এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১০ (৭)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১০ (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৩০১. কত সালে সামরিক শাসন জারি করলে সংবিধান স্থগিত করা হয়েছিল?
Ο ক) ১৯৫৮ সালে
Ο খ) ১৯৬০ সালে
Ο গ) ১৯৬২ সালে
Ο ঘ) ১৯৬৫ সালের
 সঠিক উত্তর: (ক)

 ৩০২. ১৯৬৬ সালে কয়দফা দাবি উত্থাপনের মাধ্যমে আওয়ামী লীগ জনগণের দলে পরিণত হয়?
Ο ক) তিন দফা
Ο খ) চার দফা
Ο গ) পাঁচ দফা
Ο ঘ) ছয় দফা
 সঠিক উত্তর: (ঘ)

 ৩০৩. আওয়ামী মুসলিম লীগের কমিটি কত সদস্যবিশিষ্ট হয়েছিল?
Ο ক) ১০
Ο খ) ২০
Ο গ) ৩০
Ο ঘ) ৪০
 সঠিক উত্তর: (ঘ)

 ৩০৪. যে কারণে পূর্ব বাংলার মানুষের জন্যে সংবিধান প্রয়োজন হয়-
i. যুক্তফ্রন্ট প্রতিষ্ঠার জন্যে
ii. প্রাদেশিক স্বায়ত্তশাসনের জন্যে
iii. মুসলিম লীগ সরকারে কবল থেকে রক্ষা পাওয়ার জন্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩০৫. ভাষা আন্দোলনের তাৎপর্য হিসেবে নিচের কোনটি যথার্থ?
i. বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ
ii. সরকারের সাথে আপস
iii. অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩০৬. পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন ইংরেজির পাশাপাশি কোন ভাষা দিয়ে কার্যক্রম শুরু করার পরামর্শ দিয়েছিল?
Ο ক) উর্দু
Ο খ) বাংলা
Ο গ) হিন্দি
Ο ঘ) তামিল
 সঠিক উত্তর: (ক)

 ৩০৭. নিখিল ভারত মুসলিম লীগের নতুন নামকরণ করা হয়-
Ο ক) মুসলিম লীগ
Ο খ) পাকিস্তান মুসলিম লীগ
Ο গ) পাকিস্তান লীগ
Ο ঘ) ভারত লীগ
 সঠিক উত্তর: (খ)

 ৩০৮. ১৯৬১ সালের ভাষার জন্য প্রাণ দিয়েছেন আসামের কিছু লোক। তাদের পূর্বে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিল কারা?
Ο ক) ১৯৫২ সালে ইংরেজরা
Ο খ) ১৯৯০ সালে রুশরা
Ο গ) ১৯৫২ সালে বাঙালিরা
Ο ঘ) ১৯৫৮ সালে পাকিস্তানিরা
 সঠিক উত্তর: (গ)

 ৩০৯. মুসলিম লীগের পূর্ব পাকিস্তানের অনেক নেতা মর্মাহত হন যে কারণে-
i. পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য
ii. মুসলিম লীগের অগণতান্ত্রিকতায়
iii. দমননীতির কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১০. ড. মুহম্মদ শহীদুল্লাহ নিখিল পাকিস্তান শিক্ষা সম্মেলনের প্রতিবাদ করেন কেন?
Ο ক) বাংলা ভাষা উর্দু হরফে লেখার প্রস্তাব
Ο খ) বাংলা ভাষা আরবি হরফে লেখার প্রস্তাবে
Ο গ) বাংলা ভাষা ইংরেজি হরফে লেখার প্রস্তাবে
Ο ঘ) বাংলা ভাষা ফারসি হরফে লেখার প্রস্তাবে
 সঠিক উত্তর: (খ)

 ৩১১. ‘ব্যালট বিপ্লব’ কথাটি কোন নির্বাচনের ক্ষেত্রে অধিক যুক্তিযুক্ত?
Ο ক) ১৯৫৪ সালের নির্বাচন
Ο খ) ১৯৫৮ সালের নির্বাচন
Ο গ) ১৯৬৯ সালের নির্বাচন
Ο ঘ) ১৯৭০ সালের নির্বাচন
 সঠিক উত্তর: (ক)

 ৩১২. ১৯৪৬ সালের গণপরিষদের কাজ ব্যাহত হতে থাকে কেন?
Ο ক) অর্থনৈতিক সংকটে
Ο খ) শাসকগাষ্ঠীর অনীহায়
Ο গ) লাহোর প্রস্তাবের কারণে
Ο ঘ) দুর্ভিক্ষ দেখা দেওয়ায়
 সঠিক উত্তর: (খ)

