ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১১ (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. ১৯৬৫ সালের ২৩ মার্চ কে পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের পেসিডেন্ট মনোনীত হন?
Ο ক) এ.কে. ফজলুল হক
Ο খ) মোহাম্মদ আলী জিন্নাহ
Ο গ) খাজা নাজিমউদ্দীন
Ο ঘ) জেনারেল ইস্কান্দার মির্জা
সঠিক উত্তর: (ঘ)
২০২. ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধ শুরু হয় কত তারিখে?
Ο ক) ৫ আগস্ট
Ο খ) ৬ আগস্ট
Ο গ) ৭ আগস্ট
Ο ঘ) ৮ আগস্ট
সঠিক উত্তর: (খ)
২০৩. ১৯৬৫ সালে ভারতের কাশ্মীরে উত্তেজনা ছড়িয়ে পড়ে কেন?
Ο ক) আবদুল নাশের গ্রেফতার হলে
Ο খ) ওবায়দুল্লাহ গ্রেফতার হলে
Ο গ) শেখ আবদুল্লাহ গ্রেফতার হলে
Ο ঘ) আইয়ুব খান গ্রেফতার হলে
সঠিক উত্তর: (গ)
২০৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত হলেন কত সালে?
Ο ক) ১৯৬২
Ο খ) ১৯৬৪
Ο গ) ১৯৬৬
Ο ঘ) ১৯৬৮
সঠিক উত্তর: (খ)
২০৫. ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ বলার কারণ কী?
Ο ক) বাঙালিকে স্বাধিকার আদায়ে সোচ্চার করেছিল
Ο খ) বাঙালিকে ঐক্যবদ্ধ করেছিল
Ο গ) পূর্ব ও পশ্চিম পাকিস্তানিদের একত্র করেছিল
Ο ঘ) বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছিল
সঠিক উত্তর: (ক)
২০৬. প্রতিযোগিতামূলক পরীক্ষা বাঙালি ছাত্রদের সাফল্য সহজ ছিল না। কেন?
Ο ক) উর্দুকে রাষ্ট্রভাষার মর্যাদা না দেওয়ার জন্য
Ο খ) ফার্সিকে রাষ্ট্রভাষা মর্যাদা না দেওয়ার জন্য
Ο গ) বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্য
Ο ঘ) আরবিকে রাষ্ট্রভাষার মর্যাদা না দেওয়ায়
সঠিক উত্তর: (গ)
২০৭. কত তারিখে ইস্কান্দার মির্জা পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হন?
Ο ক) ১৯৫৬ সালের ২২ মার্চ
Ο খ) ১৯৫৬ সালের ২৩ মার্চ
Ο গ) ১৯৫৬ সালের ২৪ মার্চ
Ο ঘ) ১৯৫৬ সালের ২৫ মার্চ
সঠিক উত্তর: (খ)
২০৮. পাকিস্তানের দু’অংশে সম্পূর্ণ আলাদা ছিল-
i. ভাষা
ii. সাহিত্য
iii. সংস্কৃতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৯. আগরতলা মামলার সাক্ষী ছিল কত জন?
Ο ক) ২২৫
Ο খ) ২২৬
Ο গ) ২২৭
Ο ঘ) ২২৮
সঠিক উত্তর: (গ)
২১০. সাকিব তার বাবার কাজ থেকে জানতে পারলো যে তিনি যখন পাকিস্তানি সৈন্যবাহিনীতে যোগ দেন তখন ৬০% পাঞ্জাবি, ৩৫% পাঠান, এবং মাত্র ৫% বাঙালি ও অন্যান্যদের জন্য বরাদ্দ ছিল। সাকিব তার পিতার কাছ থেকে পূর্ব পাকিস্তানের প্রতি কোন বৈষম্যের কথা জানতে পারলো?
Ο ক) প্রশাসনিক
Ο খ) রাজনৈতিক
Ο গ) সামরিক
Ο ঘ) অর্থনৈতিক
সঠিক উত্তর: (গ)
২১১. কত সালের নির্বাচনের মূল ইস্তেহার ছিল ছয়দফা কর্মসূচি?
