এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১১ (৬)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১১ (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
২৫১. নাজমিন দৈনিক সংবাদপত্রের একটি প্রতিবদেনে দেখেন যে, ১৯৫৫ সালে পাকিস্তানের সামরিক বাহিনীর মোট ২২১১ জন কর্মকর্তার মধ্যে বাঙালি ছিল মাত্র ৮২ জন। নাজমিন বাঙালির প্রতি কোন বৈষম্য সম্পর্কে জানতে পারলেন?
Ο ক) সামরিক
Ο খ) প্রশাসনিক
Ο গ) রাজনৈতিক
Ο ঘ) অর্থনৈতিক
 সঠিক উত্তর: (ক)

 ২৫২. বাঙালিরা বিভিন্নভাবে সামাজিক বৈষম্যের শিকার হতো। এটি কী প্রমাণ করে?
i সেবামূলক সকল সুবিধা পশ্চিম পাকিস্তানিরা পেত
ii. শুধুমাত্র বিদ্যুৎ টেলিগ্রাফ, টেলিফোন, অফিস-আদালতে বাঙালিদের অধিকার বেশি ছিল
iii. বাঙালিদের সকল ধরনের সুযোগসুবিধা থেকে বঞ্চিত রাখার চেষ্টা অব্যাহত ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৫৩. ১৯৬৬ সালে লাহোরে বিরোধীদলীয় সদস্যরা কত তারিখে সম্মেলন ডাকেন?
Ο ক) ৩-৪ ফেব্রুয়ারি
Ο খ) ৪-৫ ফেব্রুয়ারি
Ο গ) ৫-৬ ফেব্রুয়ারি
Ο ঘ) ৬-৭ ফেব্রুয়ারি
 সঠিক উত্তর: (গ)

 ২৫৪. পাকিস্তানের প্রথম পঞ্চবার্ষিকী পশ্চিম পাকিস্তানের জন্য কত শতাংশ বরাদ্ধ করা হয়?
Ο ক) ১১১
Ο খ) ১১২
Ο গ) ১১৩
Ο ঘ) ১১৪
 সঠিক উত্তর: (গ)

 ২৫৫. রাবির প্রক্টর ড. শামসুজ্জোহ কীভাবে নিহত হন?
Ο ক) পুলিশের গুলিতে
Ο খ) বোমা হামলায়
Ο গ) স্বাভাবিকভাবে
Ο ঘ) সেনাবাহিনীর বেয়োনেটে আঘাতে
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫৬. ভারত-পাকিস্তান যুদ্ধের ফলে বাংলায় আইয়ুববিরোধী চেতনা প্রবল হয়। এর যথার্থ কারণ হলো-
i যুদ্ধের সময় পূর্ব বাংলা অরক্ষিত হয়ে পড়েছিল
ii. পূর্ব বাংলায় এ সময় খাদ্যসংকট দেখা দিয়েছিল
iii. বাঙালি সেনারা জীবনবাজি রেখে যুদ্ধ করলেও তাদের নিরাপত্তার নিশ্চিত করেনি আইয়ুব সরকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫৭. মৌলিক গণতন্ত্রের তহশিল পরিষদ স্তরটি কোথায় ছিল?
Ο ক) পূর্ব পাকিস্তান
Ο খ) পূর্ব বাংলায়
Ο গ) পশ্চিম পাকিস্তানে
Ο ঘ) পশ্চিম বাংলায়
 সঠিক উত্তর: (গ)

 ২৫৮. দুইমাসের মধ্যে ১১ দফা বাস্তবায়ন ও রাজবন্দিদের মুক্তি দিতে হবে-ঘোষনাটি কে দেন?
Ο ক) শেখ মুজিবুর রহমান
Ο খ) মওলানা ভাসানী
Ο গ) এ.কে. ফজলুল হক
Ο ঘ) এম.এ. নেওয়াজী
 সঠিক উত্তর: (খ)

