এস.এস.সি রসায়ন অধ্যায় - ৯: এসিড-ক্ষার সমতা (৭)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ৯: এসিড-ক্ষার সমতা (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৩০১. নিচের কোন দ্রবনের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা সবচেয়ে কম?
Ο ক) 0.5 M HCI
Ο খ) 1.0 M HCI
Ο গ) 0.5 M H2SO4
Ο ঘ) 2 M CH3COOH
 সঠিক উত্তর: (ঘ)

 ৩০২. বজ্রপাতের সময় বায়ু মন্ডলে কি গ্যাসের সৃস্টি হয়?
Ο ক) NO2
Ο খ) SO2
Ο গ) CO2
Ο ঘ) CO
 সঠিক উত্তর: (ক)

 ৩০৩. পাকস্থলীতে অস্বস্তি সৃষ্টি দূর করার জন্য কোনটি সেবন করা হয়?
Ο ক) সোডিয়াম হাইড্রক্সাইড
Ο খ) ম্যাগনেসিয়িাম হাইড্রক্সাইড
Ο গ) ক্যালসিয়াম হাইড্রক্সাইড
Ο ঘ) পটাসিয়াম হাইড্রক্সাইড
 সঠিক উত্তর: (খ)

 ৩০৪. পাকস্থলীতে pH মান কত হেরফের হলে বদহজম সৃষ্টি করে?
Ο ক) 0.50
Ο খ) .56
Ο গ) .60
Ο ঘ) .70
 সঠিক উত্তর: (ক)

 ৩০৫. বিসয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞান অনুসন্ধান ও গবেষণার কততম ধাপ?
Ο ক) দ্বিতীয়
Ο খ) তৃতীয়
Ο গ) চতুর্থ
Ο ঘ) সর্বশেষ
 সঠিক উত্তর: (ক)

 ৩০৬. কাচ পরিস্কারক হিসেবে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) NH3
Ο খ) NaOH
Ο গ) CaO
Ο ঘ) H2SO4
 সঠিক উত্তর: (ক)

 ৩০৭. প্রোটিনকে হজম করার জন্য পাকস্থলীতে pH মান কত হওয়া প্রয়োজন?
Ο ক) 2
Ο খ) 3
Ο গ) 4
Ο ঘ) 5
 সঠিক উত্তর: (ক)

 ৩০৮. ধাতব কার্বনেটের সাথে এসিডের বিক্রিয়ার কোন গ্যাস উৎপন্ন হয়?
Ο ক) SO2
Ο খ) SO3
Ο গ) CO2
Ο ঘ) NO2
 সঠিক উত্তর: (গ)

 ৩০৯. Fe2(OH)3 এর বর্ণ কীরূপ?
Ο ক) সাদা
Ο খ) হালকা নীল
Ο গ) হালকা সবুজ
Ο ঘ) লালচে বাদামি
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১০. pH মান কত হলে মাটি খুব ক্ষারীয় হয়?
Ο ক) 9.5 এর বেশি
Ο খ) 9.5 এর কম
Ο গ) 10.5 এর বেশি
Ο ঘ) 10.5 এর কম
 সঠিক উত্তর: (ক)

 ৩১১. বায়োগ্যাস প্ল্যান্ট বানানো না গেলে করণীয় কী?
Ο ক) আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলা
Ο খ) আবর্জনা পানিতে ফেলা
Ο গ) আবর্জনা টয়লেটে ফেলা
Ο ঘ) আবর্জনা শুকিয়ে পুড়ে ফেলা
 সঠিক উত্তর: (ক)

 ৩১২. আগুনের শিখা সাংকেতিক চিহ্ন সম্বলিত রাসায়নিক পদার্থের জন্য নিচের কোনটি সত্য নয়?
Ο ক) সহজেই আগুন ধরতে পারে
Ο খ) ঘর্ষণ হতে পারে এমন জায়গায় না রাখা
Ο গ) ত্বকে লাগলে ক্ষত হতে পারে
Ο ঘ) তাপ থেকে দূরে রাখতে হবে
 সঠিক উত্তর: (গ)

 ৩১৩. কোন প্রক্রিয়ায় জীবের জন্ম-বৃদ্ধি ঘটে?
Ο ক) জারণ-বিজারণ
Ο খ) জীব-রাসায়নিক
Ο গ) রাসায়নিক
Ο ঘ) সালোকসংশ্লেষণ
 সঠিক উত্তর: (খ)

 ৩১৪. কোনটিতে OH- আয়নের পরিমাণ কম থাকে?
Ο ক) দুর্বল এসিডে
Ο খ) দুর্বল ক্ষারে
Ο গ) শক্তিশালী এসিডে
Ο ঘ) সবল ক্ষারে
 সঠিক উত্তর: (খ)

