এস.এস.সি ইসলাম শিক্ষা অধ্যায় - ১: আকাইদ ও নৈতিক জীবন (৯)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ১: আকাইদ ও নৈতিক জীবন (৯) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৪০১. “আমাদের দুনিয়ায় ফিরে যেতে দেওয়া হোক।”-কারা আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে?
Ο ক) কাফিররা
Ο খ) মুশরিকরা
Ο গ) পাপীরা
Ο ঘ) মুনাফিকরা
 সঠিক উত্তর: (গ)

 ৪০২. মুমিন কেন সব ধরনের অমানবিক ও অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকে?
Ο ক) সে জান্নাতের আশা করে
Ο খ) জবাবদিহিতার ভয় করে
Ο গ) সমাজকে ভয় করে
Ο ঘ) আইনকে শ্রদ্ধা করে
 সঠিক উত্তর: (খ)

 ৪০৩. ইসলামের নামকরণ তার প্রবর্তক, প্রচারক ও জাতির নামানুসারে করা হয় নি কেন?
Ο ক) সার্বজনীন ধর্ম বলে
Ο খ) ব্যক্তি প্রভাবমুক্ত রাখতে
Ο গ) কোনো জাতির প্রভাবমুক্ত রাখতে
Ο ঘ) প্রচারকগণ চান নি বলে
 সঠিক উত্তর: (ক)

 ৪০৪. কোন বিশ্বাস মানুষকে দায়িত্বশীল ও সৎকর্মশীল করে তোলে?
Ο ক) কিতাবে বিশ্বাস
Ο খ) নবুয়তে বিশ্বাস
Ο গ) আখিরাতে বিশ্বাস
Ο ঘ) তাকদিরে বিশ্বাস
 সঠিক উত্তর: (গ)

 ৪০৫. মানুষের চরিত্র ও নৈতিকতা ধ্বংস করে দেয় কিসে?
Ο ক) শিরক
Ο খ) নিফাক
Ο গ) কুফর
Ο ঘ) খিয়ানত
 সঠিক উত্তর: (খ)

 ৪০৬. যিনি ইসলামের মৌলিক বিষয়ের প্রতি পূর্ণ বিশ্বাস স্থা্পন করেন তাকে বলা হয়-
Ο ক) মুফতি
Ο খ) মুহসিন
Ο গ) মুসলিম
Ο ঘ) মুমিন
 সঠিক উত্তর: (ঘ)

 ৪০৭. ইমানের বহি:প্রকাশ কোনটি?
Ο ক) টুপি পরিধান
Ο খ) ইসলাম
Ο গ) দান-সদকা
Ο ঘ) হালাল উপার্জন
 সঠিক উত্তর: (খ)

 ৪০৮. মুনাফিকরা কাদের চেয়েও মারাত্মক?
Ο ক) কাফিরদের
Ο খ) মিথ্যাবাদীদের
Ο গ) ফাসিকদের
Ο ঘ) গিবতকারীদের
 সঠিক উত্তর: (ক)

 ৪০৯. ‘আল্লাহ’ শব্দটি কোন ভাষার শব্দ?
Ο ক) হিব্রু
Ο খ) আরবি
Ο গ) ফার্সি
Ο ঘ) ইরানি
 সঠিক উত্তর: (খ)

 ৪১০. ইসলামের পরিসর কেমন?
Ο ক) সংক্ষিপ্ত
Ο খ) সংকীর্ণ
Ο গ) ব্যাপক
Ο ঘ) বিস্তৃত
 সঠিক উত্তর: (গ)

 ৪১১. পথভ্রষ্ট মানুষদের সঠিক পথে পরিচালনার জন্য আল্লাহ পাক যুগে যুগে কাদের পাঠিয়েছেন?
Ο ক) নবি-রাসূল
Ο খ) রাষ্ট্রপ্রধান
Ο গ) আলী-আউলিয়া
Ο ঘ) পীর-মুর্শিদ
 সঠিক উত্তর: (ক)

