ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ২: শরিয়তের উৎস (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. হাদিস শব্দের অর্থ কী?
Ο ক) বাণী
Ο খ) হিসাব
Ο গ) নীতি
Ο ঘ) পন্থা
সঠিক উত্তর: (ক)
৫২. গভীর রাতে কাদের ঘরে কুরআন তিলাওয়াতের গুনগুন আওয়াজ শুনা যেত?
Ο ক) মক্কাবসীদের
Ο খ) মুহাজিরদের
Ο গ) সাহাবিদের
Ο ঘ) আনসারদের
সঠিক উত্তর: (গ)
৫৩. পূর্ব সিদ্ধান্তকে উৎস হিসেবে কিয়াসের অনুমোদন প্রমাণ করে যে, ইসলাম-
Ο ক) প্রগতিশীল
Ο খ) সর্বজনীন
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) সুনিয়ন্ত্রিত
সঠিক উত্তর: (ক)
৫৪. দুই ঈদের নামাজ আদায় করা কী?
Ο ক) ফরজ
Ο খ) ওয়াজিব
Ο গ) সুন্নত
Ο ঘ) মুস্তাহাব
সঠিক উত্তর: (খ)
৫৫. “সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন। সুতরাং আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় সে ব্যক্তি যিনি তার পরিজনের প্রতি অনুগ্রহ করেন’।-কোন হাদিসের বানী?
Ο ক) বুখারি
Ο খ) মুসলিম
Ο গ) ইবনে মাযাহ
Ο ঘ) বায়হাকি
সঠিক উত্তর: (ঘ)
৫৬. কুরআনের সংরক্ষিত স্থান কোনটি?
Ο ক) বাইতুল মামুর
Ο খ) বাইতুল ইযযাহ
Ο গ) কাবঘর
Ο ঘ) লাওহে মাহফুজ
সঠিক উত্তর: (ঘ)
৫৭. ‘হালালুন বায়্যিনুন’ অর্থ কী?
Ο ক) বৈধ
Ο খ) সিদ্ধ
Ο গ) স্পষ্ট হালাল
Ο ঘ) হালাল হওয়ার যোগ্য
সঠিক উত্তর: (গ)
৫৮. হালাম বস্তুর সংখ্যা কত?
Ο ক) অসংখ্য
Ο খ) সীমিত
Ο গ) ২০১
Ο ঘ) ৭৫
সঠিক উত্তর: (খ)
৫৯. সকল প্রকার জ্ঞান-বিজ্ঞানের ভান্ডার কোনটি?
Ο ক) তাওরাত
Ο খ) যাবুর
Ο গ) ইনজিল
Ο ঘ) কুরআন
সঠিক উত্তর: (ঘ)
৬০. সূরা আশ-শামস্-এ কোন পশুর কথা উল্লেখ আছে?
Ο ক) গাভী
Ο খ) উষ্ট্রী
Ο গ) ঘোটকী
Ο ঘ) হারিনী
সঠিক উত্তর: (খ)
৬১. “আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের কখনও বর্জন করেন না।” - এটি কোন সূরার শিক্ষা?
Ο ক) সূরা ইনশিরাহ
Ο খ) সূরা আন নাহল
Ο গ) সূরা আদ-দুহা
Ο ঘ) সূরা আন নাযিয়াত
সঠিক উত্তর: (গ)
৬২. মহানবি (স) আরবদের কয়টি রীতিতে কুরআন পাঠের অনুমতি দিয়েছিলেন?
Ο ক) ৬
Ο খ) ৭
Ο গ) ৮
Ο ঘ) ৯
সঠিক উত্তর: (খ)
৬৩. “এ ব্যক্তির ওপর সমস্ত কুরআন একযোগে নাযিল হলো না কেন?”- এটি কাদের উক্তি?
Ο ক) সাহাবিদের
Ο খ) কাফিরদের
Ο গ) মুনাফিকদের
Ο ঘ) মিথ্যাবাদীদের
সঠিক উত্তর: (খ)
৬৪. উমর (রা) এর শাহাদাতের পর কুরআনের কপিটি কার নিকট গচ্ছিত ছিল?