Ο ক) ১৯৬৮
Ο খ) ১৯৬৯
Ο গ) ১৯৭০
Ο ঘ) ১৯৭১
সঠিক উত্তর: (গ)
২১২. NDF কত সালে নিস্ক্রিীয় হয়ে পড়ে?
Ο ক) ১৯৬৪
Ο খ) ১৯৬৫
Ο গ) ১৯৬৬
Ο ঘ) ১৯৬৭
সঠিক উত্তর: (ক)
২১৩. কোন ব্যক্তির নেতৃত্বে ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ গঠন করা হয়?
Ο ক) তোফায়েল আহমেদ
Ο খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Ο গ) মতিয়া চৌধুরী
Ο ঘ) আ.স.ম. আব্দুর রব
সঠিক উত্তর: (ক)
২১৪. আইয়ুব খানের দীর্ঘদিনের আশা ছিল কী?
Ο ক) ভারত দখল করা
Ο খ) বাংলাদেশ দখল করা
Ο গ) কাশ্মীর দখল করা
Ο ঘ) কলকাতা দখল করা
সঠিক উত্তর: (গ)
২১৫. সংখ্যাগরিষ্ঠ জাতি হওয়া সত্ত্বেও মন্ত্রিসভায় বাঙালি প্রতিনিধির সংখ্যা কম। এটি কী প্রমাণ করে?
i. বাঙালিরা রাজনীতি থেকে দূরে ছিল
ii. পশ্চিম পাকিস্তানিদের দ্বারা বাংলায় রাজনৈতিক পরিবেশ অচল ছিল
iii. বাঙালির রাজনৈতিক অধিকাররকে উপক্ষে করা হতো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২১৬. ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফার মধ্যে অন্তর্ভুক্ত ছিল কয় দফা আন্দোলন?
Ο ক) চার
Ο খ) পাঁচ
Ο গ) ছয়
Ο ঘ) সাত
সঠিক উত্তর: (গ)
২১৭. COP-এর অন্তর্ভুক্ত- i. ন্যাপ ii. নেজামে ইসলাম iii. আওয়ামী লীগ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১৮. ১৯৫৬ সালে ইস্কান্দার মির্জা ইসলামি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মনোনীত হন। এর ফলে শাসনব্যবস্থা কী ধরনের প্রভাব পড়ে?
Ο ক) সামরিক শাসন জারি
Ο খ) গণতান্ত্রিক শাসন জারি হয়
Ο গ) সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়
Ο ঘ) রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়
সঠিক উত্তর: (ক)
২১৯. আগরতলা মামলাটি কত সালে দায়ের করা হয়?
Ο ক) ১৯৬৬ সালের ডিসেম্বর
Ο খ) ১৯৬৮ সালের জানুয়ারি
Ο গ) ১৯৬৯ সালের এপ্রিল
Ο ঘ) ১৯৭০ সালের জুন
সঠিক উত্তর: (খ)
২২০. আগরতলা মামলার সরকার পক্ষের সাক্ষী ছিল কত জন?
Ο ক) ১০
Ο খ) ১১
Ο গ) ১২
Ο ঘ) ১৩
সঠিক উত্তর: (খ)
২২১. আগরতলা মামলায় কার নেতৃত্বে একটি ডিফেল টিম গঠন করা হয়?
Ο ক) আবদুস সালাম খান
Ο খ) নিজামুল হক
Ο গ) মিনাজউর রহমান
Ο ঘ) এম.এ আজিজ
সঠিক উত্তর: (ক)
২২২. পাকিস্তান প্রতিষ্ঠায় পরবর্তীকালের সবচেয়ে বড় আন্দোলন ছিল কোনটি?
Ο ক) ভাষা আন্দোলন
Ο খ) শিক্ষা আন্দোলন
Ο গ) ছয়দফা আন্দোলন
Ο ঘ) গণআন্দোলন/অভ্যুত্থান
সঠিক উত্তর: (ঘ)
২২৩. এন. ডি,এফ এর মধ্যে অর্ন্তভুক্ত ছিল-
i. আওয়ামী লীগ
ii. কাউন্সিল মুসলিম লীগ
iii. নেজামে ইসলাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২৪. কাশ্মীরকে কেন্দ্র করে যুদ্ধ সংগঠিত হয়-
i. ১৯৪৭ সালে
ii. ১৯৬৫ সালে
iii. ১৯৬৭ সালে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২৫. জনতা সরকারি পত্রিকা দৈনিক পাকিস্তান ও মর্নিং নিউজ অফিসে আগুন লাগিয়ে দেয় কত তারিখে?
