এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১০: বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১০: বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. বাণিজ্যিক ব্যাংকের বিশেষ লক্ষ্য কী?
Ο ক) নিরাপত্তা
Ο খ) অর্থনৈতিক স্থিতিশীলতা
Ο গ) শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন
Ο ঘ) মূলধন গঠন
 সঠিক উত্তর: (গ)

 ৫২. বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলি কোনটি?
Ο ক) শিল্পোন্নয়ন
Ο খ) অর্থ স্থানান্তর
Ο গ) মূূলধন বিনিয়োগ
Ο ঘ) নোট ইস্যু
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৩. বাণিজ্যিক ব্যাংক মক্কেলের আমানতের ওপর কী প্রদান করে?
Ο ক) কমিশন
Ο খ) বাট্টা
Ο গ) চার্জ
Ο ঘ) সুদ
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৪. মুদ্রা বাজার থেকে তহবিল সংগ্রহের মাধ্যমে হলো-
i. সিকউরিটি বিক্রয়
ii. ঋণপত্র বিক্রয়
iii. শেয়ার ক্রয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৫৫. সরকারের কোষাগার হিসেবে কাজ করে কোন ব্যাংক?
Ο ক) বাণিজ্যিক ব্যাংক
Ο খ) কেন্দ্রীয় ব্যাংক
Ο গ) বিশেষায়িত ব্যাংক
Ο ঘ) অ-তালিকাভুক্ত ব্যাংক
 সঠিক উত্তর: (খ)

 ৫৬. বাণিজ্যিক ব্যাংক সকল শ্রেণির অংশগ্রহণ নিশ্চিত করে-
i. আমানত গ্রহণ করে
ii. ঋণদান কার্যক্রম সম্পাদন করে
iii. সঞ্চয়প্রবণতা সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৫৭. অর্থসম্পদের মাধ্যমে অর্থনীতির সকল খাতকে কী করা হয়?
Ο ক) সীমিত আকারে উন্নত
Ο খ) ব্যাপক ভিত্তিতে উন্নত
Ο গ) বৈষম্যের ভিত্তিতে উন্নত
Ο ঘ) সমান তালে উন্নত
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৮. বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের অক্ষ্যে বিনিয়োগ করে থাকে-
i. সরকারি সিকিউরিটিতে
ii. শেয়ারে
iii. ঋণপত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৯. ব্যাংক জনগণের নিকট হতে আমানত হিসোব গ্রহণ করে কোনটি?
Ο ক) চেক
Ο খ) বিনিময় বিল
Ο গ) সঞ্চিত অর্থ
Ο ঘ) ট্রেজারি চালান
 সঠিক উত্তর: (গ)

 ৬০. বাণিজ্যিক ব্যাংক কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান?
Ο ক) প্রকল্পভিত্তিক
Ο খ) বিনিয়োগভিত্তিক
Ο গ) মুনাফাভিত্তিক
Ο ঘ) জনকল্যাণভিত্তিক
 সঠিক উত্তর: (গ)

 ৬১. বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস কয়টি?
Ο ক) ৭ টি
Ο খ) ৫ টি
Ο গ) ৪ টি
Ο ঘ) ৩ টি
 সঠিক উত্তর: (গ)

 ৬২. মুদ্রাবাজারের নিয়ন্ত্রক কোন ব্যাংক?
Ο ক) শাখা ব্যাংক
Ο খ) ইসলামিক ব্যাংক
Ο গ) কেন্দ্রীয় ব্যাংক
Ο ঘ) বাণিজ্যিক ব্যাংক
 সঠিক উত্তর: (গ)

 ৬৩. বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎসগুলো হলো-
i. আমানত
ii. ধার গ্রহণ
iii. সংরক্ষিত তহবিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৪. ব্যাংক মক্কেলের পক্ষ ভাঙ্গিয়ে থাকে কী?
i. বিনিময় বিল
ii. প্রত্যপত্র
iii. পরিবহন বিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৫. বর্তমান বিশেষায়নের যুগে বাণিজ্যিক ব্যাংককে সফলতা অর্জনের জন্য কোন নীতি অনুসরণ করতে হয়?
Ο ক) প্রযুক্তিগত উন্নয়নের নীতি
Ο খ) বিশেষায়নের নীতি
Ο গ) দক্ষ ব্যবস্থাপনার নীতি
Ο ঘ) সময়ানুবর্তিতার নীতি
 সঠিক উত্তর: (খ)

