জে.এস.সি বাংলা ১ম পত্র পদ্য অধ্যায় - ১৬: নারী(১)

Posted by: | Published: Thursday, November 10, 2016 | Categories:
ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ১ম পত্র পদ্য অধ্যায় - ১৬: নারী(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় কখন
Ο ক) ১৯১৪ সালে
Ο খ) ১৯১৬ সালে
Ο গ) ১৯১৮ সালে
Ο ঘ) ১৯১৯ সালে
সঠিক উত্তর: (ঘ)

২. নিজের তৈরি কারাগারে ভুগে মরবে কে?
Ο ক) নারী
Ο খ) পুরুষ
Ο গ) দাস
Ο ঘ) ভগ্নী
সঠিক উত্তর: (খ)

৩. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে কঠিন রোগে আক্রান্ত হন?
Ο ক) বিয়াল্লিশ
Ο খ) তেতাল্লিশ
Ο গ) চুয়াল্লিশ
Ο ঘ) পঁয়তাল্লিশ
সঠিক উত্তর: (খ)

৪. ‘নারী’ কবিতায় কবি প্রকাশ করেছেন-
i. নারীর মর্যাদা
ii. মানবতার জয়গান
iii. পুরুষের প্রতি ক্ষোভ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৫. ‘সাম্য’ বলতে যা বোঝায়-
i. সমতা
ii. আন্তরিক ভালোবাসা
iii. সকলের জন্য সম অধিকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৬. বিজয় লক্ষ্মী নারী কী দিয়েছে?
Ο ক) শক্তি ও সাহস
Ο খ) প্রেরণা ও শক্তি
Ο গ) সাহস ও জ্ঞান
Ο ঘ) প্রেরণা ও ভক্তি
সঠিক উত্তর: (খ)

৭. বিশ্বের মহান সৃষ্টির পেছনে নারীর অবদান কতটুকু?
Ο ক) অর্ধেক
Ο খ) এক-চতুর্থাংশ
Ο গ) পূর্ণমাত্রায়
Ο ঘ) তৃতীয়াংশ
সঠিক উত্তর: (ক)

৮. “সে যুগ হয়েছে-।” শূন্যাস্থানে হবে-
Ο ক) পর
Ο খ) নতুন
Ο গ) আধুনিক
Ο ঘ) বাসি
সঠিক উত্তর: (ঘ)

৯. ‘সে যুগে পরিুষ দাস ছিল না ক, নারীরা আছিল দাসী।’-কার দাসী ছিল?
Ο ক) নারীর
Ο খ) ধনীদের
Ο গ) পুরুষের
Ο ঘ) দাসদের
সঠিক উত্তর: (গ)

১০. কার চোখে পুরুষ-রমনী কোনো ভেদাভেদ নেই?
Ο ক) ‘নারী’ কবিতা রচয়িতার
Ο খ) বিজয়-লক্ষ্মী নারীদের
Ο গ) মাতা, ভগ্নী ও বধূদের
Ο ঘ) কারাগারে বন্ধী পুরুষের
সঠিক উত্তর: (ক)

১১. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে কঠিন রোগে আক্রান্ত হন?
Ο ক) বিয়াল্লিশ
Ο খ) তেতাল্লিশ
Ο গ) চুয়াল্লিশ
Ο ঘ) পঁয়তাল্লিশ
সঠিক উত্তর: (খ)

১২. আমাদের মা, বোন ও স্ত্রীদের ত্যাগে মহিমান্বিত হয়ে আছে-
i. দুনিয়ার বড় বড় জয়
ii. পৃথিবীর বড় বড় অভিযান
iii. মানুষের ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

১৩. ‘নারী’ কবিতায় কী রূপে নারী প্রেরণা ও শক্তি দিয়েছে?
Ο ক) বন্দি
Ο খ) মাতা, ভগ্নী বধূ
Ο গ) পীড়িত
Ο ঘ) বিঝয়-লক্ষ্মী
সঠিক উত্তর: (ঘ)

১৪. বীরের স্মৃতিস্তম্ভের গায়ে কোনটি লেখা নেই?
Ο ক) বোনের সেবা
Ο খ) নারীর সিঁথির সিঁদুর
Ο গ) ভগ্নির আত্মত্যাগ
Ο ঘ) বধূদের আত্মত্যাগ
সঠিক উত্তর: (খ)

১৫. নজরুলের বিখ্যাত গ্রন্থ হলো-
Ο ক) অগ্নিবীণা
Ο খ) বীরাঙ্গনা
Ο গ) বনফুর
Ο ঘ) সঞ্চয়িতা
সঠিক উত্তর: (ক)

১৬. কাজী নজরুল ইসলামের গ্রামের নাম কী?
Ο ক) আসানসোল
Ο খ) দরিরামপুর
Ο গ) চুরুলিয়া
Ο ঘ) মুরাতিপুর
সঠিক উত্তর: (গ)