Ο ক) ২১ জানুয়ারি ১৯৬৯
Ο খ) ২২ জানুয়ারি ১৯৬৯
Ο গ) ২৩ জানুয়ারি ১৯৬৯
Ο ঘ) ২৪ জানুয়ারি ১৯৬৯
সঠিক উত্তর: (ক)
২২৬. পাকিস্তান সরকার ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করতে বাধ্য হয় কেন?
Ο ক) প্রবল গণ-আন্দোলনের কারণে
Ο খ) প্রবল গণ-আন্দোলনের কারণে
Ο গ) প্রবল বিক্ষোভের কারণে
Ο ঘ) প্রবল জনতা অসন্তোষের কারণে
সঠিক উত্তর: (ক)
২২৭. সিমি তার শিক্ষকের কাছ থেকে ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের জন্য অন্যতম দায়ী একজন নেতার নাম জানতে পারলো?
Ο ক) ইয়াহিয়া
Ο খ) মোনায়েম খান
Ο গ) ইস্কান্দার মির্জা
Ο ঘ) আইয়ুব খান
সঠিক উত্তর: (ঘ)
২২৮. ‘A’ দেশের জাতীয় নেতাদের ‘B’ দেশের সরকার অন্যায়ভাবে বন্দী করে । এখানে এদেশের প্রতি কোন ধরনের বৈষম্যের শিকার হয়েছে?
Ο ক) সামাজিক
Ο খ) প্রশাসনিক
Ο গ) রাজনৈতিক
Ο ঘ) সাংস্কৃতিক
সঠিক উত্তর: (গ)
২২৯. ছয়দফা কর্মসূচিতে ৩য় দফার দেশের দু’অংশে বিনিময়ের জন্য কয়টি মুদ্রার কথা বলা হয়েছে?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
সঠিক উত্তর: (খ)
২৩০. আইয়ুব খান পরিস্থিতি শান্ত করতে কোথায় গোলটেবিল বৈঠক আহ্বান করেন?
Ο ক) লাহোরে
Ο খ) ইসলামাবাদে
Ο গ) রাওয়ালপিণ্ডিতে
Ο ঘ) ঢাকায়
সঠিক উত্তর: (গ)
২৩১. তুহিন একটি সাময়িকী পড়ে ৩৫ জন আসামির নাম জানতে পারলো যারা আগরতলা মামলার আসামি। তাদের মধ্যে অন্তর্ভুক্ত-
i. হাবিলদার মুজিবুর রহমান
ii. মাহফুজুল বারী
iii. সার্জেন্ট সামসুল হক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৩২. পশ্চিম পাকিস্তান সরকার কর্তৃক আগরতলা ষড়যন্ত্র মামলার যথার্থ কারণ কী?
i. বঙ্গবন্ধুর রাজনৈতিক ক্ষমতা হ্রাস
ii. ছয় দফার জনপ্রিয়তা কমানো
iii. সশস্ত্র আন্দোলনের পরিকল্পনা নস্যাৎ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৩৩. ১৯৫৪ সালে পাকিস্তান সরকার যুক্তফ্রন্টের নির্বাচিত সরকারকে অন্যায়ভাবে উচ্ছেদ করে। এতে কোন বিষয়টি ফুটে উঠেছে?
Ο ক) প্রশাসনিক বৈষম্য
Ο খ) রাজনৈতিক বৈষম্য
Ο গ) সামরিক বৈষম্য
Ο ঘ) সামাজিক বৈষম্য
সঠিক উত্তর: (খ)
২৩৪. আগরতলা মামলার আসামিদের মধ্যে অন্তর্ভুক্ত-
i. নুর মোহাম্মদ
ii. রুহুল কুদ্দুস সিএসপি
iii. বিধান কৃষ সেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৩৫. কত সালে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়?
Ο ক) ১৯৬০ সালে
Ο খ) ১৯৬২ সালে
Ο গ) ১৯৬৪ সালে
Ο ঘ) ১৯৬৬ সালে
সঠিক উত্তর: (ঘ)
২৩৬. ১৯৬২ সালের ছাত্ররা একটানা কত দিন ধর্মঘট পালন করেন?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ঘ)
২৩৭. গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ গঠিত হয় কয়টি রাজনৈতিক দল নিয়ে?