 ৬৬. বাণিজ্যিক ব্যাংক কোন কোন খাতে বিনিয়োগ করে?
i. শেয়ার
ii. ঋণপত্র
iii. সরকালি সিকউরিটি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৭. বাণিজ্যিক ব্যাংকের সেবাকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) ৫ ভাগে
Ο খ) ৪ ভাগে
Ο গ) ৩ ভাগে
Ο ঘ) ২ ভাগে
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৮. বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক প্রদত্ত ধারের উপর কী প্রদান করে?
Ο ক) কমিশন
Ο খ) শেয়ার
Ο গ) বাট্টা
Ο ঘ) সুদ
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৯. ব্যাংক প্রত্যেক বছর মুনাফার একটি অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখে। এটি বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের তহবিলে উৎস?
Ο ক) পরিশোধিত মূলধন
Ο খ) সংরক্ষিত তহবিল
Ο গ) আমানত
Ο ঘ) ঋণ সঞ্চিতি
 সঠিক উত্তর: (খ)

 ৭০. ব্যাংক আমানতকারীদের যে হারে সুদ প্রদান করে তার অধিকতর হারে ঋণ গ্রহীতাদের নিকট থেকে সুদ আদায় করে। এ অতিরিক্ত সুদের হার ব্যাংকের কী হিসেবে বিবেচিত হয়?
Ο ক) ঋণ-মঞ্জুরকৃত আয়
Ο খ) কার্য পরিচালনাগত আয়
Ο গ) কমিশন হিসেবে আয়
Ο ঘ) শেয়ার ক্রয়-বিক্রয় মধ্যস্থতাকারী হিসেবে আয়
 সঠিক উত্তর: (খ)

 ৭১. নিরীক্ষকের বিল কী?
Ο ক) ব্যাংকের আয়
Ο খ) ব্যাংকের ব্যয়
Ο গ) ব্যাংকের মূলধন
Ο ঘ) ব্যাংকের সুনাম
 সঠিক উত্তর: (খ)

 ৭২. বাণিজ্যিক ব্যাংকের মূলধনের গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস কোনটি?
Ο ক) পরিশোধিত মূলধন
Ο খ) ধার গ্রহণ
Ο গ) আমানত
Ο ঘ) সংরক্ষিত তহবিল
 সঠিক উত্তর: (গ)

 ৭৩. কোনটি বাণিজ্যিক ব্যাংকের মুনাফার মূল উৎস?
Ο ক) কমিশন
Ο খ) চার্জ
Ο গ) সুদ
Ο ঘ) মুদ্রা বিনিময়
 সঠিক উত্তর: (গ)

 ৭৪. আধুনিক বাণিজ্যিক ব্যাংক সর্বদা কোন কাজে তৎপর থাকে?
Ο ক) অধিক সেবা প্রদানে
Ο খ) অধিক মুনাফা অর্জনে
Ο গ) মূলধন গঠনে
Ο ঘ) সঞ্চ সংগ্রহে
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৫. বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান করে-
i. ব্যবসায় প্রতিষ্ঠানে
ii. বৈদেশিক অর্থনীতিতে
iii. সরকারকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৭৬. বাণিজ্যিক ব্যাংক ভূমিকা পালন করে-
i. বৈদেশিক বাণিজ্যে
ii. লেনদেন নিষ্পত্তিতে
iii. অছি হিসেবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৭. প্রাতিষ্ঠানিক পরিচালনায় বাণিজ্যিক ব্যাংক-
i. প্রচারকার্যে ব্যয় করে
ii. সঞ্চয়ী হিসাবে জমানো অর্থের ওপর মুনাফা দেয়
iii. শিক্ষানবিশ সেলামি প্রদান করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৮. ব্যাংক ব্যবসায়ীদের ঋণ দিয়ে কোন ধরনের কাজে সহায়তা করে?
Ο ক) সেবামূলক
Ο খ) উৎপাদানমূলক
Ο গ) পরিকল্পনামূলক
Ο ঘ) কেনা-বেচামূলক
 সঠিক উত্তর: (খ)

