এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৩: হৃদযন্ত্রের যত কথা (২)

Posted by: | Published: Monday, March 20, 2017 | Categories:
ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৩: হৃদযন্ত্রের যত কথা (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে কোনটি?
Ο ক) হেপাটোসআটি
Ο খ) লিউকোসাইট
Ο গ) থ্রম্বোসাইট
Ο ঘ) এরিথ্রোসাইট
 সঠিক উত্তর: (ঘ)

 ৫২. রক্তদাতা ও গ্রহীতার মধ্যে সম্পর্ক হল-
i. এ গ্রুপের রক্তধারী ভ্যক্তি এ ও এবি গ্রুপের রক্তধারীকে রক্ত দিতে
ii. বি গ্রুপের রক্তধারী ব্যক্তি এ গ্রুপের রক্তধারীকে রক্ত দিতে
iii. ও গ্রুপের রক্তধারী ব্যক্তি এ, বি, এবি ও এবং ও গ্রুপের রক্তধারীকে রক্ত দিতে পারবে।
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৫৩. হৃৎপিন্ডের ওপরের প্রকোষ্ঠ দুটিকে কী বলে?
Ο ক) অ্যাট্রিয়াম
Ο খ) ভেন্ট্রিকল
Ο গ) এন্ডোথেলিয়াম
Ο ঘ) নিলয়
 সঠিক উত্তর: (ক)

 ৫৪. বেসোফিল শ্বেতরক্ত কণিকা হতে নিঃসৃত হয়-
i. হিস্টারিন
ii. অ্যান্টিবডি
iii. হেপারিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৫৫. Rh ফ্যাক্টর নামকরণ হয়েছে - নাম অনুসারে।
Ο ক) রেসাস হনুমান
Ο খ) রেসাস বানর
Ο গ) রেসাস বেবুন
Ο ঘ) রেসাস গন্ডার
 সঠিক উত্তর: (খ)

 ৫৬. একটি রক্তনালি X কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত দেহের বিভিন্ন অংশে বাহিত হয়। এক্ষেত্রে Y নিচের কোনটি?
Ο ক) সিস্টোমিক মহাধমনি
Ο খ) জুগুলার শিরা
Ο গ) পালমোনারি ধমনি
Ο ঘ) সাবক্লেভিয়ান শিরা
 সঠিক উত্তর: (ক)

 ৫৭. বংশগত রোগ কোনটি?
Ο ক) নিউমোনিয়া
Ο খ) হুপিং কাশি
Ο গ) থ্যালসিমিয়া
Ο ঘ) পারপুরা
 সঠিক উত্তর: (গ)

 ৫৮. হৃদস্পন্দনে 'ডাব' শব্দের সৃষ্টি হয় কোন অবস্থায়?
Ο ক) অ্যাট্রিয়ামের ডায়াস্টোল
Ο খ) ভেন্ট্রিকলের ডায়াস্টোল
Ο গ) অ্যাট্রিয়ামের সিস্টোল
Ο ঘ) ভেন্ট্রিকলের ডায়াস্টোল
 সঠিক উত্তর: (খ)

 ৫৯. মানবদেহের পাম্প যন্ত্রের অনুরূপ অঙ্গাণু কোনটি?
Ο ক) যকৃত
Ο খ) ফুসফুস
Ο গ) হৃৎপিন্ড
Ο ঘ) পাকস্থলী
 সঠিক উত্তর: (গ)

 ৬০. কোনটি অধিক পরিমাণ অক্সিজেন পরিবহনে সক্ষম?
Ο ক) শ্বেত রক্ত কণিকা
Ο খ) অণুচক্রিকা
Ο গ) থ্রম্বোসাইট
Ο ঘ) লোহিত রক্ত কণিকা
 সঠিক উত্তর: (ঘ)