Ο ক) ছয়
Ο খ) সাত
Ο গ) আট
Ο ঘ) নয়
সঠিক উত্তর: (গ)
২৩৮. ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের উদ্দেশ্য ছিল-
i. ১৯৭০ সালের নির্বাচনে জয়ী হওয়া
ii. গণতন্ত্র পুনরুদ্ধার করা
iii. ১৯৫৬ সালের সংবিধানে ফিরে যাওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৩৯. আইয়ুব খানের শাসনামসলে মোট বাজেটের কয় ভাগ সামরিক বাজেট ছিল?
Ο ক) ৫০%
Ο খ) ৬০%
Ο গ) ৭০%
Ο ঘ) ৮০%
সঠিক উত্তর: (খ)
২৪০. আইয়ুব খান কনভেনশন মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। এটি কিসের পরিচায়ক?
i. দলীয় রাজনীতি বৈধ
ii. সামরিক আইন স্থগিত
iii. আইয়ুব সরকার একক শাসক ব্যর্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৪১. দু অঞ্চলের মাঝে সম্পূর্ণ আলাদা ছিল- i ভাষা ii. সাহিত্য iii. সংস্কৃতি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪২. ভারত রাষ্ট্রের জন্ম হয় কত সালে?
Ο ক) ১৯৪৭
Ο খ) ১৯৪৮
Ο গ) ১৯৪৯
Ο ঘ) ১৯৫০
সঠিক উত্তর: (ক)
২৪৩. কোন কর্মসূচিতে বাঙালি জাতীয়তাবাদের চূড়ান্ত প্রকাশ আশা-আকাঙ্ক্ষার প্রতীক এবং মুক্তি সনদ বলে মনে করা হয়?
Ο ক) ছয়দফা
Ο খ) গণ-অভ্যুত্থান
Ο গ) ৭০-এর নির্বাচন
Ο ঘ) ৫২-এর ভাষা আন্দোলন
সঠিক উত্তর: (ক)
২৪৪. বঙ্গভঙ্গ ছয়দফা কর্মসূচির মূল কারণ কী?
Ο ক) পূর্ব পাকিস্তানের বৈষম্যের হাত থেকে রক্ষা
Ο খ) পশ্চিম পাকিস্তানের বৈষম্যের হাত থেকে রক্ষা
Ο গ) ভারত-পাকিস্তানের বিভাজন
Ο ঘ) ভারতের শোষণা থেকে পাকিস্তানকে রক্ষা
সঠিক উত্তর: (ক)
২৪৫. ১৯৬২ সালের কত তারিখ পর্যন্ত প্রতিদিন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়?
Ο ক) ১৫ আগস্ট-১০ সেপ্টেম্বর
Ο খ) ১৬ আগস্ট-১১ সেপ্টেম্বর
Ο গ) ১৭ আগস্ট-১২ সেপ্টেম্বর
Ο ঘ) ১৮ আগস্ট-১৩ সেপ্টেম্বর
সঠিক উত্তর: (ক)
২৪৬. সার্জেন্ট জহুরুল হককে কীভাবে হত্যা করা হয়?
Ο ক) অমানবিকভাবে
Ο খ) পৈশাচিক কায়দায়
Ο গ) গোপনে
Ο ঘ) গুলি করে
সঠিক উত্তর: (ঘ)
২৪৭. ১৯৬২ সালের কত তারিখে ছাত্ররা ধর্মঘট ডাকে?
Ο ক) ১ ফেব্রুয়ারি
Ο খ) ২ ফেব্রুয়ারি
Ο গ) ৩ ফেব্রুয়ারি
Ο ঘ) ৪ ফেব্রুয়ারি
সঠিক উত্তর: (ক)
২৪৮. পূর্ব-বাংলার প্রতি রাজনৈতিক প্রশাসনিক, সামরিক, অর্থনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতিক বৈষম্য এবং নিপীড়নমূলক নীতি অনুসরণ করে কারা?
Ο ক) পশ্চিম পাকিস্তান
Ο খ) উত্তর ভারত
Ο গ) দক্ষিণ ভারত
Ο ঘ) পূর্ব পাকিস্তান
সঠিক উত্তর: (ক)
২৪৯. জন্মলগ্ন থেকে পাকিস্তানে কয়টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (গ)
২৫০. গণঅভ্যুত্থানের সময় পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন কে?
Ο ক) নুরুল আমিন সরকার
Ο খ) নাজিম উদদীন
Ο গ) মোনায়েম খান
Ο ঘ) আইয়ুব খান
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. ১৯৬৫ সালের ২৩ মার্চ কে পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের পেসিডেন্ট মনোনীত হন?
