ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ১ (৯) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৪০১. নূর মোহাম্মদ অর্থের বিনিময়ে এক প্রতিষ্ঠানের বিক্রীত পণ্যদ্রব্য অন্য প্রতিষ্ঠানে পৌঁছে দেন। তিনি ব্যবসায়ের কোন ধরণের উপযোগ সৃষ্টি করেন?
Ο ক) অর্থগত
Ο খ) ঝুকিগত
Ο গ) স্থানগত
Ο ঘ) কালগত
সঠিক উত্তর: (গ)
৪০২. অর্থনৈতিক কর্মকান্ড ও লেনদেনের ফলে কীসের উদ্ভব হয়?
Ο ক) ব্যবসায়ের
Ο খ) পরিবহনের
Ο গ) গুদামজাতকরণের
Ο ঘ) বিমার
সঠিক উত্তর: (ক)
৪০৩. শামুক, ঝিনুক ও কড়ি ব্যবহার কোন যুগের ব্যবসায়ের নিদর্শন?
Ο ক) প্রাচীন যুগ
Ο খ) মধ্যযুগ
Ο গ) আধুনিক যুগ
Ο ঘ) একটিও নয়
সঠিক উত্তর: (খ)
৪০৪. সেবাদানকারী ব্যক্তির জন্য কোনটির বেশি প্রয়োজন পড়ে?
Ο ক) যথেষ্ঠ প্রশিক্ষণ
Ο খ) পর্যাপ্ত মূলধন
Ο গ) অবকাঠামোগত সুযোগ
Ο ঘ) আইনপ্রয়োগকারী সংস্থা
সঠিক উত্তর: (ক)
৪০৫. উৎপাদন শিল্প হলো- i. বস্ত্র শিল্প ii. পাট iii. খনিজ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪০৬. বাজারজাতকরণ কোন ধরণের উপযোগ সৃষ্টি করে?
Ο ক) কালগত
Ο খ) স্থানগত
Ο গ) স্বত্বগত
Ο ঘ) প্রচারগত
সঠিক উত্তর: (ঘ)
৪০৭. অর্থ উপার্জনের স্বাধীন পেশা কোনটি?
Ο ক) শিক্ষকতা
Ο খ) মুদির দোকান
Ο গ) স্টেশনারি দোকান
Ο ঘ) উকিল
সঠিক উত্তর: (ঘ)
৪০৮. নিচের কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান?
i . নদনদী
i i . ভূমি
i i i . জলবায়ূ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i i
Ο গ) i ও i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ঘ)
৪০৯. নিচের কোনটি সেবা শিল্পের আওতাভূক্ত?
i . গ্যাস উৎপাদন ও বিতরণ
i i . বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ
i i i . সেতু নির্মাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i i
Ο গ) i ও i i
Ο ঘ) i i ও i i i
সঠিক উত্তর: (গ)
৪১০. ব্যবসা-বাণিজ্যের উন্নতি নিশ্চিত করা যায়-
i. দূর্নীতি ও স্বজনপ্রীতি রোধ করে
ii. চাঁদাবাজি প্রতিরোধ করে
iii. শিল্প ও বিনিয়োগ বান্ধব আইন তৈরী করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪১১. নিচের কোনটি রাজনৈতিক পরিবেশের উপাদান?
Ο ক) সরকার
Ο খ) সঞ্চয়
Ο গ) বিনিয়োগ
Ο ঘ) জলবায়ূ
সঠিক উত্তর: (ক)
৪১২. বাংলাদেশে ব্যবসায় স্থাপনের জন্য কোন পরিবেশের অধিকাংশ উপাদান অনুকূল?
Ο ক) প্রাকৃতিক
Ο খ) অর্থনৈতিক
Ο গ) রাজনৈতিক
Ο ঘ) সামাজিক
সঠিক উত্তর: (ক)
৪১৩. মোবাইল ফোন কোম্পানী কোন ধরণের শিল্প?
Ο ক) সংযোজন
Ο খ) নির্মাণ
Ο গ) উৎপাদন
Ο ঘ) সেবা
সঠিক উত্তর: (ঘ)
৪১৪. ব্যবসায় বিশেষ অবদান রাখছে-
i . আর্থসামাজিক উন্নয়নে
i i . রাজনৈতিক উন্নয়নে
i i i . দেশের সামগ্রিক উন্নয়নে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i i
Ο গ) i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ঘ)
৪১৫. সামাজিক পরিবেশের উপাদান হল-
i . আইন-শৃঙ্খলা
i i . পরিবেশ সংরক্ষণ
i i i . ভোক্তাদের মনোভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (খ)
৪১৬. কোন কারণে ব্যবসায় ধ্বংস হয়?
Ο ক) অনৈতিক কারণে
Ο খ) নৈতিক কারণে
Ο গ) সামাজিক কারণে
Ο ঘ) অর্থের কারণে
সঠিক উত্তর: (ক)
৪১৭. ব্যবসায়ের বস্তুগত বাঁধা দূর করে কোনটি?
Ο ক) বিমা
Ο খ) পণ্য বিনিময়
Ο গ) পরিবহন
Ο ঘ) বিজ্ঞাপন
সঠিক উত্তর: (খ)
৪১৮. পশু শিকার করা হতো কোন যুগে?
Ο ক) প্রাচীন যুগে
Ο খ) মধ্যযুগে
Ο গ) আধুনিক যুগে
Ο ঘ) অত্যাধুনিক যুগে
সঠিক উত্তর: (ক)
৪১৯. ব্যবসায় কোন ধরণের পেশা?