 ৩১৫. নিচের কোনটি অভিজাত ও মূল্যবান ধাতু?
Ο ক) সীসা
Ο খ) লোহা
Ο গ) স্বর্ণ
Ο ঘ) দস্তা
 সঠিক উত্তর: (গ)

 ৩১৬. CI2 ও NO2 বাতাসে উপস্থিত পানির সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন হয়?
Ο ক) ক্ষারক
Ο খ) লবণ
Ο গ) এসিড
Ο ঘ) পানি
 সঠিক উত্তর: (গ)

 ৩১৭. অনুসন্ধান ও গবেষণার সর্বশেষ ধাপ কোনটি?
Ο ক) সমস্যা চিহ্নিতকরণ
Ο খ) বিষয়বস্তু সম্পর্কে জ্ঞানার্জন
Ο গ) পরিকল্পনা প্রণয়ন
Ο ঘ) বিজ্ঞান ও মানব কল্যাণে প্রভাব
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১৮. কীভাবে কাজের পরিকল্পনা প্রণয়নে সুবিধা হয়?
Ο ক) দক্ষতা অর্জনের মাধ্যমে
Ο খ) ফলাফল বিশ্লেষণ করলে
Ο গ) অনুসন্ধানের মাধ্যমে
Ο ঘ) ফলাফল সম্পর্কে আগাম ধারণা করতে পারলে
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১৯. পানি কাজ করতে পারে-
i. অম্লীয় হিসেবে
ii. ক্ষারীয় হিসেবে
iii. দ্রাবক হিসেবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২০. নিচের কোনটি জটিল অণু নয়?
Ο ক) ডিএনএ
Ο খ) চর্বি
Ο গ) পানি
Ο ঘ) ক্যালসিয়ামের যৌগ
 সঠিক উত্তর: (গ)

 ৩২১. মাছ, মাংস পচনরোধে কোন রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়?
Ο ক) ম্যালামাইন
Ο খ) কৃত্রিম রং
Ο গ) প্রিজারভেটিভস
Ο ঘ) ফরমালিন
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২২. চুনের রাসায়নিক নাম কী?
Ο ক) ক্যালসিয়াম অক্সাইড
Ο খ) ক্যাসসিয়াম হাইড্রোক্সাইড
Ο গ) পটাসিয়াম অক্সাইড
Ο ঘ) পটাসিয়াম হাইড্রোক্সাইড
 সঠিক উত্তর: (ক)

 ৩২৩. কাঠ হলো-
(i) বিশেষ ধরনের সেলুলোজ
(ii) কার্বনের যৌগ
(iii) অজৈব যৌগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩২৪. প্রোটিনকে হজম করার জন্য পাকস্থলীতে কত pH প্রয়োজন?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (খ)

 ৩২৫. সার তৈরিতে ব্যবহৃত হয়-
(i) অক্সিজেন
(ii) নাইট্রোজেন
(iii) ফসফরাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২৬. জিংক আয়নের সংকেত কোনটি?
Ο ক) Zn+
Ο খ) Zn2+
Ο গ) Zn2-
Ο ঘ) Zn-
 সঠিক উত্তর: (খ)

 ৩২৭. pH মান কত হলে এলার্জেন, ব্যাকটেরিয়া আক্রমণ প্রতিরোধ করতে পারে?
Ο ক) 5.5-7.5
Ο খ) 5.5-6.5
Ο গ) 5.5-6.80
Ο ঘ) 5.5-9.00
 সঠিক উত্তর: (খ)

 ৩২৮. বৃষ্টির পানির pH মান কত?
Ο ক) 7.5
Ο খ) 7
Ο গ) 6.5
Ο ঘ) 5.6
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২৯. pH কত হলে ইউনিভার্সাল ইন্ডিকেটরে দ্রবণের বর্ণ হলুদ এবং তা দুর্বল এসিড হবে?
Ο ক) 0-3
Ο খ) 3-7
Ο গ) 7
Ο ঘ) 11-14
 সঠিক উত্তর: (খ)

 ৩৩০. তেল বা চর্বির সাথে ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়?
Ο ক) সাবান
Ο খ) এসিড
Ο গ) চুন
Ο ঘ) চুনাপাথর
 সঠিক উত্তর: (ক)