 ২৫৯. স্যার টমাস উইলিয়াম এমপি আগরতলা মামলায় কার আইনজীবী ছিলেন?
Ο ক) ক্যাপ্টেন শওকত আলীর
Ο খ) এ.বি.এম আবদুস সামাদের
Ο গ) শেখ মুজিবুর রহমানের
Ο ঘ) রুহুল কুদ্দুস সিএসপির
 সঠিক উত্তর: (গ)

 ২৬০. সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও বাঙালিদের সাথে সাংস্কৃতির বৈষম্য করা হতো। এর যথার্থতা নিরূপণে বলা যায়-
i পহেলা বৈশাখ পালনকে বাধা প্রধান করা হয়
ii. রবীন্দ্রনাথের রচনাবলি নিষিদ্ধ করার চেষ্টা করা হয়
iii. বাংলাকে শিক্ষার মাধ্যমে হিসেবে স্বীকৃতি দেওয়া হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৬১. পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক নীতি অনুসরণ করে-
i রাজনৈতিক
ii. প্রশাসনিক
iii. অর্থনৈতিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬২. ১৯৬২ সালের সংবিধান বিরোধী ছাত্র আন্দোলনের ওপর কঠোর দমন নীতি চালান-
i. ইয়াহিয়া খান
ii. আইয়ুব খান
iii. মোনায়েম খান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৬৩. শিক্ষাক্ষেত্রে বাঙালিরা বৈষম্যের শিকার হতো। এর যথার্থ নিরূপণে বলা যায়-
i আরবি হরফে বাংলা লেখার ষড়যন্ত্র করা হয়
ii. বাঙালিদের অশিক্ষিত রাখার চেষ্টা অব্যাহত ছিল
iii. উর্দুকে শিক্ষার মাধ্যম করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬৪. মোট জনসংখ্যার মধ্যে শতকরা কত জন বাঙালি ছিল?
Ο ক) ৫০ জন
Ο খ) ৫৬ জন
Ο গ) ৬০ জন
Ο ঘ) ৬৬ জন
 সঠিক উত্তর: (খ)

 ২৬৫. ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তানের মোট সরকারি ব্যয়ের হার ছিল কত শতাংশ ?
Ο ক) ৫.১০%
Ο খ) ৫.১২%
Ο গ) ৫.১৪%
Ο ঘ) ৫.১৬%
 সঠিক উত্তর: (ক)

 ২৬৬. ১৯৬৮ সালের কত তারিখে আওয়ামী লীগ নির্যাতন প্রতিরোধ দিবস পালন করে?
Ο ক) ৭ ডিসেম্বর
Ο খ) ৮ ডিসেম্বর
Ο গ) ৯ ডিসেম্বর
Ο ঘ) ১০ ডিসেম্বর
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬৭. কোন আন্দোলনের ফলে ছাত্ররা আইয়ুববিরোধী আন্দোলনে আরও শক্তি সঞ্চয় করতে পেরেছিলেন?
Ο ক) বাষাট্টির শিক্ষা আন্দোলন
Ο খ) মৌলিক গণতন্ত্রবিরোধী আন্দোলন
Ο গ) সামরিক সরকারবিরোধী আন্দোলন
Ο ঘ) বাষট্টির গণআন্দোলন
 সঠিক উত্তর: (ক)

 ২৬৮. আগরতলা মামলা বিচার করা হয় কীভাবে?
Ο ক) সাধারণ টাইব্যুনাল গঠন করে
Ο খ) বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে
Ο গ) সামাজিক আইনের মাধ্যমে
Ο ঘ) সাধারণ আদালতের মাধ্যমে
 সঠিক উত্তর: (ক)

 ২৬৯. আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত কারণ হলো-
Ο ক) পশ্চিম পাকিস্তানের স্বাধীনতা অক্ষুন্ন রাখা
Ο খ) ভারতের সাতে বঙ্গবন্ধুর একত্রে পরিকল্পিত সশস্ত্র আন্দোলনকে নস্যাৎ করা
Ο গ) ছয় দফার দাবিকে বানচাল করা
Ο ঘ) বাঙালি জাতীয়তাবাদের মূলে কুঠাঘাত করা
 সঠিক উত্তর: (খ)

