ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১১ (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. নাজমিন দৈনিক সংবাদপত্রের একটি প্রতিবদেনে দেখেন যে, ১৯৫৫ সালে পাকিস্তানের সামরিক বাহিনীর মোট ২২১১ জন কর্মকর্তার মধ্যে বাঙালি ছিল মাত্র ৮২ জন। নাজমিন বাঙালির প্রতি কোন বৈষম্য সম্পর্কে জানতে পারলেন?
Ο ক) সামরিক
Ο খ) প্রশাসনিক
Ο গ) রাজনৈতিক
Ο ঘ) অর্থনৈতিক
সঠিক উত্তর: (ক)
২৫২. বাঙালিরা বিভিন্নভাবে সামাজিক বৈষম্যের শিকার হতো। এটি কী প্রমাণ করে?
i সেবামূলক সকল সুবিধা পশ্চিম পাকিস্তানিরা পেত
ii. শুধুমাত্র বিদ্যুৎ টেলিগ্রাফ, টেলিফোন, অফিস-আদালতে বাঙালিদের অধিকার বেশি ছিল
iii. বাঙালিদের সকল ধরনের সুযোগসুবিধা থেকে বঞ্চিত রাখার চেষ্টা অব্যাহত ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৫৩. ১৯৬৬ সালে লাহোরে বিরোধীদলীয় সদস্যরা কত তারিখে সম্মেলন ডাকেন?
Ο ক) ৩-৪ ফেব্রুয়ারি
Ο খ) ৪-৫ ফেব্রুয়ারি
Ο গ) ৫-৬ ফেব্রুয়ারি
Ο ঘ) ৬-৭ ফেব্রুয়ারি
সঠিক উত্তর: (গ)
২৫৪. পাকিস্তানের প্রথম পঞ্চবার্ষিকী পশ্চিম পাকিস্তানের জন্য কত শতাংশ বরাদ্ধ করা হয়?
Ο ক) ১১১
Ο খ) ১১২
Ο গ) ১১৩
Ο ঘ) ১১৪
সঠিক উত্তর: (গ)
২৫৫. রাবির প্রক্টর ড. শামসুজ্জোহ কীভাবে নিহত হন?
Ο ক) পুলিশের গুলিতে
Ο খ) বোমা হামলায়
Ο গ) স্বাভাবিকভাবে
Ο ঘ) সেনাবাহিনীর বেয়োনেটে আঘাতে
সঠিক উত্তর: (ঘ)
২৫৬. ভারত-পাকিস্তান যুদ্ধের ফলে বাংলায় আইয়ুববিরোধী চেতনা প্রবল হয়। এর যথার্থ কারণ হলো-
i যুদ্ধের সময় পূর্ব বাংলা অরক্ষিত হয়ে পড়েছিল
ii. পূর্ব বাংলায় এ সময় খাদ্যসংকট দেখা দিয়েছিল
iii. বাঙালি সেনারা জীবনবাজি রেখে যুদ্ধ করলেও তাদের নিরাপত্তার নিশ্চিত করেনি আইয়ুব সরকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫৭. মৌলিক গণতন্ত্রের তহশিল পরিষদ স্তরটি কোথায় ছিল?
Ο ক) পূর্ব পাকিস্তান
Ο খ) পূর্ব বাংলায়
Ο গ) পশ্চিম পাকিস্তানে
Ο ঘ) পশ্চিম বাংলায়
সঠিক উত্তর: (গ)
২৫৮. দুইমাসের মধ্যে ১১ দফা বাস্তবায়ন ও রাজবন্দিদের মুক্তি দিতে হবে-ঘোষনাটি কে দেন?
Ο ক) শেখ মুজিবুর রহমান
Ο খ) মওলানা ভাসানী
Ο গ) এ.কে. ফজলুল হক
Ο ঘ) এম.এ. নেওয়াজী
সঠিক উত্তর: (খ)
২৫৯. স্যার টমাস উইলিয়াম এমপি আগরতলা মামলায় কার আইনজীবী ছিলেন?
Ο ক) ক্যাপ্টেন শওকত আলীর
Ο খ) এ.বি.এম আবদুস সামাদের
Ο গ) শেখ মুজিবুর রহমানের
Ο ঘ) রুহুল কুদ্দুস সিএসপির
সঠিক উত্তর: (গ)
২৬০. সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও বাঙালিদের সাথে সাংস্কৃতির বৈষম্য করা হতো। এর যথার্থতা নিরূপণে বলা যায়-
i পহেলা বৈশাখ পালনকে বাধা প্রধান করা হয়
ii. রবীন্দ্রনাথের রচনাবলি নিষিদ্ধ করার চেষ্টা করা হয়
iii. বাংলাকে শিক্ষার মাধ্যমে হিসেবে স্বীকৃতি দেওয়া হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৬১. পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক নীতি অনুসরণ করে-
i রাজনৈতিক
ii. প্রশাসনিক
iii. অর্থনৈতিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬২. ১৯৬২ সালের সংবিধান বিরোধী ছাত্র আন্দোলনের ওপর কঠোর দমন নীতি চালান-
i. ইয়াহিয়া খান
ii. আইয়ুব খান
iii. মোনায়েম খান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৬৩. শিক্ষাক্ষেত্রে বাঙালিরা বৈষম্যের শিকার হতো। এর যথার্থ নিরূপণে বলা যায়-
i আরবি হরফে বাংলা লেখার ষড়যন্ত্র করা হয়
ii. বাঙালিদের অশিক্ষিত রাখার চেষ্টা অব্যাহত ছিল
iii. উর্দুকে শিক্ষার মাধ্যম করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬৪. মোট জনসংখ্যার মধ্যে শতকরা কত জন বাঙালি ছিল?