Ο ক) এ.কে. ফজলুল হক
Ο খ) মোহাম্মদ আলী জিন্নাহ
Ο গ) খাজা নাজিমউদ্দীন
Ο ঘ) জেনারেল ইস্কান্দার মির্জা
সঠিক উত্তর: (ঘ)
২০২. ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধ শুরু হয় কত তারিখে?
Ο ক) ৫ আগস্ট
Ο খ) ৬ আগস্ট
Ο গ) ৭ আগস্ট
Ο ঘ) ৮ আগস্ট
সঠিক উত্তর: (খ)
২০৩. ১৯৬৫ সালে ভারতের কাশ্মীরে উত্তেজনা ছড়িয়ে পড়ে কেন?
Ο ক) আবদুল নাশের গ্রেফতার হলে
Ο খ) ওবায়দুল্লাহ গ্রেফতার হলে
Ο গ) শেখ আবদুল্লাহ গ্রেফতার হলে
Ο ঘ) আইয়ুব খান গ্রেফতার হলে
সঠিক উত্তর: (গ)
২০৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত হলেন কত সালে?
Ο ক) ১৯৬২
Ο খ) ১৯৬৪
Ο গ) ১৯৬৬
Ο ঘ) ১৯৬৮
সঠিক উত্তর: (খ)
২০৫. ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ বলার কারণ কী?
Ο ক) বাঙালিকে স্বাধিকার আদায়ে সোচ্চার করেছিল
Ο খ) বাঙালিকে ঐক্যবদ্ধ করেছিল
Ο গ) পূর্ব ও পশ্চিম পাকিস্তানিদের একত্র করেছিল
Ο ঘ) বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছিল
সঠিক উত্তর: (ক)
২০৬. প্রতিযোগিতামূলক পরীক্ষা বাঙালি ছাত্রদের সাফল্য সহজ ছিল না। কেন?
Ο ক) উর্দুকে রাষ্ট্রভাষার মর্যাদা না দেওয়ার জন্য
Ο খ) ফার্সিকে রাষ্ট্রভাষা মর্যাদা না দেওয়ার জন্য
Ο গ) বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্য
Ο ঘ) আরবিকে রাষ্ট্রভাষার মর্যাদা না দেওয়ায়
সঠিক উত্তর: (গ)
২০৭. কত তারিখে ইস্কান্দার মির্জা পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হন?
Ο ক) ১৯৫৬ সালের ২২ মার্চ
Ο খ) ১৯৫৬ সালের ২৩ মার্চ
Ο গ) ১৯৫৬ সালের ২৪ মার্চ
Ο ঘ) ১৯৫৬ সালের ২৫ মার্চ
সঠিক উত্তর: (খ)
২০৮. পাকিস্তানের দু’অংশে সম্পূর্ণ আলাদা ছিল-
i. ভাষা
ii. সাহিত্য
iii. সংস্কৃতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৯. আগরতলা মামলার সাক্ষী ছিল কত জন?
Ο ক) ২২৫
Ο খ) ২২৬
Ο গ) ২২৭
Ο ঘ) ২২৮
সঠিক উত্তর: (গ)
২১০. সাকিব তার বাবার কাজ থেকে জানতে পারলো যে তিনি যখন পাকিস্তানি সৈন্যবাহিনীতে যোগ দেন তখন ৬০% পাঞ্জাবি, ৩৫% পাঠান, এবং মাত্র ৫% বাঙালি ও অন্যান্যদের জন্য বরাদ্দ ছিল। সাকিব তার পিতার কাছ থেকে পূর্ব পাকিস্তানের প্রতি কোন বৈষম্যের কথা জানতে পারলো?
Ο ক) প্রশাসনিক
Ο খ) রাজনৈতিক
Ο গ) সামরিক
Ο ঘ) অর্থনৈতিক
সঠিক উত্তর: (গ)
২১১. কত সালের নির্বাচনের মূল ইস্তেহার ছিল ছয়দফা কর্মসূচি?