Ο ক) উসমান (রা)
Ο খ) আলী (রা)
Ο গ) আয়শা (রা)
Ο ঘ) হাফসা (রা)
সঠিক উত্তর: (ঘ)
৬৫. হাদিস বা সুন্নাহ হচ্ছে পবিত্র কুরআনের-
i. ব্যাখ্যা
ii. পরিপূরক
iii. অনুলিপি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৬৬. বর্তমান কুরআন মাজিদের বিন্যাস হচ্ছে-
i. লাওহে মাহফুজের
ii. মহান আল্লাহর
iii. জিবরাইল (আ) এর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৭. উম্মে জামিল কে ছিল?
Ο ক) আবু জেহেলের স্ত্রী
Ο খ) আবু লাহাবের স্ত্রী
Ο গ) আবু সুফিয়ানের স্ত্রী
Ο ঘ) আবু মুসার স্ত্রী
সঠিক উত্তর: (খ)
৬৮. সুন্নাত কয় প্রকার?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
৬৯. কোন পর্বতে তাওরাত কিতাব নাযিল হয়?
Ο ক) হেরা
Ο খ) সাফা
Ο গ) তুর
Ο ঘ) উহুদ
সঠিক উত্তর: (গ)
৭০. কোন সূরায় মহানবি (স) এর প্রতি আল্লাহ প্রদত্ত অনুগ্রহরাজির কথা উল্লেখ করা হয়েছে ?
Ο ক) সূরা আল - কাদরে
Ο খ) সূরা আদ-দুহায়
Ο গ) সূরা আত-তীনে
Ο ঘ) সূরা আল- ইনশিরাহে
সঠিক উত্তর: (খ)
৭১. “ছাহুন” শব্দের অর্থ কী?
Ο ক) উদাসীন
Ο খ) মনোযোগী
Ο গ) অবজ্ঞাকারী
Ο ঘ) অলস ব্যক্তি
সঠিক উত্তর: (ক)
৭২. মুসলমানগণ যা ভালো মনে করে, তা আল্লাহর নিকট ভালো । এ হাদিস ইঙ্গিত করা হয়েছে-
i. মুসলমানদের ঐকমত্যের প্রতি
ii. মুসলমানদের বৈশিষ্ট্যর প্রতি
iii. মুসলমানদের ইজমা গ্রহণযোগ্য হওয়ার প্রতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৭৩. শরিয়তে মানুষের জন্য পথ নির্দেশনা কেন দেয়া হয়েছে?
Ο ক) জীবন পরিচালনার জন্য
Ο খ) জান্নাতলাভের জন্য
Ο গ) সার্বিক কল্যাণের জন্য
Ο ঘ) পরকালীন মুক্তির জন্য
সঠিক উত্তর: (ক)
৭৪. ‘বিজরাক’ শব্দের অর্থ কী?
Ο ক) পথ
Ο খ) বোঝা
Ο গ) সোজা
Ο ঘ) বক্ষ
সঠিক উত্তর: (খ)
৭৫. কারা সালাত সম্পর্কে উদাসীন?
Ο ক) কাফিররা
Ο খ) মুশরিকরা
Ο গ) মুনাফিকরা
Ο ঘ) ফাসিকরা
সঠিক উত্তর: (গ)
৭৬. কুরআন মজিদের ভাষা- i. জীবন্ত ii. চমৎকার iii. অতুলনীয় নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii iii
সঠিক উত্তর: (ঘ)
৭৭. জিহাদ কোন ধরনের ইবাদত?
Ο ক) ফরযে আইন
Ο খ) সুন্নাত
Ο গ) ফরযে কিফায়া
Ο ঘ) মুস্তাহাব
সঠিক উত্তর: (গ)
৭৮. ‘আল-কামার’ শব্দের অর্থ কী?