 ৭৯. ব্যাংক ব্যবসায়ের উন্নয়নের সহায়ক উদ্দেশ্য কোনটি?
Ο ক) সঞ্চয় সংগ্রহ
Ο খ) মুদ্রা সরবরাহ
Ο গ) মুনাফা অর্জন
Ο ঘ) মুলধন গঠন
 সঠিক উত্তর: (ঘ)

 ৮০. বাণিজ্যিকজ ব্যাংক আন্তর্জাতিক বাণিজ্যে আমদানিকারকদের কী ইস্যু করে?
Ο ক) শেয়ার
Ο খ) বিনিময় বিল
Ο গ) প্রত্যয়পত্র
Ο ঘ) অছি
 সঠিক উত্তর: (গ)

 ৮১. নিরীক্ষকের বিল বাণিজ্যিক ব্যাংকের কী হিসেবে ব্যবহৃত হয়?
Ο ক) আয়ের খাত
Ο খ) খরচের খাত
Ο গ) তহবিলের খাত
Ο ঘ) পরিকল্পনার খাত
 সঠিক উত্তর: (খ)

 ৮২. বিল বাট্টাকরণ করে কে প্রচুর মুনাফা অর্জন করে?
Ο ক) কেন্দ্রীয় ব্যাংক
Ο খ) বিনিময় ব্যাংক
Ο গ) বাণিজ্যিক ব্যাংক
Ο ঘ) সমবায় ব্যাংক
 সঠিক উত্তর: (গ)

 ৮৩. ব্যাংক কর্তৃক নিজস্ব ও বাইরের বিভিন্ন উৎস থেকে সংগৃহীত অর্থকে কী বলে?
Ο ক) ব্যাংকের তহবিল
Ο খ) ব্যাংকের আমানত
Ο গ) নগদ তহবিল
Ο ঘ) নিজস্ব ও ঋণকৃত তহবিল
 সঠিক উত্তর: (ক)

 ৮৪. বাণিজ্যিক ব্যাংক কোন খাতে বিনিয়োগ করে মুনাফা অর্জন করে?
i. শেয়ার
ii. ঋণপত্র
iii. শেয়ার ক্রয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৫. অছি হিসেবে নাবালক ব্যক্তির সম্পত্তি অথবা মৃত ব্যক্তির সম্পত্তির জিম্মাদার কোন ব্যাংক?
Ο ক) কর্মসংস্থান ব্যাংক
Ο খ) কেন্দ্রীয় ব্যাংক
Ο গ) বাণিজ্যিক ব্যাংক
Ο ঘ) সমবায় ব্যাংক
 সঠিক উত্তর: (গ)

 ৮৬. বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ কোনটি?
Ο ক) নোট ইস্যু করা
Ο খ) উৎপাদনমূলক
Ο গ) পরিকল্পনামূলক
Ο ঘ) কেনা-বেচামূলক
 সঠিক উত্তর: (খ)

 ৮৭. কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রা ব্যবস্থাপনায় সহযোগিতা করে কোন ব্যাংক?
Ο ক) সরকারি ব্যাংক
Ο খ) শাখা ব্যাংক
Ο গ) বাণিজ্যিক ব্যাংক
Ο ঘ) বিনিময় ব্যাংক
 সঠিক উত্তর: (গ)

 ৮৮. বাণিজ্যিক ব্যাংক সৃষ্ট বিনিময়ের মাধ্যম বহির্ভূত কোনটি?
Ο ক) ক্রেডিট কার্ডে
Ο খ) পে-অর্ডার
Ο গ) হুন্ডি
Ο ঘ) ব্যাংক ড্রাফট
 সঠিক উত্তর: (গ)