Ο ক) ১৯৬৮
Ο খ) ১৯৬৯
Ο গ) ১৯৭০
Ο ঘ) ১৯৭১
সঠিক উত্তর: (গ)
২১২. NDF কত সালে নিস্ক্রিীয় হয়ে পড়ে?
Ο ক) ১৯৬৪
Ο খ) ১৯৬৫
Ο গ) ১৯৬৬
Ο ঘ) ১৯৬৭
সঠিক উত্তর: (ক)
২১৩. কোন ব্যক্তির নেতৃত্বে ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ গঠন করা হয়?
Ο ক) তোফায়েল আহমেদ
Ο খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Ο গ) মতিয়া চৌধুরী
Ο ঘ) আ.স.ম. আব্দুর রব
সঠিক উত্তর: (ক)
২১৪. আইয়ুব খানের দীর্ঘদিনের আশা ছিল কী?
Ο ক) ভারত দখল করা
Ο খ) বাংলাদেশ দখল করা
Ο গ) কাশ্মীর দখল করা
Ο ঘ) কলকাতা দখল করা
সঠিক উত্তর: (গ)
২১৫. সংখ্যাগরিষ্ঠ জাতি হওয়া সত্ত্বেও মন্ত্রিসভায় বাঙালি প্রতিনিধির সংখ্যা কম। এটি কী প্রমাণ করে?
i. বাঙালিরা রাজনীতি থেকে দূরে ছিল
ii. পশ্চিম পাকিস্তানিদের দ্বারা বাংলায় রাজনৈতিক পরিবেশ অচল ছিল
iii. বাঙালির রাজনৈতিক অধিকাররকে উপক্ষে করা হতো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২১৬. ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফার মধ্যে অন্তর্ভুক্ত ছিল কয় দফা আন্দোলন?
Ο ক) চার
Ο খ) পাঁচ
Ο গ) ছয়
Ο ঘ) সাত
সঠিক উত্তর: (গ)
২১৭. COP-এর অন্তর্ভুক্ত- i. ন্যাপ ii. নেজামে ইসলাম iii. আওয়ামী লীগ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১৮. ১৯৫৬ সালে ইস্কান্দার মির্জা ইসলামি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মনোনীত হন। এর ফলে শাসনব্যবস্থা কী ধরনের প্রভাব পড়ে?
Ο ক) সামরিক শাসন জারি
Ο খ) গণতান্ত্রিক শাসন জারি হয়
Ο গ) সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়
Ο ঘ) রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়
সঠিক উত্তর: (ক)
২১৯. আগরতলা মামলাটি কত সালে দায়ের করা হয়?
Ο ক) ১৯৬৬ সালের ডিসেম্বর
Ο খ) ১৯৬৮ সালের জানুয়ারি
Ο গ) ১৯৬৯ সালের এপ্রিল
Ο ঘ) ১৯৭০ সালের জুন
সঠিক উত্তর: (খ)
২২০. আগরতলা মামলার সরকার পক্ষের সাক্ষী ছিল কত জন?
Ο ক) ১০
Ο খ) ১১
Ο গ) ১২
Ο ঘ) ১৩
সঠিক উত্তর: (খ)
২২১. আগরতলা মামলায় কার নেতৃত্বে একটি ডিফেল টিম গঠন করা হয়?
Ο ক) আবদুস সালাম খান
Ο খ) নিজামুল হক
Ο গ) মিনাজউর রহমান
Ο ঘ) এম.এ আজিজ
সঠিক উত্তর: (ক)
২২২. পাকিস্তান প্রতিষ্ঠায় পরবর্তীকালের সবচেয়ে বড় আন্দোলন ছিল কোনটি?
Ο ক) ভাষা আন্দোলন
Ο খ) শিক্ষা আন্দোলন
Ο গ) ছয়দফা আন্দোলন
Ο ঘ) গণআন্দোলন/অভ্যুত্থান
সঠিক উত্তর: (ঘ)
২২৩. এন. ডি,এফ এর মধ্যে অর্ন্তভুক্ত ছিল-
i. আওয়ামী লীগ
ii. কাউন্সিল মুসলিম লীগ
iii. নেজামে ইসলাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২৪. কাশ্মীরকে কেন্দ্র করে যুদ্ধ সংগঠিত হয়-
i. ১৯৪৭ সালে
ii. ১৯৬৫ সালে
iii. ১৯৬৭ সালে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২৫. জনতা সরকারি পত্রিকা দৈনিক পাকিস্তান ও মর্নিং নিউজ অফিসে আগুন লাগিয়ে দেয় কত তারিখে?
