ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১০ (৮) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩৫১. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের অন্যতম বৈশিষ্ট্য হলো-
i. রাজনৈতিক রুপ পরিগ্রহ করে
ii. বাংলা ভাষার দাবিতে সংগ্রাম
iii. কঠোর কর্মসূচি গ্রহণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫২. কোন রাজনৈতিক দল ফজলুল হককে রাষ্ট্রদ্রোহী বলে আখ্যায়িত করে?
Ο ক) আওয়ামী মুসলিম লীগ
Ο খ) মুসলিম লীগ
Ο গ) পাকিস্তান জাতীয় কংগ্রেস
Ο ঘ) খেলাফতে রব্বানী
সঠিক উত্তর: (খ)
৩৫৩. ১৪৪ ধারা অমান্য করার সিদ্ধান্তে অটুট থাকে-
i. আবদুল মতিন
ii. ওলি আহাদ
iii. গোলাম মাহবুব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫৪. শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস বাঙালির যে দিকটি বহিঃপ্রকাশ-
i. অর্থনৈতিক সাম্যের
ii. স্বদেশপ্রেমের
iii. নিজ সংস্কৃতি প্রীতির
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৫৫. পাকিস্তান সৃষ্টির পর মুসলিম লীগের অনেক নেতা মর্মাহত হন। এর যথার্থ কারণ হলো-
i. মুসলিম লীগের অগণতান্ত্রিক আচরণ
ii. দমন নীতি
iii. বাংলা ভাষার অবমাননা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫৬. ১৯৫৪ সালের নির্বাচনে মোট কতটি আসন ছিল?
Ο ক) ৩০৭টি
Ο খ) ৩০৮টি
Ο গ) ৩০৯টি
Ο ঘ) ৩১০টি
সঠিক উত্তর: (গ)
৩৫৭. ভাষা আন্দোলন ব্যপক রূপলাভ করে কখন?
Ο ক) ১৯৪৯ সালে
Ο খ) ১৯৫০ সালে
Ο গ) ১৯৫১ সালে
Ο ঘ) ১৯৫২ সালে
সঠিক উত্তর: (ঘ)
৩৫৮. ১৯৫৬ সালের সংবিধান প্রণীত হওয়ার পর কতদিন চালু ছিল?
Ο ক) মাত্র এক বছর
Ο খ) মাত্র দু’বছর
Ο গ) মাত্র তিন বছর
Ο ঘ) মাত্র চার বছর
সঠিক উত্তর: (খ)
৩৫৯. বাঙালি জাতীয়তাবাদের প্রথম প্রেরণা কোনটি?
Ο ক) ভাষা আন্দোলন
Ο খ) ছয় দফা আন্দোলন
Ο গ) একুশ দফা আন্দোলন
Ο ঘ) তেভাগা আন্দোলন
সঠিক উত্তর: (ক)
৩৬০. প্রথম অবস্থায় নতুন রাষ্ট্র পাকিস্তান কোন আইন দ্বারা পরিচালিত হতে থাকে?
Ο ক) ১৯১৯ সালের মর্লি মিণ্টো আইন
Ο খ) ১৯৩৫ সালের ভারত শাসন আইন
Ο গ) ১৯৩৯ সালের সংস্কার আইন
Ο ঘ) ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন
সঠিক উত্তর: (ঘ)
৩৬১. যুক্তফ্রন্ট কত দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করে?
Ο ক) ১১ দফা
Ο খ) ১২ দফা
Ο গ) ১৯ দফা
Ο ঘ) ২১ দফা
সঠিক উত্তর: (ঘ)
৩৬২. ভাষা আন্দোলনের অন্যতম ফলাফল কোনটি?
Ο ক) বাংলা রাষ্ট্রভাষা মর্যাদা লাভ
Ο খ) বাংলাকে শুধু আঞ্চলিক ভাষা হিসেবে স্বীকৃতি
Ο গ) বাংলাকে শুধু অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি
Ο ঘ) বাংলাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি
সঠিক উত্তর: (ক)
৩৬৩. সংখ্যাগরিষ্ঠ মানুষের মুখের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা পাকিস্তানি শাসকদের কোনটি প্রকাশিত হয়েছে?