১৭. নজরুলের কবিতায় কী উচ্চারিত হয়েছে?
Ο ক) জন্তুর প্রতি প্রেম
Ο খ) অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ
Ο গ) পল্লির প্রতি মায়া
Ο ঘ) সবলের বিরুদ্ধে সংগ্রাম
সঠিক উত্তর: (খ)

১৮. কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?
Ο ক) ১৮৯৯
Ο খ) ১৯১৯
Ο গ) ১৯৭২
Ο ঘ) ১৯৭৬
সঠিক উত্তর: (ক)

১৯. আজ কীসের ডঙ্কা বেজে উঠেছে?
Ο ক) কেউ অভিযানে যাবে না
Ο খ) নারীরা বন্দী থাকবে না
Ο গ) কেউ রহিবে না বন্দী কাহারও
Ο ঘ) নারীরা দাসী মনোভাবপন্ন
সঠিক উত্তর: (গ)

২০. ‘নারী’ কবিতায় কবি প্রকাশ করেছেন-
i. নারীর মর্যাদা
ii. মানবতার জয়গান
iii. পুরুষের প্রতি ক্ষোভ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২১. পৃথিবীর বিরাজমান পাপ-পূণ্যের জন্য দায়ী কে?
Ο ক) শুধু নারী
Ο খ) শুধু পুরুষ
Ο গ) শুধু হিজড়া
Ο ঘ) নারী-পুরুষ
সঠিক উত্তর: (ঘ)

২২. ‘কেহ রহিবে না বন্দী কাহারও।’-এ বাণী বয়ে কী বেজে উঠেছে?
Ο ক) যুদ্ধ
Ο খ) ডঙ্কা
Ο গ) পীড়া
Ο ঘ) শক্তি
সঠিক উত্তর: (খ)

২৩. কবি কীসের গান গেয়েছেন?
Ο ক) জ্ঞানের
Ο খ) নারীর
Ο গ) সাম্যের
Ο ঘ) আনন্দের
সঠিক উত্তর: (গ)

২৪. কাজী নজরুল ইসলাম লিখেছেন-
i. কবিতা ও গান
ii. গল্প ও উপন্যাস
iii. ভাষাবিজ্ঞান ও লোকসাহিত্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

২৫. পাপ, তাপ, বেদনা অশ্রূবারি কোথায় এলা?
Ο ক) অভিযানে
Ο খ) যুগে
Ο গ) পীড়নে
Ο ঘ) বিশ্বে
সঠিক উত্তর: (ঘ)

২৬. মাতা, ভগ্নী ও কাদের ত্যাগ বিশ্বের বড় বড় জয় মহীয়ান হয়েছে?
Ο ক) বধূদের
Ο খ) লক্ষ্মীদের
Ο গ) বন্দীদের
Ο ঘ) নারীদের
সঠিক উত্তর: (ক)

২৭. নিজের তৈরি কারাগারে ভুগে মরবে কে?
Ο ক) নারী
Ο খ) পুরুষ
Ο গ) দাস
Ο ঘ) ভগ্নী
সঠিক উত্তর: (খ)

২৮. কাজী নজরুল ইসলাম ছিলেন-
i. বাঙালি
ii. বাংলাদেশি
iii. ভারতীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৯. কাজী নজরুল ইসলামের জন্মস্থান বর্ধমান জেলার যে মহকুমায়-
Ο ক) আসানসোল
Ο খ) সিয়ারসোল
Ο গ) দরিরামপুর
Ο ঘ) লাভপুর
সঠিক উত্তর: (ক)

৩০. পৃথিবীতে মানবসভ্যতা নির্মাণে নারী-পুরুষের অবদান-
Ο ক) সমান
Ο খ) অসমান
Ο গ) আংশিক সমান
Ο ঘ) কিছুটা সমান
সঠিক উত্তর: (ক)

৩১. পুরুষকে যুদ্ধ� জয়ে নারী প্রেরণা ছাড়া আর কী দিয়েছে?
Ο ক) সাম্য
Ο খ) সিঁদুর
Ο গ) শক্তি
Ο ঘ) পীড়া
সঠিক উত্তর: (গ)

৩২. নারীর অবদান ও অংশগ্রহণ রয়েছে-
i. পৃথিবীর মহান সৃষ্টির ক্ষেত্রে
ii. যাবতীয় খারাপ ও অশ্লীল কাজে
iii. চিরমঙ্গলময় অনুষঙ্গে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৩৩. বর্তমান যুগ হলো-
i. সাম্যের যুগ
ii. মানুষের যুগ
iii. বেদনার যুগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৪. পুরুষ কার রচিত কারাগারে ভুগবে?
Ο ক) নারীর
Ο খ) ধনীর
Ο গ) নিজের
Ο ঘ) দাসীর
সঠিক উত্তর: (গ)