Ο ক) ৫০ জন
Ο খ) ৫৬ জন
Ο গ) ৬০ জন
Ο ঘ) ৬৬ জন
সঠিক উত্তর: (খ)
২৬৫. ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তানের মোট সরকারি ব্যয়ের হার ছিল কত শতাংশ ?
Ο ক) ৫.১০%
Ο খ) ৫.১২%
Ο গ) ৫.১৪%
Ο ঘ) ৫.১৬%
সঠিক উত্তর: (ক)
২৬৬. ১৯৬৮ সালের কত তারিখে আওয়ামী লীগ নির্যাতন প্রতিরোধ দিবস পালন করে?
Ο ক) ৭ ডিসেম্বর
Ο খ) ৮ ডিসেম্বর
Ο গ) ৯ ডিসেম্বর
Ο ঘ) ১০ ডিসেম্বর
সঠিক উত্তর: (ঘ)
২৬৭. কোন আন্দোলনের ফলে ছাত্ররা আইয়ুববিরোধী আন্দোলনে আরও শক্তি সঞ্চয় করতে পেরেছিলেন?
Ο ক) বাষাট্টির শিক্ষা আন্দোলন
Ο খ) মৌলিক গণতন্ত্রবিরোধী আন্দোলন
Ο গ) সামরিক সরকারবিরোধী আন্দোলন
Ο ঘ) বাষট্টির গণআন্দোলন
সঠিক উত্তর: (ক)
২৬৮. আগরতলা মামলা বিচার করা হয় কীভাবে?
Ο ক) সাধারণ টাইব্যুনাল গঠন করে
Ο খ) বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে
Ο গ) সামাজিক আইনের মাধ্যমে
Ο ঘ) সাধারণ আদালতের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
২৬৯. আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত কারণ হলো-
Ο ক) পশ্চিম পাকিস্তানের স্বাধীনতা অক্ষুন্ন রাখা
Ο খ) ভারতের সাতে বঙ্গবন্ধুর একত্রে পরিকল্পিত সশস্ত্র আন্দোলনকে নস্যাৎ করা
Ο গ) ছয় দফার দাবিকে বানচাল করা
Ο ঘ) বাঙালি জাতীয়তাবাদের মূলে কুঠাঘাত করা
সঠিক উত্তর: (খ)
২৭০. ১৯৬৭ সাল পর্যন্ত ঢাকার জন্য ব্যয় করা হয় কত?
Ο ক) ১৫ কোটি টাকা
Ο খ) ২৫ কোটি টাকা
Ο গ) ৩০ কোটি টাকা
Ο ঘ) ৩৫ কোটি টাকা
সঠিক উত্তর: (খ)
২৭১. ছাত্রনেতা আসাদুজ্জামান পুলিশের গুলিতে নিহত হন কত তারিখে?
Ο ক) ১৮ জানুয়ারি ১৯৬৯
Ο খ) ২০ জানুয়ারি ১৯৬৯
Ο গ) ২২ জানুয়ারি ১৯৬৯
Ο ঘ) ২৪ জানুয়ারি ১৯৬৯
সঠিক উত্তর: (খ)
২৭২. আগরতলা মামলার রাজসাক্ষী কত জন ছিল?
Ο ক) ১১ জন
Ο খ) ৫১ জন
Ο গ) ২২৭ জন
Ο ঘ) ৩০০ জন
সঠিক উত্তর: (ক)
২৭৩. ভারত পাকিস্তানে যুদ্ধের অবসান হয় কীভাবে?
Ο ক) সোভিয়েত প্রধানমন্ত্রী কোসিগিনের মধ্যস্থায়
Ο খ) ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সহায়তায়
Ο গ) আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের মধ্যস্থতায়
Ο ঘ) বিট্রিশ প্রধানমন্ত্রী উড্রো উইলসনের মধ্যস্থতায়
সঠিক উত্তর: (ক)
২৭৪. নির্বাচকমণ্ডলী সদস্যরা কিসের মেম্বার ছিল?