 ৬১. ECG- এর পূর্ণরূপ কী?
Ο ক) Electronic cardiogram
Ο খ) Electro cardilgram
Ο গ) Electro cardiology
Ο ঘ) Cardiography Engincering
 সঠিক উত্তর: (খ)

 ৬২. রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে?
Ο ক) ডা. কার্ল ল্যান্ডস্টেইনার
Ο খ) গ্রেগর জোহান মেন্ডেল
Ο গ) স্ট্রাচবুর্গার
Ο ঘ) রবার্ট ব্রাউন
 সঠিক উত্তর: (ক)

 ৬৩. রক্ত চাপ বেড়ে গেলে তাকে কী বলে?
Ο ক) হাইপো টেনশন
Ο খ) হাইপার টেনশন
Ο গ) টেনশন
Ο ঘ) অ্যানিমিয়া
 সঠিক উত্তর: (খ)

 ৬৪. রক্তে অক্সিজেন পরিবাহিত হয় কোন যৌগ হিসেবে?
Ο ক) কার্বমিনো হিমোগ্লোবিন হিসেবে
Ο খ) অক্সিহিমোগ্লোবিন হিসেবে
Ο গ) অক্সাইড আয়ন হিসেবে
Ο ঘ) বাইকার্বনেট আয়ন হিসেবে
 সঠিক উত্তর: (খ)

 ৬৫. ইওসিনোফিল ও বেসোফিল বলতে কী বোঝায়?
Ο ক) অ্যাগ্রানুলোসাইট
Ο খ) গ্রানুলোসাইট
Ο গ) প্রেইটলেট
Ο ঘ) থ্রম্বোসাইট
 সঠিক উত্তর: (খ)

 ৬৬. অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি?
Ο ক) হরমোন
Ο খ) এনজাইম
Ο গ) বিলিরুবিন
Ο ঘ) ইউরিয়া
 সঠিক উত্তর: (ক)

 ৬৭. হৃদযন্ত্র ভাল রাখার উপায়-
i. শর্করা বেশি খেতে হবে
ii. অতিভোজন হতে বিরত থাকা
iii. নিয়মিত হালকা ব্যায়াম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৬৮. রক্ত চাপ বড়ে গেলে তাকে কী বলে?
Ο ক) হাইপো টেনশন
Ο খ) হাইপার টেনশন
Ο গ) টেনশন
Ο ঘ) অ্যানিমিয়া
 সঠিক উত্তর: (খ)

 ৬৯. রক্ত নাইট্রোজেনজনিত বর্জ্য পদার্থগুলোকে কোন অঙ্গে পরিবহন করে?
Ο ক) যকৃতে
Ο খ) পাকস্থলীতে
Ο গ) বৃক্ষে
Ο ঘ) হৃৎপিন্ডে
 সঠিক উত্তর: (গ)

 ৭০. শিরার ক্ষেত্রে প্রযোজ্য-
i. এর প্রাচীর স্তর বিশিষ্ট
ii. কপাটিকা বিদ্যমান
iii. শিরাগুলো মিলে মহাশিরা গঠন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭১. পারপুরা অবস্থার সৃষ্টি হয় কেন?
Ο ক) RBC-র পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে গেলে
Ο খ) WBC-র পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে
Ο গ) Platelet-র পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে গেলে
Ο ঘ) Platelet-র পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে
 সঠিক উত্তর: (গ)