Ο ক) গ্রহ
Ο খ) তারা
Ο গ) চন্দ্র
Ο ঘ) সূর্য
সঠিক উত্তর: (গ)
৭৯. রাসুলুল্লাহ (স) উম্মতকে অতি পূর্ণময় দুটি বাক্য শিক্ষা দিয়েছেন। তা হচ্ছে-
i. সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি
ii. সুবহান্নাল্লাহিল আযিম
iii. সুবহানা রাব্বিয়াল আযিম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৮০. মানুষের জন্য কীরুপ বস্তু হারাম করা হয়েছে?
Ο ক) যা সুস্বাদু নয়
Ο খ) যা ক্ষতিকর
Ο গ) যা সুষম খাদ্য নয়
Ο ঘ) যা সহজলভ্য নয়
সঠিক উত্তর: (খ)
৮১. “আপনি বলুন, তোমরা আল্লাহ এবং রাসূলকে মেনে চল, যদি তা না কর তবে জেনে রেখ, আল্লাহ কাফেরদের পছন্দ করেন না।”- আয়াতটি কোন সূরার?
Ο ক) সূরা আল-বাকারা
Ο খ) সূরা আল-ইমরান
Ο গ) সূরা আন-নাযি আত
Ο ঘ) সূরা কাফিরুন
সঠিক উত্তর: (খ)
৮২. কার খিলাফতকালে কুরআন তিলাওয়াতের ক্ষেত্রে নানা মতানৈক্য দেখা দেয়?
Ο ক) হযরত আবু রকর (রা)-এর
Ο খ) হযরত উমর (রা)-এর
Ο গ) হযরত ইসমান (রা)-এর
Ο ঘ) হযরত আলি (রা)-এর
সঠিক উত্তর: (গ)
৮৩. শরিয়তকে না মানা কাকে না মানার নামান্তর?
Ο ক) রাসুল (স)-কে
Ο খ) ফেরেশতাদের
Ο গ) আল্লাহ ও তাঁর রাসুলকে
Ο ঘ) রাষ্ট্রীয় আইনকে
সঠিক উত্তর: (গ)
৮৪. সবসময় আল্লাহর যিকির করলে-
i. আল্লাহ সন্তুষ্ট হবেন
ii. নেকির পাল্লা ভারী হবে
iii. জান্নাতে যেতে পারব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৫. “আমার উম্মতের সর্বাধিক ফজিলতপূর্ণ ইবাদত হচ্ছে কুরআন পাঠ”- এটি কোন হাদিস গ্রন্থের উল্লেখ আছে?
Ο ক) বুখারী
Ο খ) মুসলিম
Ο গ) তিরমিযী
Ο ঘ) বায়হাকী
সঠিক উত্তর: (ঘ)
৮৬. যে হাদিসের সনদ তাবিঈ পর্যন্ত পৌঁছেছে তাকে কী হাদিস বলে?
Ο ক) সারফু
Ο খ) তাকরীরী
Ο গ) মাকতু
Ο ঘ) মাওকুফ
সঠিক উত্তর: (গ)
৮৭. ইসলামের মূল বুনিয়াদ পাঁচটি। ইসলাম নামক তাঁবুর মধ্যস্থিত খুঁটিটি অতীব গুরুত্বপূর্ণ। মধ্যস্থিত খুঁটি কোনটি ?
Ο ক) নামায
Ο খ) রোযা
Ο গ) ইমান
Ο ঘ) যাকাত
সঠিক উত্তর: (গ)
৮৮. সূরা আল মাউন আল কুরআনের কততম সূরা?
Ο ক) ১০৩
Ο খ) ১০৭
Ο গ) ১১১
Ο ঘ) ১১৪
সঠিক উত্তর: (খ)
৮৯. যেসব কাজ বা বস্তু কুরআন ও সুন্নাহর স্পষ্ট নির্দেশে পরিত্যাজ্য ও বর্জনীয়, তাকে কী বলা হয়?
Ο ক) হালাল
Ο খ) হালাল বায়্যিন
Ο গ) ফরয
Ο ঘ) সুন্নাত
সঠিক উত্তর: (খ)
৯০. কোনটির ভিত্তিতে হযরত আবু বকর (রা) কুরআন সংকলন করেন?