Ο ক) বি ডি
Ο খ) বি পি
Ο গ) ডি বি
Ο ঘ) বি লি
সঠিক উত্তর: (ক)
২৭৫. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সার্জেন্ট জহুরুল হককে কোন সালের কত তারিখে হত্যা করা হয়?
Ο ক) ১৯৬৮ সালের ৬ ডিসেম্বর
Ο খ) ১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি
Ο গ) ১৯৬৯ সালের ২১ জানুয়ারি
Ο ঘ) ১৯৬৬ সালে ৮ মে
সঠিক উত্তর: (খ)
২৭৬. কার মৃতদেহ নিয়ে জনতা ১৯৬৯ সালে রাজপথ প্রদক্ষিণ করেন?
Ο ক) সার্জেন্ট সামসুল হকের
Ο খ) এ.বি.এম খুরশীদের
Ο গ) সার্জেন্ট জহুরুল হকের
Ο ঘ) মাহফুজুর বারীর
সঠিক উত্তর: (গ)
২৭৭. ১৯৬২ সালের ১লা মার্চ জেনারেল ইয়াহিয়া নতুন সংবিধান ঘোষণা করে এটি কী প্রমাণ করেন?
i বৈধ প্রেসিডেন্ট ছিলেন
ii. গণতন্ত্রের পুনঃপরিবর্তক ছিলেন
iii. সংবিধান প্রণয়নের ক্ষমতা তার ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭৮. কার সময়ে পূর্ব বাংলায় আওয়ামী লীগ ও কৃষক-শ্রমিক পার্টির দ্বন্ধ চরমে উঠে?
Ο ক) নুরুল আমিন সরকারের
Ο খ) ইস্কান্দার মির্জার
Ο গ) খাজা নাজিম উদ্দীনের
Ο ঘ) আইয়ুব খানের
সঠিক উত্তর: (খ)
২৭৯. আগরতলা ষড়যন্ত্র মামলার পাকিস্তান সরকারের পক্ষে প্রধান কৌসুলি ছিলেন-
i মঞ্জুর কাদের
ii. আব্দুস সালাম খান
iii. টি.এইচ.খান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৮০. পূর্ব বাংলার শিক্ষাব্যবস্থায় আঘাত হানতে চেয়েছিল কীভাবে?
Ο ক) বাংলাকে লেখার ভাষাকরণের ষড়যন্ত্রে
Ο খ) উর্দুকে শিক্ষার মাধ্যম করার চেষ্টা
Ο গ) আরবিকে শিক্ষার মাধ্যম করার চেষ্টা
Ο ঘ) ইংরেজিকে অফিসিয়াল ভাষাকরণের প্রচেষ্টা
সঠিক উত্তর: (খ)
২৮১. বাংলা ভাষাকে আরবি বর্ণে লেখার ষড়যন্ত্র শুরু করেন কারা?
Ο ক) ভারতীয়রা
Ο খ) পূর্ব পাকিন্তানিরা
Ο গ) আরবীয়রা
Ο ঘ) পশ্চিম পাকিস্তানিরা
সঠিক উত্তর: (ঘ)
২৮২. ১৯৬২ সালের কত তারিখে সামরিক আইন প্রত্যাহার করা হয়?
Ο ক) ২ জুন
Ο খ) ৪ জুন
Ο গ) ৬ জুন
Ο ঘ) ৮ জুন
সঠিক উত্তর: (ঘ)
২৮৩. ১৯৪৭-১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তান মোট রপ্তানি আয়ের পূর্ব পাকিস্তানের অংশ ছিল কত শতাংশ?
Ο ক) ৫৪.৫%
Ο খ) ৫৪.৭%
Ο গ) ৫৪.৯%
Ο ঘ) ৫৪.১১%
সঠিক উত্তর: (খ)
২৮৪. ১৯৬৮ সালের কত তারিখে ঘেরাও আন্দোলনের সূচনা হয়?
Ο ক) ২৬ ডিসেম্বর
Ο খ) ২৭ ডিসেম্বর
Ο গ) ২৮ ডিসেম্বর
Ο ঘ) ২৯ ডিসেম্বর
সঠিক উত্তর: (ঘ)
২৮৫. করাচি রাজধানী হয় কত সালে?
Ο ক) ১৯৪৬
Ο খ) ১৯৪৭
Ο গ) ১৯৪৮
Ο ঘ) ১৯৪৯
সঠিক উত্তর: (খ)
২৮৬. বঙ্গবন্ধুকে গোলটেবিলে যোগদানের জন্য প্যারলে মুক্তিদানের প্রস্তাব দেয় কে?
Ο ক) ইয়াহিয়া সরকার
Ο খ) আইয়ুব সরকার
Ο গ) নাজিম উদদীন সরকার
Ο ঘ) নূরুল আমিন সরকার
সঠিক উত্তর: (খ)
২৮৭. রফিক তার বন্ধুকে বললো যে, ১৯৬৯ সালে পুলিশের নবম শ্রেণির একজন ছাত্র নিহত হয়। রফিক কার নাম বললেন?