Ο ক) সম্মানজনক পেশা
Ο খ) মহৎ পেশা
Ο গ) স্বাধীন পেশা
Ο ঘ) ছোটখাটো পেশা
সঠিক উত্তর: (গ)
৪২০. বাংলা কত শতাব্দীতে পর্তুগীজরা এদেশে বাণিজ্য করতে আরম্ভ করেন?
Ο ক) পঞ্চদশ
Ο খ) ষোড়শ
Ο গ) সপ্তদশ
Ο ঘ) অষ্টাদশ
সঠিক উত্তর: (খ)
৪২১. উৎপাদন প্রক্রিয়াকে সহজতর করে কোনটি?
Ο ক) স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ
Ο খ) প্রযুক্তিগত উন্নয়ন
Ο গ) অনুকূল শিল্পনীতি
Ο ঘ) কাঁচামালের সহজলভ্যতা
সঠিক উত্তর: (খ)
৪২২. একটি দেশের শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক অগ্রগতির জন্য প্রয়োজন-
i . জলবায়ূ
i i . ভূমি
i i i . প্রাকৃতিক সম্পদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও i i
Ο গ) i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ঘ)
৪২৩. সানসিল্ক ব্রান্ডের নতুন শ্যাম্পুতে চুল পড়া রোধ সংক্রান্ত নতুন উপাদান যোগ হয়েছে। কিন্তু পণ্যটির বিজ্ঞাপন প্রচার করা হয়নি। এক্ষেত্রে নতুন ব্রান্ড সম্পর্কে ক্রেতার কীসের অভাব রয়েছে?
Ο ক) অর্থের
Ο খ) ঝুঁকির
Ο গ) তথ্যের
Ο ঘ) বিজ্ঞাপনের
সঠিক উত্তর: (গ)
৪২৪. আধুনিক যুগে এটিএম কার্ডের মাধ্যমে-
i. অর্থ উত্তোলন করা যায়
ii. বিল পরিশোধ করা যায়
iii. হিসাব স্থাপনান্তর করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪২৫. মানুষের চাহিদা পূরণের লক্ষ্যে কীসের সৃষ্টি হয়?
Ο ক) সভ্যতার
Ο খ) সামাজিক কর্মকান্ডের
Ο গ) কৃষিকাজের
Ο ঘ) ব্যবসায়ের
সঠিক উত্তর: (ঘ)
৪২৬. হরতাল, ধর্মঘট প্রভৃতি রাজনৈতিক কর্মসূচি ব্যবসায়-বাণিজ্যের ওপর কীরূপ প্রভাব ফেলবে বলে তুমি মনে কর?
Ο ক) ব্যবসায় মন্দাভাব দেখা দেবে
Ο খ) সার্বিক বিনিয়োগ হ্রাস পাবে
Ο গ) উৎপাদনে তেমন পরিবর্তন হবে না
Ο ঘ) উৎপাদন ও ভোগ হ্রাস পাবে
সঠিক উত্তর: (খ)
৪২৭. বিমা কোম্পানী নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে ব্যবসায়ের কী গ্রহণ করে?
Ο ক) ঝুঁকি
Ο খ) দায়
Ο গ) ক্ষতি
Ο ঘ) দায়িত্ব
সঠিক উত্তর: (ক)
৪২৮. এক সময়ের পণ্য অন্য সময়ে ভোগ করতে কোনটির সহায়তা প্রয়োজন?
Ο ক) পরিবহন
Ο খ) গুদামজাতকরণ
Ο গ) মোড়কিকরণ
Ο ঘ) বিজ্ঞাপন
সঠিক উত্তর: (খ)
৪২৯. বাণিজ্যের কাজ হল-
i . পণ্য বিনিময়
i i . উৎপাদন
i i i . বিজ্ঞাপন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i i
Ο গ) i ও i i
Ο ঘ) i ও i i i
সঠিক উত্তর: (ঘ)
৪৩০. অর্থনৈতিক কাজ-
i. হাঁস-মুরগি পালন
i i . ওষুধ বিক্রয়
i i i . বিউটি পার্লার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ঘ)
৪৩১. মৎস্য শিল্প বিকাশের জন্য আমাদের দেশে কেমন পরিবেশ বিদ্যমান?
Ο ক) অনুকূল পরিবেশ
Ο খ) উপযুক্ত পরিবেশ
Ο গ) প্রতিকুল পরিবেশ
Ο ঘ) অনুপযুক্ত পরিবেশ
সঠিক উত্তর: (খ)
৪৩২. সিলেটে সবচেয়ে বেশি চা এবং ময়মনসিংহে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়। এরূপ বিভিন্ন স্থানে বিভিন্ন পণ্য উৎপাদনের কারণ কোনটি বলে তুমি মনে করো?
Ο ক) ভূমির বিভিন্নতা
Ο খ) ভৌগলিক অবস্থান
Ο গ) অর্থনৈতিক অবস্থা
Ο ঘ) সামাজিক পরিবেশ
সঠিক উত্তর: (খ)
৪৩৩. উৎপাদিত সামগ্রী পুণরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় কোন শিল্পে?
Ο ক) প্রজনন
Ο খ) নিষ্কাশন
Ο গ) নির্মাণ
Ο ঘ) উৎপাদন
সঠিক উত্তর: (ক)
৪৩৪. চট্টগ্রামের কোন এলাকায় জাহাজ নির্মাণ কারখানা ছিল?
Ο ক) ষোলশহর
Ο খ) হালিশহর
Ο গ) কর্ণেল হাট
Ο ঘ) এয়ারপোর্ট
সঠিক উত্তর: (খ)
৪৩৫. বাণিজ্যের ঝুঁকিগত বাধা দূর করে কোনটি?