Ο ক) কুরআনের
Ο খ) হাদিসের
Ο গ) ইজমার
Ο ঘ) কিয়াসের
সঠিক উত্তর: (গ)
৯১. সূরা আশ শামস - এ কোন সম্প্রদায়োর পরিণতির উল্লেখ আছে?
Ο ক) আদ
Ο খ) সামুদ
Ο গ) বনি ইসরাইল
Ο ঘ) ইয়াহুদি
সঠিক উত্তর: (খ)
৯২. “যে কেউ রাসুলের বিরোধিতা করে, তার কাছে সরল পথ প্রকাশিত হওয়ার পর এবং মুমিনগণের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, আমি তাঁকে ঐ দিকেই ফিরাব যেদিক সে অবলম্বন করেছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আর তা নিকৃষ্ট গন্তব্যস্থান।”- আয়াতটিতে কোন বিষয়ে গুরুত্বরোপ করা হয়েছে?
Ο ক) ইজমা
Ο খ) কিয়াস
Ο গ) সততা
Ο ঘ) সরলতা
সঠিক উত্তর: (ক)
৯৩. হাদিস বলতে কী বোঝায়?
Ο ক) ইজমার ব্যাখ্যা-বিশ্লেষণ
Ο খ) নামাজ-রোযার ব্যাখ্যা
Ο গ) কুরআনের ব্যাখ্যা-বিশ্লেষণ
Ο ঘ) কিয়াসের ব্যাখ্যা
সঠিক উত্তর: (গ)
৯৪. ফরজ কাজ অস্বীকার করলে কী হয়?
Ο ক) কাফির হয়ে যায়
Ο খ) মুনাফিক হয়ে যায়
Ο গ) ফাসিক হয়ে যায়
Ο ঘ) মুশরিক হয়ে যায়
সঠিক উত্তর: (ক)
৯৫. ইমাম বুখারী (রা) এর পূর্ণ নাম কী?
Ο ক) আব্দুর রহমান ইবন শোয়াইব
Ο খ) ইমাম ঈসা মুহাম্মদ ইবন ঈশা
Ο গ) ইমাম মুহাম্মদ ইবন ইসমাঈল
Ο ঘ) ইমাম আহমদ ইবন ইসমাঈল
সঠিক উত্তর: (গ)
৯৬. কোন খলিফা কুরআনের প্রামাণ্য সংস্করণ তৈরী করার জন্য একটি বোর্ড গঠন করেন?
Ο ক) আবু বকর (রা)
Ο খ) উমর (রা)
Ο গ) উসমান (রা)
Ο ঘ) খলিফা ওমর ইবন আবদুল আজিজ
সঠিক উত্তর: (গ)
৯৭. মুমিন দু:খ কষ্টে নিমজ্জিত হলে-
Ο ক) কান্নাকাটি করেন
Ο খ) দৌড়াদৌড়ি করেন
Ο গ) ধৈর্যধারণ করেন
Ο ঘ) চেঁচামেচি করেন
সঠিক উত্তর: (গ)
৯৮. ‘ইনশিরাহ’ শব্দের অর্থ-
Ο ক) স্বস্তি
Ο খ) দু:খ
Ο গ) ক্ষমা
Ο ঘ) নিশ্চিত
সঠিক উত্তর: (ক)
৯৯. সর্বপ্রথম সংকলিত বিশুদ্ধ হাদিস গ্রন্থটির নাম কী?
Ο ক) হাদিসে কুদসি
Ο খ) আল মুয়াত্তা
Ο গ) আস-সাদিকা
Ο ঘ) সহিহ বুখারি
সঠিক উত্তর: (খ)
১০০. কখন কুরআনের প্রামাণ্য পান্ডুলিপি তৈরি করা হয়েছিল?
Ο ক) হিজরি ২৩ সালে
Ο খ) হিজরি ২৪ সালে
Ο গ) হিজরি ২৮ সালে
Ο ঘ) হিজরি ২৭ সালে
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. হাদিস শব্দের অর্থ কী?