Ο ক) ক্ষমতা
Ο খ) বৈষম্য
Ο গ) চাতুর্য
Ο ঘ) রাজনৈতিক দূরদৃষ্টি
সঠিক উত্তর: (খ)
৩৬৪. আওয়ামী মুসলিম লীগের নামে যে রাজনৈতিক দল গঠন হয়েছিল তার সভাপতি কে ছিলেন?
Ο ক) মওলানা ভাসানী
Ο খ) আবুল হাসিম
Ο গ) এ কে ফজলুল হক
Ο ঘ) গোলাম আজাদ
সঠিক উত্তর: (ক)
৩৬৫. পূর্ব বাংলায় মুসলিম লীগের দুঃশাসনের বিরুদ্ধে কোন রাজনৈতিক দলটি সবচেয়ে বেশি শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল?
Ο ক) আওয়ামী মুসলিম লীগ
Ο খ) মুসলিম লীগ
Ο গ) জাতীয় পার্টি
Ο ঘ) বিএনপি
সঠিক উত্তর: (ক)
৩৬৬. কয়টি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়?
Ο ক) তিন
Ο খ) চার
Ο গ) পাঁচ
Ο ঘ) ছয়
সঠিক উত্তর: (খ)
৩৬৭. আইয়ুব খান কত সালে সামরিক শাসন জারি করেন?
Ο ক) ১৯৫৬
Ο খ) ১৯৫৮
Ο গ) ১৯৬০
Ο ঘ) ১৯৬২
সঠিক উত্তর: (খ)
৩৬৮. খ্রিস্টানরা পূর্ব বাংলার নির্বাচনে কয়টি আসন পেয়েছিল?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৬টি
সঠিক উত্তর: (ক)
৩৬৯. ধীরে ধীরে মুসলিম লীগ জনবিচ্ছিন্ন হতে থাকে কেন?
Ο ক) অগণতান্ত্রিক হওয়ায়
Ο খ) সংবিধানিক হওয়ায়
Ο গ) পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য
Ο ঘ) ছয় দফা আন্দোলনের কারণে
সঠিক উত্তর: (ক)
৩৭০. ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত তারিখে সভা ও ছাত্র ধর্মঘটের আহ্বান করে?
Ο ক) ৩০ জানুয়ারি
Ο খ) ৩০ ফেব্রুয়ারি
Ο গ) ৩০ মার্চ
Ο ঘ) ৩০ এপ্রিল
সঠিক উত্তর: (ক)
৩৭১. যুক্তফ্রন্ট সরকার বাতিল করে কোন ধরনের শাসনব্যবস্থা জারি করে?
Ο ক) গভর্নরের শাসন
Ο খ) স্থানীয় শাসন
Ο গ) কেন্দ্রীয় শাসন
Ο ঘ) সামরিক শাসন
সঠিক উত্তর: (ক)
৩৭২. ১৯৫৪ সালের নির্বাচনে শতকরা কতজন ভোটার ভোট দেয়?
Ο ক) ৩৩.৫০ ভাগ
Ο খ) ৩৪.১৯ ভাগ
Ο গ) ৩৬.২৫ ভাগ
Ο ঘ) ৩৭.১৯ ভাগ
সঠিক উত্তর: (ঘ)
৩৭৩. যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য ছিলেন-
i. আবু হোসেন সরকার
ii. সৈয়দ আজিজুল হক
iii. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৭৪. পাকিস্তানের সংবিধান কত সালে রচিত হয়?
Ο ক) ১৯৫৪
Ο খ) ১৯৫৫
Ο গ) ১৯৫৫
Ο ঘ) ১৯৫৬
সঠিক উত্তর: (ঘ)
৩৭৫. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নতুন কমিটির আহ্বানে কত তারিখে ধর্মঘট পালিত হয়?
Ο ক) ১০ মার্চ
Ο খ) ১১ মার্চ
Ο গ) ১২ মার্চ
Ο ঘ) ১৩ মার্চ
সঠিক উত্তর: (খ)
৩৭৬. কত সালের নির্বাচন ছিল মুসলিম লীগের অন্যায় বৈষম্যমূলক ব্যর্থ শাসনের বিরুদ্ধে প্রতিবাদস্বরুপ?
Ο ক) ১৯৫৪ সাল
Ο খ) ১৯৫৬ সাল
Ο গ) ১৯৬০ সাল
Ο ঘ) ১৯৬৫ সাল
সঠিক উত্তর: (ক)
৩৭৭. ১৯৫৪ সালের নির্বাচনের অন্যতম তাৎপর্য হচ্ছে কোনটি?