 ৪১২. কোথায় মন যা চাবে তা পাবে?
Ο ক) দুনিয়াতে
Ο খ) তাহজ্জুদ নামাযে
Ο গ) সাধনায়
Ο ঘ) জান্নাতে
 সঠিক উত্তর: (ঘ)

 ৪১৩. মহান আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের-
i. রিযিকদাতা
ii. পালনকর্তা
iii. রক্ষাকর্তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪১৪. ইমানের সাথে সম্পর্ক-
Ο ক) দেহের
Ο খ) অন্তরের
Ο গ) আচরণের
Ο ঘ) ইসলামের
 সঠিক উত্তর: (ঘ)

 ৪১৫. সর্বশেষ নবি কে?
Ο ক) আদম (আ.)
Ο খ) ঈসা (আ.)
Ο গ) মুহাম্মদ (স.)
Ο ঘ) মুসা (আ.)
 সঠিক উত্তর: (গ)

 ৪১৬. যারা পুণ্যবান তাদের আমলনামা কোথায় দেওয়া হবে?
Ο ক) বাম হাতে
Ο খ) ডান হাতে
Ο গ) বাম কাঁধে
Ο ঘ) ডান কাঁধে
 সঠিক উত্তর: (খ)

 ৪১৭. তাকদির মানে হচ্ছে- i.ভাগ্য ii. নিয়তি iii. নির্ধারিত পরিমাণ নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪১৮. “তোমাদের জন্য আল্লাহর রাসুলের জীবনে রয়েছে উত্তম আদর্শ ।”-কোন সূরায় বলা হয়েছে?
Ο ক) সূরা মায়িদা
Ο খ) সূরা আল-ইমরান
Ο গ) সূরা আহযাব
Ο ঘ) সূরা রাদ
 সঠিক উত্তর: (গ)

 ৪১৯. ইমানহীন ইসলাম-
Ο ক) মূল্যবান
Ο খ) মূল্যহীন
Ο গ) গ্রহণযোগ্য
Ο ঘ) কাম্য
 সঠিক উত্তর: (খ)

 ৪২০. কোনটি আখিরাতের প্রস্তুতি গ্রহণের ক্ষেত্র?
Ο ক) দুনিয়া
Ο খ) বারযাখ
Ο গ) কবর
Ο ঘ) সিজজীন
 সঠিক উত্তর: (ক) 

 ৪২১. মুনাফিকদের সামাজিক অবস্থান-
i. সমাজের সবাই সম্মান করে চলে
ii. সমাজের কেউ বিশ্বাস করে না
iii. লাঞ্ছি অবস্থায় কালাতিপাত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৪২২. যাকাত অস্বীকারকারী কী?
Ο ক) মুনাফিক
Ο খ) মুশরিক
Ο গ) ফাসিক
Ο ঘ) কাফির
 সঠিক উত্তর: (ঘ)

 ৪২৩. ইসলামের পরিসর অত্যন্ত ব্যাপক হওয়ার কারণ কী?
Ο ক) দুনিয়ার সকল দিক এর অন্তর্ভুক্ত
Ο খ) দুনিয়া ও আখিরাতের দিকসমূহ এর আওতাভুক্ত
Ο গ) রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক দিকসমূহ এর আওতাভূক্ত
Ο ঘ) মুমিন জীবনের সকল দিক এর অন্তর্ভূক্ত
 সঠিক উত্তর: (খ)

 ৪২৪. ‘জাহান্নাম’ কে কী বলে?
Ο ক) নার
Ο খ) সাকার
Ο গ) জাহীম
Ο ঘ) হাবিয়াহ
 সঠিক উত্তর: (ক)

 ৪২৫. হাশরের ময়দানে কে হবেন একমাত্র বিচারক?
Ο ক) মহান আল্লাহ
Ο খ) হযরত মুহাম্মদ (স)
Ο গ) ফেরেশতাগণ
Ο ঘ) হযরত আদম (আ)
 সঠিক উত্তর: (ক)