 ২৭০. ১৯৬৭ সাল পর্যন্ত ঢাকার জন্য ব্যয় করা হয় কত?
Ο ক) ১৫ কোটি টাকা
Ο খ) ২৫ কোটি টাকা
Ο গ) ৩০ কোটি টাকা
Ο ঘ) ৩৫ কোটি টাকা
 সঠিক উত্তর: (খ)

 ২৭১. ছাত্রনেতা আসাদুজ্জামান পুলিশের গুলিতে নিহত হন কত তারিখে?
Ο ক) ১৮ জানুয়ারি ১৯৬৯
Ο খ) ২০ জানুয়ারি ১৯৬৯
Ο গ) ২২ জানুয়ারি ১৯৬৯
Ο ঘ) ২৪ জানুয়ারি ১৯৬৯
 সঠিক উত্তর: (খ)

 ২৭২. আগরতলা মামলার রাজসাক্ষী কত জন ছিল?
Ο ক) ১১ জন
Ο খ) ৫১ জন
Ο গ) ২২৭ জন
Ο ঘ) ৩০০ জন
 সঠিক উত্তর: (ক)

 ২৭৩. ভারত পাকিস্তানে যুদ্ধের অবসান হয় কীভাবে?
Ο ক) সোভিয়েত প্রধানমন্ত্রী কোসিগিনের মধ্যস্থায়
Ο খ) ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সহায়তায়
Ο গ) আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের মধ্যস্থতায়
Ο ঘ) বিট্রিশ প্রধানমন্ত্রী উড্রো উইলসনের মধ্যস্থতায়
 সঠিক উত্তর: (ক)

 ২৭৪. নির্বাচকমণ্ডলী সদস্যরা কিসের মেম্বার ছিল?
Ο ক) বি ডি
Ο খ) বি পি
Ο গ) ডি বি
Ο ঘ) বি লি
 সঠিক উত্তর: (ক)

 ২৭৫. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সার্জেন্ট জহুরুল হককে কোন সালের কত তারিখে হত্যা করা হয়?
Ο ক) ১৯৬৮ সালের ৬ ডিসেম্বর
Ο খ) ১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি
Ο গ) ১৯৬৯ সালের ২১ জানুয়ারি
Ο ঘ) ১৯৬৬ সালে ৮ মে
 সঠিক উত্তর: (খ)

 ২৭৬. কার মৃতদেহ নিয়ে জনতা ১৯৬৯ সালে রাজপথ প্রদক্ষিণ করেন?
Ο ক) সার্জেন্ট সামসুল হকের
Ο খ) এ.বি.এম খুরশীদের
Ο গ) সার্জেন্ট জহুরুল হকের
Ο ঘ) মাহফুজুর বারীর
 সঠিক উত্তর: (গ)

 ২৭৭. ১৯৬২ সালের ১লা মার্চ জেনারেল ইয়াহিয়া নতুন সংবিধান ঘোষণা করে এটি কী প্রমাণ করেন?
i বৈধ প্রেসিডেন্ট ছিলেন
ii. গণতন্ত্রের পুনঃপরিবর্তক ছিলেন
iii. সংবিধান প্রণয়নের ক্ষমতা তার ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৭৮. কার সময়ে পূর্ব বাংলায় আওয়ামী লীগ ও কৃষক-শ্রমিক পার্টির দ্বন্ধ চরমে উঠে?
Ο ক) নুরুল আমিন সরকারের
Ο খ) ইস্কান্দার মির্জার
Ο গ) খাজা নাজিম উদ্দীনের
Ο ঘ) আইয়ুব খানের
 সঠিক উত্তর: (খ)