Ο ক) বাঙালির ঐক্যবদ্ধ প্রতিবাদ
Ο খ) বাঙালির স্বাধীনতা অর্জন
Ο গ) বাঙালির অর্থনৈতিক সমৃদ্ধি
Ο ঘ) বাঙালির ধর্মীয় অনুভূতির জাগরণ
সঠিক উত্তর: (ক)
৩৭৮. কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল?
Ο ক) ১৯৪৭ সালে
Ο খ) ১৯৪৮ সালে
Ο গ) ১৯৫২ সালে
Ο ঘ) ১৯৫৪ সালে
সঠিক উত্তর: (ঘ)
৩৭৯. তারেক ভাষা আন্দোলনের সাথে জড়িত কয়েকজন নেতার নাম বলেন। তারা হলেন-
i. আবুল হাশেম
ii. আব্দুল মতিন
iii. গোলাম মাহবুব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৮০. কখন ভাষা আন্দোলন ব্যাপক রূপ লাভ করে?
Ο ক) ১৯৫২ সালে
Ο খ) ১৯৫৩ সালে
Ο গ) ১৯৫৫ সালে
Ο ঘ) ১৯৫৬ সালে
সঠিক উত্তর: (ক)
৩৮১. পাকিস্তান দুই অংশের মধ্যে ছিল না- i. ইতিহাস ii. ঐতিহ্য iii. ভাষা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৮২. শেরে বাংলা এ.কে ফজলুল হকের নেতৃত্বে ১৪ সদস্যবিশিষ্ট মন্ত্রিপরিষদ গঠন করেছিল কারা?
Ο ক) যুক্তফ্রন্ট
Ο খ) মুসলিম লীগ
Ο গ) তফসিলি ফেডারেশন
Ο ঘ) কমিউনিস্ট পার্টি
সঠিক উত্তর: (ক)
৩৮৩. রাতুলের যেদিন জন্ম হয় সেদিন বাংলা ভাষা আন্তজার্তিক মর্যাদায় ভূষিত হয়। রাতুলের জন্ম সাল কত?
Ο ক) ১৯৫২ সাল
Ο খ) ১৯৫৬ সাল
Ο গ) ১৯৭১ সাল
Ο ঘ) ২০০০ সাল
সঠিক উত্তর: (ঘ)
৩৮৪. আদমজী জুট মিলে কাদের মধ্যে গোলযোগ হয়েছিল?
Ο ক) পাকিস্তানি ও বিহারিরা
Ο খ) হিন্দি ও বিহারিরা
Ο গ) বাঙালি ও বিহারিার
Ο ঘ) বিহারি ও পাঞ্জাবিরা
সঠিক উত্তর: (ক)
৩৮৫. আওয়ামী মুসলিম লীগের প্রথম যুগ্ম সম্পাদক কে ছিলেন?
Ο ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Ο খ) এ কে ফজলুল হক
Ο গ) আবুল হাসিম
Ο ঘ) আবুল কালাম
সঠিক উত্তর: (ক)
৩৮৬. কোন আদর্শের ভিত্তিতে পূর্ব বাংলায় স্বায়ত্তশাসনের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছিল?
Ο ক) পাকিস্তানি জাতীয়তাবাদী
Ο খ) বাঙালি জাতীয়তাবাদী
Ο গ) ইন্ডিয়ান জাতীয়তাবাদী
Ο ঘ) নেপালি জাতীয়তাবাদী
সঠিক উত্তর: (খ)
৩৮৭. কখন থেকে ‘আন্তজার্তিক মাতৃভাষা দিবস’ যথাযথভাবে পালিত হচ্ছে?
Ο ক) ১৯৯৯ সালে
Ο খ) ২০০০ সালে
Ο গ) ২০০১ সালে
Ο ঘ) ২০০২ সালে
সঠিক উত্তর: (খ)
৩৮৮. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নতুন কমিটির আহ্বানে কত তারিখে ধর্মঘট পালিত হয়েছিল?
Ο ক) ১২ জুন
Ο খ) ২৫ জুলাই
Ο গ) ১১ মার্চ
Ο ঘ) ২১ ফেব্রুয়ারী
সঠিক উত্তর: (গ)
৩৮৯. ১৯৪৭ পরবর্তী পূর্ব বাংলা শুরু থেকেই কোন দলের সাথে অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়েছিল?
