জে.এস.সি বাংলা ১ম পত্র পদ্য অধ্যায় - ১৬: নারী(২)

Posted by: | Published: Thursday, November 10, 2016 | Categories:
ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ১ম পত্র পদ্য অধ্যায় - ১৬: নারী(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. ‘নারী’ কবিতা অবলম্বনে সমাজে নারীকে মুক্তি দিতে পারে যে বিষয়টি-
i. সচেতনতা
ii. শিক্ষা
iii. অধিকার বোধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫২. বাংলা সাহিত্যে ‘হিসেবে পরিচিত কে?
Ο ক) কাজী নজরুল ইসলাম
Ο খ) সুকান্ত ভট্টাচার্য
Ο গ) আহসান হাবীব
Ο ঘ) শামসুর রাহমান
সঠিক উত্তর: (ক)

৫৩. যুগের ধর্ম কী?
Ο ক) যুদ্ধ করা
Ο খ) পীড়ন করা
Ο গ) শাস্তি পাওয়া
Ο ঘ) নীরব থাকা
সঠিক উত্তর: (গ)

৫৪. কবি কাজী নজরুর ইসলামের রচনাবলির বৈশিষ্ট্য হলো-
i. অসাম্প্রদায়িক চেতনা
ii. অবিচার ও শোষণের বিরোধিতা
iii. পরাধীনতা ও অন্যায়ের প্রতিবাদী সত্তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫৫. কবি নজরুলকে কোন সালে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়?
Ο ক) ১৯৭৬
Ο খ) ১৯৭২
Ο গ) ১৯৭৩
Ο ঘ) ১৯৭১
সঠিক উত্তর: (খ)

৫৬. কাজী নজরুল ইসলাম কোথায় মৃত্যুবরণ করেন?
Ο ক) ঢাকায়
Ο খ) কলকাতায়
Ο গ) পাকিস্তানে
Ο ঘ) দিল্লিতে
সঠিক উত্তর: (ক)

৫৭. নজরুলের বিখ্যাত গ্রন্থ হলো-
Ο ক) অগ্নিবীনা
Ο খ) বীরাঙ্গনা
Ο গ) বনফুল
Ο ঘ) সঞ্চয়িতা
সঠিক উত্তর: (ক)

৫৮. আপনার তৈরি কারাগারে কখন পুরুষ নিজেই ভুগে মরবে?
Ο ক) এ যুগে
Ο খ) সে যগে
Ο গ) পর যুগে
Ο ঘ) ধর্ম যুগে
সঠিক উত্তর: (গ)

৫৯. ‘ডঙ্কা’ শব্দের অর্থ হলো-
Ο ক) ঢেলি
Ο খ) জয়ঢাক
Ο গ) বাজনা
Ο ঘ) গান
সঠিক উত্তর: (খ)

৬০. কোন কবিতাটি প্রকাশের পর নজরুলের সুনাম ছড়িয়ে পড়ে?
Ο ক) অগ্নিবীণা
Ο খ) কামাল পাশা
Ο গ) বিদ্রোহী
Ο ঘ) নারী
সঠিক উত্তর: (গ)

৬১. জগতের যত বড় বড় জয় আর বড় বড় কী?
Ο ক) তরবারি
Ο খ) স্মৃতিস্তম্ভ
Ο গ) অভিযান
Ο ঘ) সিথির সিঁদুর
সঠিক উত্তর: (গ)

৬২. আমার চক্ষে-পুরুষ-রমনী ভেদাভেদ নেই-এই পঙ্‌ক্তিতে নজরুলের কোন চেতনার উম্মেষ ঘটেছে?
Ο ক) নারীবাদী
Ο খ) মানবতাবাদী
Ο গ) সাম্যবাদী
Ο ঘ) কল্যাণময়ী
সঠিক উত্তর: (গ)

৬৩. বেদনার যুগ, মানুষের যুগ আর কিসের যুগ আজি?
Ο ক) অভিযানের
Ο খ) কল্যাণের
Ο গ) সাম্যের
Ο ঘ) দাসত্বের
সঠিক উত্তর: (গ)

৬৪. পুরুষের তরবারি ছাড়াও বিজয়েল সাথে যুক্ত রয়েছে-
i. বহু নারীর অনুপ্রেরণা
ii. বহু নারীর অন্ধ আবেগ
iii. অসংখ্য নারীর শক্তি-সাহস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৬৫. ‘সাম্যবাদী’ কাব্য থেকে কোন কবিতাটি সংকলিত হয়েছে?
Ο ক) নারী
Ο খ) দেশ
Ο গ) প্রার্থী
Ο ঘ) নদীর স্বপ্ন
সঠিক উত্তর: (ক)