Ο ক) পরিবহন
Ο খ) গুদামজাতকরণ
Ο গ) ব্যাংকিং
Ο ঘ) বিমা
সঠিক উত্তর: (ক)
৪৩৬. সংস্কৃতির বিনিময় ঘটার কারণ কী?
Ο ক) পণ্যদ্রব্যের আদান-প্রদান
Ο খ) শিল্পের বিকাশ
Ο গ) যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
Ο ঘ) সৃজনশীল কাজের উন্নয়ন
সঠিক উত্তর: (ক)
৪৩৭. বাজার ও শহর সৃষ্টি হয় কোন যুগে?
Ο ক) প্রাচীন যুগে
Ο খ) মধ্যযুগে
Ο গ) আধুনিক যুগে
Ο ঘ) অত্যাধুনিক যুগে
সঠিক উত্তর: (খ)
৪৩৮. বিনিময়ের মাধ্যম হিসেবে দুস্প্রাপ্য শামুক ঝিনুকের ব্যবহার কোন যুগের বৈশিষ্ট্য?
Ο ক) প্রাচীন
Ο খ) মধ্য
Ο গ) মোঘল
Ο ঘ) আধুনিক
সঠিক উত্তর: (খ)
৪৩৯. ব্যবসায় পরিবেশের উপাদানগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) ৪ ভাগে
Ο খ) ৫ ভাগে
Ο গ) ৬ ভাগে
Ο ঘ) ৭ ভাগে
সঠিক উত্তর: (গ)
৪৪০. জনাব তাহের নিজের হ্যাচারিতে মাছের ডিম থেকে পোনা সংগ্রহ করেন। এখান থেকে তিনি ছোট-বড় বিভিন্ন ধরণের মাছের পোনা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করেন। জনাব তাহের কোন শিল্পের সাথে জড়িত?
Ο ক) উৎপাদন শিল্প
Ο খ) সম্পদ উত্তোলন শিল্প
Ο গ) প্রজনন শিল্প
Ο ঘ) নির্মাণ শিল্প
সঠিক উত্তর: (গ)
৪৪১. ব্যাংক পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ সরকার কিছু নীতিমালা বাংলাদেশ ব্যাংককে প্রদান করলো। এ নীতিমালা ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান?
Ο ক) অর্থনৈতিক
Ο খ) সামাজিক
Ο গ) রাজনৈতিক
Ο ঘ) আইনগত
সঠিক উত্তর: (গ)
৪৪২. কোন যুগে ব্যাংক ও বিমার সম্প্রসারণ ঘটে?
Ο ক) প্রাচীন যুগে
Ο খ) মধ্য যুগে
Ο গ) আধুনিক যুগে
Ο ঘ) বিনিময় যুগে
সঠিক উত্তর: (গ)
৪৪৩. প্রাচীন যুগের কাজ কোনটি?
Ο ক) সংগঠন সৃষ্টি
Ο খ) দ্রব্য বিনিময়
Ο গ) প্রযুক্তির উন্নয়ন
Ο ঘ) শহর সৃষ্টি
সঠিক উত্তর: (খ)
৪৪৪. প্রযুক্তিগত পরিবেশের উপাদান-
i. প্রযুক্তি শিক্ষা
ii. কারিগরি দক্ষতা
iii. মানব সম্পদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৪৫. ব্যাবসায় বাণিজ্য ও শিল্প উন্নয়নে অনুকূল পরিবেশ তৈরিতে সরকারি উদ্যোগের পাশাপাশি কাদেরকে এগিয়ে আসতে হবে?
Ο ক) শিল্পপতিদের
Ο খ) সবাইকে
Ο গ) ব্যবসায়কে
Ο ঘ) উদ্যোক্তাদের
সঠিক উত্তর: (খ)
৪৪৬. ব্যাংক ও বিমা ব্যবস্থার সম্প্রসারণ হয় কখন?
Ο ক) প্রাচীন যুগে
Ο খ) মধ্যযুগে
Ο গ) আধুনিক যুগে
Ο ঘ) অত্যাধুনিক যুগে
সঠিক উত্তর: (গ)
৪৪৭. ফখরুল মাদকদ্রব্য বিক্রয়ের মাধ্যমে বিত্তশালী হয়েছে। ফখরুলের এ কাজটি ব্যবসার বহির্ভূত। এর প্রধান কারণ কী?
Ο ক) ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান
Ο খ) বিক্রয়ের অভিপ্রায়
Ο গ) আইনগত বৈধতার অভাব
Ο ঘ) লেনদেনের পৌনঃপুনিকতার অভাব
সঠিক উত্তর: (গ)
৪৪৮. যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট, সেতু ইত্যাদি নির্মাণ করা হয় তাদের কী শিল্প বলে?
Ο ক) প্রজনন
Ο খ) নিষ্কাশন
Ο গ) নির্মাণ
Ο ঘ) উৎপাদন
সঠিক উত্তর: (খ)
৪৪৯. ভূগর্ভ থেকে কয়লা উত্তোলন কোন শিল্পের অন্তর্গত?
Ο ক) প্রজনন
Ο খ) উৎপাদন
Ο গ) নিষ্কাশন
Ο ঘ) সেবা
সঠিক উত্তর: (গ)
৪৫০. আধুনিক যুগের বৈশিষ্ট্য হলো-
i . কাগজি মুদ্রার প্রচলন
i i . শিল্প বিপ্লব
i i i . প্রযুক্তির উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (গ)
৪৫১. মিস সালমা অল্পশিক্ষিত হওয়ায় চাকরী পেতে কষ্ট হয়। ফলে তিনি স্বল্প মূলধন নিয়ে একটি মৌসুমি ফুলের নার্সারী স্থাপন করেন। এটি কোন শিল্পের অন্তর্ভূক্ত?