Ο ক) কম্যুনিস্ট পার্টির সাথে
Ο খ) জাতীয় কংগ্রেসের সাথে
Ο গ) মুসলিম লীগের সাথে
Ο ঘ) কৃষক প্রজাতন্ত্রের সাথে
সঠিক উত্তর: (গ)
৩৯০. কাদের অনিহায় গণপরিষদের কাজ ব্যাহত হয়েছিলেন?
Ο ক) স্থানীয় চেয়ারম্যান
Ο খ) শাসকগোষ্ঠী
Ο গ) দলীয় সভাপতির
Ο ঘ) রাজনৈতিক নেতাদের
সঠিক উত্তর: (খ)
৩৯১. কত সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করেছিল?
Ο ক) ১৯৫৪
Ο খ) ১৯৬৬
Ο গ) ১৯৬৮
Ο ঘ) ১৯৭০
সঠিক উত্তর: (ঘ)
৩৯২. ১৯৫৫ সালে আওয়ামী মুসলিম লীগ থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয় কেন?
Ο ক) সাম্প্রদায়িকতা দূর করতে
Ο খ) সম্প্রদায়িকতা মানসিকতা সৃষ্টির জন্য
Ο গ) রক্ষণশীলতার পরিচয় দিতে
Ο ঘ) নির্বাচন উপলক্ষে
সঠিক উত্তর: (ক)
৩৯৩. ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের বিরুদ্ধে কোন দলটি নিরুঙ্কুশ জয়লাভ করেছিল?
Ο ক) জাতীয় কংগ্রেস
Ο খ) মুসলিম লীগ
Ο গ) যুক্তফ্রন্ট
Ο ঘ) কৃষক প্রজাতন্ত্র
সঠিক উত্তর: (গ)
৩৯৪. মুসলিম লীগের খাজা নাজিমুদ্দিন –আকরামের খাঁপন্থী ধারাটি ছিল-
i. রক্ষণশীল
ii. সংস্কারপন্থী
iii. পশ্চিম পাকিস্তানের দোসর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৯৫. পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু খাজা নাজিমুদ্দীন ২৭ জানুয়ারি কোথায় ঘোষণা করেছিলেন?
Ο ক) প্রেসক্লাবে
Ο খ) বর্ধমান হাউজে
Ο গ) পল্টন ময়দানে
Ο ঘ) রমনা বটমূলে
সঠিক উত্তর: (গ)
৩৯৬. কোন নির্বাচনে তরুণ নেতার কাছে মুসলিম লীগের বড় বড় নেতৃত্বের পরাজয় ঘটেছিল?
Ο ক) ৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন
Ο খ) ৬৯-এর নির্বাচন
Ο গ) ৭০ সালের নির্বাচন
Ο ঘ) ৭৩-এর সালের নির্বাচন
সঠিক উত্তর: (ক)
৩৯৭. বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোন দিনটি ভাষা শহিদদের সম্মানে সরকারি ছুটির দিন ঘোষণা করা হয়েছে?
Ο ক) ৫ ফেব্রুয়ারি
Ο খ) ২১ ফেব্রুয়ারি
Ο গ) ৫ জুন
Ο ঘ) ১৫ আগস্ট
সঠিক উত্তর: (খ)
৩৯৮. যুক্তফ্রন্টের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দায়িত্বপ্রাপ্ত বিভাগের ক্ষেত্রে সমর্থনযোগ্য?
Ο ক) স্বাস্থ্য
Ο খ) শিক্ষা
Ο গ) কৃষি
Ο ঘ) সমবায়
সঠিক উত্তর: (গ)
৩৯৯. পাকিস্তানের জাতীয় পরিষদ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় কেন?
Ο ক) সংবিধানের কারণে
Ο খ) জেনারেল মোহাম্মদ আলীর নির্দেশে
Ο গ) পরিষদের সদস্যদের কারণে
Ο ঘ) প্রবল আন্দোলনের কারণে
সঠিক উত্তর: (ঘ)
৪০০. যুক্তফ্রন্টের মন্ত্রিসভার শিক্ষার দায়িত্ব কে নেন?