৬৬. পাপ, তাপ, বেদনা, অশ্রুবারি কোথায় এলো?
Ο ক) অভিযানে
Ο খ) যুগে
Ο গ) পীড়নে
Ο ঘ) বিশ্বে
সঠিক উত্তর: (ঘ)

৬৭. ‘সাম্যবাদী’ কাব্য থেকে কোন কবিতাটি সংকলিত হয়েছে?
Ο ক) নারী
Ο খ) দেশ
Ο গ) প্রার্থী
Ο ঘ) নদীর স্বপ্ন
সঠিক উত্তর: (ক)

৬৮. পুরুষ দাস ছিল না কেন?
Ο ক) অভিযানে যাওয়ায়
Ο খ) বীর হওয়ায়
Ο গ) পুরুষ শাসিত সমাজ থাকায়
Ο ঘ) কৌশল বলে
সঠিক উত্তর: (গ)

৬৯. ‘সে যুগ হয়েছে বাসি’- এখানে সে যুগ হলো-
i. নারী স্বাধীনতার যুগ
ii. নারীদের দাসত্বের যুগ
iii. নারী নির্যাতনের যুগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৭০. ‘নারী’ কবিতাায় ‘সাম্য’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
Ο ক) সকলের জন্য সম অধিকার
Ο খ) সাম্য ও মৈত্রী
Ο গ) সবাই সমান
Ο ঘ) ভেদাভেদহীন সমাজ
সঠিক উত্তর: (ক)

৭১. সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে হবে-
Ο ক) শুধু নারীরা মিলে
Ο খ) শুধু পুরুষেরা মিলে
Ο গ) নারী ও শিশু মিলে
Ο ঘ) নারী ও পুরুষ মিলে
সঠিক উত্তর: (ঘ)

৭২. পুরুষ দাস ছিল না কেন?
Ο ক) কৌশল বলে
Ο খ) বীর হওয়ায়
Ο গ) অভিযানে যাওয়ায়
Ο ঘ) পুরুষ শাসিত সমাজ থাকায়
সঠিক উত্তর: (ঘ)

৭৩. যে যুগে নারীরা দাসী ছিল, সে যুগে পুরুষরা ছিল
Ο ক) দাস
Ο খ) সাহেব
Ο গ) মুক্ত
Ο ঘ) গোলাম
সঠিক উত্তর: (গ)

৭৪. নেতিবাচক যে অনুষঙ্গের সঙ্গেও নারী-পুরুষের সমান অংশগ্রহণ রয়েছে-
i. পাপ-তাপ
ii. ব্যথা-বেদনা
iii. নয়ন জল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৫. কাজী নজরুল ইসলামের জন্ম কান জেলায়?
Ο ক) বর্ধমান
Ο খ) ময়মনসিংহ
Ο গ) বীরভূমি
Ο ঘ) বিক্রমপুর
সঠিক উত্তর: (ক)

৭৬. বেদনার যুগ, মানুষের যুগ আর কীসের যুগ আজি?
Ο ক) অভিযানের
Ο খ) কল্যাণের
Ο গ) সাম্যের
Ο ঘ) দাসত্বের
সঠিক উত্তর: (গ)

৭৭. যুদ্ধে জয়লাভের ক্ষেত্রে নিচের কোনটির ভূমিকা বেশি?
Ο ক) ছোটদের সহযোগিতা
Ο খ) পুরুষের ঘরকুনো স্বভাব
Ο গ) রারীদের অন্ধ আবেগ
Ο ঘ) নারীদের অশেষ প্রেরণা
সঠিক উত্তর: (ঘ)

৭৮. সে যুগ হয়েছে বাসি। এখানে বাসি বলতে� কী বোঝানো হয়েছে?
Ο ক) গত হওয়া
Ο খ) ফিরে আশা
Ο গ) পচে যাওয়া
Ο ঘ) নষ্ট হওয়া
সঠিক উত্তর: (ক)

৭৯. জগতের বড় বড় বিয় ও অভিযান সফলতায় অবদান রয়েছে-
i. মাতার
ii. বোনের
iii. বধূর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮০. নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশিত হয় কোন পত্রিকার?
Ο ক) ধূমকেতু
Ο খ) লাঙল
Ο গ) শিখা
Ο ঘ) বিজলী
সঠিক উত্তর: (ঘ)