Ο ক) বাণী
Ο খ) হিসাব
Ο গ) নীতি
Ο ঘ) পন্থা
সঠিক উত্তর: (ক)
৫২. গভীর রাতে কাদের ঘরে কুরআন তিলাওয়াতের গুনগুন আওয়াজ শুনা যেত?
Ο ক) মক্কাবসীদের
Ο খ) মুহাজিরদের
Ο গ) সাহাবিদের
Ο ঘ) আনসারদের
সঠিক উত্তর: (গ)
৫৩. পূর্ব সিদ্ধান্তকে উৎস হিসেবে কিয়াসের অনুমোদন প্রমাণ করে যে, ইসলাম-
Ο ক) প্রগতিশীল
Ο খ) সর্বজনীন
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) সুনিয়ন্ত্রিত
সঠিক উত্তর: (ক)
৫৪. দুই ঈদের নামাজ আদায় করা কী?
Ο ক) ফরজ
Ο খ) ওয়াজিব
Ο গ) সুন্নত
Ο ঘ) মুস্তাহাব
সঠিক উত্তর: (খ)
৫৫. “সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন। সুতরাং আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় সে ব্যক্তি যিনি তার পরিজনের প্রতি অনুগ্রহ করেন’।-কোন হাদিসের বানী?
Ο ক) বুখারি
Ο খ) মুসলিম
Ο গ) ইবনে মাযাহ
Ο ঘ) বায়হাকি
সঠিক উত্তর: (ঘ)
৫৬. কুরআনের সংরক্ষিত স্থান কোনটি?
Ο ক) বাইতুল মামুর
Ο খ) বাইতুল ইযযাহ
Ο গ) কাবঘর
Ο ঘ) লাওহে মাহফুজ
সঠিক উত্তর: (ঘ)
৫৭. ‘হালালুন বায়্যিনুন’ অর্থ কী?
Ο ক) বৈধ
Ο খ) সিদ্ধ
Ο গ) স্পষ্ট হালাল
Ο ঘ) হালাল হওয়ার যোগ্য
সঠিক উত্তর: (গ)
৫৮. হালাম বস্তুর সংখ্যা কত?
Ο ক) অসংখ্য
Ο খ) সীমিত
Ο গ) ২০১
Ο ঘ) ৭৫
সঠিক উত্তর: (খ)
৫৯. সকল প্রকার জ্ঞান-বিজ্ঞানের ভান্ডার কোনটি?
Ο ক) তাওরাত
Ο খ) যাবুর
Ο গ) ইনজিল
Ο ঘ) কুরআন
সঠিক উত্তর: (ঘ)
৬০. সূরা আশ-শামস্-এ কোন পশুর কথা উল্লেখ আছে?
Ο ক) গাভী
Ο খ) উষ্ট্রী
Ο গ) ঘোটকী
Ο ঘ) হারিনী
সঠিক উত্তর: (খ)
৬১. “আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের কখনও বর্জন করেন না।” - এটি কোন সূরার শিক্ষা?
Ο ক) সূরা ইনশিরাহ
Ο খ) সূরা আন নাহল
Ο গ) সূরা আদ-দুহা
Ο ঘ) সূরা আন নাযিয়াত
সঠিক উত্তর: (গ)
৬২. মহানবি (স) আরবদের কয়টি রীতিতে কুরআন পাঠের অনুমতি দিয়েছিলেন?
Ο ক) ৬
Ο খ) ৭
Ο গ) ৮
Ο ঘ) ৯
সঠিক উত্তর: (খ)
৬৩. “এ ব্যক্তির ওপর সমস্ত কুরআন একযোগে নাযিল হলো না কেন?”- এটি কাদের উক্তি?
Ο ক) সাহাবিদের
Ο খ) কাফিরদের
Ο গ) মুনাফিকদের
Ο ঘ) মিথ্যাবাদীদের
সঠিক উত্তর: (খ)
৬৪. উমর (রা) এর শাহাদাতের পর কুরআনের কপিটি কার নিকট গচ্ছিত ছিল?