Ο ক) প্রজনন
Ο খ) উৎপাদন
Ο গ) নিষ্কাশন
Ο ঘ) নির্মাণ
সঠিক উত্তর: (ক)
৪৫২. বস্ত্র শিল্প কোন শিল্পের উদাহরণ?
Ο ক) নির্মাণ শিল্প
Ο খ) উৎপাদন শিল্প
Ο গ) সেবা শিল্প
Ο ঘ) নিষ্কাশন শিল্প
সঠিক উত্তর: (খ)
৪৫৩. রোমের সম্রাট কোথা থেকে জাহাজ তৈরি করে নিতেন?
Ο ক) কলকাতা
Ο খ) চট্টগ্রাম
Ο গ) করাচি
Ο ঘ) লন্ডন
সঠিক উত্তর: (খ)
৪৫৪. কোনটি পরিবেশের পারিপার্শ্বিক উপাদান?
Ο ক) সংস্কৃতি
Ο খ) অর্থনীতি
Ο গ) নদনদী
Ο ঘ) জীবনধারা
সঠিক উত্তর: (গ)
৪৫৫. Trade কী?
Ο ক) স্বত্বগত রূপান্তর
Ο খ) পণ্য ক্রয়
Ο গ) পণ্য বিক্রয়
Ο ঘ) পণ্য বিনিময়
সঠিক উত্তর: (ঘ)
৪৫৬. উৎপাদনের বাহন কোনটি?
Ο ক) শিল্প
Ο খ) বাণিজ্য
Ο গ) প্রত্যক্ষ সেবা
Ο ঘ) পরিবহন
সঠিক উত্তর: (ক)
৪৫৭. সম্পদের উন্নয়ন ব্যবসায়ের কোন ধরণের গুরুত্ব?
Ο ক) সামাজিক
Ο খ) অর্থনৈতিক
Ο গ) রাজনৈতিক
Ο ঘ) মানবিক
সঠিক উত্তর: (ক)
৪৫৮. কোনটি ব্যবসায় উৎপত্তির মূল কারণ?
Ο ক) প্রয়োজনবোধ
Ο খ) অভাববোধ
Ο গ) চাহিদাবোধ
Ο ঘ) দায়বোধ
সঠিক উত্তর: (খ)
৪৫৯. পরিবেশের দ্বিতীয় উপাদান কোনটি?
Ο ক) সামাজিক পরিবেশ
Ο খ) রাজনৈতিক পরিবেশ
Ο গ) অর্থনৈতিক পরিবেশ
Ο ঘ) আইনগত পরিবেশ
সঠিক উত্তর: (গ)
৪৬০. কোনটি একটি ব্যবসায় প্রতিষ্ঠান নয়?
Ο ক) পোল্ট্রি ফার্ম
Ο খ) দাতব্য প্রতিষ্ঠান
Ο গ) কাপড়ের দোকান
Ο ঘ) ফুলের দোকান
সঠিক উত্তর: (খ)
৪৬১. ব্যবসায়ে জীবনীশক্তি কী?
Ο ক) পণ্যদ্রব্য
Ο খ) ক্রেতা
Ο গ) মূলধন
Ο ঘ) মুনাফা
সঠিক উত্তর: (গ)
৪৬২. ব্যবসায়ের সথে জড়িত পণ্য বা সেবার অবশ্যই কী থাকতে হবে?
Ο ক) বিমা
Ο খ) আর্থিক মুল্য
Ο গ) মান
Ο ঘ) মোড়ক
সঠিক উত্তর: (খ)
৪৬৩. মুনাফা অর্জন ব্যবসায়ের কী?
Ο ক) বৈশিষ্ট্য
Ο খ) কার্যাবলী
Ο গ) উদ্দেশ্য
Ο ঘ) ক্ষতি
সঠিক উত্তর: (ক)
৪৬৪. ব্যবসায় বাণিজ্য প্রসারে সহায়তাকরে-
i . সুষ্ঠু আইন-শৃঙ্খলা পরিস্থিতি
i i . অনুকূল শিল্প ও বাণিজ্যনীতি
i i i . ঘনঘন সরকার পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i i
Ο গ) i ও i i
Ο ঘ) i ও i i i
সঠিক উত্তর: (গ)
৪৬৫. বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য দ্রব্যের ব্যবহার শুরু হয় কখন?
Ο ক) প্রাচীন যুগে
Ο খ) মধ্য যুগে
Ο গ) আধুনিত যুগে
Ο ঘ) প্রাগৈতিহাসিক যুগে
সঠিক উত্তর: (খ)
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২টি প্রশ্নের উত্তর দাও। মি. রহিম গ্রামের মহিলাদের সহায়তায় বাঁশ, মাটি, শোলা ও পাটের সাহায্যে বিভিন্ন খেলনা ও গৃহস্থালী সামগ্রী তৈরী করে বাজারে বিক্রি করে বেশ টাকা-পয়সার মালিক হয়েছেন।
৪৬৬. মি. রহিমের কাজের মাধ্যমে কীসের যথাযথ ব্যবহারের পথ প্রশস্ত হয়েছে?
Ο ক) কাঁচামাল
Ο খ) সম্পদ
Ο গ) কৃষি পণ্য
Ο ঘ) শিল্প পণ্য
সঠিক উত্তর: (খ)
৪৬৭. মি. রহিম গ্রামের মহিলাদের জন্যে অবদান রেখেছেন-
i. আর্থিক অবস্থার উন্নয়নে
ii. বেকার সমস্যা সমাধানে
iii. জীবনযাত্রার মানোন্নয়নে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৪০১. নূর মোহাম্মদ অর্থের বিনিময়ে এক প্রতিষ্ঠানের বিক্রীত পণ্যদ্রব্য অন্য প্রতিষ্ঠানে পৌঁছে দেন। তিনি ব্যবসায়ের কোন ধরণের উপযোগ সৃষ্টি করেন?