Ο ক) সৈয়দ আজিজুল হক
Ο খ) আবু হেনা
Ο গ) আবু হোসেন
Ο ঘ) শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩৫১. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের অন্যতম বৈশিষ্ট্য হলো-
i. রাজনৈতিক রুপ পরিগ্রহ করে
ii. বাংলা ভাষার দাবিতে সংগ্রাম
iii. কঠোর কর্মসূচি গ্রহণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫২. কোন রাজনৈতিক দল ফজলুল হককে রাষ্ট্রদ্রোহী বলে আখ্যায়িত করে?
Ο ক) আওয়ামী মুসলিম লীগ
Ο খ) মুসলিম লীগ
Ο গ) পাকিস্তান জাতীয় কংগ্রেস
Ο ঘ) খেলাফতে রব্বানী
সঠিক উত্তর: (খ)
৩৫৩. ১৪৪ ধারা অমান্য করার সিদ্ধান্তে অটুট থাকে-
i. আবদুল মতিন
ii. ওলি আহাদ
iii. গোলাম মাহবুব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫৪. শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস বাঙালির যে দিকটি বহিঃপ্রকাশ-
i. অর্থনৈতিক সাম্যের
ii. স্বদেশপ্রেমের
iii. নিজ সংস্কৃতি প্রীতির
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৫৫. পাকিস্তান সৃষ্টির পর মুসলিম লীগের অনেক নেতা মর্মাহত হন। এর যথার্থ কারণ হলো-
i. মুসলিম লীগের অগণতান্ত্রিক আচরণ
ii. দমন নীতি
iii. বাংলা ভাষার অবমাননা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫৬. ১৯৫৪ সালের নির্বাচনে মোট কতটি আসন ছিল?
Ο ক) ৩০৭টি
Ο খ) ৩০৮টি
Ο গ) ৩০৯টি
Ο ঘ) ৩১০টি
সঠিক উত্তর: (গ)
৩৫৭. ভাষা আন্দোলন ব্যপক রূপলাভ করে কখন?
Ο ক) ১৯৪৯ সালে
Ο খ) ১৯৫০ সালে
Ο গ) ১৯৫১ সালে
Ο ঘ) ১৯৫২ সালে
সঠিক উত্তর: (ঘ)
৩৫৮. ১৯৫৬ সালের সংবিধান প্রণীত হওয়ার পর কতদিন চালু ছিল?
Ο ক) মাত্র এক বছর
Ο খ) মাত্র দু’বছর
Ο গ) মাত্র তিন বছর
Ο ঘ) মাত্র চার বছর
সঠিক উত্তর: (খ)
৩৫৯. বাঙালি জাতীয়তাবাদের প্রথম প্রেরণা কোনটি?
Ο ক) ভাষা আন্দোলন
Ο খ) ছয় দফা আন্দোলন
Ο গ) একুশ দফা আন্দোলন
Ο ঘ) তেভাগা আন্দোলন
সঠিক উত্তর: (ক)
৩৬০. প্রথম অবস্থায় নতুন রাষ্ট্র পাকিস্তান কোন আইন দ্বারা পরিচালিত হতে থাকে?
Ο ক) ১৯১৯ সালের মর্লি মিণ্টো আইন
Ο খ) ১৯৩৫ সালের ভারত শাসন আইন
Ο গ) ১৯৩৯ সালের সংস্কার আইন
Ο ঘ) ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন
সঠিক উত্তর: (ঘ)
৩৬১. যুক্তফ্রন্ট কত দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করে?
Ο ক) ১১ দফা
Ο খ) ১২ দফা
Ο গ) ১৯ দফা
Ο ঘ) ২১ দফা
সঠিক উত্তর: (ঘ)
৩৬২. ভাষা আন্দোলনের অন্যতম ফলাফল কোনটি?
Ο ক) বাংলা রাষ্ট্রভাষা মর্যাদা লাভ
Ο খ) বাংলাকে শুধু আঞ্চলিক ভাষা হিসেবে স্বীকৃতি
Ο গ) বাংলাকে শুধু অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি
Ο ঘ) বাংলাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি
সঠিক উত্তর: (ক)
৩৬৩. সংখ্যাগরিষ্ঠ মানুষের মুখের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা পাকিস্তানি শাসকদের কোনটি প্রকাশিত হয়েছে?