 ৩৩১. রসায়নের ক্ষেত্রে সঠিক হচ্ছে-
(i) জীবনের জন্য বিজ্ঞান
(ii) বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে অন্যতম
(iii) রসায়ন চর্চার মাত্রা বেড়েই চলেছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩২. রসায়নের তৈরি-
(i) তেল, চিনি
(ii) রড, সিমেন্ট
(iii) কাগজ, কলম, কাপড়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩৪. কোনটির পানি মৃদু পানি?
Ο ক) পুকুরের পানি
Ο খ) ডোবার পানি
Ο গ) বৃষ্টির পানি
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩৫. কয়েল বা অ্যারোসল ব্যবহার করা হয় কিসের জন্য?
Ο ক) মশা তাড়াতে
Ο খ) ঘরে সুগন্ধ বাড়াতে
Ο গ) জীবাণু ধ্বংস করতে
Ο ঘ) কোনোটিই নয়
 সঠিক উত্তর: (ক)

 ৩৩৬. কাঠের প্রধান রসায়নি উপাদান কোনটি?
Ο ক) সেলুলোজ
Ο খ) স্টার্চ
Ο গ) হাইড্রোকার্বন
Ο ঘ) হাইড্রোজেন
 সঠিক উত্তর: (ক)

 ৩৩৭. জলীয় দ্রবণে কোন এসিড হাইড্রোজেন আয়ন দিলে তাকে বলে?
Ο ক) pH
Ο খ) প্রশমন বিক্রিয়া
Ο গ) এসিড
Ο ঘ) আয়নীকরণ
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩৮. মাটির pH মান খুব বেশি হলে-
i. মাটি বেসিক
ii. অ্যামোনিয়াম সালফেট ব্যবহৃত হয়
iii. চুন ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৩৯. মরিচার উপাদান হচ্ছে-
(i) লোহা
(ii) জলীয় বাষ্প
(iii) অক্সিজেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪০. বেকিং পাউডার-
i. পরোটা ফলাতে ব্যবহৃত হয়
ii. সোডিয়াম বাই কার্বনেট ও টারটারিক এসিডের মিশ্রণ
iii. শুষ্ক অবস্থায় CO2 গ্যাস সৃষ্টি করে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩৪১. কল-কারখানা ও যানবাহনের ধোঁয়ায় নিচের কোনটি থাকে?
Ο ক) C
Ο খ) H2O
Ο গ) Dry Ice
Ο ঘ) CO2
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪২. নিচের তথ্যগুলো পড়-
(i) ভারতবর্ষে ৫০০০ বছর পূর্বে রঙের ব্যবহার শুরু হয়েছে
(ii) স্বর্ণ অভিজাত ও মূলবান ধাতু
(iii) ফারসি ‘আল-কিমিয়া’ থেকে ‘আল-কেমি’ শব্দের উৎপত্তি হয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৪৩. সাধারণত লবণসমূহ কেমন?
Ο ক) অম্লীয়
Ο খ) ক্ষারীয়
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) লবণাক্ত
 সঠিক উত্তর: (গ)

 ৩৪৪. নিচের কোনটি কার্বনের যৌগ নয়?
Ο ক) মরিচা
Ο খ) কাঠ
Ο গ) মোম
Ο ঘ) কেরোসিন
 সঠিক উত্তর: (ক)

 ৩৪৫. ক্ষারীয় লবণ-
Ο ক) NaHCO3
Ο খ) NaCI
Ο গ) NaNO3
Ο ঘ) Na2SO4
 সঠিক উত্তর: (ক)

 ৩৪৬. বর্জ্যের সালফিউরিক এসিড পানির pH মানে কী পরিবর্তন করে?
Ο ক) বৃদ্ধি করে
Ο খ) হ্রাস করে
Ο গ) ঠিক করে
Ο ঘ) অনেক বৃদ্ধি করে
 সঠিক উত্তর: (খ)

 ৩৪৭. গাঢ় -এর ক্ষেত্রে-
i. 98% সালফিউরিক এসিড থাকে
ii. জারক ধর্ম আছে
iii. পানিতে সকল অনুপাতে মিশ্রণীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪৮. রক্তে pH মান কত হওয়া প্রয়োজন?
Ο ক) ৭.৩৫-৭.৪৫
Ο খ) ৬.০০-৭.০০
Ο গ) ৭.০০-৮.০০
Ο ঘ) ৮.০০-৯.০০
 সঠিক উত্তর: (ক)

 ৩৪৯. জৈব যৌগ তন্তুর সমন্বয়ে গঠিত হয় -
Ο ক) শার্ট
Ο খ) প্যান্ট
Ο গ) গেঞ্জি
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫০. বিভিন্ন ইলেকট্রনিক্স তৈরির ফলে কোন কোন পদার্থটি নিঃশেষ হওয়ার সম্ভবনা রয়েছে?
Ο ক) লোহা
Ο খ) দস্তা
Ο গ) তামা
Ο ঘ) সীসা
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post