৩৫. নজরুল সমাজে মানুষ হিসেবে যাদের বুঝিয়েছেন-
i. নারীদের
ii. পুরুষদের
iii. বুদ্ধিজীবীদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৩৬. কাজী নজরুল ইসলাম তার লেখায় কোন শব্দ ব্যবহার কুশলতা দেখিয়েছেন?
Ο ক) হিন্দি-ফারসি
Ο খ) আরবি-ফারসি
Ο গ) বাংলা-উর্দু
Ο ঘ) উর্দু-ফারসি
সঠিক উত্তর: (খ)

৩৭. সাম্যবাদী মানুষ ‘পুরুষ-মহিলা’ সকলকে কী হিসেবে বিবেচনা করেন?
Ο ক) প্রাণী হিসেবে
Ο খ) সৃষ্টজীব হিসেবে
Ο গ) সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে
Ο ঘ) মানুষ হিসেবে
সঠিক উত্তর: (ঘ)

৩৮. বিজলী কোন ধরনের পত্রিকা?
Ο ক) দৈনিক
Ο খ) সাপ্তাহিক
Ο গ) মাসিক
Ο ঘ) ত্রৈমাসিক
সঠিক উত্তর: (খ)

৩৯. যুদ্ধকে ‘নারী’ কবিতায় কোন শব্দ দ্বারা বোঝানো হয়েছে?
Ο ক) লড়াই
Ο খ) রণ
Ο গ) সংগ্রাম
Ο ঘ) দ্রোহ
সঠিক উত্তর: (খ)

৪০. ‘পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই’ -এটি কার ধর্ম?
Ο ক) ধর্মের
Ο খ) সাম্যের
Ο গ) ন্যায়ের
Ο ঘ) যুগের
সঠিক উত্তর: (ঘ)

৪১. “সে যুগ হয়েছে বাসি।” এখানে সে যুগ হলো-
i. নারী স্বাধীনতার ‍যুগ
ii. নারীদের দাসত্বের যুগ
iii. নারী নির্যাতনের যুগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৪২. মানব সভ্যতার ক্ষেত্রে নারীর অবদান-
Ο ক) অর্ধেক
Ο খ) খুবই গুরুত্বপূর্ণ
Ο গ) সমান
Ο ঘ) পুরুষের সমান
সঠিক উত্তর: (ঘ)

৪৩. ‘নারী’ কবিতার ভাবের প্রধান বাহন কী?
Ο ক) শ্রেণিসংগ্রাম
Ο খ) বৈষম্য
Ο গ) সাম্য
Ο ঘ) শোষণ
সঠিক উত্তর: (গ)

৪৪. যুদ্ধ থেকে ফিরে নজরুল ইসলাম কীসে আত্মনিয়োগ করেন?
Ο ক) পড়াশোনায়
Ο খ) রাজনীতিতে
Ο গ) সাহিত্যচর্চায়
Ο ঘ) সাংবাদিকতায়
সঠিক উত্তর: (গ)

৪৫. নারী কোথায় সিঁথির সিঁদুর দিল?
Ο ক) পীড়নে
Ο খ) অভিযানে
Ο গ) সামেঃ্য
Ο ঘ) রণে
সঠিক উত্তর: (ঘ)

৪৬. ‘নারী’ কবিতাটি পড়ে শিক্ষার্থীরা কী শিখবে?
Ο ক) নারীর প্রতি শ্রদ্ধাশীল হওয়া
Ο খ) নারীর প্রতি অবজ্ঞা করা
Ο গ) নারীর প্রতি সহিংস হওয়া
Ο ঘ) নারীর প্রতি সমব্যর্থী হওয়া
সঠিক উত্তর: (ক)

৪৭. কাজী নজরুল ইসরাম কোন শ্রেণির ছাত্র থাকাকালে যুদ্ধে যোগ দিয়েছিলেন?
Ο ক) ৭ম
Ο খ) ৮ম
Ο গ) ৯ম
Ο ঘ) ১০ম
সঠিক উত্তর: (ঘ)

৪৮. পুরুষের তরবারি একা জয়ী হয় নি কখন?
Ο ক) অভিযানে
Ο খ) কোনোকালে
Ο গ) ইতিহাসে
Ο ঘ) স্মৃতিস্তম্ভে
সঠিক উত্তর: (খ)

৪৯. ‘পীড়ন’ শব্দটির আভিধানিক অর্থ হলো-
i. অত্যাচার
ii. নির্যাতন
iii. শারীরিক কষ্ট প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫০. নিচের কোনটি ‘রণ’ শব্দটির ভিন্নার্থক শব্দ?
Ο ক) যুদ্ধ
Ο খ) ত্যাগ
Ο গ) লড়াই
Ο ঘ) সংগ্রাম
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।


Previous
Next Post »

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি
ConversionConversion EmoticonEmoticon