Ο ক) ২১ জানুয়ারি ১৯৬৯
Ο খ) ২২ জানুয়ারি ১৯৬৯
Ο গ) ২৩ জানুয়ারি ১৯৬৯
Ο ঘ) ২৪ জানুয়ারি ১৯৬৯
সঠিক উত্তর: (ক)
২২৬. পাকিস্তান সরকার ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করতে বাধ্য হয় কেন?
Ο ক) প্রবল গণ-আন্দোলনের কারণে
Ο খ) প্রবল গণ-আন্দোলনের কারণে
Ο গ) প্রবল বিক্ষোভের কারণে
Ο ঘ) প্রবল জনতা অসন্তোষের কারণে
সঠিক উত্তর: (ক)
২২৭. সিমি তার শিক্ষকের কাছ থেকে ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের জন্য অন্যতম দায়ী একজন নেতার নাম জানতে পারলো?
Ο ক) ইয়াহিয়া
Ο খ) মোনায়েম খান
Ο গ) ইস্কান্দার মির্জা
Ο ঘ) আইয়ুব খান
সঠিক উত্তর: (ঘ)
২২৮. ‘A’ দেশের জাতীয় নেতাদের ‘B’ দেশের সরকার অন্যায়ভাবে বন্দী করে । এখানে এদেশের প্রতি কোন ধরনের বৈষম্যের শিকার হয়েছে?
Ο ক) সামাজিক
Ο খ) প্রশাসনিক
Ο গ) রাজনৈতিক
Ο ঘ) সাংস্কৃতিক
সঠিক উত্তর: (গ)
২২৯. ছয়দফা কর্মসূচিতে ৩য় দফার দেশের দু’অংশে বিনিময়ের জন্য কয়টি মুদ্রার কথা বলা হয়েছে?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
সঠিক উত্তর: (খ)
২৩০. আইয়ুব খান পরিস্থিতি শান্ত করতে কোথায় গোলটেবিল বৈঠক আহ্বান করেন?
Ο ক) লাহোরে
Ο খ) ইসলামাবাদে
Ο গ) রাওয়ালপিণ্ডিতে
Ο ঘ) ঢাকায়
সঠিক উত্তর: (গ)
২৩১. তুহিন একটি সাময়িকী পড়ে ৩৫ জন আসামির নাম জানতে পারলো যারা আগরতলা মামলার আসামি। তাদের মধ্যে অন্তর্ভুক্ত-
i. হাবিলদার মুজিবুর রহমান
ii. মাহফুজুল বারী
iii. সার্জেন্ট সামসুল হক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৩২. পশ্চিম পাকিস্তান সরকার কর্তৃক আগরতলা ষড়যন্ত্র মামলার যথার্থ কারণ কী?
i. বঙ্গবন্ধুর রাজনৈতিক ক্ষমতা হ্রাস
ii. ছয় দফার জনপ্রিয়তা কমানো
iii. সশস্ত্র আন্দোলনের পরিকল্পনা নস্যাৎ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৩৩. ১৯৫৪ সালে পাকিস্তান সরকার যুক্তফ্রন্টের নির্বাচিত সরকারকে অন্যায়ভাবে উচ্ছেদ করে। এতে কোন বিষয়টি ফুটে উঠেছে?
Ο ক) প্রশাসনিক বৈষম্য
Ο খ) রাজনৈতিক বৈষম্য
Ο গ) সামরিক বৈষম্য
Ο ঘ) সামাজিক বৈষম্য
সঠিক উত্তর: (খ)
২৩৪. আগরতলা মামলার আসামিদের মধ্যে অন্তর্ভুক্ত-
i. নুর মোহাম্মদ
ii. রুহুল কুদ্দুস সিএসপি
iii. বিধান কৃষ সেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৩৫. কত সালে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়?
Ο ক) ১৯৬০ সালে
Ο খ) ১৯৬২ সালে
Ο গ) ১৯৬৪ সালে
Ο ঘ) ১৯৬৬ সালে
সঠিক উত্তর: (ঘ)
২৩৬. ১৯৬২ সালের ছাত্ররা একটানা কত দিন ধর্মঘট পালন করেন?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ঘ)
২৩৭. গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ গঠিত হয় কয়টি রাজনৈতিক দল নিয়ে?