 ৭২. কোলেস্টেরলের বৈশিষ্ট্য হলো-
i. রক্তে স্বাভাবিক মাত্রা ১০০-২০০ mg/dl
ii. এটি লিপিড এবং স্টেরয়েডের অন্তর্ভুক্ত
iii. এটি ফুসফুসে বেশি পরিমাণে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৭৩. রক্তরসে দ্রবীভূত জৈব পদার্থ হলে-
i. ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন ও অ্যালবুমিন
ii. অক্সিজেন, পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম
iii. গ্লুকোজ, কোলেস্টেরল ও বিলিরুবিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৭৪. হৃদযন্ত্রকে ভাল রাখার জন্য কী করা উচিত?
Ο ক) চর্বিযুক্ত খাবার খাওয়া
Ο খ) দেহের ওজন বাড়ানো
Ο গ) ধুমপান ও মদ পান করা
Ο ঘ) শাকসবজি ও আঁশযুক্ত খাবার খাওয়া
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৫. স্বাভাবিক ডায়াস্টোলিক রক্ত চাপ-
Ο ক) ৬০-৯০ mm Hg
Ο খ) ৮০-১০০ mm Hg
Ο গ) ১১০-১৪০ mm Hg
Ο ঘ) ১০০-১২৫ mm Hg
 সঠিক উত্তর: (ক)

 ৭৬. ঘন ঘন প্রসাব কোন রোগের বৈশিষ্ট্য?
Ο ক) ডায়াবেটিস
Ο খ) হার্ট অ্যাটাক
Ο গ) হার্ট ব্লক
Ο ঘ) উচ্চ রক্তচাপ
 সঠিক উত্তর: (ক)

 ৭৭. ভেন্ট্রিকলের প্রাচীর-
Ο ক) পাতলা
Ο খ) পুরু
Ο গ) পেশিবহুল
Ο ঘ) পুরু ও পেশিবহুল
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৮. হৃদস্পন্দনে 'লাব' শব্দের সৃষ্টি হয় কোন অবস্থায়?
Ο ক) অ্যাট্রিয়ামের ডায়াস্টোল
Ο খ) ভেন্ট্রিকলের সিস্টোল
Ο গ) অ্যান্ট্রিয়ামের সিস্টোল
Ο ঘ) ভেন্ট্রিকলের ডায়াস্টোল
 সঠিক উত্তর: (খ)

 ৭৯. হৃদপিন্ড প্রাণিদেহে-মতো কাজ করে।
Ο ক) হিটারের
Ο খ) জালিকার
Ο গ) পাম্প যন্ত্রের
Ο ঘ) নলের
 সঠিক উত্তর: (গ)

 ৮০. বাম ভেন্ট্রেকলের সঙ্গে কয়টি পালমোনারি শিরাযুক্ত থাকে?
Ο ক) চারটি
Ο খ) তিনটি
Ο গ) ছয়টি
Ο ঘ) দুটি
 সঠিক উত্তর: (ক)

 ৮১. হৃৎপিন্ড বেষ্টিত থাকে কোন পর্দা দ্বারা?
Ο ক) এপিকার্ডিয়াম
Ο খ) পেরিকার্ডিয়াম
Ο গ) এপিথেলিয়াম
Ο ঘ) এন্ডোকার্ডিয়াম
 সঠিক উত্তর: (খ)

 ৮২. WBC বলা হয় কোনটিকে?
Ο ক) লোহিত রক্ত কণিকা
Ο খ) শ্বেতরক্ত কণিকা
Ο গ) অণুচক্রিকা
Ο ঘ) থ্রম্বোসাইট
 সঠিক উত্তর: (খ)

 ৮৩. আহারের পূর্বে রক্ত শর্করার স্বাভাবিক সীমা কত?
Ο ক) ৩.৬-৬.০ mmol/L
Ο খ) ২-৪ mmol/L
Ο গ) ৪.২-৩.১ mmol/L
Ο ঘ) ৬-৮ mmol/L
 সঠিক উত্তর: (ক)

 ৮৪. সেন্ট্রিফিউজ রক্তের-
i. উপরের ৫৬% কে প্লাজমা বলে
ii. নিচের ৪৫% কে রক্তকণিকা বলে
iii. উপরের ৫৫% কে প্লাজমা বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৮৫. হাইপার টেনশনের কারণ-
Ο ক) অতিরিক্ত লবণ খাওয়া
Ο খ) অতিরিক্ত ব্যায়াম
Ο গ) বেদবিহীন শরীর
Ο ঘ) কম ওজন
 সঠিক উত্তর: (ক)