Ο ক) ক্ষমতা
Ο খ) বৈষম্য
Ο গ) চাতুর্য
Ο ঘ) রাজনৈতিক দূরদৃষ্টি
সঠিক উত্তর: (খ)
৩৬৪. আওয়ামী মুসলিম লীগের নামে যে রাজনৈতিক দল গঠন হয়েছিল তার সভাপতি কে ছিলেন?
Ο ক) মওলানা ভাসানী
Ο খ) আবুল হাসিম
Ο গ) এ কে ফজলুল হক
Ο ঘ) গোলাম আজাদ
সঠিক উত্তর: (ক)
৩৬৫. পূর্ব বাংলায় মুসলিম লীগের দুঃশাসনের বিরুদ্ধে কোন রাজনৈতিক দলটি সবচেয়ে বেশি শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল?
Ο ক) আওয়ামী মুসলিম লীগ
Ο খ) মুসলিম লীগ
Ο গ) জাতীয় পার্টি
Ο ঘ) বিএনপি
সঠিক উত্তর: (ক)
৩৬৬. কয়টি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়?
Ο ক) তিন
Ο খ) চার
Ο গ) পাঁচ
Ο ঘ) ছয়
সঠিক উত্তর: (খ)
৩৬৭. আইয়ুব খান কত সালে সামরিক শাসন জারি করেন?
Ο ক) ১৯৫৬
Ο খ) ১৯৫৮
Ο গ) ১৯৬০
Ο ঘ) ১৯৬২
সঠিক উত্তর: (খ)
৩৬৮. খ্রিস্টানরা পূর্ব বাংলার নির্বাচনে কয়টি আসন পেয়েছিল?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৬টি
সঠিক উত্তর: (ক)
৩৬৯. ধীরে ধীরে মুসলিম লীগ জনবিচ্ছিন্ন হতে থাকে কেন?
Ο ক) অগণতান্ত্রিক হওয়ায়
Ο খ) সংবিধানিক হওয়ায়
Ο গ) পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য
Ο ঘ) ছয় দফা আন্দোলনের কারণে
সঠিক উত্তর: (ক)
৩৭০. ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত তারিখে সভা ও ছাত্র ধর্মঘটের আহ্বান করে?
Ο ক) ৩০ জানুয়ারি
Ο খ) ৩০ ফেব্রুয়ারি
Ο গ) ৩০ মার্চ
Ο ঘ) ৩০ এপ্রিল
সঠিক উত্তর: (ক)
৩৭১. যুক্তফ্রন্ট সরকার বাতিল করে কোন ধরনের শাসনব্যবস্থা জারি করে?
Ο ক) গভর্নরের শাসন
Ο খ) স্থানীয় শাসন
Ο গ) কেন্দ্রীয় শাসন
Ο ঘ) সামরিক শাসন
সঠিক উত্তর: (ক)
৩৭২. ১৯৫৪ সালের নির্বাচনে শতকরা কতজন ভোটার ভোট দেয়?
Ο ক) ৩৩.৫০ ভাগ
Ο খ) ৩৪.১৯ ভাগ
Ο গ) ৩৬.২৫ ভাগ
Ο ঘ) ৩৭.১৯ ভাগ
সঠিক উত্তর: (ঘ)
৩৭৩. যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য ছিলেন-
i. আবু হোসেন সরকার
ii. সৈয়দ আজিজুল হক
iii. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৭৪. পাকিস্তানের সংবিধান কত সালে রচিত হয়?
Ο ক) ১৯৫৪
Ο খ) ১৯৫৫
Ο গ) ১৯৫৫
Ο ঘ) ১৯৫৬
সঠিক উত্তর: (ঘ)
৩৭৫. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নতুন কমিটির আহ্বানে কত তারিখে ধর্মঘট পালিত হয়?
Ο ক) ১০ মার্চ
Ο খ) ১১ মার্চ
Ο গ) ১২ মার্চ
Ο ঘ) ১৩ মার্চ
সঠিক উত্তর: (খ)
৩৭৬. কত সালের নির্বাচন ছিল মুসলিম লীগের অন্যায় বৈষম্যমূলক ব্যর্থ শাসনের বিরুদ্ধে প্রতিবাদস্বরুপ?
Ο ক) ১৯৫৪ সাল
Ο খ) ১৯৫৬ সাল
Ο গ) ১৯৬০ সাল
Ο ঘ) ১৯৬৫ সাল
সঠিক উত্তর: (ক)
৩৭৭. ১৯৫৪ সালের নির্বাচনের অন্যতম তাৎপর্য হচ্ছে কোনটি?
