এস.এস.সি ইসলাম শিক্ষা অধ্যায় - ৩: ইবাদত (৯)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ৩: ইবাদত (৯) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৪০১. মানুষে মানুষে পার্থক্য পরিলক্ষিত হয়
i. বর্ণ-গোত্রের দিক থেকে
ii. জাতীয়তার দিক থেকে
iii. ধন-সম্পদের দিক থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪০২. হযরত উমর ভৃত্যের সাথে কোথায় সফর করেছিল?
Ο ক) মক্কায়
Ο খ) মদিনায়
Ο গ) সিরিয়ায়
Ο ঘ) জেরুজালেমে
 সঠিক উত্তর: (ঘ)

 ৪০৩. শ্রমিকের ঘাম শূকানোর পূর্বেই কী দিতে হবে?
Ο ক) কাপড় দিতে হবে
Ο খ) পারিশ্রমিক দিতে হবে
Ο গ) খাবার দিতে হবে
Ο ঘ) আরও কাজ দিতে হবে
 সঠিক উত্তর: (খ)

 ৪০৪. হজের ওয়াজিব কয়টি?
Ο ক) ৫
Ο খ) ৭
Ο গ) ৯
Ο ঘ) ১১
 সঠিক উত্তর: (খ)

 ৪০৫. জিহাদ মানে কী?
Ο ক) যুদ্ধ করা
Ο খ) আল্লাহর রাস্তায় যুদ্ধ করা
Ο গ) নিজের জন্য যুদ্ধ করা
Ο ঘ) পরিবারের লোকদের জন্য যুদ্ধ করা
 সঠিক উত্তর: (খ)

 ৪০৬. সালাত মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে; এ উক্তির তাৎপর্য হলো-
i. সালাত আদায় করলেই অন্যায় চলে যাবে
ii. সালাত আদায়ে অন্যায়ের প্রতি অনীহা তৈরি হবে
iii. মানুষের মনে সালাত আদায়ে পাপবোধ সৃষ্টি হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৪০৭. সবচেয়ে সম্মান ও মর্যাদার পেশা কোনটি?
Ο ক) ডাক্তারি
Ο খ) ইঞ্জিনিয়ারিং
Ο গ) বৈজ্ঞানিক
Ο ঘ) শিক্ষকতা
 সঠিক উত্তর: (ঘ)

 ৪০৮. ছাত্র-শিক্ষক সম্পর্ক কীসের সম্পর্কের ন্যায়?
Ο ক) পিতা-পুত্রের
Ο খ) ভাই-বোনের
Ο গ) পিতা-মাতার
Ο ঘ) বন্ধু-বান্ধবের
 সঠিক উত্তর: (ক)

 ৪০৯. জয়নাল একজন পরহেজগার ব্যক্তি। কিন্তু সে তাঁর প্রতিবেশীর কোনো খোঁজখবর নেন না । তার দ্বারা কোনটি লঙ্ঘিত হয়েছে?
Ο ক) বান্দার হক
Ο খ) আল্লাহর হক
Ο গ) পিতামাতার হক
Ο ঘ) রাষ্ট্রের হক
 সঠিক উত্তর: (ক)

 ৪১০. শিক্ষার সাথে নৈতিকতা থাকলে কী হয়?
Ο ক) মনুষ্যত্ব বিকশিত
Ο খ) মনুষ্যত্ব ধ্বংস
Ο গ) উত্তম জ্ঞান অর্জন
Ο ঘ) জ্ঞান বিকশিত
 সঠিক উত্তর: (ক)

 ৪১১. ‘সাওম আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব’ - এটি কার কথা?
Ο ক) মহান আল্লাহর
Ο খ) রাসুল (স) এর
Ο গ) হযরত ইবরাহিম (আ) এর
Ο ঘ) হযরত ঈসা (আ) এর
 সঠিক উত্তর: (ক)

 ৪১২. “আপনি তাদের ধনসম্পদ থেকে সাদকা গ্রহণ করুন।” কোন সূরার অংশ?
Ο ক) সূরা মায়িদা
Ο খ) সূরা ইয়াসিন
Ο গ) সূরা আরাক
Ο ঘ) সূরা তাওবা
 সঠিক উত্তর: (ঘ)

 ৪১৩. ইলম (জ্ঞান) অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ।-হাদিসটি কোন গ্রন্থ থেকে সংকলিত?
Ο ক) বুখারি
Ο খ) মুসলিম
Ο গ) তিরমিযি
Ο ঘ) ইবনে মাজাহ
 সঠিক উত্তর: (ঘ)

 ৪১৪. জিহাদে আকবর কী?
Ο ক) কুপ্রবুত্তিকে দমন করা
Ο খ) দেশ রক্ষার সংগ্রাম
Ο গ) শত্রু হত্যা
Ο ঘ) স্বাধীনতার সংগ্রাম
 সঠিক উত্তর: (ক)

 ৪১৫. “আর তাদের (ধনীদের) সম্পদে ভিক্ষুক ও বঞ্চিতের অধিকার রয়েছে।’-এটা কোন সূরার অন্তর্গত?
Ο ক) সূরা আন-নিসা
Ο খ) সূরা আয-যারিয়াত
Ο গ) সূরা মায়িদাহ
Ο ঘ) সূরা আন-নাহল
 সঠিক উত্তর: (খ)

 উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও: * লোকমান সাহেব একজন সাধারণ ব্যবসায়ী। তিনি নিয়ত করেছেন আল্লাহর ঘর তাওয়াফ করবেন। তাই দেনা পাওনা মিটিয়ে তিনি অল্প অল্প টাকা জমিয়ে হজে গেলেন। সেখানে গিয়ে প্রথমেই তিনি ইহরাম বাঁধলেন।

 ৪১৬. লোকমান সাহেব ইসলামের কোন স্তম্ভটি পালন করার নিয়ত করলেন?
Ο ক) হজ
Ο খ) নামায
Ο গ) রোযা
Ο ঘ) কুরবানি
 সঠিক উত্তর: (ক)

 ৪১৭. লোকমান সাহেব ইহরাম বাঁধার মাধমে কোনটি পালন করলেন?
Ο ক) ফরয
Ο খ) সুন্নাত
Ο গ) ওয়াজিব
Ο ঘ) মুস্তাহাব
 সঠিক উত্তর: (ক)

 ৪১৮. লোকমান সাহেবের কাজের মূল উদ্দেশ্য কী?
Ο ক) আল্লাহর সন্তুষ্টি অর্জন
Ο খ) সম্পদ পবিত্র করা
Ο গ) সমাজের সম্মান লাভ
Ο ঘ) বিদেশ ভ্রমণ করা
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post