Ο ক) উসমান (রা)
Ο খ) আলী (রা)
Ο গ) আয়শা (রা)
Ο ঘ) হাফসা (রা)
সঠিক উত্তর: (ঘ)
৬৫. হাদিস বা সুন্নাহ হচ্ছে পবিত্র কুরআনের-
i. ব্যাখ্যা
ii. পরিপূরক
iii. অনুলিপি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৬৬. বর্তমান কুরআন মাজিদের বিন্যাস হচ্ছে-
i. লাওহে মাহফুজের
ii. মহান আল্লাহর
iii. জিবরাইল (আ) এর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৭. উম্মে জামিল কে ছিল?
Ο ক) আবু জেহেলের স্ত্রী
Ο খ) আবু লাহাবের স্ত্রী
Ο গ) আবু সুফিয়ানের স্ত্রী
Ο ঘ) আবু মুসার স্ত্রী
সঠিক উত্তর: (খ)
৬৮. সুন্নাত কয় প্রকার?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
৬৯. কোন পর্বতে তাওরাত কিতাব নাযিল হয়?
Ο ক) হেরা
Ο খ) সাফা
Ο গ) তুর
Ο ঘ) উহুদ
সঠিক উত্তর: (গ)
৭০. কোন সূরায় মহানবি (স) এর প্রতি আল্লাহ প্রদত্ত অনুগ্রহরাজির কথা উল্লেখ করা হয়েছে ?
Ο ক) সূরা আল - কাদরে
Ο খ) সূরা আদ-দুহায়
Ο গ) সূরা আত-তীনে
Ο ঘ) সূরা আল- ইনশিরাহে
সঠিক উত্তর: (খ)
৭১. “ছাহুন” শব্দের অর্থ কী?
Ο ক) উদাসীন
Ο খ) মনোযোগী
Ο গ) অবজ্ঞাকারী
Ο ঘ) অলস ব্যক্তি
সঠিক উত্তর: (ক)
৭২. মুসলমানগণ যা ভালো মনে করে, তা আল্লাহর নিকট ভালো । এ হাদিস ইঙ্গিত করা হয়েছে-
i. মুসলমানদের ঐকমত্যের প্রতি
ii. মুসলমানদের বৈশিষ্ট্যর প্রতি
iii. মুসলমানদের ইজমা গ্রহণযোগ্য হওয়ার প্রতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৭৩. শরিয়তে মানুষের জন্য পথ নির্দেশনা কেন দেয়া হয়েছে?
Ο ক) জীবন পরিচালনার জন্য
Ο খ) জান্নাতলাভের জন্য
Ο গ) সার্বিক কল্যাণের জন্য
Ο ঘ) পরকালীন মুক্তির জন্য
সঠিক উত্তর: (ক)
৭৪. ‘বিজরাক’ শব্দের অর্থ কী?
Ο ক) পথ
Ο খ) বোঝা
Ο গ) সোজা
Ο ঘ) বক্ষ
সঠিক উত্তর: (খ)
৭৫. কারা সালাত সম্পর্কে উদাসীন?
Ο ক) কাফিররা
Ο খ) মুশরিকরা
Ο গ) মুনাফিকরা
Ο ঘ) ফাসিকরা
সঠিক উত্তর: (গ)
৭৬. কুরআন মজিদের ভাষা- i. জীবন্ত ii. চমৎকার iii. অতুলনীয় নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii iii
সঠিক উত্তর: (ঘ)
৭৭. জিহাদ কোন ধরনের ইবাদত?
Ο ক) ফরযে আইন
Ο খ) সুন্নাত
Ο গ) ফরযে কিফায়া
Ο ঘ) মুস্তাহাব
সঠিক উত্তর: (গ)
৭৮. ‘আল-কামার’ শব্দের অর্থ কী?