 ৪২৬. “দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র।” -এটি কার বাণী?
Ο ক) মহানবি (স)-এর
Ο খ) হযরত লুকমান (আ)-এর
Ο গ) মহান আল্লাহ তায়ালার
Ο ঘ) উমর (রা)-এর
 সঠিক উত্তর: (ক)

 ৪২৭. জ্ঞানের সর্বোত্তম উৎস কোনটি?
Ο ক) বিজ্ঞানকোষ
Ο খ) বিশ্বের বিজ্ঞান
Ο গ) আল-কুরআন
Ο ঘ) আল-হাদিস
 সঠিক উত্তর: (গ)

 ৪২৮. কোন শিক্ষা পরকালীন জীবনে জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির উপায় শিক্ষা দেয়?
Ο ক) ইমান শিক্ষা
Ο খ) আধ্যাত্মিকতা শিক্ষা
Ο গ) পারলৌকিক শিক্ষা
Ο ঘ) ইসলাম শিক্ষা
 সঠিক উত্তর: (ঘ)

 ৪২৯. দুনিয়া ও আখিরাতে সফল হতে ইমান ও ইসলামের বাস্তবায়ন করতে হবে-
Ο ক) সকলের জীবনে
Ο খ) স্বীয় জীবনে
Ο গ) সামাজিক জীবনে
Ο ঘ) সমগ্র পৃথিবীতে
 সঠিক উত্তর: (খ)

 ৪৩০. আমাদের প্রিয়নবি ছিলেন-
Ο ক) ধনী
Ο খ) রাখাল
Ο গ) শুধুমাত্র রাষ্ট্রনেতা
Ο ঘ) ত্যাগের মূর্ত প্রতীক
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৩১. ইসলাম কোন জাতির জন্য নিয়ামত?
Ο ক) আরব জাতির জন্য
Ο খ) মানবজাতির জন্য
Ο গ) কুরাইশ জাতির জন্য
Ο ঘ) পারস্য জাতির জন্য
 সঠিক উত্তর: (খ)

 ৪৩২. “জান্নাত” শব্দের অর্থ কী?
Ο ক) খেলার মাঠ
Ο খ) অগ্নি
Ο গ) উদ্যান
Ο ঘ) চির শান্তির স্থান
 সঠিক উত্তর: (গ)

 ৪৩৩. সবচেয়ে বেশি সহিফা কার ওপর অবতীর্ণ হয়েছে?
Ο ক) আদম (আ.)-এর
Ο খ) শিস (আ.)-এর
Ο গ) ইবরাহিম (আ.)-এর
Ο ঘ) ইদরিস (আ.)-এর
 সঠিক উত্তর: (খ)

 ৪৩৪. কাকে আল্লাহদ্রোহী বলে গণ্য করা হয়?
Ο ক) কাফির
Ο খ) মুশরিক
Ο গ) মুনাফিক
Ο ঘ) ফাসিক
 সঠিক উত্তর: (ক)

 ৪৩৫. ‘যাক্কুম’ কী?
Ο ক) এক কাঁটাময় দুর্গন্ধযুক্ত উদ্ভিদ
Ο খ) উত্তপ্ত পানি
Ο গ) অগ্নিশিখা
Ο ঘ) এক ধরনের পানীয়
 সঠিক উত্তর: (ক)

 ৪৩৬. কোথায় প্রথম কুরআন নাযিল হয়?
Ο ক) ওহুদ পাহাড়ে
Ο খ) কাবাগৃহে
Ο গ) হেরাগুহায়
Ο ঘ) বাইতুল মুকাদ্দাসে
 সঠিক উত্তর: (গ)

 ৪৩৭. প্রতিকৃতিকে সম্মান প্রদর্শন কীসের সাথে সাদৃশ্যপূর্ণ?
Ο ক) অগ্নিপূজার
Ο খ) মূর্তিপূজার
Ο গ) কুমারী পূজার
Ο ঘ) সূর্যপূজার
 সঠিক উত্তর: (খ)