Ο ক) বাঙালির ঐক্যবদ্ধ প্রতিবাদ
Ο খ) বাঙালির স্বাধীনতা অর্জন
Ο গ) বাঙালির অর্থনৈতিক সমৃদ্ধি
Ο ঘ) বাঙালির ধর্মীয় অনুভূতির জাগরণ
সঠিক উত্তর: (ক)
৩৭৮. কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল?
Ο ক) ১৯৪৭ সালে
Ο খ) ১৯৪৮ সালে
Ο গ) ১৯৫২ সালে
Ο ঘ) ১৯৫৪ সালে
সঠিক উত্তর: (ঘ)
৩৭৯. তারেক ভাষা আন্দোলনের সাথে জড়িত কয়েকজন নেতার নাম বলেন। তারা হলেন-
i. আবুল হাশেম
ii. আব্দুল মতিন
iii. গোলাম মাহবুব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৮০. কখন ভাষা আন্দোলন ব্যাপক রূপ লাভ করে?
Ο ক) ১৯৫২ সালে
Ο খ) ১৯৫৩ সালে
Ο গ) ১৯৫৫ সালে
Ο ঘ) ১৯৫৬ সালে
সঠিক উত্তর: (ক)
৩৮১. পাকিস্তান দুই অংশের মধ্যে ছিল না- i. ইতিহাস ii. ঐতিহ্য iii. ভাষা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৮২. শেরে বাংলা এ.কে ফজলুল হকের নেতৃত্বে ১৪ সদস্যবিশিষ্ট মন্ত্রিপরিষদ গঠন করেছিল কারা?
Ο ক) যুক্তফ্রন্ট
Ο খ) মুসলিম লীগ
Ο গ) তফসিলি ফেডারেশন
Ο ঘ) কমিউনিস্ট পার্টি
সঠিক উত্তর: (ক)
৩৮৩. রাতুলের যেদিন জন্ম হয় সেদিন বাংলা ভাষা আন্তজার্তিক মর্যাদায় ভূষিত হয়। রাতুলের জন্ম সাল কত?
Ο ক) ১৯৫২ সাল
Ο খ) ১৯৫৬ সাল
Ο গ) ১৯৭১ সাল
Ο ঘ) ২০০০ সাল
সঠিক উত্তর: (ঘ)
৩৮৪. আদমজী জুট মিলে কাদের মধ্যে গোলযোগ হয়েছিল?
Ο ক) পাকিস্তানি ও বিহারিরা
Ο খ) হিন্দি ও বিহারিরা
Ο গ) বাঙালি ও বিহারিার
Ο ঘ) বিহারি ও পাঞ্জাবিরা
সঠিক উত্তর: (ক)
৩৮৫. আওয়ামী মুসলিম লীগের প্রথম যুগ্ম সম্পাদক কে ছিলেন?
Ο ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Ο খ) এ কে ফজলুল হক
Ο গ) আবুল হাসিম
Ο ঘ) আবুল কালাম
সঠিক উত্তর: (ক)
৩৮৬. কোন আদর্শের ভিত্তিতে পূর্ব বাংলায় স্বায়ত্তশাসনের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছিল?
Ο ক) পাকিস্তানি জাতীয়তাবাদী
Ο খ) বাঙালি জাতীয়তাবাদী
Ο গ) ইন্ডিয়ান জাতীয়তাবাদী
Ο ঘ) নেপালি জাতীয়তাবাদী
সঠিক উত্তর: (খ)
৩৮৭. কখন থেকে ‘আন্তজার্তিক মাতৃভাষা দিবস’ যথাযথভাবে পালিত হচ্ছে?
Ο ক) ১৯৯৯ সালে
Ο খ) ২০০০ সালে
Ο গ) ২০০১ সালে
Ο ঘ) ২০০২ সালে
সঠিক উত্তর: (খ)
৩৮৮. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নতুন কমিটির আহ্বানে কত তারিখে ধর্মঘট পালিত হয়েছিল?
Ο ক) ১২ জুন
Ο খ) ২৫ জুলাই
Ο গ) ১১ মার্চ
Ο ঘ) ২১ ফেব্রুয়ারী
সঠিক উত্তর: (গ)
৩৮৯. ১৯৪৭ পরবর্তী পূর্ব বাংলা শুরু থেকেই কোন দলের সাথে অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়েছিল?