 ২৭৯. আগরতলা ষড়যন্ত্র মামলার পাকিস্তান সরকারের পক্ষে প্রধান কৌসুলি ছিলেন-
i মঞ্জুর কাদের
ii. আব্দুস সালাম খান
iii. টি.এইচ.খান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৮০. পূর্ব বাংলার শিক্ষাব্যবস্থায় আঘাত হানতে চেয়েছিল কীভাবে?
Ο ক) বাংলাকে লেখার ভাষাকরণের ষড়যন্ত্রে
Ο খ) উর্দুকে শিক্ষার মাধ্যম করার চেষ্টা
Ο গ) আরবিকে শিক্ষার মাধ্যম করার চেষ্টা
Ο ঘ) ইংরেজিকে অফিসিয়াল ভাষাকরণের প্রচেষ্টা
 সঠিক উত্তর: (খ)

 ২৮১. বাংলা ভাষাকে আরবি বর্ণে লেখার ষড়যন্ত্র শুরু করেন কারা?
Ο ক) ভারতীয়রা
Ο খ) পূর্ব পাকিন্তানিরা
Ο গ) আরবীয়রা
Ο ঘ) পশ্চিম পাকিস্তানিরা
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮২. ১৯৬২ সালের কত তারিখে সামরিক আইন প্রত্যাহার করা হয়?
Ο ক) ২ জুন
Ο খ) ৪ জুন
Ο গ) ৬ জুন
Ο ঘ) ৮ জুন
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮৩. ১৯৪৭-১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তান মোট রপ্তানি আয়ের পূর্ব পাকিস্তানের অংশ ছিল কত শতাংশ?
Ο ক) ৫৪.৫%
Ο খ) ৫৪.৭%
Ο গ) ৫৪.৯%
Ο ঘ) ৫৪.১১%
 সঠিক উত্তর: (খ)

 ২৮৪. ১৯৬৮ সালের কত তারিখে ঘেরাও আন্দোলনের সূচনা হয়?
Ο ক) ২৬ ডিসেম্বর
Ο খ) ২৭ ডিসেম্বর
Ο গ) ২৮ ডিসেম্বর
Ο ঘ) ২৯ ডিসেম্বর
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮৫. করাচি রাজধানী হয় কত সালে?
Ο ক) ১৯৪৬
Ο খ) ১৯৪৭
Ο গ) ১৯৪৮
Ο ঘ) ১৯৪৯
 সঠিক উত্তর: (খ)

 ২৮৬. বঙ্গবন্ধুকে গোলটেবিলে যোগদানের জন্য প্যারলে মুক্তিদানের প্রস্তাব দেয় কে?
Ο ক) ইয়াহিয়া সরকার
Ο খ) আইয়ুব সরকার
Ο গ) নাজিম উদদীন সরকার
Ο ঘ) নূরুল আমিন সরকার
 সঠিক উত্তর: (খ)

 ২৮৭. রফিক তার বন্ধুকে বললো যে, ১৯৬৯ সালে পুলিশের নবম শ্রেণির একজন ছাত্র নিহত হয়। রফিক কার নাম বললেন?
Ο ক) শফিকের
Ο খ) সালামের
Ο গ) বরকতের
Ο ঘ) মতিউরের
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮৮. কাশেমপুরের রাজা জনাব ‘B’ তার দেশে ‘ক’ নামক শাসনতন্ত্র চালু করেন। এখানে জনাব ‘B’ এর সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
Ο ক) আইয়ুব খান
Ο খ) ইয়াহিয়া খান
Ο গ) নুরুল আমিন
Ο ঘ) ইস্কান্দার মির্জা
 সঠিক উত্তর: (ক)

 ২৮৯. লাহোরে বিরোধীদলীয় নেতারা কত সালে একটি সম্মেলন আহবান করেন?
Ο ক) ১৯৬৬
Ο খ) ১৯৬৭
Ο গ) ১৯৬৮
Ο ঘ) ১৯৬৯
 সঠিক উত্তর: (ক)