 ৩১৩. ভাষা আন্দোলনের সাথে সম্পর্ক ঘটনা বলতে নিচের কোনটি সমর্থন করা যায়?
i. ১৪৪ ধারা ভঙ্গ
ii. তমদ্দুন মজলিশ গঠন
iii. পূর্ব বাংলা ভাষা কমিটি গঠন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১৪. পূর্ব বাংলা ভাষা কমিটি কত সালে গঠিত হয়েছিল?
Ο ক) ১৯৫২
Ο খ) ১৯৫০
Ο গ) ১৯৪৫
Ο ঘ) ১৯৪৯
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১৫. কত সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ১৯৪৪ সালে
Ο খ) ১৯৪৫ সালে
Ο গ) ১৯৪৬ সালে
Ο ঘ) ১৯৪৭ সালে
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১৬. কত সালে প্যারিসে ইউনেস্কোর অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তজার্তিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়?
Ο ক) ১৯৯৯ সালে ১৭ নভেম্বর
Ο খ) ১৯৯৭ সালে ২১ ফেব্রুয়ারি
Ο গ) ২০০০ সালের ১৮ নভেম্বর
Ο ঘ) ২০০১ সালের ২৫ ফেব্রুয়ারি
 সঠিক উত্তর: (ক)

 ৩১৭. কোন শরিফ দলের মধ্যে কোন্দলের সৃষ্টি হয়েছিল?
Ο ক) যুক্তফ্রন্টের
Ο খ) মহাজোটের
Ο গ) জোট সরকারের
Ο ঘ) বাম দলগুলোর
 সঠিক উত্তর: (ক)

 ৩১৮. কোন রাষ্ট্রের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে এটি ছিল বাঙালি জাতির প্রথম প্রতিবাদ ও বিদ্রোহ?
Ο ক) ভারত
Ο খ) বাংলাদেশ
Ο গ) পাকিস্তান
Ο ঘ) মায়ানমার
 সঠিক উত্তর: (গ)

 ৩১৯. কত সালে সংবিধান রচনার জন্য কমিটি গঠিত হয়েছিল?
Ο ক) ১৯৪৫ সালে
Ο খ) ১৯৪৭ সালে
Ο গ) ১৯৪৯ সালে
Ο ঘ) ১৯৫২ সালে
 সঠিক উত্তর: (গ)

 ৩২০. কেন্দ্রীয় সরকার পূর্ব বাংলায় কতবার গভর্নরের শাসন জারি করেছিল?
Ο ক) দুইবার
Ο খ) তিনবার
Ο গ) পাঁচবার
Ο ঘ) আটবার
 সঠিক উত্তর: (খ)

৩২১. ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল কত সালে?
Ο ক) ১৯৪৯ সালে ১০ মার্চ
Ο খ) ১৯৫২ সালে ১৫ মার্চ
Ο গ) ১৯৫০ সালে ১১ মার্চ
Ο ঘ) ১৯৫১ সালে ১০ ফেব্রুয়ারি
 সঠিক উত্তর: (গ)

 ৩২২. ১৯৪৭ সালে উপমাহাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। যার অন্যতম হলো-
i. পাকিস্তানের স্বাধীনতা
ii. ভারতের স্বাধীনতা
iii. ব্রিটিশ শাসনাবসান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২৩. বর্তমান শহিদ মিনারটি কখন নির্মাণ করা হয়?
Ο ক) ১৯৭১ সালে
Ο খ) ১৯৭২ সালে
Ο গ) ১৯৭৩ সালে
Ο ঘ) ১৯৭৪ সালে
 সঠিক উত্তর: (খ)

 ৩২৪. জন্ম থেকেই আওয়ামী মুসলিম লীগ একজন কেমন চেতনায় বিশ্বাসী ছিল?
i. সাম্প্রদায়িকতা
ii. ধর্মনিরপেক্ষতা
iii. অসাম্প্রদায়িকতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩২৫. গণপরিষদের কাজ ব্যাহত হতে থাকে কেন?
Ο ক) শাসকগোষ্ঠীর অনীহায়
Ο খ) অর্থের অভাবে
Ο গ) নেতৃত্বের অভাবে
Ο ঘ) শাসকগোষ্ঠীর উদারতার জন্যে
 সঠিক উত্তর: (ক)