Ο ক) অর্থগত
Ο খ) ঝুকিগত
Ο গ) স্থানগত
Ο ঘ) কালগত
সঠিক উত্তর: (গ)
৪০২. অর্থনৈতিক কর্মকান্ড ও লেনদেনের ফলে কীসের উদ্ভব হয়?
Ο ক) ব্যবসায়ের
Ο খ) পরিবহনের
Ο গ) গুদামজাতকরণের
Ο ঘ) বিমার
সঠিক উত্তর: (ক)
৪০৩. শামুক, ঝিনুক ও কড়ি ব্যবহার কোন যুগের ব্যবসায়ের নিদর্শন?
Ο ক) প্রাচীন যুগ
Ο খ) মধ্যযুগ
Ο গ) আধুনিক যুগ
Ο ঘ) একটিও নয়
সঠিক উত্তর: (খ)
৪০৪. সেবাদানকারী ব্যক্তির জন্য কোনটির বেশি প্রয়োজন পড়ে?
Ο ক) যথেষ্ঠ প্রশিক্ষণ
Ο খ) পর্যাপ্ত মূলধন
Ο গ) অবকাঠামোগত সুযোগ
Ο ঘ) আইনপ্রয়োগকারী সংস্থা
সঠিক উত্তর: (ক)
৪০৫. উৎপাদন শিল্প হলো- i. বস্ত্র শিল্প ii. পাট iii. খনিজ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪০৬. বাজারজাতকরণ কোন ধরণের উপযোগ সৃষ্টি করে?
Ο ক) কালগত
Ο খ) স্থানগত
Ο গ) স্বত্বগত
Ο ঘ) প্রচারগত
সঠিক উত্তর: (ঘ)
৪০৭. অর্থ উপার্জনের স্বাধীন পেশা কোনটি?
Ο ক) শিক্ষকতা
Ο খ) মুদির দোকান
Ο গ) স্টেশনারি দোকান
Ο ঘ) উকিল
সঠিক উত্তর: (ঘ)
৪০৮. নিচের কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান?
i . নদনদী
i i . ভূমি
i i i . জলবায়ূ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i i
Ο গ) i ও i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ঘ)
৪০৯. নিচের কোনটি সেবা শিল্পের আওতাভূক্ত?
i . গ্যাস উৎপাদন ও বিতরণ
i i . বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ
i i i . সেতু নির্মাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i i
Ο গ) i ও i i
Ο ঘ) i i ও i i i
সঠিক উত্তর: (গ)
৪১০. ব্যবসা-বাণিজ্যের উন্নতি নিশ্চিত করা যায়-
i. দূর্নীতি ও স্বজনপ্রীতি রোধ করে
ii. চাঁদাবাজি প্রতিরোধ করে
iii. শিল্প ও বিনিয়োগ বান্ধব আইন তৈরী করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪১১. নিচের কোনটি রাজনৈতিক পরিবেশের উপাদান?
Ο ক) সরকার
Ο খ) সঞ্চয়
Ο গ) বিনিয়োগ
Ο ঘ) জলবায়ূ
সঠিক উত্তর: (ক)
৪১২. বাংলাদেশে ব্যবসায় স্থাপনের জন্য কোন পরিবেশের অধিকাংশ উপাদান অনুকূল?
Ο ক) প্রাকৃতিক
Ο খ) অর্থনৈতিক
Ο গ) রাজনৈতিক
Ο ঘ) সামাজিক
সঠিক উত্তর: (ক)
৪১৩. মোবাইল ফোন কোম্পানী কোন ধরণের শিল্প?
Ο ক) সংযোজন
Ο খ) নির্মাণ
Ο গ) উৎপাদন
Ο ঘ) সেবা
সঠিক উত্তর: (ঘ)
৪১৪. ব্যবসায় বিশেষ অবদান রাখছে-
i . আর্থসামাজিক উন্নয়নে
i i . রাজনৈতিক উন্নয়নে
i i i . দেশের সামগ্রিক উন্নয়নে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i i
Ο গ) i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ঘ)
৪১৫. সামাজিক পরিবেশের উপাদান হল-
i . আইন-শৃঙ্খলা
i i . পরিবেশ সংরক্ষণ
i i i . ভোক্তাদের মনোভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (খ)
৪১৬. কোন কারণে ব্যবসায় ধ্বংস হয়?
Ο ক) অনৈতিক কারণে
Ο খ) নৈতিক কারণে
Ο গ) সামাজিক কারণে
Ο ঘ) অর্থের কারণে
সঠিক উত্তর: (ক)
৪১৭. ব্যবসায়ের বস্তুগত বাঁধা দূর করে কোনটি?
Ο ক) বিমা
Ο খ) পণ্য বিনিময়
Ο গ) পরিবহন
Ο ঘ) বিজ্ঞাপন
সঠিক উত্তর: (খ)
৪১৮. পশু শিকার করা হতো কোন যুগে?
Ο ক) প্রাচীন যুগে
Ο খ) মধ্যযুগে
Ο গ) আধুনিক যুগে
Ο ঘ) অত্যাধুনিক যুগে
সঠিক উত্তর: (ক)
৪১৯. ব্যবসায় কোন ধরণের পেশা?