 ৮৯. টেলেক্স বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের করচ?
Ο ক) পরিবহন করচ
Ο খ) যোগাযোগ খরচ
Ο গ) অফিস খরচ
Ο ঘ) প্রত্যক্ষ মজুরি খরচ
 সঠিক উত্তর: (খ)

 ৯০. মি. লিটন তার কোম্পানির দেখাশোনার ভার তিতাস ব্যাংক লি.-কে অর্পণ করেন। কিছুদিন পর মি. লিটনের মৃত্যু হয়। তিতাস ব্যাংক ঐ সম্পত্তি তার পুত্র ও স্ত্রীরমধ্যে ভাগ করে দেন। তিতাস ব্যাংকটি কোন কাজটির সাথে জড়িত?
Ο ক) সেবামূলক
Ο খ) প্রতিনিধি হিসেবে
Ο গ) অছি হিসেবে
Ο ঘ) অবলেখক হিসেবে
 সঠিক উত্তর: (গ)

 ৯১. বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্রাংকব প্রদত্ত ধারের ওপর কী প্রদান করে থাকে?
Ο ক) বাট্টা
Ο খ) সুদ
Ο গ) সম্পত্তি
Ο ঘ) শেয়ার
 সঠিক উত্তর: (খ)

 ৯২. বাণিজ্যিক ব্যাংক কী ধরনের প্রতিষ্ঠান?
Ο ক) উদ্দেশ্যভিত্তিক
Ο খ) মূলধনভিত্তিক
Ο গ) মুনাফাভিত্তিক
Ο ঘ) ঋণভিত্তিক
 সঠিক উত্তর: (গ)

 ৯৩. গৃহনির্মাণ ও শিক্ষাব্যবস্থার উন্নয়ন ব্যাংকের কোন ধরনের কাজ?
Ο ক) অর্থনৈতিক
Ο খ) সামাজিক
Ο গ) পারিবারিক
Ο ঘ) সাম্প্রদায়িক
 সঠিক উত্তর: (ক)

 ৯৪. বাণিজ্যিক ব্যাংকের কমিশন আয়ের মাধ্যম হলো-
i. ব্যাংক ড্রাফট
ii. প্রত্যয়পত্র
iii. ক্রেডিট কার্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৯৫. বাণিজ্যিক ব্যাংকের যোগাযোগ খাতের খরচ কোনটি?
Ο ক) সুইফ্‌ট
Ο খ) বিজ্ঞাপন
Ο গ) প্রশিক্ষণ
Ο ঘ) নিরীক্ষকের বিল
 সঠিক উত্তর: (ক)

 ৯৬. বৈদেশিক বাণিজ্য ও লেনদেন নিষ্পত্তিতে ভূমিকা পালনের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক অর্জন করে-
i. সার্ভিস চার্জ
ii. কমিশন
iii. সুদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৯৭. ব্যাংক ঋণ গ্রহণের পাশাপাশি কী করে?
Ο ক) মূলধন বিনিয়োগ
Ο খ) পণ্য বাজারজাতকরণ
Ο গ) তথ্য সরবরাহ
Ο ঘ) নোট ইস্যু
 সঠিক উত্তর: (ক)

 ৯৮. ঋণ আমানতের বৈশিষ্ট্য হলো-
i. প্রতিটি ব্যবসায়ই আমানত সৃষ্টি করে
ii. প্রতিটি ঋণই আমানত সৃষ্টি করে
iii. প্রতিটি আমানত ঋণ সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) iii
Ο ঘ) ii
 সঠিক উত্তর: (খ)

 ৯৯. ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ কী?
Ο ক) ঋণ প্রদান
Ο খ) সুদ গ্রহণ
Ο গ) ঋণ আমানত সৃষ্টি
Ο ঘ) মূলধন গঠন
 সঠিক উত্তর: (ক)

 ১০০. বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক আমানত কোনটি?
Ο ক) জনগণের সঞ্চিত অর্থ
Ο খ) অনুমোদিত মূলধন
Ο গ) পরিশোধিত মূলধন
Ο ঘ) শেয়ার বিক্রয়লব্ধ অর্থ
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post