৮১. কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন?
Ο ক) ১৯১৯
Ο খ) ১৯৭২
Ο গ) ১৯৭৫
Ο ঘ) ১৯৭৬
সঠিক উত্তর: (ঘ)

৮২. কাজী নজরুল ইসলামের চোখে রমণীর স্বরুপ হলো-
i. বিজয় লক্ষ্মী
ii. প্রেরণাদাত্রী
iii. ত্যাগে মহীয়ান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮৩. ‘নারী’ কবিতায় কার সেবার কথা বলা হয়েছে?
Ο ক) ভাইয়ের
Ο খ) মাতার
Ο গ) বোনের
Ο ঘ) পিতার
সঠিক উত্তর: (গ)

৮৪. নারী কবিতার প্রথম লাইন কোনটি?
Ο ক) সে যুগ হয়েছে বাসি
Ο খ) যুগের ধর্ম এই
Ο গ) সাম্যের গান গাই
Ο ঘ) জগতের যগ বড় বড় জয়
সঠিক উত্তর: (গ)

৮৫. নারী কবিতায় কবি ‘কল্যাণকর’ শব্দ দ্বারা কী বোঝাতে চেয়েছেন?
Ο ক) আত্মত্যাগ
Ο খ) অভিযান
Ο গ) হিতকারী
Ο ঘ) অহিতকর
সঠিক উত্তর: (গ)

৮৬. বর্তমান সময় প্রবাহ হলো-
Ο ক) অন্যায় ও ন্যায়ের
Ο খ) সমান ও অসমান লড়াইয়ের
Ο গ) সমান অধিকারের
Ο ঘ) বৈষম্য ও বিভ্রান্তির
সঠিক উত্তর: (গ)

৮৭. যুদ্ধের� ইতিহাসে কার রক্তাদানের কথা লেখা আছে?
Ο ক) নরের
Ο খ) নারীর
Ο গ) মাতার
Ο ঘ) বোনের
সঠিক উত্তর: (ক)

৮৮. ‘নারী’ কবিতায় কবি ‘কল্যাণকর’ শব্দ দ্বারা কী বোঝাতে চেয়েছেন?
Ο ক) আত্মত্যাগ
Ο খ) অভিমান
Ο গ) হিতকরী
Ο ঘ) অহিতকর
সঠিক উত্তর: (গ)

৮৯. ‘নারী’ কবিতায় নজরুর কার সমকক্ষ হিসেবে নারীকে তুলনা করেছেন?
Ο ক) মায়ের
Ο খ) নরের
Ο গ) শিশুর
Ο ঘ) দেবীর
সঠিক উত্তর: (খ)

৯০. কবি সাম্যের গান করেন, কারণ-
i. তিনি সাম্যবাদী বলে
ii. তাঁর কাছে পুরুষ-রমণী ভেদাভেদ নেই বলে
iii. নারীর অবদান পুরুষের সমান বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: গণসংগীত শিল্পী কাঙালিনী সুফিয়া বীবিকার তাগিদে কোদাল-টুকরি নিয়ে পুরুষ শ্রুমকদের সাথে মাথার ঘাম পায়ে ফেলে মাটি কাটেন। দিন শেষে মজুরি নিতে গিয়ে দখেন পুরুষ শ্রমিকদের দেওয়া হচ্ছে দু-টাকা আর তাঁকে দেওয়া হলো এক টাকা। এর কারণ জিজ্ঞেস করলে মালিক বলে-এটাই নিয়ম!

৯১. বিজ্ঞাপিত উদ্দীপকটির সাথে ‘নারী’ কবিতার ভাগত ঐক্যের দিকটি হলো-
i. বৈষম্য
ii. শোষণ
iii. সাম্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) iii
Ο ঘ) ii
সঠিক উত্তর: (ক)

৯২. উদ্দীপকের ভাব নিচের কোন চরণ প্রকাশ পেয়েছে?
Ο ক) অর্ধেক তার করিয়াছে নারী অর্ধক তার নর
Ο খ) কত নারী দিল সিঁথির সিঁদুর লেখা, নাই তার পাশে
Ο গ) বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি
Ο ঘ) কান কাল একা হয় নি কো জয়ী পুরুষের তরবারি
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।


Previous
Next Post »

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি
ConversionConversion EmoticonEmoticon