Ο ক) সম্মানজনক পেশা
Ο খ) মহৎ পেশা
Ο গ) স্বাধীন পেশা
Ο ঘ) ছোটখাটো পেশা
সঠিক উত্তর: (গ)
৪২০. বাংলা কত শতাব্দীতে পর্তুগীজরা এদেশে বাণিজ্য করতে আরম্ভ করেন?
Ο ক) পঞ্চদশ
Ο খ) ষোড়শ
Ο গ) সপ্তদশ
Ο ঘ) অষ্টাদশ
সঠিক উত্তর: (খ)
৪২১. উৎপাদন প্রক্রিয়াকে সহজতর করে কোনটি?
Ο ক) স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ
Ο খ) প্রযুক্তিগত উন্নয়ন
Ο গ) অনুকূল শিল্পনীতি
Ο ঘ) কাঁচামালের সহজলভ্যতা
সঠিক উত্তর: (খ)
৪২২. একটি দেশের শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক অগ্রগতির জন্য প্রয়োজন-
i . জলবায়ূ
i i . ভূমি
i i i . প্রাকৃতিক সম্পদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও i i
Ο গ) i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ঘ)
৪২৩. সানসিল্ক ব্রান্ডের নতুন শ্যাম্পুতে চুল পড়া রোধ সংক্রান্ত নতুন উপাদান যোগ হয়েছে। কিন্তু পণ্যটির বিজ্ঞাপন প্রচার করা হয়নি। এক্ষেত্রে নতুন ব্রান্ড সম্পর্কে ক্রেতার কীসের অভাব রয়েছে?
Ο ক) অর্থের
Ο খ) ঝুঁকির
Ο গ) তথ্যের
Ο ঘ) বিজ্ঞাপনের
সঠিক উত্তর: (গ)
৪২৪. আধুনিক যুগে এটিএম কার্ডের মাধ্যমে-
i. অর্থ উত্তোলন করা যায়
ii. বিল পরিশোধ করা যায়
iii. হিসাব স্থাপনান্তর করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪২৫. মানুষের চাহিদা পূরণের লক্ষ্যে কীসের সৃষ্টি হয়?
Ο ক) সভ্যতার
Ο খ) সামাজিক কর্মকান্ডের
Ο গ) কৃষিকাজের
Ο ঘ) ব্যবসায়ের
সঠিক উত্তর: (ঘ)
৪২৬. হরতাল, ধর্মঘট প্রভৃতি রাজনৈতিক কর্মসূচি ব্যবসায়-বাণিজ্যের ওপর কীরূপ প্রভাব ফেলবে বলে তুমি মনে কর?
Ο ক) ব্যবসায় মন্দাভাব দেখা দেবে
Ο খ) সার্বিক বিনিয়োগ হ্রাস পাবে
Ο গ) উৎপাদনে তেমন পরিবর্তন হবে না
Ο ঘ) উৎপাদন ও ভোগ হ্রাস পাবে
সঠিক উত্তর: (খ)
৪২৭. বিমা কোম্পানী নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে ব্যবসায়ের কী গ্রহণ করে?
Ο ক) ঝুঁকি
Ο খ) দায়
Ο গ) ক্ষতি
Ο ঘ) দায়িত্ব
সঠিক উত্তর: (ক)
৪২৮. এক সময়ের পণ্য অন্য সময়ে ভোগ করতে কোনটির সহায়তা প্রয়োজন?
Ο ক) পরিবহন
Ο খ) গুদামজাতকরণ
Ο গ) মোড়কিকরণ
Ο ঘ) বিজ্ঞাপন
সঠিক উত্তর: (খ)
৪২৯. বাণিজ্যের কাজ হল-
i . পণ্য বিনিময়
i i . উৎপাদন
i i i . বিজ্ঞাপন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i i
Ο গ) i ও i i
Ο ঘ) i ও i i i
সঠিক উত্তর: (ঘ)
৪৩০. অর্থনৈতিক কাজ-
i. হাঁস-মুরগি পালন
i i . ওষুধ বিক্রয়
i i i . বিউটি পার্লার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ঘ)
৪৩১. মৎস্য শিল্প বিকাশের জন্য আমাদের দেশে কেমন পরিবেশ বিদ্যমান?
Ο ক) অনুকূল পরিবেশ
Ο খ) উপযুক্ত পরিবেশ
Ο গ) প্রতিকুল পরিবেশ
Ο ঘ) অনুপযুক্ত পরিবেশ
সঠিক উত্তর: (খ)
৪৩২. সিলেটে সবচেয়ে বেশি চা এবং ময়মনসিংহে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়। এরূপ বিভিন্ন স্থানে বিভিন্ন পণ্য উৎপাদনের কারণ কোনটি বলে তুমি মনে করো?
Ο ক) ভূমির বিভিন্নতা
Ο খ) ভৌগলিক অবস্থান
Ο গ) অর্থনৈতিক অবস্থা
Ο ঘ) সামাজিক পরিবেশ
সঠিক উত্তর: (খ)
৪৩৩. উৎপাদিত সামগ্রী পুণরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় কোন শিল্পে?
Ο ক) প্রজনন
Ο খ) নিষ্কাশন
Ο গ) নির্মাণ
Ο ঘ) উৎপাদন
সঠিক উত্তর: (ক)
৪৩৪. চট্টগ্রামের কোন এলাকায় জাহাজ নির্মাণ কারখানা ছিল?
Ο ক) ষোলশহর
Ο খ) হালিশহর
Ο গ) কর্ণেল হাট
Ο ঘ) এয়ারপোর্ট
সঠিক উত্তর: (খ)
৪৩৫. বাণিজ্যের ঝুঁকিগত বাধা দূর করে কোনটি?