Ο ক) ছয়
Ο খ) সাত
Ο গ) আট
Ο ঘ) নয়
সঠিক উত্তর: (গ)
২৩৮. ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের উদ্দেশ্য ছিল-
i. ১৯৭০ সালের নির্বাচনে জয়ী হওয়া
ii. গণতন্ত্র পুনরুদ্ধার করা
iii. ১৯৫৬ সালের সংবিধানে ফিরে যাওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৩৯. আইয়ুব খানের শাসনামসলে মোট বাজেটের কয় ভাগ সামরিক বাজেট ছিল?
Ο ক) ৫০%
Ο খ) ৬০%
Ο গ) ৭০%
Ο ঘ) ৮০%
সঠিক উত্তর: (খ)
২৪০. আইয়ুব খান কনভেনশন মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। এটি কিসের পরিচায়ক?
i. দলীয় রাজনীতি বৈধ
ii. সামরিক আইন স্থগিত
iii. আইয়ুব সরকার একক শাসক ব্যর্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৪১. দু অঞ্চলের মাঝে সম্পূর্ণ আলাদা ছিল- i ভাষা ii. সাহিত্য iii. সংস্কৃতি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪২. ভারত রাষ্ট্রের জন্ম হয় কত সালে?
Ο ক) ১৯৪৭
Ο খ) ১৯৪৮
Ο গ) ১৯৪৯
Ο ঘ) ১৯৫০
সঠিক উত্তর: (ক)
২৪৩. কোন কর্মসূচিতে বাঙালি জাতীয়তাবাদের চূড়ান্ত প্রকাশ আশা-আকাঙ্ক্ষার প্রতীক এবং মুক্তি সনদ বলে মনে করা হয়?
Ο ক) ছয়দফা
Ο খ) গণ-অভ্যুত্থান
Ο গ) ৭০-এর নির্বাচন
Ο ঘ) ৫২-এর ভাষা আন্দোলন
সঠিক উত্তর: (ক)
২৪৪. বঙ্গভঙ্গ ছয়দফা কর্মসূচির মূল কারণ কী?
Ο ক) পূর্ব পাকিস্তানের বৈষম্যের হাত থেকে রক্ষা
Ο খ) পশ্চিম পাকিস্তানের বৈষম্যের হাত থেকে রক্ষা
Ο গ) ভারত-পাকিস্তানের বিভাজন
Ο ঘ) ভারতের শোষণা থেকে পাকিস্তানকে রক্ষা
সঠিক উত্তর: (ক)
২৪৫. ১৯৬২ সালের কত তারিখ পর্যন্ত প্রতিদিন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়?
Ο ক) ১৫ আগস্ট-১০ সেপ্টেম্বর
Ο খ) ১৬ আগস্ট-১১ সেপ্টেম্বর
Ο গ) ১৭ আগস্ট-১২ সেপ্টেম্বর
Ο ঘ) ১৮ আগস্ট-১৩ সেপ্টেম্বর
সঠিক উত্তর: (ক)
২৪৬. সার্জেন্ট জহুরুল হককে কীভাবে হত্যা করা হয়?
Ο ক) অমানবিকভাবে
Ο খ) পৈশাচিক কায়দায়
Ο গ) গোপনে
Ο ঘ) গুলি করে
সঠিক উত্তর: (ঘ)
২৪৭. ১৯৬২ সালের কত তারিখে ছাত্ররা ধর্মঘট ডাকে?
Ο ক) ১ ফেব্রুয়ারি
Ο খ) ২ ফেব্রুয়ারি
Ο গ) ৩ ফেব্রুয়ারি
Ο ঘ) ৪ ফেব্রুয়ারি
সঠিক উত্তর: (ক)
২৪৮. পূর্ব-বাংলার প্রতি রাজনৈতিক প্রশাসনিক, সামরিক, অর্থনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতিক বৈষম্য এবং নিপীড়নমূলক নীতি অনুসরণ করে কারা?
Ο ক) পশ্চিম পাকিস্তান
Ο খ) উত্তর ভারত
Ο গ) দক্ষিণ ভারত
Ο ঘ) পূর্ব পাকিস্তান
সঠিক উত্তর: (ক)
২৪৯. জন্মলগ্ন থেকে পাকিস্তানে কয়টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (গ)
২৫০. গণঅভ্যুত্থানের সময় পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন কে?
Ο ক) নুরুল আমিন সরকার
Ο খ) নাজিম উদদীন
Ο গ) মোনায়েম খান
Ο ঘ) আইয়ুব খান
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History