 ২৯০. সজীব ভারতে ভ্রমণে গিয়ে দেখলো দিল্লি অপেক্ষা কাশ্মীরের রাস্তাঘাট, স্কুল, কলেজ, অফিস-আদালত, ডাকঘর, টেলিফোন, টেলিগ্রাম, বিদ্যুৎ প্রভৃতি ক্ষেত্রে খুবই অনুন্নত। সজীব কোন ধরনের বৈষম্য লক্ষ করলো?
Ο ক) অর্থনৈতিক
Ο খ) সামাজিক
Ο গ) রাজনৈতিক
Ο ঘ) সংস্কৃতিক
 সঠিক উত্তর: (খ)

 ২৯১. ১৯৬৯ সালের গণঅভ্যূত্থানের ফলাফল হলো-
i. আইয়ুব খানের পদত্যাগ
ii. ইয়াহিয়া ক্ষমতা গ্রহণ
iii. পূর্ব পাকিস্তান থেকে মোনায়েম খানকে অপসারণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯২. জন্মলগ্ন থেকে পাকিস্তানের মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহী হয়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (খ)

 ২৯৩. পূর্ব পাকিস্তানে আইয়ুববিরোধী গণআন্দোলন চুড়ান্ত পর্যায়ে উপনীত হয় কত সালে?
Ο ক) ১৯৬৬-৬৭
Ο খ) ১৯৬৭-৬৮
Ο গ) ১৯৬৮-৬৯
Ο ঘ) ১৯৬৯-৭০
 সঠিক উত্তর: (গ)

 ২৯৪. জমির সাহেব তার দেশে ‘D’ ভাষায় রচিত সংগীত, নাটক, সাহিত্য ইত্যাদি নিষিদ্ধ করেন। ‘D’ এর সাথে কোন ভাষায় মিল রয়েছে?
Ο ক) ইংরেজি
Ο খ) বাংলা
Ο গ) উর্দু
Ο ঘ) ফার্সি
 সঠিক উত্তর: (খ)

 ২৯৫. পূর্ব বাংলার শুধু স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত ঘটে। এর যৌক্তিক কারণ হলো-
i পৃথক রাষ্ট্রের মর্যাদা থেকে বঞ্চিত
ii. আর্থসামাজিক সাংস্কৃতি দিক থেকে সুবিধাবঞ্চিত
iii. স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৯৬. শচীন্দ্রলাল সিংহ কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন?
Ο ক) ত্রিপুরার
Ο খ) অমৃতসরে
Ο গ) দিল্লির
Ο ঘ) গুজরাটের
 সঠিক উত্তর: (ক)

 ২৯৭. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান হয়েছিল কোন শাসকের বিরুদ্ধে?
Ο ক) ইয়াহিয়া খান
Ο খ) নূরুল আমিন সরকার
Ο গ) আইয়ুব খান
Ο ঘ) নাজিম উদদীন
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯৮. বঙ্গবন্ধু কত সালে গোপনে ত্রিপুরা গমন করেন?
Ο ক) ১৯৬২
Ο খ) ১৯৬৩
Ο গ) ১৯৬৪
Ο ঘ) ১৯৬৫
 সঠিক উত্তর: (খ)

 ২৯৯. ১৯৬৬ সালে সামরিক বাহিনীর ১৭ জন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার মধ্যে বাঙালি ছিল কয় জন?
Ο ক) এক জন
Ο খ) দুই জন
Ο গ) তিন জন
Ο ঘ) চার জন
 সঠিক উত্তর: (ক)

 ৩০০. আগরতলা মামলায় শেখ মুজিবুর রহমানের আইনজীবী ছিলেন কে?
Ο ক) আবদুস সালাম খান
Ο খ) স্যার উইলিয়াম কেরী
Ο গ) স্যার টমাস উইলিয়াম এমপি
Ο ঘ) আবদুস সোবান খান
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post