 ৮৬. পেরিকার্ডিয়াম পর্দা কম কয় স্তরবিশিষ্ট?
Ο ক) এক স্তর
Ο খ) দুই স্তর
Ο গ) তিন স্তর
Ο ঘ) স্তরবিহীন
 সঠিক উত্তর: (খ)

 ৮৭. অ্যান্টিবডি গঠন করে কোনটি?
Ο ক) নিউট্রোফিন
Ο খ) বেসোফিল
Ο গ) লিম্ফোসাইট
Ο ঘ) মনোসাইট
 সঠিক উত্তর: (গ)

 ৮৮. পেরিকার্ডিয়াম পর্দা কয় স্তর বিশিষ্ট?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (ক)

 ৮৯. রক্ত জমাট বেঁধে রক্তক্ষরণ বন্ধ করে কোনটি?
Ο ক) থ্রম্বোপস্টিন
Ο খ) প্রোথ্রম্বিন
Ο গ) ফাইব্রিন
Ο ঘ) নিউট্রোফিল
 সঠিক উত্তর: (গ)

 ৯০. রক্তকে সেন্ট্রিফিউজ করলে যে রক্তরস পাওয়া যায় তার বর্ণ কীরূপ?
Ο ক) লাল
Ο খ) হলুদ
Ο গ) হলদে লাল
Ο ঘ) সাদা
 সঠিক উত্তর: (খ)

 ৯১. নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ বৃক্কে নিয়ে যায়-
Ο ক) ধমনি
Ο খ) শিরা
Ο গ) কৈশিক জালিকা
Ο ঘ) রক্ত
 সঠিক উত্তর: (ঘ)

 ৯২. ইসিজি এর পূর্ণরূপ-
i. Electro Cardiogram
ii. Eco Cardiogram
iii. Electro Cardiograph
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৯৩. রক্তের প্রধান উপাদান কয়টি?
Ο ক) 2
Ο খ) 3
Ο গ) 4
Ο ঘ) 5
 সঠিক উত্তর: (ক)

 ৯৪. শ্বেতরক্ত কণিকা প্রধানত কয় ধরনের?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
 সঠিক উত্তর: (ক)

 ৯৫. রক্ত তঞ্চন প্রক্রিয়ায় সাহায্য করে-
i. ফাইব্রিন
ii. ভিটামিন কে
iii. ক্যালসিয়াম আয়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৬. স্নেহ ও প্রোটিনের যৌগকে কী বলা হয়?
Ο ক) গ্লাইকোলিপিড
Ο খ) গ্লাইকোপ্রোটিন
Ο গ) লাইপোপ্রোটিন
Ο ঘ) কোলেস্টেরল
 সঠিক উত্তর: (গ)

 ৯৭. বিশ্রামে প্রাপ্ত বয়স্কদের পালস রেট কত?
Ο ক) ৬০-১০০/মি.
Ο খ) ৩০-৬০/মি.
Ο গ) ১০০-১৪০/মি.
Ο ঘ) ১০০-১২০/মি.
 সঠিক উত্তর: (ক)

 ৯৮. কোন প্রাণীর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে?
Ο ক) মুরগি
Ο খ) মানুষ
Ο গ) গরু
Ο ঘ) ছাগল
 সঠিক উত্তর: (ক)

 ৯৯. মানবদেহে পরিণত লোহিত রক্তকণিকার আকৃতি কেমন?
Ο ক) চ্যাপ্টা
Ο খ) গোলাকার
Ο গ) ডিম্বাকার
Ο ঘ) রড আকৃতি
 সঠিক উত্তর: (ক)

 ১০০. মানুষের রক্তের সিরামের কত রকম অ্যান্টিবডি আছে?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।


Previous
Next Post »

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি
ConversionConversion EmoticonEmoticon