: (ক)

 ২২৫. পেট্রোলিয়ামে ডিজেল তেল থাকে শতকরা --- ভাগ।
Ο ক) 30
Ο খ) 40
Ο গ) 20
Ο ঘ) 50
 সঠিক উত্তর: (গ)

 ২২৬. কোনটি থার্মোসেটিং প্লাস্টিক নয়?
Ο ক) বাকেলাইট
Ο খ) কৃত্রিম রেজিন
Ο গ) ইপেক্সি গ্লু
Ο ঘ) পলিপ্রোপিন
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৭. প্রাকৃতিক গ্যাসে শতকরা কত ভাগ ইথেন থাকে?
Ο ক) 3 ভাগ
Ο খ) 4 ভাগ
Ο গ) 6 ভাগ
Ο ঘ) 7 ভাগ
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৮. ইথানলকে একটি শক্তিশালী জারক দ্বারা জারিত করলে নিচের কোন যৌগটি তৈরি হয়?
Ο ক) CH3CHO
Ο খ) CH3COOH
Ο গ) CH3CH2OOCCH3
Ο ঘ) CH3CH3
 সঠিক উত্তর: (খ)

 ২২৯. সাধারণ তাপমাত্রায় তরল – i. C4H10 ii. C5H12 iii. C6H14 নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৩০. রেকটিফাইড স্পিরিটে থাকে –
Ο ক) 96% ইথানল ও 34% পানি
Ο খ) 95.6% ইথানল ও 4.4% পানি
Ο গ) 76% ইথানল ও 24% পানি
Ο ঘ) 98% ইথানল ও 2% পানি
 সঠিক উত্তর: (খ)

 ২৩১. রেইনকোট তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) পলিথিন
Ο খ) পলিপ্রোপিন
Ο গ) টেফলন
Ο ঘ) পলিভিনাইল ক্লোরাইড
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩২. পরীক্ষাগারে কীভাবে অ্যালকেন প্রস্তুত করা হয়?
Ο ক) ফ্যাটি এসিডের লবণ থেকে
Ο খ) CO2 ও H2 এর মিশ্রণ থেকে
Ο গ) CO ও H2 এর মিশ্রণ থেকে
Ο ঘ) অ্যালকেনের প্রভাবকীয় ভাঙনের মাধ্যমে
 সঠিক উত্তর: (ক)

 ২৩৩. অপরিশোধিত তেলকে কত 0C তাপমাত্রায় উত্তপ্ত করে আংশিক পাতন করা হয়?
Ο ক) 300
Ο খ) 400
Ο গ) 20
Ο ঘ) 270
 সঠিক উত্তর: (খ)

 ২৩৪. পেট্রোলিয়ামের কোন অংশ জেট বিমানের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়?
Ο ক) লুব্রিকেটিং তেল
Ο খ) ডিজেল তেল
Ο গ) ন্যাপথা
Ο ঘ) কেরোসিন
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৫. কয়লাকে তাপ দিলে প্রাপ্ত অবশেষকে কী বলে?
Ο ক) কয়লার আশ
Ο খ) কোক
Ο গ) খনিজ কয়লা
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (খ)

 ২৩৬. কোনটি অ্যালকেনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া?
Ο ক) দহন
Ο খ) প্রভাবকীয় বিযোজন
Ο গ) তাপীয় বিযোজন
Ο ঘ) হ্যালোজেন প্রতিস্থাপন
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৭. PVC এর ধর্ম নয় কোনটি?
Ο ক) নরম
Ο খ) কঠিন
Ο গ) শক্ত
Ο ঘ) বিদ্যুৎ অপরিবাহী
 সঠিক উত্তর: (ক)

 ২৩৮. কোনটি মোম তৈরিতে ব্যবহৃত হয়?
Ο ক) অ্যালুমিনিয়াম
Ο খ) কার্বন
Ο গ) অক্সিজেন
Ο ঘ) সিলিকন
 সঠিক উত্তর: (খ)

 ২৩৯. পেট্রোলিয়াম গ্যাস অংশের হাইড্রোকার্বনে কার্বন থাকে –
Ο ক) 1-3টি
Ο খ) 1-5টি
Ο গ) 2-3টি
Ο ঘ) 1-4টি
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪০. C6H6+2O2CO2+?+তাপ –
Ο ক) 2H2O
Ο খ) CO+H2O
Ο গ) CH4
Ο ঘ) 3H2O
 সঠিক উত্তর: (গ)

 ২৪১. পেট্রোলিয়ামের প্রধান উপাদান কোনটি?
Ο ক) কার্বন
Ο খ) হাইড্রোকার্বনের মিশ্রণ
Ο গ) হাইড্রোকার্বন
Ο ঘ) মিথেন
 সঠিক উত্তর: (খ)

 ২৪২. LPG গ্যাসরূপে কী ব্যবহার করা হয়?
Ο ক) কয়লা
Ο খ) প্রাকৃতিক গ্যাস
Ο গ) পেট্রোলিয়াম গ্যাস
Ο ঘ) তেল
 সঠিক উত্তর: (গ)

 ২৪৩. লুব্রিকেটিং অংশের হাইড্রোকার্বনে কার্বন থাকে –
Ο ক) 20 থেকে 35
Ο খ) 20 থেকে 25
Ο গ) 20 থেকে 45
Ο ঘ) 20 থেকে 55 পর্যন্ত
 সঠিক উত্তর: (ক)

 ২৪৪. মিথেনের শিল্পোৎপাদন করা যায় –
i. কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন হতে
ii. কার্বন মনোক্সাইড ও স্টিম হতে
iii. প্রাকৃতিক গ্যাস হতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৫. পেট্রোলিয়াম অংশের হাইড্রোকার্বনে কার্বন সংখ্যা কতটি?
Ο ক) 5-10
Ο খ) 6-10
Ο গ) 4-7
Ο ঘ) 4-10
 সঠিক উত্তর: (ক)

 ২৪৬. গম, আলু, ভুট্টা প্রভৃতি হলো –
Ο ক) সেলুলোজ
Ο খ) গ্লাইকোজেন
Ο গ) স্টার্চ
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (গ)

 ২৪৭. নিচের কোন যৌগটি ব্রোমিন দ্রবণের লাল বর্ণকে বর্ণহীন করতে পারে?
Ο ক) C3H8
Ο খ) C3H8O
Ο গ) C3H6O
Ο ঘ) C3H4
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৮. ন্যাপথাকে জ্বালানি হিসেবে কতভাগ ব্যবহার করা হয়?
Ο ক) ১০
Ο খ) ৫০
Ο গ) ৯০
Ο ঘ) ৭০
 সঠিক উত্তর: (গ)

 ২৪৯. অশোধিত তেলের প্রায় শতকরা কত ভাগ কেরোসিন?
Ο ক) 10
Ο খ) 11
Ο গ) 12
Ο ঘ) 13
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫০. অ্যালকিন কত তাপমাত্রায় পানির সাথে বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করে?
Ο ক) 3000C
Ο খ) 4500C
Ο গ) 600C
Ο ঘ) 3500C
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post