Ο ক) শফিকের
Ο খ) সালামের
Ο গ) বরকতের
Ο ঘ) মতিউরের
সঠিক উত্তর: (ঘ)
২৮৮. কাশেমপুরের রাজা জনাব ‘B’ তার দেশে ‘ক’ নামক শাসনতন্ত্র চালু করেন। এখানে জনাব ‘B’ এর সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
Ο ক) আইয়ুব খান
Ο খ) ইয়াহিয়া খান
Ο গ) নুরুল আমিন
Ο ঘ) ইস্কান্দার মির্জা
সঠিক উত্তর: (ক)
২৮৯. লাহোরে বিরোধীদলীয় নেতারা কত সালে একটি সম্মেলন আহবান করেন?
Ο ক) ১৯৬৬
Ο খ) ১৯৬৭
Ο গ) ১৯৬৮
Ο ঘ) ১৯৬৯
সঠিক উত্তর: (ক)
২৯০. সজীব ভারতে ভ্রমণে গিয়ে দেখলো দিল্লি অপেক্ষা কাশ্মীরের রাস্তাঘাট, স্কুল, কলেজ, অফিস-আদালত, ডাকঘর, টেলিফোন, টেলিগ্রাম, বিদ্যুৎ প্রভৃতি ক্ষেত্রে খুবই অনুন্নত। সজীব কোন ধরনের বৈষম্য লক্ষ করলো?
Ο ক) অর্থনৈতিক
Ο খ) সামাজিক
Ο গ) রাজনৈতিক
Ο ঘ) সংস্কৃতিক
সঠিক উত্তর: (খ)
২৯১. ১৯৬৯ সালের গণঅভ্যূত্থানের ফলাফল হলো-
i. আইয়ুব খানের পদত্যাগ
ii. ইয়াহিয়া ক্ষমতা গ্রহণ
iii. পূর্ব পাকিস্তান থেকে মোনায়েম খানকে অপসারণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯২. জন্মলগ্ন থেকে পাকিস্তানের মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহী হয়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
২৯৩. পূর্ব পাকিস্তানে আইয়ুববিরোধী গণআন্দোলন চুড়ান্ত পর্যায়ে উপনীত হয় কত সালে?
Ο ক) ১৯৬৬-৬৭
Ο খ) ১৯৬৭-৬৮
Ο গ) ১৯৬৮-৬৯
Ο ঘ) ১৯৬৯-৭০
সঠিক উত্তর: (গ)
২৯৪. জমির সাহেব তার দেশে ‘D’ ভাষায় রচিত সংগীত, নাটক, সাহিত্য ইত্যাদি নিষিদ্ধ করেন। ‘D’ এর সাথে কোন ভাষায় মিল রয়েছে?
Ο ক) ইংরেজি
Ο খ) বাংলা
Ο গ) উর্দু
Ο ঘ) ফার্সি
সঠিক উত্তর: (খ)
২৯৫. পূর্ব বাংলার শুধু স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত ঘটে। এর যৌক্তিক কারণ হলো-
i পৃথক রাষ্ট্রের মর্যাদা থেকে বঞ্চিত
ii. আর্থসামাজিক সাংস্কৃতি দিক থেকে সুবিধাবঞ্চিত
iii. স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৯৬. শচীন্দ্রলাল সিংহ কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন?
Ο ক) ত্রিপুরার
Ο খ) অমৃতসরে
Ο গ) দিল্লির
Ο ঘ) গুজরাটের
সঠিক উত্তর: (ক)
২৯৭. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান হয়েছিল কোন শাসকের বিরুদ্ধে?
Ο ক) ইয়াহিয়া খান
Ο খ) নূরুল আমিন সরকার
Ο গ) আইয়ুব খান
Ο ঘ) নাজিম উদদীন
সঠিক উত্তর: (ঘ)
২৯৮. বঙ্গবন্ধু কত সালে গোপনে ত্রিপুরা গমন করেন?
Ο ক) ১৯৬২
Ο খ) ১৯৬৩
Ο গ) ১৯৬৪
Ο ঘ) ১৯৬৫
সঠিক উত্তর: (খ)
২৯৯. ১৯৬৬ সালে সামরিক বাহিনীর ১৭ জন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার মধ্যে বাঙালি ছিল কয় জন?
Ο ক) এক জন
Ο খ) দুই জন
Ο গ) তিন জন
Ο ঘ) চার জন
সঠিক উত্তর: (ক)
৩০০. আগরতলা মামলায় শেখ মুজিবুর রহমানের আইনজীবী ছিলেন কে?