Ο ক) পরিবহন
Ο খ) গুদামজাতকরণ
Ο গ) ব্যাংকিং
Ο ঘ) বিমা
সঠিক উত্তর: (ক)
৪৩৬. সংস্কৃতির বিনিময় ঘটার কারণ কী?
Ο ক) পণ্যদ্রব্যের আদান-প্রদান
Ο খ) শিল্পের বিকাশ
Ο গ) যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
Ο ঘ) সৃজনশীল কাজের উন্নয়ন
সঠিক উত্তর: (ক)
৪৩৭. বাজার ও শহর সৃষ্টি হয় কোন যুগে?
Ο ক) প্রাচীন যুগে
Ο খ) মধ্যযুগে
Ο গ) আধুনিক যুগে
Ο ঘ) অত্যাধুনিক যুগে
সঠিক উত্তর: (খ)
৪৩৮. বিনিময়ের মাধ্যম হিসেবে দুস্প্রাপ্য শামুক ঝিনুকের ব্যবহার কোন যুগের বৈশিষ্ট্য?
Ο ক) প্রাচীন
Ο খ) মধ্য
Ο গ) মোঘল
Ο ঘ) আধুনিক
সঠিক উত্তর: (খ)
৪৩৯. ব্যবসায় পরিবেশের উপাদানগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) ৪ ভাগে
Ο খ) ৫ ভাগে
Ο গ) ৬ ভাগে
Ο ঘ) ৭ ভাগে
সঠিক উত্তর: (গ)
৪৪০. জনাব তাহের নিজের হ্যাচারিতে মাছের ডিম থেকে পোনা সংগ্রহ করেন। এখান থেকে তিনি ছোট-বড় বিভিন্ন ধরণের মাছের পোনা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করেন। জনাব তাহের কোন শিল্পের সাথে জড়িত?
Ο ক) উৎপাদন শিল্প
Ο খ) সম্পদ উত্তোলন শিল্প
Ο গ) প্রজনন শিল্প
Ο ঘ) নির্মাণ শিল্প
সঠিক উত্তর: (গ)
৪৪১. ব্যাংক পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ সরকার কিছু নীতিমালা বাংলাদেশ ব্যাংককে প্রদান করলো। এ নীতিমালা ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান?
Ο ক) অর্থনৈতিক
Ο খ) সামাজিক
Ο গ) রাজনৈতিক
Ο ঘ) আইনগত
সঠিক উত্তর: (গ)
৪৪২. কোন যুগে ব্যাংক ও বিমার সম্প্রসারণ ঘটে?
Ο ক) প্রাচীন যুগে
Ο খ) মধ্য যুগে
Ο গ) আধুনিক যুগে
Ο ঘ) বিনিময় যুগে
সঠিক উত্তর: (গ)
৪৪৩. প্রাচীন যুগের কাজ কোনটি?
Ο ক) সংগঠন সৃষ্টি
Ο খ) দ্রব্য বিনিময়
Ο গ) প্রযুক্তির উন্নয়ন
Ο ঘ) শহর সৃষ্টি
সঠিক উত্তর: (খ)
৪৪৪. প্রযুক্তিগত পরিবেশের উপাদান-
i. প্রযুক্তি শিক্ষা
ii. কারিগরি দক্ষতা
iii. মানব সম্পদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৪৫. ব্যাবসায় বাণিজ্য ও শিল্প উন্নয়নে অনুকূল পরিবেশ তৈরিতে সরকারি উদ্যোগের পাশাপাশি কাদেরকে এগিয়ে আসতে হবে?
Ο ক) শিল্পপতিদের
Ο খ) সবাইকে
Ο গ) ব্যবসায়কে
Ο ঘ) উদ্যোক্তাদের
সঠিক উত্তর: (খ)
৪৪৬. ব্যাংক ও বিমা ব্যবস্থার সম্প্রসারণ হয় কখন?
Ο ক) প্রাচীন যুগে
Ο খ) মধ্যযুগে
Ο গ) আধুনিক যুগে
Ο ঘ) অত্যাধুনিক যুগে
সঠিক উত্তর: (গ)
৪৪৭. ফখরুল মাদকদ্রব্য বিক্রয়ের মাধ্যমে বিত্তশালী হয়েছে। ফখরুলের এ কাজটি ব্যবসার বহির্ভূত। এর প্রধান কারণ কী?
Ο ক) ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান
Ο খ) বিক্রয়ের অভিপ্রায়
Ο গ) আইনগত বৈধতার অভাব
Ο ঘ) লেনদেনের পৌনঃপুনিকতার অভাব
সঠিক উত্তর: (গ)
৪৪৮. যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট, সেতু ইত্যাদি নির্মাণ করা হয় তাদের কী শিল্প বলে?
Ο ক) প্রজনন
Ο খ) নিষ্কাশন
Ο গ) নির্মাণ
Ο ঘ) উৎপাদন
সঠিক উত্তর: (খ)
৪৪৯. ভূগর্ভ থেকে কয়লা উত্তোলন কোন শিল্পের অন্তর্গত?
Ο ক) প্রজনন
Ο খ) উৎপাদন
Ο গ) নিষ্কাশন
Ο ঘ) সেবা
সঠিক উত্তর: (গ)
৪৫০. আধুনিক যুগের বৈশিষ্ট্য হলো-
i . কাগজি মুদ্রার প্রচলন
i i . শিল্প বিপ্লব
i i i . প্রযুক্তির উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (গ)
৪৫১. মিস সালমা অল্পশিক্ষিত হওয়ায় চাকরী পেতে কষ্ট হয়। ফলে তিনি স্বল্প মূলধন নিয়ে একটি মৌসুমি ফুলের নার্সারী স্থাপন করেন। এটি কোন শিল্পের অন্তর্ভূক্ত?