Ο ক) গ্রহ
Ο খ) তারা
Ο গ) চন্দ্র
Ο ঘ) সূর্য
সঠিক উত্তর: (গ)
৭৯. রাসুলুল্লাহ (স) উম্মতকে অতি পূর্ণময় দুটি বাক্য শিক্ষা দিয়েছেন। তা হচ্ছে-
i. সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি
ii. সুবহান্নাল্লাহিল আযিম
iii. সুবহানা রাব্বিয়াল আযিম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৮০. মানুষের জন্য কীরুপ বস্তু হারাম করা হয়েছে?
Ο ক) যা সুস্বাদু নয়
Ο খ) যা ক্ষতিকর
Ο গ) যা সুষম খাদ্য নয়
Ο ঘ) যা সহজলভ্য নয়
সঠিক উত্তর: (খ)
৮১. “আপনি বলুন, তোমরা আল্লাহ এবং রাসূলকে মেনে চল, যদি তা না কর তবে জেনে রেখ, আল্লাহ কাফেরদের পছন্দ করেন না।”- আয়াতটি কোন সূরার?
Ο ক) সূরা আল-বাকারা
Ο খ) সূরা আল-ইমরান
Ο গ) সূরা আন-নাযি আত
Ο ঘ) সূরা কাফিরুন
সঠিক উত্তর: (খ)
৮২. কার খিলাফতকালে কুরআন তিলাওয়াতের ক্ষেত্রে নানা মতানৈক্য দেখা দেয়?
Ο ক) হযরত আবু রকর (রা)-এর
Ο খ) হযরত উমর (রা)-এর
Ο গ) হযরত ইসমান (রা)-এর
Ο ঘ) হযরত আলি (রা)-এর
সঠিক উত্তর: (গ)
৮৩. শরিয়তকে না মানা কাকে না মানার নামান্তর?
Ο ক) রাসুল (স)-কে
Ο খ) ফেরেশতাদের
Ο গ) আল্লাহ ও তাঁর রাসুলকে
Ο ঘ) রাষ্ট্রীয় আইনকে
সঠিক উত্তর: (গ)
৮৪. সবসময় আল্লাহর যিকির করলে-
i. আল্লাহ সন্তুষ্ট হবেন
ii. নেকির পাল্লা ভারী হবে
iii. জান্নাতে যেতে পারব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৫. “আমার উম্মতের সর্বাধিক ফজিলতপূর্ণ ইবাদত হচ্ছে কুরআন পাঠ”- এটি কোন হাদিস গ্রন্থের উল্লেখ আছে?
Ο ক) বুখারী
Ο খ) মুসলিম
Ο গ) তিরমিযী
Ο ঘ) বায়হাকী
সঠিক উত্তর: (ঘ)
৮৬. যে হাদিসের সনদ তাবিঈ পর্যন্ত পৌঁছেছে তাকে কী হাদিস বলে?
Ο ক) সারফু
Ο খ) তাকরীরী
Ο গ) মাকতু
Ο ঘ) মাওকুফ
সঠিক উত্তর: (গ)
৮৭. ইসলামের মূল বুনিয়াদ পাঁচটি। ইসলাম নামক তাঁবুর মধ্যস্থিত খুঁটিটি অতীব গুরুত্বপূর্ণ। মধ্যস্থিত খুঁটি কোনটি ?
Ο ক) নামায
Ο খ) রোযা
Ο গ) ইমান
Ο ঘ) যাকাত
সঠিক উত্তর: (গ)
৮৮. সূরা আল মাউন আল কুরআনের কততম সূরা?
Ο ক) ১০৩
Ο খ) ১০৭
Ο গ) ১১১
Ο ঘ) ১১৪
সঠিক উত্তর: (খ)
৮৯. যেসব কাজ বা বস্তু কুরআন ও সুন্নাহর স্পষ্ট নির্দেশে পরিত্যাজ্য ও বর্জনীয়, তাকে কী বলা হয়?
Ο ক) হালাল
Ο খ) হালাল বায়্যিন
Ο গ) ফরয
Ο ঘ) সুন্নাত
সঠিক উত্তর: (খ)
৯০. কোনটির ভিত্তিতে হযরত আবু বকর (রা) কুরআন সংকলন করেন?