৩২৬. পশ্চিম পাকিস্তানের কোন ক্ষমতাসীন দলটি পূর্ব বাংলাকে উপনিবেশে পরিণত করতে চেয়েছিল?
Ο ক) আওয়ামী মুসলিম লীগ
Ο খ) নেজামে ইসলামী
Ο গ) মুসলিম লীগ
Ο ঘ) কমিউনিস্ট পার্টি
 সঠিক উত্তর: (গ)

 ৩২৭. কমিটির সুপারিশ অনুযায়ী কোন জায়গার জনগণকে সবদিক থেকে বঞ্চিত করা হয়েছিল?
Ο ক) দক্ষিণ বাংলার
Ο খ) পশ্চিম বাংলার
Ο গ) পূর্ব বাংলার
Ο ঘ) উত্তর বাংলার
 সঠিক উত্তর: (গ)

 ৩২৮. ১৯৯৯ সালে ১৭ নভেম্বর কোন শহর থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়েছিল?
Ο ক) লণ্ডন
Ο খ) প্যারিস
Ο গ) নিউইয়র্ক
Ο ঘ) জেনেভা
 সঠিক উত্তর: (খ)

 ৩২৯. ১৯৫২ সালের খাজা নাজিমুদ্দীনের উক্তিকে কেন্দ্র করে ভাষা আন্দোলন-
i. নতুন মাত্রা ও সর্বাত্মক রূপ লাভ করে
ii. চূড়ান্ত পর্যায়ের সূচনা হয়
iii. স্তিমিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৩০. ‘প্রভাতফেরী’ কথাটির সাথে সাদৃশ্য রয়েছে?
Ο ক) ২১ ফেব্রুয়ারির
Ο খ) ২৬ মার্চের
Ο গ) ১৪ ডিসেম্বরের
Ο ঘ) ১৬ ডিসেম্বরের
 সঠিক উত্তর: (ক)

৩৩১. পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে বাঙালি জাতি প্রতিবাদ ও বিদ্রোহ করেছিল কেন?
Ο ক) বৈষম্যমূলক আচরণের জন্য
Ο খ) একমুখী আচরণের জন্য
Ο গ) বহুমুখী নীতির জন্য
Ο ঘ) সরকারি লোক পশ্চিম পাকিস্তানের জন্য
 সঠিক উত্তর: (ক)

 ৩৩২. ১৯৪৭ সালে দুটি রাষ্ট্র জন্মলাভ করে, যার একটি মুসলিম দেশ এবং দেশটি দুটি অংশে বিভক্ত। মুসলিম বলতে কোন দেশকে নির্দেশ করা হয়েছে?
Ο ক) ইরান
Ο খ) ইরাক
Ο গ) মালয়েশিয়া
Ο ঘ) পাকিস্তান
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩৩. কত তারিখে ময়মনসিংহে আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল?
Ο ক) ১৯৫৩ সালের ১৪ নভেম্বর
Ο খ) ১৯৫২ সালের ১৪ মার্চ
Ο গ) ১৯৫৬ সালের ২৮ জুন
Ο ঘ) ১৯৫৮ সালের ২৪ জুলাই
 সঠিক উত্তর: (ক)

 ৩৩৪. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কখন?
Ο ক) ৩১ জানুয়ারি
Ο খ) ২১ মার্চ
Ο গ) ২৩ এপ্রিল
Ο ঘ) ২৮ জুলাই
 সঠিক উত্তর: (ক)

 ৩৩৫. ১৯৪৭ সালে পাকিস্তান জন্মের পর নিখিল ভারত মুসলিম লীগের কী নামকরণ করা হয়?
Ο ক) আওয়ামী মুসলিম লীগ
Ο খ) ন্যাশনাল মুসলিম লীগ
Ο গ) পাকিস্তান মুসলিম লীগ
Ο ঘ) ভারত মুসলিম লীগ
 সঠিক উত্তর: (গ)

৩৩৬. কার্তিক ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে নিহত কয়েকজন ছাত্রের নাম বলেন, যারা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন। কার্তিক বলেছে-
i. আব্দুস সালামের কথা
ii. আবুল বরকতের কথা
iii. রফিক উদ্দিন আহমদের কথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩৭. ভাষা আন্দোলন পরবর্তীকালে জন্ম দেয়-
i. সামাজিক আন্দোলনের
ii. অর্থনৈতিক আন্দোলন
iii. রাজনৈতিক আন্দোলনের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩৩৮. উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্তের প্রতিবাদে কত তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে মিছিল বের হয়?
Ο ক) ১ লা ডিসেম্বর
Ο খ) ৩রা ডিসেম্বর
Ο গ) ৪ঠা ডিসেম্বর
Ο ঘ) ৬ই ডিসেম্বর
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩৯. দুই বাংলা নিয়ে আবেগপ্রবণ বক্তব্য দিয়েছিলেন কে?
Ο ক) সোহরাওয়ার্দী
Ο খ) এ কে ফজলুল হক
Ο গ) ভাসানী
Ο ঘ) শামসুল হক
 সঠিক উত্তর: (খ)