Ο ক) আবদুস সালাম খান
Ο খ) স্যার উইলিয়াম কেরী
Ο গ) স্যার টমাস উইলিয়াম এমপি
Ο ঘ) আবদুস সোবান খান
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. নাজমিন দৈনিক সংবাদপত্রের একটি প্রতিবদেনে দেখেন যে, ১৯৫৫ সালে পাকিস্তানের সামরিক বাহিনীর মোট ২২১১ জন কর্মকর্তার মধ্যে বাঙালি ছিল মাত্র ৮২ জন। নাজমিন বাঙালির প্রতি কোন বৈষম্য সম্পর্কে জানতে পারলেন?
Ο ক) সামরিক
Ο খ) প্রশাসনিক
Ο গ) রাজনৈতিক
Ο ঘ) অর্থনৈতিক
সঠিক উত্তর: (ক)
২৫২. বাঙালিরা বিভিন্নভাবে সামাজিক বৈষম্যের শিকার হতো। এটি কী প্রমাণ করে?
i সেবামূলক সকল সুবিধা পশ্চিম পাকিস্তানিরা পেত
ii. শুধুমাত্র বিদ্যুৎ টেলিগ্রাফ, টেলিফোন, অফিস-আদালতে বাঙালিদের অধিকার বেশি ছিল
iii. বাঙালিদের সকল ধরনের সুযোগসুবিধা থেকে বঞ্চিত রাখার চেষ্টা অব্যাহত ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৫৩. ১৯৬৬ সালে লাহোরে বিরোধীদলীয় সদস্যরা কত তারিখে সম্মেলন ডাকেন?
Ο ক) ৩-৪ ফেব্রুয়ারি
Ο খ) ৪-৫ ফেব্রুয়ারি
Ο গ) ৫-৬ ফেব্রুয়ারি
Ο ঘ) ৬-৭ ফেব্রুয়ারি
সঠিক উত্তর: (গ)
২৫৪. পাকিস্তানের প্রথম পঞ্চবার্ষিকী পশ্চিম পাকিস্তানের জন্য কত শতাংশ বরাদ্ধ করা হয়?
Ο ক) ১১১
Ο খ) ১১২
Ο গ) ১১৩
Ο ঘ) ১১৪
সঠিক উত্তর: (গ)
২৫৫. রাবির প্রক্টর ড. শামসুজ্জোহ কীভাবে নিহত হন?
Ο ক) পুলিশের গুলিতে
Ο খ) বোমা হামলায়
Ο গ) স্বাভাবিকভাবে
Ο ঘ) সেনাবাহিনীর বেয়োনেটে আঘাতে
সঠিক উত্তর: (ঘ)
২৫৬. ভারত-পাকিস্তান যুদ্ধের ফলে বাংলায় আইয়ুববিরোধী চেতনা প্রবল হয়। এর যথার্থ কারণ হলো-
i যুদ্ধের সময় পূর্ব বাংলা অরক্ষিত হয়ে পড়েছিল
ii. পূর্ব বাংলায় এ সময় খাদ্যসংকট দেখা দিয়েছিল
iii. বাঙালি সেনারা জীবনবাজি রেখে যুদ্ধ করলেও তাদের নিরাপত্তার নিশ্চিত করেনি আইয়ুব সরকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫৭. মৌলিক গণতন্ত্রের তহশিল পরিষদ স্তরটি কোথায় ছিল?
Ο ক) পূর্ব পাকিস্তান
Ο খ) পূর্ব বাংলায়
Ο গ) পশ্চিম পাকিস্তানে
Ο ঘ) পশ্চিম বাংলায়
সঠিক উত্তর: (গ)
২৫৮. দুইমাসের মধ্যে ১১ দফা বাস্তবায়ন ও রাজবন্দিদের মুক্তি দিতে হবে-ঘোষনাটি কে দেন?
Ο ক) শেখ মুজিবুর রহমান
Ο খ) মওলানা ভাসানী
Ο গ) এ.কে. ফজলুল হক
Ο ঘ) এম.এ. নেওয়াজী
সঠিক উত্তর: (খ)
২৫৯. স্যার টমাস উইলিয়াম এমপি আগরতলা মামলায় কার আইনজীবী ছিলেন?
Ο ক) ক্যাপ্টেন শওকত আলীর
Ο খ) এ.বি.এম আবদুস সামাদের
Ο গ) শেখ মুজিবুর রহমানের
Ο ঘ) রুহুল কুদ্দুস সিএসপির
সঠিক উত্তর: (গ)
২৬০. সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও বাঙালিদের সাথে সাংস্কৃতির বৈষম্য করা হতো। এর যথার্থতা নিরূপণে বলা যায়-
i পহেলা বৈশাখ পালনকে বাধা প্রধান করা হয়
ii. রবীন্দ্রনাথের রচনাবলি নিষিদ্ধ করার চেষ্টা করা হয়
iii. বাংলাকে শিক্ষার মাধ্যমে হিসেবে স্বীকৃতি দেওয়া হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৬১. পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক নীতি অনুসরণ করে-
i রাজনৈতিক
ii. প্রশাসনিক
iii. অর্থনৈতিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬২. ১৯৬২ সালের সংবিধান বিরোধী ছাত্র আন্দোলনের ওপর কঠোর দমন নীতি চালান-
i. ইয়াহিয়া খান
ii. আইয়ুব খান
iii. মোনায়েম খান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৬৩. শিক্ষাক্ষেত্রে বাঙালিরা বৈষম্যের শিকার হতো। এর যথার্থ নিরূপণে বলা যায়-
i আরবি হরফে বাংলা লেখার ষড়যন্ত্র করা হয়
ii. বাঙালিদের অশিক্ষিত রাখার চেষ্টা অব্যাহত ছিল
iii. উর্দুকে শিক্ষার মাধ্যম করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬৪. মোট জনসংখ্যার মধ্যে শতকরা কত জন বাঙালি ছিল?