Ο ক) কুরআনের
Ο খ) হাদিসের
Ο গ) ইজমার
Ο ঘ) কিয়াসের
সঠিক উত্তর: (গ)
৯১. সূরা আশ শামস - এ কোন সম্প্রদায়োর পরিণতির উল্লেখ আছে?
Ο ক) আদ
Ο খ) সামুদ
Ο গ) বনি ইসরাইল
Ο ঘ) ইয়াহুদি
সঠিক উত্তর: (খ)
৯২. “যে কেউ রাসুলের বিরোধিতা করে, তার কাছে সরল পথ প্রকাশিত হওয়ার পর এবং মুমিনগণের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, আমি তাঁকে ঐ দিকেই ফিরাব যেদিক সে অবলম্বন করেছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আর তা নিকৃষ্ট গন্তব্যস্থান।”- আয়াতটিতে কোন বিষয়ে গুরুত্বরোপ করা হয়েছে?
Ο ক) ইজমা
Ο খ) কিয়াস
Ο গ) সততা
Ο ঘ) সরলতা
সঠিক উত্তর: (ক)
৯৩. হাদিস বলতে কী বোঝায়?
Ο ক) ইজমার ব্যাখ্যা-বিশ্লেষণ
Ο খ) নামাজ-রোযার ব্যাখ্যা
Ο গ) কুরআনের ব্যাখ্যা-বিশ্লেষণ
Ο ঘ) কিয়াসের ব্যাখ্যা
সঠিক উত্তর: (গ)
৯৪. ফরজ কাজ অস্বীকার করলে কী হয়?
Ο ক) কাফির হয়ে যায়
Ο খ) মুনাফিক হয়ে যায়
Ο গ) ফাসিক হয়ে যায়
Ο ঘ) মুশরিক হয়ে যায়
সঠিক উত্তর: (ক)
৯৫. ইমাম বুখারী (রা) এর পূর্ণ নাম কী?
Ο ক) আব্দুর রহমান ইবন শোয়াইব
Ο খ) ইমাম ঈসা মুহাম্মদ ইবন ঈশা
Ο গ) ইমাম মুহাম্মদ ইবন ইসমাঈল
Ο ঘ) ইমাম আহমদ ইবন ইসমাঈল
সঠিক উত্তর: (গ)
৯৬. কোন খলিফা কুরআনের প্রামাণ্য সংস্করণ তৈরী করার জন্য একটি বোর্ড গঠন করেন?
Ο ক) আবু বকর (রা)
Ο খ) উমর (রা)
Ο গ) উসমান (রা)
Ο ঘ) খলিফা ওমর ইবন আবদুল আজিজ
সঠিক উত্তর: (গ)
৯৭. মুমিন দু:খ কষ্টে নিমজ্জিত হলে-
Ο ক) কান্নাকাটি করেন
Ο খ) দৌড়াদৌড়ি করেন
Ο গ) ধৈর্যধারণ করেন
Ο ঘ) চেঁচামেচি করেন
সঠিক উত্তর: (গ)
৯৮. ‘ইনশিরাহ’ শব্দের অর্থ-
Ο ক) স্বস্তি
Ο খ) দু:খ
Ο গ) ক্ষমা
Ο ঘ) নিশ্চিত
সঠিক উত্তর: (ক)
৯৯. সর্বপ্রথম সংকলিত বিশুদ্ধ হাদিস গ্রন্থটির নাম কী?
Ο ক) হাদিসে কুদসি
Ο খ) আল মুয়াত্তা
Ο গ) আস-সাদিকা
Ο ঘ) সহিহ বুখারি
সঠিক উত্তর: (খ)
১০০. কখন কুরআনের প্রামাণ্য পান্ডুলিপি তৈরি করা হয়েছিল?
Ο ক) হিজরি ২৩ সালে
Ο খ) হিজরি ২৪ সালে
Ο গ) হিজরি ২৮ সালে
Ο ঘ) হিজরি ২৭ সালে
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Religion