Ο ক) কম্যুনিস্ট পার্টির সাথে
Ο খ) জাতীয় কংগ্রেসের সাথে
Ο গ) মুসলিম লীগের সাথে
Ο ঘ) কৃষক প্রজাতন্ত্রের সাথে
সঠিক উত্তর: (গ)
৩৯০. কাদের অনিহায় গণপরিষদের কাজ ব্যাহত হয়েছিলেন?
Ο ক) স্থানীয় চেয়ারম্যান
Ο খ) শাসকগোষ্ঠী
Ο গ) দলীয় সভাপতির
Ο ঘ) রাজনৈতিক নেতাদের
সঠিক উত্তর: (খ)
৩৯১. কত সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করেছিল?
Ο ক) ১৯৫৪
Ο খ) ১৯৬৬
Ο গ) ১৯৬৮
Ο ঘ) ১৯৭০
সঠিক উত্তর: (ঘ)
৩৯২. ১৯৫৫ সালে আওয়ামী মুসলিম লীগ থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয় কেন?
Ο ক) সাম্প্রদায়িকতা দূর করতে
Ο খ) সম্প্রদায়িকতা মানসিকতা সৃষ্টির জন্য
Ο গ) রক্ষণশীলতার পরিচয় দিতে
Ο ঘ) নির্বাচন উপলক্ষে
সঠিক উত্তর: (ক)
৩৯৩. ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের বিরুদ্ধে কোন দলটি নিরুঙ্কুশ জয়লাভ করেছিল?
Ο ক) জাতীয় কংগ্রেস
Ο খ) মুসলিম লীগ
Ο গ) যুক্তফ্রন্ট
Ο ঘ) কৃষক প্রজাতন্ত্র
সঠিক উত্তর: (গ)
৩৯৪. মুসলিম লীগের খাজা নাজিমুদ্দিন –আকরামের খাঁপন্থী ধারাটি ছিল-
i. রক্ষণশীল
ii. সংস্কারপন্থী
iii. পশ্চিম পাকিস্তানের দোসর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৯৫. পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু খাজা নাজিমুদ্দীন ২৭ জানুয়ারি কোথায় ঘোষণা করেছিলেন?
Ο ক) প্রেসক্লাবে
Ο খ) বর্ধমান হাউজে
Ο গ) পল্টন ময়দানে
Ο ঘ) রমনা বটমূলে
সঠিক উত্তর: (গ)
৩৯৬. কোন নির্বাচনে তরুণ নেতার কাছে মুসলিম লীগের বড় বড় নেতৃত্বের পরাজয় ঘটেছিল?
Ο ক) ৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন
Ο খ) ৬৯-এর নির্বাচন
Ο গ) ৭০ সালের নির্বাচন
Ο ঘ) ৭৩-এর সালের নির্বাচন
সঠিক উত্তর: (ক)
৩৯৭. বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোন দিনটি ভাষা শহিদদের সম্মানে সরকারি ছুটির দিন ঘোষণা করা হয়েছে?
Ο ক) ৫ ফেব্রুয়ারি
Ο খ) ২১ ফেব্রুয়ারি
Ο গ) ৫ জুন
Ο ঘ) ১৫ আগস্ট
সঠিক উত্তর: (খ)
৩৯৮. যুক্তফ্রন্টের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দায়িত্বপ্রাপ্ত বিভাগের ক্ষেত্রে সমর্থনযোগ্য?
Ο ক) স্বাস্থ্য
Ο খ) শিক্ষা
Ο গ) কৃষি
Ο ঘ) সমবায়
সঠিক উত্তর: (গ)
৩৯৯. পাকিস্তানের জাতীয় পরিষদ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় কেন?
Ο ক) সংবিধানের কারণে
Ο খ) জেনারেল মোহাম্মদ আলীর নির্দেশে
Ο গ) পরিষদের সদস্যদের কারণে
Ο ঘ) প্রবল আন্দোলনের কারণে
সঠিক উত্তর: (ঘ)
৪০০. যুক্তফ্রন্টের মন্ত্রিসভার শিক্ষার দায়িত্ব কে নেন?
Ο ক) সৈয়দ আজিজুল হক
Ο খ) আবু হেনা
Ο গ) আবু হোসেন
Ο ঘ) শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History