Ο ক) ৫০ জন
Ο খ) ৫৬ জন
Ο গ) ৬০ জন
Ο ঘ) ৬৬ জন
সঠিক উত্তর: (খ)
২৬৫. ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তানের মোট সরকারি ব্যয়ের হার ছিল কত শতাংশ ?
Ο ক) ৫.১০%
Ο খ) ৫.১২%
Ο গ) ৫.১৪%
Ο ঘ) ৫.১৬%
সঠিক উত্তর: (ক)
২৬৬. ১৯৬৮ সালের কত তারিখে আওয়ামী লীগ নির্যাতন প্রতিরোধ দিবস পালন করে?
Ο ক) ৭ ডিসেম্বর
Ο খ) ৮ ডিসেম্বর
Ο গ) ৯ ডিসেম্বর
Ο ঘ) ১০ ডিসেম্বর
সঠিক উত্তর: (ঘ)
২৬৭. কোন আন্দোলনের ফলে ছাত্ররা আইয়ুববিরোধী আন্দোলনে আরও শক্তি সঞ্চয় করতে পেরেছিলেন?
Ο ক) বাষাট্টির শিক্ষা আন্দোলন
Ο খ) মৌলিক গণতন্ত্রবিরোধী আন্দোলন
Ο গ) সামরিক সরকারবিরোধী আন্দোলন
Ο ঘ) বাষট্টির গণআন্দোলন
সঠিক উত্তর: (ক)
২৬৮. আগরতলা মামলা বিচার করা হয় কীভাবে?
Ο ক) সাধারণ টাইব্যুনাল গঠন করে
Ο খ) বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে
Ο গ) সামাজিক আইনের মাধ্যমে
Ο ঘ) সাধারণ আদালতের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
২৬৯. আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত কারণ হলো-
Ο ক) পশ্চিম পাকিস্তানের স্বাধীনতা অক্ষুন্ন রাখা
Ο খ) ভারতের সাতে বঙ্গবন্ধুর একত্রে পরিকল্পিত সশস্ত্র আন্দোলনকে নস্যাৎ করা
Ο গ) ছয় দফার দাবিকে বানচাল করা
Ο ঘ) বাঙালি জাতীয়তাবাদের মূলে কুঠাঘাত করা
সঠিক উত্তর: (খ)
২৭০. ১৯৬৭ সাল পর্যন্ত ঢাকার জন্য ব্যয় করা হয় কত?
Ο ক) ১৫ কোটি টাকা
Ο খ) ২৫ কোটি টাকা
Ο গ) ৩০ কোটি টাকা
Ο ঘ) ৩৫ কোটি টাকা
সঠিক উত্তর: (খ)
২৭১. ছাত্রনেতা আসাদুজ্জামান পুলিশের গুলিতে নিহত হন কত তারিখে?
Ο ক) ১৮ জানুয়ারি ১৯৬৯
Ο খ) ২০ জানুয়ারি ১৯৬৯
Ο গ) ২২ জানুয়ারি ১৯৬৯
Ο ঘ) ২৪ জানুয়ারি ১৯৬৯
সঠিক উত্তর: (খ)
২৭২. আগরতলা মামলার রাজসাক্ষী কত জন ছিল?
Ο ক) ১১ জন
Ο খ) ৫১ জন
Ο গ) ২২৭ জন
Ο ঘ) ৩০০ জন
সঠিক উত্তর: (ক)
২৭৩. ভারত পাকিস্তানে যুদ্ধের অবসান হয় কীভাবে?
Ο ক) সোভিয়েত প্রধানমন্ত্রী কোসিগিনের মধ্যস্থায়
Ο খ) ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সহায়তায়
Ο গ) আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের মধ্যস্থতায়
Ο ঘ) বিট্রিশ প্রধানমন্ত্রী উড্রো উইলসনের মধ্যস্থতায়
সঠিক উত্তর: (ক)
২৭৪. নির্বাচকমণ্ডলী সদস্যরা কিসের মেম্বার ছিল?