 ৩৪০. যুক্তফ্রন্টের ২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা কে ছিলেন?
Ο ক) আবুল কাশেম
Ο খ) আবুল মনসুর আহমদ
Ο গ) এ.কে. ফজলুল হক
Ο ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
 সঠিক উত্তর: (খ)

৩৪১. পূর্ববাংলায় গভর্নরের শাসন জারি হয় কখন ?
Ο ক) ১৯৫৪ সালের ২৭ মে
Ο খ) ১৯৫৪ সালের ২৮ মে
Ο গ) ১৯৫৪ সালের ২৯ মে
Ο ঘ) ১৯৫৪ সালের ৩০ মে
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪২. ১৯৪৮ সালে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়-
i. ভাষা আন্দোলনকে রাজনৈতিক রুপদানের জন্য
ii. পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে অন্তর্ভুক্তির জন্য
iii. আরবি হরফে বাংলা লেখার প্রতিবাদ জানাতে।
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৪৩. যুক্তফ্রন্ট নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগ ও বাঙালির নেতৃত্বের প্রতি কাদের মনে ব্যপক অনাস্থা জন্ম নিয়েছিল?
Ο ক) পাকিস্তানিদের
Ο খ) বাঙালিদের
Ο গ) ভারতীয়দের
Ο ঘ) নেপালীয়দের
 সঠিক উত্তর: (খ)

 ৩৪৪. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক অধ্যাপক নুরুল হক ভুঁঞা কোথায় অধ্যাপনা করতেন?
Ο ক) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Ο খ) ঢাকা কলেজ
Ο গ) জগন্নাথ কলেজ
Ο ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪৫. কাকে মুসলিম লীগ রাষ্ট্রদ্রোহী হিসেবে ঘোষণা দিয়েছিল?
Ο ক) শেখ মুজিবুর রহমান
Ο খ) শামসুল হক
Ο গ) আব্দুল আজিজ
Ο ঘ) এ কে ফজলুল হক
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪৬. কেন্দ্রীয় মুসলিম লীগ সরকার ১৯৩৫ সালের ভারত শাসন আইনের কোন ধারা বলে যুক্তফ্রন্ট সরকার বাতিল করে?
Ο ক) ৯৩(ক) ধারা বলে
Ο খ) ৯২(খ) ধারা বলে
Ο গ) ৯৪(ক) ধারা বলে
Ο ঘ) ৯৪ (খ) ধারা বলে
 সঠিক উত্তর: (ক)

 ৩৪৭. বাংলা ভাষা সংস্কারের নামে ১৯৪৯ সালের মার্চ মাসে মাওলানা আকরাম খাঁকে সভাপতি করে কোন কমিটি গঠন করা হয়েছিল?
Ο ক) পশ্চিম পাকিস্তান ভাষা কমিটি
Ο খ) দক্ষিণ বঙ্গ ভাষা কমিটি
Ο গ) পূর্ব বাংলা ভাষা কমিটি
Ο ঘ) উত্তর বঙ্গ ভাষা কমিটি
 সঠিক উত্তর: (গ)

 ৩৪৮. ১৯৫৬ সালের সংবিধানে কয়টি অনুচ্ছেদ ছিল?
Ο ক) ১১টি
Ο খ) ১২টি
Ο গ) ১৩টি
Ο ঘ) ১৪টি
 সঠিক উত্তর: (গ)

 ৩৪৯. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী বাঙালি জাতি কীভাবে মাতৃভাষা মর্যাদা রক্ষা করেছিল?
Ο ক) গুলির বিনিময়ে
Ο খ) অস্ত্রের বিনিময়ে
Ο গ) রক্তের বিনিময়ে
Ο ঘ) অর্থের বিনিময়ে
 সঠিক উত্তর: (গ)

 ৩৫০. কোন জাতি প্রথম পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ ও বিদ্রোহ করেছিল?
Ο ক) আফ্রিদি জাতি
Ο খ) বাঙালি জাতি
Ο গ) উর্দু ভাষাগোষ্ঠী
Ο ঘ) হিন্দি ভাষাগোষ্ঠী
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post