 ৪৩৮. আজমল সাহেব আল্লাহর দেওয়া বিধান ও হযরত মুহাম্মদ (স.)-এর দেখানো পথে অনুসারে জীবনযাপন করেন। সুতরাং তিনি একজন-
Ο ক) মুত্তাকি
Ο খ) মুহাজির
Ο গ) মুসলিম
Ο ঘ) মুমিন
 সঠিক উত্তর: (গ)

 ৪৩৯. মহান আল্লাহর সাথে শরিক করা হচ্ছে -
i. অকৃতজ্ঞতা
ii. চরম যুলুম
iii. জঘন্য অপরাধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৪৪০. আল্লাহর বাণী সংবলিত বড় পুস্তিকাকে কী বলে?
Ο ক) সহিফা
Ο খ) কিতাব
Ο গ) সগীরা
Ο ঘ) সাদিক
 সঠিক উত্তর: (ক)

 ৪৪১. অধিকাংশ ধর্মের নামকরণ করা হয় কী অনুসারে?
Ο ক) আচার-আচরণ অনুযায়ী
Ο খ) ধর্মীয় নেতাদের নামানুসারে
Ο গ) প্রবর্তক, প্রচারক ও অনুসারী কিংবা জাতির নামানুসারে
Ο ঘ) বিশেষ ব্যক্তির নামানুসারে
 সঠিক উত্তর: (গ)

 ৪৪২. যিনি ইসলামের বিধান অনুযায়ী চলেন তিনি কী?
Ο ক) মুমিন
Ο খ) মুসলিম
Ο গ) মুত্তাকী
Ο ঘ) মুসল্লি
 সঠিক উত্তর: (খ)

 ৪৪৩. অনাদি অনন্ত কার বৈশিষ্ট্য ?
Ο ক) সৃষ্টিজগতের
Ο খ) আল্লাহর
Ο গ) জান্নাত-জাহান্নামের
Ο ঘ) সত্য-মিথ্যার
 সঠিক উত্তর: (খ)

 ৪৪৪. ‘আকিদা’ শব্দটি কোন ভষার?
Ο ক) আরবি
Ο খ) ফারসি
Ο গ) উর্দু
Ο ঘ) বাংলা
 সঠিক উত্তর: (ক)

 ৪৪৫. “আমরা আল্লাহর রাসুলগণের মাধ্যে কোনো পার্থক্য করি না”-এটি কোন সূরার কত নম্বর আয়াত?
Ο ক) সূরা বাকারা:২৮৫
Ο খ) সূরা আলে ইমরান: ২৮০
Ο গ) সূরা নূর: ১৭৮
Ο ঘ) সূরা আম্বিয়া: ৩৩
 সঠিক উত্তর: (ক)

 ৪৪৬. আখিরাতে সিরাত অতিক্রম করার জন্য তোমার করণীয় কী?
Ο ক) নিয়মিত সিরাত অতিক্রমের দোয়া পাঠ
Ο খ) ইমান আনা
Ο গ) ইমানদার হওয়া
Ο ঘ) প্রকৃত ইমানদার হওয়া এবং নেক আমল করা
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৪৭. ঠিকমত সালাত আদায় করে না - এটা কাদের বৈশিষ্ট্য?
Ο ক) মুশরিক
Ο খ) কাফির
Ο গ) মুনাফিক
Ο ঘ) ফাসিক
 সঠিক উত্তর: (গ)

 ৪৪৮. কিয়ামতের দিন আমাদের পাপপুণ্য যা দ্বারা ওজন করা হবে তার নাম কী?
Ο ক) মিযান
Ο খ) নিক্তি
Ο গ) পালা-পাথর
Ο ঘ) দাঁড়িপাল্লা
 সঠিক উত্তর: (ক)

 ৪৪৯. পার্থিব ব্যর্থতাকে মেনে নিতে পারে না-
i. কাফির
ii. অবিশ্বাসী
iii. মুনাফিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৫০. আল্লাহর গুলাবলি অস্বীকার করা কিসের অন্তর্ভুক্ত?
Ο ক) তাওহিদ
Ο খ) নিফাক
Ο গ) কুফর
Ο ঘ) শিরক
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post