Ο ক) বি ডি
Ο খ) বি পি
Ο গ) ডি বি
Ο ঘ) বি লি
সঠিক উত্তর: (ক)
২৭৫. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সার্জেন্ট জহুরুল হককে কোন সালের কত তারিখে হত্যা করা হয়?
Ο ক) ১৯৬৮ সালের ৬ ডিসেম্বর
Ο খ) ১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি
Ο গ) ১৯৬৯ সালের ২১ জানুয়ারি
Ο ঘ) ১৯৬৬ সালে ৮ মে
সঠিক উত্তর: (খ)
২৭৬. কার মৃতদেহ নিয়ে জনতা ১৯৬৯ সালে রাজপথ প্রদক্ষিণ করেন?
Ο ক) সার্জেন্ট সামসুল হকের
Ο খ) এ.বি.এম খুরশীদের
Ο গ) সার্জেন্ট জহুরুল হকের
Ο ঘ) মাহফুজুর বারীর
সঠিক উত্তর: (গ)
২৭৭. ১৯৬২ সালের ১লা মার্চ জেনারেল ইয়াহিয়া নতুন সংবিধান ঘোষণা করে এটি কী প্রমাণ করেন?
i বৈধ প্রেসিডেন্ট ছিলেন
ii. গণতন্ত্রের পুনঃপরিবর্তক ছিলেন
iii. সংবিধান প্রণয়নের ক্ষমতা তার ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭৮. কার সময়ে পূর্ব বাংলায় আওয়ামী লীগ ও কৃষক-শ্রমিক পার্টির দ্বন্ধ চরমে উঠে?
Ο ক) নুরুল আমিন সরকারের
Ο খ) ইস্কান্দার মির্জার
Ο গ) খাজা নাজিম উদ্দীনের
Ο ঘ) আইয়ুব খানের
সঠিক উত্তর: (খ)
২৭৯. আগরতলা ষড়যন্ত্র মামলার পাকিস্তান সরকারের পক্ষে প্রধান কৌসুলি ছিলেন-
i মঞ্জুর কাদের
ii. আব্দুস সালাম খান
iii. টি.এইচ.খান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৮০. পূর্ব বাংলার শিক্ষাব্যবস্থায় আঘাত হানতে চেয়েছিল কীভাবে?
Ο ক) বাংলাকে লেখার ভাষাকরণের ষড়যন্ত্রে
Ο খ) উর্দুকে শিক্ষার মাধ্যম করার চেষ্টা
Ο গ) আরবিকে শিক্ষার মাধ্যম করার চেষ্টা
Ο ঘ) ইংরেজিকে অফিসিয়াল ভাষাকরণের প্রচেষ্টা
সঠিক উত্তর: (খ)
২৮১. বাংলা ভাষাকে আরবি বর্ণে লেখার ষড়যন্ত্র শুরু করেন কারা?
Ο ক) ভারতীয়রা
Ο খ) পূর্ব পাকিন্তানিরা
Ο গ) আরবীয়রা
Ο ঘ) পশ্চিম পাকিস্তানিরা
সঠিক উত্তর: (ঘ)
২৮২. ১৯৬২ সালের কত তারিখে সামরিক আইন প্রত্যাহার করা হয়?
Ο ক) ২ জুন
Ο খ) ৪ জুন
Ο গ) ৬ জুন
Ο ঘ) ৮ জুন
সঠিক উত্তর: (ঘ)
২৮৩. ১৯৪৭-১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তান মোট রপ্তানি আয়ের পূর্ব পাকিস্তানের অংশ ছিল কত শতাংশ?
Ο ক) ৫৪.৫%
Ο খ) ৫৪.৭%
Ο গ) ৫৪.৯%
Ο ঘ) ৫৪.১১%
সঠিক উত্তর: (খ)
২৮৪. ১৯৬৮ সালের কত তারিখে ঘেরাও আন্দোলনের সূচনা হয়?
Ο ক) ২৬ ডিসেম্বর
Ο খ) ২৭ ডিসেম্বর
Ο গ) ২৮ ডিসেম্বর
Ο ঘ) ২৯ ডিসেম্বর
সঠিক উত্তর: (ঘ)
২৮৫. করাচি রাজধানী হয় কত সালে?
Ο ক) ১৯৪৬
Ο খ) ১৯৪৭
Ο গ) ১৯৪৮
Ο ঘ) ১৯৪৯
সঠিক উত্তর: (খ)
২৮৬. বঙ্গবন্ধুকে গোলটেবিলে যোগদানের জন্য প্যারলে মুক্তিদানের প্রস্তাব দেয় কে?
Ο ক) ইয়াহিয়া সরকার
Ο খ) আইয়ুব সরকার
Ο গ) নাজিম উদদীন সরকার
Ο ঘ) নূরুল আমিন সরকার
সঠিক উত্তর: (খ)
২৮৭. রফিক তার বন্ধুকে বললো যে, ১৯৬৯ সালে পুলিশের নবম শ্রেণির একজন ছাত্র নিহত হয়। রফিক কার নাম বললেন?