Ο ক) প্রজনন
Ο খ) উৎপাদন
Ο গ) নিষ্কাশন
Ο ঘ) নির্মাণ
সঠিক উত্তর: (ক)
৪৫২. বস্ত্র শিল্প কোন শিল্পের উদাহরণ?
Ο ক) নির্মাণ শিল্প
Ο খ) উৎপাদন শিল্প
Ο গ) সেবা শিল্প
Ο ঘ) নিষ্কাশন শিল্প
সঠিক উত্তর: (খ)
৪৫৩. রোমের সম্রাট কোথা থেকে জাহাজ তৈরি করে নিতেন?
Ο ক) কলকাতা
Ο খ) চট্টগ্রাম
Ο গ) করাচি
Ο ঘ) লন্ডন
সঠিক উত্তর: (খ)
৪৫৪. কোনটি পরিবেশের পারিপার্শ্বিক উপাদান?
Ο ক) সংস্কৃতি
Ο খ) অর্থনীতি
Ο গ) নদনদী
Ο ঘ) জীবনধারা
সঠিক উত্তর: (গ)
৪৫৫. Trade কী?
Ο ক) স্বত্বগত রূপান্তর
Ο খ) পণ্য ক্রয়
Ο গ) পণ্য বিক্রয়
Ο ঘ) পণ্য বিনিময়
সঠিক উত্তর: (ঘ)
৪৫৬. উৎপাদনের বাহন কোনটি?
Ο ক) শিল্প
Ο খ) বাণিজ্য
Ο গ) প্রত্যক্ষ সেবা
Ο ঘ) পরিবহন
সঠিক উত্তর: (ক)
৪৫৭. সম্পদের উন্নয়ন ব্যবসায়ের কোন ধরণের গুরুত্ব?
Ο ক) সামাজিক
Ο খ) অর্থনৈতিক
Ο গ) রাজনৈতিক
Ο ঘ) মানবিক
সঠিক উত্তর: (ক)
৪৫৮. কোনটি ব্যবসায় উৎপত্তির মূল কারণ?
Ο ক) প্রয়োজনবোধ
Ο খ) অভাববোধ
Ο গ) চাহিদাবোধ
Ο ঘ) দায়বোধ
সঠিক উত্তর: (খ)
৪৫৯. পরিবেশের দ্বিতীয় উপাদান কোনটি?
Ο ক) সামাজিক পরিবেশ
Ο খ) রাজনৈতিক পরিবেশ
Ο গ) অর্থনৈতিক পরিবেশ
Ο ঘ) আইনগত পরিবেশ
সঠিক উত্তর: (গ)
৪৬০. কোনটি একটি ব্যবসায় প্রতিষ্ঠান নয়?
Ο ক) পোল্ট্রি ফার্ম
Ο খ) দাতব্য প্রতিষ্ঠান
Ο গ) কাপড়ের দোকান
Ο ঘ) ফুলের দোকান
সঠিক উত্তর: (খ)
৪৬১. ব্যবসায়ে জীবনীশক্তি কী?
Ο ক) পণ্যদ্রব্য
Ο খ) ক্রেতা
Ο গ) মূলধন
Ο ঘ) মুনাফা
সঠিক উত্তর: (গ)
৪৬২. ব্যবসায়ের সথে জড়িত পণ্য বা সেবার অবশ্যই কী থাকতে হবে?
Ο ক) বিমা
Ο খ) আর্থিক মুল্য
Ο গ) মান
Ο ঘ) মোড়ক
সঠিক উত্তর: (খ)
৪৬৩. মুনাফা অর্জন ব্যবসায়ের কী?
Ο ক) বৈশিষ্ট্য
Ο খ) কার্যাবলী
Ο গ) উদ্দেশ্য
Ο ঘ) ক্ষতি
সঠিক উত্তর: (ক)
৪৬৪. ব্যবসায় বাণিজ্য প্রসারে সহায়তাকরে-
i . সুষ্ঠু আইন-শৃঙ্খলা পরিস্থিতি
i i . অনুকূল শিল্প ও বাণিজ্যনীতি
i i i . ঘনঘন সরকার পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i i
Ο গ) i ও i i
Ο ঘ) i ও i i i
সঠিক উত্তর: (গ)
৪৬৫. বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য দ্রব্যের ব্যবহার শুরু হয় কখন?
Ο ক) প্রাচীন যুগে
Ο খ) মধ্য যুগে
Ο গ) আধুনিত যুগে
Ο ঘ) প্রাগৈতিহাসিক যুগে
সঠিক উত্তর: (খ)
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২টি প্রশ্নের উত্তর দাও। মি. রহিম গ্রামের মহিলাদের সহায়তায় বাঁশ, মাটি, শোলা ও পাটের সাহায্যে বিভিন্ন খেলনা ও গৃহস্থালী সামগ্রী তৈরী করে বাজারে বিক্রি করে বেশ টাকা-পয়সার মালিক হয়েছেন।
৪৬৬. মি. রহিমের কাজের মাধ্যমে কীসের যথাযথ ব্যবহারের পথ প্রশস্ত হয়েছে?
Ο ক) কাঁচামাল
Ο খ) সম্পদ
Ο গ) কৃষি পণ্য
Ο ঘ) শিল্প পণ্য
সঠিক উত্তর: (খ)
৪৬৭. মি. রহিম গ্রামের মহিলাদের জন্যে অবদান রেখেছেন-
i. আর্থিক অবস্থার উন্নয়নে
ii. বেকার সমস্যা সমাধানে
iii. জীবনযাত্রার মানোন্নয়নে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC BEntrep