Ο ক) শফিকের
Ο খ) সালামের
Ο গ) বরকতের
Ο ঘ) মতিউরের
সঠিক উত্তর: (ঘ)
২৮৮. কাশেমপুরের রাজা জনাব ‘B’ তার দেশে ‘ক’ নামক শাসনতন্ত্র চালু করেন। এখানে জনাব ‘B’ এর সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
Ο ক) আইয়ুব খান
Ο খ) ইয়াহিয়া খান
Ο গ) নুরুল আমিন
Ο ঘ) ইস্কান্দার মির্জা
সঠিক উত্তর: (ক)
২৮৯. লাহোরে বিরোধীদলীয় নেতারা কত সালে একটি সম্মেলন আহবান করেন?
Ο ক) ১৯৬৬
Ο খ) ১৯৬৭
Ο গ) ১৯৬৮
Ο ঘ) ১৯৬৯
সঠিক উত্তর: (ক)
২৯০. সজীব ভারতে ভ্রমণে গিয়ে দেখলো দিল্লি অপেক্ষা কাশ্মীরের রাস্তাঘাট, স্কুল, কলেজ, অফিস-আদালত, ডাকঘর, টেলিফোন, টেলিগ্রাম, বিদ্যুৎ প্রভৃতি ক্ষেত্রে খুবই অনুন্নত। সজীব কোন ধরনের বৈষম্য লক্ষ করলো?
Ο ক) অর্থনৈতিক
Ο খ) সামাজিক
Ο গ) রাজনৈতিক
Ο ঘ) সংস্কৃতিক
সঠিক উত্তর: (খ)
২৯১. ১৯৬৯ সালের গণঅভ্যূত্থানের ফলাফল হলো-
i. আইয়ুব খানের পদত্যাগ
ii. ইয়াহিয়া ক্ষমতা গ্রহণ
iii. পূর্ব পাকিস্তান থেকে মোনায়েম খানকে অপসারণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯২. জন্মলগ্ন থেকে পাকিস্তানের মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহী হয়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
২৯৩. পূর্ব পাকিস্তানে আইয়ুববিরোধী গণআন্দোলন চুড়ান্ত পর্যায়ে উপনীত হয় কত সালে?
Ο ক) ১৯৬৬-৬৭
Ο খ) ১৯৬৭-৬৮
Ο গ) ১৯৬৮-৬৯
Ο ঘ) ১৯৬৯-৭০
সঠিক উত্তর: (গ)
২৯৪. জমির সাহেব তার দেশে ‘D’ ভাষায় রচিত সংগীত, নাটক, সাহিত্য ইত্যাদি নিষিদ্ধ করেন। ‘D’ এর সাথে কোন ভাষায় মিল রয়েছে?
Ο ক) ইংরেজি
Ο খ) বাংলা
Ο গ) উর্দু
Ο ঘ) ফার্সি
সঠিক উত্তর: (খ)
২৯৫. পূর্ব বাংলার শুধু স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত ঘটে। এর যৌক্তিক কারণ হলো-
i পৃথক রাষ্ট্রের মর্যাদা থেকে বঞ্চিত
ii. আর্থসামাজিক সাংস্কৃতি দিক থেকে সুবিধাবঞ্চিত
iii. স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৯৬. শচীন্দ্রলাল সিংহ কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন?
Ο ক) ত্রিপুরার
Ο খ) অমৃতসরে
Ο গ) দিল্লির
Ο ঘ) গুজরাটের
সঠিক উত্তর: (ক)
২৯৭. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান হয়েছিল কোন শাসকের বিরুদ্ধে?
Ο ক) ইয়াহিয়া খান
Ο খ) নূরুল আমিন সরকার
Ο গ) আইয়ুব খান
Ο ঘ) নাজিম উদদীন
সঠিক উত্তর: (ঘ)
২৯৮. বঙ্গবন্ধু কত সালে গোপনে ত্রিপুরা গমন করেন?
Ο ক) ১৯৬২
Ο খ) ১৯৬৩
Ο গ) ১৯৬৪
Ο ঘ) ১৯৬৫
সঠিক উত্তর: (খ)
২৯৯. ১৯৬৬ সালে সামরিক বাহিনীর ১৭ জন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার মধ্যে বাঙালি ছিল কয় জন?
Ο ক) এক জন
Ο খ) দুই জন
Ο গ) তিন জন
Ο ঘ) চার জন
সঠিক উত্তর: (ক)
৩০০. আগরতলা মামলায় শেখ মুজিবুর রহমানের আইনজীবী ছিলেন কে?
Ο ক) আবদুস সালাম খান
Ο খ) স্যার উইলিয়াম কেরী
Ο গ) স্যার টমাস উইলিয়াম এমপি
Ο ঘ) আবদুস সোবান খান
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History